একগুচ্ছ_কালো_গোলাপ?পর্ব_১৮

0
6469

একগুচ্ছ_কালো_গোলাপ?পর্ব_১৮
#লাবিবা_তানহা_লিজা

?
{উদাসী দিন}
প্রতিদিনকার মতো আরেকটি সকাল । শীতের হালকা আমেজ এসেছে প্রকৃতিতে । হালকা শিশির লেগে আছে ফুল গুলোর উপর । এই সকাল গুলোতে ঘুমোতে ইচ্ছা করে না । মনে হয় অনেক বড় লীলা মিস করে ফেললাম । ঠান্ডা বাতাসে চোখ বন্ধ করে মিষ্টি ছোয়া গুলো অনুভব করছি । পেছন থেকে আম্মুনি এসে জড়িয়ে ধরলো – গুড মর্ণিং মাই বেবি।
– গুডু গুডু ঠান্ডা সু অর্থ সুন্দর প্রভাতি অর্থ ভার সকাল আম্মুনি ।
– একটা কথাও ঠিক করে বলতে পারিস না তাইনা ? রাগ দেখিয়ে চলে গেলো ।
কেউ ভালুপাসেনা?
বিছানায় বসে একটু পড়ে নিয়ে আম্মুনির কাছে গিয়ে গুড়া দুধের প্যাকেট নিয়ে বসলাম । হাতের তালুতে নিয়ে দেখিয়ে দেখিয়ে চেটে চেটে খাওয়া শুরু করলাম । একটু আগেই ঝাড়ি খেয়েছি । এখন গুড়া দুধ চেটেচেটে খাবো । আম্মুনি ভ্রু কচকে তাকিয়ে থেকে বললো – ওহ দুধ খাবি । আগে বলবিতো । এখনি গরম করে দিচ্ছি । আমি ডোন্ট কেয়ার ভাব নিয়ে চাটতেই থাকলাম । আম্মুনি গ্লাসে ডেলে যেই আমার দিকে আসছে সেই দৌড় দিয়ে রুমে এসে দরজা লক করে দিলাম । ডায়রি নিয়ে লিখতে বসলাম —

” ভেবেছিলাম শীতল হাওয়ায় ভেসে ফুরফুরা মেজাজে দিন কাটাবো । কিন্তু ঝাড়ি খেয়ে মুড অফ । আব্বু আজ সারাদিন থাকবেনা। তাই মনের মতো খুশি খুশি সেড দিন সেলিব্রেট করবো আজ । যা ইচ্ছা তাই করবো । বিকজ কেউ ভালুপাসে না ?।”
ব্যাগ থেকে সব বই বের করে একটা খাতা আর কলম ডুকিয়ে চকলেট বক্স , কয়েকটা প্রান চাটনি ডুকিয়ে নিলাম । আব্বুর রুমে এসে ড্রয়ার থেকে দশ টাকার দশটা চকচকে নোট নিলাম । ফ্লোর টাচ একটা সবুজ গাউন পড়ে চুলগুলা ছেড়ে দিলাম । আচড়াবো না । আওলা ঝাওলা চুল দেখতে সুন্দর লাগে আমার কাছে । তাই আরো আওলা ঝাওলা করে ফুলিয়ে দিলাম । দেখে মনে হইতেছে কাঙ্গানা রাওনাট এর তুহি মেরি সাব হে ..সুবাহে ..তুহি মেরি দুনিয়া .. গানের শুটিং করতে যাইতেছি । বাট ওয়াইন পাবো কই? ঠোটে মেরিল দিয়ে গালে পাউডার দিলাম ইচ্ছামতো । এখন পুরো বিলাই লাগতাছে। বাপরে আমি তো এত্তোগুলা সুন্দর । ব্যাগ কাধে ঝুলিয়ে ডাইনিং থেকে ধনিয়া নিয়ে বের হলাম চিবুতে চিবুতে । সামনে পড়লো জেম্মা । এগিয়ে এসে বলে – কই যাস পাগলির মতো? স্কুল ড্রেস কই ? ড্রেস ছাড়া স্কুলে যাবি না ।
– এইযে আসছে হেডু কাকা স্যারের শাশুমা । শোন জেম্মা স্কুলটা কার ? আমার দুলাভাই কাকুর । সো যেভাবে ইচ্ছা সেভাবে যাবো ।
– দুলাভাই কাকু বলিস কেনো তুই প্রায়ই বোঝিনা?
– তোমার বোঝার বয়স হয় নাই । চুল পাকলেই বয়স হয় না বুঝলে । দুলাভাই কাকুর একটা চুল ও পাকে নাই বয়স কিন্তু ঠিকি হইছে । কি দেখে যে আমার দুধের শিশু বোনটারে বিয়ে দিছিলা আমি জানিনা । বাই ।
পেছন থেকে সাবিনা দৌড়ে আসতেছে ভাত খেয়ে যা ভাত খেয়ে যা বলে । দিলাম এক দৌড়ে মেইন রোড়ে এসে থামলাম । সামনের দোকান থেকে আধা হাফ লিটারের একটা কোকা কোলা কিনলাম । দোকানদার বেটা দেখি তাকায়ে আছে আমার দিক । ভাব নিয়ে বললাম – জানি তাকাইয়া থাকবেন ই । সুন্দরী মেয়ে দেখলে যা হয় ।
দোকানদার আরো হা করলো । আমার কি ? হাটতে লাগলাম সামনের দিক। বাহ আমিতো ভালোই ভাব নেই । কিন্তু এই ডায়লগ কোন জানি সিনেমা থেকে শিখছিলাম ?। মনে নাই । মনে পড়লে বলমুনি । শুধু মনে আছে নায়কা পপির ডায়লগ । আমি আজ সকাল থেকে জোরে জোরে বক বক করতাছি কেন ? ঠিকি আছে তাই করমু আজকে?। বাজারে ঢুকতেই সবাই যেনো আমার দিকে তাকিয়ে আছে দেখতেছি । সেটা বড় কথা না । কথা হচ্ছে যে ঘাড়ের মধ্যে চুলে কাতুকুতু লাগতাছে । উফফ অসহ্যকর । এগুলারে টাইট দিতে হবে । কিন্তু বাধমু কই ? চিরুনি আছে , ব্যন্ড আছে মিরর তো নাই । আরেকটু এগিয়ে দেখি একটা ব্লাক কালার ছোট প্রাইভেট কার । চার সিটের । কেরাবেরা করে নাম লিখছে পড়তে পারি না । সামনে গিয়ে গ্লাসের দিকে তাকিয়ে ব্যাগটা দু হাটুর চিপায় রেখে চিরুনি দিয়ে চুল আচড়ে ছোট ছোট চুলের যেমন শিংয়ের মতো ঝুট্টি করে তেমন ঝুট্টি করলাম । কিন্তু কাঙ্গানা রেওনাট কি কখনো এরোকম ঝুট্টি করছিলো ? । হটাৎ দেখি গ্লাস খুলে গেল । ভিতর থেকে আওয়াজ এলো – দুষ্টু পুতুল ….।
ওমা এতো দেখি স্যার । হাত নাড়িয়ে বললাম
– হাই?। বাই?। হন হন করে চলে এলাম । আমি কি এখন দুষ্টু পুতুল নাকি ? আমি এখন কাঙ্গানা রেওনাট ।
তানভীর ভ্রু কুচকে তাকায় । এমন লাগছে কেন সব ? গাড়ি থেকে নেমে লাবিবার পিছু পিছু যায় । মাঝরাস্তায় লাবিবা দাড়িয়ে পড়ে ।
আচ্ছা আলালের টায় যাবো নাকি নোটনের টায় ? নোটনের টায় তো নীল চা নাই । আলালের টায় যাই । হোটেলে ডুকেই আলালের সামনে যেয়ে বললাম
– আলাল ভাই নীল চায়ের দাম কতো ? আচ্ছা তুমি নীল চায়ে কি কি উপকরন দাও ? নীল রং টা কোনটা দাও ? কাপড়ের নীল দাও নাকি দেয়ালের রং দাও নাকি কলমের নীল কালি দাও ? আচ্ছা এটা কি চিনি দিয়ে বানাও নাকি নুন দিয়ে ? এটা গরম পানি দিয়ে করো নাকি ঠান্ডা পানি দিয়ে ? এটা তুমি বানাও নাকি ঐ ছেলেগুলা বানায় ?
“সেট আপ দুষ্টু পুতুল। স্টপ ইউর নন স্টপ বকবকুনি।”
” উফফ আমার ডিস্টাব নষ্ট করলো কে ?”
পেছন ফিরে দেখি স্যার দাড়িয়ে ।
” আজাইরা বকবকানি রাখো । চা খাবে তো । মামা দুধচা দেন ”
” আমি নীল চা খাবো ”
আলাল-” আমিতো নীল চায়ের নাম ই শুনিনী কখনো ”
” কিহ… এরা তো দেখি এখোনো কলি যুগেই হামাগুড়ি খাচ্ছে । মঙ্গল গ্ৰহে বাস করেও পৃথিবীর নাম জানে না । হুস হুস ”
রাস্তা দিয়ে হাটা ধরলাম । স্কুলে এসে ক্লাসে না গিয়ে বারান্দায় পা ঝুলিয়ে বসে চকলেট খাচ্ছিলাম । এক লোক আগে কখনো দেখি নি সামনে এসে দাড়িয়ে হাসতেছে । পান খাওয়া লাল কালা দাত দেখে রাগ উঠে গেলো ।
” দাত কেলান কিলা ?
” এই ভাবে কথা বলো কেন ? মাথার উপরে পাখির বাসা বানাইছো নাকি ?”
পেছন থেকে হি হি শব্দ পেয়ে তাকিয়ে দেখি সবাই ক্লাসে । জানি এখানেই ছিলো সবগুলা। আমার সামনে কিছু বলার সাহস নেই তাই চলে গেছে । পান দাত ওয়ালা দেখি এখনো ভেটকাইতাছে ।
” কাকু এইটা নিউ স্টাইল । প্রথমে নাম ছিলো nest style . আমি আপডেট কইরা দিছি monkey style. যদিও নামের সাথে কোন মিল নাই ।
ক্লাসে চলে এলাম । নুপুর এসে রাগ দেখিয়ে আমার ঝুটি খুলে আচরিয়ে পেছনে খুলে দিলো । যদিও এখনো কাঙ্গানা রেওনাট লুক পাইতেছি?। দুই ক্লাস করে আর করতে ইচ্ছা করলো না । লিপি মেডামের সামনে গিয়া পেট ধরে দাড়িয়ে থাকলাম । উনি পাড়াপড়শি বৌদি লাগে আমার । হিন্দু মানুষ। আমার কাধে হাত রেখে বলতেছে
– হায় ভগবান ..লাবি মনি কি হইছে তোমার হে ? তুমি পেট ধরে দাড়িয়ে আছো কেন হু?তোমার পেট ব্যথা করতেছে হ ? তুমি ঠিক আছো তো হা?
উনার হে হু হ হা শুনলেই আমার প্রচুর হাসি পায় । কিন্তু এখন হাসা যাবে না । না হাসতে পেরে সরি ফিল করে দিলাম কেদে ।
– বাড়ি যাবো হ ।
– যাও যাও হা । মুক্তা স্যারকে বলমু হে ?
– বলা লাগবে না হ। আমি একাই যেতে পারবো হা ।
চলে এলাম স্কুল থেকে । ব্যপার টা হলো যে কোন ব্যপার ই না এগুলো মেনেজ করা আমার পক্ষে । রাস্তায় দেখি ঐ পান দাত ওয়ালা কাকু গাড়ির সামনে দাড়িয়ে । তার মানে ঐটা তার ই গাড়ি । উচিত শিক্ষা দিবো এটাকে । আমাকে দেখে দাত কেলানো । সামনে দেখি মাথায় করে কলার ঝুড়ি নিয়ে যাচ্ছে । সম্ভবত আমাদের বাগানের কলাই । সাইজ দেখেই বোঝা যাচ্ছে । লোকটার সামনে এসে জিজ্জাসা করলাম
– which the দাম of কলা ?
লোকটা বত্রিশ পাটি খুলে
– কলা কিনবা ? এক হালি দশ টাকা ।
– দেও me দুই হালি banana of কলা ।
– কি কও এগ্লা ?
– উগান্ডার ইংরেজি শুদ্ধ বানানিকা ।
বিশ টাকা দিয়ে দু হালি কলা নিলাম। কলা গুলা ছুলে ছাল গাড়ির সামনে সমান করে লাইন করে রাখলাম । কলা গুলা পাশের ক্ষেতে ফেলে দিলাম সারের কাজ করবো ।দেখছো আমি কতো ভালা মানুষের কপোকার করি?। কিন্তু একি ?? ছালের উপর দিয়ে বেটায় প্রাইভেট কার নিয়ে চলে গেলো একটুও পিছলাইলো না । হায়রে মন্দ luck আমার । ছাল গুলো খুটে খুটে তুলে ক্ষেতে ফেলে দিলাম নয়তো আবার আমিই পিছলামু । হাত ধুয়ার জন্য মালেকের দিঘির উদ্দেশ্যে ছুটলাম । হাত ধুয়ে ঘাটেই বসলাম । পাশেই হিন্দু বাড়ি । তাই দিঘির ধার ঘেসে তুলসি , জবা, বেলি, পাতাবাহার খুব সুন্দর লাগতেছে । আহা এখানে যদি কালো গোলাপের একটা গাছ হতো ফুল গুলো সব আমিই নিতাম । মনটা খারাপ হয়ে গেলো । কয়েকটা পাথর কুড়িয়ে এনে পানিতে মারতে লাগলাম আর আচুর বের করে খেতে লাগলাম। আনমনে নিজের কাজ করে যাচ্ছি । হটাৎ পাশে কে যেন ধপ করে বসে পড়লো । ভয় পেয়ে তাকিয়ে দেখি স্যার । আল্লাহ আল্লাহ করে বুকে থু থু দিলাম ।
তানভীর ঝালমুড়ি সামনে ধরলো ।
” ঝাল মুড়ি …ইয়াম্মি…মিস করছিলাম । ঝাল দিয়েছেতো বেশি করে ..”
” হুম । ময়না মামা বললো তার এক রেগুলার কাস্টমার নাকি আজ মিসিং তাই নিয়ে এলাম ।”
” হু”
ঝালমুড়ি নিয়ে খেতে থাকলাম । ঝাল ঝাল মুড়ি আমার বেশ ফেভারিট।
” উদাস কেন ?
উদাসী দিনে ভাবো কি তুমি
দিক দিগান্তের মুখ করে ?
শুকনো মুখে তপ্ত দুপুরে
দিঘীর জলে নিজ ছায়ার
ঢেউ খেলানো দেখে দেখে ।”

” কেউ ভালুপাসে না ।”
” কিহহ?? কে বললো তোমাকে ? তুমি জানো তোমার আব্বু, আম্মুনি ,জেঠু ,জেম্মা ,আপু, দুলাভাই , নুপুর , আমার ফেমেলি কতো ভালোবাসে ?”
” আপনি ভালুপাসেন ? আপনি একটুও ভালুপাসেন না
। একটা রোজ দিলে কি হয় আপনার ? একটাই তো কালো গোলাপ চেয়েছিলাম । একগুচ্ছ কালো গোলাপ তো চাইনি । আপনি একটা ডেভিল। ”
ব্যাগ নিয়ে চলে আসলাম ।

তানভীর দেখলো লাবিবা চাটনি টা ফেলে গেছে । হাতে নিয়ে যেখান দিয়ে লাবিবা খেয়েছে সেখানেই একটা চাট দিলো। লাবিবার রেখে যাওয়া পাথর গুলো এক এক করে পানিতে ফেললো ।
” তুমিতো একটা কালো গোলাপ চেয়েছো । একটা গোলাপ কাউকে দিয়ে নিজের ক্ষতি করতে চাইনা আমি । সমস্ত গোলাপ শুধু একজনের জন্য । যা আজ ফুটছে তাও তার নামেই দিয়েছি আমি । যা পরে ফুটবে তাও তার নামেই দিয়েছি । তুমি হয়তো সেই একজন হতে পারবেনা । কারন তোমার আমার ব্যবধান আজো সর্বোচ্চ। যদি হয়েও যাও তবুও তোমায় দিবোনা আমি যতোক্ষন পর্যন্ত তুমি #একগুচ্ছ কালো গোলাপ আমার থেকে না চাইবে । যদি কখনো একগুচ্ছ কালো গোলাপ চাইতে পারো .. তাহলে আমি তোমায় পুরো গাছটার রানী করে দিবো সাথে আমার রানীও। ”

To be continue _____

®লাবিবা_______?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here