অনুভবে
পর্ব-৩৪
নিলুফার ইয়াসমিন ঊষা
ইনারার কোনো উওর না পেয়ে আবারও জোহান বলল, “তোমার সমস্যা হলে থাক। মা’য়ের মন অনেক খারাপ ছিলো তো। তাই জিজ্ঞেস করছিলাম। আচ্ছা যাই হোক, তুমি ব্যস্ত হলে আর কি করার? তাহলে ফোন রাখছি।”
“এক মিনিট দাঁড়ান। আমি আসব।”
“বলছ কি? তাহলে তুমি সময় ও লোকেশন বলে দিলে আমি তোমাকে নিতে আসব।”
“আচ্ছা মেসেজ করে দিব। ফোন রাখলাম।”
ইনারা কল কেটে দিয়ে পাশে রাখল। তারপর তার পকেট থেকে সভ্যের লেখা গানের কাগজটা বের করে। উপুড় হয়ে শুয়ে বারবার সে লেখাগুলো পড়ে। তবুও তার মন ভরে না।
.
.
ইনারা যাবার পরপরই সামি সভ্যকে খুঁজতে থাকে। সভ্য কিচেনে সবার জন্য কফি বানাচ্ছিল। সামি এসে পিছন থেকে উঁচু স্বরে বলে, “ভাই কি ছিলো এটা?”
ভয় পেয়ে যায় সভ্য। বুকে হাত রেখে গভীর নিশ্বাস ফেলে, সামির মাথায় টোকা মেরে বলে, “স্বাভাবিকভাবে কোনো কথা বলতে পারিস না, তাই না? গলায় মাইক ফিট করা না’কি?”
“উফফ ব্রো, এত জোস সিন দেখে কি উৎসুকভাব দাবায় রাখা যায় না’কি? বল না কি হয়েছিলো গতরাতে? ডিটেইলস-এ বল।”
“কি হবে?”
“আই মিন এত সকাল সকাল ইনারা তোর বাসায়, তোর পোশাক পরা, কিছু তো চলছে তোদের মাঝে। আমাকে বলবি না?”
“গতরাতে কেউ ওর কোল্ড ড্রিংক-এ এলকাহোল মিশিয়ে দিয়েছিলো।”
“বলিস কি!”
“পার্টিতে কোনো তামাশা করলে ওর জন্য সমস্যা হতো। আর ওর বাসার ঠিকানা ছিলো না। তাই বাসায় নিয়ে এনেছিলাম।”
“এ তো সাংঘাতিক ব্যাপার! ইনারা এমনিতেই প্রাপ্তবয়স্ক হয়ে উঠে নি। এর উপর কোল্ড ড্রিংক এ মিশিয়ে! অর্থাৎ ওর ক্ষতি করার জন্য কাজটা করেছিলো। ভবিষ্যতেও এমনটা করতে পারে।”
“আমারও তাই মনে হচ্ছিল। এই মাত্র সাইদকে কল দিয়ে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখতে বলেছি। সে ওয়েটারকে পেলেও তার থেকে বের করানো যাবে কাজটা কে করেছিলো। তার সুখের সময়ের উল্টো গণনা শুরু হয়ে গেছে। আচ্ছা এসব বাদ দে, তুই কোন কথা বলতে এসেছিলি তখন।”
সামি গম্ভীরমুখী হয়ে পাশের তাকে হেলান দিয়ে বলে, “জোহানকে নিয়ে। ও গতকাল ইনারার কথা জিজ্ঞেস করছিলো। গতকাল ওকে দেখার পর জেদ ধরেছে কিছুতেই ছাড়বে না। এবার কেবল তোর উপর জেদ করে না, আসলেই মনে হলো ও ইনারার প্রতি সিরিয়াস। কয়েকমাস আগে তাকে এক কনসার্টে দেখে প্রেমে পাগল হয়ে গিয়েছিলো। তারপর থেকেই ওর খোঁজ নিচ্ছে। ওকে দেখে এতদিন কিছুটা চিনতে পারলেও ও বিশ্বাস করতে চাইছিলো না যে ইনারার মতো অগুছালো মেয়ের প্রেমে সে পরেছে। কিন্তু গতকাল তাকে দেখ….”
সভ্য তার কথা কেটে বলল, “বুঝতে পেরেছি। ব্যাপার না।”
“তোর চিন্তা হচ্ছে না?”
সভ্য সামির দিকে তাকিয়ে তার কাঁধে হাত রেখে উওর দিলো, “যদি ইনারার আমাকে ভালোবাসতে হয় তাহলে এ পৃথিবীর কোনো শক্তি তাকে আটকাতে পারবে না, আর যদি ওর আমাকে ভালো বাসতে না হয় তাহলে আমি হাজারো জোর করেও ওর হৃদয়ে আমার জন্য অনুভূতি জাগ্রত করতে পারব না। তাই আমি আমারটা চেষ্টা করতে থাকব, বাকিটা নিয়তি এবং ওর অনুভূতি।”
সে সামির হাতে একটি কফির মগ দিয়ে আবার বলল, “তুইও বেশি চিন্তা করিস না।”
সভ্য বাকি কফির মগ একটা ট্রে-তে নিয়ে যেতে নেয় তখনই সামি বলে,
“সবটা নিয়তির উপর ছেড়ে দিলে তো হয় না ভাই। জোহান সহজে ওকে ছেড়ে দিবে না।”
“ভালোবাসা হয়তো অমৃত হয়, নয়তো বিষ। দেখি কার ভাগ্যে অমৃত পরে আর কার ভাগ্যে বিষ।”
.
.
রান্নাঘর থেকে ড্রইংরুমে যেয়ে সকলে মিলে কিছুসময় আড্ডা দিলো। এরপর ইরফান এবং সামি গেল তাদের এপার্টমেন্টে চলে যায়। আজ তাদের জোহানের বাসায় যাবার কথা। তারা দুইজন তৈরি হতেই গেছে। ঐশি সভ্যকে একা পেয়ে তার হাত নিজের হাতে নিয়ে বলল, “একটা অনুরোধ করব রাখবি?”
“এভাবে বলছিস কেন? আমি তোর কোনো আবদার মানা করি না’কি?”
“আজ বাসায় চল না।”
সাথে সাথে সভ্যের মুখটা মলিন হয়ে গেল। সে ঐশির হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নেয় এবং বলে, “তুই জানিস ঐশি শেষবার যখন আমি তোদের বাসায় গিয়েছিলাম সেদিন কি হয়েছিলো। জোহান আমার অপমান করেছিলো। আমার উপর হাত তুলেছিলো। আমি আমার সবচেয়ে ভালো বন্ধুকে সেদিনই হারিয়েছিলাম। কীভাবে আবার সে একই স্থানে যাই যেখানে আমি নিজের সম্মান ও বন্ধু দুটোই হারিয়েছি।”
“সেদিনের চারবছর হয়ে গেছে সভ্য। আর সেটা আমারও বাসা, কেবল জোহান ভাইয়ের না। জোহান ভাই তো আসেও না। মাসে একবার এসে মুখ দেখিয়ে চলে যায়। গতকাল ভাই মা’কে পার্টিতে এনেছিল। অথচ এর পরিণাম মা’য়ের ভোগ করতে হয়েছে।”
“আন্টির? আন্টির কী হয়েছে?” অস্থির হয়ে জিজ্ঞেস করল সভ্য।
“গতরাতে ঘরে বড়সড় ঝগড়া হয়েছে। মা পার্টিতে গিয়েছিল বলে। জানি মা সাদাসিধা ভাবেই চলাফেরা করে। বাবা মা’য়ের উপর আরোপ লাগিয়েছে যে তার পোশাকের ধরণের কারণে এত বড় বড় খ্যাতিমান ব্যাক্তিদের সামনে তার সম্মান ডুবেছে। এমনকি তার উপর হাতও তুলেছে।”
“হাত তুলেছে? আমি এখনই তার সাথে কথা বলছি। তার এত সাহস কীভাবে হয় তা আমিও দেখতে চাই।”
সভ্য ফোন করে ঐশির বাবাকে কল দেবার জন্য। কিন্তু ঐশি থামিয়ে দেয়, “তুই উনাকে কল দিস না। পরিস্থিতি আরও বিগড়ে যাবে। তুই আজ প্লিজ বাসায় চল। মা তোকে কাল দেখে যা খুশি হয়েছে তা উনার চোখে স্পষ্ট বুঝা যাচ্ছিল। মা’য়ের জন্য হলেও চল। তার মন একটু হলেও ভালো হয়ে যাবে। জোহান ভাই নেই। তাই কোনো সমস্যা হবে না। প্লিজ। মা’য়ের জন্য। জোহান ভাই থাকবে না।”
.
.
জোহান গাড়ির আয়নাতে নিজের চুল ঠিক করছিলো। আজ সকালেই তার মা’য়ের সাথে কথা হবার পর তার কন্ঠটা উদাসীন শুনাল। ব্যাস, ইনারার সাথে দেখা করবার আরেকটি অজুহাত পেয়ে গেল সে। সে আয়নার দিকে তাকিয়ে নিজের চুল ঠিক করতে করতে বলল, “যে করেই হোক এ ক’দিনের ভুল তার শোধরাতেই হবে। গাঁধার মতো ইনারাকে নিজের থেকে নিজে দূরে সরিয়ে সভ্যের দিকে ঠেলে দিলি। কত সুন্দর করে আগে তোর আগেপিছে ঘুরতো। জোহান বলতে পাগল ছিলো। ওই দীপার জন্য সব নষ্ট করে দিলি। ধ্যুর! তোর কারণেই এখন সভ্যের বেশি কাছে চলে গেছে সে। এখন ইনারাকে সব সময় নিজের দখলে নিতে হবে যেন সভ্যের সাথে কথা বলার সুযোগই না পায়। যথাসম্ভব দূরে রাখতে হবে।”
জোহান ইনারার অপেক্ষা করতে থাকে। তার বাসার সামনে যায় নি। ইনারা ঠিকানাই দেয় নি। এক গলিতে অপেক্ষা করছিলো। কিছুসময় পর এলো ইনারা। তার পরনে আগের মতো গেঞ্জি আর টাউজার। তাকে দেখতেই মুখ বানায় জোহান। সে ভেবেছিল গতকালের পর একটু তো জ্ঞান হয়েছে মেয়েটার। কোন মেয়ে সকলের কাছে নিজের রূপের এত প্রশংসা শুনে পরেরদিন এই অবস্থায় আসে!
পরক্ষণেই জোহান নিজেকে বুঝায়। একবার ইনারাকে তার কাবুতে করে নিলে তার যেমন ইচ্ছা হবে ইনারাকে তেমন ভাবেই সাজিয়ে রাখতে পারবে সে। তাই নিজের চিন্তা নিয়ন্ত্রণে রেখে ইনারাকে হাসিমুখে বলে, “তোমাকে কি বেশি বিরক্ত করলাম?”
“উঁহু।”
“তারপর গতকালের পার্টি কেমন লেগেছে তোমার?”
“খারাপ না।”
“কী ব্যাপার তোমার কী শরীর খারাপ? সারাক্ষণ হাসিখুশিতে মেতে থাকা মেয়ের মুখে আজ কোনো কথা নেই।”
“এমনিতেই ভালো লাগছে না। আমি একটু চোখ বন্ধ করলাম। ঠিকানায় পৌঁছালে উঠিয়ে দিয়েন।”
ইনারার এভাবে কথা বলায় একটু কষ্ট পেল।জোহান। আগে কত বকবক করতো তার আগেপিছে ঘুরে। আর এখন! এখন তো তার দিকে ফিরেও তাকাচ্ছে না। তবে সে কিছু বলল না। গাড়ি স্টার্ট করল।
কিছুসময়ের মধ্যেই তারা পৌঁছে যায় জোহানদের বাড়িতে। জোহান তো মনে মনে অনেক খুশি। আজ ইনারার সাথে কেবল সে সময় কাটাতে পারবে। সভ্য তাদের আশেপাশেও আসবে না। সে বাড়িতে ঢুকার সময় ইনারাকে বলল, “আব্বুর সাথে তোমার দেখা হয় নি তাই না? ছোটবেলায় যখন সাইয়ারা আন্টি এবং আম্মু বান্ধবী ছিলেন, তখন সম্ভবত তোমাকে চিনতো। এখন তো এত বড় হয়ে গেছ। চিনবেও না। কিন্তু আমি নিশ্চিত অনেক খুশি হবে তোমাকে দেখে। তুমি মা আর সাইয়ারা আন্টির একসাথে ছবি দেখেছ? আম্মুর এলবামে আছে।”
“সত্যি? মা’য়ের ছবি আছে আন্টির কাছে।”
ইনারা উৎসুক গলায় বলে। তার মা’য়ের সাথে জড়িত সকল ঘটনার প্রতিই তার অতি আগ্রহ।
জোহানও ইনারার সাথে কথা বলার বাহানা পেয়ে অনেক খুশি হয়। সে একের পর এক সৌমিতা আন্টির সাথে কথা বলার বাহানা খুঁজতেই থাকে। সেখানে এসে দেখে বৈঠক বসেছে খাবারের টেবিলে।
ঐশি সবাইকে খাবার টেবিলে সকলের সাথে কথা বলছিলো। এমন সময় সে জোহানকে দেখে খুশিতে উঠে দাঁড়ায়, “ভাইয়া তুমি!”
আজ অনেকদিন পর জোহান তাদের বাড়িতে এসেছে। তাই খুব খুশি হয় ঐশি। নিশ্চয়ই মা আজ আনন্দে আত্নহারা হবেন। পরক্ষণেই তার মনে পড়ে সভ্যের কথা। সে ভীত দৃষ্টিতে তাকায় তার সামনের চেয়ারে বসা সভ্যের দিকে।
সভ্য জোহানের কথা শুনে পিছনে ফিরে তাকায়। তার সাথে ইনারাকে দেখে চক্ষু কপালে তুলে নেয়। তারপর বিরক্ত হয়ে চোখ ফিরিয়ে নেয়।
জোহান সভ্যকে দেখে তেলেবেগুনে জ্বলে উঠে। এতবছর ধরে সভ্য একবারও তার বাসায় আসে নি। আজই আসতে হলো তাকে! তাকে দেখেই রাগে সে নিজের হাতের মুঠো বন্ধ করে নিলো। কিন্তু ইনারার সামনে নিজের ইমেজ খারাপ করার ভয়ে কিছু বলল না। নিজেকে নিয়ন্ত্রণে রাখে। এর মধ্যে সামি দৌড়ে এসে ইনারার সামনে এসে দাঁড়ায়, “আরে পার্টনার তুমি এখানে?”
“জোহান বলেছিল আন্টির মন খারাপ তাই… ”
“তুমি আম্মুকে চিনো?” ঐশি প্রশ্ন করে। অবাক হয়ে। ইনারার পূর্বেই তার কথার উওর দেয়, “গতকাল রাতে আম্মুর সাথে দেখা হয়। আম্মু অনেক পছন্দ করেছিলো ওকে।”
“তা তো করারই কথা। কত কিউট ইনারা।”
জোহান ইনারার দিকে ঝুঁকে মৃদুস্বরে বলে, “ওকে সত্যিটা বললে ওর পেটে থাকবে না। তাই মিথ্যা বললাম।”
“এই’যে সভ্য তোর প্রিয় ঝাল গরুর মাংস এবং খিচুড়ি তৈরি। দেখ তো আগের মতো স্বাদ আছে না’কি?” সৌমিতা আন্টি হাতে বড় এক বাটি খাবার নিয়ে বেরিয়ে আসতে আসতে কথা বলছি। সে ইনারাকে দেখতেই টেবিলে বাটি রেখে ছুটে এসে তাকে জড়িয়ে ধরে। তাকে দেখে খুশিতে আত্নহারা সে।
সামি বলে, “মামী ওকে আদর করতে করতে তো খাবার ঠান্ডা হয়ে যাবে। আর আমার পেটে ইঁদুররা লুডু খেলতে খেলতে বোর হয়ে গেছে। খেতে হবে তো, নাইলে ওদের টাইমপাস হবে কীভাবে?”
“হ্যাঁ হ্যাঁ ইনু আসো। আজ সভ্যের পছন্দের খাবার রান্না করেছি। যদি জানতাম তুমি আসবে তাহলে তোমার পছন্দের রান্নাও করতাম।”
সামি ইনারার হাত ধরে তাকে নিয়ে যেয়ে বসায় সভ্যের পাশের চেয়ারে। আর বলে, “মামী আপনার দুই বিশেষ মেহমানকে পরিবেশন করতে সহজ হবে।”
ইনারা আড়চোখে তাকায় সভ্যের দিকে। অথচ লোকটা তার দিকে একবারও তাকাল না।
“ভাব কী! ভাবে যেন মরে যাচ্ছে। সকালে কত সুন্দর করে কথা বলছিলো, আর এখন যেন চিনেই না। চিনবে কি করে তার প্রিয় ঐশি তো সামনে বসে। হনুমানের নাতিটার ভাব এমন যেন কোনো দেশের প্রধানমন্ত্রী। ফালতু! উফফ ইনু সে তোকে পাত্তা না দিলে তোর এত রাগ লাগছে কেন? বাদ দে তো।” মনে মনে ভাবলো ইনারা। ভেংচি কেটে নিজেও ভাব নিয়ে অন্যদিকে তাকায়। দেখে জোহান ঐশির পাশের চেয়ারটায় এসে বসেছে। ইচ্ছা করেই সে জোহানকে বলল, “থ্যাঙ্কিউ জোহান, আপনি না বললে তো আমি আন্টির হাতের খাবার খেতেই পারতাম না।”
“আমি উলটো সরি। আগে বললে হয়তো পাচক ভালো কিছু রান্না করতাম। আমি জানতাম না এসব রান্না করা হবে আজ। বাহির থেকে কিছু আনাই?”
“আরে না। এসব তো আমার অনেক পছন্দের খাবার। ঘ্রাণ পেয়েই মুখে পানির সাগর ভাসছে। আমার তো তর সইছে না। আন্টি একটু আঁচার হবে? টক টক ঝাল ঝাল আঁচার।”
সৌমিতার জোহানের কথা শুনে মন খাবার হলেও ইনারার কথায় সে খুশিগলায় বলে, “আমি এখনই আনছি।”
জোহান আবারও ইনারাকে ইম্প্রেস করার জন্য বলল, “তোমার জন্য আমি কেকও অর্ডার দিয়েছি। ম্যাংগো ফ্লেভার।”
সভ্য একবারও আশেপাশে তাকায় না। সে খাবার নিজের পাতে বাড়তে বাড়তে বলে, “ওর ব্লু-বেরি ফ্লেভার ফেভারিট।”
এই অল্পকিছু শব্দতেই জোহানের চোখেমুখে পরাজিত ভাবটা স্পষ্ট হয়ে উঠে। সে খানিকটা দেবে যেয়ে জিজ্ঞেস করে, “সত্যি ইনারা?”
ইনারা মাথা নাড়িয়ে সায় দেয়, “আমার ম্যাংগো ফ্লেভার কেক পছন্দ না।”
জোহান অকারণেই লজ্জিত হয়। টেবিল থেকে উঠে দাঁড়িয়ে বলে, “আমি এখনই অর্ডার চেঞ্জ করে আসি।”
“প্রয়োজন নেই…”
এর আগেই জোহান চলে যায়। সামি খাবার মুখে নিয়ে বিড়বিড় করে বলে, “গেইম অন। সভ্য- এক। জোহান- শূণ্য।”
ইনারা মিষ্টি হেসে তাকায় সভ্যের দিকে। সভ্যের তার পছন্দের কেকে ফ্লেভারও মনে আছে জেনে কেমন খুশি লাগছে তার। এত ছোট একটি বিষয়েও তার এত খুশি কাগছে কেন সে নিজেও বুঝতে পারছে না।
হঠাৎ সভ্য তার দিকে তাকিয়ে মৃদুস্বরে জিজ্ঞেস করে, “বলেছিলাম বাসায় গেছ বলেজানাতে। ভুলে গেছ? কল তো দূরের কথা, মেসেজেরও রিপ্লাই দেও নি।”
সভ্যের তাকানোর সাথে সাথেই সে চোখ ফিরিয়ে নিজের মুখ লুকানোর ব্যর্থ চেষ্টা করতে থাকে। যেন সভ্য তার কোনো চুরি ধরে নিয়েছে।
সে নিজেকে সংযত করে গলা পরিষ্কার করে উত্তর দেয়, “মাথা ধরে ছিলো তাই মনে নেই।”
“জোহানের সাথে তোমার প্ল্যান তৈরি হয় এখানে আসতে মাথা ব্যাথা করেনি?”
“তো আপনার তো জোহানের সাথে তুমুল ঝগড়া। আপনি এখানে কী করছেন?”
“এটা কেবল জোহানের বাড়ি না।”
“হ্যাঁ আপনার প্রিয় ঐশিও তো থাকে।”
“তুমি এত ত্যাড়া উওর দিতে পারো কিভাবে বুঝি না। জিজ্ঞেস করেছি এক কথা ওই কথার ঘুরিয়ে-মুড়িয়ে আরেক কথা বের করে দিচ্ছ।”
“তো জোহানের সাথে আমি এখানে এসেছি আপনার জ্বলে কেন? নিজের চরকায় তেল দিন। মানে নিজের পেটে খাবার দিন।”
“তুমি..”
সভ্যের সম্পূর্ণ কথা শেষ হওয়ার পূর্বেই ইনারা ভেংচি কেটে মুখ ফিরিয়ে নিলো। খাবার নিয়ে নিজের মতো খেতে থাকল সে। এমন সময় জোহান আসে। এবং সে জোহানকে বলে, “আপনিও না অকারণে আমার জন্য কষ্ট নিচ্ছেন। কি দরকার ছিল কেকের অর্ডার চেঞ্জ করার।”
“তুমি আমাদের মেহমান। এটা তো আমার দায়িত্ব।”
“থ্যাঙ্কিউ সো মাচ। সো সুইট অফ ইউ।”
ইনারা এমন নরম সুরে কথা বল শুনে সভ্যের কাশি এসে পড়লো। সে জলদি একগ্লাস পানি খেয়ে বিড়বিড় করে বলল, “গতকাল আমি একে নিয়ে গতরাতে এত দৌড়াদৌড়ি করলাম, এত খেয়াল রাখলাম, রাত ভরে ওর ময়লা করা সম্পূর্ণ ঘর পরিষ্কার করলাম, আবার সকাল সকাল নাস্তাও বানিয়ে দিলাম। তারপরও আমার জন্য মুখ থেকে একটা থ্যাঙ্কিউও বের হবে। আর জোহানের জন্য মিষ্টি ঝরছে যেন। আমার সাথে কথা বলতেই যে সে তেঁতুল গাছের রাণী হয়ে যায়। তার মুখে কটু বার্তাই ঝরে।”
সৌমিতা আন্টি আমের আঁচারের বয়াম এনে দেয়। ইনারা সবার আগে আঁচার মুখে দেয়। সে লাফিয়ে উঠে। তার টক খাবার অনেক ভালো লাগে। খাবারের প্লেট এক পাশে রেখে সে আঁচারই খেতে শুরু করে আর সৌমিতা আন্টিকে বলে, “আন্টি…আন্টি এটা বেস্ট। এ পুরো বয়াম তো আমিই এক বসাতেই শেষ করে দিব। এসব খাবারের জন্য তো আর পেটে জায়গা হবে না।”
“সে কি এত আঁচার একসাথে কেউ খায়? আমি তোমাকে বাসার জন্য দিয়ে দিব। মামনী এখন ভালো মেয়ের মতো খাবার খাও।”
সভ্য মাঝখানে বাঁধা দিয়ে বলে, “বাদ দেন তো আন্টি। যার মুখ সারাক্ষণ তেঁতো হয়ে থাকে তার আর আঁচার খেলে কি হবে।”
ইনারা রেগে যায় সভ্যের কথায়, “আমার মুখ তেঁতো? আপনার মুখ দিয়ে তো সারাদিন রসগোল্লা ঝরে ঝরে পড়ে। নিজের মুখ সারাক্ষণ পেঁচার মতো গোমরা করে রাখেন আর আসছেন আমাকে এসব বলতে?”
“ওহ হ্যালো, তোমার মুখ হবে পেঁচার মতো। গোল টোল একদম সেরকম।”
“পেঁচার মতো? আমার মুখ পেঁচার মতো। তাহলে আপনি চেহেরা মিলিয়ে নিয়েন দেখে একদম ব্যাঙ আর শেয়ালের মিশ্রণ।”
“আর তোমার মাথায় তো গোবরের সাথে ব্রেনের মিশ্রণটাও নেই। সম্পূর্ণ গোবর ভরা। তার কী?”
“এইসব আমার ডায়লগ। আপনি চুরি করলেন কেন? লজ্জা লাগে না? আরেকটা শব্দ বের করলে এই আঁচার সব আপনার মাথায় ঢেলে দিব তারপর বলতে পারবেন না আমি সতর্কবার্তা দেয় নি।”
“পারো তো এসব। ভালো কোনো গুণ তো নেই।”
“হ্যাঁ হ্যাঁ নিজে তো কতগুণে গুণান্বিত। সারাক্ষণ শেয়ালের সরদারের মতো কান্ড করতে থাকে আমার সাথে। যত্তসব আমাকে খাটানোর বুদ্ধি।”
সৌমিতা আন্টি দুইজনের এমন ঝগড়া দেখে হতভম্ব হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইলো। তারপর অবাক হয়ে জিজ্ঞেস করে, “করছোটা কি তোমরা? এসব কী কথাবার্তা!”
ইনারা তার আঁচারের বয়াম নিয়ে উঠে সৌমিতা আন্টির কাছে যেয়ে বলে, “চলেন তো আন্টি। এখানে এক মুহূর্ত থাকলে এই আঁচারের বয়াম দিয়েই তার মাথা ফাটিয়ে দিব। উনার হঠাৎ কি হয় কে জানে এই ভালো, এই খারাপ।”
ইনারা সৌমিতা আন্টিকে নিয়ে যাবার সময় সভ্য বলে, “কোথায় যাচ্ছ?”
“জাহান্নামে। কেন এখানেও আসবেন?””
“না, একাই যাও। আর সাবধানে যেও।”
“আমাকে নিয়ে আপনার চিন্তা না করলেও হবে।”
“তোমাকে নিয়ে চিন্তা কে করছে? জাহান্নামে যাবার পথে যারা তোমাকে দেখে ভয় পাবে তাদের জন্য চিন্তা হচ্ছে।”
ইনারা থেমে যায়। রাগে কটমট করতে করতে সভ্যের দিকে তাকিয়ে রাগে ক্ষোভে জোরে মেঝেতে লাথি মারলো। আবার সৌমিতা আন্টিকে বলল, “চলেন তো আন্টি।”
চলবে…..