অস্তিত্বের খোজে,৫,৬

0
2427

অস্তিত্বের খোজে,৫,৬
নাফিসা মুনতাহা পরী
পর্বঃ ৫

.
– শুভ্রের কথা গুলো আমার মাথায় কিছুতেই ঢুকলনা। আমি তাদের সামনে দিয়ে গেলে তাদের কি সমস্যা আর শুভ্রর বা কি সমস্যা……….
.
.
.
– অর্পিতা এসে বলল পরী দিদি আমার স্কুলে যাবে?
– কেন?
– না এমনি তোমাকে দেখাতাম আমার স্কুলটা।
– আন্টি বকা দিবে অর্পিতা।
– ও চুপ করে গেল। কারন ও জানে ওর মা বকাই দিবে।
.
.
.
– আমি রাতে সবার সাথে খেতে বসতেই শুভ্রের বাবা অনিল আঙ্কেল বললেন শুভ্র আকিকের বাবা আমাকে কল করেছিল।
– শুভ্রের গলা দিয়ে ভাত আর নামেনা। যা ঘটার ঘটে গেছে।
.
.
– নিতাই সেন তার ছেলেকে বলল….. কেন কল দিয়েছিল?
– আকিকের নাকি পরীকে খুব পছন্দ হয়েছে তাই প্রস্তাব পাঠাতে চায়। শুভ্রের মা তো বলেই দিছে কাল সকাল ১০ টায় আসতে।
.
.
– আমার হাত পা কাঁপতে শুরু করে দিয়েছে বিয়ের কথা শুনে।
.
.
– বাবা আমাকে তো একবার জিঙ্গাসা করে ওদের আসতে বলতে।
– বিমলা ধমক দিয়ে বলে তোর মা যা করেছে একদম ঠিক করেছে। পরিচয় হীন একটা মেয়েকে আকিকের মত ছেলে বিয়ে করতে চেয়েছে এতেই অনেক। তাছাড়া আকিকের পরিবারও অনেক বড় পরিবার। বিয়ে হয়ে গেলে ঝামেলা চুকে যেত। চোখের সামনে আর তো দেখতে হত না।
.
.
– দিদুনের কথা শুনে আমার চোখ দিয়ে অঝড়ে পানি বেয়ে যাচ্ছিল।
– আমি অমল আঙ্কেল কে বললাম তারা যদি বিয়ে করতে চায় আমি রাজি বলে উঠে এলাম।
– দেখছিস মেয়েটার তেজ! আমার বাসায় খাবে আর আমাকেই তেজ দেখাবে।
– নিতাই সেন চুপ করে গেল, অন্তত পরীর মুখ থেকে এই কথা আশা করেননি।
.
.
– শুভ্র আর না খেয়েই উঠে গেল।
– অনিতা ছেলের দিকে চেয়ে মনে মনে ভাবল শুভ্রের মতি গতি ভাল ঠেকছেনা তাই মেয়েটি এ বাসা থেকে চলে গেলে বাঁচি।
.
.
.
-শুভ্র রুমে এসে প্রচন্ড রেগে গেছে।
জিবনে কত মেয়ের প্রপোজাল ফিরিয়ে
দিয়েছি শুধু ক্যারিয়ার গড়ার উদ্দেশ্য। আর
আজ নিজের বউকে অন্যর হাতে তুলে
দিতে হবে বলে সামনে একটা টেবিলে
লাথি মাড়ল।
– হকনা দুর্ঘনা বশত বিয়ে তবুও ও আমার বউ
তো!
.
.
.
– আমি খাটে হেলান দিয়ে বসে কাঁদছি।
অভাগী যেদিকে যায় সেদিকেই সাগর
পুরাই। তবে একটা দিক থেকে ভাল আমি
আমার অস্তিত্ব খুজে পাব। একটা নিজের
পরিচয় হবে। এখানে কারো কথা শুনতে
হবে না তো……..
.
.
– সকাল থেকে বাসায় জোগাড় চলছে
আমাকে দেখতে আসবে বলে।
– দাদু কোন দিক দিয়ে কমতি রাখেনি।
কিন্তু দাদু কই উনি কাল থেকে একবারও
কথা বলেননি আমার সাথে। আজ জগিং এ
নিয়ে যাওয়ার কথাও বলেনি।
.
.
– নিচে নেমে দেখি শুভ্র অফিসে
যাচ্ছে। আমার দিকে একবার তাকাল
তারপর রাগী লুক নিয়ে চলে গেল।
– এখানে রাগ কারে দেখালো হুম।
.
.
.
– আজ অর্পিতা স্কুলে যায়নি আমাকে
দেখতে আসবে বলে।
– আমি লাল আর সাদা মিশ্রিত পাড়ের
শাড়ী পড়েছি। লাল লিপিষ্টিক। হালকা
গহনা ব্যাস এই টুকুই।
.
.
.
-পরী দিদি তোমাকে যা লাগছেনা!
একদম দেবীর মত।
– যাও কি বলো।
– হুম দিদি সত্যি বলছি।
.
.
.
– তোমায় সত্যি বলতে হবেনা।
– জানো দিদি আকিক দাদাও অনেক সুন্দর।
– তাই!
– তুমি আকিক দাদারে দেখ নি?
– না অর্পিতা।
.
.
– অনিতা এসে বলল কি মেয়ে তুমি
রেডী?
– হুম আন্টি।
– অনিতা পরীকে দেখে আবিভূত হয়ে
যায়। আসলেই মেয়েটি অমায়িক সুন্দর। এই
জন্য জলদি এই বাড়ি থেকে সরাতে
চাচ্ছে। শুভ্রর মতিগতি ভাল ঠেকছে না।
– পলা ডাকতে এলে চলে যেও অর্পিতার
সাথে বলে অনিতা চলে গেল।
.
.
.
– আকিক ওর বাবা-মা আর বোন পরীকে
দেখতে এসেছে।
– নিতাই সেন তাদের সাথে কথা বলছে
সাথে শুভ্রের বাবাও আছে।
– বিমলা পলাকে বলল পরী কে ডেকে
আনতে।
.
.
– প্রায় ১০ মিনিট পর পরী মাথায় ঘোমটা
দিয়ে হাজির।
– আকিক তো just ফিদা। শুভ্রকে আকিক
ফোন দিল একটু আড়ালে গিয়ে।
– হ্যাঁ আকিক বল
– দোস্ত বিস্বাস কর পরীকে দেখে
কলিজায় টান পড়ল। এই মেয়ে যদি সারা
জিবন বলে তার ক্রীতদাস হয়ে থাকতে
এতেও আমি রাজি।
– শুভ্র বলল বাসায় তোরা এসে গেছিস?
– ও আমার সামনে দোস্ত…. তাহলে বোঝ
আমি কোথায়।
– আমি আসছি বলে শুভ্র কল কেটে দিল।
শুভ্র কল কেটে দিয়েই ফোনটি গায়ের
শক্তিতে ফ্লোরে ছুড়ে মারল।
-Sir কিছু হয়েছে! বলে বডি গার্ড রুমে
ঢুকল।
– না কিছুনা। গাড়ি বের করেন আমি বাসা
যাব।
.
.
.
– আকিকের বাবা মা পরীকে খুব পছন্দ
হয়েছে।পারেনা যে আজই ছেলেকে
বিয়ে দিয়ে নিয়ে যান। এতিম মেয়ে
বলে তাদের কোন সমস্যা নেই।
.
.
– আমি আমার রুমে এসে বসে আছি। আকিক
দেখতে অনেক smart এবং সুন্দর। তাকে
অপছন্দের কোন প্রশ্নই আসেনা। আমি
একটা পরিচয় পাব। আমারও একটা সংসার
হবে। আমার সব কিছুতে অধিকার থাকবে
এটাই আমার কাছে অনেক।
– কেবল দরজা বন্ধ করে দিব এমন সময় শুভ্র ঝট
করে রুমের ভিতর ঢুকে পড়ল।
.
.
– এই আপনি এভাবে কেন ঢুকলেন! ও কোন
কথা না বলে খাটে গিয়ে বসে আমার
দিকে চেয়ে থাকল।
– এই আপনি কি বোবা! কথা শুনতে
পারছেননা?
– আর টেনশন করতে হবেনা আমাকে
নিয়ে আমি কখনও আর এ বাসায় আসবনা হুম।
.
.
– বিয়ের কথা শুনে শুভ্র রেগে গিয়ে
আমাকে চড় মারল ঠাশশশ্ করে।
– আমার এত্ত খারাপ লাগল যে কাঁদো
কাঁদো হয়ে বললাম আর কয়েকদিন মাত্র
অপেক্ষা করুন আমি বিদায় হয়ে যাব।
– এবার ও শুভ্র কষে আর একটা চড় মেরে
বলল লজ্জা করে না! নিজের husband
থাকা স্বতেও অন্য পুরুষ কে বিয়ে করতে
চাও। আমি আকিকের থেকে কোন দিক
থেকে কম বরং ১০ গুন সব দিক দিয়ে
বেশি…
– আমি ওকে ধাক্কা দিয়ে বলি কিসের
স্বামী! আমি আপনাকে স্বামী হিসেবে
মানিনা। আমি যেই বিয়েটাই মানিনা
সেখানে স্বামী কোথা হতে আসে?
.
.
– শুভ্র পরীকে সোজা হাত ধরে টেনে
নিচে ড্রয়িংরুমে এনে দাড় করাল।
– সবাই শুভ্রের কাজ দেখে দাড়িয়ে গেল।
– আকিক sorry তুই পরীকে বিয়ে করতে
পারবিনা because she is my wife….
.
.
-শুভ্র কি পাগলামি করছিস?
– বাবা আমি সত্যি বলছি। তোমাদের
বিশ্বাস না হলে পরীকে জিঙ্গাসা করে
দেখ আরও ৪ মাস আগে আমাদের বিয়ে
হয়েছে হিন্দু রিতীতে।
– কি হল পরী বল সবাইকে?
– আমি মাথা নিচু করে দাড়িয়ে আছি।
.
– শুভ্র ছুটে যায় মন্দিরের কাছে এবং
একমুঠো সিঁদুর নিয়ে এসে হঠাৎ করে পরীর
মাথায় সিঁদুর দিয়ে বলে ওঠে এটা দিয়ে
৩ বার ওর মাথায় সিঁদুর দিছি। ও আমার
বিবাহিতা স্ত্রী। তাই ও শুধু আমার বলে
পরী কে একদম কাছে টেনে নিল।
.
– আমি লজ্জায় মাটিতে মনে হয় মিশে
যাচ্ছি। যতই নিজে ওর কাছ থেকে
ছাড়তে চেষ্টা করছি ততই শক্ত করে ধরেই
যাচ্ছে।
.
.
.
– তুই খুব বড় অন্যায় করেছিস পরীর সাথে।
– সেটা তোর দেখতে হবেনা আকিক।
নিজের চরকায় নিজে তেল দে দোস্ত।
আর পরী তোর বৌদি হয় তাই সম্মানের
চোখে দেখিস।
.
.
– নিতাই সেন হাত জোড় করে বলে
দেখেন এই ঘটনা আমাদের পরিবারের
কেই জানেনা না। তাই এখন যখন
জেনেছি তাই জেনে শুনে আর ভুল
করতে পারবনা।
.
.
– আকিক ও ওর পরিবার চলে যায়।
.
.
– শুভ্রের মা যেটা ভয় করেছে আজ
সেটাই হলো।
– পুরো বাসা স্তব্ধ হয়ে গেছে।
– তার মানে তুই পরীর সাথে এমন বাজে
কাজ করেছিস বলে নিতাই সেন শুভ্রর
গালে ঠাটিয়ে চড় মারে।
– বিমলা এসে নিতাই কে শাসায়…….
শোন! বাহিরের মেয়েকে নিয়ে একদম
তর্ক করবেনা বলে দিচ্ছি।
– বাসায় যম নিয়ে এসে তুলেছে। আমার
সংসারটা একনিমিষেই শেষ করে দিছে
মেয়েটি।
.
.
– আমি সেখান থেকে দ্রুত রুমে চলে
আসলাম।
এখান থেকেও আশ্রয় আমার শেষ হয়ে
গেল।
.
.
.
– পুরোটা দিন রুমের ভিতর বসে আছি কেউ একবার ডাকতেও আসেনি খাবার খেতে যাওয়ার জন্য। না আর না আমি এখানেও থাকবোনা আজ রাতেই চলে যাব।
.
.
.
– রাত ২ টা বাজবে এমন সময় এক কাপড়ে বাসা থেকে বের হওয়ার চিন্তা করলাম।
.

– শুভ্র একের পর এক সিগারেট টানছে। পুরোটা দিন কিছু খাওয়া নেই। অনিতা এসে ছেলেকে বার বার খাওয়ানোর চেষ্টা করেছে কিন্তু শুভ্র কিছুই খায়নি। ওর মাথায় নানান চিন্তা ঘুরপাক খাচ্ছে।
.
.
– আমি আস্তে আস্তে রুম থেকে বের হয়ে নিচে নামতেই অন্ধকারে হুরমুর করে পরে যাই।
– কোন একটা শব্দ পেয়ে শুভ্র বাহিরে এসে লাইট জ্বলেই দেখে নিচে পরী পরে আছে।
– শুভ্র দ্রুত নিচে নামতেই আমি ঐ অবস্থায় কোনমতে উঠে মেইন গেটের কাছে দৌড়াতে লাগলাম। আমি একবার মেইন গেট খুলে বের হতে পারলেই বাহির থেকে গেট লাগিয়ে দিব এতেই কাজ হয়ে যাবে।
.
.
– শুভ্র পরীর মতলব বুঝতে পেরে দৌড়ে নিচে নেমে যায় এবং এক নিমিষেই ধরে ফেলে।
– আমি শুভ্রর সাথে ধস্তাধস্তি শুরু করে দিছি। ছাড়ুন বলছি।
– ছাড়ব কিন্তু এখানে নয় বলে আমাকে কোলে নিয়ে উপরে উঠে গেল।
– নির্জন রাতের এই কাহিনী শুধু একজনের মানুষের কাছে প্রকাশ হল সেটা হল নিতাই সেনের কাছে।
.
.
.
– ছাড়ুন বলছি আমাকে ছাড়ুন। আমি কিন্তু চিৎকার দিব।
– দাও এতে তোমার কি হাল করব তুমি নিজেও বুঝতে পারবেনা বলে শুভ্র ওর রুমে এসে পরীকে জাষ্ট ছুড়ে ফেলে দিল।
– জিম করা বডি বুঝছো mam…. তোমাই যদি সামলাতেই না পারি তাহলে জিম কররে কি লাভ আমার।
– দেখ আমি যেমন ভাল বাসতে পারি তেমন শাস্তিও দিতে পারি। এমনি বিসিএস এ ১ম ক্যাটাগরিতে ক্যার্ডার হয়নি। ঘটে নিশ্চয় অসংখ্য বুদ্ধি আছে তোমায় ঘায়েল করার জন্য।
.
.
– সিড়ি থেকে পড়ে গিয়ে এমনি পা মচকে গেছে মনে হয় তার উপর ওভাবে খাটে ফেলে দেওয়াতে ভিষন জোরে লেগেছে।
.
.
– এত্ত কাঠখড়ি পুরে বাসার সবাইকে বললাম, আকিকের সাথে সম্পর্ক নষ্ট করলাম আমায় ছেড়ে যাওয়ার জন্য………
– আমি কাঁদতে কাঁদতে বললাম কত দিন এভাবে আটকে রাখবেন….. আমি সুযোগ পেলেই বের হয়ে চলে যাব।
– তুমি যেন সুযোগ না পাও সেই ব্যবস্থায় করছি বলে শুভ্র আমার কাছে চলে এল।
.
.
এই আপনি কি করবেন হুম। আমার গলা শুকিয়ে এল।

চলবে……..

অস্তিত্বের খোজে
নাফিসা মুনতাহা পরী
পর্বঃ ৬

.
– শুভ্র বলল কিছুনা শুধু একটু আদর। আই মিন রেপ যেটা তোমার ভাষায়। কারন তুমিতো আমাকে husband হিসেবে মান না কিন্তু আমি মানিতো! তাই বউ এর কাছ থেকে কতদিন দুরে থাকা যায় বল…..
.
.
– ছি লজ্জা করেনা আপনার? এই আপনার শিক্ষা! বলে ২ হাত আরও পিছিয়ে গেলাম।
.
– ও আবার একদম আমার কাছে এসে আমাকে বুকে টেনে নিয়ে বলে wife কে ছোয়া যদি অশিক্ষা হয় তাহলে আমি অশিক্ষিতই হতে চাই বলে ঠোটে কামড় দিল।
.
.
– উমমমম্,,,,,,হহহ্ ছাড়ুন বলছি লুচু কোথাকার বলেই একটা থাপ্পড় দিয়ে বসি ওর গালে।
যখন তখন ফাজলামি! ফাজলামির একটা সীমা আছে।
.
.
– থাপ্পড়ে শুভ্র আরও রেগে গিয়ে আমাকে উল্টা একটা চড় বসিয়ে দিয়ে বলল আমি লুচু! তোমার সাহস কিকরে হয় এই কথা বলা? কথা বলার শাস্তি এবার দেখ বলে আমার গলা, ঠোট,গাল একং থিথিতে পাগলের মত kiss করতে লাগল। যতই আমি নিজেকে ছাড়াতে চাই ততই পাগলামি ওর বেড়ে যায়।
.
.
– আমি এবার কান্না কন্ঠে বলে উঠলাম আমার ভুল হয়ে গেছে ক্ষমা করে দিন। আমি আর কখনও বাসা ছেড়ে যাবনা প্রমিস করে বলছি। আর এধরনের কথা বলবনা। চড়ও কখনও মারবোনা বলে কেঁদে উঠলাম।
.
.
– এবার ও থেমে যায়। ঠিক বলছো তো?
– হুম আর জিবনেও যাব না। সব কথা শুনব আমায় ছেড়ে দিন প্লিজ…….
.
– এবার আমাকে ছেড়ে দিল ও। এর পর যদি কিছু করেছো তাহলে কিন্তু kiss এ শুধু সীমাবদ্ধ থাকবেনা। মনে থাকবে তো!
– আমি নিচে তাকিয়ে বললাম হুম। আমার চোখদিয়ে পানি গড়িয়ে পড়ছে। সেদিকে ওর খেয়াল নাই।
.
.
– পুরো দিন কিছু খাইনি। যাও ফ্রীজ থেকে খাবার গুলো বের করে গরম করে নিয়ে আসো । খুব খুদা পাইছে।
.
.
– আমি দ্রুত রুম থেকে বের হয়ে নিচে কিচেনে গেলাম। ফ্রীজ থেকে একে একে সব বের করে গরম করতে লাগলাম। অসহ্য যন্ত্রনা…….এখান থেকে আমাকে মুক্তি দাও আল্লাহ বলে কেঁদে উঠলাম।
.
.
– শুভ্রর মেজাজ ফুরফুরে এখন। মনে মনে হাসছে আর ভাবছে টেকনিকটা বেশ কাজে লাগছে। বেশ ভয় পেয়েছে। জিবনে প্রথম কাউকে ভালবাসলাম সেকিনা আমার সাথেই চ্যালেঞ্জ নেয় এবং দুরে চলে যেতে চায়। এবার দেখব কেমন করে যায়।
.
.
– আমি খাবার গুলো গরম করে শুভ্রের রুমে নিয়ে গেলাম। দেখলাম বসে ফোন চাপছে। আমাকে দেখে বলল পরী তোমাকে তোহ দাদু ফোন দিয়েছে। নিশ্চয় তোমার ফেসবুক আইডিও আছে। আইডিটা দাও তো?
.
.
.
– আমার কোন আইডি নেই বলে খাবার রেখে রুম থেেক বের হয়ে আসতেই শুভ্র বলে উঠল আমি খাব তারপর তুমি পরিষ্কার করবে এবং এখান থেকে নিয়ে যাবা সব।
.
.
– বাধ্য হয়ে বসে পড়লাম। ব্যাটার মতলব ভাল না। কখন কোন দোষে ইজ্জতের উপর হামলা দিবে সেটা বলা যায় না। তার থেকে চুপ করে বসে থাকায় শ্রেয়।

.
.
.
– শুভ্র খাচ্ছে……. ওর খাওয়া দেখে
আমারও খুব খুদা লেগে গেল। মনে হচ্ছে
পেটের ভিতর ইঁদুর দৌড়াচ্ছে।
– পরী তুমি রান্না করতে পার?
– আমি ওর দিকে খেকিয়ে উঠে বললাম
পারিনা। ব্যাটা খাচ্ছিস খা সেটা
আবার আমাকে দেখিয়ে দেখিয়ে
খেতে হবে! বজ্জাত, খচ্চর কোথাকার
বলে হাজারটা গালি দিলাম।
.
.
.
– শুভ্র হঠাৎ খাওয়া থেমে দিয়ে আমার
দিকে তাকাল।
– আমি ঢোক গিলে বললাম এই যা! কথা
গুলো বুঝতে পারছে নাকি……. মনে
হচ্ছে এবার আর রক্ষা নেই ইজ্জতের
গোষ্টী আজ মনে হয় উদ্ধার করেই
ছাড়বে।
.
.
-শুভ্র প্লেট নিয়ে আমার কাছে এসে
বসে পড়ল। আমি আরও গুটিশুটি মেরে
বসে বসে পড়লাম।
.
– আমাকে ওভাবে দেখে হাসি দিয়ে
বলে মিসেস শুভ্র খাবার খাওয়ার সময়
অন্তত কেউ দুষ্টমি করবেনা!
.
– তবুও সেভ থাকা দরকার আপনার মতি
গতি আমার চেনা আছে।
.
– পেটেতো মনে হয় পুরা দিনে কিছু
পরে নি বলে আমার দিকে তাকাল।
.
– উমহ্ দরদ দেখাচ্ছে। ঢের খেয়েছি….
আমার পেট ভরাই আছে বলে অন্য দিকে
তাকালাম।
.
– প্লেটে অর্ধেক ভাত রেখে বলল
বাকি গুলো খেয়ে নাও বলে হাত ধুতে
গেল।
.
– কিহ্ আমি ওর এঠো ভাত খাব? সাহস
কিকরে হয় এটা বলা।
.
– মিসেস শুভ্র আমার সাহস আমি
দেখিয়েছি। যদি আরও দেখতে না
চাও তাহলে অন্তত ফটাফট খেয়ে রুম
থেকে বিদায় হও। আমি ঘুমাব। কাল
সকালে অফিস আছে।
.
– আমি খাব না…….
.
– আমার কাছে এসে এমন একটা ধমক
দিল….. ভয়ে খেতে শুরু করলাম।
.
– এই এর বেশি ভাত খাবানা। সকালে
আবার খেতে হবে তাই। আর হ্যাঁ খেয়ে
লাইট অফ করে আমায় বিছানায় শুতে
পার আবার তোমার রুমেও যেতে পার।
তোমার ইচ্ছা। good night বলে ঘুমিয়ে
পড়ল।
.
.
.
– ইচ্ছে করছে মাথায় বাড়ি দিয়ে
মাথাটা ফাটিয়ে দেই। g…o. o..d n….8
হুমমমহ্
.
– সব পরিষ্কার করে লাইট অফ করে
দরজাটা এগিয়ে দিয়ে সব কিচেনে
রেখে প্রায় সাড়ে ৩ টার দিকে
ঘুমাতে গেলাম।
.
.
.
– সকালে অর্পিতা এসে দরজা নক করল।
.
– কি ব্যাপার অর্পিতা এত্ত সকালে
ডাকছো কেন?
.
– চল দাদুর সাথে জগিং এ যাব।
.
– এমনি রাতে ঘুম হয়নি তার উপর এত্ত
সকালে বাহিরে যাইতে হবে উফফফ্
কি যে ঝামেলা।
.
– আমি আর অর্পিতা একদিকে হাটছি
আর দাদু ও পাশ দিয়ে হাটছে।
.
– পরী দিদি?
.
– হুম…..
.
– তোমাকে দিদি বলে ডাকব না
বৌদি বলে ডাকব!
.
– আমি থেমে গেলাম কি বলল বুঝতে
পারছিনা।
.
– কেন আগে যা বলেছিস এখনও তা বলে
ডাকবি। তোর গুনধর দাদা কি ভাল
কাজ করেছে যে এর জন্য ওর
স্বীকৃতি……. পরীকে দিতে হবে বলে
নিতাই সেন দৌড়াতে লাগল।
.
– ওনার দৌড়ান দেখে বুঝতে হবে
আমাদের ও তার সাথে দৌড়াতে হবে।
কি আর করা আমি আর অর্পিতাও
দিলাম এক দৌড়।
.
.
.
– সকালে শুভ্র ওর মায়ের কোলে এসে
সুয়ে আছে। অনিতা কোন কথা
বলছেনা।
.
-মা………. অ…….মা…….
.
– পাঠার মত ম্যা ম্যা করছিস কেন?
.
– হুম আমিতো পাঠাই কিন্ত তোমার
কাছে। পরীর সামনে যেন বলনা।
সারাজিবন অই নাম ধরেই ডাকবে।
.
– ঐ মেয়ের মধ্য কি পেলি যে জাত-
পাত, ধর্ম কিছু দেখলিনা।
.
– আমি ওর সাথে খুব বড় অন্যায় করে
ফেলেছি বলে সব ঘটনা খুলে বলল।
.
– তুই আমার ছেলে হয়ে এত বড় কাজ
কেমনে করলি তাও একটা এতিম মেয়ের
সাথে। আর তুই কি ভাবছিস ও তোকে
মেনে নিবে!
.
– জানিনা মা। চেষ্টা করতে তো দোষ
নাই।
.
– দাদা নাকি আসছে বৌদিকে
নিয়ে?
– হুম ১৫ দিন পর।
.
– বেশ ভালই হল। দাদাকে যেন কিছু
বলনা বলেই শুভ্র চলে গেল।
.
.
.
– আমরা জগিং শেষে বাসায় আসলাম।
.
– হাপিয়ে গেছি আজ। দাদু যা
দৌড়িয়ে নিছেনা আজ জিবনডা
খয়লা করে ছাড়ছে।
.
-অনিতা এসে পরীকে এক গ্লাস জুস
এগিয়ে দিল।
.
– আমিতো অবাক হয়ে গেলাম। আজ সূর্য
কোন দিকে উঠছে বলে আমি অর্পিতার
দিকে ও আমার দিকে চাওয়া চাওয়ি
করতে লাগলাম। দাদুও বেশ অবাক।
.
– এই মেয়ে তোমায় দিছি নাও বলে
ধমক দিল। আমি ভয়ের ঠেলায় নিলাম
হাতে।
.
– উপরে তাকিয়ে দেখলাম শুভ্র আমার
দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে হাসছে।
.
– ওকে দেখে আমার গা জ্বলে
যাচ্ছিল। আমার সহ্যই হয়না তাকে।
.
.
.
– আমি জুস খেয়ে রুমে এসে শাওয়ার
নেওয়ার জন্য বাথরুমে ঢুকলাম।
.
.
– সকালে সবাই একসাথে বসে নাশতা
করছি এমন সময় দিদুন বলে উঠল বড় দাদু
ভাই নাকি আসবেরে অমল!
.
– হুম মা।
.
– নিজের নাতী নাতনী নিয়ে যে হইহই
করব একটু তারও উপায় নেই। জাতপাত হীন
মাইয়া টারে দেখলেই সব আনন্দ
মাটিতে মিশে যায়। সুযোগ বুঝে
বাড়িতে গেড়ে বসেছে।
.
.
– আমার খাওয়া বন্ধ হয়ে গেল। শুভ্র
আমার দিকে তাকাল। আমার চোখ
দিয়ে টপ টপ করে নাস্তায় পানি পড়ল
কয়েক ফোটা।
.
.
– আমি আর না খেয়ে উঠে আসলাম।
.
.
– দেখছিস মাইয়ার তেজ। বলি খাবার
গুলো যে নষ্ট করলে সেটা কি তোমার
বাপের টাকায় কেনা?
.
.
– বিমলা চুপ করবা! না আমিও উঠে
যাব………
.
.
– বলি বাহিরের মেয়ের জন্য তোমার
এত্ত দরদ কেন! সুন্দরি মেয়ে দেখলেই দরদ
উথলে পরে?
.
.
.
– তোমার মুখে যেন কোন কথায়
আটকেনা দেখছি বলে উঠে গেল
নিতাই সেন। সাথে শুভ্রও উঠে গেল।
.
.
.
-আমার কি যে খারাপ লাগছিল বলে
বোঝাতে পারবনা।
– শুভ্র এসে পিছন থেকে জড়িয়ে ধরে
বলল মন খারাপ করোনা। দিদুনও অনেক
ভাল। যেদিন আপন করে নিবে সেদিন
বুঝবা উনি কি জিনিস।
.
.
.
– আমি পিছন ফিরে শুভ্র কে একটা চড়
বসিয়ে দেই। যখন তখন জড়িয়ে ধরার
অজুহাত খোজেন কেন? আমি উড়ে এসে
তো জুড়ে বসতে চাইনি। সব আপনার জন্য
হয়েছে। কোন দিনও আপনাকে ক্ষমা করব
না বলে ব্যাগ নিয়ে বেরিয়ে আসলাম
ভার্সিটি তে যাওয়ার উদ্দেশ্য।
.
.
– আজ শুভ্র যেন প্রচুর অপমান বোধ করল
পরীর চড় মারায়।
.
.
– আমি ভার্সিটি তে এসে ক্লাম রুমে
যেতেই আমার ফ্রেন্ড অমিত বলে উঠল
কিরে বিয়ে করেছিস আমাদের
বলিসনি তো।
.
.
– আমি অবাক হয়ে বললাম কে বলেছে
আমার বিয়ে হয়েছে?
– কেন কাল রাতেই তো বললি এখন তুই
বরের কাছে…..
– আমি…….! বলেই শুভ্রের কথা মনে পড়ল।
– পুরো ক্লাসে ব্যাপার টা সবাই
জেনে গেছে। অনেকে অনেক কথা
বলছে। আর আমি মাথা নিচু করে শুনছি।
লজ্জা ঘৃনায় আমার মাথা কাটা
যাচ্ছে।
.
.
– এক পর্যায়ে প্রচুর রাগ উঠল। ক্লাস না
করে রিক্সা করে শুভর অফিসে গেলাম।
– আরে mam. আপনি?
– এখানেও দেখছি সবাই ব্যাপারটা
জানে।
– আমি ভিতরে যেতে লাগলাম আর
লোকটি বলল mam ভিতরে যাবেন না
প্লিজ স্যার…… পুরোটা কথা আর বলা
হলনা এর মধ্য ডুকে গেলাম রুমে। কোন
দিকে না তাকিয়ে শুভ্রকে গিয়ে চড়
মারলাম। এই আপনার সাহস কি করে হয়
আমার আইডি হ্যাক করা। আর সবাইকে
কি বলেছেন?
.
.
.
– শুভ্রর চুপ থাকা দেখে আমি পিছন
ফিরে দেখি অফিসের কয়েকটা স্টার্ফ
দাড়িয়ে আছে।
.
– এবার আমি নিজেও হচকিয়ে উঠলাম।
– স্টার্ফ গুলো লজ্জায় মাথা নিচু করে
চলে গেল। আমি শুভ্রের দিকে চেয়ে
দেখি ওর পুরো চোখ লাল হয়ে গেছে
এবং ২ ফোটা পানিও পড়ে গেল চোখ
দিয়ে।
.
.
.
– একটানা ৫ টা চড় আমার গালে এবার
পড়ল খুব জোড়ে। আমি মাথা নিচু করে
গাল ধরে দাড়িয়ে আছি। নাক ও
চোখের জল একাকার।
.
.
– Get out……… বাসায় ফিরে তোর মুখ
যেন না দেখি বলে শুভ্র পিছন ফিরে
দাড়িয়ে রইল।

চলবে………..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here