#ভালোবাসার_সাত_গোলাপ
#অন্তিম_পর্ব
#ঊর্মি_আক্তার_ঊষা
ঘুমের মধ্যে বুঝতে পারছি কেউ আমার কপালে চুমু দিচ্ছে। চোখের উপর আলো পরছে। চোখ মেলে ভূত দেখার মতো অবস্থা হলো।
তানভীর : কুল বেবি চিৎকার দিয়ে আমার বারোটা বাজিয়ে দিয়ো না।
আমি : তু….তু….তুমি এতো রাতে আমার বেডরুমে কি করছো? কি ভাবে আসছো?
তানভীর : সে অনেক কষ্ট করে আসছি।
আমি : কেনো? কেউ যদি দেখে ফেলে তাহলে কি হবে?
তানভীর : কেউ দেখবে না। সব ব্যাবস্থা করে এসেছি।
আমি : তুমি এক্ষুনি বের হও।
তানভীর : হ্যাঁ বের হবো তবে তোমাকে নিয়ে যাবো।
আমি : কোথাও যাবো না আমি।
তানভীর : যাবে না মানে কি? তোমাকে যেতেই হবে।
আমি : কেউ যদি দেখে?
তানভীর : চুপ!!!!!! আমার সাথে এসো।
বেলকনিতে মই দিয়ে রেখেছে নিচে নামতে সুবিধা হলো সাথে ফয়সাল ভাইয়া আর রায়হান ভাইয়াও ছিলো। বাইকে ওঠার সাথে সাথে ফুল স্পিড বাইক স্টার্ট দিলো মনে হলো হাওয়ায় ভাসছি। কিছুক্ষণের মধ্যেই একটা বাড়ির সামনে আসলাম।
আমি : এটা কার বাড়ি?
তানভীর : আমাদের বাড়ি।
আমি : কই এখানে তো কোনোদিন আসলাম না?
তানভীর : এই বাড়ি আমি আমার নিজের টাকায় কিনেছি কিছুদিন আগেই তাই জানো না।
কথা বলতে বলতে বাড়ির ভিতরে ঢুকলাম। চারদিকটা অন্ধকার আমার খুব ভয় লাগছে। আল্লাহ আমাকে বাঁচাও।
আমি : লাইট অন করো আমার খুব ভয় লাগছে।
তানভীর :
আমি : কি হলো কথা বলো না কেনো?
তানভীর :
আমি : তানভীর কোথায় তুমি? প্লিজ আমার কাছে আসো।
তানভীর :
একা একা কথা বলতে বলতে মনে হলো আমাকে কেউ জড়িয়ে ধরলো। আমাকে ভূতে ধরে ফেললো।
আমি : প্লিজ আমাকে ছেড়ে দেন।
লাইট অন হলো। আমি তানভীরকে জড়িয়ে ধরে আছি।
তানভীর : Happy Valentine’s Day My Sweetheart!
ফয়সাল : আমরা যে এখানে সেটা ভুলে যাস না।
রায়হান : এবার ওদের একা ছেড়ে দে চল আমরা বাড়ির বাগানে গিয়ে বসি।
বলেই ফয়সাল আর রায়হান চলে গেলো।
তানভীর : ভয় দেখানোর জন্য সরি।
আমি : আমাকে এতোক্ষণ ভয় দেখিয়ে এখন আসছো। নিকুচি করি তোর ভ্যালেন্টাইন।
তানভীর : হাতটা দাও!
আমি : না।
তানভীর জোর করে ঊর্মির হাতে একটা ডায়মন্ডের রিং পরিয়ে দিলো।
তানভীর : শুনো এই রিংটা কখনও হাত থেকে খুলবে না। আমাকে যদি ভোলার চেষ্টাও করো তাহলে এটা তোমাকে ভুলতে দিবে না সব সময় আমাকে মনে করিয়ে দিবে।
আমি : এতো দামি গিফট আমি নিতে পারবো না। যদি হারিয়ে যায়?
তানভীর : হারিয়ে গেলে যাবে শুধু তুমি হারিয়ে না গেলে হবে।
আমি : কিন্তু আমি তোমাকে আজকের দিনে কোনো গিফট দিতে পারলাম না।
তানভীর : আমার এতো সুন্দর গাল তোমার কাছে আছে আর তুমি বলো গিফট দিতে পারলে না। উম্মাহ্ দিয়ে দেও গিফট হয়ে যাবে।
আমি : না অন্য কিছু দিবো।
তানভীর : আরো বেশি কিছু আগে বলবে তো আমি রেডি আছি।
আমি : নির্লজ্জ, অসভ্য।
তানভীর : শুধু তোমার কাছে, আমার গিফট আমাকে দিয়ে দেও।
আমি : উম্মাহ্!
তানভীর : আর একটা হবে নাকি?
আমি : মোটেও না।
তানভীর : কিপটে।
আমি : বিয়ের পর কিপ্টেমি করবো না। (অন্যমনস্ক হয়ে)
তানভীর : কি ম্যাডাম কোথায় হারিয়ে গেলে?
আমি : তোমার ভালোবাসার জগতে।
তানভীর : সেটা আবার কোথায়?
তানভীরকে জড়িয়ে ধরে ওর বুকের হৃৎস্পন্দন শুনে বললাম……
আমি : তোমার এখানে!
তানভীর : তাই বুঝি।
আমি : হুম তাই, সারা জীবন আমাকে আগলে রেখো।
তানভীর : সারাজীবন থাকবে।
সমাপ্ত…………
আমার জীবনে পড়া সবচেয়ে বেকার আর ফালতু গল্প