অনুভবে পর্ব-৩৬

0
1000

অনুভবে
পর্ব-৩৬
নিলুফার ইয়াসমিন ঊষা

“আমাদের কোম্পানিতে সামান্য চাকরি করে এমন মেয়েকে তুলে ঘরে নিয়ে এসেছ? তোমার থেকে এসব আশা করি নি জোহান। মেয়েদের মতো না কায়দা আছে, আর না মেয়েদের মতো পোশাক পরিধানের তেহজিব। কী হিসেবে ওকে আমার বাড়িতে আনতে পারো তুমি?” মিঃ হক জিজ্ঞেস করলেন। তার গলার স্বর শান্ত কিন্তু কন্ঠে কঠিন, রুক্ষ ভাব। সে হেলান চেয়ারে বসে একটি ফাইল দেখছিলেন। জোহানের উওর দেবার সময় না দিয়েই সে জিজ্ঞেস করলেন, “দীপার কি অবস্থা? গতকাল তো তুমি আমার করা পরিকল্পনা জলে ডুবিয়ে দিলে। আগামী সাপ্তাহে ওর সাথে তোমার কোনো খবরে আসতে হবে। তা কি আমি জানিয়ে দিব। তুমি আসতে পারো।”

চুপ করে থাকে জোহান। তার বাবার সাথে কথা বলার সাহস জোগাড় করে। তারপর বলল, “আমি ওর সাথে ব্রেকাপ করে ফেলেছি আব্বু।”
মিঃহক ফাইল থেকে মুখ তুলে বিস্মিত দৃষ্টিতে তাকায় জোহানের দিকে। তার চোখেমুখে আক্রোশ স্পষ্ট। সে উঠে দাঁড়িয়ে ক্রোধিত স্বরে বলে, “পাগল হয়ে গেলে তুমি? আমি কতকিছু করছি যেন তুমি সবার উপরে থাকো। তোমাকে একটা সহজ কাজ দিয়েছিলাম। কেবল আমার কথা মেনে চলতে হতো। তাও পারলে না? কার অনুমতি নিয়ে ওর সাথে সম্পর্ক ভাঙলে এবং কেন ভাঙলে?”
“ইনারার জন্য। ইনারা ওই ব্যাকইয়ার্ডের মেয়েটা।”
“জ্বি।”
ক্ষেপে উঠলেন মিঃ হক, “তুমি পাগল হয়ে গেছ? মাথা নষ্ট হয়ে গেছে তোমার? এই সামান্য একটা মেয়ের জন্য তুমি দীপাকে ছেড়ে দিলে? আমার অনুমতি ছাড়া তোমার সাহস হলো কিভাবে এ সিদ্ধান্ত নেওয়ার?’
জোহার মাথা হেঁট করে দাঁড়িয়েছিল। ভয় পাচ্ছে সে। ভয়ে নিশ্বাস নেওয়াটাও দুষ্কর হয়ে গেছে তার জন্য। সে ভয়ে ভয়ে উত্তর দিলো, “ইনারা মুশতাক সাহেব এবং সাইয়ারা আন্টির মেয়ে আব্বু।”
“কী? কী বললে তুমি? সাইয়ারা এবং মুশতাকের মেয়ে?”
মাথা নাড়ায় জোহান। মুহূর্তও গড়ায় না। জোহানের বাবা জড়িয়ে ধরে তাকে। তাকে সাব্বাশি দিয়ে বলে, এতদিনে একটা কাজের কাজ করেছো তুমি। সাব্বাশ।
জোহান যতটা বিস্মিত। তার থেকে হাজার গুন বেশি খুশি। চোখেমুখে কেমন স্বস্তি বোধ ছড়িয়ে গেল। যতটা খুশি লাগছে তা ভাষায় প্রকাশ করার মত নয়।
“বাবা তুমি সত্যি খুশি হয়েছো?” জোহান অবিশ্বাস্য কন্ঠে বলল।
“হবো না? সাইয়ারার কত সম্পত্তি তা জানো? তার একমাত্র মেয়েই তো এত সম্পত্তির পাবে। আর মুশতাকেরও ভালোই সম্পত্তি আছে। সবটা পাবে ইনারা। এছাড়া যদি জনগণ একবার জানে তোমার বিয়ে অভিনেত্রী সাইয়ারার মেয়ের সাথে হয়েছে তাহলে কতদিক থেকে সুযোগ পাবে তুমি ভেবেছো?”
কথাগুলো শুনে অবাক হয়ে জোহান, “কিন্তু বাবা আমি ওর সাথে বিয়ের কথা ভাবছিলাম না।”
“তাহলে ভাবো। আমি তোমাকে সবচেয়ে বড় হতে দেখতে চাই। মিউজিক ইন্ডাস্ট্রির সাথে ফিল্ম ইন্ডাস্ট্রিতেও বড় এক তারকা হতে পারবে তুমি। মুশতাক এতে সহয়তা করতে পারবে।”
“বাবা আমি গান ছাড়া অন্য কিছু করার কথা কখনো ভাবি নি। এই অভিনয় আমার দ্বারা সম্ভব নয়। আর গান আমার স্বপ্ন, ইচ্ছা, আকাঙ্খা, ভালোবাসা। আমি আমার গান ছেড়ে অন্যকিছু করার কথা ভাবতেও পারি না।”
“তাহলে ভাবতে শুরু করো। কারণ তোমার এখন এটা করতেই হবে। তুমি গানের দিক থেকে তো কখনোই প্রথম হবার যোগ্যতা রাখো না। সভ্য আছে এই ফিল্ডে। তাহলে অন্তত কোনো দিকে ওর থেকে এগিয়ে যেয়ে আমাকে গর্বিত করো।”
“কিন্তু আব্বু…”
“আমি কোন কিন্তু শুনতে চাই না। যাও এখন। আমি ম্যানেজারকে দিয়ে সব বুঝিয়ে দিব। আর ইনারাকে হাত থেকে যেতে দিবে না। তুমি যা করছ সব বন্ধ করে ওর দিকে ফোকাস করো। ও একবার তোমার হাতে আসুক তারপর তোমার যা মন চায় করতে পারো।”
জোহানের ঠোঁটের হাসিটা বেশিক্ষণ স্থায়ী থাকে না। সে বেরিয়ে যায় কক্ষ থেকে। রুম থেকে বেরিয়ে সোজা নিজের রুমে যায়। তার ব্যাগ থেকে ঔষধ বের করে খেয়ে নেয়। তার হাত পা কাঁপছে। বুকের ভেতর কেমন ব্যাথা করছে তার। খুব অশান্তি লাগছে।
.
.
রাত বারোটা। সভ্য সোফার উপর বসে একটি ফাইল হাতে নিয়ে বসে ছিলো। তার সামনে দাঁড়ানো একটি কালো স্যুট প্যান্ট পরা লোক। সে বলছে, “নাম জিন্নাত ইনারা। উনার মা ছিলেন অভিনেত্রী সাইয়ারা এবং বাবা পরিচালক মুশতাক আবসার। এগারো বছর বয়সে সে তার মা’কে হারায়। এরপর থেকে তার ফুপা ফুপির তার বাসায় এসে থাকে। এবং তার মা’য়ের বিশস্ত একজন মহিলা তার খেয়াল রেখে এসেছেন ছোট থেকে। বাবার সাথে তেমন ভালো সম্পর্ক নেই। তার বাবা বাসায় খুব কম আসে। দেশ বিদেশ ঘুরে বেড়ায়। ছোটবেলা থেকে তার পরিচয় দেওয়াটা বারণ। তার অনেক বন্ধু-বান্ধব থাকলেও। কাছের বন্ধু কেবল দুইজন, সুরভি এবং প্রিয়। বাকি সব ডিটেইলস ফাইলে আছে এবং কিছু এখনো জোগাড় হচ্ছে।”
সভ্য ধ্যানমগ্ন হয়ে ফাইল দেখছে। তার মুখে বিশেষ কোনো ভাব নেই। সে ধ্যান সহকারে ফাইলটা পড়ছিলো সামনে দাঁড়ানো লোকটি আবার বলল, “এবং স্যার বড়সাহেব বলেছেন গান বাদে আপনার পড়াশোনার দিকেও ধ্যান দিতে। অভ্র স্যার তো কোম্পানি জয়েন করবেন না। তাই ভবিষ্যতে… ”
“ভবিষ্যতে আমারই নিজের শখ ছেড়ে তার কোম্পানিতে বসতে হবে? এমনটা হচ্ছে না। দাদুভাইকে জানিয়ে দিবেন।”
“বড়সাহেব আপনাকে গান ছাড়তে বলেন নি কিন্তু জানিয়েছেন কোম্পানিটা সামলানোও আপনার দায়িত্ব। নিজের আকাঙ্খা এবং দায়িত্ব দুটো একসাথে কীভাবে সামলাবেন আপনি জানেন। আর আপনাকে এটাও জানাতে বলেছে আগামী মাসে আপনার এক্সাম। আপনাকে অন্তত এক্সামের দুই সাপ্তাহ আগে অস্ট্রেলিয়াতে যেতে হবে।”
“দাদুভাইও না জীবনটা ত্যানা ত্যানা করে দিলো।”
কথাটা শুনে সামনের লোকটা বড় বড় চোখ করে তাকায়, “সরি স্যার, আপনি কী বললেন?”
“কিছু না। আপনি যেতে পারেন।”
“ঠিকাছে স্যার।”

লোকটা যাবার পর সভ্য নিজেই বলে, “ইনারার প্রভাবটা আমার উপর একটু বেশিই পড়ছে।” সে দীর্ঘশ্বাস ফেলে ফাইলটার দিকে তাকায়। আবারও বলে, “তাহলে আমার সন্দেহ ঠিক হলো। আমি জানতাম ও মিথ্যা বলছে। আর আমার মিথ্যা সহ্য হয় না। কিন্তু কেন যেন ওর মিথ্যাতে আমার রাগ হচ্ছে না। যাক এবারের মতো মাফ করলাম। আর এটাও বুঝতে পারছি যে সৌমিতা আন্টি ইনারাকে এত আদর করছিল কেন। মিস জিন্নাত ইনারা তোমার সিক্রেট আমার কাছে সেইফ থাকলো। এবার দেখা যাক তুমি কখনো নিজের আসল পরিচয় আমাকে নিজ থেকে দেও না’কি! লুকানোটা বেশিদিনের জন্য সম্ভব নয়। কারণ তোমাকে সারাজীবন আমার সাথেই থাকতে হবে। সারাজীবন তো আর নিজের পরিচয় লুকাতে পারবেন না মেডাম।”
.
.
প্রায় একমাস কেটে যায়। শেষ রাতে সকলের একটা কনসার্ট হয়েছে চট্টগ্রামে। কনসার্টে জোহানের অভিনেতা হিসেবে কাজ করার কথাও প্রকাশ করা হয়েছে। যা সকলের জন্য বিস্ময়কর ব্যাপার ছিলো। কনসার্টটা হৈ-হুল্লোড় এর সাথে ভালো ভাবেই হয়েছে। তাই সকলে টায়ার্ড হয়ে ভোর রাতে ঘুমিয়েছে। তাই দেরিতেও উঠেছে। কিন্তু সকাল পেরিয়ে দুপুর হয়ে গেল কিন্তু ইনারার খবর নেই। তাই সভ্য নিজে তাকে খুঁজতে গেল। এতদিন মেয়েটার অনেক খাটুনি গেছে। অসুস্থ না হয়ে পরে। কিন্তু সেখানে সে ইনারাকে পায় নি। তাই ইনারার রুমমেটকে জিজ্ঞেস করে জানতে পারে ইনারা সকাল সকালই বের হয়ে গেছে। কোথায় গেছে সে জানে না। সভ্যের একবার মনে হলো জোহানের সাথে যায় নি তো? জোহানও কনসার্ট শেষেই রওনা দিয়েছে ঢাকার উদ্দেশ্যে। কিন্তু পরে কথাটা মাথা থেকেই ঝেরে ফেলল। তার মনে হলো সে জোহানের সাথে যায় নি। আর তাদের বের হবার সময়ও ভিন্ন ছিলো। ইনারাকে ফোনে না পেয়ে অবশেষে সে সাইদের কাছে যায়। যেয়ে কথাটা খুলে বলতেই সাইদ কল করে সুরভিকে। কল শেষে সে সভ্যকে জানায়, “সুরভিকে অনেক জিজ্ঞেস করলাম। সে কিছুইতেই বলতে রাজি না।”
“তাই? আমাকে একটু ফোনটা দেও তো।”

সাইদ আবারও কল দিলো সুরভীকে।এবার সভ্যের হাতে ফোন ধরিয়ে দেয়। কয়েকটা রিং যায়। তারপর সুরভি কল ধরেই বলে, “উফফ ভাইয়া বললাম তো ইনারা কোথায় তা বলব না। তুমি আমাকে ঘুষ দিয়েও ওর ঠিকানা বের করতে পারবে না। আমার জানেমানের প্রতি আমার মীরজাফরগিরি করবো না। জ্বালিও না তো।”
“সুরভি, আমি সভ্য বলছি।”
সভ্যের নাম শুনতেই ফোনের ওপাশ থেকে সুরভির হাত থেকে ফোন নিচে পরে গেল। সে ড্যাবড্যাব করে ফোনের দিকে তাকিয়ে থেকে জলদি করে ফোন উঠালো। আর অস্থির হয়ে বলল, “সভ্য…সভ্য… আমার বিশ্বাস হচ্ছে না আপনি ফোনে। আপনি আমার সাথে কথা বলছেন। আল্লাহ আমার হাত পা কাঁপছে। সত্যি আপনি?”
“হ্যাঁ আমি। তোমাকে কষ্ট দিচ্ছি। কিন্তু তুমি একটু বলতে পারব ইনারা কোথায়? আসলে সকাল সকাল কাওকে না বলে চল গেল তো তাই চিন্তা হচ্ছিল।”
“যদিও ইনারা যদি জানে আমি আপনাকে ওর ঠিকানা দিয়েছি তাহলে আমার খুন করে ফেলবে। তবুও আপনার জন্য এতটুকু তো ত্যাগ করতেই পারি আপনি। আপনি আমার ফেভারিট গায়ক বলে কথা। ও শ্রীমঙ্গল এ গেছে। আগামীকাল আন্টির জন্মদিন। প্রতিবছর এ দিনটা ও সেখানেই পালন করে।”
“তুমি একটু কষ্ট করে ঠিকানাটা মেসেজ করবে? আর তোমার সাথে সেদিন ভালোভাবে কথা হয় নি। একদিন তোমার বন্ধু প্রিয়কে নিয়ে ইনারার সাথে এসো। সকলে একসাথে সময় কাটাব।”
“সত্যি? জানেন ভাইয়াকে এত বলি কিন্তু কখনো নিয়ে যায় নি। কিন্তু আপনি নিজে আমন্ত্রণ দিয়েছেন আমার বিশ্বাস হচ্ছে না।”
হাসে সভ্য। বলে, “তাহলে রাখি। তোমাকে অনেক ধন্যবাদ। জলদি দেখা হবে।”
ফোন রাখার পর সে বিড়বিড় করে বলে, “দেখা তো হতেই হবে। আমার হবু শালী সাহেবা বলে কথা।”

“কী বললে?” সাইদ প্রশ্ন করে।
“কোথায়? কিছু না। সাইদ আমার একটা কাজ করো। শ্রী মঙ্গলের জন্য একটা গাড়ি ঠিক করো। আমি এখনই রওনা দিব।”
“শ্রী মঙ্গল! কেন?”
“আহা এত প্রশ্ন করো না। আর কেউ আমার কথা জিজ্ঞেস করলে বলবে জরুরী কাজে ঢাকায় গেছি। এখন আমি তৈরী হতে যাচ্ছি এসে যেন দেখি গাড়ি ঠিক হয়ে গেছে।”
সভ্য চলে যায়। সাইদ তার যাওয়া দেখে অবাক হয়ে বলে, “আল্লাহ জানে ছেলেটার কি হয়েছে। আজকাল কেমন আজব ব্যবহার করছে!”
.
.
রাত্রির অন্ধকারের মাঝে চন্দ্রের মৃদু আলো ঝরে পরছে পৃথিবীর বুকে। সামনের প্রকৃতির সৌন্দর্য কেমন ধোঁয়াশা। সবে খাবার শেষে এককাপ গরম গরম চা নিয়ে বসেছে ইনারা। সামনে তাকিয়ে তার মা’য়ের স্মৃতিতে ডুব দিচ্ছে। তার বুক চিরে বেরিয়ে এলো বেদনার দীর্ঘশ্বাস। বছরের এই দিনগুলোতে তার কেমন দম আটকে আসে। নিশ্বাস ফেলতে কষ্ট হয়। খুব করে কাঁদতে ইচ্ছে করে। সে কাঁদেও। এ রিসোর্টের রুমটায় বন্দী হয়ে খুব কাঁদে। বের হয় না। প্রতিবছরই তার এ রিসোর্টে আসা অথচ সে গত ছয় বছরে শ্রী মঙ্গলের সৌন্দর্যে মুগ্ধ হবার সুযোগ পায় নি। বের হয়ে ঘুরার উদ্দেশ্যে। এই জায়গাটায় যে তার নিশ্বাস আটকে আসে। এতটুকু স্থান জুড়েই তার বেদনার খাঁচা। এ খাঁচা থেকে বের হতেই মুখে হাসি আঁকতে হয় তার। না সে কাওকে তার দুর্বলতা দেখাতে চায়, আর না আপন কাওকে কষ্ট দিতে চায়।

চা’য়ের কাপটা ঠোঁটের কাছে নিতেই দরজায় টোকা পরে। চা’য়ের কাপটা রেখে উঠে যেতে হয় তার। দরজা খুলতেই দেখে একটি লোক মুখে মাস্ক লাগিয়ে দাঁড়িয়ে আছে। এটা এতটা অবাক কান্ড ছিলো না। কিন্তু এই রাতে লোকটা সানগ্লাস লাগানো। সাথে মাথায় ক্যাপ। হঠাৎ তার সামনে কোনো অদ্ভুত প্রাণী এসে দাঁড়িয়েছে এম প্রতিক্রিয়া দেখিয়ে চিৎকার করে উঠে ইনারা।

সভ্য দ্রুত এগিয়ে যেয়ে তার মুখ চেপে ধরে। এতে যেন ইনারা আরও বেশি আক্রমণাত্নক হয়ে যায়। সভ্যকে বলার সুযোগ না দিয়ে মারতে শুরু করে তাকে। সভ্য না পেরে বলে, “এই ইন্দুরনী থামবে তুমি?”
ইনারা থেমে যায়, “ইন্দুরনী? এই শব্দ আর কন্ঠ দুটোই চেনা চেনা লাগছে। এটা তো ব্যাঙেরছাতার কন্ঠ।”
সভ্য হাফ ছেড়ে বাঁচে। ইনারাকে ছেড়ে। মাস্ক এবং সানগ্লাস খুলে বলে, “নির্দয়া মহিলা, এভাবে কেউ মারে?”
ইনারা রাগান্বিত দৃষ্টিতে তাকায় সভ্যের দিকে। তার পা’য়ের পাতায় লাথি মেরে বলে, “আপনি ভূত সেজে আমার দরজায় কি করছেন?”
“স্যারপ্রাইজ দিতে এসেছিলাম। কিন্তু তুমি আমার ভর্তা বানিয়ে দিলে।”
“রাত বেরাতে কে সানগ্লাস পরে? ভয় পাব না আমি?”
“এটা তোমার ভয় ছিলো? ভয়ে তো আমার অবস্থা খারাপ করে দিলে তুমি? আর আমি সানগ্লাস পরে ছিলাম যেন কেউ আমাকে না চিনে।”
“এসব বাদ দিয়ে বলেন আপনি এখানে কেন এলেন?”
“তুমি এই সম্পত্তি কিনে নিয়েছ না’কি? আসতে পারি না আমি?” বলে সভ্য রুমে ঢুকে পড়ে।
ইনারা পিছনে যায় তার, “আজব লোক তো আপনি? না জিজ্ঞেস করে রুমে ঢুকে পড়লেন?”
“দেখো ইনারা খুব খিদে পেয়েছে। আমার প্লেন ছাড়া জার্নি করার অভ্যাস নেই। খাবার এখানে আনতে বলেছি।”
“এখানে কেন?”
“তুমি আছো বলে। ওহ ভালো কথা, আমি তোমার প্রতিবেশি। এই রিসোর্টের জন্য।”
“তাহলে নিজের রুমে যেয়ে খান।”
“আমি এখানে খাব। কোনো সমস্যা?” কথাটা বেশ কঠিন গলায় বলে সভ্য। ইনারা তার এই স্বরকে খুব ভয় পায়। শুরু থেকেই। এমন সরু দৃষ্টি দেখেই যেন তার প্রাণ বেরিয়ে যায়। তাই ভয়ে সে কিছু বলে না। দ্রুত মাথা নাড়ায়।
“গুড। আমি হাত ধুঁয়ে আসছি। যেয়ে টেবিলে বসো।”

রিসোর্ট রুমে দুইটা ব্যালকনি আছে। পিছনের ব্যালকনিতে একটি পুলসাইট ভিউ আছে। পাশেই রাখা একটি টেবিল ও দুইটি চেয়ার। ইনারা সেখানে যেয়ে দাঁড়ায়। খাবার এসে পরে। সভ্য হাত মুখ ধুঁয়ে এসে বসে সামনে। আদেশের সুরে ইনারাকে বলে, “আমি জার্নি করে এসে টায়ার্ড হয়ে গেছি। খাইয়ে দেও।”
“কী মহাভারত উদ্ধার করে এসেছেন যে খাইয়েও দিতে হবে?”
“আমি তোমাকে এটা জিজ্ঞেস করেছি যে, তুমি যেখানে নিজের পরিবার চালানোর জন্য আমাদের কোম্পানিতে চাকরি করছ সেখানে তুমি এই রিসোর্ট কীভাবে এফোর্ড করতে পারো?”
ইনারা বড় বড় চোখ করে তাকিয়ে থেকে দ্রুত চেয়ার টেনে বসে যায়। বলে, “আরে আমি তো মজা করছিলাম। এখনই খাইয়ে দিচ্ছি। আপনি যা আদেশ করছেন তাই করছি। আলাদীনের জিনিই ভাবেন আমাকে।”
মুখে হাসি নিয়ে কথাগুলো বললেও মনে মনে হাজারো বকছিলো সভ্যকে।

সভ্য ইনারার চেয়ার এক টান দিয়ে নিজের কাছে টেনে আনে। চমকে যায় ইনারা। আশ্চর্যজনক দৃষ্টিতে দেখে সভ্যকে। সভ্য ঝুঁকে আসে তার দিকে। তার চোখে চোখ রেখে তার চুলের ক্লিপ খুলে দেয়। তার সোনালী চুলগুলো ঝরঝরে পিঠ ছড়িয়ে যায়।
ইনারা কিছুই বলে না। সভ্যের চোখ থেকে চোখই সরে না তার। সময় যেন থেমে গেছে। ধ্যান হারিয়ে গেছে। সে হারিয়ে আছে সভ্যের কাজলে নয়নে। সে আজও বুঝে না, কোনো পুরুষের নয়ন এত মায়াবী হয় কীভাবে?

সভ্য হাসে। ইনারার সাথে দৃষ্টি মিলনের প্রতিযোগিতায় সে স্বাচ্ছন্দ্যে হেরে গেছে। এই দৃষ্টিই যেন তাকে খুন করার জন্য যথেষ্ট।

ইনারার ঘোর ভাঙতেই সে নিজেকে সামলে নেয়। এমন বেহায়াভাবে সভ্যর দিকে তাকিয়ে থাকার মুহূর্ত লুকানোর জন্য বলে, “কী সমস্যা? হঠাৎ এভাবে টানলেন কেন?”
“দূরে থাকলে কষ্ট হবে না?”
“হুঁ?”
“আই মিন খাওয়াতে। একটা কাজও ঠিক মতো হয় না তো তোমার? দেখি এখন খাওয়াও।”
“নিজেকে আসলেই নবাবজাদা ভাবছে রাক্ষসটা।” বিড়বিড় করে বলে ইনারা।
সভ্য কাঠখোট্টা গলায় বলে, “বিড়বিড় করে বকা দিচ্ছ আমাকে?”
“ছিঃ ছিঃ আপনার মতো মহান মানুষকে আমি বকা দিতে পারি। দেখি বাবু হা করো। খাইয়ে দেই।”
“মশকরা করছো আমার সাথ? আমাকে বাবুর মতো দেখায়?”
“স্বভাব তো এমনই। বুড়ো ব্যাটাকে আমার হাতে খাইয়ে দিতে হয়।”
“মাত্র পঁচিশ বছর আমার। আমাকে কোন দিক থেকে বুড়ো দেখা যায়?”
“বুড়ো না বাবু না, কী বলবটা কি আপনাকে?”
“মিঃ হ্যান্ডসাম বলতে পারো।”
“ছিঃ ছিঃ এত বড় মিথ্যা আমি বলতেই পারি না।”
“দেশ বিদেশের হাজার মেয়ে আমার লুকস’এর উপর ফিদা।”
“সবগুলোর টেস্ট খারাপ।”
“তুমি…. চুপচাপ খাওয়াও তো।” অবশেষে হার মেনে কাঠখোট্টা গলায় বলল সভ্য। সে ছোটবেলা থেকে যখনই বাসায় যায় নিজের মা’য়ের হাতেই খাবার খেত। তার অন্যের হাত থেকে খাওয়াটা পছন্দ না। কিন্তু আজ একপ্রকার জোর করে ইনারাকে খাওয়াতে বলল। কেন সে জানে না। কিন্তু একপ্রকার ভালোলাগা কাজ করছে এই অনুভূতিতে। সে সম্পূর্ণ সময় জুড়ে কেবল তাকিয়ে রইলো ইনারার দিকে। ইনারা বিড়বিড় করে তাকে কতগুলো বকা দিচ্ছিল। সে জানে। কিন্তু কিছু বলে না। ইনারার রাগ দেখে সে মজা পাচ্ছে। এভাবে রাগে মিষ্টি দেখায় তাকে।

খাবার শেষেও যায় না সভ্য। সে-ও কফি আনায়। এবং ইনারার জন্য আরেকটা গরম গরম চা আনানো হয়। দুইজনে বসে ব্যালকনির সিঁড়িতে। ইনারা এখনো ক্ষেপে আছে সভ্যের উপর। তার এখানে আসাটা তার মা’য়ের স্মৃতির সাথে সময় কাটানোর জন্য তার সাথে নয়। সভ্য কফিতে চুমুক দিয়ে বলে, “কফি খেতে ভালো লাগছে না। টায়ার্ড লাগছে খুব। আগে একটু আরাম করে নেই।”
ইনারা তো খুশিই হয়। ভাবে এখন সভ্য যাবে তাহলে। কিন্তু সভ্য কাজ করলো উল্টো। ইনারার কোলে মাথা রেখে শুয়ে পরে। ইনারা তো হতবাক। সে জিজ্ঞেস করে, “কী হচ্ছে?”
“উফফ কানের কাছে চিল্লিও না তো। ক্লান্ত লাগছে খুব। একটু চুল টেনে দেও।”
“এহ আসছে নবাবজাদা। আসলে আলাদীনের জিনি পেয়েছেন না-কি? যে আপনি হুকুম করবেন আর আমি পূরণ করব।”
সভ্য উঠে বসে। উদাসীন মুখে বলে, “করবে না? আচ্ছা ঠিকাছে আমি নিজের রুমে যাই।”
“তাই যান।”
“বেশি আর কি হবে? মাথা ব্যাথা থেকে শরীর খারাপ লাগবে। ক্লান্তি থেকে দুর্বল লাগবে। অসুস্থ হয়ে যাবো। আর বেশি কি?”
এবার কথা শুনে চিন্তিত হয় ইনারা। সে সভ্যকে থামিয়ে বলে, “দাঁড়ান। আচ্ছা একটু শুতে পারেন। চুল টেনে দিচ্ছি। তবে বেশিক্ষণ না।”
সভ্য লুকিয়ে হাসে। যেয়ে আবার ইনারার কোলে মাথা রাখে। ইনারা চুল টেনে দিতে শুরু করে তার। ইনারার খোলা চুল তার মুখে এসে লাগছে। তার কেশের ঘ্রাণে অন্যদেশে হারিয়ে যাচ্ছে সে। তার চোখ বন্ধ হয়ে আসে। এমন সময় ইনারা জিজ্ঞেস করে, “ঘুমিয়ে গেছেন কী?”
সভ্য নড়ে না। কোনো শব্দও করে না। সাড়া না পেয়ে সে মেনে নেয় সভ্য ঘুমিয়েছে। এত ভালো সুযোগ কীভাবে হাতছাড়া করে সে। ঝুঁকে চোখ বন্ধ করে একখানা চুমু খায় সভ্যের কপালে। পরক্ষণে নিজের এই কাজে নিজেই লজ্জায় মেখে যায়। আবার তাকায় সভ্য উঠে যায় নি তো?

গতবার সে সভ্যকে চুমু দেবার সময় হুঁশে ছিলো না। সে অনুভূতিটাও মনে নেই তার। কিন্তু তার এই অনুভূতি অনুভব করতে পারছে সে। লজ্জা, খুশি, ভয় সবকিছুর মিশ্রণ এই অনুভূতি। এত সুন্দর অনুভূতি সে ভুলে যেতে পারে কীভাবে? যাক, এবারের অনুভূতি এই হৃদয়ের সিন্দুকে বন্দী করে রাখবে সে। আর এই অনুভূতির সাক্ষী থাকব এই জাদুময় রাত, রাতের অন্ধকার এবং এই রাতে ঝরে পরা চন্দ্রিমার জ্যোৎস্না।

চলবে…..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here