অবন্তর_আসক্তি #পর্ব_১০,১১

0
1366

#অবন্তর_আসক্তি
#পর্ব_১০,১১
#শারমিন_আক্তার_বর্ষা
১০

সময় তখন রাত ৯টা বেজে ১৫মিনিট মার্চ মাসের ৫তারিখ হঠাৎ ফোনে রিং বেজে উঠল চার্জ থেকে ফোনটা হাতে নিয়ে দেখলাম কে কল দিলো।

ফোনের স্কিনে ঝলঝল করে উঠল একটা নাম.. (বজ্জাত ম্যাক্স প্রো)
চার্জ থেকে ফোনটা খুলে হাতে নিয়ে কল রিসিভ করলাম হ্যালো বলতেই ফোনের বিপরীত পাশ থেকে মিষ্টি মধুর কন্ঠে ভেসে আসল সে বলল।

” রেডি থাকিস তোর জন্য একটা গিফট নিয়ে আসছি ”

আহা গিফটের কথা শুনে তো আমি খুশিতে আত্মহারা হয়ে লাফাতে শুরু করলাম। বরাবরই আমি গিফট পেতে বড্ড ভালোবাসি। অধিক আগ্রহ নিয়ে অপেক্ষা করতে লাগলাম কখন আসবে সে সাথে নিয়ে গিফট…!

দীর্ঘ ক্ষণ অপেক্ষার পর উনার আগমন ঘঠল। উনাকে দেখে বুকের মধ্যে চিলিক দিয়ে উঠল মনে মনে খুশিতে পাগল পারা হয়ে গেছি দুই হাত পেছনে করে এগিয়ে আসছে আমার দিকে আহ কি যে শান্তি লাগছে এ যে কি রকম অনূভুতি বলে বোঝানো যাবে না।
সে আমার সামনে এসে টেডি স্টাইল ভাব দাঁড়িয়ে বলল।

” বর্ষা আমার দিকে দুই হাত বাড়িয়ে দে আর চোখ বন্ধ কর ”

আমিও খুশি মনে দুই হাত বাড়িয়ে দিলাম সাথে চোখ বন্ধ করে নিলাম। হাতের উপর কিছু একটা রাখল বুঝলাম চোখ দু’টো মিটমিট করছে কি দেখার জন্য এমন সময় আমার সামনে থাকা ব্যক্তি টা কন্ঠ কঠোর করে বলে উঠল..

” এইবার চোখ খোল আর দেখ পছন্দ হয়েছে কি-না? ”

চোখ খুলে যা দেখলাম মেজাজ টাই বিগড়ে গেলো। উনার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে চেচিয়ে বললাম।

” এইগুলো কি হাহহ এইগুলো কোনো গিফট হলো যত্তসব ফাউল জিনিস ”

সে জেনো হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাবে এমন অবস্থা এতদিন উনার হাসি মুগ্ধ হয়ে দেখলেও আজ দেখতে বিরক্ত লাগছে খুব রাগ হচ্ছে উনার উপর ইচ্ছে করছে সবগুলো জিনিস উনার মাথার উপর মারি।

আমার দিকে ঝুঁকে সে হালকা মৃদু হেঁসে বলল…

” বাড়ির কোনো কাজই তো করিস না! এইগুলো দিয়ে ছোটো আম্মুর একটু হেল্প করিস সবগুলো কাজের জিনিস ”

কথাগুলো বলে একটা চোখ টিপ দিলো সাথে হাত দিয়ে মুখ চেপে হাসতে হাসতে রুম থেকে বেরিয়ে গেলো।

উনার হাসি দেখে ইচ্ছে করছে উনার লম্বা লম্বা চুলগুলো টেনে টেনে ছিঁড়তে নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে চিৎকার দিলাম।

” অভ্র ভাইয়া ”

কতগুলা চা ছাঁকনি ডাল হুডুনি চামচ এগুলা কেমন গিফট আরও কিছু আছে যার নাম আমি জানিই না।

অতঃপর রাগে দুইদিন উনার সাথে কথা বলিনি।

এদিকে উনার কড়া নিষেধ।

প্রয়োজন ছাড়া যখন তখন উনার রুমে যাওয়া যাবে না। কিন্তু মন যে মানে না ডিলে যে সহে না। আমার খুব দেখতে ইচ্ছা করছে উনাকে কি করি কিভাবে যাই উনার রুমে ভাবতে ভাবতে আম্মু ডেকে বলল।

‘ বর্ষা এদিকে আয় তো শুনে যা। ‘
‘ কি হইছে আমি পারতাম না যাইতে কোনো জায়গায়!’
রুম থেকে ফুচি দিয়ে বাইরে আম্মুর দিকে তাকিয়ে বললাম।
‘ সব সময় কাজের জন্য বাহিরে আমাকে পাঠাতে হবে কেন বাড়িতে তো দামড়া দামড়া পোলাপানের অভাব নাই তাদের বলতে পারো না। ‘
‘ তোকে বাইরে যেতে ডাকছি কে বলছে? তোর অভ্র ভাইকে ডেকে নিয়ে আয়! তোর দাদার রুমে আসতে বল গিয়ে। ‘

আহ আহ আহ কি বললা আম্মু আবারও বলো তো?

মনে হলো কানে একটু বেশি শুনেছি তাই আবারও শুনতে চাইলাম আম্মু ও একই কথা বলল। আমি তো হেব্বি মহা খুশি প্রয়োজন পেয়ে গেছি। রুম থেকে দৌঁড়ে বের হলাম। কলিংবেল চাপতেই বড় আম্মু দরজা খুলে দিলো। বড় আম্মুকে কিছু বলার সুযোগ না দিয়েই প্রশ্ন ছুড়ে মারলাম।

‘ অভ্র ভাইয়া কোই? ‘
আমার প্রশ্নের উত্তর না দিয়ে বড় আম্মু একটু জ্ঞান দিলো।
‘ তোকে কতবার বলছি অভ্রকে ভাইয়া বলতে কিন্তু তুই শুনিস না সেই নাম ধরেই ডাকিস জানিস অভ্র তোর কত বড় আর তোদের সব ভাই বোনদের থেকেও বড় আর তুই ওকেই নাম ধরে ডাকিস’
বিশ্বাস করো তোমরা একটুও মজা লাগতে ছিলো জ্ঞান গুলো শুনতে। কপাল ভাজ করে চোখ ছোটো-ছোটো করে ভ্রু কুঁচকে অগ্নী দৃষ্টি নিক্ষেপ করে কন্ঠ কঠোর করে আবারও একই প্রশ্ন করলাম। (হাতে একটা ছুড়ি থাকলে ভালো হতো ছুড়িটা মুখের সামনে ধরে বললে হেব্বি লাগতো তখন)

‘ কোথায়? ‘
‘ গিয়ে দেখ ওর রুমেই আছে হয় তো’
কথাটা বলতে দেরি আমার ছুটতে দেরি হয়নি। রুমের সামনে এসে রুমের মধ্যে ফুচি দেই কিন্তু কোথাও দেখতে পেলাম না। বেলকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন স্ক্রল করছিল আমাকে রুমের মধ্যে আসতে দেখেই হাত থেকে ফোনটা কানের সাথে চেপে ধরল। আর এমন ভাবে ভাব ধরে কথা বলছে মনে হচ্ছে গার্লফ্রেন্ড এর সাথে পিরিত করতাছে। বেলকনির সামনে দাঁড়িয়ে লুকিয়ে কান পেতে শুনছিলাম কি কি বলে। কিন্তু তার আগেই ধরা পরে যাই।

হঠাৎ সামনে এসে দাড়ালো আমি তো উনাকে দেখে থুতুমুতু খেয়ে যাই ভ্রু নাচিয়ে প্রশ্ন ছুড়ল।
” তুই চোরের মতো আমার রুমে ঢুকে আড়ি পেতে কথা গিলছিস?’
‘আমি মোটেও চোরের মতো ঢুকিনি”
‘তোকে না বলছি প্রয়োজন ছাড়া আমার রুমে আসবি না’
‘ প্রয়োজন আছে তাই আসছি’
‘কি প্রয়োজন?’

‘কি প্রয়োজন সেটা পরে বলবো এখন তুমি এটা বলো এত ফিসফিস করে কার সাথে কথা বলছিলে?’
‘ আমি কার সাথে কথা বলছিলাম তোকে কেন বলবো তাড় ছিঁড়া সর সামনে থেকে আর কেনো আসছিস সেটা বল।’

কথাটা বলে সামনে থেকে চলে যাচ্ছিল। আমারও প্রচুর রাগ হলো। পেছন থেকে হাত ধরে দিলাম টান।
আল্লাহ গো, আত্মা টা একটুর জন্য বের হয়ে যায় নাই। হাতির মতো একটা শরীর আমার উপরে এসে পরল।
হঠাৎ ওইভাবে টান দেওয়াতে অভ্র ভাই তাল সামলাতে পারে নাই। এসে সোজা আমার উপরে আর আমি সোজা নিচে পরে গেলাম। উনি আমার থেকে অনেক লম্বা। ফ্লোরে পরার পরেই উনার ঠোঁট জোড়া গিয়ে আমার কপালে লাগল। আমি তো চোখ বড়বড় করে চাইলাম। ২মিনিট দু’জনেই বেকুব হয়ে রইলাম। তারাহুরো করে লাফ দিয়ে উঠে বলল।

‘ বের হো তুই রুম থেকে শীগ্রই বের হো’

ফ্লোরে শুয়েই নেকা কন্ঠে বলছিলাম।
‘ আমার মাজাটা বুঝি ভেঙেই গেছে’

আমার কথা শুনে উনি মাথা ঘুরালেন অন্য দিকে তাকিয়ে কপালে আঙুল দিয়ে চুলকালো। তারপর হুট করেই আমার হাত ধরে টান দিলো। মুহুর্তেই সোজা হয়ে দাঁড়িয়ে পরলাম। হাত ছেড়ে দিয়ে বলল।

‘ এখন যা আমার রুম থেকে, আর এই ব্যাপারে কাউকে কিছু বলবি না। ‘

আমি ভ্রু উঁচু করে চোখ দু’টো ছোটো-ছোটো করে বললাম।

‘ বলে দিবো এখনই বলে দিবো সবার আগে বড় আম্মুকে বলবো। ‘
কথাটা বলেই দিলাম দৌঁড়, সে-ও দিলো দৌঁড় আমার পেছন পেছন। আমি দৌঁড়ে কিচেনে চলে গেলাম পেছন থেকে চেঁচিয়ে বলে উঠলাম। ‘ বড় আম্মু তোমার ছেলে আমার কপ..’
আর কিছু বলার আগেই উনি এসে আমার মুখ চেপে ধরল। বড় আম্মুর উদ্দেশ্যে বলল।
‘ কিছু না আম্মু পড়তে বসবে না বলেছিলো তাই আমি’
‘ আমার এখন অনেক কাজ তোরা যা এখান থেকে।’
আমাকে টানতে টানতে বাড়ির বাহিরে নিয়ে আসলো আর বলল।

‘ তোর মাথার কি সব গুলো তাড় সত্যি সত্যি ছিঁড়া না-কি? তুই এই কথা আম্মুকে বলতে গেছিলি? ‘
‘ ৫০০০ টাকা দাও তাহলে আর কাউকে বলবো না পাক্কা প্রমিজ’
‘ ধাক্কা দিয়ে সিঁড়ি থেকে ফেলে দেবো আবারও একই কথা বললে যা এখান থেকা।’

কথাটা বলে মুখের উপর দরজা আঁটকে দিলো। আমিও কম কিসের বারবার বেল বাজালাম বিরক্ত হয়ে দরজা খুলে ধমক দিয়ে বলল!

‘ কি হইছে? যাবি নাকি থাপ্পড় খাবি? ‘
উনার ধমক শুনে চোখে পানি চলে আসলো। মাথা নিচু করে অভিমানী সুরে বললাম।

‘ আম্মু ডাকতে পাঠিয়েছে দাদা তোমাকে উনার রুমে ডেকেছে এখনই.!’
কথাটা বলতে বলতে চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পরল সেটা আর তার চোখ এড়ালো না। আমি পেছনে ঘুরে ছুটে দৌঁড় দিলাম। পেছন থেকে সে ডেকেছিল কয়েকবার কিন্তু আমি পিছুডাকে পাত্তা দেইনি…!
___________
একটু আগে আইসক্রিম কিনতে দোকানে গেছিলাম।
আমি দোকানদারের কাছে আইসক্রিম চাইলাম আমার পাশে একজন সুদর্শন যুবক দাঁড়িয়ে ছিল সে দোকানদারকে জিজ্ঞেস করল..

” পাইলট আছে? ”

আমি তো রীতিমতো উনার কথায় অবাক হই পাইলট এয়ারপোর্টে না থেকে দোকানে কি করবে?
নিজের কৌতূহল কমানোর জন্য জিজ্ঞেস করেই ফেলি।

” আপনি পাইলট এখানে কোথা থেকে পাবেন পাইলট তো এয়ারপোর্টে পাবেন। ” ঠিক সেই সময় পেছন থেকে গম্ভীর কারো কন্ঠে ভেসে আসলো সে বলল।

” তুই কি এখানে আইসক্রিম নিতে আসছিস নাকি পাইলট নিয়ে সমালোচনা করতে আসছিস কোনটা? ”

জিব দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে হালকা হাসার চেষ্টা করে পেছনে ঘুরে তাকালাম আর বললাম।

” ওই আসলে উনি পা পা পাইলট বললেন তো তাই ”

প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে টেডি স্টাইলে বলল।

” পাইলট সিগারেটের নাম তুই এখন যাবি এখান থেকে না-কি পাইলট খেয়েই যাবি ”

আর কি আইসক্রিম নিয়ে দিলাম দৌঁড় আর কি দাঁড়িয়ে থাকা যায়।
তবে পাইলট যে সিগারেটের নাম অভ্র ভাইয়া না বললে জানতামই না।
________
পরেরদিন সকালে,

সিঁড়ি দিয়ে গান গাইতে গাইতে নামছিলাম…
আমি: বন্ধু তুই লোকাল বাস বন্ধু তুই লোকাল বাস আদর কইরা!

তখন-ই পেছন দিয়ে কেউ একজন ডাক দিয়ে বলে উঠে.

– ওই ফাঁটা বাঁশ…

প্রচুর পরিমানে ম্যাজাজ গরম হলো পেছনে তাকিয়ে ভ্রু উঁচু করে রাগী ভাব নিয়ে কন্ঠ কঠোর করে প্রশ্ন ছুড়লাম।

আমি: কি হইছে?
– কিছু হয় নাই শুনে যা!
আমি: পারতাম না যাও ফোটো…

বলে চলে যেতে নিলে পেছন থেকে আবারও বলে উঠে।।

– ওই জংলী..!

দুই হাত মাথার উপর তুলে মুঠি বন্ধ করে দাঁতে দাঁত চেপে চোখ জোড়া বন্ধ করলাম। প্রচুর রাগ হচ্ছে ইচ্ছে করছিল হেঁটে গিয়ে ওর চুলের মুঠি ধরে দেয়ালের সাথে টপকাই কিন্তু তা তো সম্ভব না। কিছু না বলে আবারও চলে যাবো তখন পেছন থেকেও মিষ্টি কন্ঠে বলল।

– ওই শোন না প্লিজ শোনে যা তোকে একটা অনেক ইমপোর্টেন্ট কথা বলার আছে অনেক দিন ধরেই ভাবছিলাম বলবো….

পেছনে ঘুরে তাকালাম অপলকভাবে তাকিয়ে রইলাম মনের মধ্যে লাড্ডু ফুটতাছে না জানি কি বলবে দৌঁড়ে সামনে গেলাম জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন ছুড়লাম।

আমি: কি বলবা বলো!

– ভাবছি কিভাবে বলবো?

আমি- বলো না চান্দু কতদিন ধরে তো এটাই শুনতে চাচ্ছি, (মনে মনে)

– বলতে চাচ্ছিলাম আমি তোকে…

আমি- হ্যাঁ হ্যাঁ বলো আরে পরে বলো!

– আমি তোকে গত মাসে ৩হাজার টাকা হাওলাত দিছিলাম এখনও টাকা ফেরত দেস না কেন..?

What the ফাউ কথা।
ভাবছিলাম কি আর বললো ডা কি।
আর কি কোনোরকম বাহানা বানিয়ে কেটে পরলাম সামনে থেকে।
________
বিকেলে মিষ্টি রোদে একা একা ছাঁদে দাড়িয়ে নিজের লম্বা শার্টের লম্বা হাতা ফোল্ড করছিল আমি পেছন থেকে গিয়ে হুট করে বলে উঠলাম,

‘ আব্রাহাম ভাই অনেক রোমান্টিক সাথে কিউট ও আমার উনাকে খুব ভাল্লাগে ‘

জাস্ট এটুকুই বলছিলাম।
প্রতিউত্তরে কোনো কিছু না বলে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে ঠাসসস করে কষে গালে এক থাপ্পড় মারে।

তাল সামলাতে না পেরে ছাঁদে পরে গেলাম। হাত ধরে টেনে তুলে রাগে গজগজ করতে করতে বলে।

কি রোমান্টিকতা করছে তোর সাথে যে তোর কাছে ওই ছেলেকে রোমান্টিক লাগলো। আমি কি রোমান্টিক না কি হলো বল চুপ করে আছিস কেন? আর কে এই আব্রাহাম কথা বলবি নাকি থাপ্পড় খাবি আরও?

এত জোরে কেউ মারে? কোনো কথা পুরো না শুইনাই থাপ্পড় মারলা।

এই নেকা কান্না করবি না সোজাসুজি বল আব্রাহাম কে?

চোখ ছোটো-ছোটো করে বেবিফেস বানিয়ে অভিমানী স্বরে বললাম।

” আমার নেক্সট গল্পের নায়কের নাম ”

আমার কথা শুনে অভ্র ভাই হাত দিয়ে তার চোখগুলো কিছুটা চেপে ধরে।

আর চোখে খুলে দেখল আমি নাই।
থাপ্পড় আর খেতে চাই না বাবা? থাকলে সিউর আরও একটা মারতো।

আমি চলে আসার পরও কিছুক্ষণ সে সেথায় দাঁড়িয়ে থাকে। মনে মনে আমাকে কয়েকটা থাপ্পড় হয়তো মেরেছিল
________
সামনেই রোজার মাস, আর আমি ও আমার সকল বোনরা মিলে প্রতিবার রোজার আগে সম্পূর্ণ বাড়ির কাজকর্ম করি। ধূলোবালি পরিস্কার করি। পুরো বাড়ি একদম চকচক করে ফেলি আজও তাই করলাম।
সারাদিন বাড়ির সমস্ত কাজ নিজ হাতে করি যা দেখে সে খুশি হয়।
কাজ শেষে রুমেই যাচ্ছিলাম তখন পেছন থেকে ঢেকে বলল…

‘ ওই জংলী দাঁড়া.. ‘

সারাদিনের ক্লান্তি বিরক্তিতে পরিনত হলো। এক হ্রাস বিরক্তি নিয়ে পেছনে তাকালাম। তারপর উনি যা বললেন আমি তো পুরাই টাস্কি খাইয়া গেছি। দুই হাত পকেটে গুঁজে হেঁটে আমার সামনে এসে দাঁড়াল। ভ্রুকুটি কুঞ্চিত করে তাকিয়ে রইলাম। আমার দিকে তাকিয়ে থেকেই দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়ালেন আমাকে অবাক করে দিয়ে বললেন।

‘ আজ সারাদিন অনেক কাজ করছিস তোরও তো কিছু প্রাপ্য ‘

‘ মানে? ‘ ভ্রু কুঁচকে প্রশ্ন ছুড়লাম।

সে তার পকেট থেকে মুঠ করে হাত বের করে আমাকে উদ্দেশ্য করে বলল..

‘ হাত মেল..’
‘ কেন? ‘

কিছুটা বিরক্ত হলো সেটা তার কপাল ভাজ করা দেখেই বুঝে যাই। তারপর নিজেই হাত টান দিয়ে নিয়ে নিজের হাত থেকে কিছু একটা গুঁজে দিয়ে হাতের মুঠি বন্ধ করে দেয় আর বলে…

‘ সারাদিন এত কাজ করছিস আমারও তো কিছু দায়িত্ব আছে এটা তোর বকছিস আইসক্রিম কিনে খাইছ.. ‘

বলে সিটি বাজাতে বাজাতে চলে গেলো। আমি তো মহা খুশি হাতের মুঠি খুলে যা দেখলাম পুরো অজ্ঞান হওয়ার মতো অবস্থা হয়েছিল।

বকসিস তাও মাত্র ৫ টাকা
What the কিপ্টুস মার্কা ছেড়া

রুমে আর ঢুকা হলো না। পিছু ছুটে গেলাম ঠাসস করে দরজা ধাক্কা দিয়ে রুমে ঢুকলাম আর জিজ্ঞেস করলাম।

‘ এই টা কি? ‘
‘ কেনো তুই জানিস টা এটা কি? ‘
‘ আমি জানি এটা কি কিন্তু ৫ টাকা কেন আজকাল কার যুগে ৫ টাকার আইসক্রিম আছে নাকি ৫ টাকা কেউ দেয়? ‘ হেবি ক্ষেপে গেছি

উনি আমাকে অবাক করে দিয়ে আবারও বললেন।
‘ তুই জানিস, আমাদের সময় আমাদের ১টাকা করে দিতো আর দেখ আমি তো তাও তোকে ৫ টাকা দিছি এখন যা ফোট ডিস্টার্ব করিস না! ‘

মাত্রারিক্ত রাগ ও ক্ষোভ নিয়ে ওর টাকা ওর বিছানার উপর ছুড়ে মেরে হনহনিয়ে চলে আসলাম। সে-ও পেছনে দৌঁড়ে আসল আর বলল।

‘ আচ্ছা সরি! একটু মজা করছি এখন চল তোকে আইসক্রিম কিনে দেই। ‘
বলে এক মিনিটও দাঁড়ালো না বাড়ির বাহিরে চলে গেলো। আমিও কম কিসের আমার সাথে মজা করার সাজা তো পেতে হবে?
ভেবেই সবগুলা ভাইবোন জড়ো করলাম এই বলে
‘ কিপ্টুস আজকে সবাইকে আইসক্রিম খাওয়াবে’
সবাই খাওয়ার লোভে আমার সাথে লাফাতে লাফাতে গেলো বাড়ির আন্ডা বাচ্চা গুড়া গাঁড়া সব গেলো। দোকান থেকে একটা আইসক্রিম কিনে পেছনে ঘুরে ৪৪০ বোল্টের শকট খেলেন অভ্র ভাই ?
সবাই হাত বাড়িয়ে দেয় তার দিকে। সে কিছুক্ষণ দাঁত কটমট করতে করতে আমার দিকে রাগী লুকে তাকিয়ে রইলেন। তারপর সবাইকে হাসি মুখেই আইসক্রিম কিননা দিলো। দোকানে বিল দিয়ে হনহনিয়ে চলে গেলো হেবি লোস হয়ে গেলো।
সব গুলা এক সাথে বাড়ির উঠানে বসে আইসক্রিমের উপরের কাগজ টা খোলে পেছনের দিকে ছুঁড়ে ফেললাম। সবগুলো এক সাথেই পরেছে আমাদের এইদিকে আইসক্রিম খাওয়া প্রায় শেষ তখনই সে কোথা থেকে জেনো উদয় হলো। আমাদের দিকেই আসিতে ছিলেন চোখ উপরে ছিল তাই নিচে খেয়াল করেনি। আইসক্রিম লেগে থাকা কাগজে পারা দিতেই পা পিছলে ফরত করে পরে যায়। সবাই হরবরিয়ে পেছনে তাকালাম তাকে পরে থাকতে দেখে হাসতে হাসতে আমাদের জান দফারফা

একেই বলে যেমন কর্ম তেমন ফল কিপ্টুস বেডা বলে দিলাম সব উড়াধুড়া দৌঁড়

চলবে?

#অবন্তর_আসক্তি
#পর্ব_১১
#Sharmin_Akter_Borsha
___________
দেখতে দেখতে দিন কিভাবে পার হয়ে যায় ভাবাই যায় না। কয়েকদিন আগেও যার সাথে কথা বলার জন্য আমি হম্বিতম্বি করতাম, আজ তার সাথে কথা বলার জন্য আমার কোনো হতচকিত করতে হয় না।
আমার অভ্র ভাইয়ের উপর একটা অধিকারবোধ জন্মে গেছে সেটা আমি ঢের বুঝতে পারি, কিন্তু অধিকার টা কিসের সেটা অজানা। তবে তার সাথে কথা বলতে আমার খুব ভালো লাগে তার সাথে সময় ব্যয় করতে আমার ভালোলাগে। তার মুখের দিকে তাকিয়ে থাকতে ভালো লাগে। সে যখন কথা বলার মধ্যে ফিক করে হেঁসে ফেলে তখন সে হাসি দেখতে আমার ভালোলাগে। সে ভ্রুকুটি কুঞ্চন করে তাকায় তখনও আমার তাকে দেখতে ভালো লাগে। সে যখন হুট করেই আমার অতি কাছে এসে দাঁড়ায় তখন আমার হৃৎস্পন্দন তিব্র গতিতে বিট করে।
সে যখন কথা বলার মাঝে কথা হারিয়ে ফেলে কপাল চুলকায় তখনও তাকে আমার ভালো লাগে।
মোট কথা সম্পূর্ণ মানুষ টাকেই আমার ভালো লাগে। সময়ের সাথে সাথে সে জেনো আমার আষ্টেপৃষ্টে জড়িয়ে গেছে, ঘুম থেকে উঠার পর থেকে ঘুমানোর আগ মুহুর্ত পর্যন্ত আমার চোখ শুধু তাকেই দেখতে চায়, আমার মন শুধু তার কথাই ভাবে, আমার কান জেনো শুধু তার শীতলাকন্ঠই শুনতে চায়।
________
সাত দিন পর,
নিজের প্রশংসা কিভাবে আদায় করে নিতে হয় অভ্র ভাইয়া খুব ভালো করেই জানে…

পুরো ৩ঘন্টা গাড়িতে ঘুরার পর যখন খিদে লেগেছে প্রকাশ করলাম তখন Slow motion এ গাড়ি ব্রেক করল মাথা ঘুরিয়ে আমার দিকে চোখ দু’টো গোলগোল করে মুখে হাল্কা মৃদু হাসি ফুটিয়ে তুলে বলল…

” বর্ষা তোর পেট ভরাতে কি আমার বেশি টাকা লাগবে বল? কত টাকাই বা খাবি! তুই বল তোকে কখনো খাওয়ার জন্য বারণ করছি যখন যা বলছিস তাই তো এনে খাইয়েছি বল আমি কি কিপ্টা কখনো কিপ্টামি করছি? ”

বেশ কিছুক্ষণ চোখের দিকে তাকিয়ে রইলাম ভেতর থেকে এক দীর্ঘ শ্বাস বেরিয়ে আসল।

এখন কারো চোখের দিকে তাকিয়ে এত মানুষের সামনে তাকে কি আর কিপ্টা বলা যায়। চোখের দিক থেকে চোখ সরিয়ে নিলাম জানালা দিয়ে বাহিরে এক নজর তাকিয়ে আবারও ওর চোখের দিকে তাকিয়ে জিব দিয়ে হাল্কা ঠোঁট জোড়া ভিজিয়ে নিয়ে বললাম।

” নাহহহ… তুমি কিপ্টা হতে যাবে কেন তুমি তো উদার! ”

কথাটা বলে অন্য দিকে মুখ ঘুরিয়ে নিলাম।
আরও ২ঘন্টা ঘুরলাম কিন্তু আমার অভ্র উদার ভাইয়া খাওয়ানোর সময় পায় নাই….!
সবার হাতে চিপস আর আইসক্রিম ধরাই দিছে

নিজের প্রশংসা নেওয়া শেষ কিপ্টামি দেখানো শুরু করল।

অভ্র ভাইয়ার মতো এমন কিছু প্রশংসা বাদী মানুষ থাকে যারা নিজেদের প্রশংসা নিজেরাই করে।
কিপ্টুস…..৪ঘন্টা পেটে খিদে নিয়ে ঘুরলাম আর নিজেকে কিপ্টা দাবি করেন না তিনি…

অতিরিক্ত রাগ নিয়ে নিয়ে গাড়ির ডোর খুলে বের হলাম। ঠাসস করে লাগিয়ে দিয়ে হনহনিয়ে বাড়িতে ঢুকে গেলাম। আমার চেহারায় বিরক্তির ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। ম্যাজাজ টাই পুরো খারাপ করে দিয়েছে। রুমে এসে দরজা ভেতর থেকে বন্ধ করে দিয়ে চলে গেলাম বাথরুমে ফ্রেশ হতে, দীর্ঘ সময় শাওয়ার নেওয়ার পর টাওয়াল দিয়ে চুল পেচিয়ে রুমে চলে আসি। সারাদিনের ক্লান্তি ভোড় করেছো ঘুম পাচ্ছে খুব, ঘুমের উপর নিয়ন্ত্রণ হারিয়ে বিছানায় গা এলিয়ে দিলাম।

ঘুম ভাঙ্গলো ঠিক সন্ধ্যায়, আমি যখন ঘুমিয়ে ছিলাম তখন জানালার থাই খোলা ছিল বলে রুমে সূর্যের আলো আসছিল, এখন সন্ধ্যা হওয়ায় রুম ঘুটঘুটে অন্ধকার। বিছানায় উঠে বসে এক হাত দিয়ে চোখ ঢলছিলাম। তখনই নজরে পরল রুমের মধ্যে সাদা সাদা কি জেনো একটা হাঁটছে, ভয় পেয়ে দিলাম এক ইয়া জোরে চিৎকার।
‘ আল্লাহ গো মা গো বাবা গো ভূত ‘
চেঁচাতে চেঁচাতে বিছানা থেকে লাফ দিয়ে নিচে নামলাম। আমার চেচামেচি তে সেও দৌড়াতে শুরু করল সাথে আমিও লাফাচ্ছি এক পর্যায়ে সে আমার পায়ের উপর এসে পরল, আমি তো চিৎকারে জ্ঞান হারানোর মতো অবস্থা এত জোরে চিৎকার দিয়েছি যে বাড়ির সকলে ছুটে এসে দরজায় কড়া নাড়ছে৷ আমি অন্ধকারে দৌঁড়ে দরজা খুলে দেই৷ সামনে কে ছিল না দেখেই তার আষ্টেপৃষ্টের সাথে নিজেকে জড়িয়ে ফেলি। ভয়তে আমার হাত পা কাঁপা-কাঁপি করছে। আমি যে প্রচুর ভয় পেয়েছি তা সকলে আমাকে দেখেই বুঝতে পারছে। সকলে জিজ্ঞেস করে, কি হয়েছে? প্রতিত্তোরে কাঁপা কাপা গলায় বলি, ‘ রুমে ভূত ‘

সকলে রুমের মধ্যে উঁকি দেয়, পুরো রুম অন্ধকার তাই আম্মু গিয়ে রুমের লাইট অন করল। বিছানার উপর একটা সাদা বিড়াল বসে রয়েছে। লাইট অন হতেই, ‘ মেউ মেউ ‘ করে ডেকে উঠল।

বিড়ালের ডাক শুনে পেছনে ঘুরে দেখলাম। মাথা ঘুরিয়ে সামনে তাকিয়ে চমকে উঠলাম। আচমকা তাকে ধাক্কা দিয়ে দূরে সরাতে গিয়ে নিজেই মেঝেতে পরে গেলাম। দাঁড়িয়ে থাকা আমার পরহেজগারি বোন ও ভাইরা ফিক করে হেঁসে দিলো। অস্ফুটস্বরে কোমড়ে হাত রেখে বলে ফেললাম, ‘ মরার বিড়াল ‘

রাগ দেখিয়ে উঠে দাঁড়ালাম সকলকে উপেক্ষা করে নিজের রুম থেকেই বেরিয়ে গেলাম।
পানি পিপাসায় গলা কাঠ হয়ে যাচ্ছিল। ছুটে আসলাম ফ্রিজের সামনে, নরমালে হাত না দিয়ে দিলাম ডিফে আহহ ইহা কি অবাক করা কান্ড একটা কোন আইসক্রিম দেখে প্রচুর হাসি পেলো। আইসক্রিম টা হাতে নিয়ে নেড়ে চেড়ে দেখে আবারও জায়গা মতো রেখে দিলাম।

বুঝতে বাকি নেই রাগ কমানোর জন্যই আইসক্রিম এনেছে, যখনই রাগ অভিমান করি টুক করে আইসক্রিম এনে ফ্রিজে রেখে দেয়। কখনো আমি দেখি আবার কখনো দেখি না। যখন না দেখি তখন সামনে সামনে ঘুরবে আর ফ্রিজ নিয়ে কথা বলবে হুহহ।

কিন্তু এইবার আমি গলবো না সারাদিন ঘুরাইছে কিছুই খাওয়ায় নাই হার কিপ্টা বেডা একখান।
জীবনেও বিয়া হইবো না হুহহহহ, আমার অভিশাপ সবসময় কাজে লাগে।

বলার সঙ্গে সঙ্গে পেছন থেকে গুরুগম্ভীর কন্ঠে বলল, ‘ কি বললি তুই ‘

চোখ বড়সড় করে পেছনে তার মুখোমুখি হয়ে ঘুরে থমথমে হয়ে দাঁড়িয়ে রইলাম। মনে মনে বিবৃত করতে করতে বললাম, ‘ আহহহ কখন আসছো তুমি ভাইয়া? ‘

‘ তুই যখন বদদোয়া করছিলি। কি বলছিলি আমার জীবনে বিয়ে হবে না? ‘

‘ এই রে আল্লাহ রে শুনে ফেলছে রে। ‘ (মনে মনে)

তারপর অভ্র ভাইয়া যা করলেন সবটা আমার ভাবনার অতিক্রম! সে একহাত দিয়ে আমার

চলবে?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here