#কলা_পাতায়_বাঁধিব_ঘর,পর্ব_১৩
#জিন্নাত_চৌধুরী_হাবিবা
পুষ্পর বাবার বাড়ি থেকে লোকজন এসেছে তাকে দেখতে। আজ সাথে করে দাদু আর রোহানা খালাকেও নিয়ে এসেছে। আরেকটা বিষয় হলো পুষ্পর বাবা ছুটিতে ছুটে এসেছেন মেয়েকে দেখতে। রিশা আজ আর ভার্সিটিতে যায়নি। ঘরেই ফোন দেখতে দেখতে একটা চকলেট নিয়ে বসলো। অবশিষ্ট অংশ মুখে দিতেই নাবিল আসলো।
-“তুমি কি খাও রিশা আপু? দেখি হা করো।”
রিশা মেকি হেসে বলল,
-“আমি বি’ষ খাই।”
নাবিল অবুঝ বাচ্চা বলল,
-“তাহলে আমাকেও বিষ দাও।”
রিশা একটা চকলেট নিয়ে ধরিয়ে দিলো নাবিলের হাতে। নাবিল মানলোনা। তার বিষ চাই। সে ও রিশা আপুর মতো বি’ষ খাবে। রিশা কপাল চাপড়ে বলল,
-“ছোট্ট জামাই, এটাই বিষ।”
নাবিল কান্নাকাটি শুরু করলো। কেঁদে কেঁদেই বলল,
-“মিথ্যে বল কেনো? এটা চকলেট। তুমি আমাকে বিষ দাও। আমি বি’ষ খাবো।”
নাবিলের চিৎকার চেঁচামেচিতে সবাই এসে জিজ্ঞেস করলো “কী হয়েছে?”
রিশা অসহায় মুখ করে ঘটনার বিস্তারিত বলল। রাউফুন নাবিলকে কোলে নিয়ে বলল,
-“চলো শালাবাবু। আমরা দুজনে মিলে বি’ষ খাবো।”
নাবিল রাউফুনের সাথে গেলো।
একগ্লাস জুস ধরিয়ে দিয়ে বলল,
-“এটাই বি’ষ।”
নাবিল গ্লাস দূরে সরিয়ে বলল,
-“এটা তো জুস।”
রাউফুনের মুখ পাংশুটে বর্ণ ধারণ করলো।
-“আরে ভাই জুসের সাথে বিষ গুলে মিশিয়ে দিয়েছি।”
নাবিল এক ঢোকে গ্লাস খালি করে দিয়ে নিজের কাজে চলে গেলো। আবার ফিরে এসে বলল,
-“দুলাভাইয়া, বি’ষ মজা ছিলো। আমাকে আবার পরে দিও।”
রাউফুন ঠোঁট চেপে হাসি আটকানোর চেষ্টা করলো। নাবিলের বাবা শব্দ করে হেসে ফেললেন। সাথে রাউফুন ও যোগ দিলো।
★★★
ঘরের দরজা বন্ধ করার শব্দ পেয়ে পেছন ফিরলো পুষ্প। বিস্ময়ে হতবাক হলো চোখজোড়া। বাবা এসেছেন? পুষ্প চোখেমুখে বিস্ময়ের রেশ রেখেই প্রশ্ন করলো,
-“আপনি আমার ঘরে? দরজা বন্ধ করলেন কেনো?”
মীর হোসেন মেয়ের পাশে বসলেন চুপচাপ। মাথায় হাত রাখতে নিলেই পুষ্প সরে বসে। তাচ্ছিল্য করে বলল,
-“যখন মাথায় হাত রাখার কথা ছিলো, তখন তো রাখেননি?”
মীর হোসেনের দৃষ্টি নত। কন্ঠস্বর খাটো করেই বললেন,
-“এই বাবা মানুষটাকে কি ক্ষমা করা যায় না? আমি নিজের কর্মের জন্য সত্যিই অনুতপ্ত। বাবা অনেক কষ্ট দিয়েছি তোমাকে। আমার ছোট্ট পুষ্প মাকে অনেক কষ্ট দিয়েছি। আজ ক্ষমা চাইতে এসেছি মা।
তোমার মায়ের মৃ’ত্যুর খবর আমি মেনে নিতে পারিনি। নিজের অন্যায়ের ক্ষমাটুকু চাওয়ার সুযোগ তোমার মা আমায় দেয়নি। তখন আমি দিশেহারা ছিলাম। আমি বুঝিনি আমার অবহেলা আমার মেয়ের উপর কতটা প্রভাব ফেলবে। আমাদের বাবা মেয়ের সম্পর্কের মধ্যে কতটা দূরত্ব সৃষ্টি করবে।”
মায়ের কথা ওঠায় দু-চোখ ভরে উঠলো। পুরনো অভিমান মাথা চাড়া দিলো। রাগ মিশ্রিত গলায় ফোঁপাতে ফোপাঁতেই বলল,
-“আপনি আমার মাকে কষ্ট দিয়েছেন, আপনি আমাকে কষ্ট দিয়েছেন, এখন আবার নিজের স্ত্রীকে কষ্ট দিচ্ছেন। কেনো? কেনো সবাইকে কষ্ট দিয়ে পাপের বোঝা বাড়িয়ে তুলছেন? আজ আপনি কেনো এসেছেন? যখন আমার আপনাকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিলো, তখন আপনি ছিলেননা। একটা বাচ্চার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মা-বাবা। মাকে হারিয়ে সেই বাচ্চা কার কাছে যাবে? কাকে চাইবে? নিশ্চয়ই বাবাকে তাইনা? কিন্তু আমি আপনাকে পাইনি। আমি মানছি আপনার কৃতকর্মের জন্য আপনি অনুতপ্ত। আমার মায়ের কাছে ফিরে আসার পূর্বেই মাকে হারিয়েছেন। কিন্তু একই অন্যায় আপনি আমার সাথে করলেন। আমাকে দূরে ঠেলে দিলেন।
আমি কি একবার ও বলেছি, আপনারা কোনো সন্তান নিতে পারবেন না? তাহলে আপনার স্ত্রীকে কেনো মাতৃত্বের স্বাদ থেকে বঞ্চিত করেছেন? আমি এখন বুঝতে পারছি মা হতে না পারলে কতটা কষ্ট লাগে। আমার ভাগ্য অতি উত্তম। আমি সৌভাগ্যবতী বলে রাউফুনের মতো মানুষকে পেয়েছি। যে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। আর আপনার স্ত্রী? তিনি সেই পাশের মানুষটির কাছ থেকেই নিঃসন্তান হওয়ার শর্ত পেলো। আপনি কতটা ভুলের ক্ষমা চাইবেন বলুনতো? একটা ভুলের প্রায়শ্চিত্ত করতে না পেরে আপনি বারবার অন্যায় করে গিয়েছেন।
আমার কথাগুলো তেঁতো লাগছে? লাগবেই তো।
এসব করে কি লাভ হচ্ছে? নিজে শান্তি পাচ্ছেন তো? আপনার কষ্ট হচ্ছেনা? হচ্ছে, কষ্ট ঠিকই হচ্ছে। তাহলে কেনো এমন করলেন?”
মীর হোসেনের চোখের কোনে পানি জমা হলো। নিজেকে এখনো শক্ত রাখতে চাইছেন। শেষ বয়সে এসে সন্তানের ভালোবাসা পাওয়ার জন্য মন আকুপাকু করে, একজন নিজস্ব সঙ্গী দরকার। যার সাথে মন খুলে সুখ-দুঃখ গুলো ভাগ করা যাবে। কিন্তু নিজের কর্মের কারণেই সেই পথা খোলা নেই। এবার চোখের পানিতে কপোল ভিজলো। মীর হোসেন বললেন,
-“কী করলে আমার ক্ষমা মিলবে?”
পুষ্প ফুঁপিয়ে উঠে বলল,
-“আপনার বর্তমান মানুষটাকে ভালোবাসুন। আমার মাকে সুখে রাখতে পারেননি। উনাকে সুখে রাখুন। আমার আর কিছুই চাওয়ার নেই।”
মেয়ের কপালে দীর্ঘসময় নিয়ে চুম্বন করলেন মীর হোসেন। পুষ্প বাঁধা দিলোনা। কতগুলো বছর পর বাবার সেই আদুরে ছোঁয়া পাচ্ছে।
মীর হোসেন বললেন,
-“তুমি কি আমায় একটা চার্ট তৈরি করে দেবে? আসলে আমি এখনো বুঝতে পারছিনা কিভাবে চলবো।”
পুষ্প ক্ষেপে গেলো।
-“আমি কি চার্ট তৈরি করার চাকরি নিয়েছি? ভালোবাসিনা আমি আপনাকে। যান এখান থেকে। আমার কাছে আর আসতে হবেনা কাউকে।”
মীর হোসেন দুর্বোধ্য হাসলেন। আস্তে আস্তে মেয়ের রাগ ঠিকই নামবে। কয়েকদিন একটু রাগ দেখাবে। আজ ভেতরটা শান্তি লাগছে। কতগুলো বছর নিজের ভেতরে সবটা পুষে রেখেছেন। মেয়ের কাছে ক্ষমা চাইতে পেরে নিজেকে ভারমুক্ত লাগছে। কথা বলিয়ে দেওয়ার কাজটা রাউফুন করেছে। মেয়ের জন্য যোগ্য কাউকে পেয়ে গর্বে বুক ফুলে উঠলো তার। বাবাকে বেরিয়ে যেতে দেখে পুষ্প আড়চোখে তাকালো। পরপরই রাউফুন ভেতরে ঢুকলো।
হন্তদন্ত হয়ে ব্যস্তগলায় বলল,
-“কি সাংঘাতিক! কি সাংঘাতিক! পুষ্প? তুমি কি আমায় দেখতে না পেয়ে কেঁদেছো? এত বর পাগল হলে কি হয়? লোকে আমায় লজ্জা দেবেতো। সবাই বলবে কি জাদু করেছিস বউকে?”
পাশ থেকে বালিশ নিয়ে ছুড়ে মা’রলো পুষ্প। রাউফুন ক্যাচ তুলে নিয়ে বলল,
-“আশ্চর্য! তুমি লজ্জা পাচ্ছো কেনো? লজ্জা পেলে বুঝি বরকে হিট করতে হয়?”
পুষ্প কটমট করে বলল,
-“আপনাকে আমি বলেছি, আমি আপনাকে না দেখতে পেয়ে কাঁদছি? কি এমন মানুষ, তাকে না দেখতে পেলে আমাকে নাকি কাঁদতে হবে।”
রাউফুন তীক্ষ্ণচোখে তাকিয়ে মুখ খুলতে নিলেই পুষ্প থামিয়ে দিয়ে বলল,
-“আর একটা কথাও বলবেননা। যান বের হন।”
রাউফুন দরজার কাছে গিয়ে লক করে আবার ফিরে এলো। গলার স্বর খাদে নামিয়ে একটু কাছে ঝুকলো রাউফুন।
-“তোমার নজর দেখছি এখন আর পড়েনা আমার উপর। মাথায় কী চলছে?”
পুষ্প আড়চোখে তাকিয়ে বলল,
-“সারাদিন হাসপাতালে থাকলে কার নজরে পড়বে?”
রাউফুন আরেকটু ঘনিষ্ঠ হলো।
-“ছুটি নেবো? ঘুরতে যাবে? তোমারও মন ফুরফুরে হলো আর আমার ও একটু পাত্তাটাত্তা পাওয়া হলো।”
কোলের উপর রাউফুনের মাথা তুলে নিয়ে চুলের ভাঁজে হাত গলিয়ে দিলো পুষ্প। আহ্লাদী স্বরে বলল,
-“কবে ছুটি নেবেন?”
-“কবে ছুটি নিতে বলছো? তুমি যখন বলবে তখনই নেবো।”
পুষ্প বলল,
-“আমার তো মন চাইছে আজই ঘুরতে চলে যাই।”
রাউফুন ভাব নিলো কিছুটা। বলল,
-“ছুটি নিয়ে ঘুরতে নিয়ে যেতে পারি একটা শর্তে?”
-“এখন আবার কী শর্ত?”
-“বেশি কছুনা, ওই এখন একটু আদর-টাদর করে দিলেই হবে।”
হেসে ফেললো পুষ্প। রাউফুনের ইচ্ছে পূরণ করতেই এগিয়ে গেলো। দুগালে শক্ত করে চুমু দিয়ে বলল “হয়েছে?”
রাউফুন যেনো আকাশ থেকে পড়লো এমন একটা রিয়াকশন দিয়ে বলল,
-“কি আশ্চর্য! তুমি এখনো আমায় ছুঁয়েছো নাকি?”
এই বলে পুষ্পর পুরোমুখে নিজ অধর ছোঁয়া দিয়ে বলল -“এখন ঠিক আছে।”
পুষ্প হাসলো শুধু।
★★★
রিশা নাবিলের মাকে বলল,
-“শাশুড়ী আম্মা তোমার ছেলের সাথে বিয়ে দিবে কবে? আমি তো বুড়ি হয়ে যাচ্ছি।”
নাবিল মায়ের পেছনে লুকিয়ে বলল,
-“আমি বড় হলে বিয়ে করবো।”
রিশা দুষ্টুমি করে বলল,
-“কিন্তু তখন যে আমি বুড়ি হয়ে যাবো? আমার দাঁত পড়ে যাবে?”
নাবিলের মা বলল,
-“সমস্যা নেই, আমরা দুইটা বউ রাখবো। একজন বুড়ি হলেও সমস্যা নেই।”
দুটো বউয়ের কথা শুনে নাবিল লজ্জা পেয়ে মায়ের সাথে আরও মিশে গেলো। পুষ্প সোফায় বসা ছিলো। সে বলল,
-“কাকি এখনই বিয়ে দিয়ে দাও। রহিম-রূপবান এর মতো তোমার ছেলেকে লালন-পালন করে বড় করবে।”
★★★
রাউফুন হসপিটাল থেকে ছুটি নিলো কিছুদিনের জন্য। এমনিতেও বিয়ের পর তারা দূরে কোথাও বেড়াতে যায়নি।
পুষ্প আগে থেকেই সব গোছানো শুরু করেছে। গতকাল রাউফুন বাসায় ফেরার সময় পুষ্পর জন্য শপিং করে এনেছে। সেখান থেকে সবগুলো জামা-শাড়ি ট্রলিতে ভরে নিয়েছে। দুজনের জামাকাপড় গোছগাছ করে রাউফুনকে কল দিলো।
-“আমি কি এখন রেডি হবো?”
-“হ্যাঁ, আমার আসতে আর ২০ মিনিট লাগবে। তোমারতো সময় লাগবে রেডি হতে।”
পুষ্প চট করে একটা কফি কালার শাড়ি পড়ে নিলো। বাকি সাজগোছের জন্য ড্রেসিং টেবিলের সামনে বসে পড়লো।
★★★
পুষ্পর ইচ্ছেতেই তারা কক্সবাজার এসেছে। পুরোরাস্তা উপভোগ করতে করতেই এসেছে পুষ্প। ভ্রমনের সময় তার একটুও ঘুম পায়না। এখানে এসেই বিছানায় পড়লো। আর ওঠাউঠির নাম নেই। তাকে ওঠাতে না পেরে রাউফুন নিজেও পুষ্পকে জড়িয়ে শুয়ে পড়লো।
#চলবে…….