হঠাৎ বিয়ে পর্ব ১০

0
3475

হঠাৎ বিয়ে পর্ব ১০
লেখা: Tanjila mitu

সামনে মাহিন দাঁড়িয়ে আছে।
মনে হয় অনেক রেগে আছে।
আমি কি বলবো এখন, চুপচাপ উনার কথায় ফোন টা রেখে দিলাম।
_ একটা ফোন নিয়ে আমার সামনে ধরে বললেন, দেখো তো এই ফোন টা পছন্দ হয় নাকি।
_ হুম।
_ ওকে এই ফোন টার প্রাইজ কত??
_ ১ লাখ ৫৫ হাজার ৪৯০ টাকা।
_ কার্ড দিলে হবে।
_ জ্বি স্যার দিন।
আমি আর অনন্ত তাকিয়ে তাকিয়ে দেখছি।
_ কি হচ্ছে মিতু। এটা কে??
_ তোমার মুখ টা বন্ধ রাখো।
_ কিন্তু উনি তোমাকে ফোন কিন এ কেন দিতাছে।
_ এই তুই চুপ কর তো রাম ছাগলের মত ম্যা ম্যা না করে। (রেগে কথা টা বললাম)
_ কিন্তু
মাহিন আমাদের দিকে তাকিয়ে বললেন কি হলো আসতে আসতে কি কথা বলছো জোরে বলো আমিও শুনি।
_ আপনি কে বলুন তো আর মিতু কে আপনি কেন ফোন কিনে দিবেন।
_ এই তোরে না আমি চুপ থাকতে বললাম।
_ ওকে বলছি আমি কে চলো আমার সাথে মাহিন বলেই আমার হাত ধরে একটা রেস্টুরেন্টে নিয়ে গেলো সাথে অনন্ত কেও।
_ মাহিন অনন্তকে বললেন বসো।
– আমরা সবাই বস্লাম।
_ এইবার বলো তোমার কি প্রশ্ন আছে??
– আপনি কে হন মিতুর??
_ আমি ওর হাজব্যান্ড।
_ কি ফাজলামি করছেন কেন ওর বিয়ে হলো কবে??
_ ওকে জিজ্ঞেস করো।
_ অনন্ত উনি ঠিক বলছেন উনি আমার স্বামী।
_ what?
_ হুম আর কিছু শুনতে চাও??
_ না বলেই মন খারাপ করে চলে গেলো।
_ কি হলো ও কেন চলে গেলো??
_ আমি জানি কেন
অনন্ত তোমাকে লাইক করে তাই হয়তো এটা শুনে চলে গেছে।
_ অহ ভালো হইছে আলগা ন্যাকা কোথা কার।
_ তোমার আমার উপর রাগ হচ্ছে না ?? মাহিন অবাক হয়ে জিজ্ঞেস করলো??
_ রাগ কেন হবে।
আমিও চাইছি ন্যাকা টা চলে যাক।
_ অহ
কি খাবা বলো??
_ আপনার যেটা ইচ্ছা ঐ টা ওয়াডার করেন।
_ ওকে, ওয়াটার দুটা স্যান্ডউইচ আর দুটা বার্গার দুটা লাচ্চি।
_ ওকে স্যার

তারপর উনি আমাকে বললেন
_ তোমার ফোন লাগবে এটা আমাকে বলতে পারতে, তাহলে আমি কিনে দিতাম ওকে কেন নিয়ে আসছিলে।
_ আসলে আমার ফোন লাগবে, আমি ওকে আনতে চাই নাই ভাবছিলাম আফরিন কে নিয়ে কিনে নিবো কিন্তু আজ ও আসে নাই তাই অনন্তের সাথে আসছি।
_ ওকে আজ প্রথম বার তাই কিছু বললাম না তবে নেক্সট থেকে আমাকে বলবা কিছু লাগলে ওকে।
_ হুম
_ আর ওর সাথে বেশি কথা বলবা না, ছেলে দের থেকে দূরে থাকবা।
_ ওকে
_ গুড গার্ল

তারপর খাবার খেয়ে আমরা বাসায় চলে আসলাম।
বাসায় এসে দেখি পপি সব গুচাচ্ছে।
মনে হয় কেউ আসবে তাই।
আমি জিজ্ঞেস করবো এমন সময় মাহিন বললেন।
_ সারপ্রাইজ দেখো কে আসবে এখন বলবো না।
_ ওকে কিন্তু আপনি কি করে জানলেন আমি এটা জিজ্ঞেস করবো।
_ এমনেই তুমি উপরে যাও।
_ ওকে

ফ্রেশ হয়ে লান্স করে ঘুমিয়ে গেলাম। মাহিন কই জানি গেছে বলে যায় নাই।

বিকেলে হৈহৈচৈ শুনে ঘুম ভাঙলো।
নিচে গিয়ে দেখি সোফায় ২ জন বসে আছে দেখে মনে হচ্ছে মাহিনের দাদা দাদী। আর মাহিনের পাশে বসে আছে একটা মেয়ে আর একটা ছেলে।
ওরাই চিল্লাছে।

আমাকে দেখে মাহিন আমার সামনে এসে বলেন
মিতু এটা আমার দাদা
আর এটা আমার দাদি

আমি উনাদের সালাম করতে নিলে উনারা আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয়।
আমি কিছু বুঝতে পারলাম না।
আমি কি দেখত এ খারাপ নাকি যে কান্না করতে হবে।
কি হচ্ছে বুজলাম না।

চলবে
পিচ্ছি
(বি: দ্র: ভুলত্রুটি ক্ষমার চোখে দেখবেন)
??

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here