তবু_কেন_এত_অনুভব?||ছোট গল্প

0
2905

#তবু_কেন_এত_অনুভব?||ছোট গল্প

এদিকে এসে বসুন, সারাদিন কত কাজ আপনার নিজের কী একটু ও যত্ন নিতে ইচ্ছে হয় না হুম? একটানা কথাগুলো বলে হাতে ব্যান্ডেজ করিয়ে দিচ্ছে তানাফ আজমী। আজ বিয়ের নয় মাস পুর্ণ হলো। দোয়া সাংসারিক হয়ে উঠেছে। চঞ্চল মেয়েটিও বাকি দশজনের চিন্তা করে এখন। সকলের মন জুগিয়ে চলার চেষ্টা করে। তানাফ দোয়ার হাতে তেলের ফোস্কা পরা জায়গাটিতে মলম লাগিয়ে পরম যত্নে ব্যান্ডেজ করে দিচ্ছে। দোয়ার গাল বেয়ে ঘাম ঝড়ছে। দোয়া হাতটুকু ছাড়িয়ে নিয়ে তানাফকে বলে উঠে “এত লাগে নি ঠিক হয়ে যাবে। ইফতারের সময় হয়েছে মা-বাবা টেবিলে অপেক্ষা করছে। জলদি ফ্রেস হয়ে আসুন। আমি টেবিলে খাবার দিচ্ছি”

দোয়া হাতে ফু দিতে দিতে রান্নাঘরে দৌড়ে চলে গেলো। খোঁপায় বাঁধা চুলগুলো খুলে গিয়ে দুলছে কোমড়ের তালে তালে। পেছন থেকে তানাফ মুগ্ধ হয়ে দেখছে তার স্ত্রীকে। প্রতিদিন নতুন করে দোয়ার প্রেমে ডুবছে তানাফ।

তানাফ ক্লিনিক থেকে এসে দোয়ার হাতে ব্যান্ডেজ করতে বসেছিলো। দোয়ার জোরাজুরিতে পোষাক ছাড়িয়ে গোসল সেরে নেয়, দোয়া ডাকছে “কই আপনি আসুন সময় বেশি নেই।সবাই অপেক্ষা করছে”

তানাফ গোসল সেরে টাওয়াল জড়িয়ে বেরিয়ে পরলো রুম থেকে, দোয়া তানাফের এই অবস্তা থেকে চোখমুখ বন্ধ করে বিড়বিড় করে বলে “দিলেন তো রোজা টা হালকা করে!”

তানাফ দোয়ার থুতনিতে হাত দিয়ে ধরে বলে “এখনো সেই লজ্জাবতীই রয়ে গেলেন।চেঞ্জিং শুধু দায়িত্বের ব্যাপারে।নয়তো আগের দোয়ামনিই আছেন।বাচ্চা দোয়া।”

দোয়া মুখ ঘুরিয়ে তানাফকে বলে “জলদি তৈরি হয়ে নিচে আসুন।অপেক্ষা করছে সবাই। আমার তাড়া আছে”

তানাফ দোয়ার খোঁপায় বাঁধানো চুলগুলো একটান দিয়ে খুলে দেয়। দোয়া বেশ বিরক্তি নিয়ে চুলগুলো বাঁধতে শুরু করে। হাতের ব্যাথায় দোয়া বাঁধতে পারছে না কষ্ট হচ্ছে।
তানাফ খোলা চুলে নাক ডুবিয়ে ঘ্রাণ নিচ্ছে আর ফিসফিসিয়ে বলছে “না বলা কথা জমিয়ে রেখে আত্মার ক্যান্সার বাঁধাতে চাই না। ভালোবাসি আপনাকে খুব ভালোবাসি। এফোর্ট চেয়েছেন দিয়েছি। আজ কিন্তু তা আর হচ্ছে না দোয়া। আজ আমি আমারটা আদায় করে নেবো। টেবিলে নীল শাড়ি রাখা আছে,রাতে পরবেন রুমে এসে”

এই বলে তানাফ দোয়ার চুলগুলো খোঁপা করে দেয়। দোয়া লজ্জায় চুপসে গেছে। দোয়া দৌড়ে সিড়ি দিয়ে নিচে নামতে থাকে। হৃদস্পন্ধণ বাড়ছে দোয়ার পায়ের নুপুর গুলো যেনো ঘুঙ্গুরের আওয়াজের তালে তালে জানান দিচ্ছে।

তানাফ মুচকি হেসে দোয়ার যাওয়ার পানে তাকিয়ে আছে। তানাফ মনে মনে বলছে
” নীরব তোমার চালচলন। পদ্ধ মাখা হাসি। নাদুসনুদুস স্বভাবটা’কে বড়ই ভালোবাসি”

সমাপ্ত

#স্পেশাল_(দোয়া_তানাফ)_ক্যামিস্ট্রি ❤
(যারা তানাফ দোয়াকে নিয়ে বেশিই আফসোস করেছেন,ক্যামিস্ট্রি দেখতে পান নি তাদের জন্য দিলাম স্বান্তনামুলক,কমেন্টে সবার অনুভুতি জানতে চাই)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here