ছায়া_সঙ্গিনী #পর্ব-০৮,০৯

0
611

#ছায়া_সঙ্গিনী
#পর্ব-০৮,০৯
#Israt_Bintey_Ishaque(লেখিকা)
০৮

আমি আর তুলি দ্রুত পায়ে হেঁটে ওদের কাছে গেলাম, আমাদের এভাবে আসতে দেখে দু’জনেই সন্দেহজনক দৃষ্টিতে তাকালো। পরক্ষনেই পুরুষ ব্যক্তিটির অধরে তৃপ্তির হাসি ফুটে উঠে। হয়তো আমাকে এখানে আশা করেনি কখনো,আজ নিজ থেকে তার কাছে এসেছি।এই নিয়ে হয়তো আকাশ কুসুম কল্পনা জল্পনা শুরু করে দিয়েছে অলরেডি।
ফারহা নিরবতা ভেঙ্গে বললো,
– ভাইয়া আপনাকে তো একটা খবর দেওয়াই হয়নি।আয়রার তো,,,,!

আমার আর তুলির বুঝতে বাকি নেই, ফারহা কিসের কথা বলতে চলেছে!তাই তুলি ফারহা’র মুখ চেপে ধরে বললো,
– ভাইয়া আপনারা কথা বলেন, আমরা একটু আসতেছি।

ইমরান ভাইয়া প্রথমে ভ্রু কুঁচকে তাকলেও পরে কি ভেবে যেন বললো,
– ঠিক আছে যাও, সমস্যা নেই।

তারপর তুলি ফারহা কে টেনে নিয়ে গেল এখান থেকে। এখন আমি পরেছি বিপদে, কি কথা বলবো আমি এই ছেলের সাথে?সব সময় এই ছেলের থেকে দূরত্ব বজায় রেখে চলি আমি।

– আয়রা?

মাথা তুলে তাকালাম আমি, তাকাতেই লক্ষ্য করলাম, মিষ্টি কালারের শার্ট পরিহিত ফর্সা মুখশ্রী হালকা লাল রঙা ধারন করেছে। শুনেছি মেয়েরা লজ্জা পেলে এরকম হয়, এখন দেখি ছেলেদের ও হয়ে। এখন কথা হচ্ছে এই লোক লজ্জা পাচ্ছে কোন দুঃখে?

– আমি যেন ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছি! তুমি আয়রা নিজে এসেছো আমার সাথে দেখা করতে? আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না জানো তো? মানে এটা কিভাবে সম্ভব? আমি যেন আজকে কার ফেইস দেখে বাসা থেকে এসেছি?

ইমরান ভাইয়া মনে করার চেষ্টা করছে,কার ফেইস দেখে বাসা থেকে বের হয়েছেন তিনি। এদিকে আমার ইচ্ছা করছে,এক ছুটে পালাই। তোর বিশ্বাসের গুষ্টি কিলাই! কেন যে বুঝতে পারছিস না আমি বিরক্ত হয়ে যাচ্ছি তোর এসব সিনেমাটিক কর্ম কান্ড দেখে। ইচ্ছে করছে তোকে রাস্তার ড্রেনে নিয়ে ফেলে দেই।(মনে মনে ইচ্ছা মতো বকে দিলাম)

– ওহ্ হাঁ মনে পরেছে, আমার ছোট বোন ইনিয়া’র ফেইস আজকে প্রথম দেখেছি। কিন্তু এই ফকিন্নীর ফেইস আমার জন্য এতো লাকি? আমি তো বিশ্বাস ই করতে পারছি না।

ইমরান ভাইয়া কে থামিয়ে দিয়ে বললাম,
– ভাইয়া আমাকে এডমিট কার্ড নিতে হবে, আমি বরং যাই।আর আপনি এই খুশিতে আপনার বোন কে চকলেট কিনে দিয়েন।

– নিশ্চ‌ই দিব। এখন তুমি যেহেতু বলেছো তখন ওর জন্য পুরো কিটকাট এর বক্স নিয়ে যাবো।

– আচ্ছা ঠিক আছে, তাহলে ভাইয়া আমি যাই।

আর কিছু বলতে না দিয়ে দ্রুত পায়ে, চলে যাই এখান থেকে।
_____
ইমরান ভাইয়া অনার্স তৃতীয় বর্ষের ছাত্র। আমি যখন ট্রান্সফার হয়ে কলেজে ভর্তি হ‌ই তখন ইমরান ভাইয়া অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করেন। তখন কলেজ ড্রেস পরে আসতাম। বোরকা ছাড়া আসতাম বলে, কয়েক মাস পর তার নজরে পরি আমি। সেই থেকে শুরু হয় তার সিনেমাটিক পাগলামি। আমাকে দেখলেই তাকিয়ে থাকা,পিছু পিছু বাসা অবধি যাওয়া। আমার ক্লাসমেট দের কাছে চকলেট আইসক্রিম ফুল ইত্যাদি দেওয়া যা বলেও শেষ করা যাবে না। একদিন দু’তলায় বেলকনিতে দাঁড়িয়ে আছি আর দেখছি তুলি আসছে কিনা? বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকার পর পেন্সিল ব্যাগ থেকে লিপ বাম নিয়ে ঠোঁটে দিচ্ছি, দেওয়ার পর লিপ বাম টা পুনরায় ব্যাগে রাখার সময়, আকস্মিক ইমরান ভাইয়া এসে লিপ বাম টা নিয়ে নেয়!যার ফলে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকাই আমি। আমাকে আরো অবাক করে দিয়ে, তিনি লিপ বাম টা পকেটে পুরে সামনের দিকে হাঁটা শুরু করেন। ঘটনা এতো দ্রুত ঘটলো যে আমি কিছুই বলতে পারিনি।
তারপর ফারহা’র থেকে শুনেছি,
– ইমরান ভাইয়া পরীক্ষার হলে বসে ঐ লিপ বাম ঠোঁটে ঘসে ঘসে দিচ্ছিলেন, তখন হলে গার্ড দেওয়া স্যারের বিষয়টি নজরে পরতে স্যার ইমরান ভাইয়ার থেকে লিপ বাম টা নিয়ে চলে যান।যাওয়ার সময় বলেছেন, পরীক্ষা শেষে স্যারের থেকে যেন নিয়ে আসে লিপ বাম টা।তো যথা সময়ে পরীক্ষা শেষ হওয়ার পর,ঐ স্যার কে খুঁজে পায় না।সে জন্য ঐ স্যারের বাসার ঠিকানা নিয়ে, বাসায় চলে যায় ইমরান ভাইয়া! একটা ম্যাচিউর ছেলের থেকে এটা কখনোই আশা করেনি স্যার।যে কিনা একটা লিপ বামের জন্য এতো দূর পর্যন্ত ছুটে আসবে। তারপর স্যারের কাছ থেকে লিপ বাম নিয়ে বাসায় ফিরে ইমরান ভাইয়া।

সেদিন বিষয়টা শুনে খুব হেসেছিলাম। আমি সবসময় বিয়েতে বিশ্বাস করি, এছাড়া অন্য কোন সম্পর্ক বা ছেলেদের এসব পাগলামি আমার কাছে মূল্যহীন। তাছাড়া রাহাতের ব্যাপারটা ঘটে যাওয়ার পর থেকে ছেলেদের প্রতি বিশ্বাস উঠে যায় আমার। এক্ষেত্রে অনেকে বলবে সবাই তো এক নয়। সব মানুষ বা ছেলেরা এক নয় ঠিক আছে, কিন্তু কে ভালো কে মন্দ বুঝবো কিভাবে? একটা মানুষের সাথে কয়েক বছর সংসার করে যেখানে মানুষটাকে সম্পূর্ণ চেনা যায় না,ডিবোর্স হয়। স্বামী বা স্ত্রীর পরকীয়া থাকে, সেখানে কয়েক দিন বা মাসের পরিচয়ে মানুষকে কাখনোই চেনা জানা যায় না।

যাই হোক,
এরপর যখন আমি দ্বিতীয় বর্ষের ছাত্রী,তখন একদিন কমন রুমে বসে ছিলাম। সেদিন তুলি কলেজে আসে নাই। একাকীত্ব বোধ করছি বলে,কমন রুমে বসে খাতায় কাটা কম্পাস দিয়ে কিছু আঁকার চেষ্টা করছিলাম। হঠাৎ আমার সামনে এসে বসে ইমরান ভাইয়া। বসে কিছুক্ষণ আমতা আমতা করে বললো,
– তোমাকে আমি পছন্দ করি, এটা কি তুমি বুঝতে পারছ না? এতো অহংকার থাকতে নেই জানো না? আমি যদি চাই এই মুহূর্তে তোমাকে বিয়ে করতে পারি।

সামনে থাকা ব্যক্তিটার কথা শুনে মেজাজ বিগড়ে যায় আমার। হাতে থাকা কম্পাস টা মুষ্টিবদ্ধ করে কাটা অংশটি লম্বা করে হাতে ঢু*কিয়ে দিলাম।ফল স্বরুপ কাটা অংশটির সাথে মোটা অংশ কিছুটা ঢুকে গেল।ফলে গলগল করে র*ক্ত ঝরতে থাকে। আকস্মিক ঘটনায় বরকে গিয়ে বিষ্ময়ে কিংকর্তব্যবিমূঢ় হয়ে যায় ইমরান ভাইয়া।সে স্বপ্নেও ভাবেনি আমি এমন কাজ করতে পারি। নিজের পকেট থেকে রুমাল বের করে আমার হাত ধরতে এলে, আমি চিৎকার করে বলি,
– একদম ছোঁবেন না আমাকে, না হয় এর থেকেও ভয়ঙ্কর কাজ করতে আমি একটুও ভাববো না।

আমার চিৎকার শুনে আশপাশের ছাত্র ছাত্রীদের নজর পরে আমাদের দিকে।এর মধ্যে তারা কানাঘুষা শুরু করে দেয়।সব কিছু তোয়াক্কা না করে ব্যাগ নিয়ে কলেজ থেকে বেরিয়ে চলে যাই আমি। সেদিনের পর থেকে ইমরান ভাইয়া আমার রাগ সম্পর্কে অবগত আছেন। তাই ভুল করেও উল্টো পাল্টা কিছু বলতে আসেন না আমাকে। তবে আমাকেই তিনি বিয়ে করবেন, এটা তার নিজের সাথে নিজের প্রতিজ্ঞা।
_________
এডমিট কার্ড নিয়ে বাসায় আসতেই ভাবীর টেপ রেকর্ড শুরু হয়ে যায়। কারণ এতো কিছুর মধ্যে বাজার করার কথা বেমালুম ভুলে যাই আমি। আজকে বাজার না আনলে এই মহিলার কথার জন্য টিকে থাকতে পারবো না তাই বাধ্য হয়ে আবার জুত জোরা পরে বের হতে নিলে আব্বু এসে বললো,
– আবার কোথায় যাচ্ছিস আয়রা?
– আব্বু কিছু কেনাকাটা বাকি ছিল, এসে কথা বলবো তোমার সাথে।

তারপর আবার বাজারে এলাম, লিষ্ট দেখে দেখে সমস্ত কেনাকাটা শেষ করে একটা রিকশা নিলাম। মুস্কিল হলো এগুলো দু’তলায় বহন করে নিব কিভাবে? আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে দারোয়ান মামা এগিয়ে এসে জিজ্ঞাসা করলেন,
– মা কোন সমস্যা হ‌ইছে ?

আমি আমতা আমতা করে বললাম,
– মামা আসলে ভাই বাসায় নেই। এখন এগুলো,,

আমার এটুকু কথায় বুঝতে পেরে মামা বেশিরভাগ জিনিস পত্র তুলে নিয়ে বললেন,
– আগে ক‌ইবানা আমারে ?

তারপর দুজনে মিলে বাসায় নিয়ে গেলাম। মামা চলে যাওয়ার সময় জোর করে একশো টাকা দিলাম,যদিও তিনি নিতে চান নাই।
কষ্ট করে নিয়ে এলেন তাই জোর করেই দিলাম আমি।

দুপুরের খাবার খেয়ে শুয়ে আছি তখন ফোন বেজে উঠল। আননোন নাম্বার থেকে কল দেখে মনে হলো রাহাত কল করেছে! রাহাত চলে যাওয়ার পর থেকে একটা সুপ্ত ইচ্ছা মনে এসে হাজির হয়। মনে হয় রাহাত কল করবে আমায়, আচ্ছা আমি কিভাবে কথা বলবো আমি ওর সাথে? সেই কর্কশ কন্ঠেই কি কথা বলবো? নাকি অন্য ভাবে? এসব হাবিজাবি ভাবতে ভাবতে আয়নার সামনে দাঁড়ালাম।গলা থেকে ওরনা টা সরাতেই লাল রঙা স্থান টা দেখতে পেলাম।যেটা আমার স্বামী নামক মানুষটার প্রথম ছুঁয়ে দেওয়া। মুহুর্তেই যেন সব লজ্জারা এসে জড়িয়ে নিল আমায়, সেদিনের মুহূর্ত মনে হতেই। পুনরায় আবার এসে শুয়ে পড়লাম। ফোনের দিকে নজর পড়তেই কলের কথা মনে পরলো।
সেই কখন থেকে কল বেজেই চলেছে, অথচ আমি কীসব ভেবে চলেছি। নিজেকে নিজেই বকা দিয়ে কল রিসিভ করলাম,
– আসসালামু আলাইকুম।

– ওয়ালাইকুমুস সালাম। কেমন আছোত মা?

হঠাৎ এরকম কথা শুনে বরকে গেলাম আমি!কে হতে পারে?যে এভাবে বললো। আবার ভাবনায় পড়ে গেলাম। ফোনের ওপাশের ব্যক্তি আবারো বললো,
– তোকে দেখতে ইচ্ছা করে,আয় না একবার। রাহাত রে কতো ক‌ইলাম তোকে নিয়া আইতে, কিন্তু ছেলেডা সুনলো না।

এবার বুঝতে পারলাম আমার শ্বাশুড়ি মা কল করেছেন। তাই নম্র ভাবে বললাম,
– মা আপনি কেমন আছেন?
– আল্লাহ রাখছে ভালোই। তোর বাড়ির সবাই কেমন আছে?
– আলহামদুলিল্লাহ ভালো আছেন সবাই।
– আয়না একবার তোর নিজের বাইত? তোরে একবার দেকমু।
– অবশ্যই আসবো মা। তিন দিন পর আমার পরীক্ষা, পরীক্ষা শেষ করে আসবো কেমন?
– তাই আসিস,বড়‌ই খুশি হ‌ইলাম তোর কথা শুনে।
– এ ব্যাপারে আপনার ছেলে কে যেন বলবেন না ঠিক আছে?
– আইচ্ছা আইচ্ছা তাই হ‌ইবো।
– আচ্ছা আমাদের জন্য দো’আ রাইখেন মা? আজকে রাখি ভালো থাকবেন।
– আমি সবসময় তোদের জন্য আল্লাহ তা’আলার কাছে ক‌ইরে মা। আচ্ছা ভালো ক‌ইরা দেইস পরিক্ষা।
– ইনশা আল্লাহ।
আসসালামু আলাইকুম।
– ওয়ালাইকুমুস সালাম।

রাহাতের মায়ের সাথে কথা বলে খুব হালকা লাগছে নিজেকে। তাই ছোট ভাইটার সাথে কথায় বলতে ওর রুমের দিকে গেলাম। ওকে ভয় দেখানোর জন্য লক না করে চুপিচুপি ঢুকে গেলাম আমি।ঢুকে যা দেখলাম তাতে আমার রাগে শরীর দপদপ করতে শুরু হলো!,,,,,,

#চলবে,,, ইনশা আল্লাহ।

#ছায়া_সঙ্গিনী
#পর্ব-০৯
#Israt_Bintey_Ishaque(লেখিকা)

চুপিচুপি এগিয়ে গেলাম আরিয়ানের খাটের দিকে।ওর ঠিক মাথার পিছন দিকে দাঁড়িয়ে যেই হাউমাউ করে ভয় দেখাবো তখনি কিছু শব্দ কানে এলো, কৌতুহল বশত কিছুটা এগিয়ে ওর হাতে থাকা ফোনে নজর দিলাম।
ছিঃ কি নোং*রা! আমার ভাই এরকম অ*শ্লীল ভিডিও দেখতে পারে যা আমার ধারণার বাহিরে ছিল। ওর মন মানসিকতা কি করে এরকম জঘন্য হলো?
নিজেকে ধাতস্থ করে ধারাজ গলায় বললাম,
– আরিয়ান?

আমার আকস্মিক ঢাকে লাফিয়ে উঠে ও,ফল স্বরুপ ফোনটা হাত থেকে পরে যায়। দ্রুত গিয়ে রুমের লাইট জ্বালিয়ে চোরা গলায় বললো,
– আআপু তুই? কখন এলি?

– কি দেখছিলি ফোনে?

মাথা নিচু করে বললো,
– তেমন কিছু না।

– আমার তো মনে হচ্ছে,ঐ ভিডিও গুলোর মতোই কামনার চোখে দেখস আমাদের!আমি বা ভাবী কেউ ই তোর কাছে নিরাপদ না!

এবার মাথা তুলে তাকিয়ে বললো,
– এসব কি বলছিস আপু? আমি কি এমন করেছি যার জন্য আমাকে এতোটা জঘন্য মনে করছিস? যাষ্ট একটু,,,,

নিজের রাগ কে শংবরন করে বললাম,
– এটা তোর কাছে অতি ক্ষুদ্র হতে পারে, কিন্তু অন্য কারো কাছে না। তুই কি জানিস?
আমাদের পালনকর্তা প্রকাশ্য ও অপ্রকাশ্য অ*শ্লীল বিষয়সমূহ হারাম করেছে এবং হারাম করেছেন পাপাচার, অন্যায়-অত্যাচার, আল্লাহর সাথে এমন বস্তুকে অংশীদার করা, তিনি যার দলিল অবতীর্ণ করেননি এবং আল্লাহর প্রতি এমন কথা আরোপ করা, যা তোমরা জান না।” [সূরা আরাফ: ৩৩)

ইসলামে পরপুরুষ বা পরনারীর দিকে কামনা-বাসনা সহকারে তাকানো হারাম। অনুরূপভাবে পরপুরুষ-পরনারীর লজ্জা স্থানের দিকে তাকানো হারাম। তা সরাসরি হোক, বা ছবি বা ভিডিও এর মাধ্যমে হোক। পর্ণ ও অ*শ্লীল ভিডিও দেখার ফলে চোখের গুনাহ হয়। অথচ আল্লাহ তা’আলা বলেন,
“নিশ্চয় কান, চক্ষু ও অন্তঃকরণ এদের প্রত্যেকটিই জিজ্ঞাসিত হবে।” (সূরা ইসরা: ৩৬)
কিয়ামতের দিন আমাদের অঙ্গপ্রত্যঙ্গ আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। যেমন: আল্লাহ বলেন,
“আজ আমি তাদের মুখে মোহর এঁটে দেব তাদের হাত আমার সাথে কথা বলবে এবং তাদের পা তাদের কৃতকর্মের সাক্ষ্য দেবে।”
(সূরা ইয়াসিন: ৬৫)

শুধু তাই নয়, আমরা প্রকাশ্যে বা গোপনে যা কিছু করি সব কিছু আল্লাহ পর্যবেক্ষণ করছেন এবং ফেরেশতামণ্ডলী রেকর্ড রাখছেন। কিয়ামতের দিন আমাদের সব গোপনীয়তা ফাঁস হয়ে যাবে-যদি আমরা তওবা করে ফিরে না আসি।

আমার সমস্ত কথা শুনে ভাই বললো,
– আপু আমি জানতাম না, এসব দেখলেও যে গুনাহ হয়। আমাকে মাফ করে দে আপু, আমি আর কখনো এসব দেখবো না ইনশা আল্লাহ।

– আমি মাফ করার কেউ না।নামাযের মোনাজাতে ত‌ওবা করে মাফ চাইতে হবে। বিশ্বাস করি আল্লাহ তা’আলার মাফ করে দিবেন ইনশা আল্লাহ।

– আমি তাই করবো আপু।
________
পড়াশোনায় প্রচুর পরিমাণে গ্যাপ পরে গেছে। পড়তে পড়তে এখন জান যায় যায় অবস্থা। এদিকে ভাবীর সব কাজ একা করতে হচ্ছে বলে তার মুখের দিকে তাকানো যাচ্ছে না,বাংলার পাঁচের থেকে অবস্থা খারাপ।যাই হোক আমিও পরীক্ষা শেষ হওয়ার আগে কোন কাজ করছি না। কাজের মহিলা এসে কাপড় চোপড় ঘর মোছা সব কিছু করে দেয়। ভাবী শুধু রান্না করবে এটাও তার করতে খুব কষ্ট। তাই আমিও ঠিক করেছি পরীক্ষা শেষ হওয়ার আগে কোন কাজ করবো না।

যথাসময়ে উপস্থিত হলো পরীক্ষা,
মোটামুটি রকম হচ্ছে আমার পরীক্ষা। তুলি জিজ্ঞাসা করলে বলে খুব ভালো হচ্ছে তার পরীক্ষা। অবশ্য হবেই না কেন? তুলি তো খুব ভালো পড়াশোনা তে, তাছাড়া এতো গুলো দিন পরীক্ষার জন্য পড়াশোনা করেছে। সেখানে আমি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরেছি। শেষ পরীক্ষার দিন ভার্সিটির বড় ভাইদের দেওয়া হয় গার্ডে।তার মধ্যে ইমরান ভাইয়া ও থাকে। কিছুক্ষণ পর পর আমার টেবিলের কাছে এসে দাড়িয়ে থাকে যার ফলে আমার লিখতে খুব অস্বস্তিকর অবস্থায় পরতে হয়েছে। তখন ইচ্ছে করেছে কলেজের ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেই,ঐ সাদা মুলা কে!

ইমরান ভাইয়া একটু বেশিই ফর্সা,যার কারণে তুলি উনার নাম দিয়েছে সাদা মুলা হা হা হা,,,,

পরীক্ষা শেষ তাই এখন ভাবীর কাজে সাহায্য করছি, বসে বসে খোসা থেকে মটর ছারাচ্ছি তখন আরিয়ান এসে বললো,
– আপু তোর জন্য পার্সেল এসেছে!

খুব অবাক হলাম আমি, আমার জন্য পার্সেল?কে? কি? দিল আমাকে? হাত ধুয়ে এসে দেখলাম সত্যি আমার নাম লেখা”আয়রা মেহেনূর”। পার্সেল টা নিয়ে রুমে চলে এলাম। তারপর ধীরে ধীরে খুলে, দুইটা বক্স দেখতে পেলাম।দেখেই বুঝা যাচ্ছে দুইটা ঘড়ি আছে এতে। সাথে একটা চিরকুট! তাড়াতাড়ি চিরকুটের বাজ খুলে পড়তে শুরু করলাম,

– আমার আয়রা,
কেমন আছে?তার ভয়ে খবর টুকু পর্যন্ত নিতে পারি না। তবে আল্লাহ তা’আলার কাছে সবসময় প্রার্থনা সে যেন সর্বদা সুস্থ এবং ভালো থাকে।
তাকে দেওয়া আমার প্রথম উপহার জানি না পছন্দ হবে কিনা?যদি পছন্দ হয়ে থাকে এবং কখনো আমাকে মাফ করা যায়, তখন নিজের ঘড়িটা পড়ে বাকিটা আমাকে পরিয়ে দিলে আমি বুঝে নিব,সে আমাকে মন থেকে মাফ করে দিয়েছে।
– তোমার রাহাত।

বক্স দুটো খুলে দেখলাম খুব সুন্দর মেচিং ঘড়ি।দুটোই কালো রঙের তবে একটা ছোট ডায়লের আরেকটা বড়। মানে ছোট টা আমার আর বড় টা রাহাতের। ব্যাপার টা খুব ভালো লাগলো আমার,তাই আনমনেই হাসি ফুটে উঠল। দুজনে ঘড়ি গুলো হাতে দিয়ে একসাথে ছবি তুললে খুব সুন্দর হবে।

ঠিক করেছি আগামীকাল কুমিল্লা আমার শ্বশুর বাড়িতে র‌ওনা হবো। রাহাত যখন ছুটি শেষে বাড়িতে ফিরবে আমাকে দেখে চমকে যাবে।ও হয়তো স্বপ্নেও ভাববে না যে আমি ওদের বাড়িতে যেতে পারি।
তবে ওর সাথে সহজ হতে আমার সময় লাগবে।

দেখতে দেখতে তিন মাস কেটে গেল,
আর কিছুদিন পর ই রাহাত বাড়ি আসবে। আমি ওদের বাড়িতে এসেছি আজকে আট দিন হলো। শ্বাশুড়ি মা কে নিষেধ করায় তিনি বলেন নাই আমি যে এখানে এসেছি। শ্বাশুড়ি মা আমাকে খুব আদর করেন। এই কিছুদিনের মধ্যে তার থেকে শিখেছি কিভাবে মাটির চুলায় রান্না করতে হয়। তাই আমিই এখন রান্না করি,মা’কে করতে দেই না। তবে মা আমাকে সাহায্য করেন, পেঁয়াজ মরিচ যা প্রয়োজন হয় আমাকে এগিয়ে দেন। আমাকে পেয়ে তিনি খুব খুশি,একা একা বাসায় থাকতে থাকতে ভোর হয়ে গেছেন। তিনি মাঝে মাঝে বলেন,
– আমার ঘর আলো অইছে তোর জন্যি।সব আল্লাহ তা’আলার রহমতে অইছে।

রাহাতের দুই বোন এসেছিল আমাকে দেখতে, তাঁরাও খুব সুন্দর ব্যাবহার করেছেন। আমাকে প‌ইপ‌ই করে বলে গেছেন আমি যেন তাদের বাড়িতে বেড়াতে যাই।
এখানে আসার পর থেকে রাহাতের রুমে মাকে নিয়ে থাকি আমি। তিন রুমের টিন সেট ঘর তাদের।এর মধ্যে দক্ষিণ পাশের রুমটা রাহাতের।যেটা নিয়ে এরই মধ্যে গবেষণা করে ফেলছি আমি। রাহাতের টেবিলে থাকা ব‌ই খাতা সব কিছু দেখা হয়ে গেছে।ওর কাপড়ের আলমারিতে আমার কাপড় গুছিয়ে রাখার সময় দেখলাম, আমার ভাঙ্গা কাটা ব্যান টা এখনো খুব যত্ন করে তুলে রেখেছে।
সেদিন আমি যখন অপমান করে হসপিটাল থেকে চলে যেতে বলি রাহাত কে, তখন আপুর থেকে জানতে পারি আমাকে রেসকিউ করতে ও নিজের পা কে*টে ফেলে!তাই আপু কে নিয়ে ওর বাসায় এসেছিলাম ওর পায়ের সিচুয়েশন দেখার জন্য। তখন কিছুতে চাপা লেগে কাটা ব্যানটা ভেঙ্গে যায়। সেটা এখনো রেখে দেওয়া ভাবা যায়!
__________
আজকে সকাল থেকে মা তাড়া দিচ্ছেন আমাকে কোথাও যেন নিয়ে যাবেন। অনেক বার জিজ্ঞাসা করেও উত্তর পাইনি। বললেন,গেলেই দেখতে পাবি।

অতঃপর, মা তার ভাইয়ের বাড়ি নিয়ে আসলেন! রাহাতের মামা অসুস্থ বাম পা প্যারালাইস হয়ে গেছে। লাঠি ভর দিয়ে চলাফেরা করেন। আমাকে তার পাশে বসিয়ে, মাথায় হাত বুলিয়ে বললেন,
– সেদিনের জন্য আমার উপর রেগে আছিস মা?

আমি দ্রুত মামা কে আশস্থ করে বললাম,
– না মামা আমি একদম রেগে নেই। আমার ভাগ্যে লেখা ছিল বলে ঐ রকম ঘটনা ঘটেছে। এতে কাউকে দোষ দিয়ে লাভ নেই। আপনি পুরনো কথা মনে করে দুশ্চিন্তা করবেন না একদম। ঠিক মতো খাবার খাবেন, সময় মতো মেডিসিন নিবেন।মামী এসে বসলেন,
– ব‌উ আয় খাবার খাবি।

– মামী বাসায় থেকে খেয়ে এসেছি, এখন খাবো
না।

– অমা ব‌উ আমার বাইত আইছস এই পরথম। না খাওয়াইয়া ছারুম নাকি।আয় আয় খাইতে আয়?

মামীর তিন ছেলের বউ সহ এসে খাবার খেতে নিয়ে গেলেন আমাকে।মামা ও বললেন,
– যা মা অল্ফ ক‌ইরা হ‌ইলেও খাইয়া নে।

শেষে সবার জোড়া জোড়িতে খেয়ে নিলাম।এই অল্প সময়ের মধ্যেই তারা ঘরের মুরগি জবাই করেছে, পুকুর থেকে মাছ ধরে রান্না করেছে। জমিতে চাষ করা তাজা সবজি,সব কিছু একদম পিউর।
খাবার খাওয়া শেষে মামার ছেলের বউদের সাথে বসে গল্প করছি। তখন মেজ ভাবী বললেন,
– তোমার কথা অনেক শুনেছি রাহাত ভাইয়ের থেকে। তুমি নাকি অনেক সুন্দর, চুল গুলো অনেক বড়।সব মিলিয়ে তুমি অনেক ভালো একটা মেয়ে।

এরপর বড় ভাবী বললেন,
– তোমার সাথে আমার দেবরের কিভাবে দেখা হলো বলো তো?

বড় ভাবীর কথায় সবাই সাম্মতি দিয়ে বললো, আসলেই কোথায় দেখা হয়েছিল?

পুরনো দিনের কথা একটু স্মরন করে বললাম,
– ওর সাথে প্রথম আমার দেখা হয় বাথরুমে,যেদিন আমি ভুল করে বাথরুমে ঢুকে গিয়েছিলাম। অবশ্য আমার ই বা কি দোষ ও বাথরুমের দরজা খোলা রেখে হাত মুখ ধুচ্ছিল।তো আমিও অযু করার জন্য ঢুকে পরি!

আমার কথা শুনে বিষ্ময়ে কিংকর্তব্যবিমূঢ় সবাই।একেক জনের চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। সবাই মিলে জিজ্ঞাসা করলো তারপর কি হলো?

তারপর কি হয়েছিল বলতেই হবে স্থির হয়ে বসে। হয়তো মনে মনে নানা রকম কথা ভেবে নিয়েছিল তারা। কিন্তু পরে শুনলো কিছুই হয়নি।
সবার সাথে কথা বলার মাঝে মায়ের ফোনে কল বেজেই চলেছে।মা তার বাটন সেট ফোনটা আমার কাছে দিয়ে পাশের বাড়িতে গিয়েছেন। সেখানে তার কোন এক চাচীমা কে দেখতে। তাই এতো বার কল আসছে বলে রিসিভ করলাম, ওপাশ থেকে বললেন,
– আসসালামু আলাইকুম।
ঢাকা ক্যান্টনমেন্ট থেকে বলছি, রাহাত স্যার এক্সিডেন্ট করেছেন,,,,

এটুকু শোনার পর আমি যেন বাকশক্তিহীন হয়ে পরি,,,,

#চলবে,,, ইনশা আল্লাহ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here