চেরি_ব্লসমের_সাথে_এক_সন্ধ্যা,পর্ব: ১৯

0
788

#চেরি_ব্লসমের_সাথে_এক_সন্ধ্যা,পর্ব: ১৯
#লেখা: ইফরাত মিলি
____________

জোহান ড্যাড, ব্রাদার এবং মিতুলের দিকে এগিয়ে এসে বললো,
“তোমরা সবাই ভূত দেখার মতো করে তাকিয়ে আছো কেন আমার দিকে?”

মিতুল ফ্যাল ফ্যাল করে জোহানের দিকে তাকিয়ে আছে। ওর এখনও বিশ্বাস হচ্ছে না জোহান ওর সামনে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে কেবলই চোখের ভুল। কিন্তু জায়িনের কণ্ঠ ওর ভুলকে সত্য করে দিলো। জায়িনকে বলতে শুনলো,
“তুই এখানে মানে? কীভাবে কী?”

মিতুল জায়িনের দিকে তাকালো। এটা কেবলই ওর চোখের ভুল হলে তো জায়িন জোহানকে দেখতে পেত না। তবে কি জোহান সত্যিই এসেছে? কিন্তু জোহান তো উইনিপেগ ছিল। কালকে রাতেও জোহানের সাথে ফোনে কথা হয়েছে। তখন ও উইনিপেগ ছিল। তাহলে আজ এই সকালে কী করে ও ভ্যাঙ্কুভার থাকতে পারে? মিতুল নিজের বিস্ময়গ্রস্ত চোখ জোড়া আবারও জোহানের উপর নিক্ষেপ করলো।

সাদাত আঙ্কল বললেন,
“আমি নয়, দশ মিনিট আগেও তো তোমাকে কল করেছিলাম। তোমার সাথে কথা হলো তো আমার। কই, তখন তো তুমি বললে না যে তুমি ভ্যাঙ্কুভার এসেছো!”

জোহান প্রশস্ত হেসে বললো,
“সারপ্রাইজ ড্যাড!”

মিতুল নিজের অজান্তেই বলে ফেললো,
“সাংঘাতিক সারপ্রাইজ দাও তুমি।”

জোহান মিতুলের দিকে তাকিয়ে একটু হাসলো।
তারপর খালি চেয়ারটায় নিজের আসন করে বললো,
“তোমরা তিনজন কেন? হোয়্যার ইজ মাই মম?”

জোহানের প্রশ্নের উত্তর দিলো না কেউ। সাদাত আঙ্কল জিজ্ঞেস করলেন,
“কয়টার ফ্লাইটে এসেছো?”

“ড্যাড, উইনিপেগ থেকে ভ্যাংকুভার এত সকালে তো একটা ফ্লাইটই আছে। সকাল সাড়ে ছয়টার ফ্লাইটে এসেছি।”

খাবার এসে গেছে টেবিলে। জোহান মাথার হুডি ফেলে দিলো। ব্রাউন হেয়ারগুলো মুক্ত শ্বাস নিচ্ছে এখন। জোহান চামচ দিয়ে এক টুকরো অমলেট মুখে পুরে নিলো।

মিতুলের কেমন বিব্রত বোধ হচ্ছে। সত্যি সত্যি জোহান এসেছে? হ্যাঁ, আসলে আসুক। ওর তো কিছু না তাতে। কিন্তু এসে প্রথমে ওকেই কেন ডাকতে হলো? তাও আবার আসল নাম ধরে না। নামকে ব্যঙ্গ করে তুলতুল বলে ডাকলো। সবার সামনে বসে কীভাবে এরকম ভাবে ব্যঙ্গ করতে পারলো ওকে? কমনসেন্স নেই কোনো ওর? বদমাইশ একটা!

রেশমী রেস্টুরেন্টে এসেই থমকে গেলেন। এই ভ্যাঙ্কুভারের রেস্টুরেন্টে ওদের সাথে জোহানকে বসা দেখবে এ তো সে কল্পনাও করতে পারেননি। রেশমী দ্রুত এগিয়ে এলেন।
“তুমি এখানে কী করে এলে জোহান?”

জোহানের মুখ ভর্তি খাবার। মমের দিকে তাকিয়েই হেসে দিলো ও। মুখের খাবার টুকু শেষ করে বললো,
“হাই মম!”

“তুমি তো উইনিপেগ কনসার্ট করতে গিয়েছিলে, তাহলে এখানে কেন তুমি?”

“অবুঝের মতো প্রশ্ন কেন করছো মম? আমি উইনিপেগ কনসার্ট করতে গেলে এখানে আসতে পারি না? আমি এসেছি উইনিপেগ থেকে। আমার কনসার্ট তো কালকেই শেষ হয়ে গিয়েছে। আমি তোমাদেরকে খুব মিস করছিলাম। কালকে রাত থেকেই তোমাদের ভীষণ মনে পড়ছিল আমার। তাই ভাবলাম চলে আসি তোমাদের কাছে। তাই একেবারে সকালের ফার্স্ট ফ্লাইটটা ধরে চলে আসলাম। তোমাদের যে খুব মিস করছিলাম, থাকতাম কী করে তোমাদের ছাড়া?”

জোহান আবার খাবারের দিকে মনোনিবেশ করলো। কেউ খেতে পারছে না ওর এমন আকস্মিক আগমনের জন্য। সবার বিস্ময়ের ঘোর এখনও কাটেনি। অথচ ওকে দেখো, ও একেবারে স্বাভাবিক।

জায়িনের কাছে জোহানের কথা একেবারে পানসে লাগলো। ওদের মিস করছিল বলে চলে এসেছে? এ তো অসম্ভব! জায়িনের কেন যেন মিতুলের দিকে চোখ চলে গেল। তারপর আবার জোহানের উপর। জায়িন বললো,
“সিরিয়াসলি? মিস করছিলি বলে চলে এসেছিস? এত দ্রুত গতিতে? হঠাৎ করে এত মিস করার কারণ কী? যে মিস এতগুলো বছরের মাঝে একটা বছরও করলি না, সেই মিস হঠাৎ এ বছর কেন করলি? হঠাৎ করে আমাদের প্রতি ভালোবাসা বেড়ে গেল কবে তোর?”

জায়িনের কথা শুনে জোহানের খাওয়া থেমে গেল। কয়েক সেকেন্ড নীরব থাকলো ও। তারপর দ্রুত মুখের খাবারটুকু গিলে বললো,
“ব্রাদার, মানুষের মন হলো মোমের মতো। এটা কখন জ্বলবে, কখন গলবে, কে বলতে পারে সেটা? হঠাৎ করে আমার মন তোমাদের জন্য গলে উঠলো। ব্যস, চলে আসলাম আমি।”

জোহান মমের দিকে তাকালো। চেয়ার ছেড়ে দিয়ে বললো,
“মম, প্লিজ সিট ডাউন। নতুন করে আবার খাবার অর্ডার করে নিয়ো। যেহেতু এই খাবারটা আমি এঁটো করে ফেলেছি!”
ড্যাডের দিকে তাকিয়ে বললো,
“ড্যাড, আমাদের রুম নাম্বার কত?”

সাদাত রুম নাম্বার জানিয়ে চাবি দিলেন ছেলেকে। জোহান আবার মাথায় হুডি টেনে দিয়ে লাগেজ নিয়ে বেরিয়ে গেল।

জোহান বেরিয়ে যাওয়ার সাথে সাথে জায়িন আবার তাকালো মিতুলের দিকে।
___________

মিতুল করিডোর দিয়ে রুমের উদ্দেশ্যে হাঁটছে। পুরো খাবার শেষ না করেই চলে এসেছে ও। খেতে পারছিল না। জোহান সবার মাঝে বসে ওকেই কেন প্রথম ডেকে উঠলো, সেটাই ওর মাথা ব্যথার কারণ। এটা কেমন ব্যাপার হলো সেটাই বুঝতে পারছে না। সবাই এটা স্বাভাবিক ভাবে নিলেও ও নিতে পারছে না। আর তাই খেতেও পারলো না শান্তি মতো। এই জোহান ওর শান্তি বিনষ্ট করে দিতে এসে গেছে। কাল মনে হয়েছিল জোহান এখানে আসলে ভালো হতো। কিন্তু এখন মনে হয় না যে ভালো হয়েছে। মনে হয় না যে আর শান্তিতে থাকতে পারবে এখানে।
মিতুল আরও কয়েক পা হাঁটতেই দেখলো জোহান দাঁড়িয়ে আছে রুমের সামনে। সাদাত আঙ্কল এবং জায়িন যে রুমে থাকে সেই রুম পেরিয়ে ওপাশে ওদের রুম। জোহানের এখানে দাঁড়িয়ে থাকার ব্যাপারটি ভালো লাগলো না মিতুলের। মনে হচ্ছে যেন ওর জন্যই দাঁড়িয়ে আছে। মিতুল জোহানকে অতিক্রম করে যাওয়া দিলেই জোহান এক হাত সামনে বাড়িয়ে বাধা দিয়ে বললো,
“দাঁড়াও।”

মিতুল থেমে গেল।

জোহান বললো,
“তুমি আমাকে এড়িয়ে যাওয়ার সাহস করছো কীভাবে? এত সাহস তুমি দিনকে দিন পাচ্ছ কোত্থেকে? তুমি আমার সাথে নিজের সাহসিকতা দেখাতে চাইছো বার বার? কেন? আমাকে কি তোমার সাহসিকতা প্রমাণের পরীক্ষা কেন্দ্র মনে হয়?”

জোহানের এমন করে কথা বলা অসহ্যকর মনে হলো মিতুলের। ও সহজ ভাবে জানতে চাইলো,
“কী বলতে চাও?”

জোহান বলার জন্য মুখ খোলা দিয়েও আবার থামলো। আশেপাশে একবার চোখ বুলিয়ে নিয়ে বললো,
“আমি যা বলতে চাইছি তার জন্য এরকম পরিবেশ মানানসই নয়। আমার সাথে এসো।”

জোহান মিতুলের হাত ধরে টেনে ইনডোর পুল গ্রাউন্ডে নিয়ে এলো। এখানে এখন তেমন মানুষজন নেই। ব্রেকফাস্ট টাইম সে জন্য হয়তো। পুলে কয়েক জনকে সাঁতার কাটতে দেখা যাচ্ছে। কাউকে বা দাঁড়িয়ে গল্প করতে। জোহান মিতুলকে নিরিবিলি একটা সাইডে নিয়ে এলো। জোহান থামতেই মিতুল নিজের হাত ছাড়িয়ে নিলো। মেজাজ দেখিয়ে বললো,
“এটা কোন ধরনের অসভ্যতামি? কথায় কথায় হাত ধরে টেনে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে আসা তোমার কোন ধরনের ভদ্রতার কাতারে পড়ে সেটা জানতে চাইছি আমি। কে অধিকার দিয়েছে তোমায়? কে অধিকার দিয়েছে কথায় কথায় আমার হাত ধরে এভাবে টেনে আনার? কে দিয়েছে?”

“ওহ, আমি একটু হাত ধরে টেনে আনলে দোষ, সেটা আমার অসভ্যতামি করা হয়। তাহলে বাইরের একটা ছেলের সাথে যখন হ্যান্ডশেক করো, তখন? তখন সেটা দোষের হয় না? আমি ঘরের ছেলে হয়ে হাত ধরলে সেটা ভীষণ দোষের। আর বাইরের একটা ছেলের হাত ধরলে সেটা খুব পূণ্যের হয়, তাই না?”

“কীসের সাথে কী মেলাচ্ছ তুমি? হাত ধরে টেনে আনা, আর হ্যান্ডশেক করা কি এক বিষয়?”

“এক বিষয় নয়? হ্যাঁ, হতেই পারে দুটো দুই বিষয়। সেসব নিয়ে এখন আমার মাথা ব্যথা নেই। আমি যার জন্য ডেকে এনেছি তোমাকে সেটা শোনো। কালকে রাতে তুমি আমার ফোন কেটে দিয়েছো কেন? আমার কল কেটে দিয়ে অন্য কার সাথে কথা বলায় বিজি ছিলে তুমি? কে সেই স্পেশাল মানুষ? কার্ল জোনাস না কি?” শেষে কার্লের কথা শ্লেষাত্মক গলায় বললো জোহান।

কার্লের কথা বলতেই অবাক হলো মিতুল। জোহান কীভাবে জানলো ও কার্লের সাথে কথা বলছিল? ঘাবড়ালেও দ্রুত উত্তর দিলো ও,
“না, মোটেই না। একদম না। আমি তো আমার মায়ের সাথে কথা বলছিলাম।”

“মা?”

“ইয়াহ।” মিতুল বেশ জোর দিলো কণ্ঠে।

মিতুল যে ডাহা মিথ্যা কথা বলছে সেটা বুঝতে একটুও কষ্ট হলো না জোহানের। ও তো শিওর কার্লই ছিল। তারপরও মিতুলকে বোঝাতে চাইলো ও মেনে নিয়েছে মিতুলের কথা। জোহান মুখে একটু হাসি ফুঁটিয়ে পকেট থেকে মোবাইল বের করে মিতুলের কাছে এগিয়ে এলো। মিতুলের পাশে দাঁড়িয়ে কিছুটা ঝুঁকে মোবাইলটা মিতুলের সামনে ধরলো। একটা মেয়ের সাথে নিজের ছবি এনে বললো,
“কালকে রাতে তোমাকে যে মেয়েটার কথা বলেছিলাম, এই সেই মেয়ে। খুব বিউটিফুল না?”

মিতুল দেখলো ছবিতে বেশ ঘনিষ্ঠ ভাবে দাঁড়িয়ে দুজনে সেলফি তুলেছে। ও লক্ষ করলো মেয়েটা আসলেই সুন্দরী। বললো,
“হ্যাঁ, বিউটিফুল।”

জোহান মোবাইল স্কিনে ইঙ্গিত করে বলতে লাগলো,
“দেখো, মেয়েটা কী সুন্দর! নাক দেখো, চোখ দেখো, ঠোঁটও দেখো। সে আসলেই খুব সুন্দর, তাই না? ঠিক যেন একটা পরী। পৃথিবীর যেকোনো মেয়েকে তার কাছে তুচ্ছ মনে হচ্ছে…”

নিজে একটা মেয়ে হয়ে অন্য একটা মেয়ের এমন গুণকীর্তন শুনতে হয়তো অনেক মেয়েরই ভালো লাগবে না। মিতুলের বেলায়ও তাই হলো। ওর-ও ভালো লাগলো না মেয়েটার এত এত প্রশংসা শুনতে। কেন যেন সহ্যই হচ্ছে না ওর। মিতুল জোহানের মুখের দিকে তাকালো।
জোহান হাসি-খুশি মুখে মেয়েটার গুণকীর্তন গেয়ে যাচ্ছে তো, যাচ্ছেই। যাক গেয়ে। ও তো আর শোনার জন্য বাধ্য নয়। মিতুল টুপ করে কেটে পড়লো জোহানের পাশ থেকে। দ্রুতগামী এগিয়ে যেতে লাগলো বেরিয়ে যাওয়ার পথের দিকে। জোহান পিছন থেকে বললো,
“আরে, আমার কথা তো শেষ হয়নি। মেইন পয়েন্টেই তো আসতে পারলাম না। মেয়েটার সাথে আমি আনুষ্ঠানিক ডেটে যাব, কি যাব না, সে বিষয়ে আলাপ করবো তোমার সাথে। তুমি চলে যাচ্ছ কেন?”

মিতুল কতদূর গিয়ে থামলো। পিছন ফিরে বললো,
“মেয়েটা তো পরীর মতো সুন্দর। তো ওই সুন্দরী পরীর পাখায় ভর করে আকাশে উড়ে বেড়াও তুমি। আমার সাথে সে বিষয়ে কী আলাপ করবে?”

মিতুল আবারও হাঁটা শুরু করলো। আর থামলো না। জোহানও ডেকে বললো না কিছু। শুধু পিছনে দাঁড়িয়ে হাসলো।

___________

স্ট্যানলি পার্ক।
অনেক ঘুরে দেখা হলো এই পার্কটি। তবুও সম্পূর্ণ দেখে ওঠা গেল না। ওদিকে সূর্য জানান দিচ্ছে ওরা শেষের পথে আছে। পাঁচটার সময়ই পার্ক থেকে বেরিয়ে যেতে হবে। সকাল দশটা থেকে এখন পর্যন্ত এই পার্কে আছে ওরা। এখন চারটা বাজে। আরও এক ঘণ্টার মতো ঘুরবে এখানে। লাঞ্চের পর ঘোড়ার গাড়ির রাইড নিয়েছে। এখনও ঘোড়ার গাড়িতেই আছে। ঘোড়ার গাড়ির এই রাইডে পার্ক ঘুরে দেখানো হয় এবং পার্কের বিভিন্ন উল্লেখ যোগ্য স্থানে থামানো হয়। সামনে আসছে চেরি ব্লসম স্পট। যেখানে রাস্তার দুই ধারে সারি সারি সাদা চেরি ব্লসম ট্রি আছে। এখানে তো গাড়ি না থামালেই নয় একেবারে। গাড়ি থামলো। সবাই নামলো গাড়ি থেকে। নামলো না শুধু জোহান। সবার প্রথমেই নামলো মিতুল। দৌঁড়ে সামনের দিকে এগিয়ে গেল ও। মিতুলের পরনে সাদা গাউন, পায়ে উঁচু হিল। হিল থাকার কারণে ওর দৌঁড়টা কেমন যেন হলো। যেটা ভালো লাগলো জোহানের, আবার হাসিও পেল একটু।

মিতুল হারিয়ে গেল ওর প্রিয় সাদা চেরি ব্লসমের মায়ায়। হারিয়ে গেল অবিরাম মুগ্ধতায়। রাস্তার দুই পাশে সারি সারি চেরি ব্লসম ট্রি। উপরের দিকে তাকালে দেখা যায় চেরি ব্লসমের ডালের ফাঁক থেকে বিকেলের রোদ ঝিলিক দিচ্ছে। এখানে চেরি ব্লসম খুব বেশি ঘন নয়। ফুল যেন খুব দ্রুতই ঝরে পড়ে গেছে। চেরি ব্লসমের এই রাস্তার দুই পাশেই গাড়ি পার্ক করে রাখা। আর রাস্তার মাঝখান দিয়ে দর্শনার্থীদের চলাচল। এখান থেকে দূরে চোখ পড়লে পার্কের লেক দেখা যায়। লেকের পাশের রাস্তা দিয়ে অনেকে সাইক্লিং করছে, আবার অনেকে হাঁটাহাঁটি করছে। মিতুল লেকের থেকে চোখ এনে চেরি ব্লসমের দিকে আবার মনোনিবেশ করলো। ওর ইচ্ছা করছে এই রাস্তার পাশে ছোট্ট একটি কুঁড়েঘর তৈরি করতে। যে কুঁড়েঘর থেকে তাকালেই দেখতে পাবে সাদা চেরির অপরূপ মোহনীয়তা। আর ঝরে পড়া পাপড়ি গুলোও সযতনে কুঁড়িয়ে এনে ওর সেই ছোট্ট কুঁড়েঘরে জমা করবে।

জোহান মিতুলকে দেখছে। কেন যেন মিতুলের মুগ্ধ নয়নে চেরি ব্লসম দেখার ব্যাপারটা ভীষণ ভালো লাগছে ওর। জোহানের নিজের চোখেও মুগ্ধতা জড়ো হলো। এ মুগ্ধতা চেরি ব্লসম দেখার জন্য নয়। মুগ্ধ হয়ে চেরি ব্লসম দেখতে থাকা একটি মেয়েকে ঘিরে ওর মুগ্ধতা। জোহানের কেন যেন মনে হলো, এই মেয়েটির মুগ্ধ হয়ে চেরি ব্লসম দেখার জন্যই বোধহয় এই চেরি ব্লসমের উৎপত্তি। জোহান মুগ্ধ নয়নে তাকিয়ে রইল। আশেপাশে শুধু সাদা চেরি ব্লসমের মায়া। গাছ থেকে দুই একটা চেরি পাপড়ি উড়ে এসে ছুঁয়ে দিচ্ছে মুগ্ধমনা মেয়েটিকে। জোহান মুগ্ধমনা মেয়েটির দিকে তাকিয়ে থেকে অস্পষ্ট কণ্ঠে বলে উঠলো,
“মাই লিটল এঞ্জেল!”

____________

মিতুলের চোখে এখনও স্ট্যানলি পার্ক ঘোরার দৃশ্য ভেসে উঠছে। ঘোড়ার গাড়িতে করে ঘুরে বেরিয়েছিল ওরা। একজন টুরিস্ট গাইড এই সম্পূর্ণ রাইডটি পরিচালনা করেছে এবং বিভিন্ন স্থানের ধারাবিবরণী দিয়েছে।
মিতুলের পার্কে উল্লেখযোগ্য দুটি লেক, লস্ট লাগুন এবং বিভার কথা মনে পড়ে গেল। বিভার লেকে অনেক ফুটন্ত পদ্মফুলের সাক্ষাৎ পেয়েছিল। এছাড়াও পার্কের উত্তর পাশে একটি সুদীর্ঘ কোরাল বিচ ছিল। কয়েকটি পাহাড়ি ট্রেইলও আছে পার্কে। যেখানে ট্র্যাকিং করা যায়। আর এর বাকি সবটুকু সবুজ চাদরে মোড়ানো। তাছাড়া পার্কে বিভিন্ন রকমের গাছপালাও আছে। সাইক্লিষ্টদের জন্য এটি একটি আদর্শ স্থান বলে মনে হয়েছে মিতুলের। পুরো পার্কে সাইক্লিং এর জন্যে আলাদা একটি রাস্তা রয়েছে। ব্যক্তিগত গাড়ি নিয়ে ঘুরবার জন্যও রাস্তায় আলাদা একটি লেন আছে। তবে পার্কের সবচাইতে সুন্দর স্থান ছিল উত্তর পাশের কোরাল বিচটি। এই বিচে অনেক কোরাল পাথর সারি সারি অবস্থানে অবস্থিত। এই বিচে কানাডিয়ান হাঁসেরা দলে দলে বিচরণ করে বেড়ায়। এই বিচ থেকে সাগরের ওপারে অবস্থিত উত্তর ভ্যানকুভার শহরের প্যানরামিক ভিউ দেখতে পাওয়া যায়। দূর থেকে শহরের প্রধান ঝুলন্ত ‘লায়ন্স গেট’ ব্রিজকে দেখতে দারুণ লাগে। ব্রিজের কথা মনে হতেই মিতুলের মনে পড়লো কালকে ওরা সেই ঝুলন্ত ব্রিজ দেখতে যাবে। যদিও এতে ওর আগ্রহ নেই তেমন। ঝুলন্ত ব্রিজে উঠতে ওর ভয় লাগে। মনে হয় এই বুঝি ঝুলন্ত ব্রিজটি ভেঙে পড়ে যাবে। ওর এই চিন্তা ভাবনার প্রথম উৎপত্তি হয় রাঙামাটির ঝুলন্ত ব্রিজে যাওয়ার পর। সেই ব্রিজে উঠে ভালো মুসিবতেই পড়েছিল। উঠে কয়েক পা হাঁটতেই মাথায় চক্কর দিয়ে বমি এসে গিয়েছিল। মিতুল কালকে ঝুলন্ত ব্রিজ দেখতে যাবে কি না ভাবছে। হ্যাঁ, অবশ্যই যাবে। ভ্যাঙ্কুভার এসেছে আর ওই ব্রিজটি ঘুরতে না গেলে কেমন হবে? ওই ব্রিজটি তো রাঙামাটির ঝুলন্ত ব্রিজের মতো নয়। অহরহ গাড়ি চলে সে ব্রিজ দিয়ে।

মিতুলের মোবাইলে ম্যাসেজ আসার শব্দ হলো। মিতুল এখন রুমে। উইন্ডোর কাছের আর্মচেয়ারে বসে এতক্ষণ এসব ভাবছিল। স্ট্যানলি পার্ক থেকে এসেছে অনেক সময় হয়েছে। রাতের অন্ধকারে জ্বলে উঠেছে রেডিসনের সমস্ত আলোক বাতি।
মিতুল ম্যাসেজ সিন করলো।
‘কী করছো?’

মিতুল উত্তর দেবে না দেবে না করেও লিখলো,
‘কী করবো আর? বসে আছি।’

‘ঘুরতে যাবে?’

জোহানের ম্যাসেজ দেখে মিতুলের একটু অবাক হতেই হলো। জোহান তো ঘোরাতে নিয়ে যাওয়ার পাত্র নয়। মজা করছে?
মিতুলের উত্তর দিতে দেরি হচ্ছে দেখে জোহান নিজেই আবার লিখলো,
‘রাতের ভ্যাংকুভার দেখাতে নিয়ে যাব তোমায়। যাবে? যদি যেতে চাও তবে এখনই হোটেল থেকে বের হও। রাস্তাতেই দেখতে পাবে আমাকে।’

জোহান সত্যিই ওকে এই শহর দেখাতে নিয়ে যাবে? বিশ্বাস হচ্ছে না ওর।
মিতুল রেশমী আন্টির দিকে তাকালো। রেশমী আন্টি ঘুমে এখন। তিনি আসার পরপরই ঘুমের পিল খেয়ে ঘুমিয়ে পড়েছেন। ঘুমানোর আগে বলেছেন, ডিনার করবেন না। ওকে সাদাত আঙ্কেলদের সাথে ডিনার করতে বলেছে। তিনি যে ঘুমাচ্ছেন সেটাও জানিয়ে দিতে বলেছেন। মিতুল কয়েক মিনিট নীরব তাকিয়ে থেকে চোখ সরিয়ে নিলো রেশমী আন্টির থেকে। ভাবতে লাগলো, ওর কি যাওয়া উচিত? মনে হচ্ছে যাওয়া উচিত হবে না। আবার মনে হচ্ছে রাতে ঘুরতে বের হওয়ার সুযোগটা হাতছাড়া করা উচিত নয়। মিতুল এক জোড়া কেডস পরে গায়ে লং কোট চাপিয়ে বের হলো রুম থেকে।
মিতুলের ধারণা ছিল বাইরে শীত থাকবে। কিন্তু বাইরে তেমন শীত নেই। হোটেল থেকে বের হয়ে দেখতে পেল জোহান রাস্তায় দাঁড়ানো। জোহানের গায়ে টি শার্ট। জোহানের গায়ে শুধু একটা টি শার্ট দেখে মনে হলো সত্যিই আজকে শীত নেই। জোহান মিতুলকে দেখে বললো,
“এতক্ষণে আসার সময় হলো তোমার?”

মিতুল কোনো উত্তর দিলো না।

জোহান সাইকেলে উঠে বললো,
“ওঠো তাড়াতাড়ি।”

মিতুল এতক্ষণ সাইকেলটা লক্ষ করেনি। অবাক হয়ে জিজ্ঞেস করলো,
“সাইকেল পেলে কোথায়?”

“ধার নিয়েছি।”

“কার কাছ থেকে?”

“সেটা জানা কি খুব জরুরি?”

মিতুল না বোধক মাথা নাড়লো।

“তাহলে ওঠো এখন।” জোহান তাড়া দিলো।

মিতুল সাইকেলের পিছনে উঠে বসলো।

জোহান মিতুলকে সাবধান করলো,
“শক্ত করে ধরে বসো আমাকে। খুব দ্রুত চালাবো আমি। পিছন থেকে পড়ে যেতে পারো তুমি।”

মিতুল জোহানকে ধরে বসলো না। জেদ ধরে বললো,
“পড়বো না। চালাও তুমি।”

জোহান মিতুলের একঘেয়েমি পনা দেখে নিজেই পিছন থেকে মিতুলের এক হাত এনে নিজেকে আঁকড়ে দিলো। তারপর বললো,
“শক্ত করে ধরো কিন্তু।”

বলেই সাইকেল চালানো স্টার্ট করলো জোহান। মিতুল ভেবেছিল জোহানকে শক্ত করে ধরবে না, কিন্তু জোহান সত্যিই এত জোরে চালাচ্ছে যে জোহানকে শক্ত করে আঁকড়ে ধরতেই হলো। মিতুল শক্ত করে আকড়ে ধরেছে জোহানকে।
জোহান মিতুলের অগোচরে হাসলো। বাইরের পরিবেশ দেখতে দেখতে মিতুলের মাথা কখন যেন জোহানের পিঠের সাথে হেলে পড়েছে। মাথা লেগে আছে জোহানের পিঠের সাথে। মিতুলের দু চোখে রাশি রাশি মুগ্ধতার আনাগোনা। নিরিবিলি রাস্তা দিয়ে জোহানের সাইকেল এগিয়ে চলছে। রাস্তার পাশে ল্যাম্পপোস্ট জ্বলছে। খুবই মায়াবী লাগলো মিতুলের কাছে সেই আলো। অনেক পথ পিছনে ফেলে এসেছে ওরা। কতটা পথ ফেলে এসেছে? মিতুল পিছনে ফিরে দেখলো একবার। ওদিকে ঝাপসা অন্ধকার দেখাচ্ছে। যদিও ওদিকে ল্যাম্পপোস্টের আলো ছিল। তবুও ঝাপসা অন্ধকার দেখাচ্ছে।

রাস্তার পাশেই জংলার মতো উঁচু জায়গায় ফুল ফুঁটে আছে। জোহান দূরে থাকতেই দেখতে পেল। কাছাকাছি আসতেই হাত বাড়িয়ে একটা ফুল ছিঁড়ে নিলো ও।
সাইকেলটা থামিয়ে পিছন ফিরে টুপ করে মিতুলের চুলে গুঁজে দিলো ফুলটা। জোহানের সঙ্গে ক্ষণিকের জন্য চোখাচোখি হলো মিতুলের। জোহান বেশিক্ষণ তাকালো না মিতুলের চোখে, দ্রুত চোখ সরিয়ে এনে আবার সাইকেল চালানো শুরু করলো।
মিতুল থমকে গেছে। কী করলো জোহান? হাত বাড়িয়ে জোহানের গুঁজে দেওয়া ফুলটা ছুঁয়ে দেখলো। হৃদস্পন্দনের গতি যেন বেড়ে যাচ্ছে ওর। শব্দটা নিজের কানে এসে লাগছে। বুকের ভিতর ঢিপঢিপ শব্দের সাথেই সামনে থেকে জোহানের শান্ত মৃদু কণ্ঠও ভেসে এলো,
“শত সহস্র ফুল তোমার জন্য প্রিয়তমা। তুমি ফুল লুটে নাও, আর সেই সাথে লুটে নাও আমার হৃদয়। আমি হৃদয় খুলে বসে আছি। তুমি খুব সংগোপনে এসে কড়া নাড়ো এই হৃদয়ের। তুমি কেবল আমারই লিটল এঞ্জেল!”

(চলবে)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here