হঠাৎ বিয়ে পর্ব ৬
লেখা: Tanjila mitu
মাহিন আফরিনের সাথে কি বলছে জানিনা।
রুমে এসে বললো
_ যাও ঘুমাও গিয়ে কাল ভার্সিটি তে যেতে হবে।
_ ওকে
আমি চলে আসলাম আচ্ছা উনি কি করে জানলো আমার কাল ক্লাস আছে ।
মনে হয় আফরিন বলছে এত ভেবে লাভ নাই গিয়ে ঘুমাই।
গুড নাইট ?বলেই চলে আসলাম।
এসে ঘুমিয়ে গেলাম।
_ সকালে উঠে নামায পড়ে আবার শুয়ে পরলাম। আসলে এটা আমার অভ্যাস। ছোট থেকেই আম্মু আমাকে নামায পড়তে উঠাতো আর নামাজ পড়ে ঘুমিয়ে যেতাম। এটার জন্য ও ডাইনি রাক্ষসী মহিলার কাছে আমাকে কথা শুনতে হতো।
_ সকালে উঠে মসজিদে নামাজ পড়ে এসে দেখি মিতু আবার ঘুমাচ্ছে। তাই আর ওকে ডাক লাম না ঘুমায় নেওক না হলে আবার ক্লাসে ঘুমাইবে যা ঘুম আল্লাহ।
আমার মনে হয় যদি ঘুমের জন্য কোন প্রতিযোগিতা করে তাহলে ও ফাস্ট হবে।
আমি রুমে এসে ফাইল নিয়ে কাজ করতে বস্লাম ও খাটে ঘুমাচ্ছে। আমি আর কি কাজ করবো ওকে দেখেই আমার অবস্থা ১২ টা বেজে যাচ্ছে।
_ ঘড়ির দিকে তাকিয়ে দেখি ৮.২৮ বাজে ওকে উঠাতে হবে না হলে ভার্সিটি তে যেতে লেইট হয়ে যাবে।
_ মিতু উঠো এই উঠো না।
_ আব্বু আর এক্টু ঘুমাই।
_ ইচ্ছে করছে থাপ্পড় দিয়ে দাত ফেলে দেই ফাজিল মেয়ে আমাক এ কি তোমার আব্বুর মত লাগে উঠো বলছি জোরে ধমক দিয়ে বললো।
_ আমি লাফ দিয়ে উঠে গেলাম আল্লাহ গো।
সরি ঘুমের ঘোরে বলছি ??
_ ওকে যাও ফ্রেশ হয়ে আসো।
_ ওকে
ফ্রেশ হয়ে আসলাম।
আমি ভার্সিটি তে কি ড্রেস পরে যাবো??
আমার কোন ড্রেস তো নাই।
_ হুম বলেই আমার হাত ধরে আলমারির কাছে এনে আলমারি খুলে এইখানে ড্রেস আছে এইগুলা তোমার যেটা ভালো লাগে পরে যাবা ওকে।
_ হুম।
_ রেডি হয়ে নিচে আসো নাস্তা করে আমি তোমাকে তোমার ভার্সিটি তে পৌঁছে দিয়ে অফিস যাবো।
_ ওকে আমি একটা ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। ড্রেস পালটিয়ে এসে দেখি উনিও রেডি হয়ে গেছে।
_ হঠাৎ ওয়াশরুমের দরজা খুলার শব্দে আমি ঘুরে তাকিয়ে দেখি মিতু একটা ব্লু কালারের থ্রিপিস পরে বের হইছে চুল গুলা থেকে পানি পরছে। এত সুন্দর লাগছে ওকে আমি তো চোখ ফেরাতে পারছি না। ??
_ কি হলো এইভাবে তাকিয়ে আসেন কেন।??
_ ওর কথায় হুস ফিরলো না মানে তুমি রেডি হয়ে নিচে আসো বলেই চলে আসলাম।
_ এএটা কি হলো ?।
হুর যা ইচ্ছে তাই আমি তারাতাড়ি রেডি হই।
রেডি হয়ে নিচে নাম্লাম। এসে দেখি উনি পেপার পড়ছে আর পপি টেবিল গুচাচ্ছে।
আমিও গিয়ে ওর সাথে সব নিয়ে আসলাম ও অনেক না করছে কিন্তু ওর কথা কে শুনে।
তারপর আমরা ৩ জন নাস্তা করে নিলাম। তারপর আমি আর মাহিন বের হলাম। আমার ভার্সিটি তে এসে আমাকে মানতে বললেন
_ গাড়ি থেকে নামো।
_ চলে আসছি??
_ হুম।
_ ওকে বায়।
_ বায় বলে কই যাও আমিও তোমার সাথে আসছি।
_ ????
_ চোখ বড় বড় করছো কেন??
_ না মানে আপনি কই যাবেন??
_ প্রিন্সিপাল এর সাথে কথা বলবো।
_ ওকে। আসেন তাহলে।
_ হুম চলো।
_ আপনার ফোনটা দিবেন একটু আফরিন আসছে নাকি দেখবো।
_ চলো ফোন দিতে হবে না।
_ হুম মন খারাপ করে আমার ফোন টা নিয়ে আসলেই ভালো হতো।
তারপর আমি আর মাহিন ভার্সিটি তে ঢুকলাম দেখি আফরিন দাঁড়িয়ে আছে ওকে দেখেই জড়িয়ে ধরলাম।
_ কেমন আছিস?? আফরিন বললো
_ ভালো আছি। তুই?
_ হুম ভালো। ভাইয়া আসছে সাথে??
_ হুম প্রিন্সিপাল এর সাথে কথা বলতে গেছে মনে হয়।
_ অহ চল।
_ কোথায়??
_ ক্লাসে।
_ হুম চল।
আমরা ক্লাসে যাবো এমন সময় দেখি উনি আমাদের দিকে আসছে। এমন সময় আফরিন বললো মিতু ঐ তো মাহিন ভাইয়া আসছে।
_ তুই উনাকে চিনলি কি করে আমি তো তোকে বলি নাই।??
_ আরে না মানে কাল তুই উনার ফোন দিয়ে ফোন দিছিলি না তখন আমি উনার নাম্বার সেইভ করে রাখছি আর উনার ইমু নাম্বার ছিলো তখন উনার পিক দেখছি।
_ অহ সেটা তো বলবি। উনি আমাদের সামনে চলে আসেন।
_ আফরিন উনি মাহিন।
এটা আমার ফ্রেন্ড আফরিন।
_ হ্যালো আফরিন কেমন আছো??
_ জ্বি ভাইয়া ভালো আছি আপনি??
_ এইতো ভালো।
আচ্ছা তোমরা ক্লাসে যাও আমার একটা কাজ আছে। বলেই মাহিন চলে গেছে তবে মাহিন কে দেখা যাচ্ছে।
এমন সময় একটা ছেলে এসে মিতু কে হঠাৎ জড়িয়ে ধরছে।
মাহিন পিছনে তাকিয় এ এটা দেখছে ??
আর রাগে ফুলছে ???
মিতু ঘ্যাড় বাকা করে মাহিন এর দিকে তাকিয়ে আছে।।
চলবে
পিচ্ছি
???