হঠাৎ বিয়ে পর্ব ১১
লেখা : Tanjila mitu
পুরা আজিব লাগছে।
তাই মাহিনের দিকে তাকালাম।
আমার দিকে তাকিয়ে বুঝতে পারলো তাই বলে উঠলো
_ দাদী তুমি এইভাবে কান্না করলে আমার বউ তো ভয় পেয়ে যাবে ভাব্বে তোমরা তাকে পছন্দ করো নাই তাই কান্না করছো। ??
_ দাড়া তুই
এইখানে মজা নেস কেন।
দিদিভাই আমার তোকে অনেক পছন্দ হইছে আর এটা তো সুখের কান্না। তুই বস তোর নানা ভাইয়ার কাছে আমি আসছি।
বলে চলে গেলেন।
_ নানা ভাই মানে??
_ আরে মিতু দাদি দাদা ভাই বলতে গিয়ে নানা ভাই বলছে বুঝো না কেন?
_ অহ। মনে মনে ভাবছি দাদু কি বললো সুখের কান্না মানে উনাদের আমাকে পছন্দ হইছে।
_ দিদি ভাই কি ভাবছো (দাদা)
_ কিছু না।
কিছু ক্ষন পর দাদি আসলেন
তারপর আমার কাছে এসে আমাকে একটা ডায়মন্ডের নেকলেস পড়িয়ে দিয়ে বললেন এটা আমার নাট বউয়ের জন্য।
_ আমি এখন কি বলবো বুঝতে পারছি না।
আমার দাদা দাদি তো আমি ছোট থাকতে মারা গেছে।
তারা আমাকে অনেক আদর করত। তারা মারা যাওয়ার পর আর কেউ এমনে আদর করে নাই। নানা নানী কেমন হয় সেটা তো আমি জানি না ??।
তাই কান্না চলে আসলো।
_ কিরে দিদি ভাই কান্না করছো কেন।
_ এমনেই জানো তো দাদি আমার না দাদা দাদি নাই। আগে উনারা আমাকে অনেক আদর করতো আমি উনা দের খুব মিস করি।
_ তাই এখন তো আমি আছি আমি তোমাকে আদর করবো।
_ কান্না করতে করতে
জানো আম্মু বলতেন আমার নানু নানা থাকলে নাকি আমাকে খুব আদর করতো। কিন্তু উনাদের তো আমি কখনো দেখি নাই ????
_ মাহিনের দাদি আমাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করলেন। ??
_ তুমি কান্না করো কেন।
_ আর করবো না ?
_ বাব্বাহ তাহলে থাক্লো তোমাদের কান্না আমি তো ভাবছিলাম ২ টা বাল্টি এনে ধরবো। ??
_ ওরে ইতর কানে ধরে।
_ উফ দাদি লাগছে তো ছাড়ো।
_ হুম
তুই একটু আমার রুমে আয়।
আমার সাথে কথা আছে।
_ ওকে জানু চলো।
তারপর আমি আর দাদি রুমে চলে আসলাম। মিতু উপরে আমাদের রুমে চলে গেছে।
দাদা ও রুমে আসছে।
_ বলো দাদি
_ কিছু না বলে আমাকে জড়িয়ে ধরে বললেন
মাহিন দাদুভাই আমি আজ সত্যি অনেক খুশ। এখন আমি মারা গিয়েও শান্তি পাবো বলে কান্না।
_ দাদি চুপ করো তুমি মারা গেলে তোমার নাতিন কে দেখবে কে হুম।
_ হুম।
তারপর বিকেলে আড্ডা দিলাম দাদা দাদির সাথে আমি মিতু।
আজ মিতু কে আমি এত খুশি দেখলাম এত দিন তো শুধু মন মরা হয়ে থাকতো। আজ কত হ্যাপি।
দাদা-দাদি তো ওকে পেয়ে অনেক খুশি।
আমার একটা ফোন আসলো এখন অফিসে যেতে হবে। তাই আমি মিতুকে বললাম।
_ মিতু শুনো আমাকে একটু অফিসে যেতে হবে তুমি দাদা-দাদির খেল রাইখও।
_ ওকে আপনি চিন্তা করবেন না।
আমি দেখবো।
_ ওকে
বায় দাদা
বায় দাদী
_ তারাতাড়ি আসবি কিন্তু দাদুভাই।
_ ওকে দাদি।
হঠাৎ দাদি আমাকে জিজ্ঞেস করলেন আমার ফ্যামিলি তে কে কে আছে।
_ আমি আব্বু আর সৎ মা
_ কিছু টা অবাক হয়ে সৎ মা মানে। কাপা কাপা গলায় বললো তোমার আম্মু কই??
_ আমার আম্মু নাই। মারা গেছে হঠাৎ স্টক করে???
_ নায়ায়ায়ায়ায়া
বলেই দাদি ঘুরে পরে গেছে ????
চলবে
পিচ্ছি