তোমার_ছায়া (পর্ব ৪)

0
903

#তোমার_ছায়া (পর্ব ৪)
#মেহেদী_হাসান_রিয়াদ

– আবরার স্যার কিন্তু সেই হ্যান্ডসাম তাই না দোস্ত?
দাত কেলিয়ে কথাটা বললো সাথি। আয়রিন পাশ থেকে বললো,
– আমার ভাইটাকে কি তোরা চোখ দিয়ে গিলে খাবি নাকি?
সাথি মুখ দিয়ে ‘চ’ সুচক একটা শব্দ ছেড়ে বললো,
– সুন্দরকে সুন্দর বলবো না তো কি বলবো?
মুখ ফসকে পাশ থেকে ফারহা বললো,
– আমারও স্যার কে খুব ভালো লাগে।

ফারহার কথায় কেও কিছু বলছে না। ফারহা পেছনে তাকিয়ে দেখে মাত্রই আবরার তাদের পাশ দিয়ে হেটে গেলো।
মুহুর্তেই জ্বিভে ছোট্ট একটা কামড় দিলো ফারহা। ইশ রে স্যার কিছু শুনে ফেলেনি তো?

কিন্তু তা নিয়ে আলোচনা বন্ধ হয়নি ফ্রেন্ড মহলের মাঝে। ক্লাসেও চলছিলো লুকিয়ে আলোচনা। যেটার সূত্র ধরে আবরার স্যার সারা ক্লাস কান ধরে দাড় করিয়ে রেখেছিলো।
শেষে যাওয়ার সময় আস্তে করে বললো,
– এখন তোমার পড়াশুনা করার বয়স এসব করার বয়স না।

সেদিনের পর থেকেই আয়রিন তাকে ভাবি বলে সম্বোধন করে। মাঝে মাঝে আয়রিন বলতো, আবরারও ফারহাকে পছন্দ করে সেটা আয়রিন বুঝে। বাট তা আবরার প্রকাশ করতে চায় না৷ এসব নিয়ে ফারহা কে কতো দিন ক্ষেপিয়েছে তার হিসেব নেই।

বাট আজ ফারদিনের মুখে কিছু কথা শুনে সকল চিন্তা ভাবনা হাওয়ায় উরিয়ে গেলো তার। আয়রিনের ছবি হাতে নিয়ে ফারদিনকে এবাবে কাঁদতে দেখে ফারহা বললো,
– এতোই যখন ভালোবাসতে তাহলে কাউকে বলো নি কেন এতো দিন? কেন চুপ করে ছিলে ভাইয়া? কাউকে না বললেও অন্তত আমায় বলতে তুমি। যা হওয়ার তা পরে দেখা যেতো। কেন চুপ থেকে এখন আফসোসের পাহাড় বইছো?
ফারদিন চোখের পানি মুছে নিজেকে স্বাভাবিক করে বললো,
– আমি চাইনি আয়রিনের বিষয় টা নিয়ে আমাদের মাঝে বন্ধুত্ব শেষ হয়ে যাক। আর আবরার এটা কখনোই মেনে নিতো না। তুই তো জানতি আমাদের বেস্ট ফ্রেন্ডের তালিকায় তিনজন ছিলাম।
ফারহা একটু ভেবে বললো,
– হুম, তুমি আবরার ভাই আর সোহেল ভাই৷ কিন্তু সোহেল ভাইর সাথে তোমাদের সম্পর্ক নষ্ট হয়ে যায়। আবরার ভাইয়া নাকি চ/র ও মে/রেছিলো তাকে।
ফারদিন বললো,
– হুম, কিন্তু আবরার সেদিন কেন এমন করেছিলো জানিস?
ফারহা দুই দিকে মাথা নাড়িয়ে ‘না’ বললো। ফারদিন একটু মুচকি হেসে বললো,
– সোহেল তোকে পছন্দ করতো। আর সেটা আমাকে সরাসরি বলতে পারেনি দেখে আবরার কে বলে আমায় রাজি করাতে চেয়েছিলো। কিন্তু আবরার সেদিন সোহেলের সাথে খুব খারাপ ব্যাবহার করেছিলো। দুশ্চরিত্র বলে তাড়িয়ে দিয়েছিলো। আর বলেছিলো, বন্ধুর বোন মানে তোরও বোন। বোনের দিকে কিভাবে বাজে নজর দিস কোন সাহসে? দুশ্চরিত্রের সাথে আরো যা তা বলেছিলো।

ফারদিনের কথায় চোখ বড় বড় করে তাকায় ফারহা। এই সামান্য বিষয়টা নিয়ে এতো বছরের ফ্রেন্ডশিপ নষ্ট হয়ে গেলো তাদের?

ফারদিন আবারও বলতে লাগলো,
– সেদিনই আয়রিনের বিষয়টা মনের ভেতর মাটি চাপা দিয়ে দিয়েছিলাম আমি। মাঝে মাঝে আফসোস হতো, কেন আবরারের বন্ধু হতে গেলাম। আবার এটা ভেবেও নিজেকে শান্তনা দিতাম, তার মতো বন্ধু পাওয়াও তো ভাগ্যের ব্যাপার। মাঝে মাঝে মনে হয় আমরা বন্ধু না, যেন দুই ভাই।

হালকা ভয়েই যেমন ফারহা’র বুকের ভেতর টিপ টিপ শব্দ তৈরি করে, তেমন আজও বুকের ভেতর টায় টিপ টিপ করতে শুরু করলো। এতো কাহিনি আগে জানলে কখনো আবরারের প্রতি তার এতো ফিলিংস কাজ করতো না। তাহলে তারও কি এখন উচিৎ আবরারের জন্য তৈরি হওয়া বিন্দু বিন্দু ফিলিংস গুলো একটা একটা একটা করে চাপা দেওয়া শুরু করা?

এর মাঝে ফারদিনের কথায় ধ্যান ভাঙে ফারহার। ফারদিন খুব করুন গলায় বললো,
– কথা গুলো কাউকে বলবি না প্লিজ। কারণ এসব কথা জানাজানি হয়ে গেলে আয়রিনের সংসারে অশান্তি তৈরি হতে পারে। আমি চাইনা আমার কারনে তার শান্তি নষ্ট হয়ে যাক। সে সারা জীবন সুখে থাকুক এটাই আমার চাওয়া।
,
,
রাত ধীরে ধীরে গভির হতে লাগলো। আর এদিকে সেই অনেক্ষন ধরে মাহিনের জন্য অপেক্ষা করছে আয়রিন। চার পাশের কাঁচা ফুলের সুভাষ ভেষে উঠছে। আর এদিকে ভয়ে বুকটা ধুক ধুক করছে আয়রিনের। এর পর কি হবে ভাবতে ভানতে মাথায় ভর করে আছে নানান দুঃশ্চিন্তা।

ভাবতে ভাবতে দরজায় আওয়াজ পেতেই নড়ে চড়ে বসে সে। মাহিন এসেছে রুমে। শুদর্শন দেখতে পারফেক্ট একটা মানুষ তার চোখে। তাই তো ছবি দেখেই বিয়েতে রাজি হয়ে গিয়েছিলো।

যদিও মেয়েকে এখন বিয়ে দিতে চায় নি আয়রিনের বাবা মা। তবে ছেলে ও ছেলের কোয়ালিফিকেশন আর চেলের কয়ারিয়ার দেখে প্রস্তাব ফিরিয়ে দেয় নি তারা।
চাকরির সুবাদে ছয় মাসের জন্য আমেরিকা পারি দেবে সে। এই তো দশ বারো দিন পরই প্লাইট।
তাই তারাহুরো করে মাহিনকে বিয়েটা করিয়ে দিলো তার ফ্যামেলি।

রুমে এসে খাটের পাশে এসে দাড়ায় সে। আয়রিন মাথা নিচু করে বসে আছে। মাহিন হাত ঘড়ি খুলতে খুলতে বললো,
– কয়েকটা কথা বলবো, মন দিয়ে শুনেন। বিয়ের আগে আপনি আমি খুব বেশি পরিচিত ছিলাম, বিষয়টা কিন্তু এমনও নয়। আমার ফ্যামিলি থেকে হুটহাট এই সিদ্ধান্ত আর আপনার ফ্যামিলিও রাজি হয়ে যায়। এর মাঝে আমি আপনাকে কিছু বলতে চেয়েছিলাম, কিন্তু আপনিও নাকি আমার ছবি দেখে বিয়েতে মত দিয়ে দিলেন। আমার ফ্যামিলিও হয়তো ভেবেছিলো আপনি দেখতে সুন্দরি বলে আমিও সব মানিয়ে নিবো। এর পর আমার চলে যাওয়ার সুবাদে বিয়েটাও খুব তারাহুরো করে হয়ে গেলো। বাট এখন আপনি এটা ভাববেন না যে, আপনাকে আমার পছন্দ হয়নি বা বিয়েতে আমার মত ছিলোনা দেখে আপনাকে বাড়ি থেকে বের করে দিবো। এমনটাও করবো না আমি। আপনি এই বাড়িতে আপনার মতো করেই থাকতে পারেন আমার কোনো প্রব্লেম নেই। তবে আমার স্ত্রী হওয়ার অধিকার টা চাইবেন না। কথা গুলো আমি আপনাকে বিয়ের আগেই বলতে চেয়েছিলাম। বাট বলতে পারিনি দেখে এখন বলছি। এখন আমি চাইলে আপনাকে ডিবোর্স দিতে পারবো। বাট বাবা মা এটা কখনোই মেনে নিবে না৷ তাই বাকি সিদ্ধান্তটা আপনার। শুধু বৌ নামে এই বাড়িতে থাকবেন, নাকি এখান থেকে চলে যাবেন। আর এখানে থাকলেও রানীর বেশে থাকতে পারবেন, ওটা নিয়ে ভাববেন না।

বলেই একটা ট্রাউজার আর টাওয়াল নিয়ে ওয়াশ রুমে চলে গেলো মাহিন। এতোক্ষনের এই মুহুর্তটা যেন পুরোটাই মাথার উপর দিয়ে গেলো আয়রিনের। কথা বলার ভাষা খুজে পাচ্ছে না, মাথাটা ভন ভন করতে শুরু করলো তার।
প্রথম দেখায় কাউকে ভালোবেসে ফেলে তার মুখে এমন কিছু শোনার জন্য অপেক্ষায় ছিলো না সে।
কতো কিছুই তো ভেবে রেখেছিলো সে। বিয়েটা হবে, এর পর মাহিনের সাথে পরিচয় টা হবে এই দশ-বারো দিনেই। তারপর মাহিন চলে গেলে ফোনে কথা হবে তাদের। গভির রাত পর্যন্ত লুকিয়ে লুকিয়ে ফোনে প্রেম করবে দুজন। কেউ দেখবে না তাদের এই লুকোচুরি প্রেম। ধীরে ধীরে তেরি হবে মাহিন ফিরে আসার অপেক্ষা টা।
হুট করে একদিন এক আকাশ সমান আনন্দ নিয়ে ফিরে আসবে মাহিন। যেই আনন্দে মনাকাশের তাঁরা গুলো মিট মিট করে জ্বলতে থাকবে তার।
বাট আজ সব স্বপ্নই যেনো দির্ঘশ্বাসে পরিনত হয়ে গেলো।
,
,
আজ আর ঘুম আসছে না ফারহা’র। ফারদিনের কথা গুলো এক পাশে রাখলো আর অন্য পাশে রাখলো আবরারকে। দুটুই মিলানোর চেষ্টা করছে সে। ফারদিনের ভালোবাসা হারানোর কষ্ট টা সে একটু হলেও অনুভব করতে পারছে।
কিন্তু এসবের মাঝে তার ভাবনায় বার বার নতুন করে আবরারকে কেন জড়িয়ে পেলছে তা সে নিজেও বুঝে উঠতে পারছে না। আজ এই বুকের বা’পাশ টায় টিপ টিপ শব্দ করছে কেন? কিসের এতো ভয়?

To be continue…..

কিছু কথাঃ গল্প অনুযায়ি মেইন ক্যারেক্টার (ফারহা-আবরার) এর চাইতে (ফারদিন-আয়রিনের) কাহিনি কেন এই দুই এক পার্টে বেশি লিখলাম? এটা অনেকের প্রশ্ন। এর উত্তর টা আপনারা গল্পের মাঝেই পেয়ে যাবেন। আগামি পার্ট থেকে (ফারহা-আবরার)এর কাহিনি শুরু হবে। যাদের মনে প্রশ্ন ছিলো, আশা করি উত্তর পেয়ে গেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here