হঠাৎ বিয়ে পর্ব ২
লেখা: Tanjila mitu
।
কান্না শেষ হলে গাড়ি তে চলো যাওয়া যাক মাহিন শান্তি গলায় বললো
।
কোথায় যাবো?? আমি আপনার সাথে কোথাও যাবো না
আপনি খুব খারাপ লোক কান্না করতে করতে বললাম
।
চুপচাপ যাবা নাকি আমি ফোন দিয়ে বলবো মাহিন বললো
।
এই না না
আপনি প্লিপ্লিজ এমন করবেন না
মনে মনে ভাবছি মানুষ এত টা নিচ হতে পারে আমি ভাবতে পারছিনা
কেন আমাকে জোর করে বিয়ে করলো
আর আমাকে কি করে চিনে এই লোলোক
।
হুম চুপচাপ গাড়িতে বসো
নাকি আমি কোলে তুলে নিবো
শয়তানি হাসি দিয়ে
।
আমি কিছু না বলে গাড়ি তে বসে পরলাম দেখি আমাকে কোথায় নিয়ে যায়।
।
তারপর মাহিন নিজে ড্রাইভিং সিটে বসে পরলো
মাহিন শান্ত গলায় বললো সিট বেল্ট বাধো।
।
নিশ্চুপ হয়ে বসে আছি কথা বলতে ইচ্ছা করছে ননা তাই শুনেও না শুনার ভান করে বসে আছি।
।
কি হলো কথা কানে যায় না
মাহিন জোরে ধমক দিয়ে বললো
।
আমি ভয় পেয়ে গেলাম তাই সিট বেল্ট বাধতে চাইছি কিন্তু পারছি না
।
মাহিন দেখলো আমি পারছি না তাই নিজেই আমাকে সিট বেল্ট বেধে দিলো
।
আমি জানালা দিয়ে আকাশের দিকে চেয়ে আছি আর সকালের কথা ভাবছি।
।
সকাল
।
সকাল ৫ টা বাজ এ উঠে নামাজ পড়ে বসে আছি এমন সময় আব্বু আমার রুমে আছেন
আব্বু বলে মিতু আসবো
।
আব্বুর এমন কথায় আমি চমকে উঠলাম
কারণ আব্বু আমার রুমে আসতো কখনো অনুমতি নিয়ে আসে না
।
আব্বু তুমি আমার রুমে আসতে অনুমতি নেওয়ার কি আছে আসো
।
আসলে আমি একটা কথা বলতে এসেছি কিছু টা নরম শুরে
।
কি কথা আব্বু বলনা
।
আসলে কথা টা তোকে কি করে বলি দেখ মা
তুই তো বড় হচ্ছিস তোকে তো আর আমি বড় রাখতে পারবো না মেয়ে হয়ে যখন জন্ম নিচোস বিয়ে করতে তো হবে
তাই বলছিলাম কি তোর মা (সৎ মা) কত দিন ধরে বলছে
আর ছেলে টাও অনেক ভালো
তুই তো আকাশ কে চিনোস (আকাশ আমার সৎ মার বোনের ছেলে। একদুম মায়ের আচল ধরে রাখা গাধা ছেলে মায়ের অনুমতি ছাড়া বাথরুম এ ও যায় না) ।
।
কিন্তু আব্বু আমি,,,,,,,
আমার বলার আগেই আব্বু আমাকে থামিয়ে দেয়
।
কোন কিন্তু না মা তুই ভেবে বলিস। আর তোর কাছে আমার একটা আবদার পারলে রাখিস বলেই আব্বু চলে গেছে যাওয়ার আগে বলে গেছে তোর কাউকে পছন্দ থাকলে আমাকে বলতে পারিস আমি তার সাথেই তো বিয়ে দিবো।
।
আমার জীবন এ আমি অনেক ক্রাশ খাইছি কিন্তু প্রেম করি নাই
আসলে এইগুলা কখনো ভেবে দেখি নাই
তবে আর যাই হক এই হাবা মায়ের চেলাটাকে বিয়ে করতে পারবো না।
আর ঐ ডাইনি রাক্ষসী মহিলার বোনের ছেলে কে তো জীবন এ ও না
এমন সময় মা ঘরে আছেন
নবাব জাদি ঘুম ভাংছে আপনার। তো আপনার আব্বু কি বলে গেছে শুনছেন তো আর কত দিন আপনাকে ঘরে বসিয়ে রাখবো এই বার তো বিয়ে করে বিদায় হ। তুই এখন গিয়ে তোর বাবা কে বলবি তুই বিয়ে তে রাজি যা বলেই চলে গেলেন।
না আর সহ্য করা যায় না এই মহিলা আমাকে যা না তা বলে চলে যায় আমি কি করবো। ??
আর থাকবো না এই বাড়ি তে আব্বুও এখন এই মহিলার কথা শুনে আমাকে আজ এইগুলা বলে গেলো।
আমি আর থাকবো না
আম্মু থাকলে আজ এমন হত না
আপনাদের তো বলা হয় নাই
আমি মিতু এইবার অনার্স ১ম বর্ষ পড়ি
আব্বু ব্যবসায়ী অনেক কষ্টে নিজে আজ প্রতিষ্ঠিত।
আম্মু আর আব্বু পালায় বিয়ে করে তখন আব্বুর তেমন টাকা ছিলো না তাই নানা মেনে নেন নাই
পড়ে আব্বু আম্মু থাকতেন
আর নানা নানুদের সাথে আব্বু আম্মুকে যোগাযোগ রাখতে দেন নাই তাই আমি আমার নানা নানু কাউকে চিনিনা চিনলে তাদের কাছে যেতে পারতাম।
আমি যখন ১০ শ্রেনিতে উঠি তখন হঠাৎ করে আম্মু স্টক করে মারা যায় আর আব্বু নানা কাজে দেশের বাহিরে থাকেন তাই ফুফি দের কথায় বিয়ে করেন এই মহিলা কে।
আর আমি যখন বাসা থেকে বের হয়ে পার্কে এসে ধারাই তখনই আমাকে তুলে নিয়ে আসে বাকি টা তো আপনারা জানেন।
ঐ দিকে
মাহিন চৌধুরী। চৌধুরী অফ ইন্ডাস্ট্রির মালিক ইয়াং বিজনেস ম্যান। মা বাবার এক মাত্র ছেলে। এক কথায় বলতে গেলে সকল মেয়েদের ক্রাশ। মাহিন চৌধুরী বলতে মেয়েরা পাগল।।
।
হঠাৎ গাড়ি থামায়
আমি ভাবনা জগত থেকে বাস্তবে ফিরে এসেছি
সামনে তাকিয়ে দেখি একটা বড় করব স্থান এর সামনে গাড়ি থামছএ
আমি ভালা করে তাকিয়ে দেখি এটা তে তো আম্মুকে করব দিছে
কিন্তু উনি আমাকে এইখানে কেন নিয়ে আসলেন
জিজ্ঞাসা করার জন্য পাশে তাকিয়ে দেখি আমার পাশে নাই
কই গেলো।
দেখি আম্মুর কবরের দিকে যাচ্ছে
মাথায় টুপি পড়া শার্ট টা ফ্লোর করা মনে হয় ওযু করে গেছে।
আমিও তারাতাড়ি নেমে গেলাম গাড়ি থেকে।
গিয়ে ওযু করলাম
।
আমি আন্টির কবরের কাছে এসে দাড়ালাম
আন্টি আমি জানি ওকে এইভাবে বিয়ে করা ঠিক হয় নাই
তাছাড়া আমার কিছু করার ছিলো না আমি কি করলাম বলো তোমার শেষ চিহ্ন তো ও ওকে যদি আমি আগলে না রাখতে পারি তো কি করবো তাই ওকে নিজের কাছে নিয়ে আসলাম আমাদের জন্য দোয়া কইরো বলেই কান্না করা শুরু করলাম
।
আমি ওযু করে এসে দেখি আম্মুর কবরের কাছে উনি কান্না করছেন কিন্তু কেন
আর কে উনি
আমি আম্মুর কবর জেয়ারত করলাম আর কান্না করতে অজ্ঞান হয়ে গেলাম
শুশুধু আজ না আমি যখনই আসি তখনই কান্না করে জ্ঞান হারাই তাই আব্বু আমাকে নিয়ে আসতে চায় না
।
হঠাৎ তাকিয়ে দেখি মিতু নিচে অজ্ঞান অবস্থায় পড়ে আছে কোন রকম ওকে তুলে গাড়ি তে বসালাম আমি গিয়ে হুজুর দের সাথে কথা বলে মিলাত পড়াতে বললাম আর টাকা দিয়ে আসলাম গরিব বাচ্চাদের খাওয়াতে।
।
চলবে
পিচ্ছি
(বি:দ্র: ভুল ক্রুটি ক্ষমার চোখে দেখবেন)
???