#চেরি_ব্লসমের_সাথে_এক_সন্ধ্যা
#পর্ব: ৩২,৩৩
#লেখা: ইফরাত মিলি
____৩২________
কার্লের বিয়েতে যাওয়া মিতুলের জন্য একটা যুদ্ধ সমান। মিতুল এই যুদ্ধে অংশ নিতে চায়নি। চোখের সামনে কার্লের বিয়ে দেখাটা হবে ওর জীবনের সবচেয়ে ভয়াবহ দৃশ্য। আর এই ভয়াবহ দৃশ্যটি ওর স্মৃতির পাতায় রয়ে যাবে একটি ভয়াবহ স্মৃতি হিসেবে। এই ভয়াবহ স্মৃতি ভীষণ তিক্ততায় তাড়া করে বেড়াবে ওকে সারাজীবন। কার্লের বিয়েতে যাবে না বলেই ডিসাইড করেছিল। সারারাত ভেবে এই সিদ্ধান্তই নিয়েছে ও। কিন্তু সকাল হতেই ওর মত পাল্টে গেল। কার্লের বিয়েতে যাবে ও। শেষ বারের মতো কার্লকে দেখবে। আজকে দেখার পর জীবনে আর কার্লের মুখ দেখবে না।
কার্লের বিয়ে বিকেলে। স্থানীয় একটি চার্চে বিয়ে হবে। মিতুল বিকেল নাগাদ কার্লের বিয়েতে যাওয়ার প্রস্তুতি নিলো। স্কার্ট এবং টপ পরেছে। গলায় পেঁচিয়েছে একটি স্কার্ফ। চুল বেঁধেছে কার্লের দেওয়া হেয়ার রাবার দিয়ে। কার্লের কাছ থেকে পাওয়া প্রথম উপহার ছিল এই হেয়ার রাবার। আর শেষ উপহার হিসেবেও এটাই থাকবে। এই হেয়ার রাবার দেওয়ার মাধ্যমেই ভালো লাগা জন্মেছিল কার্লের প্রতি। জীবনের প্রথম অনুভূতি! মিতুলের হৃদয়ে একটু ব্যথা হলো। কিন্তু ও প্রধান্য দিলো না সেসব।
বাড়ি থেকে বের হয়ে কতক দূর হাঁটতেই পিছনে শুনতে পেল জোহানের ডাক,
“হেই তুলতুল!”
মিতুল থেমে পিছন ফিরলো।
জোহানের ব্ল্যাক কারটি চোখের পলকে ওর পাশে এসে ব্রেক কষলো।
“গেট ইন।” জোহান গাড়িতে ওঠার তাগিদ করলো।
মিতুল কিছু না বলে তাকিয়ে রইল।
জোহান বললো,
“কার্লের বিয়েতে যাচ্ছ তো তুমি?”
মিতুল হ্যাঁ-সূচক মাথা নাড়লো।
“আমিও সেখানে যাচ্ছি। তোমার সাথে সাথে আমাকেও না কি ইনভাইট করেছে? আমাকে সাথে না নিয়ে একা একা যাচ্ছ কেন তুমি? উঠে পড়ো।”
মিতুল কিছু না বলে গাড়িতে উঠে বসলো। দৃষ্টি রাখলো জানালার বাইরে। আজকের দিন মেঘলা। কিন্তু বৃষ্টি হওয়ার পূর্বাভাস নেই কোনো। মিতুলের এমন বৃষ্টিহীন মেঘলা দিন পছন্দ। তবে আজকে বৃষ্টি হলে মন্দ হতো না।
মিতুল কার্লের বিয়েতে গেল ঠিকই, কিন্তু সম্পূর্ণ বিয়ে পর্যন্ত থাকতে পারলো না। ওর হৃদয় ভাঙচুর হচ্ছিল। হৃদয় ভাঙার এমন করুণ আত্মকাহিনী নিয়ে কার্লের বিয়ে দেখা ওর জন্য অসম্ভব। ও কাউকে কিছু না বলে চুপিচুপি চলে এলো বিয়ের মজলিস থেকে।
ও যে চলে এসেছে তা জোহানও জানতে পারলো না। মিতুল কোনো কিছু না ভেবে একটা ট্যাক্সি নিয়ে সোজা বাড়ি চলে এলো। নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে দিলো। কষ্ট হচ্ছে। কষ্ট হচ্ছে ওর। হৃদয় ভাঙার কষ্ট বুঝি এত নির্মম?
কিছুক্ষণের ভিতরই রাত নামলো। মিতুল ওর প্রিয় বন্ধবী মেহরিনের কাছে কল দিয়ে কান্নাকাটি করলো। কাঁদতে কাঁদতে শুধু একটি বাক্য বলেছিল,
“কার্ল বিয়ে করেছে আজকে।”
মেহরিন এরপর শতশত প্রশ্ন করলেও আর কিছু বলেনি মিতুল। কিছুক্ষণ কান্নাকাটি করে ফোন কেটে দেয় শুধু।
_____________
রাতটা যেমন-তেমন করে কাটলেও, সকালে সবকিছু ভুলে যাওয়ার চেষ্টা করে স্বাভাবিক হতে চাইলো মিতুল। যদিও কার্লের ব্যাপারটা আঁকড়ে ধরে আছে ওকে। সকাল বেলা খুব লম্বা শাওয়ার নিয়েছে ও। মনে কিছুটা প্রশান্তি এসেছে তাতে। ব্রেকফাস্টের জন্য ডাইনিংএ এসে জোহানকে বসা দেখলো। মোবাইলের দিকে তাকিয়ে জোহান কী দেখে হাসছে কে জানে। কালকেও ও আর জোহান এক সাথে ব্রেকফাস্ট করেছিল। আজকেও ও যে সময় এলো, জোহানও সেসময় উপস্থিত। দুজনের খাওয়ার টাইম কীভাবে মিলে যাচ্ছে এভাবে?
“ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি আমার মুখই দেখবে শুধু? ব্রেকফাস্ট করবে না? না কি আমার মুখ দেখলেই খিদে মরে যাবে তোমার?”
মোবাইলে মুখ ডুবিয়েই জোহান হঠাৎ প্রশ্নগুলো ছুঁড়লো মিতুলের দিকে।
মিতুল দরজার কাছে দাঁড়ানো ছিল। কোনো কথা না বলে এসে চেয়ার টেনে বসলো। জোহানের পাশেও বসলো না। আর মুখোমুখিও বসলো না। জোহানের মুখোমুখি চেয়ারটার পাশেরটিতে বসলো।
ক্যামিলা ডাইনিং রুমে ঢুকলো দুই কাপ কফি নিয়ে। কাপ দুটো টেবিলে রেখে জোহানকে জিজ্ঞেস করলো,
“জোহান, কী দেবো তোমায়? মাফিন তৈরি করেছিলাম, খাবে তুমি?”
জোহান মোবাইল রেখে বললো,
“হুম দাও।”
ক্যামিলা জোহানের প্লেটে দুটো মাফিন উঠিয়ে দিলো। এরপর মিতুলকে জিজ্ঞেস করলো,
“তুমি মাফিন খাও তো?”
মিতুল মাথা নাড়িয়ে সায় দিলো।
ক্যামিলা হাসি মুখে মিতুলের প্লেটে দুটো মাফিন তুলে দিয়ে ফ্রুট স্যালাড আনতে বেরিয়ে গেল।
জোহান প্রথমেই একটা সিদ্ধ ডিমে কামড় দিয়ে বললো,
“কালকে কার্লের বিয়ে বেশ এনজ্য়াবল ছিল, কী বলো মিতুল?”
মিতুল কোনো উত্তর দিলো না। যেন জোহানের কথা শুনতেই পায়নি তেমন একটা ভাব করলো।
জোহানই আবার বললো,
“কার্লের গার্লফ্রেন্ড কিন্তু খুবই সুন্দর এবং সুইট। বিশেষ করে ওর রেড হেয়ার বেশ আকর্ষণীয়। আর হ্যাঁ, মেয়েটা লম্বাও অনেকখানি। প্রায় আমার কান পর্যন্ত হাইট।”
মিতুলের মোটেই ভালো লাগছে না এসব শুনতে। দু কান বিষ করছে। এই জোহানের আর কোনো প্যাঁচাল নেই না কি?
“মেয়েটির সাথে আমি অনেক ফটোও তুলেছি। চেয়েছিলাম আমি, তুমি, কার্ল এবং অলিভার, চারজন এক সাথে একটা ফটো তুলবো। কিন্তু তুমি কোথায় গিয়েছিলে বলো তো? শেষ মুহূর্তে তোমাকে কোথাও দেখতে পাইনি আমি। তোমার জন্য কিন্তু আমার এই চাওয়াটা পূর্ণ হলো না। তুমি কি…”
জোহানের কথা আর সহ্য হচ্ছে না মিতুলের।
“থামবে তুমি? চুপচাপ খেতে পারো না? এত কথা বলো কেন?”
“কার্লের বিয়ে নিয়ে কথা বলছি দেখে তোমার হিংসা হচ্ছে? তোমার নিজের এখনও বিয়ে হয়নি দেখে তুমি অন্যের বিয়েকে হিংসা করছো? ওহ নো তুলতুল! এটা করা তোমার উচিত হচ্ছে না।”
মিতুলের মেজাজ এবার সত্যিই খারাপ হয়ে উঠছে। ও অনেক কষ্টে নিজের মুখ বন্ধ রাখলো। জোহানের সাথে এখন কথা বললে ঝগড়া ছাড়া এ কথা সমাপ্তি পাবে না।
ক্যামিলা স্যালাড নিয়ে ফিরে এলো ডাইনিং রুমে। সাথে নুডুলসও নিয়ে এসেছে। সেগুলো টেবিলে রেখেই নিশ্চুপ চলে যায় ক্যামিলা।
জোহান আর কিছু বললো না। যে যার মতো ব্রেকফাস্ট করতে লাগলো। নীরবতা গেল কিছুক্ষণ। এর মাঝে জোহান হঠাৎ একটা আঙুর হাতে নিয়ে সেটাকে খুঁটিয়ে-নাটিয়ে দেখতে দেখতে বললো,
“ইউ নো তুলতুল? তুমিও না ঠিক এই আঙুরটির মতো।”
জোহানের কথা কানে আসতেই কর্ণ খাড়া হয়ে উঠলো মিতুলের। ও চামচে ওঠানো নুডুলস মুখে না পুরেই চোখ তুলে তাকালো জোহানের দিকে।
জোহান বললো,
“তুমি এখন এই আঙুরটির মতো আছো। কিন্তু যখন তুমি বৃদ্ধা হয়ে যাবে, তখন পরিণত হবে একটি শুকনো আঙুরে। আই মিন কিশমিশ।”
জোহানের কথায় মিতুলের শিরা উপশিরা রাগে দপদপ করে উঠলো। অপমানের তীব্রক কথায় বিষিয়ে উঠলো মন। মিতুল দাঁড়িয়ে গেল চেয়ার ছেড়ে। হাতের কাঁটাচামচ দিয়ে সজোরে আঘাত করলো টেবিলে। বললো,
“আমি যদি কিশমিশ হই না, তবে তুমি হলে একটা শুকনো মরিচ।”
কথাটা বলেই মিতুল নিজের রুমের দিকে ছুটলো। ইতোমধ্যে দু চোখ দিয়ে পানি পড়ছে ওর। একে তো কার্লের জন্য হৃদয় ভেঙে গেছে। আর এখন জোহানের এমন অপমান। দুটো একসাথে মিলে ওর মন বিদ্রোহ শুরু করলো ওর সাথে। বিষিয়ে উঠেছে ওর মন।
সোজা রুমে এসে দরজা বন্ধ করে দিলো মিতুল। কেঁদে ফেললো ঝরঝর করে। এত বড়ো অপমান পেল আজ জোহানের থেকে? এত বড়ো? ওকে একটা আঙুরের সাথে তুলনা করলো? বৃদ্ধা হলে কিশমিশের মতো হয়ে যাবে বললো? ও খাটো বলে জোহান ওকে এইভাবে খোঁটা দিচ্ছে? জোহানের জন্য ঘৃণায় মন ভরে যাচ্ছে মিতুলের। না, আর থাকবে না এখানে। চলে যাবে। চলে যাবে এখান থেকে। এত বড়ো অপমানের পর এখানে থাকার মানসিকতা ওর নেই।
___________
মিতুল রুমের ভিতর বসে অনেক কাঁদলো। আজকের মতো মন খারাপ আর জীবনে হয়নি। ও একটু খাটো বলে এভাবে তাচ্ছিল্য করতে পারলো জোহান? সারাদিনে রুম থেকে বের হয়নি। ক্যামিলা খাবারের জন্য ডাকতে এলে বলে দিয়েছে খাবে না।
ক্যামিলা জানে মিতুলের এমন করার কারণ, তাই আর কাউকে জানালো না ব্যাপারটা।
জোহান ক্যামিলাকে আশ্বাস দিয়েছে সব ঠিক হয়ে যাবে।
সন্ধ্যায় যথারীতি আবার মিতুলকে ডাকতে এলো ক্যামিলা। তখন মিতুলের কান্না থেমে গেছে। কিন্তু মনে রয়ে গেছে ক্ষোভ, অভিমান এবং ঘৃণা।
ক্যামিলা দরজায় নক করে বললো,
“মিতুল দরজা খোলো। সকালে ব্রেকফাস্ট না করেই চলে এলে। এরপর সারাদিনে আর কিছু খেলেও না। এরকম করলে শরীর খারাপ হবে। দেখো, তুমি যদি এখন রুম থেকে বের না হও তবে আমি মনে ভীষণ কষ্ট পাবো। কেঁদে ফেলবো কিন্তু আমি। প্লিজ বের হও সুইটি।”
ক্যামিলার বার বার এমন অনুরোধ মিতুলকে আবেগে আপ্লুত করে দেয়। এই ক্যামিলা একমাত্র ব্যক্তি যে ওকে কেয়ার করে। ক্যামিলা ছাড়া আর কারো কেয়ার পায়নি কানাডা আসার পর। অথচ দেখো, যে মানুষটি ওকে এত কেয়ার করে, সেই মানুষটির ডাকেও এখন রুমে থেকে বের হতে ইচ্ছা করছে না।
মিতুল রুমের ভিতর বসেই বললো,
“ক্যামিলা, আমার ভীষণ কষ্ট হচ্ছে। তুমিই বলো, জোহান কী করে এমন একটা কথা বলতে পারলো আমায়? আমি একটু খাটো বলে আমাকে এভাবে তাচ্ছিল্য করবে ও? কতটুকু খাটো আমি যে আমাকে একটা আঙুরের সাথে তুলনা করবে ও? মুখ দিয়ে যা খুশি বলে দেয়। মানুষের মনে কতটা আঘাত লাগে সেই কথায় সেটা জানে ও? বোঝে কিছু?”
ক্যামিলা বললো,
“আমি বুঝতে পারছি ও একটা গুরুতর অন্যায় করে ফেলেছে। এখন এটার জন্য তুমি না খেয়ে থাকবে? রুম থেকে বের হবে না? দেখো পাগলামি করো না। আমি স্পেশাল ড্রিংক বানিয়েছি তোমার জন্য। তুমি তো আমার হাতে বানানো ড্রিংক পছন্দ করো। আমি বানিয়ে রেখেছি তোমার জন্য। এখন তুমি যদি সেটা পান না করো, তাহলে আমার মনে কতটা আঘাত লাগবে বুঝতে পারছো? প্লিজ সুইটি, দরজা খোলো। বের হও রুম থেকে।”
ক্যামিলার কথা শুনে মিতুলের খুব কষ্ট লাগছে। মিতুল আর দরজা না খুলে থাকতে পারলো না। দরজা খুলতে গেল।
দরজা খোলার সাথে সাথেই কিছু বুঝে ওঠার আগেই একটা হাত খপ করে ওর ডান হাত আঁকড়ে ধরলো।
মিতুল ভালো করেই বুঝতে পারলো এই হাত ক্যামিলার নয়। হ্যাঁ, ঠিক তাই। এই হাত ক্যামিলার নয়। জোহান ওর হাত আঁকড়ে ধরেছে। মিতুল সন্দ্বিগ্ন চোখে জোহানের পাশে ক্যামিলার দিকে তাকালো। এর মাঝেই হাতে টান পড়লো ওর।
জোহান ওকে টেনে নিয়ে যাচ্ছে। তাহলে এটা জোহানের কারসাজি ছিল? ওকে রুম থেকে বের করতে ক্যামিলাকে ইউজ করেছে? জোহানের প্রতি রাগ ক্ষোভ আরও বেড়ে গেল মিতুলের। মিতুল কড়া গলায় বললো,
“হাত ছাড়ো জোহান। আমি কিন্তু জোরে চিৎকার করবো।”
জোহান একেবারে ভাবলেশহীন। মিতুলের কথায় একটুও দমলো না। মিতুলের হাত তো ছাড়লোই না, উল্টো বললো,
“করো চিৎকার। সমস্যা নেই। কে শুনবে তোমার চিৎকার? কাকে ডাকবে তুমি চিৎকার করে? কেউ নেই বাড়িতে। মম শপে গেছে। ব্রাদার বন্ধুদের সাথে টাইমপাসে। ড্যাড আছে শুধু। কিন্তু সেও বোধহয় এতক্ষণে ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছে। এখন তোমার হৃদয়ে যদি কোনো মায়া না থাকে, সারাদিন কাজে ব্যস্ত থাকা একজন ক্লান্ত-ঘুমন্ত মানুষের জন্য যদি তোমার কোনো দয়া না হয়, তবে তুমি জোরে চিৎকার করে জাগিয়ে দাও তাকে। তবে এতে তুমি একজন নির্দয় মানুষের পদবি পাবে তুলতুল।”
জোহান যতক্ষণে কথাগুলো বললো, ততক্ষণে সিঁড়ি বেয়ে হলরুমে নেমে গেছে ওরা।
মিতুল চিৎকার করতে পারলো না। চিৎকার করাটা যুক্তি সঙ্গত মনে হলো না ওর। জোহান ওকে নিয়ে গ্যারেজে এলো। গাড়িতে ঢুকে বসতে বাধ্য করলো ওকে। তারপর নিজেও এসে বসলো। গাড়ি স্টার্ট দিলো।
বাড়ি থেকে বের হয়ে মুক্ত খোলা রাস্তায় পদার্পণ করলো গাড়ি। মিতুল বুক ভর্তি ঘৃণা নিয়ে তাকিয়ে আছে জোহানের দিকে। চোখ ভিজে উঠছে ওর। এই মানুষটা এত এত অপমান করেছে ওকে! অপমানগুলো ওর জীবনের বাজে স্মৃতি হয়ে থাকবে। জীবনের সুখের সময়গুলোতে সেই অপমান মনে পড়লেও হৃদয় হু হু করে কেঁদে উঠবে। একটা আঙুরের সাথে তুলনা করেছিল ওকে সেটা তো এই ইহজনমে ভুলতে পারবে না। এবং এর জন্য জীবনে ক্ষমাও করতে পারবে না জোহানকে।
ত্রিশ-চল্লিশ মিনিটের মধ্যে একটা লেকের পাশে গাড়ি পার্ক করলো জোহান। গাড়ি থামতেই মিতুল নেমে গেল গাড়ি থেকে। আশেপাশে তাকালো। প্রায় জনমানবহীন জায়গা। বেশি মানুষজন দেখা যাচ্ছে না এখানে। রাস্তার বাম পাশে কিছুটা সমতল জায়গা। তারপরই সমতল জায়গা শেষ হয়ে বিপুল জলরাশির লেক।
জোহান গাড়ি থেকে নামতে নামতে বললো,
“এর আগে তো আমার নামাতে হতো তোমাকে গাড়ি থেকে। আজকে নিজ থেকেই এত দ্রুত নেমে গেলে কীভাবে?”
জোহানের কথা কানে আসতে মিতুল তাকালো জোহানের দিকে। এক নজর দেখে জোহানের থেকে মুখ ঘুরিয়ে দাঁড়ালো ও। জোহানকে দেখলেও ওর হৃদয় ঘৃণার জোয়ারে ভেসে যাচ্ছে। চোখেও পানি এসে যাচ্ছে।
জোহান মিতুলকে এমন করতে দেখে খুব নরম কণ্ঠে বললো,
“হেই তুলতুল, রাগ করেছো আমার সাথে?”
জোহানের কথা বর্শার ধারালো ফলার মতো হৃদয়ে এসে বিঁধলো মিতুলের। বর্শা ফলার আঘাতে রক্তক্ষরণ হলো ওর হৃদয়ে। দু চোখ থেকে সত্যিই এবার টপটপ করে জল গড়িয়ে পড়লো।
মিতুলকে চুপ করে থাকতে দেখে জোহান বললো,
“কথা বলবে না আমার সাথে?”
জোহানের কথা শুনে আর চুপ করে থাকতে পারলো না মিতুল। জোহানের দিকে অশ্রু ঝরা চোখেই তাকিয়ে বলে উঠলো,
“তোমার কি মন নেই জোহান? কোনো কিছু অনুভব করতে পারো না তুমি? মুখে যখন যা আসে তখন তাই বলে দাও। এতে মানুষের মনে কতটা কষ্ট লাগে সেটা বোঝো তুমি? তুমি লম্বা বলে কি খাটো মানুষদের মানুষ বলে মনে হয় না তোমার? কী ভাবো তাদের? আঙুর? আমি না হয় একটু খাটো, তাই বলে তুমি আমাকে এভাবে তুচ্ছ তাচ্ছিল্য করবে?”
মিতুলের চোখ থেকে অনবরত নোনা জল ঝরছেই।
মিতুলের কান্না দেখে জোহানের বাকরুদ্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। জোহান দ্রুত মিতুলকে বোঝানোর চেষ্টা করে বললো,
“উহ মিতুল, তুমি এটাকে সিরিয়াসলি নিয়েছো? আমি তো সেরকম অর্থে বলিনি কথাটা। আমি তো জাস্ট মজা করেছি তোমার সাথে।”
মিতুল জোহানের কাছ থেকে সরে লেকের পাড়ে যেতে যেতে বললো,
“মানুষকে খুব বোকা ভাবো তুমি, তাই না? ভাবো পৃথিবীতে যত বুদ্ধি আছে তা সব তোমার মাথায়। বিশ্ব সেরা একজন বুদ্ধিমান তুমি। ভাবো, মানুষকে যখন যা বোঝাবে মানুষ সেটাই অন্ধের মতো বিশ্বাস করবে। প্রথমে অপমান করে বলবে একটা আঙুরের মতো তুমি। পরে আবার বলবে ওটা জাস্ট ফান করে বলেছো। আর মানুষ সেটাই অন্ধের মতো বিশ্বাস করে নেবে। না জোহান, না। মানুষকে এতটা বোকা ভেবো না তুমি। আমি খাটো বলে আমাকে অপমান, তুচ্ছ তাচ্ছিল্য করে আঙুর বলেছো, সেটা খুব করে বুঝতে পারি আমি। অবুঝ নই আমি। এত বোকা ভেবো না আমাকে।”
বলতে বলতে লেকের পাড়ে এসে গেছে মিতুল।
আর ওর পিছন পিছন জোহান। জোহান বললো,
“লিসন মিতুল, আমি এটা নিয়ে মোটেই তোমাকে বোকা ভাবছি না। বোঝার চেষ্টা করো তুমি। আমি মোটেই তোমাকে তুচ্ছ-তাচ্ছিল্য করিনি। বিলিভ মি।”
মিতুল পিছনে তাকালো। ওর দুই চোখ দিয়ে এখনও পানি ঝরছে। বললো,
“কী বুঝবো? কী বোঝার চেষ্টা করবো আমি?”
মিতুল জোহানের থেকে চোখ সরিয়ে নিয়ে আবার বললো,
“না, আসলে ঠিকই আছে। আমি বোকাই। কানাডা ঘুরতে আসা আমার জীবনের সবথেকে বড়ো বোকামিই ছিল। আর এই বোকামিটা সারাজীবন আমাকে পিষে মারবে। আর তার জন্য দায়ী শুধু তোমরা।”
কথাটা বলার পরই মিতুলের কান্নার গতি আরও বেড়ে গেল। শব্দ করে কাঁদছে ও।
এমন পরিস্থিতিতে জোহানের দিশেহারা লাগছে। মিতুলকে শান্ত করার জন্য বললো,
“আই অ্যাম স্যরি মিতুল! আমি বুঝতে পারিনি ব্যাপারটা তুমি এভাবে নেবে। আই অ্যাম রিয়েলি স্যরি। প্লিজ, কান্না থামাও তুমি।”
জোহানের বিশ্বাস ছিল মিতুল একটু শান্ত হবে। কিন্তু মিতুল তার ধারে কাছ দিয়েও গেল না। মিতুল আগের থেকে আরও জোর তেজি গলায় বলে উঠলো,
“শুধু আঙুর বলেই যে আমাকে ছোটো করেছো সেটা নয়। কথায় কথায় বাংলাদেশ নিয়েও নানাভাবে ছোটো করে কথা বলো আমাকে। আচ্ছা বাংলাদেশ কি তোমার নিজের কেনা সম্পত্তি? কোন সাহসে, কোন অধিকারে বাংলাদেশ নিয়ে তুমি এভাবে কথা বলো? কোন সাহসে তুচ্ছ তাচ্ছিল্য করো বাংলাদেশকে?”
এমন পরিস্থিতিতেও জোহান এবার হেসে ফেললো মিতুলের কথা শুনে।
যা দেখে মিতুলের মেজাজ আরও চড়াও হলো। এমন একটা সিরিয়াস মুহূর্তে জোহান হাসছে?
জোহান মুখে একটু হাসি ধরে রেখে বললো,
“এই বোকা মেয়ে, কে বললো যে আমি বাংলাদেশকে তুচ্ছ তাচ্ছিল্য করি? ভুল। ভুল এটা। আমি মোটেই বাংলাদেশকে তুচ্ছ তাচ্ছিল্য করি না। বাংলাদেশ নিয়ে এর আগে আমি নেগেটিভ যা বলেছি, তা সবই ছিল তোমার জন্য। মজা করেছি তোমার সাথে। তোমাকে রাগানোর জন্যই ওসব বলতাম আমি।”
মিতুল কিছুতেই বিশ্বাস করলো না। বললো,
“মিথ্যা। আমাকে বৃথা মিথ্যা বুঝ দিতে এসো না।”
জোহান দুই পাশে মাথা নাড়িয়ে বললো,
“একদমই মিথ্যা নয়। আমি কী করে বাংলাদেশ নিয়ে ওরকম কথা বলতে পারি মন থেকে? আমার মম, ড্যাড, আমার রিলেটিভসরা, সবাই-ই তো বাংলাদেশি। আর তাছাড়া আমার সুন্দরী, খাঁটি মনের মানুষটাও যে বাংলাদেশেই থাকে।”
মিতুলের মস্তিষ্ক সচকিত হয়ে উঠলো। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো জোহানের দিকে। ওর গলার তেজ হঠাৎ কোথায় যেন হারিয়ে গেল। খুবই শান্ত ছোটো কণ্ঠে বললো,
“বাংলাদেশেও তোমার সুন্দরী, খাঁটি মনের মানুষ আছে? এখানে এত এত গার্লফ্রেন্ড তোমার…বাংলাদেশেও আছে?”
জোহান হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বললো,
“হুম আছে তো। তাকে আমি ভীষণ ভালোবাসি। বাংলাদেশের ভিতর আমার সবচেয়ে প্রিয় মানুষ হলো সে। শি ইজ মাই…”
থামলো জোহান। বলার আগে একবার মিতুলের অভিব্যক্তি দেখে নিলো ভালো করে। তারপর মৃদু হেসে বললো,
“শি ইজ মাই সুইটি। মাই গ্র্যান্ডমাদার!”
মিতুলের মনে হলো এইমাত্র যেন স্বস্তির নিঃশ্বাস নিলো ও। টের পাচ্ছে স্বস্তি ফিরে এসেছে ওর মাঝে। মিতুল বড়ো করে একটু শ্বাস নিলো। তারপর বললো,
“আর থাকবো না। থাকবো না আর কানাডা। খুব শীঘ্রই বাংলাদেশের ফ্লাইট ধরবো আমি। কানাডা আমার জন্য নরক হয়ে গেছে। এই কানাডা এত কিছু দিয়েছে আমাকে যার ভার সামলাতে পারছি না আমি আর। কানাডা আসার পর আর কিছু পাওয়ারই বাকি নেই আমার। সব পেয়েছি আমি। কিছুই বাকি নেই আর। অপমান, তুচ্ছ-তাচ্ছিল্য, কষ্ট, অবহেলা, হৃদয়ভাঙা সব। হৃদয় ভাঙার কষ্ট কেমন হয় সেটাও ভালো করেই জেনেছি। কিছুই আর বাকি নেই।”
বলে যাওয়ার জন্য পা বাড়ালেই জোহান মিতুলের এক হাত টেনে ধরলো। বললো,
“সব পাওনি তুলতুল। এখনও একটা জিনিস বাকি আছে। অপমান, তুচ্ছ তাচ্ছিল্য, কষ্ট, অবহেলা, হৃদয়ভাঙা পেয়েছো। কিন্তু এখনও যে একটা জিনিস পাওয়া বাকি। সেটা না নিয়েই দেশে ফিরবে তুমি?”
মিতুল পিছন ফিরে বললো,
“কী বাকি? কিছুই বাকি নেই আর। আমার হিসাবের খাতা একদম পরিপূর্ণ। আর ফাঁকা নেই এতটুকু।”
“উহু, হিসাবের খাতা পরিপূর্ণ নয়। এখনও একটা জিনিস পাওয়া বাকি তোমার।”
মিতুল কয়েক সেকেন্ড কপাল কুঁচকে তাকিয়ে রইল জোহানের দিকে। তারপর জিজ্ঞেস করলো,
“কী বাকি আছে আর?”
জোহান মিতুলের কানের কাছে মুখ এনে বাংলাতে ফিসফিস করে বললো,
“ভালোবাসা!”
(চলবে)
#চেরি_ব্লসমের_সাথে_এক_সন্ধ্যা
#পর্ব: ৩৩
#লেখা: ইফরাত মিলি
____________
জোহানের মুখ থেকে নির্গত ফিসফিসানি সুরের, ‘ভালোবাসা’ শব্দটি মিতুলের মনে দমকা হাওয়া বইয়ে দেওয়ার সাথে সাথে কিছু একটা এলোমেলো করে দিলো। দমকা হাওয়ায় হৃদয় ছুটে যাচ্ছে বহুদূর। আর সেই সাথে কিছু একটা খুব করে এলোমেলো হয়ে যাচ্ছে। হৃদয়ের শান্ত চলন হঠাৎ ঢিপঢিপ শুরু করে দ্রুত থেকে অধিক দ্রুততর হলো। মিতুল নিজের নিশ্চল চোখ জোড়া জোহানের মুখে ফেললো।
জোহান মিতুলের কানের কাছ থেকে মুখ সরিয়ে নিলো। মিতুল বিমূঢ়তা স্তব্ধ চোখে তাকিয়ে রইল জোহানের দিকে।
জোহানের দৃষ্টি গেল এবার মিতুলের বাম হাতের উপর। রাস্তার ল্যাম্পপোস্টের আলো চারিদিকে বিস্তার ঘটিয়ে পরিবেশ মোটামুটি ভালোই আলোকিত করেছে। ল্যাম্পপোস্টের নিস্তেজ আলো, আর রাতের কালো ঘোলাটে আঁধার মিলে এখানের পরিবেশে কেমন একটা আবছা আবছা ভাব। জোহান মিতুলের হাতে চিকন হেয়ার রাবারের উপস্থিতি লক্ষ করলো। ব্রেকফাস্টের সময় এই হেয়ার রাবারটি মিতুলের হাতে দেখেছিল। কার্লের দেওয়া হেয়ার রাবার এটি।
কার্লকে আর দেখবে না বললেও, কার্লের দেওয়া হেয়ার রাবারটি এখনও যত্ন করে হাতে পরে রেখেছে মিতুল।
জোহান মিতুলের হাত উঠিয়ে মিতুলের হাত থেকে হেয়ার রাবারটি খুলে ছুঁড়ে মারলো লেকের পানিতে।
মিতুল আঁতকে উঠলো। হৃদয় যেন ছ্যাত করে উঠলো ওর। মিতুল দৃষ্টি ফেললো লেকের পানির পানে। হেয়ার রাবারটি লেকের পানির সাথে কোথায় গিয়ে মিলিত হয়েছে তা ওর দৃষ্টি অগোচর। মিতুল বিস্ময়াবিষ্ট হয়ে লেক থেকে চোখ এনে জোহানের দিকে তাকালো।
জোহান নিজের শার্টের পকেট থেকে একটা কালো হেয়ার রাবার বের করলো। আর সেটা পরিয়ে দিলো মিতুলের বাম হাতে। একদৃষ্টিতে হেয়ার রাবারটির দিকে তাকিয়ে থেকে বললো,
“এবার তোমার নিজের মনের আসল চাওয়ার অনুসন্ধান করা উচিত মিতুল।”
মিতুল নির্বাক, বিহ্বল। ওর দু চোখ ঘোর বিমোহিত। হৃদয়ের কোনো একটা জায়গা ক্রমশ উল্টে যাচ্ছে ওর। পাল্টে যাচ্ছে অনুভূতি। একেকটা নিঃশ্বাসের সাথে সাথে যেন মনে অধরা, অস্পষ্ট অনুভূতি ক্রমশ তাদের তীক্ষ্ণতা ছড়াচ্ছে।
জোহান ডাকলো মিতুলকে,
“মিতুল।”
মিতুল সম্বিৎ ফিরে পেল,
“হ্যাঁ?”
জোহান দূর আকাশে অঙ্গুলি করে বললো,
“ওখানে তাকাও।”
মিতুল জোহানের অঙ্গুলি অনুসরণ করে তাকালো। কয়েক সেকেন্ডের মধ্যেই বিকট একটা শব্দ হলো। আর এর পরপরই আকাশে দেখা গেল আতশবাজির ঝলকানি। মিতুলের মুখ হা হয়ে গেল। দু চোখে আচমকা মুগ্ধতার ঝলক সৃষ্টি হলো। আতশবাজির অতল মুগ্ধতায় হারিয়ে গেল ও।
জোহান মুগ্ধমনা মিতুলকে দেখে শান্তি অনুভব করলো মনে। আতশবাজির ঝলকানি তখনও শেষ হয়নি। জোহান এর মাঝে বললো,
“আর হ্যাঁ তুলতুল, তুমি যে আমাকে বলো আমার এত এত গার্লফ্রেন্ড আছে, সেগুলো কিন্তু ভুল। মিথ্যা। আমার কিন্তু একটা গার্লফ্রেন্ডও নেই।”
মিতুল জোহানের দিকে তাকিয়ে হেসে ফেললো।
জোহানের প্রতি রাগ, অভিমান, ঘৃণা কোথায় যে হারিয়ে গেল তার হদিস জানা নেই মিতুলের। জোহানের প্রতি এখন না আছে ওর রাগ, আর না আছে অভিমান। ও স্পষ্ট টের পাচ্ছে ওর অনুভূতি পাল্টে যাচ্ছে। ভিন্ন ধরনের এক অনুভূতি টের পাচ্ছে ও। একেবারে ভিন্ন নতুন এই অনুভূতি। কার্লকে প্রথম দেখে যে অনুভূতি হয়েছিল, তেমন নয় এই অনুভূতি। এই অনুভূতিকে কোনো কিছুর সাথে তুলনা করে বোঝাতে পারবে না ও।
মিতুল সারাদিন কিছু খায়নি, তাই রেস্টুরেন্টে নিয়ে গিয়ে অনেক কিছু খাওয়ালো জোহান। মিতুল খেতে পারছিল না ঠিকঠাক ভাবে। ওর চোখ বার বার চলে যাচ্ছিল জোহানের উপর। জোহান ওর মন ভালো করার জন্য আতশবাজির ব্যবস্থা করেছিল, সেটা ভাবতেই অন্যরকম প্রশান্তি অনুভব হয় ওর।
ওরা যখন বাড়ি ফিরলো তখন রাত একটু গাঢ় হয়েছে। বাড়ি ফিরেই প্রথমে রেশমী আন্টির সম্মুখীন হতে হলো ওদের। যেন ওদের জন্যই এতক্ষণ ওঁৎ পেতে হলরুমে বসে ছিলেন সে। মিতুলের কেন যেন ভয় লাগছে। রেশমী আন্টির মুখটা কেমন কঠিন দেখাচ্ছে।
রেশমী ছেলের দিকে এবং মিতুলের দিকে তাকিয়ে খুব গভীর ভাবে পর্যবেক্ষণ করে বললেন,
“কোথায় গিয়েছিলে তোমরা?”
জোহান বিরক্ত কণ্ঠে বললো,
“মম, এই সামান্য একটা প্রশ্ন করার জন্য এখানে দাঁড় করিয়েছো তুমি?”
রেশমীর মুখে এবার গাঢ় রাগের প্রতিফলন ঘটলো। কঠিন গলায় বললেন,
“জোহান, যেটা জিজ্ঞেস করছি সেটার সহজ ভাবে উত্তর দাও। কোথায় গিয়েছিলে তোমরা?”
রেশমী আন্টি আবারও একই প্রশ্ন করায় ভয়ে কেঁপে উঠলো মিতুল। ওর বুক ধুকপুক করছে ভয়ে। ও চায় না রেশমী আন্টি জানুক ও জোহানের সাথে ছিল। এটা সহজ একটা ব্যাপার হলেও রেশমী আন্টিকে জানাতে পারবে না ও। রেশমী আন্টির সামনে জায়িনের সাথে দিব্যি ঘুরে বেড়াতে পারলেও, জোহানের সাথে ঘুরতে যাওয়ার কথা বলতেও ওর কেমন অস্বস্তি হয়, সংশয় হয়, ভয় হয়। না কিছুতেই বলতে পারবে না ও জোহানের সাথে ছিল।
জোহান মমের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কেবল মুখ খুলতে নিয়েছিল। মিতুল সেটা টের পেয়েই জোহানকে থামিয়ে দিয়ে বলে উঠলো,
“আসলে আন্টি, আমি আজকে সন্ধ্যায় রাস্তায় একটু হাওয়া খেতে বের হয়েছিলাম। তো সেই সময় আমার হঠাৎ ওই ফারজানার সাথে দেখা হয়। সে আমাকে ঘুরতে যাওয়ার অফার দিলো। আমি তার অফার গ্রহণ করি। এবং এতক্ষণ তার সাথে ঘুরেছি আমি। ঘোরাঘুরি শেষ হলে যখন বাসায় ফিরে আসছিলাম, তখন হঠাৎ পথে জোহানের সাথে দেখা হয়। তারপর জোহানের সাথে চলে আসি আমি।”
মিতুল একনাগাড়ে কথা গুলো বলে তো দিলো। এখন রেশমী আন্টি বিশ্বাস করলেই হয়। ও নিজেও জানে না ও মুহূর্তেই কী করে এত সুন্দর মিথ্যা কাহিনী বানিয়ে ফেললো! তাও আবার ফারজানাকে টেনে। ফারজানা হলো রেশমী আন্টির একজন প্রতিবেশী। বাংলাদেশি সে। সে এবং তার হাসব্যান্ড কানাডার সিটিজেনশিপ। বারবিকিউ পার্টিতে ওর পরিচয় হয়েছিল ফারজানা এবং তার হাসব্যান্ডের সাথে।
রেশমী মিতুলের সব কথা শুনে বললেন,
“তাই?”
মিতুল জানে না রেশমী আন্টি ওর কথা বিশ্বাস করেছে কি না। তারপরেও দৃঢ়তার সাথে হ্যাঁ-সূচক মাথা নাড়লো ও।
জোহান অবাক হয়ে দেখছে মিতুলকে। এভাবে মিথ্যা বললো মিতুল? মিথ্যা বলার কী দরকার ছিল? মিতুলকে এমন মিথ্যা বলতে দেখে ও আর কিছু বললো না।
রেশমী আন্টি কী যেন ভাবলেন মনে মনে। তারপর বললেন,
“ঠিক আছে, রুমে যাও।”
মমের মুখ থেকে কথাটি বের হতে না হতেই জোহান রুমের দিকে হাঁটা দিলো।
মিতুল এমন একটা স্বস্তি অনুভব করলো, যেন বড়ো বাঁচা বেঁচে গেছে। মিতুলও চলে এলো রুমে। ওর হুট করেই আবার জোহানকে মনে পড়ে গেল। জোহানের ফিসফিস করে বলা ‘ভালোবাসা’ শব্দটি বেজে উঠলো কানে। ভালোবাসা! হ্যাঁ, শুধু এই ভালোবাসা জিনিসটিই পায়নি কানাডা আসার পর। ও মনে মনে একবার আওড়ালো,
“ভালোবাসা!”
তারপর নিজে নিজেই হেসে ফেললো। আর এই সময়েই ওর টনক নড়লো। চক্ষু দাঁড়িয়ে গেল ওর। ভালোবাসা?
জোহান যে বাংলায় ‘ভালোবাসা’ বলেছে সেটা একদম খেয়াল করেনি ও।
ভালোবাসা? বাংলা বলেছে জোহান?
__________
মায়ের কলে ঘুম ভেঙে গেল মিতুলের। মিতুল কল রিসিভ করে ঘুম ঘুম কণ্ঠে বললো,
“হ্যালো মা! বলো।”
ওপাশে মায়ের তিরিক্ষি মেজাজ শুনতে পেল,
“নিষেধ করেছিলাম এদিক-ওদিক এত ঘুরে বেড়াবে না। কিন্তু তুমি তো কোনো কথাই শোনো না। সারাদিন এত ঘোরাঘুরি করার কী দরকার? শোনো, ওখানে বসে অভদ্রতা করার একদম চেষ্টা করো না। এর ফল কিন্তু খুব খারাপ হবে তোমার সাথে।”
মায়ের ঝাঁঝালো কণ্ঠস্বরে ঘুম উবে গেছে মিতুলের। হঠাৎ ফোন করে এসব কী বলছে মা?
মিতুল বললো,
“মা, কীসব বলছো তুমি? কে বলেছে তোমায় যে আমি সারাদিন ঘুরে বেড়াই?”
“শোনো, ওখানে বসে তুমি কী করো, না করো সব খবরই কিন্তু আসে আমার কানে। এরপর যদি এমন কিছু শুনতে পাই তবে বুঝতেই পারছো বাংলাদেশ ফেরার পর কী অবস্থা হবে তোমার।”
মায়ের কথা শুনে আর কিছু বুঝতে বাকি থাকে না মিতুলের। তার মানে রেশমী আন্টি কমপ্লেইন করেছে মায়ের কাছে? মিতুলের মনে হলো রেশমী আন্টি খুবই খারাপ একজন মানুষ। এই এতটুকু বিষয়ও মায়ের কাছে এভাবে নালিশ জানালো? না না, আগে যে রেশমী আন্টিকে দেখেছিল এই রেশমী আন্টি তার ধারে কাছেও নেই। প্রথম প্রথম সবাই-ই ভালো সেজে থাকতে পারে। কিন্তু তাদের সাথে বেশি দিন থাকলেই বুঝতে পারা যায় তাদের আসল রূপ। রেশমী আন্টির আসল রূপও ধরা পড়েছে। মিতুলের এসব ভাবনার মাঝেই ওর মা আরও কত শত নীতি কথা শুনিয়ে যাচ্ছিল। সেসব কিছুই শুনলো না ও। দ্রুত মায়ের কল কেটে দেওয়ার জন্য বললো,
“মা, আমি এখন ফ্রেশ হবো। ব্রেকফাস্ট করার ডাক পড়েছে আমার। আমি রাখছি। লাভ ইউ মা!”
মাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে লাইন কেটে দিলো মিতুল। ওর ভাবনা এখন রেশমী আন্টিকে নিয়ে। এই রেশমী আন্টি কী কী কথা লাগিয়েছে ওর মায়ের কানে? সারাদিন কোথায় বাইরে বাইরে ঘুরে বেড়ায় ও? কী আজব মিথ্যাবাজ রেশমী আন্টি! অবিশ্বাস্য!
মিতুল গায়ের উপর থেকে কম্বলটা এক টানে সরিয়ে দিয়ে নেমে গেল বেড থেকে। হাই তুলতে তুলতে উইন্ডোর কাছে এসে দাঁড়ালো। পর্দা সরালো এক পাশ দিয়ে। কুয়াশা কুয়াশা ভাব বাইরে। মিতুল উইন্ডো খুললো না। জানে বাইরে এখন প্রচুর শীত। ও আরও কিছুটা পর্দা ঘুটিয়ে রাখলো। হঠাৎ করে হাতের হেয়ার রাবারটির দিকে নজর পড়লো। মনে আবারও সেই অদ্ভুত অনুভূতি হচ্ছে ওর। ও হাতের হেয়ার রাবারটি স্পর্শ করলো। জোহানের ভাবনা ওর মন গহীনের অতল গহ্বরে অনুভূতির গাঢ়তা এঁকে দিচ্ছে।
___________
ব্রেকফাস্ট করে প্যাসেজ ওয়ে ধরে যাওয়ার সময় জোহানের ডাক এলো পিছন থেকে,
“হেই তুলতুল!”
মিতুল দাঁড়ালো।
জোহান মিতুলের কাছে এসে বললো,
“তুমি কালকে মিথ্যা বললে কেন মমকে? তুমি তো আমার সাথে ছিলে। তাহলে মমকে কেন বললে তুমি ফারজানার সাথে ঘুরতে গিয়েছিলে?”
জোহান ভ্রু নাচালো।
জোহানের প্রশ্নে মিতুল থতমত খেয়ে গেল। ও জোহানকে বলতে পারলো না যে জোহানের ব্যাপারে রেশমী আন্টির সাথে কিছু বলতে গেলেই ওর অস্বস্তি হয়, সংশয়ে ঘিরে ধরে ওকে। ইতস্তত করে বললো,
“আ-আসলে কালকে ক্লান্ত ছিলাম আমি। ক্লান্তিতে কী বলতে কী বলেছি নিজেরই খেয়াল নেই। আর তুমি সেটা নিয়ে এখনও পড়ে আছো?”
জোহান নিজের হাসি চেপে বললো,
“ক্লান্তিতে? ক্লান্ত ছিলে তুমি?”
মিতুল হ্যাঁ সূচক মাথা নাড়লো। ও যা যুক্তি দেখিয়েছে তা ওর নিজের কাছেই গাঁজাখুরি লাগছে। তবে উপায় নেই। এছাড়া কী ই বা বলবে আর?
জোহান মিতুলের অভিব্যক্তি দেখে আর নিজের হাসি থামিয়ে রাখতে পারল না। ফিক করে হেসে ফেললো।
“ওহ মিতুল, ভালো গল্পই বানাতে পারো তুমি। এত ভালো মিথ্যা গল্প বানাতে কবে শিখলে তুমি? মানুষ এত সুন্দর মিথ্যা কখন বলে জানো তা?”
“কখন?”
জোহান যা বলতে চেয়েছিল তা বললো না। একটু সময় নিয়ে বললো,
“যখন মানুষ ক্ষুধার্ত থাকে। পেটে ক্ষুধা থাকার কারণে মানুষ বানিয়ে বানিয়ে মিথ্যা বলায় পারদর্শী হয়ে ওঠে। কিন্তু তোমার তো ক্ষুধার্ত থাকার কথা না। আমি তো তোমাকে রেস্টুরেন্টে নিয়ে অনেক কিছু খাইয়েছি। তাহলে? তুমি কি একজন বিশ্ব সেরা পেটুক না কি? যে এত কিছু খাওয়ার পরও তোমার ক্ষুধা মেটেনি?”
মিতুলের মেজাজ বিগড়ে গেল। বললো,
“আমি যদি একজন বিশ্ব সেরা পেটুক হই, তাহলে তুমি কী? তোমার নামের পাশে কোন পদবি লাগানো উচিত? বিশ্ব সেরা একজন বদমাইশ?”
“নো তুলতুল, এটা করতে পারো না তুমি। আমার আত্মসম্মানে এভাবে আঘাত হানা উচিত নয় তোমার। আই অ্যাম অ্যা সিঙ্গার। অবশ্যই তোমার সিঙ্গার পদবি লাগানো উচিত।”
মিতুল অতিষ্ঠ হয়ে উঠলো। জোহানের সাথে আর কথা বাড়াতে ইচ্ছা করছে না ওর। ও ঘুরে হাঁটা শুরু করলো।
জোহান দেখলো মিতুলের চুল হেয়ার রাবার দিয়ে বাঁধা। এই রাবারটি যে ওর দেওয়া সেই রাবার, সেটা নিশ্চিত ও। জোহান আনমনে বলে উঠলো,
“আই নো তুলতুল। আমার দেওয়া হেয়ার রাবার তোমার কাছে খুব সযত্নেই থাকবে। কার্লের দেওয়া রাবারের থেকে অনেক অনেক বেশি যত্নে রাখবে তুমি এটা।”
মিতুল বারান্দায় চলে এলো। এসে দেখলো জায়িন ল্যাপটপ নিয়ে বসে আছে আর্ম চেয়ারে। জায়িনকে দেখে অবাক হলো মিতুল। জায়িন বারান্দায়? অফিসে যায়নি? এতক্ষণে তো ওর অফিসে চলে যাওয়ার কথা। মিতুল বারান্দা থেকে চলে যাওয়ার জন্য পা বাড়ালো। অমনি পিছন থেকে শুনতে পেল,
“কী ব্যাপার? তুমি চলে যাচ্ছ কেন?”
জায়িনের কণ্ঠ মিতুলের চলন রোধ করলো। মিতুল পিছন ফিরে বললো,
“না মানে, তুমি কাজ করছিলে ভাবলাম এখানে না থাকাই ভালো আমার।”
জায়িন ল্যাপটপ বন্ধ করতে করতে বললো,
“না তেমন কোনো কাজ নেই। এসো কথা বলি তোমার সাথে।”
মিতুলের অস্বস্তি হচ্ছে। এই মুহূর্তে ঠিক কথা বলতে ইচ্ছা করছে না জায়িনের সাথে। কিন্তু জায়িন বলার পরও কথা না বলে এখান থেকে চলে যাওয়া অভদ্রতা হবে। মিতুল এগিয়ে এলো।
জায়িন ওর পাশের চেয়ারে বসতে বললো মিতুলকে। মিতুল বসলো। জায়িন বললো,
“কালকে ফারজানার সাথে ঘুরতে গিয়েছিলে, তাই না? তা কোথায় কোথায় ঘুরেছো?”
জায়িনের প্রশ্নে থমকে গেল মিতুল। জায়িন কীভাবে জানলো ও কালকে রেশমী আন্টিকে এই কথা বলেছে?
মিতুল কিছু বলছে না দেখে জায়িন বললো,
“কী হলো? বলছো না কেন? কোথায় কোথায় ঘুরলে ফারজানার সাথে?”
জায়িনের প্রশ্নে ঘাবড়ে গেল মিতুল। এই টপিক এখনও ওর পিছু ছাড়েনি! কী বলবে এখন? কোথায় ঘুরেছে বলবে? একটু ভেবে বললো,
“উম, লেক ঘুরেছি। তারপর একটি মুভি থিয়েটারে গিয়েছিলাম। এছাড়া একটু এলাকাটা ঘুরে দেখেছি।”
জায়িন তাকিয়ে আছে মিতুলের দিকে। মিতুলের ঘাবড়ে যাওয়া চেহারা কৌতুকপূর্ণ লাগছে ওর কাছে। জায়িন মনে মনে হাসলো। তারপর ফরাসি ভাষায় বললো,
“তুমি মিথ্যা বলছো। তুমি আসলে উগ্রটার সাথে ঘুরেছো। জোহানের সাথে ছিলে তুমি।”
জায়িনকে ফরাসি ভাষা বলতে দেখে হা হয়ে রইল মিতুল। কিছুই ওর বোধগম্য হলো না। ওর মনে হচ্ছে জায়িন ওকে ফরাসি ভাষায় গালি দিয়েছে। অপমান ঘিরে ধরলো ওকে। ও স্বাভাবিক থাকার চেষ্টা করে জিজ্ঞেস করলো,
“কী বলছো তুমি?”
জায়িন মুখে হাসি ফুঁটিয়ে বললো,
“বললাম, ফারজানার সাথে থাকাকালীন সময়টা নিশ্চয়ই খুব ভালো কেটেছে তোমার।”
মিতুলের মনে হলো না যে জায়িন এটা বলেছে ফরাসিতে। ও শিওর জায়িন ফরাসি ভাষাতে অপমান করেছে ওকে। একটা না জানা ভাষায় অপমান করলো জায়িন? শেষ পর্যন্ত অপমান করার জন্য এ পথ বেছে নিলো? মিতুল কিছু না বলে সোজা বারান্দা থেকে চলে গেল।
জায়িন তাকিয়ে রইল মিতুলের যাওয়ার পথে। রাগে চোয়াল শক্ত হয়ে উঠছে ওর।
যত দিন যাচ্ছে তত জোহান আর মিতুলের একসাথে চলাফেরা আরও বেশি বিরক্ত এবং অসহ্যকর হয়ে উঠছে ওর কাছে।
জায়িন মনে মনে ঠিক করলো, কালকে মিতুলকে নিয়ে ঘুরতে যাবে ও।
(চলবে)