ধর্ষন করে বিয়ে Love_Factor পর্ব ১১

0
2775

ধর্ষন করে বিয়ে
Love_Factor পর্ব ১১
লেখকঃ সানভি আহমেদ সাকিব।

.
সানভি আলতো করে একটা চুমু দেয় কপালে।তারপর শুয়ে পড়ে আবারো।নিলিমার চোখ দিয়ে পানি বের হয়ে যায়
সে জানে সানভি তাকে কতটা ভালোবাসে।শুধু এই জেদের কারনে আজ সানভি তার থেকে দুরে অনেক দুরে।
,
এতো কাছে থেকে তবু্ও করিনি খেয়াল,
তোমার আমার মাঝে অদৃশ্য দেয়াল।
তোমাকেই বুঝি খুজেছি আমি এতকাল।
এক ঝলকে বদলে গেলো আমার দিনকাল।
,
পরের দিন
নিলিমা ঘুম থেকে উঠে সানভির গালে একটা কিস করে গোসল করতে চলে যায়।সানভি তখন ঘুমাচ্ছে।
নিলিমা গোসল করে রুমে এসে দেখে সানভি এখনো ঘুমাচ্ছে।
গতকাল রাতের কথা ভুলে যায় সে।
সানভি যে তাকে চড় মেরেছে সেটা যেনো একটা স্বপ্ন ছিলো এমন একটা ভাব।
অবশ্য মনে রাখার ও কথা না।
.
সানভিকে তো কত চড় মারছে তার কোনো হিসেব সেই।
চড় খাওয়ার পর বাচ্চাদের মতো করে গালে হাত দিয়ে দাড়িয়ে থাকার দৃশ্যটা মনে পড়তেই হেসে উঠে নিলিমা।
.
রান্নাঘরে চলে যায় সে,
গিয়ে দেখে শ্বাশুড়ি মা রান্না করতাছে,
সে ছুটে গিয়ো সড়িয়ে দেয় তাকে,
.
– মা আপনি কেনো কাজ করছেন।আর করবেন না এসব এখন থেকে আমি করবো সব কাজ।(নিলিমা)
.
– তুমি পারবে না মা।এখনকার মেয়েরা এসব পারে না।(মা)
.
– মা আপনি আছেন তো শিখে নিবো।শুধু একটু একটু দেখিয়ে দিবেন।(নিলিমা)
.
– হুমম আচ্ছা শিখাবো এখন সরো তুমি পারবা সা।(মা)
.
– মা আপনি দেখিয়ে দিন আমি রান্না করি।(নিলিমা)
– আচ্ছা।(মা)
.
দুজনে মিলে রান্না করে।রান্না শেষে দেখে সানভি এখনো ঘুমিয়ে আছে,
সেই রাগগ হয় নিলিমারর।
গ্লাসে করে পানি নিয়ে আসে।
মনের ভিতর দুষ্টামি কাজ করছে তার।
একবার ভাবতাছে করবে আবার ভাবে করবে না।
শেষমেষ ঠিক করে একটু মজা করা যাক।
,
সানভির লুঙির ওপর কিছুটা পানি ঢেলে দেয় নিলিমা।
তারপর ডাকতে থাকে সানভিকে,
.
– এই উঠোনা।সানভি।(নিলিমা)
.
– উমমমমম কি হইছে?((সানভি)
..
– এগুলা কি?(নিলিমা)
.
– কোনগুলা কি?(সানভি)
.
– তোমার লুঙি ভিজা কেনো?(নিলিমা)
.
– মানে কই কি কোথায় ভিজা?(সানভি)
.
– এই তুমি বিছানায় ইয়া করোনাই তো আবার?(নিলিমা)
.
বলেই মুখ লুকিয়ে হাসে।
সানভি বোকার মতো তাকিয়ে থাকে বুঝতে পারেনা কি হইলো এটা।
আস্তে করে বলে,
.
– আমিতো কিছুই করিনাই তাহলে।(সানভি)
– তাহলে টাহলে কিছুই না আমি পানি ঢেলে দিছি।ঘুম থেকে উঠতে এতো দেরি হয় কেনো হুমম(নিলিমা)
,
বলেই দৌড় দেয়।কিন্তু এগুতে পারেনা।
সানভি হাতটা ধরে ফেলে।তারপর একটা ঝটকায় ফেলে দেয় বিছানার ওপর। তারপর বাকি পানিটুকু গ্লাসস থেকে নিলিমার ওপর ঢেলে দিয়ে চলে যায় সানভি।
.
নিলিমা বুঝতে পারলোনা সে কি এটা রাগ করে করলো নাকি ভালোবেসে। যাই করুক না কেনো তাতে আমার কি এখন আমাকে আবার কাপড় চেন্জ করতে হবে ধুররর।
সানভি নিজেও যানেনা কেনো করলো এটা।
,
নিলিমা ড্রেস চেন্জ করতে থাকে আর সানভি গোসল করে।
ওদিকে সিয়াম বেচারার অবস্থা খুবই করুন
কান্না করে অবস্থা শেষ করে ফেলেছে।
ছেকা ট্রিট খাবে আজকে।
সকাল সকাল গোসল করে পারফিউম মেরে জেল দেয় চুলে তারপর হেয়ার স্প্রে মেরে বের হয় সিয়াম।
,
পকেটে টাকা নেয়না খুব একটা। ডেটিংয়ে গেলে নাহয় টাকা নেওয়া যেতো কিন্তু যাবে তো ছেকা পার্টিতে হিহিহি।
বাইকটা নিয়ে বেড়িয়ে যায় সিয়াম।
.
নিহা অপেক্ষা করছে অনেকক্ষন ধরে।
এমন সময় সিয়াম গিয়ে দাড়ায় নিহার সামনে।
নিহা বাইকে উঠে।
সিয়াম প্রশ্ন করে,
.
– তুমি একা কেনো বয়ফ্রেন্ড কই আর বাইকে কেনো উঠলা বয়ফ্রেন্ড দেখলে মাইন্ড করবে তো।(সিয়াম)
.
– না মাইন্ড করবে না।ওতো রেস্টুরেন্ট এ থাকবে।(নিহা)
– আচ্ছা চলো।(সিয়াম)
.
সিয়ামের রাগ হয় বেশ।
জোরে জোরে ব্রেক কষে সে।বয়ফ্রেন্ড থাকা সত্তেও আরেকজনের বাইকে উঠে মজা দেখাবো আজকে।
সিয়াম মনে মনে বলে।
,
সারা রাস্তা ব্রেক কষতে কষতে যায় সিয়াম।
রেস্টুরেন্ট এর সামনে এসে থামে।
মনে মনে বেশ খুশি হয় সিয়াম। যাক খাওয়া দাওয়া ভালোই হবে।
নিহা আগে ডুকে একটা চেয়ার এ বসে।
সিয়াম দেখে কেও নাই সেখানে।
সিয়াম ও ডুকে চেয়ার এ বসে বলে,
.
– কই তোমার বয়ফ্রেন্ড।(সিয়াম)
.
– রাস্তায় আসতাছে।(নিহা)
.
– এই তুমি আসার আগে বলছো ও রেস্টুরেন্ট এ বসে আছে।(সিয়াম)
.
– না মানে আমার বয়ফ্রেন্ড নাই।(নিহা)
– কিহ??(সিয়াম).
.
আশা করি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।
আপনাদের Response পেলে পরের পর্ব খুব তাড়াড়াড়ি দেবো।
.
কেমন লাগছে লাইক, কমেন্ট করে জানাবেন প্লিজ প্লিজ প্লিজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here