অনুভবে (২য় খন্ড) পর্ব ৬,৭

0
1529

অনুভবে (২য় খন্ড)
পর্ব ৬,৭
নিলুফার ইয়াসমিন ঊষা

গতকাল রাতে দেরি করে বাসায় পৌঁছানোর কারণে সকাল সকালই ইনারাকে কল দেয় সুরভি। ইনারা তাকে বেশি কিছু জানায় না। কেবল তার ভার্সিটির সামনে থেকে একটি গাড়িতে উঠতে বলে। সে তেমনি করে। সে দেখে শহরের শেষ দিকে গাড়িটি এসে থামে। আশেপাশে বাড়ি খুব কম। কিন্তু প্রাকৃতিক দিক থেকে জায়গাটা খুব সুন্দর। গাড়ি থামে একটি বিশাল প্রবেশদ্বারের সামনে। ভেতরে ঢুকে আবিষ্কার করে আরও বেশি সুন্দর একটি পরিবেশ। ড্রাইভার তাকে ভেতরের রাস্তা দেখায়। সে সবকিছু দেখতে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিল যে ইনারাকে কল দেবার কথা তার মাথাতেই নেই।

ঘরে ঢুকতে একটি মধ্য বয়স্ক মহিলাকে সে দেখতে পায়। সে ঘর পরিস্কার করছিল। তাকে দেখে সুরভি ইনারার কথা জিজ্ঞেস করে।
মহিলাটির চোখ এবং কথার ধরণ দুটিই কঠিন। সে জিজ্ঞেস করে, “আপনার ইনারা ম্যামকে কেন লাগবে? ”
“আমি ওর বান্ধবী।”
মহিলাটি কিছু না বলেই ভেতরে চলে গেলেন। সুরভি হতভম্ব। এভাবে কেউ কিছু না বলে চলে যায়? এ বাসা তার জন্য অচেনা। সে ভেতরে যেয়ে তো আর ইনারাকে খুঁজতে পারে না। সে নিজের ফোন বের করল, কল করবার জন্য। তখনই একটি মেয়ে দৌড়ে এলো ভেতর থেকে। তার শাড়ির আঁচল মাথায় টেনে বলল, “আপনি ইনারা আপার বান্ধবী?”
সুরভী মাথা নাড়ায়।
“আপাকে তো ছোট স্যারের রুমে যেতে দেখছিলাম। সকাল থেকে আপনার অপেক্ষা করছিলো।”
“ছোট স্যার কে?” বিস্মিত কন্ঠ জিজ্ঞেস করল সুরভী।
“আরে ছোট স্যার মানে সভ্য স্যার।”
“এটা সভ্যের বাড়ি?” এবার বিস্ময়ের চরম সীমানায় সুরভি।
“হো, কেন আপা? আপনি তাদের বিয়েতে আসেন নি?”
সুরভির বিয়ের কথাটা হজম করতে সময় লাগলো। তার গলা দিয়ে কোনো কথাই বের হচ্ছিল না। সে আমতা-আমতা করে বলল, “বিয়ে মানে? কার বিয়ে?”
“ইনারা আপা আর সভ্য স্যারের।”

সুরভির চোখ দুটো যেন কোটর থেকে বের হয়ে আসতে চাইছে। ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল হাসনার দিকে। তার এ মুহূর্তে নিজের কানকে বিশ্বাস হচ্ছে না। এ খবর শুনে সে কি বলবে তাও বুঝতে পারছে না। তার মাথায় কথা যেন গুলিয়ে গেল। সে নিজেকে যথাসম্ভব সামলে হাসনাকে জিজ্ঞেস করল, “আচ্ছা ইনারা কোন রুমে তা একটু বলতে পারবেন?”
হাসনা তাকে রাস্তা দেখিয়ে দেয়।

“এই চলে তোমার মনে? বাহিরে আমাকে দূরে সরিয়ে দেবার নাটক করলেও ইচ্ছে করে ঠিকই কাছে টেনে নিচ্ছো। আমাকে কাছে পাওয়ার এত ইচ্ছা হলে সোজা বললেও পারো। আমি কিছু মনে করব না সুইটহার্ট।” সভ্যের কথা শুনে রাগে গা জ্বলে উঠলো ইনারার। সে তার গালে থাকা হাতটা এক ঝাড়া দিয়ে সরিয়ে রাগান্বিত স্বরে বলল, “জ্বি না, এখনও আমার টেস্ট এত খারাপ হয় নি। আর কে সুইটহার্ট, কীসের সুইটহার্ট! আপনার দাদাজান আমাকে সাহায্য করেছিল বলে আপনি বেঁচে গেছেন, নাহলে এতদিন আপনার একটা হাড্ডিগুড্ডি একত্রে থাকতো না।”
“জ্ঞানী ব্যক্তি বলেছিল, মেয়েরা যার উপর বেশি আকর্ষণ অনুভব করে তার উপরই এমন রাগ দেখায়। নিজের অনুভূতি লুকানোর জন্য।”
“আর সেখানে ব্যক্তির নাম কি?”
“সাফওয়াত ইসমাত সভ্য।”
ইনারা আরও বিরক্ত বোধ করলো। সে হাত দিয়ে ঠেলে সভ্যকে সরানোর চেষ্টা করে বলল, “সরুন তো। সুরভি এসে পড়বে।”
“আর সরলে কী দিবে তুমি? আমি আবার বিনিময়ে কিছু না পেলে কোনো কাজ করি না।”

সুরভি সভ্যের রুমের ভেতর ঢুকেই এমন এক দৃশ্য দেখে হতভম্ব হয়ে গেল। সাথে সাথে সে দুইচোখে হাত রেখে বলল, “আমি কিছু দেখি নি।”

সুরভির কণ্ঠ শুনে সভ্য ও ইনারা দুইজনই চমকে উঠে।সাথে সাথে সভ্য ও ইনারা একে অপর থেকে দূরে সরে যায়। সকলে পরে যায় লজ্জাজনক অবস্থায়। সভ্য গলা পরিষ্কার করে বলে, “তোমরা দুইজন কথা বলো, আমি আসছি। ”
“প্রয়োজন নেই। আমি সুরভিকে নিয়ে অন্য রুমে যাচ্ছি।”
ইনারা এগিয়ে যেয়এ সুরভীর হাত ধরতে নেয় আর সে সরে যায়, “খবরদার আমাকে ধরবি না।”
“কেন?” অবাক হয়ে জিজ্ঞেস করে ইনারা।
“কেন মানে! এতবছর পর দেশে আসলি কিন্তু আমাকে জানানোর প্রয়োজনবোধ করলি না।”
“আমি তোকে জানাতাম। তুই অনুষ্ঠানে যাবি বলে…”
সুরভি কথা কেটে বলে, “আর বিয়ে করে ফেলেছিস আমাকে জানাস নাই এটার কীভাবে বুঝাবি?”
“তুই একথা কিভাবে জানলি? আচ্ছা শুন, ব্যাপারটা সিরিয়াস না। আসলে হয়েছে কি….”
“তোর কোনো কথাই শুনব না আমি।” সুরভী মুখ ফুলিয়ে সভ্যের পাশে যেয়ে দাঁড়ায়, “তাও কার সাথে বিয়ে হয়েছে? সভ্যের সাথে। দ্যা গ্রেট সভ্য। যার জন্য সবাই পাগল। আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না সভ্য আমার দুলাভাই। আমি কি করব? লাফাবো না নাচবো। সভ্য দুলাভাই জানেন আপনাকে এ তিনবছর আমরা সবাই কত মিস করেছি। আপনি কোথায় চলে গিয়েছিলেন।”

ইনারা হা হয়ে গেল এ দৃশ্য দেখে। সে সুরভিকে বলল, “তুই আমার সাথে তিন বছর পর দেখা করছিস আমাকে জড়িয়ে ধরবি তা না। এই ব্যাঙের ছাতাকে জানাচ্ছিস তাকে কত মিস করেছিস?”
“এই খবরদার আমার দুলাভাইয়ের নামে কিছু বললে ভালো হবে না কিন্তু। তোকে তো প্রতিদিনই ভিডিও কলে দেখতাম। কিন্তু সভ্যের সাথে দেখা হবার সুযোগ কি বারবার পাওয়া যায়? দুলাভাই ওর কথায় পাত্তা দিয়েন না। মাঝেমধ্যে হুদাই বকবক করতে থাকে।”
সভ্য মিটিমিটি হাস্তে শুরু করে।

ইনারা তেলে বেগুনে জ্বলে উঠে। সে সুরভির হাত ধরে বলে, “এক আমাদের বিয়ে সিরিয়াস না। তাই দুলাভাই এর গান গাওয়া বন্ধ কর। দুই তুই আমার বেস্টফ্রেন্ড হয়ে উনার পক্ষে কীভাবে কথা বলতে পারিস?”
“আমাকে ছাড়া বিয়ে করে বসে আছে। আর এখন আসছে ব্রেস্টফ্রেন্ডের কথা বলতে।”
“তুই আমার কোনো কথা শুনিস?”
“ব্রো তুই কীভাবে দ্যা গ্রেট সভ্যকে বিয়ের জন্য পটালি? এতজন সভ্যকে একবার দেখার জন্য পাগল আর তুই একবারে তাকে বিয়ে করে নিলি? সভ্য আমার দুলাভাই হলো।” সুরভি লাফাতে লাফাতে বলল। আবার সভ্যকে জিজ্ঞেস করল, “এর মানে আপনার সাথে আমি ছবি তুলতে পারব, অটোগ্রাফ নিতে পারব?”
“অফকোর্স শালীসাহেবা। কেবল কাওকে দেখাতে পারবেন না।”
“চলবে।”

“এক কাজ কর তুই উনার সাথেই কথা বল। আমি গেলাম।” ইনারা রাগে কটমট করতে করতে যেতে নিলেই সুরভী দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে নিলো। ভারী কন্ঠে বলল, “আমি তোকে অনেক মিস করেছি।”
“কেন? এখন কেন? যা ওই অসভ্যের কাছে যেয়ে ছবি তুল আর অটোগ্রাফ নে।”
“তোকে জ্বালাচ্ছিলাম। তবে আসলে বল তো সকল মেয়ের স্বপ্নের রাজকুমারকে পটিয়ে বিয়ে করলি কীভাবে?”
ইনারা তাকে সরিয়ে রাগান্বিত দৃষ্টিতে তাকায়। তাকানোর মুহূর্তখানিক পরই তার চোখে পানি ভরে গেল। সে হঠাৎ করেই ফুঁপিয়ে কেঁদে উঠে, “তোকে আর প্রিয়কে কতবছর এভাবে জড়িয়ে ধরি না। ও’ই দেশে থাকতে বারবার মন চাইতো তোদের কাছে ছুটে আসি। তোদের ছাড়া আমার ভাল্লাগে না কিছু। তোদের সাথে প্রতিটা মুহূর্ত মনে করেই বেঁচে আছি।”
সুরভীর বুক চিরে কাঁপা কাঁপা নিশ্বাস বেরিয়ে আসে। সে তার হাতের ফোনের স্ক্রিনটা অন করে তার, ইনারার ও প্রিয়র ছবিটা দেখল। সে হাজার চেষ্টা করেও তার চোখ ভেজানো থেকে আটকাতে পারলো না। সে কাঁপানো গলায় বলল, “কিন্তু আগের মতো আর কিছুই হবে না।”

সভ্য নীরব দর্শকের মতো দৃশ্যটা দেখছিলো। তার চোখদুটোয় উদাসীনতা দেখা গেল। দৃশ্যটা দেখে সে চোখ নামিয়ে নিতেই তার চোখের সামনে ভেসে ওঠে পঞ্চসুরের এক মিষ্টি মুহূর্ত। তার বুক কেঁপে উঠে। সে দীর্ঘশ্বাস ফেলে আবারও খুশি মনে তাকায় সামনের দিকে। এমন সাধারণ দৃশ্যটা তার কাছে অপূর্ব দেখায়। বন্ধুত্ব এমন এক সম্পর্ক যেখানে রক্তের সম্পর্ক থাকে না, কিন্তু আত্নার গভীর সম্পর্ক থাকে।
.
.
“মানে তোর আর দুলাভাইয়ের বিয়েটা দুই বছরের? ফাজলামো করোস?” সুরভি বলল। সে এবং ইনারা দাঁড়িয়ে আছে বাগানে। দুপুরের খাবার শেষে তাকে বাগান দেখাতে নিয়ে এলো ইনারা। আসার কিছুক্ষণ পরই এই সংবাদ জানাল তাকে। সুরভি আবারও রাগান্বিত সুরে বলে, “বিয়ে কোনো খেলা না যে যখন ইচ্ছা করবি আর যখন ইচ্ছা ভেঙে ফেলবি।”
“এখন আমার জীবনটাই একটা খেলা হয়ে গেছে। আমার জীবনের একটিই উদ্দেশ্য। প্রিয় এবং আমার মা’য়ের জন্য প্রতিশোধ নেওয়া। যার জন্য এই বিয়েটা করা প্রয়োজন ছিলো। আমি যত আবেগী কথা বলি না কেন অর্থ ও ক্ষমতা ছাড়া তাদের সাথে কিছুই করতে পারব না আমি। তাদের ধ্বংস করার জন্য আমার এ দুটো প্রয়োজন।”
“আচ্ছা তোর হয়তো এই বিয়েতে লাভ আছে কিন্তু সভ্যের কি? হতে পারে সভ্য আসলে তোকে ভালোবাসতো। তাই ফিরে এসে তোকে বিয়ে করেছে।”
“দিনে স্বপ্ন দেখা বন্ধ কর। উনিও নিজের স্বার্থের জন্যই বিয়ে করেছে। উনার দাদাজান উনাকে শর্ত দিয়েছিল আমাকে বিয়ে না করলে তাকে কোম্পানির মালিক করবে না।”
“আর সভ্যের দাদাজান কেন চাইবে তোদের বিয়ে হোক।”
প্রশ্নটা শুনে আসলেই ইনারা চিন্তায় পড়ে গেল। সুরভি তখন নাটকীয় ভাবে ইনারাকে বুঝাল বলল, “ভাব হয়তো সভ্যের অনেক বড় একটা রোগ দেখা গিয়েছিল। তার সব ছেড়ে যেতে হয়েছিলো। কিন্তু সভ্যের দাদা জেনে গিয়েছে যে সভ্য তোকে ভালোবাসে। আর তার নাতির খুশির জন্য বিয়েটা করিয়েছে। ভাব একবার, ইমেজিন।”

ইনারা গভীর চিন্তায় পড়ে গেল। সাথে সভ্যের ব্যাপারে এমন কথা শুনে তার ভয় লাগতে শুরু করে। সে নম্র দৃষ্টিতে তাকায় সুরভীর দিকে, “তুই মজা করছিস তাই না?”
“উই নেভার নো, কখন কার সাথে কি হয়ে যায়।”
ইনারা স্তব্ধ হয়ে যায়। চিন্তায় তার জান আসে যায় প্রায়।

অন্যদিকে সুরভি মিটিমিটি হাসে। ইনারাকে চিন্তায় ফেলায় তার খারাপ লাগলেও তার এটাই ঠিক মনে হলো। ইনারার মনে এখনো সভ্যের জন্য ভালোবাসা আছে তা থেকে সে অজানা নয়। আর সভ্যও তো হঠাৎ একদিন এভাবেই হারিয়ে যাবে না, কাওকে না বলে। সবকিছু ছেড়ে দিয়ে। আর এভাবে ইনারাকে বিয়েও করবে না। কিন্তু ইনারার সভ্যের প্রতি ব্যবহার দেখে মনে হয় না দুইজনের মাঝে সুন্দরভাবে কোনো কথোপকথন হবার সুযোগ আছে। তাই একটা কথা বানিয়ে বলে ফেলে সে।

সে ইনারার মন গলানোর জন্য আরও বলে, “চিন্তা কর ভাইয়ার সাথে আসলে এমন হলে তুই যদি তার সাথে এমন ব্যবহার করিস তাহলে তার কত কষ্ট লাগবে।”
“তুই তো ভুল বলিস নি। আমার ব্যাপারটা যাচাই করে দেখতে হবে। তুই থাক, আমি এখনই তার সাথে কথা বলে আসি।”
ইনারা দৌড়ে সেখান থেকে যেতে নিলেই সুরভী উঁচু স্বরে বলে, “আরে তার সাথে পরে কথা বলিস। আগে আমাকে তো সময় দে।”

কিন্তু ইনারা থামল না। সে এক দৌড়ে যেয়ে থাকে সভ্যের দরজার সামনে। দরজা বন্ধ ছিলো। সে না জিজ্ঞেস করেই ঢুকে পড়ে রুমে। আশেপাশে কোথাও পায় না সে সভ্যকে। সুরভীর কথা শোনার পর থেকে তার কেমন অস্থির অস্থির লাগছে। সে বারান্দায় যেয়ে সভ্যকে দেখতে শুরু করে। পায় না। বারান্দা থেকে বের হতেই তার সামনের ওয়াশরুমের দরজা খুলে বেরিয়ে আসে সভ্য। তার চুল দিয়ে টুপ টুপ করে পানি পরছে। যা সে তোয়ালে দিয়ে মুছতে মুছতে বের হচ্ছে।

ইনারা দৌড়ে যেয়ে তার সামনে দাঁড়ায়। তার গালে ও কপালে হাত রেখে অস্থির হয়ে বলে, “”আপনি ঠিক আছেন তো? সুস্থ আছেন? আপনার কিছু হয় নি তো?”
“আমি তো ঠিক আছি তোমাকে অসুস্থ দেখাচ্ছে। তুমি আমার সাথে এত সুন্দর করে কথা বলছ? অবিশ্বাস্য।”
“ফাজলামো করবেন না। সোজাসাপটা উত্তর দিন আপনি কি অসুস্থ?”
“হ্যাঁ, তোমার ভালোবাসায়।” মনে মনে উওর দেয় সভ্য। কিন্তু মুখে বলে না। সে তার তোয়ালে কাঁধে রেখে ইনারার দিকে এক’পা এগিয়ে আসে, “কেন অসুস্থ হলে কী তোমার স্বামীর সেবা করবে? তুমি আমার সব কথা বাধ্য মেয়ের মতো মানতে রাজি হলে আমি অসুস্থ হতেও রাজি।”
ইনারা এক’পা পিছয়ে যায়। কিন্তু বেশি পিছাতে পারে না। পিছনের দেয়ালে পিঠ ঠেকে আটকে যায় সে। পাশ দিয়ে বের হতে নিলে সভ্য তার কাঁধের দুইপাশে হাত রেখে রাস্তা আটকে দেয়।

চলবে….

অনুভবে (২য় খন্ড)
পর্ব ৭
নিলুফার ইয়াসমিন ঊষা

ইনারা এক’পা পিছয়ে যায়। কিন্তু বেশি পিছাতে পারে না। পিছনের দেয়ালে পিঠ ঠেকে আটকে যায় সে। পাশ দিয়ে বের হতে নিলে সভ্য তার কাঁধের দুইপাশে হাত রেখে রাস্তা আটকে দেয়।

ইনারা স্তব্ধ। লজ্জায় তার চোখে আপনা-আপনি নিচে নেমে যায়। সে আশেপাশে অস্থির হয়ে তাকিয়ে বলে, “রাস্তা ছাড়ুন।”
“তুমিই তো এসেছিলে আমার কাছে।”
“আপনার খবর জিজ্ঞেস করতে এসেছিলাম। এত কাছে আসতে বলিনি আপনাকে।”
“তাই বুঝি? তো হঠাৎ করে আমার খবর নেবার আকাঙ্খা কেন এলো তোমার মনে।”
ইনারার মনে হলো সুরভির বলা কথাটা সভ্যকে জানানো উচিত হবে না। তাই সে বলল, “এমনিতেই।”
“এমনিতেই কেউ কোনো পুরুষের কাছে এসে তাকে স্পর্শ করে? কই ওদিন তো আমাকে নিজের কাছে আসা থেকে বারণ করেছিলে।”
ইনারা এবার চোখ তুলে তাকায়, “বিরক্ত করবেন না। একটা প্রশ্ন জিজ্ঞেস করতে এসেছি। সোজাসাপটা উওর দিবেন।”
“উওরের পরিবর্তে কি দিবে তুমি?”
“প্রয়োজন নেই উওরের। আমিই চলে যাই।”
ইনারা যেতে নিবে এর পূর্বেই সভ্য তার মাথা নাড়ায়। আর তার চুলের পানি ছিঁটের পড়ে ইনারার মুখেতে। ইনারার বিরক্তি আরও বাড়ে, “কী সমস্যা আপনার?”

সভ্য উওর দেয় না। সে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে ইনারার দিকে। তার মুখের মাঝে পানির ফোঁটা জমে গেছে। তা ইনারার সৌন্দর্যটা অন্যরকম করে দিয়েছে। অদ্ভুত সুন্দর। তার বুকের ভেতর কেমন এক ঝড় উঠে। এই মুহূর্ত ইনারাকে দেখাচ্ছে শুভ্র সকালের মতো, কোমল ও পবিত্র। সে মুগ্ধতা জুড়ে হারিয়ে যায় ইনারার মাঝে।
ডুবে যেতে নেয় তার মাঝে। কিন্তু গভীর ডুবতে পারে না। এর পূর্বেই ইনারা তাকে সরিয়ে চলে যায়। সভ্য সেখানেই দাঁড়িয়ে থাকে। মৃদু হাসে। চোখ বন্ধ করে খানিক সময় পূর্বের দৃশ্য মনে করে। বারান্দায় যেয়ে দাঁড়াতেই একটু দূরেই দেখতে পায় সুরভি ও ইনারাকে। ইনারাকে বিরক্ত দেখাচ্ছে। আচ্ছা মেয়েটা কি জানে সে যখন হঠাৎ এমন রেগে যায় বা বিরক্ত হয় তখন তাকে সবচেয়ে বেশি মিষ্টি দেখায়?

সভ্য মনে মনে বলে,
“জানো প্রিয়,
তোমার সাথের স্মৃতিগুলো তোমার মতো জেদি,
চাই হারিয়ে যাক সে স্মৃতি, হারিয়ে যাক সে ভালোবাসা,
হারিয়ে যাক প্রতি মুহূর্ত তোমাকে কাছে পাবার,
প্রতি মুহূর্ত তোমাকে হারাবার,
প্রতি মুহূর্ত সে বেদনার।
আফসোস!
হারায় না সে স্মৃতিগুলো,
হারায় না এই অনুভূতি,
কেবল হারিয়ে যাই তোমার মাঝে আমি।”
.
.
সুরভি জিজ্ঞেস করে, “কী হলো তোর?এত সুন্দর মতো গেলি তাহলে টমেটোর মতো মুখ করে রাগে ফিরে আসলি কেন?”
“অসভ্যের কাণ্ডে।”
“দুলাভাই কী করছে?”
“ওই অসভ্য… থাক বাদ দে। তুই আমাকে একটা কথা বল। সাইদ ভাইয়া কিছু বলেছে নিউজে আমার ও আইজার ছবি দেখে?”
“তুই এসব করিয়েছিস? আমিও তো বলি হঠাৎ করে এসব কীভাবে সামনে এলো। আবার খুশিও হয়েছিলাম আইজা লোকের এত ঘৃণা পাচ্ছে এই দেখে। আমার কি যে মজা লাগছিলোম এত শান্তি অনেক বছর হলো পাই নি।”
“এখনও তো কিছু শুরু হয় নি। যখন শুরু হবে তখন একেকজন তাদের অস্তিত্বের জন্য কাঁদতে বাধ্য হবে। সবাইকে তাদের কর্মের পরিণতি পেতে হবে। যা কষ্ট আমাদের দিয়েছে তার দশগুণ বেশি ফেরত পাবে। আমি যেদিন থেকে তাদের সামনে যাব সেদিন থেকে তাদের অশান্তির সময় শুরু হবে। আর আমাদের শান্তির।”
“কবে ওদের সামনে যাবি তুই?”
“জলদিই।”
“আর এই যাত্রায় আমার কি করতে হবে?”

ইনারা সুরভির কথা শুনে ঘাবড়ানো গলায় বলে, “তুই কিছু করবি না। এসব থেকে দূরে থাকবি তুই বুঝেছিস? আমি চাই না উনারা তোর কোনো ক্ষতি করুক।”
“একদম না। এই তিন বছর আমি হাতে হাত দিয়ে বসে থাকতে বাধ্য হয়েছিলাম। বাবা মা’য়ের কসমে আটকে ছিলাম। কিন্তু প্রিয়’র জন্য আমাকেও কিছু করতে দে প্লিজ।”
ইনারা কিছু মুহূর্ত ভাবল, “তুই একটা জিনিস করতে পারিস।”
“কী?”

উওর দেবার পূর্বেই সেখানে তৃতীয় ব্যক্তি উপস্থিত হয়ে যায়। ব্যক্তিটা সভ্য। সে ক্যাজুয়াল ড্রেসাপ করেই এসেছে। এসে সবার আগে সে দেখল ইনারাকে। তারপর সুরভিকে উদ্দেশ্য করে বলল, “তোমার দুপুরের খাবার ভালো লেগেছে তো?”
“অনেক।”
“কিছু লাগলে আমাকে বলবে।”
“আসলে দুলাভাই একটা জিনিস লাগতো।”
“অবশ্যই বলো।”
“ইনারার কাছে আপনার রান্নার অনেক প্রশংসা শুনেছি।”
সভ্য ভ্রু কপালে তুলে ইনারার দিকে তাকায়, “তাই না’কি? তোমার বান্ধবী আমার প্রশংসাও করতে জানে?”
ইনারা বিরক্তির সুরে বলে, “ভুলে করে দিয়েছিলাম একদিন।”
“না,” সুরভি জানায়, “অনেকদিনই করেছে। আপনার রান্না নিয়ে, গান নিয়ে, ব্যবহার নিয়ে, আপনি কত হ্যান্ডসাম তা নিয়েও…” ইনারা সম্পূর্ণ কথা শেষ হবার পূর্বেই সুরভির পেটে কনুই মেরে বলে, “ও একদমই মজা করছে। তাই না?”
ইনারার কঠিন দৃষ্টি দেখে সুরভি না চাইতেও মাথা নাড়ায়। সভ্য আড়চোখে ইনারার দিকে তাকায়, “বুঝেছি। এবার বলো, তুমি কি খাবে?”
“আপনি যা খাওয়াবেন তাই খাব। তবে যেহেতু সন্ধ্যা নাস্তার মধ্যে আমার বেকড পাস্তা ফেভারিট। তবে যা আপনার আমাকে খাওয়াতে মন চায়, আপনি তাও খাওয়াইতে পারেন। আর সাথে মিষ্টি কিছু হলে কথাই নেই।”
সভ্য মৃদু হাসে, “এক কথা বলো তো তোমার আর ইনারার মধ্যে এত মিল। কার থেকে কার উপর ইফেক্ট পড়েছে।”
“দুলাভাই দেখেন আমরা দুইজন বেস্টফ্রেন্ড আর আমরা দুইজনই পাগল। দুইজন একসাথে হয়ে পাগলপণা বেড়ে গেছে শুধু।”
“পাগলপণা কোনো শব্দ?”
“কি জানে? মুখে আসলো বলে দিলাম।”
সভ্য হাসে সুরভির কথা শুনে। বলে, “আচ্ছা শালীসাহেবা, আমি আপনার ফরমায়েশ এর খাবার তৈরি করছি।”

সভ্যের হাসি দেখে সুরভি চোখ দুটো বড় বড় করে নেয়। সভ্য যেতেই সে ইনারার হাত দেখে বলে, “দোস্ত সভ্য দুলাভাই হাসছে দেখছিস? তার হাসি কত সুন্দর! একদম কিলার স্মাইল। জানি আমার দুলাভাই, দুলাভাইয়ের দিকে নজর দেওয়া উচিত না। কিন্তু আমার হার্ট অ্যাটাক করার অবস্থা। ভালো হলো সে তার কোনো মিউজিক ভিডিও এবং ইন্টারভিউতে একবারও হাসে নি নাহলে কতজন যে ঘায়েল হয়ে যেত আহ।”
“হয়েছে তোর? এবার কাজের কথা বলি?”
সুরভি এখানো সভ্যের যাবার দিকে তাকিয়ে বলল, “হুম।”
ইনারা তাকে নিজের দিকে ফিরিয়ে নেয়। বলে, “আমার দিকে তাকিয়ে কথা বল। তারা কতবছর আগে গান গাওয়া ছেড়ে দিয়েছে। এখনো তোদের পাগলামি শেষ হয় নি।”
” পঞ্চসুর কেবল একটা ব্যান্ড না, অনুভূতি। ওদের নিয়ে পাগলামি ছাড়া যায়?”
“সে পঞ্চাসুর আমার জীবনের বারোটা বাজানোর কাজে জড়িত আছে।”
“জোহানের কথা বলছিস?”
“তোর সভ্যও আমাকে কম কষ্ট দেয় নি।”
“তোকে বলেছি উনার কোনো…”
“হ্যাঁ জানি তাই এ নিয়ে কথা বলব। কিন্তু তুই আগে আমার কথা শুন। আমি যেভাবে বলব সেভাবে করবি।”
.
.
দুইজন কথোপকথন শেষ করে বাড়ীর ভিতরে ঢুকে। দেখে সভ্য রান্নাঘরে কাজ করছে। সুরভি একপ্রকার টেনে নিয়ে যায় ইনারাকে। রান্নাঘরের যেয়ে সভ্যকে জিজ্ঞেস করে, ” দুলাভাই কোনো সাহায্য লাগবে?”
সভ্য পিছনে ফিরে তাকায়। মৃদু হাসে, ” না, পাস্তা বয়েল হচ্ছে। আর কেক ওভেনে দিব। বিশেষ কাজ নেই আর।”
সুরভি ইনারার কানের কাছে যেয়ে বলে, “দেখ তুই কত লাকি। আমার দুলাভাই রান্নাও পারে। কত জনের ভাগ্য এমন ভালো থাকে।”
“তোকে মাইর দিব আমি।”

সুরভি ভয়ে দ্রুত সরে আসলো তার কাছ থেকে। আবারও সভ্যকে আমতা-আমতা করে বলল, “দুলাভাই আরেকটা আবদার করব রাখবেন?”
“হ্যাঁ, বলো।”
“আমরা সকলে পঞ্চসুরকে অনেক মিস করি। আপনার গানকে অনেক মিস করি। স্বার্থপরের মতো বলছি কিন্তু প্লিজ একটা গান গাইবেন আজ।”
“আমি আর গান গাই না। ছেড়ে দিয়েছি।”

ইনারা বিস্মিত দৃষ্টিতে তাকাল সভ্যের দিকে৷ সে অবাক। গান সভ্যের কেবল শখ ছিলো না, আবেগ ছিলো। ছোট বেলার থেকে গান সভ্যের জীবনের সাথে জড়িত। তাহলে কীভাবে সে গান গাওয়া ছাড়তে পারে?

সুরভি আবার বল, “প্লিজ দুলাভাই আমার জন্য না হলেও ইনারার জন্য। আপনাদের বিয়ে উপলক্ষে ইনারার জন্য একটা গান গেয়ে শুনান।”
সভ্য ইনারার দিকে একপলক তাকায়। তারপর মাথা নাড়ায়। সুরভি লাফিয়ে উঠে। সে বলে, “তাহলে আপনার রুমে যে গিটার দেখেছি তা নিয়ে আসি।”
সভ্য অনুমতি দিতেই সুরভি দৌড়ে যেয়ে গিটারটা নিয়ে আসে।

সভ্য গিটারটা হাতে পেয়ে কিছু মুহূর্ত তাকিয়ে থাকে সেদিকে, “অনেকবছর হলো গিটার বাজাই না। হাত ছুটে যেতে পারে।”
“দুলাভাই গিটারের তারে আপনার হাত লাগতেই আপনা-আপনি সুর মিলে যাবে। একবার ট্রাই তো করুন।”

সভ্যের তবুও একটু ভয় লাগে। পঞ্চসুর ছাড়ার পর থেকে তার আর গানের প্রতি চর্চা নেই। ঘাবড়ে যাচ্ছে সে। সম্ভবত এ ব্যাপারটা ইনারা ধরতে পারে। তাই সভ্য তার দিকে তাকাতেই সে পূর্বের সব ভুলে মৃদু হাসলো। বলল, “আমারও বিশ্বাস আপনি পারবেন। আপনি গীত থেকে ছুটে যেত্ব পারেন, গীত আপনার থেকে ছুটবে না।”

ইনারার এতটুকু কথায় যেন সভ্য আশ্বাস পেল। সে গিটারে হাত রেখে সুর বাঁধলো। আর গান ধরল,

আমি পারিনি তোমাকে, আপন করে রাখতে,
আমি পারিনি তোমাকে, আবার আমার করে রাখতে
তুমি বুঝোনি, আমি বলিনি, তুমি স্বপ্নতে কেন আসোনি
আমার অভিমান তোমাকে নিয়ে সব গেয়েছি
তুমি বুঝোনি, আমি বলিনি, তুমি স্বপ্নতে কেন আসোনি
আমার অভিমান তোমাকে নিয়ে সব গেয়েছি
গানে-গানে, সুরে-সুরে কত কথা বলেছি তোমাকে
তুমি বুঝোনি, বুঝোনি…..

সম্পূর্ণ গানটা সভ্য গাইলো ইনারার দিকে তাকিয়ে। তাদের দু’জনের দৃষ্টি বন্ধন ছিলো। কেউ এক মুহূর্তের জন্য চোখ ফেরায় নি। তাকিয়ে ছিলো একে অপরের দিকে। চোখে চোখে কিছু কথা হলো, যা মুখে বলা হয় নি। কেউ কি বুঝেছে এই কথা?

এই গানের প্রতিটি শব্দ জুড়ে তাদের অনুভূতি লুকানো। দুইজনেই নিজের অনুভূতিটা বুঝল। কিন্তু তার সামনের মানুষটার অনুভূতিটা বুঝতে পারলো না। এই অভিমানের সিন্দুকেই তাদের ভালোবাসাটা বন্দী হয়ে রইলো। কেউ জানলো না তার ভালোবাসার মানুষটির মনের কথা, কেউ বুঝলো না।

সভ্যের চোখ নম্র হয়ে এসেছিলো। গানটা যেদিন সে প্রথম শুনেছিল সেদিন কেবল ইনারার কথাই মনে করেছে সে। কিন্তু তার দেখা পাওয়ার ছিলো না। বুকে একরাশ বেদনার মেঘ জমেছিলো সেদিন। আজ ইনারা তার সামনে, কিন্তু এই বেদনার মেঘ বেড়েছে। এই মনে করে যে আবারও একদিন ইনারা তাকে ছেড়ে চলে যাবে। সে সাথে সাথে অন্যদিকে ফিরে তার গিটার একপাশে রাখে। বলে, “এইটুকুই মনে আছে।”
“অসাধারণ হয়েছে দুলাভাই।” সুরভি বলে, “আপনার কন্ঠ শুনে আমার কেমন যে অনুভূতি হচ্ছে আমি ভাষায় বুঝাতে পারব না।”
“শুনে ভালো লাগলো।”

সভ্য ফ্রীজ থেকে কিছু সবজি বের করে। তার গেঞ্জির হাতা কনুই পর্যন্ত তুলল এবং চপিং বোর্ড বের করে সবজি কাটার প্রিপারেশন নেয়। এমন সময় সুরভি আবার ইনারার কাছে যেয়ে বলে, “ভাই জীবনে আমার প্রথম তোর থেকে জ্বেলাস ফিল হচ্ছে।”
“কেন?”
“কেন মানে? ব্রো তোর কাছে সভ্য আছে। সে রান্না করতে পারে, গান গাইতে পারে, এত সুন্দর করে কথা বলতে পারে, আর এত হ্যান্ডসাম, হায়। চপিং বোর্ডে সবজি কাটার সময়ও কাওকে কীভাবে এত হট লাগতে পারে?”
“এখনো হয় নি তোর? ওর প্রশংসা আমার সামনে করার প্রয়োজন নেই।”
“কেন তোর জ্বেলাস ফিল হচ্ছে?”
“তোর সাথে? এক কাজ কর, ওকে তুই রেখে দে। যা।”
“ছিঃ! ছিঃ! ছিঃ! আমার দুলাভাই মানে আমার ভাইয়ের মতো। এসব কথা মুখে আনতে লজ্জা করে না তোর?”
“তাহলে বিরক্ত করিস না আমাকে।”
বলে ইনারা চলে গেল। যাবার পূর্বে সভ্যকে একবার দেখে নিলো। আসলেই তাকে আকর্ষণীয় দেখাচ্ছিলো। এক মুহূর্তের জন্য তার হৃদয়ের স্পন্দন থেমে গেল। তবুও সে দ্রুত নিজের নজর ঘুড়িয়ে অন্যদিকে তাকাতে সক্ষম হয়।

ইনারা যেতেই সুরভি বলে, “দুলাভাই আপনি কি জানেন ইনারার সাথে কি হয়েছে?”
সভ্য এক মুহূর্তের জন্য তার কাজ থামিয়ে সুরভীর দিকে ধ্যান দেয়, “জানি।”
“আসলে অতীতে যা হয়েছে তা ও স্বাভাবিকভাবে নিতে পারছে না। আমি যখন আমেরিকায় প্রথম ওর সাথে ফোনে কথা বলছিলাম তখন আমি অবাক হয়েছিলাম। অচেনা লাগছিলো ওকে। ওর মাঝে কিছু একটা হারিয়ে গিয়েছিলো। ওর মাঝের ইনোসেন্সটা আর ছিলো না। হাসিতে আগের মতো মিষ্টি ভাব ছিলো না। চোখে খুশি ছিলো না।”
“আজও নেই। কিন্তু কিছু সময় আপনার পরিবর্তন হতে হয়।”
“হুম, কিছু কিছু ঘটনা সম্পূর্ণ মানুষের জীবটাকেই পরিবর্তন করে দেয়।” দীর্ঘশ্বাস ফেলে সুরভি। আবার জিজ্ঞেস করে, “দুলাভাই আমি জানি এটা আপনার ব্যক্তিগত বিষয় কিন্তু আমার একটা প্রশ্ন ছিলো আপনার কাছে উওর দিবেন?”

তখনই ইনারার ডাক পরে, “সুরভির বাচ্চা তুই আমার সাথে সময় কাটাতে আসছিস না ওই অসভ্যের সাথে। জলদি এদিকে আয়।”
সভ্য হাসে, “কিন্তু মেডামের হুমকি পাল্টালো না। তুমি যাও, নাহয় পরে আমার বকা খেতে হবে। আমি খাবার রেডি করে আনছি।”
সুরভি কিছু বলতে যেয়েও চুপ হয়ে গেল। ইনারা আবারও তাকে ডাকে। সে চলে যায়। তার আর জিজ্ঞেস করা হয় না সভ্য কী ভালোবাসে ইনারাকে?
.
.
দরজা খুলে সাইদ। তার মুখের ভাবভঙ্গি ভালো নয়। রাগে দেখাচ্ছে তাকে। সুরভি দরজাতে দাঁড়িয়ে ছিলো। সাইদকে দেখে তার মেজাজ বিগড়ে যায়। সাইদকে এ কয়বছর আর সহ্য করতে পারে না সে।
সাইদ তাকে জিজ্ঞেস করে, “কোথায় ছিলি তুই এতক্ষণ?”
সুরভি তার পাশ কাটিয়ে ঢুকে বাসায়। উওর দেয় না তার কথার।

সাইদ তার পিছু পিছু আসে। আবারও ধমক দিয়ে জিজ্ঞেস করে, “আমি কিছু জিজ্ঞেস করছি। কোথায় ছিলি তুই?”
তার ধমক শুনে রুম থেকে তাদের বাবা মা বেরিয়ে আসে।
সুরভিও চুপ থাকার মেয়ে না। সে একই সুরে বলে, “তোমাকে আমার কৈফিয়ত দিতে হবে?”
“অবশ্যই দিতে হবে। ছিলি কোথায় তুই?”
“আমার যেখানে ইচ্ছা সেখানে ছিলাম। তোমার কী?”
“এতক্ষণ পর্যন্ত তো কারও সাথে বাহিরে থাকিস না তুই। কার সাথে ছিলি?”
“বিশেষ কারও সাথে।”
“বিশেষ কেউ!” বিস্মিত সুরে বলে সাইদ, “এই বিশেষ কারও জন্য তুই আহনাফের সাথে বিয়ের জন্য রাজি হচ্ছিস না?”
“বিশেষ কেউ ছেলে হতে হবে কেন? ফ্রেন্ড হতে পারে। মেয়ে হতে পারে।” স্বাভাবিক গলায় বলল সাইদ।
“তুই তো গত কয়েক বছর ধরে কোনো ফ্রেন্ডের সাথেই দেখা….” বলতে বলতে থেকে যায় সাইদ। তার চোখদুটো বড় হয়ে যায়। সে অবাক গলায় জিজ্ঞেস করে সুরভিকে, “তুই ইনারার সাথে দেখা করে এসেছিস।”
সুরভির গাঢ় হাসি আঁকে ঠোঁটের কোণে, “হ্যাঁ, ইনারার সাথে দেখা করে এসেছি।”

চলবে…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here