গল্পঃ কিশোরী_বউ (সিজন_২)Part_4

0
2540

গল্পঃ কিশোরী_বউ (সিজন_২)Part_4
#Writer_কাব্য_আহম্মেদ

. . . . . . .
( তিথি)
সবচেয়ে বেশী ঘৃনা হচ্ছে নিজেকে। নিজের পাগলামিগুলোকে এখন নিজেরই অসহ্য লাগছে। এই বাচ্চামি স্বভাবটাকে তিথির অসহ্য লাগছে এই মুহূর্তে। কেকটা হাত নিয়ে চারদিক তাকিয়ে বাসায় ডুকে পড়ল। রুমে গিয়ে ফোন করল কাব্যকে। ফোন সুইচড অফ….। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে তিথির।
– কিরে তিথি? কি হয়েছে তোর? কাঁদছিস কেনো?
( সামিরা তিথির কাধে হাত দিয়ে বলল)
তিথি হাটু গেড়ে বসে কাঁদছিল। তিথি জরিয়ে ধরল সামিরাকে।
হু হু করে কাঁদতে লাগল,
– সত্যি, আমি এটা নিজের ইচ্ছায় করিনি। (তিথি)
– কি নিজের ইচ্ছায় করিস নি তুই?
অবাক হয়ে প্রশ্ন করল সামিরা। তিথির পিটে হাত বুলিয়ে দিতে দিতে বলল সামিরা।
– সত্যি, আমি ওকে কষ্ট দিতে চাইনি। আমি তো নিজেও জানি না কি করেছি?
– মানে! কি বলছিস এসব?
– আমি কাব্যকে কষ্ট দিয়ে ফেলেছি সামু। ওর সাথে খারাপ ব্যবহার করে ফেলেছি অজান্তে।
– মানে, কিভাবে?
তিথি সব ঘটনা খুলে বলল সামিরাকে। সামিরা কিছুক্ষণ বিজ্ঞের মতো চুপ করে রইল,
– তুই শিওওর তো যে কাব্য কষ্ট পেয়েছে?
– জানিস, কতো সুন্দর করে প্রপোজ করেছিল কাব্য। ওর মুখের এক্সপ্রেশন তখন দেখার মতো ছিল। খুব খুশি ছিল কাব্য। আর সেই আমিই ওর সাথে খারাপ ব্যবহার করলাম। এই দেখ কেকটাও রাস্তায় ফেলে রেখে গেছে।
– হুম।
– কাব্য যদিও কষ্টটা মুখে প্রকাশ না করে কিন্তু মনে কিন্তু ঠিকই কষ্ট পেয়েছে।
তিথি কেঁদেই চলছে।
সামিরা তিথিকে জরিয়ে ধরা অবস্থায় সান্ত্বনা দিতে লাগল।
– আমি কি করে করতে পারলাম এটা সামিরা।
– তুই শান্ত হো। প্লিজ…
– ফোন করেছিলাম। ফোনও সুইচড অফ করে রেখেছে। নিশ্চয়ই খুব আঘাত পেয়েছে মনে।
– আচ্ছা। তুই আর কাঁদিস না প্লিজ। শুয়ে পড়। আর কাল কাব্যের সাথে দেখা কর। সব ঠিক হয়ে যাবে দেখিস।
– কিন্তু, কাব্য যে কষ্ট পেয়েছে?
সামিরার দিকে অসহায় হয়ে তাকাল তিথি।
– কেনো? ভালোবাসা দিয়ে সেটা ভুলিয়ে দিতে পারবি না।
তিথি জরিয়ে ধরল সামিরাকে।
– ওকে, এখন ঘুমিয়ে পড়।
সামিরা তিথিকে বালিশে শুইয়ে দিল। তারপর কাথা টেনে রুম থেকে বেরিয়ে গেলো।
তিথি এপাশ ওপাশ করছে।
অতঃপর ঘুমিয়ে পড়ল অনেক্ষণ পর।
,
( আমি)
খুব কষ্ট হচ্ছে। কখনো সিগারেট খাইনি। বন্ধরা জোর করেও এসব ছাই পাশ খাওয়াতে পারত না। কিন্তু, এখন অনায়াসে সেটা টানছি।
ভেবেছিলাম কি আর হলো কি? যা ভেবেছিলাম ঠিক তার উল্টোটা হয়েছে। ভাবিনি, তিথি এমন আচরণ করবে।
আমার মেনে নিতে কষ্ট হচ্ছে তিথির চেঞ্জ হয়ে যাওয়া। সত্যি, তিথির ব্যবহার অদ্ভুদ লাগছে আমার কাছে। কোথাও কি কোনো গণ্ডগোল বা মিসআআন্ডারস্ট্য
ান্ডিং হচ্ছে কি? তিথি এক সময় একেক ব্যবহার করছে। কি হচ্ছে এটা?
যেটাই হোক।
তিথিকে অনুভব করতে হবে প্রিয়জনদের খারাপ ব্যবহার কেমন লাগে? প্রিয় মানুষটার বদলে যাওয়াটা কেমন লাগে আমাদের কাছে। প্রিয় মানুষের খারাপ ব্যবহার কতটা আঘাত করে আমাদের মনে।
( সকালে)
একটু দেরোতেই ঘুম ভাঙল তিথির। কারনটা রাতে খুব কেঁদেছিল। ক্লান্ত হয়ে গেছিল। মোবাইল হাতে নিয়ে দেখল আম্মুর কল। কল ব্যাক করল তিথি,
– আসসালামু আলাইকুম, আম্মু।
– ওয়ালাইকুম আসসালাম, তুই একদম কথা বলবি না আমার সাথে বলে দিচ্ছি। ( মিসেস সাবিনা)
রেগে গেলেন তিথির শাশুড়ি মা।
– কি করেছি আমি? আম্মু।
তিথি কাচুমাচু হয়ে বলল।
ওপাশে নিরবতা। কোনো শব্দ আসল না।
– কোনো দোষ করেছি আমি? প্লিজ, ক্ষমা করেছি আম্মু।
মিসেস সাবিনা মুখ ফুলিয়ে রইলেন। কোনো কথা বললেন না।
– প্লিজ, কথা বল না আম্মু। আমাকে ক্ষমা করে দাও প্লিজ।
কাঁদোকাঁদো স্বরে বলল তিথি।
– হইছে কাঁদতে হবে না। খুব বড় হয়ে গেছিস না? একবার ও বুড়ি মায়ের কথা মনে পড়ে না। কতদিন দেখি না তোকে। একবারও এখানে আসতে ইচ্ছে করে না তোর।
– ওও, আমি খুব সরি আম্মু। পড়াশোনার জন্যই আসতে পারি না। এতো পড়াশোনা। প্লিজ রাগ করো না তুমি।
– হুম, ফোনে মেসেজ করলাম সেটাও দেখলি না?
– মেসেজ করেছো? ওয়েট ওয়েট। সত্যি আমি খেয়াল করিনি।
ফোন কেটে দিলো তিথি।
মেসেজে অফশনে ডুকল। আম্মুর মেসেজ,
” শুভ জন্মদিন আমার আম্মুটা। আমার পিচ্ছি আম্মুটা দেখতে দেখতে বড় হয়ে গেলো। দোয়া করি তোর সামনের প্রতিটা দিনই যেনো বেষ্ট হয়। ” রাত ১২ঃ০২_
তিথি কল করল আম্মুকে। কল রিসিভ করতেই তিথি বলতে শুরু করল,
– আই লাভ ইউ আম্মু। লাভ ইউ এ লট। তোমাকে এই মুহুর্তে জরিয়ে ধরে এত্তোগুলো পাপ্পি দিতে ইচ্ছে করছে। সত্যি, তুমি এই পৃথিবীর বেষ্ট শাশুড়ি।
– ঐ, ফাজিল মেয়ে। আমি তোর শাশুড়ি। তোকে না বলেছি…
বলার আগেই থামিয়ে দিলো তিথি।
– সরি, সরি। বেষ্ট আম্মু তুমি।
জিহ্বায় কামড় দিয়ে বলল তিথি।
– জরিয়ে ধরতে ইচ্ছে করছে?
– হুম।
মন খারাপ করে বলল তিথি।
– তাহলে, চলে আয়।
– মানে!
– মানে, তোর জন্মদিনের অনুষ্টান আয়োজন করা হয়েছে সন্ধ্যায়। কাব্য বলেনি তোকে?
– ওও।
মুখ মলিন করে বলল তিথি।
– আচ্ছা, ওও কোথায়? ( তিথি)
– কে? কাব্য। ওওতো বাসায়ই আছে। তুই তাড়াতাড়ি চলে আয় প্লিজ। খুব দেখতে ইচ্ছে করছে আমার পিচ্ছি আম্মুটাকে।
– হুম।
হালকা হাসল তিথি।
– আমি কাব্যকে পাঠাচ্ছি। তুই ব্যাগ ট্যাগ ঘুছিয়ে নে। এখানে অনেকদিন থাকতে হবে কিন্তু।
– ওক্কে।
ফোন কাটতেই তিথি ব্যাগ গুছাতে শুরু করল তিথি। সামিরা রুমে ডুকল,
– এই, এই তিথি। এরকম দৌড়াদৌড়ি করছিস কেনো?আর কাপড় ব্যাগে ভরছিস কেনো? কোথাও যাবি নাকি?
– হুম, তুইও গুছিয়ে নে। বাসায় যেতে হবে।
– তো যা। আমি গুছাব কেনো?
অবাক হয়ে বলল সামিরা।
– বাসায় আমার বার্থডে উপলক্ষে অনুষ্টানের আয়োজন করেছে সবাই। বাসায় যেতে হবে। তুইওও চল। আর তুই কি হারামি রে? জন্মদিনের উইশও করলি না?
– আরে সময় পেলাম কই? রাতে তো তোর কাঁদতে কাদতেই অবস্থা নাজেহাল ছিল।
জিহ্বায় কামড় দিয়ে বলল সামিরা।
– বাই দ্যা ওয়ে, শুভ জন্মদিন জানুটা।
– হুহ।
,
( আমি)
বাসার নিচে এসে হর্ণ বাজাতে লাগলাম। তিথি দৌড়ে বেলকনিতে এলো,
– একটু দাড়াও প্লিজ। মাত্র পাচঁ মিনিট।
দৌড়ে আবার রুমে চলে গেলো। ৫মিনিট পর নিচে নামল তিথি আর সামিরা। আমি একবার তাকিয়ে মুখ ঘুরিয়ে নিলাম।
সামনে বসল তিথি। পিছনের সিটে বসল সামিরা।
– কেমন আছো? সামিরা। (আমি)
– ভালো, আপনি?
– ভালো।
তিথির দিকে তাকিয়ে দেখলাম। মন খারাপ করে বসে আছে। বেশতো এবার বুঝ মজা।
অবহেলা! খারপ ব্যবহার!
হুহ।
( তিথি)
কত সুন্দর করে সাজলাম ওর জন্য। তাকালও না। বুঝলাম রাতে কষ্ট দিয়েছি। তাই বলে এরকম ব্যবহার করবে। সামিরাকেও তো কত কি জিজ্ঞেস করল? আমার দিকে তো তাকালও না।
– আমি রাতের…
মোবাইল বেজে উঠল। আমি কল রিসিভ করলাম,
– হ্যালো, ম্যানেজার সাহেব।
.
– হ্যা, হ্যা। ওখানেই আছে ফাইলটা।
.
– হ্যা। দেখুন পেয়ে যাবেন।
.
– হ্যা হ্যা।
সারা রাস্তাই কথা বলে আসলাম। তিথিকে কোনো কথা বলারও সুযোগ দিলাম না। তিথির কিছু বলতে যাচ্ছিল। কিন্তু, সেটা বলতেই পারল না।
বলতে দিলে তো বলবে।
,
( তিথি)
ইশ!
রাতের জন্য সরিটাও বলতে পারলাম না। এতো বিজি ওও। একবার তাকালও না। দূর! ভালো লাগছে না কিছু। আম্মুর রুমে বসে আছি,
– কিরে মুখ এমন বানিয়ে রেখেছিস কেনো? মন খারাপ?
বলে মাথায় হাত দিলেন মিসেস সাবিনা।
– না, না। কই?
আমতাআমতা করে বলল তিথি।
– বুঝেছি আমার মেয়েটা বড় হয়ে গেছে। কথা লুকাতে শিখে গেছে।
– তেমন কিছু না আম্মু।
– হইছে। টপিক বাদ। এখন বল তোর পড়াশোনার খবর কি?
– ভালো।
– হুম।
,
সেই কখন থেকে অপেক্ষা করছি ওর। কিন্তু, একবারও সামনে পেলাম না। কোথায় আছে কে জানে?
এতো বিজি। একবার দেখাও করল না। কথাও বলল না। মন খারাপ করে বসে রইল তিথি।
কিন্তু, বাইরে বেরুতেই রেগে গেলো তিথি। আচ্ছা, এই কাজ করা হচ্ছে। মেয়েদের সাথে টাঙ্কি মারা হচ্ছে।
**নতুন নতুন রোমান্টিক গল্প পেতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ: “নিঃস্বার্থ ভালোবাসা”**

তাইতো, বলি। আমার গুনোধর বর এতো বিজি কি এমন কাজে? আমি এগিয়ে গেলাম। একটা মেয়ের সাথে কথা বলছে খুব হেসে। আর ঐ শাঁকচুন্নিটাও হেসে হেসে গায় ডলে পড়ছে কাব্যের।
আমি আশেপাশে ঘুরতে লাগলাম। কিন্তু, তাকালই না। সে হাসিখুশিতেই ব্যস্ত।
,
( আমি)
তিথি মুখের এক্সপ্রেশন দেখার মতো। রাগে মনে হয় ফেটে যাবে এমন অবস্থা। বারবার আশেপাশে ঘুরছে। কিন্তু, আমি সেটা দেখেও না দেখার ভান করছি। তিথির তো মনে হচ্ছে মেয়েটাকে গিলেই ফেলবে। আমি আরো হেসে হেসে কথা বলছিলাম।
যেহেতু, তোমার সাথে খারাপ ব্যবহার করা আমার সাধ্য নেই। যদি তোমার সাথে খারাপ ব্যবহার নাই করি। তোমাকে অনুভব করাব কি করে প্রিয় মানুষটা অবহেলা করলে কি রকম অনুভব হয়?
তাই এই পথটাই বেছে নিয়েছি। বেশ ভালো কাজও দিয়েছে।
সন্ধায় হয়ে গেছে। বাসাটা সাজসজ্জায় পূর্ণ করে দেয়া হয়েছে। সন্ধ্যা পর্যন্ত একবারও কথা হয়নি তিথির সাথে।
সবাইকে ইনভাইট করা হয়েছে। আত্মীয় স্বজন। তিথির ফ্রেন্ড সার্কেল। আমার ফ্রেন্ড সার্কেলদের ও।
– শুনো..
পিছনে তাকিয়ে দেখলাম তিথি।
,
সামিরা তাড়াহুড়ো করে হাঠছিল। এমনি কাজেকর্মে সাহায্য করেছিল। সবাই না করার পরও মেয়েটা এটা সেটার খেয়াল রাখছে।
তাড়াহুড়ো করেই হাঠতে গিয়েই কারো সাথে ধাক্কা খেলো।
– আউচ
পড়ে গেলো সামিরা। রাগীমুখে তাকিয়ে দেখল একটা ছেলে দাঁড়িয়ে আছে। দেখতে তো গোবর গনেশের মতো। হাদার মতো..
– ঐ, ছেলে। চোখে কম দেখিস। চোখে দেখে হাঠতে পারিস না। উউ বাবা আমার কোমড়টা তো গেলো।
পূর্ব।
ছেলেটার নাম পূর্ব। কাব্যের মামাতো ভাই।
– আরে আপনি এভাবে বকছেন কেনো? আমিতো সরি। দেখিনি…
বাচ্চা বাচ্চা কন্ঠে বলল পূর্ব।
– আমি সরি দেখিনি।
ভেঙচি দিয়ে বলল তিথি। পূর্ব কথাটাকে কটু করে বলল।
– চোখ নেই তোর হাদা একটা।
– আরে আমিতো…
– চুপ! কর। আর হাতটা এগিয়ে দে। ফেলে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছে।
পূর্ভ ধমক খেয়ে হাত এগিয়ে দিলো। সামিরা হাত ভর দিয়ে উঠল,
– হাদাসাহেব! এটা কি ভুল ছিল নাকি ধাক্কা খাওয়ার ধান্ধা হুম।
পূর্বের গাল টেনে বলল সামিরা।
– আমি, সত্যি দেখে করিনি।
ইনোসেন্ট ফেস করে বলল পূর্ব। আসলেই দেখে মনে হয়না এরকমটা ওও নিজেই করেছে। বোধ হয় ভুল করেই করেছে।
তবুও, বাজিয়ে দেখতে ভালো লাগছে সামিরার।
– চুপ!
ধমক খেয়ে কেপে উঠল পূর্ব। সামিরার খুব হাসি পাচ্ছে। আসলেই এতো পুরো হাদা!

(শান্তি হলো এবার আপনাদের)
সামিরাঃ মেয়ে দেখলেই এমন গায়ে পড়তে মন বলে তাইনা? ঢপবাজ ছেলে নে এবার এই কাজটি করে দে কাজের মুড টাই নষ্ট করে দিলি
পূর্বঃ ok ok দেন আমি করে দিচ্ছি(ভয়ে কাছুমাছু হয়ে)
-সামিরার এখন অসম্ভব হাসি পাচ্ছে পূর্বর বোকামো দেখে এখনকার যুগেও যে এমন হাদারাম ছেলে পাওয়া যাই ভাবতেই সে আরও অবাক হচ্ছে
,
–চারিদিকে সকল অতিথিরা চলে এসেছে বিভিন্ন জনের মুখে বিভিন্ন কথা
কিন্ত অন্যদিকে কাব্যর এমন ব্যাবহার তিথি কিছুতেই মেনে নিতে পারছে না খুব অসহ্য লাগছে তার
তিথিঃ একদম শরীর জ্বলে যাচ্ছে খুব আনন্দ তাই না? আর ভালো লাগে না তাই সোজা কাব্যকে তার বন্ধুর মাঝে থেকে হাত ধরে নিয়ে চলে আসলাম ফাকা একটি জায়গাতে
কাব্যঃ কী হচ্ছেটা কী?? আমাকে এভাবে নিয়ে আসলে কেন??(বিরক্তিভাব নিয়ে)
তিথিঃ খুব মজা নিচ্ছ তাই না?? ভালো লাগছে এভাবে কষ্ট দিতে?(করুন গলাই)
কাব্যঃ আমি তো কাউকে কষ্ট দিই নি! উল্টে “আমাকেই কষ্ট দেওয়া হয়েছে তাই এখন নিজেকে গুছিয়ে নিচ্ছি::::::
তিথিঃ (খুব শক্ত করে জড়িয়ে ধরে) প্লিজ কাব্য আর পারছিনা মাফ করে দাও (কান্না করে দিয়ে) আর পারছি না এবার মাফ করো কথা দিচ্ছি আর এমন ভুল হবে না::::
কাব্যঃ ছাড় আমায় বন্ধুরা আমার জন্য অপেক্ষা করছে
তিথিঃ অপেক্ষা করবে কেন? তারা এখন অন্য গল্পে মগ্ন
কাব্যঃ ছাড়ো”””(স্বাভাবিক কন্ঠে)
তিথিঃ না ছাড়বো না প্লিজ সব ভুলে যাও(হুঁ হুঁ করে কান্না করে দিয়ে)
কাব্যঃ সরো আমার কাছে থেকে-তিথিকে ধাক্কা দিয়ে কোন দিক না তাকিয়ে চলে আসলাম কী করব বলো আমিও যে কষ্ট পেয়েছি খুব আর এখনো পাচ্ছি তুমিও কী কম কষ্ট দিয়েছ আমাই? খুব বেশি কষ্ট পেয়েছিলাম, কিন্ত তুমি চিন্তা করো না পিচ্চি বউ আমি তোমাকে সব কষ্ট আদর দিয়ে পুষিয়ে দেব আর কিছুক্ষন পরেই তুমি মন খুলে হাসবে কারণ তোমার জন্য আমি একটি সারপ্রাইজ রেখেছি

বন্ধুদের কাছে এসে আবার তাদের কথাই তাল মিলিয়ে কথা বলতে লাগলাম
কিন্ত একটু পরেই মা এসে ডাক দিল!!!!!!!!
মাঃ কাব্য এদিকে এসো!
কাব্যঃ কী হয়েছে মা??(মা এর কাছে এসে)
মাঃ বউমা কোথাই??
কাব্যঃ আমি কিভাবে বলব?? তুমিই দেখ হয়তো ওর কোন ফ্রেন্ড এর সাথে কথা বলছে….
মাঃ আমি ওতসব বুঝিনা অনেক সময় হয়ে গেছে অতিথিরাও চলে যাবে তাই অনুষ্ঠান শুরু করতে হবে তুমি বউমাকে নিয়ে এসো আর হ্যা চোখ দুটি বন্ধ করে নিয়ে আসবে একটি সারপ্রাইজ আছে,
কাব্যঃ আমি পারব না মা আমার এখন বন্ধুদের সাথে একটা important কথা চলছে,,
মাঃ আমার থেকেও ইম্পরট্যান্ট????
কাব্যঃ হ্যা তোমার থেকেও ইম্পরট্যান্ট (রাগে দুঃখে বললাম)
মাঃ বেশ থাক তোর বন্ধুদের নিয়ে আমিই খুজব আমার বউমাকে –★
কাব্যঃ আমি জানি মা তুমি দুঃখ পেয়েছ কারণ তুমি যখন দুঃখ পাও তখন আমাকে তুই বলো কী করব বলো আমি যদি এখন তিথির কাছে যাই তাহলে ওর সব মান অভিমান নিমিষেই পানি হয়ে যাবে–
:::::::::::::
মাকে দুঃখ দিয়ে আর ভালো লাগছে না তাই মন খারাপ করে একটি চেয়ার নিয়ে বসলাম :::চোখ বুঝে বসে আছি এমন সময় কেউ একজন অন্য সুরে আমাই ডাকছে খেয়াল করলাম::চোখ খুলে অবাক হয় কারণ সামিরা আমায় ডাকছে
সামিরাঃ ভাইয়া ভাইয়া(কাঁদোকাঁদ
ো কন্ঠে)
কাব্যঃ আমি হতভম্ব হয়ে জিজ্ঞেস করলাম-কী হয়েছে??
সামিরাঃ ভাইয়া তিথি(এবার জোরেই কেদে দিল)
কাব্যঃ তিথি?? কী হয়েছে ওর? ও কোথাই??
সামিরাঃ ভাইয়া তিথি(খুব কান্না করে) তিথি senseless হয়ে পড়ে ছিল কিন্ত ওর মাথাই রক্তপাত হয়ে ছিল
কাব্যঃ what????????কী বলছ এসব??
সামিরাঃ আন্টি দ্রুত hospital নিয়ে চলে গেল
কাব্যঃ মাথাই যেন আকাশ ভেঙে পড়ল কী শুনছি এটা?. “” শরীরে একটুও শক্তি পাচ্চি না সব মনবল হারিয়ে ফেলছি::::::
**নতুন নতুন রোমান্টিক গল্প পেতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ: “নিঃস্বার্থ ভালোবাসা”**

সামিরাঃ বুঝতে পারছি ভাইয়ার এখন কী অবস্থা যা করার আমাকেই করতে হবে,,
::::
তাই আর দেরি না করে ভাইয়ার হাত ধরে জোর করে নিয়ে এসে গাড়িতে বসালাম আর ড্রাইভ আমি শুরু করলাম জানিনা ভাইয়াকে দিলে কেমন ভাবে চালাই★ অনেক আগে শিখেছিলাম দুঃখের মাথাই সব মনে না পড়লেও কন্ট্রোল করতে পারছি
কাব্যঃ সব আমার জন্য হয়েছে যখন ধাক্কা মেরেছিলাম কেন ওর দিকে ঘুরে তাকালাম না এর জন্য তারমানে আমিই দায়ী
–কাব্য শব্দ বিহীন কান্না করছে এতোটাই সে কষ্ট পাচ্ছে যে চোখ দিয়ে অঝোরে পানি পড়ছে কিন্ত সেটা প্রকাশ করতে পারছে না
সামিরাঃ পথ যেন শেষই হচ্ছে না তাও দ্রুত ড্রাইভ করে নিজ গন্তব্যে পৌছালাম
–ভাইয়া আমরা চলে এসেছি নামেন
কাব্যঃ নিজেকে খুব শক্ত করে দ্রুত ভিতরে প্রবেশ করলাম
সামিরাঃ ভাইয়া এট কী করছে উনি তো জানেন না যে তিথি কোন কেবিনে?? তাই আমিই জিজ্ঞেস করে ভাইয়াকে সাথে নিয়ে গেলাম
::::তিথির কেবিনের কাছে যেয়ে দেখি -পূর্ব,আন্টি আর কিছু পরিচিত লোক দাঁড়িয়ে কান্না করছে
কাব্যঃ নিজেকে আজ খুব বড় অপরাধী লাগছে কী করে পারলাম এটি করতে? কিছু ভেবে না পেয়ে মার সামনে গেলাম—মা আমার তিথি????(কান্না করে)
মাঃ ঠাসসসসসসসসসসস…… তোকে আমি এই শিক্ষা দিয়েছি???? কী করেছিস মেয়েটার সাথে? আজ যদি ওর কিছু হয়ে যাই আমি তোকে কোনদিন ক্ষমা করব না
–কাব্যকে তার মা জোরে একটা চড় বসিয়ে দেই কিন্ত কাব্য তার কোন প্রতিবাদ না করে উল্টো তার মাকে জড়িয়ে ধরে দুজনে মিলেই কান্না করতে লেগে যাই
কাব্যঃ আমাকে আরও মারও মা আরো মারও তোমার ছেলে অনেক খারাপ অনেক কেন এটা সে করল (কান্না করে)
–কিছুক্ষন পর কেবিন থেকে ডক্টর বের হলো ****
কাব্যঃ ডক্টর ও এখন কেমন আছে??
ডক্টরঃ আপনি কী উনার husband??
কাব্যঃ হ্যা!!
ডক্টরঃ প্রেসেন্ট এর অবস্থা খুবইই খারাপ মনে হয় অতিরিক্ত টেনশন করেছে যার জন্য অনেক চাপ গেছে উনার উপর দিয়ে। কেমন করে খেয়াল রাখেন উনার??
কাব্যঃ জানিনা কিন্ত আজ থেকে অনেক খেয়াল রাখব আর ভুল হবে না
:;;
আমি কী ভিতরে যেতে পারি এখন??
ডক্টরঃ হ্যা আপনি উনার husband এখন উনার পাশে আপনাকে প্রয়োজন আপনি শুধু মাত্র যেতে পারেন,আর হ্যা কোন রকম কান্না বা শব্দ করবেন না তাহলে উনার আরো চাপ বেড়ে যাবে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে সকালি জ্ঞান ফিরবে
কাব্যঃ আচ্ছা ডক্টর ধন্যবাদ
–ডক্টর চলে গেলেন
কাব্যঃ মা তুমি এমনিতেই অসুস্থ তুমি এদের সবাইকে নিয়ে বাসাই ফিরে যাও আর দেখ কাল তোমার ছেলে তোমার বউমাকে হাসিমুখে বাসাই নিয়ে আসবে।
মাঃ কিন্ত তোকে এভাবে রেখে কী করে যাই??
কাব্যঃ তুমি চিন্তা করো না শুনলে না ডক্টর কী বল্ল আমি একটুও কান্না করতে পারব না
মাঃ আচ্ছা ঠিক আছে
–কাব্যর মা সবাইকে নিয়ে বাসাই চলে গেল আর এদিকে কাব্য কেবিনের বাইরে একা দাঁড়িয়ে
অঝোর ধারাই তার দুটি চোখ দিয়ে পানি পড়ছে সে সামনের দিকে এগিয়ে চলেছে কিন্ত কেউ যেন তাকে ঝাপটে ধরে আছে যার কারনে ও যেতে পারছে না
কাব্যঃ খুব জোর করেই তিথির কাছে আসলাম যেন পা তুলতে পারছি না
তিথির কাছে এসে দুই গালে হাত দিয়ে খেয়াল করলাম বউটা নিজের কী অবস্থা করেছে কান্না করে চোখমুখ ফুলিয়ে ফেলেছে একটু নিচু হয়ে কপালে একটি ভালবাসার পরস একে দিলাম
তারপর পাশের চেয়ারে বসে তিথির বুকে মাথা দিলাম কিন্ত তিথির এই চুপ থাকা দেখে আবারও কান্না বেড়ে গেল
:::::;:
বিশ্বাস করো তোমার বর তোমাকে আর কখনো কষ্ট দেবে না এবার থেকে খুব আদর করবে কিন্ত তুমি এমন কেন করো আমার সাথে জানোনা আমি খুব কষ্ট পাই? কিন্ত তুমি আমাকে শাসন না করে আরও অভিমান করো কেন? আমাকে শাসন করবে বকবে মারবে তুমিইতো আমার সব আমার সাথে যা ইচ্ছা করবে
–আরও অনেক কথা বলতে বলতে কাব্য ঘুমিয়ে পড়ল এতোটা কান্না করেছে যে আর চাপ সহ্য করতে পারছে না
____চলবে_____
.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here