হঠাৎ বিয়ে পর্ব ৯
লেখা : Tanjila mitu
আমি ভাবছি উনি কে আর আমাকে কি করে চিনে??
আমার তো মনে হয় না আমি তাকি কোথাও দেখছি। তাহলে, আচ্ছা উনি আমাকে বিয়ে করলেন কেন? আর জানলো কি করে আমি বাসা থেকে চলে আসছি কিছু মাথায় ঢুকছে না।
আমাকে বিয়ে করে উনার কি লাভ। উনি কি চায় আমার থেকে।
এত দিনে সিউর উনি আমার কাছে স্বামীর অধিকার ফলাতে আসবো না। হুর এইসব ভেবে লাভ নাই সব মাথার উপর দিয়ে যাচ্ছে।
আমি বাসা থেকে বের হইছি শুধু আফরিন জানতো।
তাহলে কি হুর কি সব ভাবছি।
আচ্ছা ভালো কথা আমি তো ভার্সিটি থেকে আসার সময় আফরিন কে বলে আসি নাই ও মনে হয় চিন্তা করবে। ওকে ফোন দেওয়া দরকার কি করি,
ফোন টা যে কেন রেখে আসলাম।
কাল আগে ফোন কিনতে হবে।
মাহিন বই নিয়ে বাসায় এসে দেখে মিতু আগের জায়গায় বসে কি জানি ভাবছে।
তাই বললো
_ কি ভাবছো??
_ কিছু না আপনি এত তারাতাড়ি চলে আসলেন।
_ কই তারাতাড়ি আসলাম দেখো ৪৫ মিনিট হইছে। আর তুমি এইখানেই বসে আছো।
_ না মানে কি বলবো হুর
_ মানে মানে করতে হবে না, নাও তোমার বই নিয়া আসছি।
_ সব গুলা।
_ হুম এইবার পড়তে বসো।
_ ওকে ধন্য,,,,
_ বলতে হবে না এটা আমার দায়িত্ব ওকে।
_ হুম।
_ তুমি পড়ো আমি ফ্রেশ হয়ে নেই। বলেই ফ্রেশ হতে ওয়াসরুমে চলে গেছে।
আমি বই নিয়া টেবিলে বসে পড়লাম।
কারন কিছু দিন পর ইয়ার ফাইনাল পরীক্ষা।
এই বই গুলা সামনে নিলেই আমার ঘুম চলে আসে কি যে করি।
_ এই যে ঘুম পাগলী বউ আমার দুধ টা খেয়ে নাও।
_ উয়াক আমি দুধ খাইনা।
_ খেতে বলছি খাও ধমক দিয় এ।
_ হুম
তারপর খেয়ে আবার পড়তে বস্লাম।
১০ টা বাজে পড়া থেকে উঠে ডিনার করতে গেলাম।
গিয়ে দেখি আগে থেকে পপি সব করে রাখছে।
আমরা খেয়ে নিলাম ৩ জন।
খাওয়া শেষ এ পপিকে বললাম গিয়ে পড়তে বস্তে কারন সারাদিন ও অনেক কাজ করছে এখন এইগুলা আমি করতে পারবো।
সব গুছিয়ে রুমে এসে ঘুমিয়ে গেলাম।
সকালে মাহিনের ডাকে ঘুম ভাঙলো।
_ তারাতাড়ি করো ভার্সিটি তে যেতে হবে না।
_ কয়টা বাজে?
_ ৮ বাজে
_ কিইই আমি আজ নামাজ ও পড়তে পারলাম না।
_ হুম এখন উঠে রেডি হও
_ ওকে
আমি রেডি হয়ে নিচে এসে নাস্তা করে চলে আসলাম উনি আমাকে ভার্সিটি তে নামিয়ে অফিসে চলে গেছে।
ক্লাস করলাম।
আজ আফরিন আসে নাই।
ও নাকি অসুস্থ তাই আসে নাই।
আমার সাথে তো একটা রাম ছাগল আছেই সারাক্ষণ মে মে করে।
আমি ফোন কিনতে যাবো কি করে।
হুর ভাল্লাগেনা।
রাম ছাগল টা কে নিয়ে গেলে কেমন হয়।
হুম ঠিক এটা কেই নিয়ে যেতে হবে।
_ অনন্ত
_ বলো বেবি।
_ ইচ্ছা করছে লাথি দিতে
হুম আমার সাথে যাবা একটু মার্কেট এ।
_ তোমার সাথে আমি চাঁদেও যেতে পারি মার্কেটে তো ছোট বেপার।
_ আল্লাহ আমাকে সহ্য করার ক্ষমতা দাও না হলে এটার মুখ টা বন্ধ করে দাও।
তারপর আমরা ২ জনেই মার্কেটে গেলাম ফোন কিনতে।
ফোন পছন্দ করছি ও যেটা বলে আমি বলি ঐটা ভাল্লাগেনা ?
এমন করে অনেক সময় চলে যাচ্ছে।
আমি একটা দেখলাম
অপ্প এটা নিবো এমন সময় কে জানি পিছোন থেকে আমার হাত থেকে ফোন টা নিয়ে বলে এটা ভালো না।
আইফোন দেখান। আমি তাকিয়ে বলবো মাত্র
এই আমার যেটা ভালো লাগে ঐটা নিবো আপনি,,,,,,
আর কিছু বলতে পারলাম না
কারন সামনের মানুষ টা আমার দিকে রাগী চোখে তাকিয়ে আছে ?
চলবে
পিচ্ছি