#The_Love_Of_A_Devil_And_Angel,Part_1
#An_Impossible_Love_Story
#Writter_Sanjana_Shabnam_Fahmida
অমাবস্যা রাত,,,
আকাশে কালো মেঘ জমে গেছে। চারোদিকে কেমন একটা নিস্তব্ধতা বিরাজ করছে। চারিদিকে শুধু অন্ধকার এমন লাগছে কোন অশুভ শক্তির আগমন ঘটতে যাচ্ছে।
In Devil Kingdom,,,,,
পরনে কালো হুডি মাথায় কিং এর তাজ। নিজের সিংহাসনে বসে আনমনে কিছু ভাবছেন ডেভিল কিং আবরার। চোখে মুখে চিন্তার ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। হঠাৎ একটা বয়স্ক মহিলা এসে উনার সামনে হাজির হলো।
মহিলাটি প্রবেশ করতেই কিং তার সিংহাসন থেকে দাঁড়িয়ে যায়।
মহিলাঃ সু খবর কিং ছেলে হয়েছে। (মাথা নত করে)
কিং নিজের মুখে হাসি টেনে নিজের কক্ষের দিকে এগোলেন।
কক্ষে প্রবেশ করতেই একটা হাসি মাখা বাচ্চার মুখ দেখে স্তব্ধ হয়ে যান তিনি। ডেভিড কুইন এলিজা বাচ্চাটাকে কোলে নিয়ে আদর করছেন। বাচ্ছা টার চেহারা থেকে যেন সবচেয়ে আলাদা নীল চোখ এক অদ্ভুত রকমের কিন্তু অমায়িক হাসি। বাচ্চা টাকে দেখে মুখে প্রশান্তির হাসি ফুটে উঠে তার।
কিং বেডের কিনারে বসে স্ত্রী এলিজার কপালে চুমু একে দিলেন।
কিংঃ তোমাকে কিভাবে আমি ধন্যবাদ দেবো ভেবে পাচ্ছি না মাই কুইন। ও (বাচ্চার মাথায় হাত বুলিয়ে) আমার রাজ্যের কুমার আমাদের ভবিষ্যত কিং আমার উত্তরাধিকারী আমার সন্তান।
এলিজাঃ হ্যাঁ কিং ও আমাদের সন্তান আমাদের ভালোবাসার চিহ্ন। ( বাবুর কপালে চুমু দিয়ে)
কিংঃ ওকে আমার কোলে দাও।
কিং বাচ্চাটাকে কোলে নিয়ে বেড়িয়ে আসেন কক্ষ থেকে। কিং বাচ্চা টাকে নিয়ে নিজের উঁচু সিংহাসনে আসলেন।
সিংহাসনের সামনে অনেক ডেভিল,সেনাপতি, প্রজা সবাই ভীর করে দাঁড়িয়ে আছে তাদের প্রিন্সকে একপলক দেখার জন্য।
কিং সবার মাঝে বাচ্চাটাকে দু হাত দিয়ে উঁচু করে তুলে বলতে শুরু করলেন,,,
কিংঃ ও হচ্ছে তোমাদের ভবিষ্যত কিং তোমাদের প্রিন্স। আজ আমি আমার সন্তানকে ভবিষ্যত কিং বলে ঘোষনা করলাম। কালকে ওর নামকরণ করা হবে। ও শুধু আমার সন্তান না আমাদের সপ্ন পুরন করার হাতিয়ার। আমি এতো শক্তিশালী হওয়ার পরেও মানুষ আর এঞ্জেলদের উপর রাজত্ব কায়েম করতে পারি নি। তাদের অস্তিত্ব শেষ করতে পারি নি। আর না আজ অবধি আমি এঞ্জেল দের হারিয়ে তাদের রাজ্য জয় করতে পেরেছি। কিন্তু আমার সন্তান আমার থেকেও বেশি শক্তিশালী আমার থেকেও বেশি পাওয়ার ফুল। আর আমার বিশ্বাস আমাদের প্রিন্স বড় হয়ে তার বাবার এই সপ্ন অবশ্যই পুরোন করবে। আমার কদমে সমস্ত এঞ্জেল রাজ্য এনে দিবে আমার সন্তান #The_Devil_Prince এটা আমার বিশ্বাস।
সবাই জোরে জোরে তালি বাজাতে শুরু করল।
কিং বাচ্চাটাকে নিয়ে আবার কক্ষে চলে আসলো।
কিং আর এলিজা বাচ্চাটাকে নিয়ে আদর করছিলেন হঠাৎ একটা প্রহরী এসে বলতে শুরু করল,,,,
প্রহরীঃ কিং এঞ্জেল রাজ্য আমাদের উপর হামলা করেছে। কিভাবে যেন প্রিন্স এর খবর তারা পেয়ে গেছে। আর প্রিন্স কে শেষ করার জন্য এখানে পুরো সেনা নিয়ে এসেছে।
কিংঃ কিইইই( ঘাবড়ে গিয়ে দাঁড়িয়ে গেল) আমাদের সেনাদের প্রস্তুত করো লড়াই করার জন্য। (আদেশ স্বরে)
প্রহরীঃ সবাই লড়াই করছে কিন্তু মনে হয় না আমরা তাদের সাথে পারবো।
এলিজা ভয়ে তার সন্তানকে বুকে জড়িয়ে দাঁড়িয়ে যায়।
এলিজাঃ কিং কিছু একটা করেন আপনাদের এই দুই পক্ষের লড়াইয়ের কারনে আমার নিষ্পাপ নবজাতক সন্তানের বলি দিবেন না দয়া করে (কাঁদতে কাঁদতে)
কিং নিজের মুখ শক্ত করে একজন বৃদ্ধা মহিলাকে ডাক দেন।
কিংঃ দাই মা,,,,,,
দাইমা হন্তদন্ত হয়ে কিংয়ের সামনে আসলেন।
কিং এলিজার কাছ থেকে বাচ্চাটাকে কোলে নিয়ে কপালে চুমু দিয়ে বলেন,,,
কিংঃ তুই এই রাজ্যের প্রিন্স তোকে এখানে ফিরতেই হবে। নিজেকে একজন আদর্শ কিং হিসেবে প্রমাণিত করতে হবে আমার প্রতিশোধ পুরোন করে এঞ্জেল রাজ্য আমার কদমে এনে দিতে হবে। মানুষ জাতিকে ধ্বংস করতে হবে।
এটা তোর জীবনের লক্ষ্য আর ডেভিল রাজ্য তোর ঠিকানা।
কিং বাচ্চাটাকে দাইমার কোলে তুলে দেন। নিজের চোখ বন্ধ করে হাত তুলে বাচ্চাটার মাথায় রাখেন। কিং এর শরীর থেকে একটা অলৌকিক রশ্মি বেরিয়ে বাচ্চাটার শরীরে প্রবেশ করলো।
কিং চোখ খুলে দাইমাকে উদ্দেশ্য করে বলেন,,,,,
কিংঃ ওকে এতো দুরে নিয়ে রেখে আসো যেখানে আমার শত্রুরা ওর অস্তিত্বের খোজও পাবে না। (বলে মুখ ঘুরিয়ে নেয়)
দাইমাঃ যথা আজ্ঞা,,,,
দাইমা বাচ্চাটাকে নিয়ে পিছনের গেট দিয়ে বের হয়ে যায়।
দাইমা বের হয়ে যেতেই এঞ্জেল কিং তার সেনা নিয়ে কক্ষে প্রবেশ করেন,,,,
এঞ্জেল কিংঃ কোথায় তোমার সন্তান সেই অশুভ শক্তির প্রতীক। (আসে পাশে খুঁজতে খুঁজতে) ওকে আজ শেষ হতেই হবে।
অট্টহাসিতে ভেঙে পরলো কিং।
কিংঃ তোমরা আমার সন্তান কে কখনো খুঁজে পাবে না ওকে আমি অনেক দুরে সরিয়ে দিয়েছি। নিজেদের সময় গুনা শুরু করে দাও লাহাব (এঞ্জেল কিং) আমার সন্তান যখন নিজের সমস্ব
শক্তি নিয়ে ফিরবে তোমার ও তোমার রাজ্যের সর্বনাশ করে দিবে। আমার সপ্ন সত্য করবে মানুষ আর এঞ্জেলদের উপর আমার রাজত্ব কায়েম করবে।
লাহাবঃ তোমার এই সপ্ন কখনো সত্যি হবে না আবরার। আল্লাহ দুনিয়াতে খারাপ সৃষ্টি করলে ভালোও করছে। এ দুনিয়ায় অশুভ শক্তির বিনাশ করতে শুভ শক্তি আসে রাতকে দুর করতে উজালা আসে। কষ্ট দুর করতে সুখ আসে তেমনি তোমার অশুভ শক্তির প্রতীক তোমার সন্তানের বিনাশের জন্য আল্লাহ একটা শুভ শক্তি অবশ্যই পাঠাবে।
In Royals Parade Hospital,,,,
দেশের বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজ সেবক তাহির চৌধুরী কেবিনের বাইরে বসে আছেন। ICU তে তার স্ত্রী নাহার ভর্তি। ICU এর লাইট অফ হতেই দরজার সামনে গিয়ে দাঁড়ান তাহির।
একটা নার্স বের হয়ে বলে,,,
নার্স Congratulations Mr. Chowdhury আপনার মেয়ে হয়েছে। একদম চাঁদের মতো দেখতে।
তাহিরঃ মাশাল্লাহ,,,বলে কেবিনে ঢুকে যায় ।
নারার বাচ্চটাকে কোলে নিয়ে বসে আছে। তাহির বেডের পাশে বসে বাচ্চটাকে কোলে তুলে নেয়।
এইদিকে,,,,
দাইমা বাচ্চাটাকে নিয়ে অনেক দূরে চলে এসেছেন হঠাৎ উনি অনুভব করলেন তার পিছনে এঞ্জেলদের সেনারা আসছে। দাইমা আরেকটু এগিয়ে যেতেই একটা প্রাসাদের মত বাড়ি দেখে ওটার ভিতরে লুকিয়ে প্রবেশ করে।
দাইমা ভিতরে উকি মেরে দেখে কয়েকজন নার্স ও ডাক্তার দাঁড়িয়ে আছে তাদের হাতে একটা নবজাতক শিশু কিন্তু শিশুটি মৃত। যে মহিলার শিশু সে অঙ্গান অবস্থায় শুয়ে আছে। হয়তো এইমাত্র শিশুটি জন্ম গ্রহণ করলো। দাইমা একটা মন্ত্র পরতেই সব কিছু স্তব্ধ হয়ে যায় সময় যেন থমকে যায়। দাইমা নার্সের সামনে গিয়ে ওর কোল থেকে বাচ্চাটাকে নিয়ে ডেভিল প্রিন্সকে ওর কোলে তুলে দেয়।
দাইমাঃ এখন থেকে এটাই আপনার ঠিকানা। আমি চাইনা যে আপনি ওই অন্ধকার রাজ্যে ফিরে যান। আপনি এই মানুষদের মাঝে থাকলে তাদের মতো আবেগ অনুভূতি ভালোবাসা কষ্ট সব বুঝতে পাবেন। জীবনের গুরুত্ব বুঝতে পারবেন। ঐ অন্ধকার রাজ্যে আর কখনো ফিরে যেয়েন নি। ওই লোকটি আপনার বাবা নয় একজন স্বার্থপর লোভী রাজা। আপনাকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে চান। কিন্তু আমি এটা হতে দেব না বেঁচে থাকতে না।
বলেই দাইমা ওখান থেকে মরা বাচ্চাটা নিয়ে বেড়িয়ে জান।
সব কিছু আবার আগের মতো হয়ে যায় নার্স শিশুটিকে তার মায়ের পাশে শুইয়ে বেরিয়ে যায়।
রুমের বাইরে স্বনামধন্য ব্যবসায়ী মাহিব রেজওয়ান দাঁড়িয়ে আছে নার্সরা বেরিয়ে যেতেই উনি প্রবেশ করেন রুমে। বেডের পাশে বসে বাচ্চটাকে কোলে তুলে হাজারো চুমু খেলো মাহিব। আস্তে আস্তে চোখ খুলে তাকিয়ে দেখে মায়া তার স্বামী একটা শিশুকে কোলে তুলে আদর করছে। মুচকি হেসে ধীরে ধীরে উঠে বসে মায়া। মাহিব বাচ্চাটাকে মায়ার কোলে দিয়ে বলে,,,
মাহিবঃ আমাদের সন্তান মায়া তাইনা।
মায়াঃ হুম,,,
মাহিবঃ আচ্ছা ওর নাম কি রাখবে।
মায়াঃ আজ অমাবস্যা রাত একটা অশুভ রাত কিন্তু আমাদের সন্তান হলো শুভ শক্তির প্রতীক তাই ওর নাম হবে,,,,, শুভ। শুভ রেজওয়ান। মাহিব রেজওয়ান এর ছেলে।
এইদিকে,,,,
তাহিরঃ আমাদের মেয়ের নাম কি রাখবে নাহার।
নাহারঃ আজকে অমাবস্যা রাত কিন্তু আমাদের মেয়ে আমাদের জীবনে নতুন আলো নিয়ে এসেছে ওর নাম হবে,,,,,, রশনি। রশনি চৌধুরী।
In The Angel Kingdom,,,,,
কিং লাহাবঃ ওদের দুজনের কিস্মত এই কায়েনাত নির্ধারিত করে দিয়েছে। এখন দেখা যাক ওদের ভালোবাসা দুনিয়াতে ধ্বংস আনে নাকি নতুন কিছুর সূচনা। শুভ শক্তি আর অশুভ শক্তি কখনো এক হতে পারে না তাহলে ওদের ভাগ্য আল্লাহ কেন এক সাথে জুরলেন। অনেক রহস্য অজানা রয়ে গেছে। কিন্তু এটা সিওর যে ওদের এই #Impossible_Love_Story এর পরিনতি অনেক ভয়াবহ হবে।
To be continued….