হঠাৎ বিয়ে পর্ব ০১
লেখা: Tanjila mitu
।
কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে ছাড়েন বলছি(মিতু)
।
দেখেন ম্যাডাম আমাদের উপর ওয়াডার আছে আপনাকে নিয়ে যাওয়ার প্লিজ চুপ করুন (অচেনা একটা ছেলে)
।
ছাড়েন বলছি
অম্মম্ম
আমার মুখ টা বেধে ফেলে আমাকে নিয়ে আসছে একটা কাজী অফিসের সামনে।
আমি একটা বেঞ্চের উপর বসে ভাবছি কথা গুলা। এমন সময় টেবিলে থাপ্পড় মারলো একটা ছেলে। যারা আমাকে তুলে এনেছে তারা চারপাশে দাড়িয়ে আছে।
আর আমার সামনে যে ছেলে টা আছে দেখতে পুরা হিরো দের মত।
লম্বা ৬ ফিট সিক্স প্যাক বডি একটা কালো সুট পরা একটা কালো সানগ্লাস চুল গুলা স্টাইল করা পুরো ক্রাশ।
আমি তো ক্রাশ খেয়ে ফেলছি।
মিতু কি ভাবছিস এইগুলা আমাকে কেন তুলে আনছে এই ছেলে সেটা জানতে হবে।
।
হঠাৎ তুরি বাজানোর শব্দে বাস্তব এ আসলাম।
।
কি হলো হ্যা করে তাকিয়ে আছো কেন হুম
কি ভাবছো এত (ছেলে টি)
।
আপনি আমাকে এইখানে কেন তুলে আনছেন (আমি)
।
বিয়ে করার জন্য(ছেলে)
।
কিইইইইইইইইইইইইই
ফাজলামি পাইছেন আপনি বিয়ে করবেন আমাকে তুলে আনছেন কেন বিয়ে করেন
আর আপনি কে বলুন তো?
।
আমি মাহিন।
মাহিন চৌধুরী বাকি টা বিয়ের পর জেনে নিও এই নাও (গম্ভীর গলায় একটা কাগজ এগিয়ে দিয়ে)
।
এটা কিসের কাগজ আমি কি করবো??
।
সাইন করো এটা আমাদের বিয়ের কাবিনের কাগজ
।
কিইইইই
এইবার মাথা গরম হয়ে গেলো তাই কাগজ টা টান দিয়া ছেরে ফেললাম আর রাগে বললাম ফাইজলামি পাইছেন হ্যা আমি আপনাকে কেন বিয়ে করবো।
না আমি আপনাকে চিনি
না জানি কেন আমি আপনাকে হঠাৎ বিয়ে করবো
কেন আমাকে তুলে আনছেন আপনি??
।
দেখো ভালো ভালো বলছি সাইন করেন না হলে তোমার আব্বুর অনেক বড় ক্ষতি হয়ে যাবে
বলেই হাতে একটা ফোন নিয়ে আমাকে একটা ভিডিও দেখালো যেটাতে আব্বুকে দেখা যাচ্ছে
আব্বু অফিস থেকে বের হচ্ছে আর তার পিছনে একটা লোক যার হাতে রিভারবার।
আমি ভয় পেয়ে গেলাম কারন আব্বু ছাড়া আমার আপন বলতে কেউ নাই।
আম্মু মারা গেছে আরও ৪ বছর আগে
তাই বললাম
প্লিজ আমার আব্বুর কিছু করবেন না আপনি বলেন কোথায় সাইন করতে হবে (কান্না করতে করতে)
।
ওকে লাইকে গুড গার্ল (মাহিন)
তারপর আমাদের বিয়ে হয়ে গেছে
আমি কান্না করছি চেনা নাই জানা নাই একটা ছেলেকে বিয়ে করে নিলাম। কি হচ্ছে আমার সাথে এইগুলা।
আম্মু তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলা।
এত দিন ঐ ডাইনি রাক্ষসী মহিলার জন্য শান্তিতে বাসায় থাকতে পারতাম না আজ যখন বাসা থেকে চলে আসলাম তখন এই ছেলে আমাকে তুলে নিয়ে এসে বিয়ে করলো।
কি হচ্ছে আমার সাথে এইগুলা ???
কেন হচ্ছে এমন ??
বিয়ে করবো না বলে বাসা থেকে চলে আসলাম আর এখন কি হলো। আম্মু তুমি কেন আমাকে নিয়ে গেলা না কান্না করছি আর মনে মনে ভাবছি?????
।
চলবে
পিচ্ছি
।
(বি:দ্র: নতুন গল্প কেমন হইছে জানাবেন। ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখবেন)
?