রাগী বর,০৫,০৬

0
2590

রাগী বর,০৫,০৬
লেখিকা:বুশরাতুজ্জামান ছোঁয়া
পর্ব:০৫
.
ছোঁয়া উপরেই ঘুমিয়ে পড়ল,,,আর কনক তো রেগে আগুন হয়ে রয়েছে,,,কনক ছোঁয়ার কাছে যেয়ে ছোঁয়ার হাত ধরে টান দিতে দিতে বলছে,,,
.
কনক :::::::::: এই মেয়ে উঠ,,,তুমি এইখানে ঘুমাবে না আমার পাশে,,,
ধ্যাত মেয়েটা এইখানেই ঘুমিয়ে পড়েছে,,,এর আসলে কিছু একটা করা দরকার,,,
.
আসলেই কনককের আর কিছুই করার নেই ছোঁয়া উপরেই ঘুমিয়ে পড়েছে,,,দুইদিন পর ছোঁয়া আজকে শান্তির একটা ঘুম দিল,,,কনক সোফায় যেয়ে বসে ল্যাপটপ টা অন করে গুরুত্বপূর্ন কাজ করতে লাগল,,,কনক দুইটার সময় ঘুমালো,,,বাধ্য হয়ে ছোঁয়ার সাথে ঘুমাতে হল কনকের,,,
.
আজান দিয়ে দিয়েছে,,,ছোঁয়া ঘুম থেকে উঠে পড়েছে নামাজ পড়ার জন্য,,,কনক এখনও উঠেনি,,,তাই ছোঁয়া মনে মনে বলছে,,,
.
ছোঁয়া :::::::::: আজান দিয়েছে উনি নামাজ পড়বেন তা না করে উনি ঘুমাচ্ছেন,,,,
না এই অন্যায় আমি কিছুতেই হতে দিতে পারি না,,,আজকে উনাকেই নামাজ পড়তেই হবে,,,আমি উনার স্ত্রী হয়ে কিছুতেই নামাজ পড়ার সময়ে এইভাবে ঘুমিয়ে থাকতে দিতে পারি না,,,
.
ছোঁয়া কনককে ডাকছে,,,কনক কিছুতেই ছোঁয়ার ডাক শুনছে না,,,এইবার ছোঁয়ার খুব রাগ উঠেছে তাই ছোঁয়া বলেই ফেলল,,
.
ছোঁয়া :::::::::: এই রাক্ষস ঘুম থেকে উঠেন না কেন,,,
.
এইবার কনক ছোঁয়ার ডাক শুনল,,,বিরক্ত হয়ে বলতে লাগল,,,
.
কনক :::::::::: এই মেয়ে তোমার সমস্যা কি,,,
এইভাবে ডাক দিচ্ছ কেন,,,হয়েছে টা কি,,,
.
ছোঁয়া :::::::::: এখনই ঘুম থেকে উঠবেন আপনি,,,,
আর নামাজ পড়বেন আপনি এখন,,,নামাজ পড়ার টাইমে এখন আপনি কিছুতেই ঘুমোতে পারবেন না,,,
.
কনক :::::::::: কি নামাজ,,,
.
ছোঁয়া :::::::::: হ্যা আপনি নামাজ পড়বেন,,,আমি কিছুই জানি না,,,
মুসলমান ঘরের ছেলে অথচ নামাজ পড়বেন না তা তো আমি কিছুতেই হতে দিতে পারি না,,,তাড়াতাড়ি উঠুন আর ওযু করে আসুন,,,
.
কনক :::::::::: হুম উঠছি,,,
.
কনক বিছানা ছেড়ে উঠে ওয়াশরুমে যেয়ে ওযুটা করে আসল,,,ছোঁয়াও ওযুও করে আসল,,,আর ছোঁয়া কনককে মসজিদে পাঠালো নামাজ পড়ে আসার জন্য,,
.
কনককে মসজিদে পাঠিয়ে নিজে নামাজটা পড়ে নিল,,,কনক নামাজ পড়ে আসল,,,আবার শুয়ে পড়ল,,,কি আর করবে বেচারা রাত দুইটার সময় ঘুমিয়েছিল,,,
.
ছোঁয়া নিচে চলে আসল,,,রান্নাঘরে এসে রান্না করতে লাগল,,,একটু পরে আমেনা আসল,,,আমেনা ছোঁয়াকে রান্না করতে দেখে বলছে,,,
.
আমেনা :::::::::: বউ মা তুমি রান্না করছ কেন ,,,আজকে তো তুমি কলেজে যাবে যাও তাড়াতাড়ি রেডি হয়ে নাও ,,,
আমি কিন্তু জানি তোমাদের কলেজ নয়টা থেকে শুরু হয় ,,,,
তোমাকে রান্না করতে হবে না বউমা ,,,তুমি উপরে যেয়ে রেডি হয়ে নাও ,,,,
.
ছোঁয়া :::::::::: জ্বি আম্মু ,,,,
.
ছোঁয়া আবার উপরে চলে আসল ,,,,উপরে যেয়ে দেখে কনক ঘরে নেই ,,,,ছোঁয়া বলছে ,,,,
.
ছোঁয়া :::::::::: যাক বাবা রাক্ষসটা ঘরের ভিতর নেই ,,,,
এই সুযোগে আমি রেডি হয়ে নিতে পারি ,,,,
.
ছোঁয়া জানত না যে কনক ওয়াশরুমে ছিল ,,,,কনক ঘরে নেই এইটাই ভেবে ড্রেস চেন্জ করতে লাগল ,,,ঠিক ওই সময় কনক ওয়াশরুম থেকে বের হল ,,,,কনক বাইরে এসে এইসব দেখে চোখ উপরে উঠে গেল ,,,,,
.
ছোঁয়া কিছুতেই বুঝতে পারল যে কনক ওকে দেখছে ,,,ড্রেস চেন্জ করে বই খাতা গুছানোর পর যখন পিছন ঘুরে তাকালো তখন কনককে দেখল ,,,ছোঁয়া কনককে দেখে ঢুক গিলছে ,,,কনককের চোখ এখনও উপরে উঠে রয়েছে ,,,,
.
ছোঁয়া আর বেশিখন এইখানে দাঁড়িয়ে না থেকে ব্যাগটা নিয়ে নিচে এক দৌড় দিল ,,,,নিচে এসে ব্যাগটা রেখে মুখটা লুকালো ছোঁয়া ,,,,ছোঁয়াকে এইরকম থাকতে দেখে আমেনা ছোঁয়াকে জিজ্ঞাসা করছে ,,,,
.
আমেনা :::::::::: কি হয়েছে বউ মা এইভাবে মুখ লুকাচ্ছ কেন ,,,,
.
ছোঁয়া :::::::::: কিছু হয়নি তো আম্মু ,,,,
.
কনক নিচে চলে আসল ,,,কার সাথে যেন কথা বলছে ফোনে আর প্রচুর রেগে রয়েছে ,,,এমন রেগে রয়েছে যে একসময় মোবাইলটা ছুড়ে মারল ,,,,দামি মোবাইলটা একদম শেষ ,,,ছোঁয়া একদম অবাক হয়ে তাকিয়ে রইল ,,,একসময় চিৎকার করে বলতে লাগল ,,,,
.
কনক :::::::::: আকাশ ,,,,,,,
.
আকাশ আসল আর সাথে একটা মোবাইল নিয়ে আসল ,,,,মোবাইলটা কনকের হাতে দিল ,,,,আমেনা ছোঁয়াকে বলছে ,,,,
.
আমেনা :::::::::: অবাক হওয়ার কিছু নেই বউমা এর আগে কতগুলো মোবাইল এইভাবে ভেঙ্গেছে ,,,,
এইটা আবার কি ,,,,
.
ছোঁয়া :::::::::: এ্যা ,,,,
.
আমেনা :::::::::: এ্যা নয় হ্যা ,,,,
.
জয় আসল কনককে নিতে ,,,,,ওরা দুইজনে একটা ইমপরটেন্ট একটা মিটিং যাবে ,,,,অনন্যা নিচে আসছিল ,,,হঠাৎ করে পা পিছলিয়ে পড়ে যাচ্ছিল ,,,
.
জয় এসে অনন্যাকে এসে ধরল ,,,,জয় অনন্যাকে বলছে ,,,,
.
জয় :::::::::: এইভাবে কেউ হাঁটে কিছু একটা হয়ে যেত ,,,
.
অনন্যা :::::::::: সরি ,,,,
.
আমেনা :::::::::: বউ মা তুমি এখনও দাঁড়িয়ে রয়েছ তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নাও ,,,,
তোমার কলেজের সময় হয়ে যাচ্ছে ,,,,আর তোরাও খেতে বস ,,,,
.
ছোঁয়া :::::::::: হুম ,,,,
.
ছোঁয়া ব্রেকফাস্ট টা সেরে নিয়ে কলেজে চলে আসল ,,,,ক্লাসে ঢুকতে না ঢুকতেই ছোঁয়ার বান্ধবীরা ওর দিকে ছুটে আসল ,,,,একদম জড়িয়ে ধরল ,,,,,সবাই ছোঁয়াকে বলছে ,,,,
.
রুবাইয়া :::::::::: কি রে দোস্ত কেমন আছিস ,,,,
পুরো এক সপ্তাহ পরে আসলি তুই ,,,,
.
ছোঁয়া :::::::::: কি আর করবো বল আব্বু আম্মু জোর করেই বিয়েটা করিয়েই দিল ,,,
.
রিমি :::::::::: আমরা তো ভেবেই নিয়েছিলাম তোকে বোধ হয় আমরা আর দেখতে পাব না ,,,,
মনে শান্তি পেলাম তুই এসেছিস ,,,,
.
ছোঁয়া :::::::::: আমার শ্বাশুরিই আমাকে আসতে বলেছে ,,,,
.
সাদিকা :::::::::: তোর শ্বাশুরি কত ভালো রে ,,,,
কিন্তু দোস্ত তোর হাতে কি হয়েছে ,,,,
.
ছোঁয়া :::::::::: কিছুই হয় নি তো ,,,,(হাতটা লুকিয়ে)
.
সোনালি :::::::::: বাদ দে তো এখন ,,,,
আগে বল জিজুর নাম কি ,,,,
.
ছোঁয়া ::::::::::: কনক ,,,,
আর প্রচুর রাগি কথায় কথায় রাগ দেখায় ,,,,রাগ দেখানো ছাড়া আর কিছুই বুঝে না ,,,,
কলেজে আসার সময়ও রাগ দেখে আসলাম রে আমার হাজবেন্ড এর ,,,,
.
মন্দিরা :::::::::: কি ,,,,
রাগীটাকে নিয়ে থাকিস কিভাবে ,,,,
.
ছোঁয়া ::::::::;: ওইভাবেই ,,,,
.
সবাই মিলে আরও অনেক গল্প করতে লাগল ,,,,
.
কনক আর জয় গাড়িতে আছে ,,,,দুইজনে মিলে জরুরি কথা বলছে ,,,,হঠাৎ করে কনকের যেন মনে হল ,,,,কেউ যেন কনককে নিয়ে কথা বলছে ,,,,কনক একদম অন্যমনস্ক হয়ে পড়েছে ,,,,জয় কনককে অন্যমনস্ক থাকতে দেখে জিজ্ঞাসা করছে ,,,,
.
জয় :::::::::: কি রে কি হয়েছে এইভাবে অন্যমনস্ক হয়ে রয়েছিস কেন ,,,,
.
কনক :::::::::: মনে হল কে যেন আমাকে নিয়ে কথা বলছে ,,,,
.
জয় :::::::::: কে আবার বলবে ভাবি বলছে ,,,
আচ্ছা ভাবির সাথে এই কয়েকদিন কি করলি ,,,,
.
তখনই কনকের সকালের কথা মনে পড়ল ,,,,
আবার চোখ উপরে উঠল কনকের ,,,,
.
কনক :::::::::: এইসব বিষয় নিয়ে আমি কোন কথা বলতে চাচ্ছি না ,,,
আমি খেয়াল করেছি যে তুই যখন অনন্যাকে কালকে ওওই কথাটা বললি তখন মন খারাপ করে উপরে চলে গিয়েছিল ,,,
আর আজকেও তোর দিকে কেমন করে তাকিয়ে ছিল ,, ,,আমি কিছুই বুঝতে পারলাম না ,,,,
.
জয় :::::::::: আমি কিছু জানি না অনন্যা কি হয়েছে ,,,
.
কনক :::::::::: আমার মনে নেই অনন্যা তোকে ভালোবাসে ,,,,
.
জয় :::::::::: আমি জানি না হতেও পারে ,,,,
.
ছোঁয়ার কলেজ ছুটি দিয়ে দিয়েছে ,,,,ছোঁয়া এখন রাস্তায় ,,,,ছোঁয়া গাড়ির কাছে যাওয়ার আগেই কলেজে যে ছেলেগুলো বখাটে টাইপের সে ছেলেগুলো ছোঁয়াকে ঘিরে ধরল ,,,,
.
এদের মধ্যে যে লিডার সিরাজ সে একদম ছোঁয়ার কাছে আসল ,,,,সে ছোঁয়াকে বলছে ,,,,
.
সিরাজ :::::::::: তুই আমার না হয়ে অন্য কারোর হয়ে গেলি ,,,,আজকে তো তোকেই ছাড়ছি না ,,,,
.
ছোঁয়া বুঝতে পারছে না ছোঁয়া এখন কি করবে ,,,,সিরাজ ছোঁয়ার হাত ধরল ,,,,টানতে টানতে কোথায় যেন নিয়ে যাচ্ছে ,,,ওই রাস্তা দিয়েই কনক যাচ্ছিল কনক এইসব দেখল ,,,,
.
কনক এখন দ্বিগুন বেশি রেগে গেল ,,,,গাড়ি থেকে নামল ,,,,গাড়ি থেকেই নেমেই সিরাজের হাতটা ধরল আর ছোঁয়াকে ছুটিয়ে নিল ,,,সিরাজ বলছে ,,,,
.
সিরাজ :::::::::: কে রে তুই ,,,,একে বাঁচানোর জন্য এইভাবে আসলি ,,,
তুই কে হস এই মেয়ের ,,,,
.
কনক :::::::::: আমি ওর হাজবেন্ড ,,,,
আর ও আমার ওয়াইফ ,,,,
.
সিরাজ ::::::::;: তার মানে তুই সেই এই মেয়ের সাথে বিয়ে হয়েছে ,,,,
তোকে আমি ছাড়ছি না ,,,,
.
কনক সিরাজকে একটা ঘুষি মেরে নিচে ফেলে দিল ,,,আর বলতে লাগল ,,,,
.
কনক :::::::::: আর কোনদিন যদি আমার স্ত্রীর দিকে তাকানোর চেষ্টা করিস তাহলে তোর চোখ টেনে ছিড়ে আনবি ,,,
আর গায়ে হাত দেওয়ার চেষ্টা করিস তাহলে তোর হাত কিন্তু তোর বডি তে থাকবে না ,,,,
.
সিরাজ :::::::::: তুই জানিস না কার গায়ে হাত তুলেছিস ,,,,
আমার বাবা তোকে ছাড়বে না ,,,,
.
কনক :::::::::: তুই হয় তো বা আমাকে চিনিস নি আমি কে ,,,,
আমি কনক চৌধুরি ,,,,
পুরো দেশ আমাকে চিনে আমাকে জানে অনেক বড় বিজনেস ম্যান ,,,,
আমার স্ত্রীর আশর পাশে তোকে যেন না দেখি ,,,,
.
ছোঁয়া কনকের মুখে এইসব কথা শুনার পর থেকে চোখ দিয়ে পানি পড়ছে ,,,,কনক ছোঁয়ার হাতটা ধরল ,,,আর গাড়িতে নিয়ে বসাল ,,,,আর কনক গাড়ি ড্রাইভ করছে ,,,,
.
.
চলবে ,,,

রাগী বর
লেখিকা:বুশরাতুজ্জামান ছোঁয়া
পর্ব:০৬
.
কনক ছোঁয়ার হাত ধরে গাড়িতে নিয়ে বসালো ,,,,,কনক গাড়ি ড্রাইভ করছে ,,,,কনক এখনও অনেক রেগে রয়েছে ,,,,,গাড়ি চালানোর ভাব দেখেই বোঝা যাচ্ছে ,,,,ছোঁয়া শুধু চুপ করে বসে রয়েছে ,,,,
.
ওরা বাসাই চলে এসেছে ,,,,,কনক গাড়ি থেকে নামল প্রথমে ,,,,,তারপর ছোঁয়াকে হাত ধরে গাড়ি থেকে নামাল ,,,,,তারপর হাত ধরে সোজা ঘরে নিয়ে যাচ্ছে ,,,,
.
ঘরে নিয়ে যেয়ে দরজাটা একদম আটকিয়ে দিল ,,,,আমেনা আর অনন্যা দরজার বাইরে দাঁড়িয়ে রয়েছে ,,,,ওরা বুঝতে পারছে না ভিতরে কি হচ্ছে ,,,কনক ছোঁয়াকে জিজ্ঞাসা করছে ,,,,
.
কনক :::::::::: ছেলেটা কে ,,,,,
.
ছোঁয়া :::::::::: আমাদের সাথেই পড়ে ,,,,,
ওর নাম সিরাজ ,,,,,
.
কনক :::::::::: কে বলেছিল ছেলেটার সাথে কথা বলতে হুম ,,,,,
তাহলে এইরকম কিছুই হত না ,,,,
.
ছোঁয়া :::::::::: আমি ছেলেটার সাথে কথা বলতে যাইনি ,,,,
আমি গাড়ির কাছে যাচ্ছিলাম ওই সময় ও ওর বন্ধুরা আমার সামনে আসে ,,,,
তারপরই তো হলো ,,,,
.
কনক :::::::::: ছেলেটার বাবার নাম কি ,,,,
বলল যে ছেলেটার বাবা নাকি আমাকে শেষ করে দিবি ,,,,
কে ওই শয়তান ছেলেটার বাবা ,,,,,
.
ছোঁয়া :::::::::: আরমান সিকদার ,,,,,
.
কনক :::::::::: ও আই সি ,,,,,
কালকে থেকে তুমি একা একা কলেজে যাবে না আর একা একাও আসবে না ,,,,
আমি তোমাকে দিয়ে আসব ,,,,, আর নিয়ে আসব ,,,,
.
ছোঁয়া :::::::::: ঠিক আছে ,,,,
.
কনক দরজা খুলে দিল ,,,,, আমেনা আর অনন্যা এখনও বাইরে দাঁড়িয়ে আছে ,,,, আমেনা কনককে জিজ্ঞাসা করছে ,,,,,
.
আমেনা :::::::::: কি হয়েছিল টা কি এইভাবে দরজা আটকিয়ে দিয়ে কি করছিলি বউমার সাথে ,,,,
.
কনক :::::::::: কিছু না ,,,,
.
আমেনা :::::::::: তুই আবার বউমাকে অত্যাচার করছিলি দরজা আটকিয়ে ,,,,,
.
কনক :::::::::: আম্মু তুমি সবসময় নেগেটিভ ভাব কেন ,,,,, একটু কি পজিটিভ ভাবতে পার না ,,,,,
.
আমেনা :::::::::: তাহলে দরজা আটকিয়ে করছিলি টা কি ,,,,,
.
কনক :::::::::: বললাম তো কিছুই না ,,,,(রাগি গলায় বলল কথাটা)
.
কনক রাগ করে নিচে চলে গেল ,,,, ছোঁয়া কনকের পিছন পিছন যেতে চাচ্ছিল কিন্তু আমেনা ছোঁয়ার হাতটা টেনে ধরল ,,,,ছোঁয়া কাঁদ কাঁদ গলায় আমেনাকে বলছে ,,,,,
.
ছোঁয়া :::::::::: এমনিতেই উনি খুব রেগে ছিলেন আর আপনি আরও রাগিয়ে দিলেন আম্মু ,,,,
এই রাগ কি আর এত সহজে কি ভাঙ্গবে ,,,,
.
আমেনা :::::::::: কেন কি হয়েছে বউমা ,,,,,
.
ছোঁয়া আমেনা কে সব কিছু খুলে বলল ,,,,ছোঁয়া আবার বলা শুরু করল ,,,,
.
ছোঁয়া :::::::::: এখন অনেক রেগে রয়েছেন উনি জানি না এখন উনি কি করবেন ,,,,
.
আমেনা :::::::::: এখন আর একা একা কলেজে যাবি না ,,,,
আমিও তোর সাথে যাব ,,,,
.
ছোঁয়া :::::::::: না আম্মু আপনাকে যেতে হবে না ,,,,,
উনি বলে দিয়েছেন কালকে থেকে উনি আমাকে কলেজে দিয়ে আসবেন আর নিয়েও আসবেন ,,,,,
.
আমেনা :::::::::: ভালোই হল ,,,,
অনন্যা তুই তোর ভাবির সাথে এখন থাক ,,,,
.
অনন্যা :::::::::: জ্বি আম্মু ,,,,
.
ছোঁয়া আর অনন্যা বসে রয়েছে ,,,,অনন্যাকে ছোঁয়াকে বলছে ,,,,,
.
অনন্যা :::::::::: যখন ছেলেটা তোমার গায়ে হাত দিল তখন না একটা থাপ্পর আর জুতার বাড়ি মারা উচিৎ ছিল ভাবি ,,,,,
.
ছোঁয়া :::::::::: সেই শক্তি টাই তো পাচ্ছিলাম না ,,,,
উনি যদি তখন ওইখান দিয়ে না যেতেন তাহলে যে কি হত ,,,,,
.
অনন্যা :::::::::: হুম ভাবি ,,,,,
.
কনক অফিসে চলে এসেছে ,,,,,কনক ওর কাজ করছে ,,,,কনকের আশে পাশে যে থাকে আকাশ সে এসে বলছে ,,,,
.
আকাশ :::::::::: স্যার আপনার সাথে আরমান সিকদার দেখা করতে এসেছে ,,,,
.
কনক :::::::::: উনাকে ভিতরে পাঠিয়ে দাও ,,,,
.
আকাশ :::::::::: ওকে স্যার ,,,
.
আকাশ বাইরে যেয়ে আরমান সিকদারকে ভিতরে পাঠিয়ে দিল ,,,,,কনক আরমান সিকদারকে দেখে বলছে ,,,,
.
কনক :::::::::: আরমান সিকদার হঠাৎ করে আমাকে কেন মনে পড়ল ,,,,,
.
আরমান :::::::::: তোমাকে কিছু বলতে এসেছিলাম কনক চৌধুরি ,,,,,
.
কনক :::::::::: কি কথা ,,,,,
.
আরমান :::::::::: আজকে তুমি আমার ছেলের গায়ে হাত তুলেছ কেন ,,,,
.
কনক :::::::::: আপনার ছেলে এমনই এক কাজ করেছে যার জন্য হাত তুলতে বাধ্য হয়েছি ,,,,
.
আরমান ::::::::::: আমার ছেলে এমন কি করেছে যে গায়ে হাত তুলেছ তুমি ,,,,
.
কনক ::::::::::: আমার স্ত্রীর দিকে খারাপ নজরে দেখেছিল ,,,,
আর ওর গায়েও হাত দিয়েছিল এর জন্য মেরেছি আপনার ছেলেকে ,,,,
.
আরমান ::::::::::: নিজের জীবন যদি বাঁচাতে চাও তাহলে মেয়েটাকে ছেড়ে দাও ,,,,
তোমার সাথে ওই মেয়ের বিয়ে হওয়ার আগে আমার ছেলে ওই মেয়েকে ভালোবাসতো ,,,
আর চাইত আর এখনও চাই তাই ভালোই ভালোই মেয়েকে ছেড়ে দাও ,,,,
.
কনক ::::::::::::: সরি ,,,,
.
আরমান :::::::::::: এই কনক চৌধুরি ,,,,
.
কনক :::::::::: আওয়াজ নিচে আরমান সিকদার ,,,,
আপনি এখন ভালোই ভালোই যান এইখান থেকে নইতো আমার সিকিউরিটি এনে গাড় থাক্কা দিয়ে বের করে দিব ,,,,
.
আরমান :::::::::: ঠিক আছে যাচ্ছি ,,,,
.
আরমান সিকদার চলে গেল ,,,,
.
কনক :::::::::: এত দিন আমি ওকেই ছাড়তে চাইতাম ,,,,
না আমি আর জীবনেও মেয়েটাকে ছাড়বো না ,,,
মেয়েটাকে যদি ছেড়ে দেই তাহলে মেয়েটা সুরক্ষিত থাকবে না ,,,,
.
রাত হয়ে গেছে ,,,,কনক বাসাই চলে এসেছে ,,,,ছোঁয়া এখনও ঘুমাইনি ,,,,কনক ঘরে এসে দেখে ছোঁয়া এখনও জেগে রয়েছে ,,,,মানে রাত জেগে পড়ছে ,,,,কনক ছোঁয়াকে বলছে ,,,,
.
কনক ::::::::: তুমি এখনও জেগে রয়েছ ঘুমাওনি কেন ,,,,
.
ছোঁয়া ::::::::: কলেজের অনেক পড়া তাই এখনও ঘুমাইনি ,,,,
.
কনক :::::::::: এত রাত জেগে পড়তে হবে না ,,,,
এখন শুবে তুমি ,,,,
আর কালকে যদি আবার কিছু করার চেষ্টা করে আমায় সরাসরি কল করবে ,,,,
.
ছোঁয়া ::::::::: ঠিক আছে ,,,,
.
কনক ::::::: এখন আর রাত জাগতে হবে না ,,,,
শুয়ে পড় এখন ,,,,
.
ছোঁয়া :::::::: না ,,,,
.
কনক অনেক রেগে গেছে ,,,,ছোঁয়া সেটা বুঝতে পেরেছে ,,,,আর রাগাতে চাই না বলে আর কোন কথা না বলে শুয়ে পড়ল ,,,,
.
কনকও লাইট অফ করে দিয়ে ছোঁয়ার পাশে শুয়ে রয়েছে ,,,,
.
.
চলবে ,,,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here