রাগী বর,০৯,১০
লেখিকা:বুশরাতুজ্জামান ছোঁয়া
পর্ব:০৯
.
কনকের হাত কখন যে ছোঁয়ার পেটে চলে গেছে কনক নিজেও জানে না ,,,,
কিসের জন্য যেন ছোঁয়ার চোখটা একটু আগে খুলে গেল ,,,,,
ছোঁয়া ঘুম থেকে উঠেই দেখে কনকের হাত ওর পেটের উপর ,,,,
ছোঁয়া তো একদম রাগেই ফায়ার ,,,,,
ছোঁয়া কনককে ডাক দিয়ে বলছে ,,,,
.
ছোঁয়া ::: এই আপনি আমার পেটে হাত রেখেছেন কেন ,,,,,
.
কনক ::: ভুল করে লেগে গিয়েছে ,,,,
আর লাগলে সমস্যাটা কি ,,,,
এইটার জন্য কাঁচা ঘুমটা ভেঙ্গে দিল ,,,,
একটা সামান্য বিষয় ,,,,
.
ছোঁয়া ::: কি এইটা সামান্য বিষয় ,,,,
আপনিও তো আমার পেটে হাত রেখে আমারও কাঁচা ঘুমটা ভেঙ্গে দিয়েছেন ,,,
.
কনক ::: এ্যা বললেই হল ,,,,
.
ছোঁয়া বালিশ হাতে নিয়ে কনককে ইচ্ছা মত বারি মারছে ,,,,
কনক নিজেকে আটকানোর চেষ্টা করছে ,,,,
একসময় ছোঁয়ার হাত ধরে টান দিল ,,,,
একদম শুইয়ে দিল কনক ছোঁয়ার উপরে পড়ল ,,,,
কনক ছোঁয়াকে বলছে ,,,,,
.
কনক ::: এইবার নিজেকে কিভাবে বাঁচাবে ,,,,
আমার সাথে লড়াই করে নিজেকে ছুটাতে পারবে না ,,,,
.
ছোঁয়া ::: না না ,,,,
.
কনক ছোঁয়াকে ইচ্ছামত নিজের করে নিল ,,,,
.
অনন্যা সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে ইংলিশ প্রাইভেটে যাচ্ছে ,,,,
যেই বাসার ভিতর ঢুকতে যাবে ঠিক তখনই কে যেন অনন্যার হাত ধরে টান দিয়ে ভিতরে নিয়ে গেল ,,,,
অনন্যা অবাক হয়ে বলছে ,,,,
.
অনন্যা ::: আপনি ,,,
আপনি আমাকে এইখানে নিয়ে আসলেন কেন ,,,,
.
জয় ::: এমনি ,,,
.
অনন্যা ::: এমনি মানে ,,,
পাগল হয়ে গেছেন কি আপনি ,,,,
.
জয় ::: হুম ,,,,
ওইদিকটা চল ,,,,
.
অনন্যা ::: না পারব না ,,,
প্রাইভেট শুরু হয়ে গেছে বোধ হয় ,,,
.
জয় ::: আজকে কেউ পড়বে না ,,,,
ওই যে দেখ সবাই যে যার বয়ফ্রেন্ডকে নিয়ে ঘুরছে ,,,,
আর স্যার তার ওয়াইফ কে নিয়ে ,,,,
.
অনন্যা ::: এইসব কি আপনি করেছেন ,,,,
.
জয় ::: আমি কেন করতে যাব ,,,
পাগলি নাকি ,,,,
.
অনন্যা ::: ওরা না হয় ওদের বয়ফ্রেন্ডকে নিয়ে ঘুরছে আমি কাকে নিয়ে ঘুরব ,,,,
আমার তো বয়ফ্রেন্ড নেই ,,,
.
জয় ::: কি ,,,
বয়ফ্রেন্ড নেই ,,,,
তাহলে আমি কে ,,,,
রাগ করেছ সোনা তুমি আমার উপর এইবার করেছি টা কি আমি ,,,,
.
অনন্যা ::: সেইদিন তো বললেন আমাকে বিয়ে করার কথা তারপর ওইভাবে কেন বললেন আপনি মজা করে বলেছেন আপনি ,,,,
আপনি তো বলতেই পারতেন আপনি আমাকে ভালোবাসেন আপনি সত্যিই আমাকে বিয়ে করতে চান ,,,
আর এখন বলে কোন লাভ নেই আব্বু আমার অন্য জায়গায় বিয়ে ঠিক করে রেখেছে ,,,,,
আমার এসএসসি পরীক্ষার পর আমার বিয়ে দিয়ে দিবে ,,,,
.
জয় ::: এ্যা বললেই হল তোমার বিয়ে শুধু আমার সাথেই হবে ,,,,
আমার উপর আর রেগে থেক না ওইদিকে তো চল ,,,
এইখানে অক্সিজেনের বড্ড অভাব ,,,
.
অনন্যা ::: হুম চল ,,,,
.
ছোঁয়া কনককে ধাক্কা দিল ,,,,
আর বলতে লাগল ,,,,
.
ছোঁয়া ::: এমনিতে মনে হয় একটা রাগি ,,,,
এর মনে যে এত শয়তানি সেইটা তো একদমই মনে হয় না ,,,
.
কনক ::: এই যে হ্যালো যে কে বলেছে যে রাগি থাকে সে রোমান্টিক হতে পারে না ,,,,
আমি তো রাগি থাকি কাজের জন্য তাছাড়া তো আর কিছুই না ,,,,
আর কে বলেছে যে রাগিরা রোমান্টিক থাকে না ,,,
.
ছোঁয়া ::: কেউ ই বলে নি ,,,,
আমিই বললাম ,,,,
.
কনক ::: ভেবেছিলাম তোমাকে নিয়ে আজকেই বের হব ,,,
কিন্তু তা আর হল না মনে হচ্ছে তোমার সাথেই ঝগড়াই করতে হবে এই এক সপ্তাহ ,,,
আর বের হতেই পারব না ,,,,
.
ছোঁয়া ::: এ্যা বললেই হল ,,,
অবশ্যই বের হব ,,,,
আজকে না হয় বের হতে না পারলাম কালকে বেরই হব ,,,
আপনিই তো আমার সাথে পাগলামো করা শুরু করলেন ,,,
আর এইটাই করতে করতেই রাত হয়ে গেছে ,,,,
.
দরজার বাইরে দাঁড়িয়ে একজন এসে বলছে ,,,,
.
লোকটা ::: স্যার আপনাদের জন্য রাতের খাবার ,,,(লোকটি বাঙ্গালি ছিল)
.
কনক দরজাটা খুলে দিল ,,,,
সে ভিতরে খাবারটা রেখে দিল ,,,
আবার বলতে লাগল ,,,
.
লোকটা ::: এর আগে তো আসতেন কাজের জন্য ,,,
এইবার আসলেন ওয়াইফ নিয়ে ,,,
.
এই কথা বলে লোকটা চলে গেল ,,,,
ছোঁয়া কনককে বলছে ,,,,
.
ছোঁয়া ::: আর আগেও আপনি এইখানে আসতেন ,,,
.
কনক ::: হুম ,,,,
কাজের জন্য ,,,,
আর বেশি কথা না বলে ডিনার করে নাও ,,,,
.
ছোঁয়া ::: আগে আপনি ,,,
আপনি না খাওয়া পর্যন্ত আমি খেতে পারি না ,,,,
.
কনক ::: ঠিক আছে ,,,,
.
ওরা দুইজনেই খেয়ে দেয়ে আবার শুয়ে পড়ল ,,,,
কালকে সকালে ঘুম থেকে উঠল ,,,,
সকালের নাস্তা করার পর পরই ওরা দুইজনেই বের হয়ে গেল ,,,,
এই ভালো ভাবে দুইজনে ঘুরছে আর কিছুখন পর আবার ঝগড়া ,,,,
.
ছবিও তুলছে একটু পর পর ,,,,
একটু পর ছোঁয়া বাইনা ধরল আইসক্রিম খাবে ,,,,
কনক আর কি করবে কনক আইসক্রিম আনতে চলে গেল ,,,,
.
কনক আইসক্রিম আনতে গেছে ,,,,
আইসক্রিম আনতে গিয়ে কনক একটু অবাক হল ,,,,
কনক সিরাজকে দেখল ,,,
সিরাজও কনককে দেখতে পেল ,,,,
.
সিরাজও কনকের কাছে আসতে লাগল ,,,
কনকের কাছে এসে বলছে ,,,,
.
সিরাজ ::: তুই কি ভেবেছিস তুই ছোঁয়াকে ছেড়ে না দিলে আমি ছোঁয়াকে আমার কাছে পাব না ,,,,
আমি তো ছোঁয়াকে আমার নিজের করেই ছাড়ব ,,,,
.
কনক ::: আমি থাকতে তো কোন দিনই না ,,,
আমি তো ছোঁয়াকে কোনদিন তোর মত শয়তান ছেলের হতে দিতে তো পারি না ,,,,
আমি তো ছোঁয়াকে বাঁচাবই বার বার তোর হাত থেকে ,,,,
.
সিরাজ ::: এইবার তুই নিজেই ছোঁয়াকে ছেড়ে দিবে ,,,
তখন ও আপনাআপনি আমারই হবে ,,,,
.
কনক ::: সিরাজ ,,,
.
কনক আর কথা না বাড়িয়ে ওইখান থেকে চলে আসল ,,,
সোজা ছোঁয়ার কাছে আসল ,,,
ছোঁয়া তো অনেক রেগে রয়েছে ,,,,
কনক ছোঁয়ার সামনে আইসক্রিমটা ধরল ,,,
ছোঁয়া কনককে বলছে ,,,,
.
ছোঁয়া ::: এত দেরি হল কেন ,,,,
সেই কখন থেকে আপনার জন্য অপেক্ষা করে রয়েছি ,,,,
.
কনক ::: সরি আর কোনদিন এইরকম হবে না ,,,,
এইবার তো রাগ কমাও ,,,
তুমি তো দেখি আমার থেকেও বড় রাগি ,,,,
.
ছোঁয়া ::: এতদিনে আপনি বুঝলেন ,,,,
.
কনক ::: তুমিই তো আইসক্রিম খাওয়ার জন্য বায়না করছিলে এখন নিজেই খাচ্ছ না ,,,,
.
ছোঁয়া ::: ও সরি ,,,,
ওইদিকটাই চলুন না ,,,
.
কনক ::: চল ,,,,
.
.
চলবে ,,,
রাগী বর
লেখিকা:বুশরাতুজ্জামান ছোঁয়া
পর্ব:১০
.
ছোঁয়া কনকের হাত ধরে হাটছে ,,,,
একেক সময় কনকের কাঁধে মাথা রাখছে ,,,,
সিরাজ এইসব লুকিয়ে লুকিয়ে দেখছে আর অনেক রাগছে ,,,,
কনক সিরাজকে দেখে ফেলেছে ,,,,
কনক ছোঁয়াকে আরও কাছে টেনে নিল ,,,,
কনক ছোঁয়াকে নিয়ে একটা জায়গায় বসল ,,,,
ছোঁয়াকে রাগানোর জন্য কনক ছোঁয়াকে বলছে ,,,,
.
কনক ::: সারাদিন শুধু খাই খাই করে ,,,,
আর শুধু মুটি হচ্ছে ,,,,
সেটার উপর কোন খেয়াল নেই উনি এখন আইসক্রিম খাচ্ছেন ,,,,
.
ছোঁয়া তো সেই পরিমানের রেগে গেছে ,,,,
রেগে গিয়ে ছোঁয়া কনকের শার্টে আইসক্রিমটা ভরিয়ে দিল ,,,,
আর কনকের হাতে ধরিয়ে দিল ,,,,
ছোঁয়া রাগতে রাগতে কনককে বলছে ,,,,,
.
ছোঁয়া ::: লাগবে না ,,,,
আমি আপনার সাথে থাকব না ,,,,
আমি আপনার সাথে ঘুরব না এই আমি গেলাম ফিরে ,,,,,
.
ছোঁয়া রেগে গিয়ে উঠে সোজা হোটেলের দিকে যাচ্ছে ,,,,
কনক আইসক্রিমটা হাতে নিয়ে ওর পিছনে পিছনে যাচ্ছে ,,,,
ছোঁয়া সোজা হোটেলের ভিতর ঢুকল ,,,,
কনক ঢুকল পিছন পিছন ,,,,
কনক ছোঁয়াকে পিছন থেকে জড়িয়ে ধরল ,,,
ছোঁয়া নিজেকে অনেক কষ্টে ছুটিয়ে কনককে ধাক্কা দিল ,,,
.
ছোঁয়া এখনও কনকের উপর অনেক রেগে রয়েছে ,,,
রাগি গলায় কনককে বলছে ,,,,
.
ছোঁয়া ::: খবরদার আপনি আমাকে জড়িয়ে ধরবেন না ,,,
.
কনক ছোঁয়ার হাতটা শক্ত করে ধরে টান দিয়ে দেয়ালের সাথে ঠেকিয়ে বলছে ,,,,
.
কনক ::: এতটাই রেগে গেছ তুমি আমার উপর ,,,,
এইবার তোমার রাগ ভাঙ্গাবো আমি ,,,,
.
ছোঁয়া ::: পারবেন না আপনি আমার রাগ ভাঙ্গাতে ,,,,
.
কনক ::: ও কি তাই ,,,,
.
ছোঁয়া ::: হুম ,,,,
.
কনক ::: ঠিক আছে ,,,
আমার না খুব ক্ষুধা লেগেছে ,,,
.
ছোঁয়া ::: তো আমি কি করব ,,,
আপনার যা ইচ্ছে আপনি তাই খান ,,,,
.
কনক ::: আমার তো তোমাকে খেতে ইচ্ছে করছে ,,,,
.
ছোঁয়া ::: কি ,,,
.
কনক ::: যা শুনেছ তাই বলেছি ,,,,
.
ছোঁয়া ::: আপনি আমাকে খাবেন ,,,
খেতেও তো পারেন আপনি তো আবার একটা রাক্ষস ,,,,
.
কনক ::: হুম আমি তো রাক্ষস ,,,,
এইবার আমি তো তোমাকে খাব ,,,,
.
এই বলে ছোঁয়ার পিছনে ছুটছেন কনক ,,,,
ছোঁয়া শুধু নিজেকে বাঁচানোর চেষ্টা করছে ,,,,
একসময় কনক ছোঁয়াকে ধরেই ফেলল ,,,,
ছোঁয়াকে ধরে খাটে শুইয়ে দিল ,,,
তারপর ছোঁয়ার উপরে ,,,,
.
ছোঁয়ার গাড়ে মুখটা নিয়ে এসে একটা কামড় দিল ,,,,
তারপর কনকের ঠোঁট ছোঁয়ার ঠোঁটের সাথে মিশিয়ে দিল ,,,
অনেকখন পর কনক ছোঁয়াকে ছাড়লেন ,,,,
ছোঁয়া কনককে বলছে ,,,,
.
ছোঁয়া ::: আমারও খুব ক্ষুধা লেগেছে ,,,,,
এইবার আমি আপনাকে খাব ,,,,
.
কনক ::: তাই নাকি ,,,,
.
ছোঁয়া ::: হুম ,,,,
.
এই বলে ছোঁয়াও কনকের গাড়ে আস্তে করে একটা কামড় দিল ,,,,
কনক ছোঁয়াকে বলছে ,,,,
.
কনক ::: এইবার তুমি আমাকে দাও ,,,,
.
ছোঁয়া ::: কি দিব ,,,,
.
কনক ::: ওই তো আমি যেইটা তোমাকে দিলাম ,,,,
.
ছোঁয়া লজ্জা পেয়ে মুখ ঘুরিয়ে নিয়ে কনককে বলছে ,,,,
.
ছোঁয়া ::: যা ,,,
পারব না ,,,,
.
কনক ::: তাহলে আমি উঠছি না তোমার উপর থেকে ,,,,
.
ছোঁয়া ::: না না এই তো আমি দিচ্ছি ,,,,
.
ছোঁয়াও কনককে দিয়ে দিল একটা কিস ,,,,
এইভাবে করতে করতে পুরো সাতদিন কেটে গেল ,,,,
এখন ওরা এয়ারপোর্টে এ যাচ্ছে চলে যাওয়ার জন্য ,,,,
ছোঁয়া আর কনক যে হোটেলে ছিল সিরাজও ঠিক ওই হোটেলেই ছিল এই কয়েকদিন কিন্তু সেটা কনক এখনও বুঝতে পারেনি ,,,,,
কনক আগেই ক্যাব এর ওইখানেই চলে গিয়েছিল ,,,
কিন্তু ছোঁয়া একটু পরে যাচ্ছে ,,,,
.
ছোঁয়া যেই ক্যাবের ওইখানে যাবে ঠিক তখন সিরাজ ছোঁয়ার হাত ধরে টান দিয়ে অন্য জায়গায় নিয়ে গেল ,,,
সিরাজ ছোঁয়ার মুখ চেপে ধরে বলছে ,,,,
.
সিরাজ ::: তুই শুধু আমার আর অন্য কারোর নয় ,,,
তুই শুধু আমার হবি ,,,
তোর পিছু আমি এত সহজে ছাড়ব না ,,,
.
ছোঁয়া সিরাজের হাতটা সরিয়ে সিরাজকে একটা থাপ্পর দিল ,,,,
সিরাজ ছোঁয়ার সাথে আরও অনেক খারাপ কিছু করতে চাইছিল ,,,
ছোঁয়া সিরাজকে একটা ধাক্কা দিয়ে আসল ,,,
ছোঁয়া ক্যাবের কাছে আসল ,,,
ছোঁয়ার দেরি হয়েছে আসতে তাই কনক অনেক রেগে রয়েছে ,,,,
.
কিন্তু ছোঁয়ার উপর তেমন কোন রাগ দেখাল না ,,,,,
কিন্তু মনে মনে প্রচুর রেগে রয়েছে ,,,,
কিছুখন পর ওরা এয়ারপোর্টে চলে আসল ,,,
এখন ওরা প্লেনে রয়েছে ,,,,,
আর ওরা বাংলাদেশে চলে এসেছে ,,,,,
.
আর ওইদিকে ওরা আসছে বলে এখনও রাত জেগে রয়েছে ,,,,
ওরা কিছুখন পর বাড়িতে চলে আসল ,,,,
ওরা ভিতরে চলে আসল ,,,,
আমেনা ছোঁয়াকে বলছে ,,,,
.
আমেনা ::: বউমা ,,,
ওইখানেও যেয়ে আমার ছেলে তোমার উপর রাগ দেখাইনি তো ,,,,
.
ছোঁয়া ::: না আম্মু ,,,,
.
কায়সার ::: তোমরা এখন উপরে যাও ,,,,
উপরে যেয়ে রেস্ট নাও ,,,,
.
দুইজনেই ::: হুম ,,,,
.
কনক আর ছোঁয়া দুইজনেই উপরে গেল ,,,,,
ব্যাগ থেকে সব কাপড় বের করে রেখে দিল ,,,,
ছোঁয়া লাইটটা অফ করে দিল ,,,,
দুইজনেই শুয়ে পড়ল ,,,,
ছোঁয়া একটু পরে খেয়াল করল কনক ছোঁয়ার দিকে তাকিয়ে রয়েছে ,,,
ছোঁয়া কনককে জিজ্ঞাসা করছে ,,,
.
ছোঁয়া ::: এইভাবে কি দেখছেন ,,,
.
কনক ::: তোমাকে দেখছি ,,,
তোমায় শুধু বারবার দেখতেই ইচ্ছে করছে ,,,,
মন চাচ্ছে তোমাকে জড়িয়ে ধরে শুয়ে থাকি ,,,
.
ছোঁয়া ::: কি বলছেন ,,,,
আমার খুব লজ্জা লাগে ,,,,
.
ছোঁয়া কনকের গায়ে হাত দিল ,,,,
ছোঁয়া কনকের গায়ে হাত দিয়ে দেখে কনকের গায়ে প্রচুর জ্বর ,,,
ছোঁয়া জোরে করে বলে উঠল ,,,,
.
ছোঁয়া ::: একি আপনার গায়ে তো জ্বর ,,,
.
.
.
চলবে ,,,