রাগী বর,০৭,০৮

0
2550

রাগী বর,০৭,০৮
লেখিকা:বুশরাতুজ্জামান ছোঁয়া
পর্ব:০৭
.
কনক লাইটা অফ করে দিয়ে ছোঁয়ার পাশে শুয়ে পড়ল ,,,,কিসের জন্য যেন ওরা দুইজনে দুইজনের দিকে তাকাল ,,,,,দুইজনেই একটু লজ্জা পেল ,,,,,কনক নিজেকে ঠিক রেখে ছোঁয়াকে বলছে ,,,,
.
কনক :::::: তুমি এখনও ঘুমাওনি কেন ,,,,,
.
ছোঁয়া ::::: কি করব কিছুতেই তো ঘুম আসছে না ,,,,
কিন্তু আপনি এখনও ঘুমাননি কেন ,,,,,
.
কনক ::::::: এমনি ,,,,
তাড়াতাড়ি ঘুমিয়ে পড় ,,,,
আর কোন কথা নয় ,,,,
.
ছোঁয়া :::::: আমি না হয় ঘুমিয়ে পড়ব ,,,
আপনি আগে ঘুমান তো তারপর না হয় আমি ঘুমিয়ে পড়ব ,,,,
আপনি না ঘুমালে আমি কিন্তু ঘুমাবো না এই আমি বলে দিলাম হুম ,,,,
.
কনক ::::: ঠিক আছে ,,,,,
.
কনক ওইপাশে ঘুরে ঘুমিয়ে পড়ল ,,,,ছোঁয়া কনককে কিছুখন দেখার পর ওইপাশে ঘুরে ঘুমিয়ে পড়ল ,,,,,,আজানের শব্দে ছোঁয়ার ঘুম ভাঙ্গল ,,,,চোখ ডলতে ডলতে ছোঁয়া শুয়া অবস্থা থেকে বসে পড়ল ,,,,
.
ছোঁয়া পাশে তাকিয়ে দেখে কনক এখনও উঠেনি ,,,,ছোঁয়ার মেজাজটা এখন গরম হয়ে গেল ,,,,,কনকের কাছে যেয়ে কনককে ডাক দিচ্ছে ,,,,,,
.
ছোঁয়া ::::: ওই আপনি উঠছেন না কেন ,,,,
কালকে না আপনাকে বলেছি প্রতিদিন নামাজ পড়তে আপনি এখনও উঠছেন না ঘুম থেকে ,,,,
আমার আর ভাল লাগে না ,,,,
আমার হইছে যত জ্বালা ,,,,,
.
কনক তো উঠলো না উল্টে হাতটা ধরে টান দিল ,,,,ছোঁয়া একদম কনকের উপরে পড়ে গেল ,,,ছোঁয়া আরও রাগতে রাগতে বলছে ,,,,
.
ছোঁয়া :::::: বুঝতে পেরেছি উনাকে কিভাবে ঘুম থেকে জাগাতে হবে ,,,,
.
এই কথা বলার পর পরই কনকের ঠোঁটের সাথে ছোঁয়া ওর ঠোঁটটা মিলিয়ে দিল ,,,,কনক ওর ঠোঁটে কারোর স্পর্শ পেল একদম সাথে সাথে চোঁখটা খুলে ফেলল ,,,,কনক চোখ খুলে ভালো করে শ্বাস নিতে পারছে না ,,,,
.
ছোঁয়া এইবার কনককে ছেড়ে দিল ,,,,কনক শ্বাস নিচ্ছে আর বলছে ,,,,
.
কনক ::::: এইটা তুমি কি করলে ,,,,,
তুমি ভেবেছ কি আমি তোমাকে ছেড়ে দিব ,,,,,
.
ছোঁয়া :::::: কি বলছেন ,,,,
না না ,,,,
.
ছোঁয়া বিছানা থেকে উঠে সারা ঘর দৌড়াচ্ছে ,,,,আর কনক ওর পিছন পিছন ,,,একটা সময় কনক ছোঁয়ার হাতটা ধরে ফেলল ,,,,কনক ছোঁয়াকে ওর কাছে টেনে নিল ,,,,কনক ছোঁয়াকে বলছে ,,,,
.
কনক ::::: রাগি দেখে ভেবেছ কি আমি রোমান্টিক না আমার মাঝে কোন রোমান্টিকতা নেই ,,,,
.
ছোঁয়া :::::: না মানে ,,,,
.
কনক যেই ছোঁয়ার আরও কাছে যাচ্ছে ,,,,,ঠিক ওই সময় আমেনা বাইরে দাঁড়িয়ে দরজা ধাকাচ্ছে আর বলছে ,,,,
.
আমেনা :::::: বউ মা দরজাটা খোল ,,,,
.
ছোঁয়া :::::: জ্বি আম্মু খুলছি ,,,,
.
ছোঁয়া নিজেকে ছুটিয়ে দরজাটা খুলে দিল ,,,,আমেনা ছোঁয়াকে বলছে ,,,,,
.
আমেনা :::::: বউ মা তুমি নিচে আস তো ,,,,,
আর কনক তুইও নিচে চলে আই ,,,,
তোদের আব্বু তোদের ডাকছে ,,,,
.
দুইজনেই :::::: জ্বি আসছি আমরা ,,,
.
দুইজনেই নিচে নেমে গেল ,,,,কায়সার সাহেব বসে রয়েছে ,,,,,কায়সার সাহেব ওদের দুইজনকে দেখে বলছে ,,,,
.
কায়সার :::::: তোমরা এসেছ ,,,,
.
দুইজনেই :::::: হুম ,,,,
.
কনক :::::: আমাদেরকে এইভাবে নিচে ডাকলে কেন আব্বু ,,,,
.
কায়সার :::::: দুইজনে হানিমুনের ব্যাপারে কি ভেবেছ ,,,
.
কনক :::::: হানিমুন ,,,,
না মানে এখনও কিছুই ভাবে নি এইটা নিয়ে ,,,,,
.
কায়সার :::::: মাঝে মাঝে তোকে দেখে মনে হয় তুই আমার ছেলেই না ,,,,
.
কনক :::::: কেন আব্বু ,,,,
.
কায়সার :::::: এত আনরোমান্টিক কেন রে তুই ,,,,,
আমার যখন তোর মায়ের সাথে বিয়ে হয়েছিল বিয়ের এক সপ্তাহ পরে হানিমুনে গিয়েছিলাম ,,,,
আর তুই এখনও হানিমুনের জন্য কিছুই ভাবিসনি ,,,,
এর জন্য সব কিছু আমাকেই করতে হল ,,,,
.
কনক শুধু মাথা চুলকাচ্ছে ,,,,,আড়চোখে ছোঁয়াকে দেখছে ,,,,ছোঁয়ার দিকে তাকিয়ে দেখে ছোঁয়া হাসছে ,,,,কনক মাথা চুলকাচ্ছে আর রাগে একদম ফায়ার হয়ে যাচ্ছে আর যখন তখন ছোঁয়ার গায়ে লেগে যেতে পারে ,,,,কায়সার সাহেব আবার বলছে ,,,,
.
কায়সার :::::: আমি জানতাম তুই কিছুই করবি না তাই আমি আগে থেকেই সব কিছুই রেডি করে রেখেছিলাম ,,,,
এখন উপরে যেয়ে সবকিছু প্যাকিং করে নাও ,,,
আজকে তোমাদের ফ্লাইট ,,,,,
.
কনক :::::: তা তো বুঝলাম আমরা যাব টা কোথায় ,,,,
.
কায়সার :::::: লন্ডনে ,,,,,
এখনও এইখানে রয়েছ তোমরা যাও তাড়াতাড়ি ,,,,,
.
ছোঁয়া :::::: হুম যাচ্ছি ,,,,
.
কনক আর ছোঁয়া উপরে চলে গেল ,,,,ওরা দুইজনে সব কিছু প্যাকিং করছে ,,,,পিছন থেকে কনক এসে ছোঁয়ার হাতটা শক্ত করে ধরল. ,,,,,আর বলছে ,,,,
.
কনক ::::: নিচে তো খুব হাসি পাচ্ছিল তাই না ,,,
প্রচুর রাগ উঠছিল আমার ,,,,
.
এই কথা বলার পর ছোঁয়ার হাতটা ছেড়ে দিল ,,,বেচারি অনেক ব্যথা পেয়েছে ,,,,,হাতে বারবার ফুঁ দিচ্ছে ,,,কনক ছোঁয়ার এই কান্ড দেখে বলছে ,,,,,
.
কনক :::::: খুব ব্যথা লেগেছে তাই না ,,,,
ব্যথা লেগেছে তো আমি কি করবো ,,,
আই ডন্ট কেয়ার ,,,,
.
কনক এই কথা বলে ওয়াশরুমে চলে গেল ,,,,ছোঁয়া হাত ফুঁ দিচ্ছে আর বলছে ,,,,
.
ছোঁয়া ::::: নিজেই ব্যথা দিয়ে আবার বলছে আই ডন্ট কেয়ার ,,,,
রাক্ষস একটা ,,,,
ও কি ব্যথা ,,,,
আপনি একবার বাইরে আসুন তারপর দেখাচ্ছি মজা ,,,,
.
কনক ওয়াশরুম থেকে বের হল ,,,,,ছোঁয়া কনকের শার্টের কলার ধরে বলছে ,,,,,
.
ছোঁয়া :::::: এই যে রাক্ষস আপনি কেন আমাকে বারবার ব্যথা দেন ভালো লাগে না ,,,
আর কোনদিন যদি আমার হাত শক্ত করে ধরেন তাহলে আমার একদিন না হয় আপনার একদিন ,,,,
.
ছোঁয়া কথাগুলো বলার পর হাঁপাচ্ছে ,,,কনক বলছে ,,,,
.
কনক :::::: হয়েছে এইবার ,,,
নিচে যাই এইবার আমরা ,,,,
.
ছোঁয়া :::::: না নিচে যেতে দিব না ,,,,
যতখন না পর্যন্ত আমাকে সরি বলবেন ,,,
.
.
.
চলবে ,,,,

রাগী বর
লেখিকা:বুশরাতুজ্জামান ছোঁয়া
পর্ব:০৮
.
ছোঁয়া :::::: না আমি আপনাকে নিচে যেতে দিব না ,,,,
যতখন না পর্যন্ত আপনি আমাকে সরি বলবেন ,,,,
.
কনক :::::: তোমাকে কেন সরি বলতে যাবো ,,,,
কি করেছি টা কি আমি ,,,,
.
ছোঁয়া :::::: আমার হাতে ব্যাথা দিয়েছেন যে ,,,,
হাত একদম ফুলে গিয়েছে এইযে দেখুন ,,,
.
কনক :::::: আহারে ,,,,
অনেক ব্যাথা করছে তাই না ,,,,
সরি ,,,,
.
এই কথা বলে কনক ছোঁয়ার হাতটা আবার ধরল ,,,
যেখানে ফুলে গেছে সেখানে ঠোঁটটা এগিয়ে দিল কনক ,,,,
ঠোঁটটা ছোঁয়ার হাতের সাথে লাগিয়ে দিল ,,,,
ছোঁয়া মনে মনে বলছে ,,,,,
.
ছোঁয়া :::::: উনাকে তো কোনদিন এইরকম নরম হতে তো দেখেনি ,,,,
এতটা রোমান্টিক হতে দেখেনি ,,,,
.
ছোঁয়া অনেক লজ্জা পেল ,,,,,
নিজের হাতটাকে সরিয়ে এক দৌড়ে নিচে চলে আসল ,,,,
ছোঁয়া এখনও অনেক লজ্জা পাচ্ছে ,,,,,
কায়সার ছোঁয়াকে দেখে বলছে ,,,,
.
কায়সার :::::: বউ মা বসে পড় ,,,,
.
ছোঁয়া :::::: জ্বি বাবা ,,,,
.
ছোঁয়া যেয়ে বসে পড়ল ,,,,
কায়সার কনককে দেখতে না পেয়ে ছোঁয়াকে বলছে ,,,,
.
কায়সার :::::: আমার রাগি ছেলেটা কোথায় ,,,,
সে কেন এখনও নিচে নামছে না কেন ,,,,
সে কি আবার কাজে ব্যস্ত হয়ে পড়ল কেন ,,,,
.
ছোঁয়া :::::: ওই তো উনি আসছেন ,,,,
.
কায়সার :::::: আসেন অ্যাংগরি বার্ডস বসুন খেয়ে নিন কিছু ,,,,
.
কনক নিজে একটু লজ্জা পেল ,,,,
সবাই মিলে খাওয়া শুরু করল ,,,,
মাঝখানে কায়সার বলা শুরু করল ,,,,
.
কায়সার :::::: কি আনরোমান্টিক ছেলেরে বাবা ,,,,
কোন রোমান্টিকতাই নেই ,,,,
.
কনক :::::: আবার কি হল!
.
কায়সার :::::: বিয়ের পর একটু আদর করে নিজের বউকে একটু খাইয়ে দিবে তা নয় তিনি মুখ ঘুমড়ো করে বসে আছে ,,,,
.
কনক :::::: কি আমি ওকে খাইয়ে দিব ,,,,
ওর কি নিজের হাত নেই যে আমাকে ওকে খাইয়ে দিব ,,,
.
কায়সার ::::::: কিছুই বুঝে না রে তুই একবার বউমাকে খাইয়ে দিবি আর বউমা তোকে খাইয়ে দিবে ,,,,
এই বয়সে এখন আমাকে এইগুলো শিখিয়ে দিতে হচ্ছে ,,,,
আরে বুঝিস না এইভাবেই তো স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়ে ,,,,
.
এই কথা শুনার পর দুইজন দুইজনের দিকে তাকিয়ে আছে ,,,,
কনক চোখটা ফিরিয়ে নিয়ে বলছে ,,,,
.
কনক :::::: যত্তসব ,,,,
.
ছোঁয়া ::::::: আমি এইসবে বিশ্বাস করি না ,,,,
.
কনক ::::::: আমি তো আরও ,,,,
.
কনক উঠে গেল খাবার টেবিল থেকে সোজা চলে আসল নিজের ঘরে ,,,,
কনক মনে মনে বলছে ,,,,
.
কনক :::::: আমি ছোঁয়াকে এর জন্যই দূরে ঠেলে দিচ্ছি না কারন মেয়েটার বাইরে অনেক বিপদ দাঁড়িয়ে রয়েছে ,,,
ওকে একবার ছেড়ে দিলে তো আরমান সিকদারের ছেলে ওর জীবনটা শেষ করে দিবে ,,,,
শুধুমাত্র এর জন্যই আমি ওর কাছাকাছি আসার চেষ্টা করছি ,,,,
কিন্তু ভালোবাসার চিন্তাভাবনা কোনদিনই না ,,,,
.
ছোঁয়াও খাবার টেবিল থেকে উঠে চলে আসল ,,,,
সিঁড়ি দিয়ে উঠছে আর মনে মনে বলছে ,,,,
.
ছোঁয়া :::::: তারমানে কি উনি আমাদের মাঝে ভালোবাসার সম্পর্ক তৈরি করতে চাচ্ছেন না ,,,
তাহলে যে এই দুইদিন যে উনার চোখে ভালোবাসা দেখেছি সেটা তাহলে কি মিথ্যে ,,,,
উনার মনে আমার জন্য কোন ভালোবাসা নেই ,,,,,
.
ছোঁয়াও ঘরে চলে আসল ,,,,
দুইজনের মাঝে চোখাচোখি হল ,,,,
কনক একটু পরে চোখটা সরিয়ে নিল ,,,,
কনক মনে মনে বলছে ,,,
.
কনক ::::::: আর একটু যদি ছোঁয়ার দিকে তাকিয়ে থাকি তাহলে ওর উপর ভালোবাসা জন্মে যাবে ,,,,
না আমি আর একটুও তাকাব না ,,,,
.
ছোঁয়া কনককে বলছে ,,,,
.
ছোঁয়া :::::: সরেন আমি যাব ,,,,
.
কনক :::::; আমি সরব কেন আরও কত জায়গা আছে ওইখান দিয়ে যাও ,,,,
.
এই কথা বলার সাথে সাথেই হাত ধরে টান দিয়ে ওইপাশে দিয়ে দিল ,,,,
ছোঁয়া মনে মনে বলছে ,,,
.
ছোঁয়া ::::::: কি হল উনি এত রেগে গেলেন কেন ,,,,
কিছুখন আগে তো উনি ঠিক ছিলেন এখন উনার আবার কি হল ,,,,
বুঝিনা বাপু রাক্ষসটার মন ,,,,
.
রাত হয়ে গেছে ,,,,
কনক আর ছোঁয়া ব্যাগ নিয়ে নিচে নামল ,,,,
সকলের কাছ থেকে বিদায় নিয়ে দুইজনে গাড়িতে যেয়ে বসল ,,,,
ছোঁয়া কনককের দিকে তাকাল ,,,,
সেটা কনক কিছুখন পর খেয়াল কর ,,,
আর ছোঁয়াকে বলছে ,,,,
.
কনক :::::: কি হয়েছে টা কি ,,,,
এইভাবে আমার দিকে তাকিয়ে রয়েছ কেন ,,,,
.
ছোঁয়া :::::: কোথায় আমি আপনার দিকে তাকিয়ে রয়েছি ,,,,
আর আমি তাকিয়ে থাকলে আপনার সমস্যাটা কি ,,,,,
আপনি আমার স্বামী আমি আপনার দিকে তাকিয়ে থাকতে পারি ,,,,
.
কনক :::::: না পারেন না ,,,,
.
ছোঁয়া :::::: আমি হাজার বার আপনার দিকে তাকিয়ে থাকব ,,,
.
কনক :::::: না তুমি আমার দিকে তাকিয়ে থাকবে না ,,,,
.
ওরা দুইজনে এইভাবে করতে করতে এয়ারপোর্টে পৌছে গেল ,,,
গাড়ি থেকে নেমে পড়ল ওরা দুইজনে ,,,,,
তারপর এয়ারপোর্টে ঢোকার সময় ওদের দুইজনকে চেক করা হল ,,,,
এখন ওরা দুইজন প্লেনে আছে ,,,,
.
অনন্যা ও ওর ঘরে বসে পড়ছে ,,,,,
একটু পরে অনন্যার মোবাইল বেজে উঠল ,,,,
জয় কল করেছে ,,,,
অনন্যার মুখে একটু হাসি ফুটল ,,,,
অনন্যা কলটা রিসিভ করল ,,,,
তারপর বলতে লাগল ,,,
.
অনন্যা ::::: হ্যালো ,,,
.
জয় :::::: হ্যালো অনন্যা ,,,,
তোমার ভাইয়া কোথায় ,,,,,
ফোনটা তো অফ দেখাচ্ছে ,,,
.
অনন্যা :::::: এখন ভাইয়া প্লেনে ,,,,,
.
জয় :::::: কোথায় যাচ্ছে আবার ,, ,,,,
.
অনন্যা :::::: হানিমুন ,,,
কেন আপনাকে কিছুই বলেনি ভাইয়া ,,,,
.
জয় ;::::: ও তো আমায় কিছুই বলেনি ,,,
আচ্ছা তোমার কালকে তো স্কুল অফ ,,,
.
অনন্যা :::;;:: হুম ,,,,,
কিন্তু কালকে প্রাইভেট আছে ইংলিশ প্রাইভেট ,,,
.
জয় ::::::: ও আচ্ছা বাই ,,,,
গুড নাইট ,,,
.
অনন্যা :::::: বাই গুড নাইট ,,,
.
ছোঁয়া আর কনক লন্ডনে পৌছে গেল ,,,,
কায়সার সাহেব যে হোটেল বুক করে রেখেছে সেই হোটেলে যেয়ে ওরা উঠল ,,,,
দুইজনে এখন অনেক ক্লান্ত ,,,
তাই দুইজনে ফ্রেস হয়ে নিয়ে একটু ঘুমিয়ে পড়ল ,,,,
কখন যে কনকের হাত ছোঁয়ার পেটে গেল কনক নিজেও জানে না ,,,,
.
.
.
চলবে ,,,,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here