হঠাৎ বিয়ে পর্ব ৪

0
4277

হঠাৎ বিয়ে পর্ব ৪
লেখা: Tanjila mitu


লিখা আছে
আমি অফিসে যাচ্ছি
উঠে ফ্রেশ হয়ে নিচে গিয়ে নাস্তা করে নিবা। কিছু লাগ্লে পপিকে বলবা ভালো থাকো নিজের খেল রাখবা আর হ্যা একদুম চালাকি করের চেষ্টা করবা না।

দেখে তো রাগে আমার মাথা ফেটে যাচ্ছে আমি কোথায় ফেসে গেলাম। আল্লাহ দড়ি ফালাও আমি উপরে যাবও।
আমি আসার সময় আব্বু কে চিঠি লিখে আসছি যেনো আমাকে খুজার চেষ্টা না করে
যদি করে তো আমি নিজে কে শেষ করে দিবো। ??
কেন বাসা থেকে বের হইছিলাম আল্লাহ যানে কোন শয়তানে ধরছিলো কি জানি হুরর
কি আর করা আমি তো এই বদ লোক টার বউ তার কথা তো মানতে হবে না হলে যদি আব্বুর কোন ক্ষতি করে।
মানুষ এত টা খারাপ হয় কি করে
ঐ দিকে মা আমাকে তার বোন এর হাবলা ছেলের সাথে বিয়ে দিতে চায় যেনো আব্বুর সব প্রপার্টি নিজের নামে করে নিতে পারে
আর এই দিকে এই ছেলে কেন আমাকে তুলে এনে বিয়ে করলো
আবার আম্মুর কবরের কাছে নিয়ে যায় উনি কি করে জানলো এটা আম্মুর কবর
আমাকে কি করে চিনে
উফ মাথা ব্যথা করছে কিছু মাথায় ঢুকছে না ???
দূর এইসব ভেবে লাভ নাই
আমাকে উপেক্ষা করতে হবে শেষ টা কি হয় দেখার জন্য হুম

চুপচাপ ফ্রেস হয়ে নিচে গেলাম
নিচে গিয়ে দেখি একটা মেয়ে আমার সমান হবে সোফায় বসে টিভি দেখে
আমাকে দেখে দাঁড়ায় যায়
বলে
ভাবি আপনার কি লাগবো বলেন আমি দিতাছি (পপি)

আমি চুপ করে থেকে ভাব্লাম এই মেয়ে কে উনার বোন
দেখে তো মনে হয় না
কাজের মেয়ে তাও তো মনে হয় না তাহলে কে এটা আচ্ছা জিজ্ঞেস করলেই তো হয়
হুম ঠিক
তুমি কে আমি বললাম

পপি
আমি গ্রাম থেকে এসেছি ভাই জানের খেল রাখতে দাদা পাঠাইছে

হুম ওকে
বুঝলাম এই মেয়েকে গ্রাম থেকে আনছে কাজ করতে
আচ্ছা এই বাসায় আর কেউ থাকে না?? (মিতু)

না ভাবি
ভাইজান রা কেউ দেশে থাকেনা তারা আসে আবার চলে যায়
এই তো কিছু দিন আগে ভাই জান দেশে আসছে

উনার আব্বু আম্মু??

উনারা ও আসে আবার কিছু দিন থেকে চলে যায়
উনারা আসলে আমি আসি
আর চলে গেলে আমি দাদার কাছে চলে যাই গ্রামে।

ওকে ঠিক আছে আমি যে তোমাকে এই গুলা জিজ্ঞেস করছি উনাকে বইলো না ঠিক আছে

হুম কিন্তু ভাবি আপনি কি জানেন না ভাইয়ার সম্পর্কে
আসলে মনে হলো তাই জিজ্ঞেস করলাম

তেমন কিছু না
আমাকে চা দাও তো
আসলে কথা কাটানের জন্য

ওকে ভাবি আপনি বসেন
আমি সব জানি ভাইজান আপনাকে কেন বিয়ে করছে আর এটা ও জানি আপনি ভাই জান কে চিনেন না
আপনি খুব লাকি ভাইজান আপনাকে ভালোবাসে
আমি ছোট থেকে ভাইজান কে চিনি আমার মা তাদের বাসায় কাজ করতো একদিন হঠাৎ মা মারা যায় আমি তখন ক্লাস সেভেনে পড়ি আমার বাবা আমার কোন খুজ নিতো না দাদা আমাকে এখনো লেখা পড়া করায়
ভাইজান নিজের বোনের মত ভালোবাসে
এই জন্য আমি সব জানি (পপি মনে মনে কথা গুলা ভাব্লো)

ভাবি আপনার চা

ওকে
বসো
ও দূর এ বসছিলো
তাই আমি ওকে বললাম
আমার পাশে বসো
আর তোমার জন্য চা আনলেনা যে

আসলে ভাবি আমি চা খাইনা

ওকে অন্য কিছু এনে খাও

না পরে খাবো
আমার পড়া আছে

তুমি কিসে পড়ো

ক্লাস ১০ এ

অহ আচ্ছা
ওকে যাও পড়ো

আপনার কিছু লাগ্লে আমাকে বলেন এনে দিবো

না আমার কিছু লাগবে না
লাগলে তোমাকে ডাক দিবো তুমি যাও তোমার পরীক্ষা সামনে পড়ো

ওকে ভাবি
আমি ভাবতেও পারছি না মিতু আপু একদুম ভাইয়ার মত
আসলে মানুষ এত ভাল হয় কি করে
উনার ভিতরে কোন অহংকার নাই
কিছু নাই মাহিন জাইয়ার মত
মাহিন ভাইয়া ঠিক মানুষ কে ভালোবাসে ভাবতে ভাবতে চলে আসলাম আমার রুমে (পপি)

চা খেয়ে কাপ টা টেবিলের উপরে রেখে ঐ খান থেকে আপেল নিয়ে উপরে চলে আসলাম
।সবার আগে আমার গল্প পড়তে চাইলে “নীল ক্যাফের ভালোবাসা” পেজে পাবেন।
মাহিন রাতে বাড়িতে এসে দেখে মিতু ঘুমিয়ে আছে
একটা মানুষ কি করে এত ঘুমাতে পারে মাহিন জানেনা
ফ্রেস হয়ে নিচে গেলাম
পপি পপি

জ্বজ্বি ভাইয়া

কিরে কি করছ
।।
ভাইয়া পড়তে ছিলাম কিছু লাগবে

না তুই যা পড়

না ভাইয়া আমার পড়া শেষ আপনি বলেন কি লাগবে
আর ভাবি কিন্তু খাবার খায় নাই শুধু চা খেয়ে চলে গেছে

ওকে তুই ডিনার রেডি কর আমি ওকে নিয়ে আসছি

আহা ম্যাডাম ঘুমাচ্ছে যে উঠার নাম নাই
ওর ঘুমন্ত মুখ টা খুব সুন্দর লাগছে
কিছু ক্ষন তাকিয়ে ভাবছি এত মায়া পুরা মুখে
কি সুন্দর করে ঘুমাচ্ছে একে দেখলে কেউ বলবেনা সকালে একে কেউ তুলে এনে বিয়ে করছে
এমন সময় পপি ডাকে ভাইয়া আসেন
সব রেডি

ওকে আসতে আসতে ডাক দিলাম কিন্তু কাজ হলো না আবার ঘুমিয়ে গেছে
তাই কোলে করে ওয়াশরুম এ নিয়ে গেলাম
তারপর

চলবে
পিচ্ছি

(বি:দ্র: আবার ৮ তারিখের পরে গল্প দিবো
আমার পরীক্ষা তাই
ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখবেন)
????

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here