lovable part : 13

0
1235

lovable part : 13
writer : kabbo mahmud

আজ তানিশার বাসর রাত। সকল নারী-পুরুষকেই এই রাতের স্বাদ গ্রহণ করতে হয়।
বিছানার মাঝে লম্বা একটা ঘোমটা দিয়ে বসে আছে তানিশা। মুখে তার আজ লজ্জার চাহনি ভেসে উঠছে এটা ভেবে যে কাব্যর রিয়েক্ট কেমন হবে? ও তো আজ তাকে ছেড়ে কথা বলবেনা।
তবুও সে অপেক্ষা করছে তার প্রিয় মানুষটির জন্য মুখভরা হাসি নিয়ে। অবশ্য এই রাতে সবাই অনেক ভাবনা অনেক কথা অনুভুতি নিয়ে থাকে কেননা তারা যে তাদের প্রিয়তমা কে সারাজীবনের জন্য পেয়ে যাচ্ছে তাই এই রাতে সকল হিসাবের রাত।
****
চারিপাশ আজ অনেক সুন্দর করে সাজানো। কাব্যর বাবা সবকিছু ঠিক করে রেখেছিলো এবং বাসাই থেকে বের হওয়া পর এসব কিছু করা হয়।
রুমে ফুলের সাজছন্দে মুগ্ধকর, অনেক সুন্দর করে সাজানো হয়েছে রুমটি।
****
****
কিছুক্ষণের মধ্যে কাব্য রুমে প্রবেশ করে এবং খুব জোর করেই শব্দ করে দরজা বন্ধ করে দেই যার কারণে তানিশা চমকে উঠে।
*
তারপর ধীর পায়ে তানিশার দিকে এগিয়ে যাই এবং তানিশা চুপচাপ বসে আছে।
*
কাব্য তানিশার পাশে যেয়ে বসে।
****
কাব্যঃ আমার এমন চিন্তাভাবনা ছিলো না আমাদের বিয়ে নিয়ে।
তানিশাঃ………
কাব্যঃ কী হলো কথা বলছ না কেন??
তানিশাঃ কী বলব???(ধীর কন্ঠে)
কাব্যঃ তুমি জানতে বাবা-মা এর প্লানিং কিন্ত তাও বললে না কেন?
তানিশাঃ ইচ্ছা ছিলোনা।
কাব্যঃ ইচ্ছে ছিলো না??(বিরক্তিকর ভাব নিয়ে) আমার এভাবে বিবাহ করার কোন ইচ্ছে ছিলোনা আর তুমি??তুমি আমাই বলতে পারলেনা যে বাবা-মা এসব করছে!
তানিশাঃ আপনি খুশী নন্??
কাব্যঃ না আমি খুশি না….
তানিশাঃ কেন খুশী না??বাবা মা এটা করেছে যেহেতু তাই মেনে নিন। তাদের ভালো লাগাই মতামত দিলে তারা খুব আনন্দিত হবে।
কাব্যঃ (কিছুক্ষণ চুপ থেকে) আচ্ছা ঠিক আছে।”’ঘুমাও অনেক রাত হয়েছে।(রাগী মোড নিয়ে)
তানিশাঃ কী বললেন???(অবাক হয়ে)
কাব্যঃ কী বললাম??
তানিশাঃ এই যে এই মাত্র কী যেন বললেন?
কাব্যঃ বললাম ঘুমিয়ে যাও অনেক রাত হয়েছে সারাদিন ব্যস্ত থাকাই মনে হয় এখন তুমি ক্লান্ত।
তানিশাঃ আমি বলেছি???
কাব্যঃ না বললেও বুঝতে পারছি……
তানিশাঃ আমি ক্লান্ত না””
কাব্যঃ তাহলে ভালো। আমার ভালো লাগছেনা ফ্রেশ হয়ে এসে ঘুমাও।
তানিশাঃ ওই মিয়া(ঘুমটা তুলে ফেলে দিয়ে) এতো কিছু বুঝেন?? আপনার বোঝার গুষ্টি কিলাই।এতোদিন অনেক ভদ্র হয়ে থেকেছি আর না। আপনি কী বললেন??ঘুমিয়ে যাও!!অনেক ক্লান্ত!! বাসর রাতে কেউ ঘুমাই?? কে ঘুমাই?? কে কে???(কলার চেপে উপরে উঠে বসে) জানেন আপনি কিছু??নাকি কোন অভিজ্ঞতা নেই??(একদমে বলে দিয়ে বেচারি হাপিয়ে উঠেছে)
*
*তানিশার এমন কান্ড দেখে কাব্য ভ্যাবাচেকা খেয়ে যাই। সে ভাবেনি যে তানিশা এমন করবে ভাববেই কীভাবে দুষ্টুমি করেছে কিন্ত এমন দুষ্টুমিও যে পারে কাব্যর জানা ছিলো না।
**
কাব্যঃ এসব কি করছো তানিশা??

**নতুন নতুন রোমান্টিক গল্প পেতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ: “নিঃস্বার্থ ভালোবাসা”**

তানিশাঃ কি করছি জানেন না???(বিছানায় পড়ে যেয়ে) কতো শখ ছিলো বিয়ে হবে বাসর রাতে স্বামীর সাথে জমিয়ে গল্প করব সবকিছু শেয়ার করব ভালবাসায় দুজনে আবদ্ধ হবো। আর আপনি??বলছেন ঘুমিয়ে যাও??? ইচ্ছে করছে,,,(খিটখিটে ভাব নিয়ে)
কাব্যঃ কী??
তানিশাঃ ইচ্ছে করছে ভূত হয়ে আপনার ঘাড় মটকে দিতে।
কাব্যঃ আচ্ছা তোমার সব কথা মেনে নিলাম কিন্ত একটা কথা মানতে পারছিনা।
তানিশাঃ কী?
কাব্যঃ ভালোবাসাই আবদ্ধ হবে(তানিশার দিকে এগিয়ে যেয়ে) এটা খুব ভালো লাগলো আমার উফফ কী বলব তোমাই আমার বউ যে এতো রোমান্টিক ভাবতেই কেমন লাগছে। এতোক্ষণ তো এক্সাম নিচ্ছিলাম আমার বউ কী কী পারে সেটা দেখতে।
তানিশাঃ ম…মানে!!!
কাব্যঃ মানে খুব সোজা- তুমি এখন তোমার বরের সাথে ভালোবাসাই আবদ্ধ হবে। তাই নাও দেখি কীভাবে আবদ্ধ হয়(দাঁতে দাঁত চেপে)
তানিশাঃ আবদ্ধ কীভাবে হয়?
কাব্যঃ কেন তুমি জানোনা??
তানিশাঃ আমি তো জানি গল্প করলেই হয়ে যাই।
কাব্যঃ আর??
তানিশাঃ আর?? দুজনে দুজনের মাঝে সবসময় হাসি-খুশী, আনন্দে মেতে থাকা, পরিবার কে ভালো রাখা, এভাবেই আবদ্ধ হয় একে-উপরে।
কাব্যঃ আর????
তানিশাঃ উমমম আবার কী???
কাব্যঃ জানোনা???
তানিশাঃ না!!
কাব্যঃ শিখিয়ে দিই?
তানিশাঃ কেন? কি শিখবো?
কাব্যঃ কাছে এসো শিখিয়ে দিই।
তানিশাঃ কেন? কাছে যেতে হবে কেন?
কাব্যঃ তোমাই শিখিয়ে দিই ভালোবাসাই আবদ্ধ আরও একরকম ভাবে হওয়া যাই।
তানিশাঃ না কাছে যেয়ে আবদ্ধ হওয়া ভালো না।
কাব্যঃ মানে??
তানিশাঃ মানে জানেন না?? আপনি ছেলে হয়ে আমার কাছে কেন আসবেন??
কাব্যঃ আমি তোমার husband তোমার কাছে যাবোনা তো অন্য মেয়ের কাছে যাবো??
তানিশাঃ না সেটা না ছেলে ও মেয়েকে কাছাকাছি যাওয়াকে খারাপ বলা হয় জানেন না??
*তানিশার কথা শুনে কাব্য রেগে যাবে নাকি হাসবে বুঝতে পারছেনা। সে এটুকু জানেনা যে যার সাথে বিয়ে হয় তার কাছে যাওয়াতে কোন ক্ষতি নেই।
কাব্যঃ সবাই খারাপ বলবে?? কেন বলবে? আমরা তো বিবাহিত।
তানিশাঃ oooh তাইতো!!আমি তো ভুলেই গেছিলাম!! কিন্ত তাও আপনার কাছে যেতে ইচ্ছা করছেনা।

**নতুন নতুন রোমান্টিক গল্প পেতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ: “নিঃস্বার্থ ভালোবাসা”**

কাব্যঃ বুঝেছি সোজা আঙুলে ঘি উঠবেনা খাটি বাঙালি কথা। এবার আঙুল বাকানো লাগবে।
****
*কাব্য তানিশার হাত চেপে ধরে টান দিয়ে নিজের কাছে নিয়ে চলে আসে। একদম কাছে ‘ আর তানিশা ভয়ে চোখ বুঝে ফেলেছে।

কাব্য তানিশার খুব কাছে আর তানিশা চোখ দুটো চেপে ধরে আছে আর কাব্য তানিশার দিকে চেয়ে লক্ষ্য করে তানিশার রূপের বাহার।
**
কাব্যঃ তুমি এতো সুন্দর কেন? খুব সুন্দর তুমি ‘অনেক মায়া জড়িয়ে তোমার এই চেহারায়। যেদিন প্রথম দেখি তোমার দুষ্টুমি সেদিন আমারও ইচ্ছে করছিলো তোমার সাথে দুষ্টুমি করতে কেননা আমি চেয়ে চেয়ে ওটাই দেখেছিলাম। তারপর তোমার কাছে যাওয়া মাত্রই যে কী হলো তখনই বুঝেছি তোমাকে আমার চাই। কিন্ত আল্লাহ যে আমাই তোমার কাছে এতো সহজেই পৌছিয়ে দেবে তাও আবার এতো আপন করে ভাবিনি। আমি তোমাই সবসময় দুষ্টুমিতে মাতিয়ে রাখবো। (মনে মনে)..
**কাব্য মনে মনে ভাবছে আর তানিশা চোখ মেলে তাকিয়ে দেখে তার দিকে কাব্য একভাবে চেয়ে আছে। এটা দেখে অনেক ভাবনা তার মনে ঘুরপাক খাই।
.
তানিশাঃ হাদারাম এভাবে আমাই দেখছে কেন??? কেমন লজ্জা লজ্জা লাগে(মনে মনে) এভাবে কী দেখছেন?
কাব্যঃ দেখছি….
তানিশাঃ কী??
কাব্যঃ আমার বউটা কতো সুন্দর। দেখে যেন মন ভরছেনা। এতো সুন্দরও কেউ হতে পারে??
তানিশাঃ হুম আল্লাহ দিয়েছে যেহেতু তাহলে হতে পারে। আর এখন বিয়ে তো আপনার সাথে হয়ে গেছে তাই দেখুন যতো পারেন।
কাব্যঃ হুম শুধু আমিই দেখব আর কাউকে দেখতে দেওয়া যাবেনা। এতো সুন্দরী বউ কেউ দেখলে নজর লেগে যাবে।
তানিশাঃ তাই??তাহলে কীভাবে কাউকে দেখতে দেবেন না??
কাব্যঃ সব সময় বাসাই থাকবে আর অন্য কাউকে সহজে মুখ দেখাবে না কেমন?
তানিশাঃ আচ্ছা ঠিক আছে আপনার বউ এর সৌন্দর্য কেউ দেখতে পারবেনা। কিন্ত এবার ছাড়ুন।
কাব্যঃ না কতোদিন পর এই রাত পেয়েছি তাও আবার বাসর রাত ওতো সহজে ছাড়বো না।
তানিশাঃ তো কী করবেন?
কাব্যঃ বউ কে ভালোবাসব।
তানিশাঃ বাসতে মানা করেছে কে?কিন্ত দর্শক গুলো যে আমাদের সব কিছু পড়ে নিচ্ছে সেদিকে খেয়াল আছে??
কাব্যঃ ওহ তাইতো Wait… এইযে পাঠক/পাঠিকা যা দেখেছেন ভালো এবার ঘুমান। আমাদের একটু একা ছেড়ে দিন কেমন?? বাকিটা ইতিহাস বুঝে নিন। good night…
বিঃদ্রঃ নিজের বাসর রাত সম্পর্কে ধারণা আছে
কিন্ত আবিরের বাসর কেমন হবে সেটা অজানা
ওদেরটা ওদের উপর ছেড়ে দিন।

#_____________চলবে________________


#কোনো গল্পের পর্ব খুজে না পেলে সর্বশেষ পোস্ট কমেন্ট করে জানাবেন।



#আপনাদের উৎসাহ পেলে পরবর্তী পার্ট দিবো। আসা করি সবাই লাইক কমেন্ট করে সাথেই থাকবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here