তোমার_আমার_প্রণয়,42,43

0
1337

#তোমার_আমার_প্রণয়,42,43
#israt_jahan_arina
#part_42

আমরা মানুষরা অনেক বেশি অদ্ভুত।রাগ,জেদ,ইগো আমাদের অন্ধ করে দেয়।তখন ভালো খারাপ চোখে পড়েনা।ফাহিমের আজ আফসোস হচ্ছে।ভীষণ আফসোস।সে তার ছোট্ট বোনটাকে কেনো বুজলো না।বোনটা এতদিন ধরে ধুকে ধুকে মরছিলো কেনো দেখলো না সে।আর আজ চাইলেও সব ঠিক করা সম্ভব না। মাহাদের জায়গাতে সে থাকলেও পারতোনা।

এক পলক তাকালো বিছানায় অচেতন অবস্থায় পড়ে থাকা দৃশ্যর দিকে।মুখটা কেমন শুকিয়ে আছে।গায়ে হালকা জ্বর উঠেছে।তার অতি আদুরে বোনটা যে সামান্যতম কষ্ট সহ্য করতে পারেনা। জ্বর বাঁধিয়ে বসে থাকে।আজ ভীষণ কষ্ট হচ্ছে।বোনটার এই নরম শরীরে সে সেদিন কতো আঘাত করেছিলো। ছি!নিজের উপর ঘেন্না ধরে যাচ্ছে।এই মুহুর্তের নিজের আর তার বাবার মধ্যে কোনো পার্থক্য খুজে পাচ্ছেনা।মা ঠিক বলে।আমি হয়েছি বাবার মতো।রাগ চরলে হিতাহিত জ্ঞান ভুলে যাই।কিন্তু সে চায়না বাবার মতো হতে।এতটা নির্দয় সে কিছুতেই হতে চায়না।

সেদিনের পর থেকে পরিস্থিতি বদলাতে শুরু করলো।প্রথম দিকে মাহাদ দিন রাত রুমের দরজা বন্ধ করে পড়ে থাকতো।ঠিক মতো খেতো না।খাবার গলা দিয়ে কিছুতেই নামতো না তার। দাদীর দৃশ্যর উপর করা আঘাত গুলি তাকে ক্ষত বিক্ষত করে দেয়।সে জানে দাদী ছেলেকে হারিয়ে এমন পাগলামি করেছে।এই মানুষটা তার ছোটো ছেলের জন্য কষ্ট পেতো।আজ যখন বড়ো ছেলে আর নতিটা ওই একই পরিবার দ্বারা কষ্ট পায় সেটা তার জন্য মেনে নেওয়া সহজ না।সেতো কাউকেই দোষারোপ করতে পারছেনা।আর না পারছে বলতে

-“দাদী তুমি আমার কলিজায় আঘাত করেছো।দৃশ্যর গায়ে করা আঘাত আমার কলিজায় লেগেছে।তুমি কোন সাহসে আমার বউকে আঘাত করলে?”

কিন্তু কিছুই বলতে পারেনি।সেতো নিজেই কষ্ট দিয়েছে তার বউকে।আর কাকে কি বলবে?তার দৃশ্যর উপর অনেক রাগ হতো।এই মেয়েটা অন্য পরিবারে কেনো জন্মালো না।সে আশরাফ হুসেনের মেয়ে মনে হলেই তার ভেতরে রাগ দাউ দাউ করে জ্বলে উঠে।দৃশ্যর উপর অভিমান হয়।

গভীর রাতে তার রুম থেকে আর্তনাদের শব্দ ভেসে আসতো।এতো কিছু হারিয়ে সে অসহায় হয়ে পড়েছিলো।তাছাড়া মায়ের এই রুক্ষতা ও তাকে ভেতর থেকে শেষ করে দিচ্ছিলো।আরিফ আর মাহিম তাকে সামলানোর চেষ্টা করতো। মাহাদ চাচু কে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কাদত।তার বুকের যন্ত্রণা সে কি করে বুঝাবে?ওই পিচ্চিটার মাঝেই যে তার সব সুখ।সে তো তার সুখটাকে নিজেই ফেলে এসেছে।দৃশ্যর সেই অশ্রু ভেজা চোখ এখনো সামনে ভেসে উঠে।রাতের আড়ালে সে অনেকবার দৃশ্য দের বাসার সামনে গেছে।একটা বার মায়াপরী কে লুকিয়ে দেখতে।কিন্তু কোনো দেখা পায়নি।

মাঝে মাঝে ইচ্ছে করতো নিজেকে শেষ করে দিতে।দৃশ্য হীন জীবন যে বহু কষ্টের।বাবাও যে নেই।কার কাছে সে নিজের তিক্ত অনুভুতি শেয়ার করবে?কি নিয়ে থাকবে সে?একটা বার দৃশ্যর কণ্ঠ শুনতে সে তৃষ্ণার্থ হয়ে উঠে।মন চায় দৌড়ে পিচ্চিটার কাছে চলে যেতে।তাকে জড়িয়ে ধরে বলতে

-“চল না পিচ্ছি।দূরে কোথাও যেয়ে সংসার সাজাই।”

পড়ে আবার মায়ের মলিন মুখ দেখে নিজেকে সামলে নেয়।মায়ের চেহারায় আজকাল সেই লাবণ্যতা আর দেখা যায়না।বাবার হটাৎ ছেলেদের সামনে করা দুষ্টুমিতে মায়ের চেহারায় যে লজ্জা আর লাবণ্যতা ঝড়ে পড়তো এখন আর তেমন হয়না।মায়ের চোখের নিচের কালি গুলো মাহাদের বুকে অপরাধ বোধ জাগায়।যা থেকে এই জীবনে তার নিস্তার নেই।
দাদী ও কেমন চুপসে গেছে।সারা বাড়ি মাতিয়ে রাখা দাদী আর মাহিমের ঝগড়াও তেমন দেখা যায়না।

আরিফের মাঝে সে বাবা বাবা গন্ধ পায়।বাবার পর এই মানুষটা তাকে ভীষণ ভালোবেসেছে।আরিফ অনেক বুঝিয়েছে দৃশ্যকে ফিরিয়ে আনতে।এই সবে ওই বাচ্চা মেয়েটার কোনো দোষ নেই।তাহলে তাকে কেনো কষ্ট দিচ্ছে?এতে আখি রহমান আর শামসুন্নাহার বেগম অনেক ক্ষিপ্ত হয় আরিফের প্রতি। কিন্তু সে জানে ভালোবাসা হীন জীবনটা কতটা বিষাদময়।কিন্তু মাহাদ নিজের সিদ্ধান্তে অটল রইলো।মায়ের ইচ্ছের বিরুদ্ধে সে কখনোই দৃশ্যকে বাড়িতে তুলবে না।তার জন্য মা অনেক কষ্ট পেয়েছে।আর এক ফোঁটা অশ্রুর কারণ সে হতে চায়না।

ধীরে ধীরে মাহাদ গম্ভীর আর রগচটা হতে শুরু করে।সারা দিন বাইরে ঘুরে বেড়ায়।গভীর রাতে বাড়ি ফিরে।মাঝে মাঝে ফেরেও না।আখি রহমান মাহাদের সাথে কোনো কথা বলেনা। চাপা রাগ তার মাহাদের প্রতি।

বাবার অবর্তমানে বাধ্য হয়ে বাবার ব্যাবসায়ের হাল ধরতে হয় তাকে।কারণ বাবা যাবার আগে সবার দায়িত্ব তার হাতে তুলে দিয়ে যায়।বাবার কথার অমান্য সে কি করে করতো?তাছাড়া রাজশাহীর বাতাস তার কাছে বিষাক্ত লাগছিলো।এক শহরে থেকেও প্রিয়তমার কাছ থেকে দূরে থাকা ভীষণ কষ্টকর হয়ে দাঁরয়েছে।

এই প্রথম শামসুন্নাহার বেগম ঢাকায় যেতে রাজি হয়।সব পরিস্থিতি বুঝে তিনি ঢাকায় থাকাটাই শ্রেয় মনে করে।আখি রহমান মাহাদের সাথে কথা না বললেও নীরব থেকে সম্মতি দিয়েছেন।বুকের ভেতর তীব্র যন্ত্রণা আর কষ্ট নিয়ে মাহাদ রাজশাহী ত্যাগ করে।পেছনে ফেলে যায় তার সুখপাখি টাকে।

সেদিনের পর দৃশ্য অনেকটা চুপসে যায়। মাহাদের সেই বিষাক্ত কথা গুলো তার কানে বাজতে থাকে।হৃদয়ে বার বার ভাঙচুর হয়। মাহাদ তাকে কি করে ছুড়ে ফেলতে পারলো?সে নাকি তার জীবনে দৃশ্যকে চায়না।তার সাথে যোগাযোগ রাখতে চায়না।কই একবার তো কেউ দৃশ্যকে জিজ্ঞাসা করলো না সে কি চায়?সবার ডিসিশন তার উপর চাপিয়ে দিচ্ছে কেনো?সব কিছুর পরও দৃশ্যর বিশ্বাস ছিলো মাহাদ ফিরে আসবে।তার উপর অভিমান করে আছে মাহাদ।সব রাগ কমলে আর মাথা ঠাণ্ডা হলে সে আসবে।আর বলবে

-“এই পিচ্ছি বিয়ের পর কিসের এতো বাপের বাড়ি থাকা?আজ থেকে বাপের বাড়ি আসা বন্ধ।অনেক থেকেছ।আজ থেকে তোমাকে আমার খাচায় বন্ধি করলাম।বেশি ছটফট করলে চুমুর বর্ষণ শুরু হবে।সো নো হাংকি পাংকি।”

দৃশ্য নীরবে মাহাদের জন্য পথ চেয়ে রইলো।
হটাৎ একদিন মৌয়ের কাছথেকে যখন জানতে পারলো মাহাদ ঢাকায় চলে গেছে পুরো পরিবার সহ দৃশ্য সেটা কিছুতেই বিশ্বাস করতে পারেনি।পুরো আকাশ যেনো তার মাথায় ভেঙে পরলো।মাহাদ তাকে ফেলে কিছুতেই যেতে পারেনা।সে হন্ত দন্তো হয়ে মাহাদের বাড়িতে গেলো।সাথে নাবিলা ও গেলো।আশরাফ হুসাইন আর দৃশ্যকে সেদিন আটকায়নি।কারণ মাহাদের ঢাকায় চলে যাবার খবর তিনি আরো আগেই পেয়েছেন।তাই তিনি কিছুটা চিন্তা মুক্ত।যাক ওই ছেলে নিজে থেকে সরে গেছে।

মাহাদের বাড়িতে বিশাল বড়ো তালা ঝুলতে দেখে দৃশ্য ভেঙে পরলো।সেখানেই দরজার পাশে বসে পড়লো।হৃদয়ে তার রক্তক্ষরণ হচ্ছে।সেই দরজার পাশে বসে সেদিন দৃশ্য চিৎকার করে কেঁদেছিলো।আর বলেছিলো মাহাদকে সে কোনো দিন ক্ষমা করবে না।তার বাবার করা ভুলের শাস্তি মাহাদ তাকে কি করে দিতে পারলো?সে কি জানেনা তার বাঁচা মরা নিয়ে তার বাবার কিছুই আসে যায়না?একটা স্বার্থপর মানুষের জন্য সে দৃশ্যকে মাঝপথে কি করে ছাড়তে পারলো?তাকে ছাড়া দৃশ্য যে জীবন্ত লাশ হয়ে যাবে এটাকি মাহাদ জানেনা?এতটা নিষ্ঠুর কি করে হলো সে?সারাটা দিন দৃশ্য সে দরজার পাশে বসিয়ে কাটিয়েছে।রাস্তার মানুষজন দেখেছে দৃশ্যর সেই আর্তনাদ।শেষে ফাহিম এসে তাকে জোর করে বাসায় নিয়ে আসে।

ঢাকায় ফিরে মাহাদ নিজেকে ব্যস্ত করে রাখলো।যাতে দৃশ্য নামক শব্দটা তাকে তাড়া করে না বেড়ায়।লেখাপড়া আর বাবার ব্যাবসায় নিয়ে ব্যাস্ত হয়ে পড়লো।তবে এতো কিছুর মাঝে সে গান ভুলেনি।কারণ তার বাবার স্বপ্ন ছিল একদিন তার ছেলে দেশের নামকরা গায়ক হবে।রকস্টার হবে।তাই দিন রাত ভুলে সে এইসব নিয়ে ব্যাস্ত হয়ে পড়লো।একটা সময় এমন হলো যে নিজের জন্য একমিনিট ও পেতো না।ইচ্ছা করে নিজেকে এই সবে ডুবিয়ে রাখলো।তবুও দৃশ্যপাখিটা তার কল্পনার রাজ্য ছেড়ে কোথাও যায়নি।আখি রহমান কিছুই বলতেন না।ছেলে যে ভেতরে ভেতরে দুমড়ে মরছে সেটা তিনি বুঝতেন।মাহিম ছোট হয়েও মাহাদকে অনেকটা স্বাভাবিক করার চেষ্টা করতো।

ব্যাবসায় কিছুটা গুছিয়ে দিয়ে আরিফ আবার ফিরে গেলো বিদেশের মাটিতে।তার তো যেতে হতোই।এই বাংলার বাতাস তাকে সস্তি দেয় না।দিশাকে হারানোর বেদনা তাকে কুরে কুরে খায়।দিশা তার জীবনে থাকলে আজ সব কিছু অন্যরকম হতো। দৃশ্য নিশ্চয়ই দিশার মতো বোকামি করবে না?মাহাদের মনের অবস্থা সে ভালো করেই বুঝতে পারছে।কিন্তু ছেলেটা বড্ডো জেদী।নিজে যা ভাবে তাই করে।
তার প্রায় চার মাস পর মাহাদের প্রথম অ্যালবাম বের হয়।আর সেটা সারা দেশ বেশ সারা ফেলে।আখি রহমান মনে মনে ছেলের জন্য খুশি হয়ে দোয়া করতেন। এর পর মাহাদ একে একে আরো অনেক অ্যালবাম, মিউজিক ভিডিও ও মুভিতে কাজ করে। ধীরে ধীরে মাহাদ সকলের প্রিয় গায়ক হতে শুরু করে।জনপ্রিয়তা অর্জন করতে তার খুব একটা সময় লাগেনি।দেশ বিদেশে নানান কনসার্টে পার্টিসিপেট করতে থাকে।এক সময় আখি রহমান খেয়াল করলেন মাহাদ নেশায় আসক্ত হতে শুরু করেছে।আরিফের মাধ্যেমে মাহাদকে বুঝানোর চেষ্টা করেছে।কিন্তু ততো দিনে মাহাদ হয়ে উঠেছে বেপরোয়া।

নেশা করে বাসায় ফেরাটা তার নিত্য দিনের কাজ হয়ে দাড়ালো।আখি রহমান বুঝতে পড়লেন ছেলে তার রসাতলে যাচ্ছে।মনের যন্ত্রণা এই উপায়ে ভুলতে চাইছে।কিন্তু তিনি নিজের মৌনতা ভাঙেনি।এইযে তিনি মাহাদের সাথে কথা না বলে কতো বড়ো শাস্তি দিচ্ছেন সেটা তার ভালো করেই জানা আছে। মাহাদ প্রায়ই মায়ের কোলে মাথা রেখে কতো কথা বলে।কিন্তু আখি রহমান কোনো প্রতিক্রিয়া দেখান না। মাহাদ চাইতো মা তাকে শাসন করুক।তার ফর্সা গালে থাপ্পর মেরে লাল করে দিক।

সারাদিন নিজেকে ব্যাস্ত রাখলেও রাতটা মাহাদের কাটে দুর্বিষহ।তার ফেলে আসা ভালোবাসা তাকে শান্তিতে ঘুমাতে দেয়না।আর না দেয় সস্তি। চোখ বুজলেই একটা অভিমানী মুখ ভেসে উঠে।যে অল্প কিছুতেই ঠোঁট উল্টে কেদে কেটে বুক ভাসায়।তাই সব ভুলতে সে ড্রিংক শুরু করে।সে দেখলো ড্রিংক করলে বুকের যন্ত্রণাটা কিছুটা কমে যায়।ভালো মুহূর্ত গুলো চোখে ভেসে বেড়ায়।তাই সে নিয়মিত ড্রিংক শুরু করে।একটা সময় দৃশ্যর অপছন্দ বলে সে স্মোকিং ছেড়েছিলো।কিন্তু আজ সে এক বসায় কতগুলি সিগারেট শেষে করে নিজেও জানে না।

তার ক্যারিয়ারের সুবাদে বহু সুন্দরী রমণীর সাথে তার উঠা বসা হয়েছে। কতো সুন্দরী তাকে প্রেম নিবেদন করেছেন।কিন্তু মাহাদের মন কোথাও আটকায়নি।সে তো জানে তার পিচ্ছি কাউকে তার পাশে সহ্য করতে পারেনা।

দিন দিন মাহাদ হয়ে উঠে রুক্ষ মেজাজের।অল্পতেই সে ভীষণ রেগে যায়।মিডিয়ার সাথে তার বহুবার ঝামেলা হয়েছে। ইন্ড্রাস্ট্রিতে সে হয়ে উঠে বেড বয় রকস্টার মাহাদ।তবে মাহাদের জনপ্রিয়তা এতই ছিলো যে তার এই বিষয়টা সকলের চোখে ঢাকা পড়তে থাকে।অতি সুদর্শন পুরুষদের তো একটু এটিটিউড থাকবেই।মেয়েদের স্বপ্ন পুরুষ হয়ে উঠে মাহাদ।এই সুদর্শন ধূসর চোখে হাজারো মেয়েরা ঘায়েল হয়ে যায়।কিন্তু মাহাদ শুধু একজনের মাঝেই আটকে আছে।যেটা থেকে বের হওয়া তার পক্ষে সম্ভব ছিলো না।

মাহাদ ইচ্ছে করেই দৃশ্যর কোনো খোঁজ খবর নিতো না।
কারণ সে জানে এতে করে সে দুর্বল হয়ে পড়বে।সে সব ভুলে ছুটে চলে যাবে তার বউটার কাছে।কিন্তু এতে মা কষ্ট পাবে।ভীষণ কষ্ট পাবে।

এতো বছরে মাহাদ নিজের বাবার গার্মেন্টস ব্যাবসায় কে নিজের মতো গুছিয়ে নিয়েছে।সেটাকে নতুন রূপে শুরু করেছে ড্রিম ফ্যাশন হাউস নামে।কয়েক বছরে তার হাউসও বেশ জনপ্রিয়তা পায়।বর্তমানে তার এই হাউস টি বাংলাদেশের টপ ফ্যাশন হাউস এর মধ্যে একটা।এই ব্যাবসায় প্ল্যান করার সময় থেকেই সে পাশে পেয়েছে মিস লুবনাকে।তার ফ্যাশন হাউজের প্রথম ডিজাইনার তিনি ছিলেন। ধীরে ধীরে সেখানে আরো কয়েক শত ডিজাইনার যোগ হয়।

মাহাদ জানে তার মা তার প্রতি অসন্তুষ্ট। কিন্তু সে নিজেকে আর বদলায়নি।এই শক্ত খোলস তাকে মনের দিক থেকে শক্ত থাকতে সহায়তা করে।সে জানে এক জীবনে সবাইকে সন্তুষ্ট রাখা সম্ভব না। তার মাঝে মাঝে জানতে মন চায় তার পিচ্ছিটা কেমন আছে?নিশ্চয়ই এতো দিনে তাকে ভুলে গেছে।তার ভাই নিশ্চয়ই আদরের বোনকে ঠিক সামলে নিয়েছে?

তবে সেদিন দৃশ্যকে তার ফ্যাশন হাউসে দেখে মাহাদ বেশ চমকে যায়।তার মনে হচ্ছিল সে স্বপ্ন দেখছে।কারণ এমনটা বহুবার হয়েছে।দৃশ্য তার কল্পনায় হাজার বার আসতো।এসেই অভিমান নিয়ে তার বুকে কামড়ে বলতো

-“তুমি ভীষণ খারাপ।আমাকে অনেক কষ্ট দিচ্ছ।দেখো কষ্টে আমার বুকটা জ্বলছে।তাই এখন তোমার বুক কামড়ে কামড়ে ছিড়ে ফেলবো।তার পর বুজবে বুকের বেথা কেমন হয়।”

কিন্তু যখন বুজলো এটা কল্পনা না বাস্তব তখন তার হৃদপিন্ডটা যেনো আবার অস্বাভাবিক ভাবে চলতে থাকে।তার এতো দিনের গড়া শক্ত খোলস যেনো ভাংতে শুরু করে।এই মেয়ে এক ঝলক তার সামনে এসে তাকে এলোমেলো করে দিয়েছে। তবুও মাহাদ নিজেকে সামলাতে চেষ্টা করে।দৃশ্যকে ইগনোর করার চেষ্টা করে।কিন্তু তার বেহায়া চোখ দৃশ্য তেই আটকে যায়।তার আগের দৃশ্য আর এই দৃশ্যের মধ্যে সে অনেক পার্থক্য খুঁজে পায়।পিচ্ছিটা যে এখন অনেকটা বড়ো হয়ে গেছে। মাহাদের ইচ্ছে করছিলো পিচ্ছিটাকে বুকে জড়িয়ে বলতে

-“দৃশপাখি আমাকে কেনো আবার এলোমেলো করে দিলে?আমাদের জন্য যে দূরত্বই শ্রেয়।”

তবে দৃশ্য ঢাকায় কেনো আর তার অফিসে জবই কেনো করছে সেটা বুঝতে পারে নি।কারণ দৃশ্যর বাবা যেই ধরনের মানুষ।তাতে দৃশ্যকে আর যাই হোক জব করার পারমিশন কখনোই দিবে না।আর দৃশ্যই বা কেনো ওই বাড়িতে থাকছে?আশরাফ হুসেনের এতটুকু তো সামর্থ আছেই মেয়েকে ভালো একটা বাসায় রাখার।সে কিছুতেই হিসাব মিলাতে পারছে না।তাই তানিম কে বলে দৃশ্যর খবর নিতে।

দৃশ্য কে মৃদুলের সাথে যতবার দেখেছে তত বার তার প্রচন্ড রাগ হয়েছে।দৃশ্যর উপর ভীষণ রাগ হয়েছে।তার অবর্তমানে এই মেয়ের এতো অধঃপতন হয়েছে?ফাহিমের উপর অনেক রাগ হচ্ছিলো।বোনকে এই ভাবে একা কেনো ছেড়ে রেখেছে?সে তার বোনের কাছে গেলেই যত সমস্যা।আর এখন যে তার বোনের কতো ছেলের সাথে চলাফেরা সেটা দেখে না?দৃশ্যর পাশে কাউকে সে কোনোদিনই সহ্য করতে পারেনি।আজ পারে না।তার মন চায় মৃদুল নামের ছেলেটার নাক বরাবর একটা ঘুসি মেরে বলতে

-“শালা আর মেয়ে পাস না?আমার বউয়ের দিকে তোর নজর?আজ তোর চোখ উপড়ে ফেলবো।যেই হাতে আমার বউকে স্পর্শ করিস সেই হাত থেতলে ফেলবো।আমার বউকে আজ পর্যন্ত আমি ভালো করে ছুয়ে দেখলাম না।আর তুই কোথা থেকে উড়ে এসেছিস?”

কিন্তু চাইলেই অনেক কিছু করা যায়না।তার সামান্য পাগলামি তে মিডিয়া দৃশ্যর পিছনে পড়ে যাবে।
গত কালের পার্টিতে সে মৃদুলকে দৃশ্যর সাথে দেখে ভেতরে ভেতরে অস্থির হয়ে গেছিলো।কিন্তু বাইরে থেকে কাউকে বুঝতে দেয়নি।প্রচন্ড রেগে সে অনেক বেশি ড্রিংক করে ফেলে।যার ফলে মনের সকল যন্ত্রণা,কষ্ট,খোব দৃশ্যর উপর পরে।তবে সবটাই হয় অচেতন অবস্থায়।

#তোমার_আমার_প্রণয়
#israt_jahan_arina
#part_43

দৃশ্য চুপচাপ নাস্তার টেবিলে বসতেই খেয়াল করলো দু জোড়া চোখ তাকে তীক্ষ্ণ ভাবে পর্যবেক্ষণ করছে।দৃশ্যর কিছুটা অসস্তি হচ্ছে। সে সুপের বাতি নাড়াচাড়া করতে লাগলো।সকল নীরবতা ভেঙে দৃশ্যই বললো

-“এই ভাবে দেখার কি আছে?এমন ভাবে তাকিয়ে আছো যেনো কোনো বড়ো অপরাধ করে ফেলেছি।”

ঝিনিয়া চোখ গরম করে বললো
-“শালী তুই একটা খারাপ।এতো বড়ো সত্যিটা লুকিয়ে রেখেছিলি।অন্যদিকে আমি কিনা বেস্ট ফ্রেন্ড জামাইয়ের উপরে ক্রাশ খেয়ে বসে আছি? আস্তাগফিরুল্লাহ!!”

দৃশ্য দাত দিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরে মাথা নিচু করে রাখলো। মাহাদ হটাৎ সকালে এসে এমন কাণ্ড করে বসবে সে তো ভাবতেই পারেনি।সে অপরাধী চোখে লতার দিকে তাকালো।লতা ভাবলেশহীন ভাবে বললো

-“মাহাদ সাহেবের বিষয়টা আমাদের কাছে বলিসনি কেনো?”

-“কি বলতাম আপু?বাংলাদের জনপ্রিয় মোস্ট এলিজেবল ব্যাচেলর রকস্টার আমার স্বামী?আদো এটা বিশ্বাসযোগ্য হতো?”

-“আমাদের বলতে পারতি?আমরা নিশ্চয়ই তোকে অবিশ্বাস করতাম না?”

-“বলনি কারণ এই মানুষটিকে তোমার যতোবার দেখতে ততবার আমার জন্য কষ্ট পেতে।বাসা থেকে বেরিয়েই রাস্তায় যার হাজারো পোস্টার ঝুলানো থাকে। প্রায়শই যার নাম ব্রেকিং নিউজে থাকে,সেই মানুষটাকে চাইলেই আমরা এড়িয়ে চলতে পারতাম না। আমি চাইনি তোমাদের সামনে অস্বস্তিতে পড়তে।তাছাড়া সব জানলে তোমরা মানুষটিকে তার যোগ্যতা দিয়ে বিচার করতে না।আমার কথা মনে করে হয়তো অপছন্দ করতে।শুধু শুধু তার ফ্যান ফলোয়িং কমিয়ে কি লাভ হতো?”

জিনিয়া মুখ গোমড়া করে বললো
-“ইসস!! তোর সামনেই তোর জামাইকে নিয়ে কতো কিছু বলেছি। এখন আমার নিজেরই লজ্জা লাগছে।”

-“তোর লজ্জা পাওয়ার কিছু নেই।ওই মানুষটিকে নিয়ে হাজারো মেয়ে এমন স্বপ্নই দেখে।এটাই স্বাভাবিক।তাছাড়া ওই মানুষটির সাথে আমার কোনো সম্পর্ক নেই।তাই লজ্জা পাওয়ার কিছুই নেই।”

লতা খেয়াল করলো দৃশ্যর চোখ চিক চিক করছে।তাই ইশারায় জিনিয়াকে থামিয়ে দিলো।এই মেয়েটা কতটা কষ্ট সহ্য করেছে সেতো নিজের চোখেই দেখেছে।এই কঠিন দৃশ্য হতে মেয়েটাকে অনেক কষ্ট করতে হয়েছে।যখন প্রথম মেয়েটাকে দেখেছিল তখন তার মনে হয়েছিল একদম নরম মাটি।যাকে সামান্য কষ্ট ছুয়ে দিলেই নেতিয়ে পড়তো।কিন্তু আজকের দৃশ্য অনেক মজবুত।সময় আর পরিস্থিতি মেয়েটাকে পরিবর্তন হতে বাধ্য করেছে।

দৃশ্য তার রুমের ছোট্ট বারান্দায় বসে আছে।এই বারান্দাটা ছোট হলেও তার খুব প্রিয়। এখানে সে নিজের পছন্দের সব গাছ লাগিয়েছে।বেশির ভাগ ফুল গাছ।বাকি কয়েকটা ঔষধি গাছ।এই বাগানের যেই ফুলের গ্রান সবচাইতে বেশি পাওয়া যায় তা হলো বেলি ফুলের।অসম্ভব ভালো লাগে তার।বাড়িতেও ভাইয়া তার জন্য বেশ কয়েকটা বেলি ফুলের গাছ লাগিয়েছিল।ঠিক তার আর নাবিলার জানালা বরাবর।নিচ তলায় নাবি আর উপরের তলায় সে।সময়টা কতো ভালো ছিলো।তাদের বাড়ির বাগানে বেশ কয়েকটা ঔষধি গাছ ও ছিলো।সেগুলো লাগিয়েছিল নাবিল ভাইয়া।তার মতে ঔষধের চাইতে এই গাছ বেশি উপকারী।তাদের বংশের সবচাইতে পড়ুয়া মানুষটিও ছিলো নাবিল ভাইয়া।

এই মানুষটা একজন ভালো ডক্টর হবে এটা নিয়ে দৃশ্য নিশ্চিত ছিলো।বছর খানেক আগে তাকে দেখেছিল দৃশ্য।সেদিন জিনিয়াকে নিয়ে নিয়ে গেছিলো ঢাকা মেডিকেলে।জিনিয়াকে ডক্টরের চেম্বারে ঢুকিয়ে সে বসেছিলো করিডোরে।হঠাৎ চোখ পড়ে দূরে দাড়িয়ে থাকা সুদর্শন যুবকটির দিকে। চোখে চশমা আর গায়ে সাদা এপ্রণ।গলায় ঝোলানো স্টেথোস্কোপ।দূর থেকেও মানুষটাকে চিনতে তার এক মিনিটও লাগলো না।নাবিল ভাইয়া।এই মানুষটাও তাকে কম ভালোবাসেনি।নাবিলা আর দৃশ্য যেনো তার প্রাণ ছিলো।লেখাপড়ার প্রতি প্রচন্ড আগ্রহ থেকে এসএসসির পর চলে আসে ঢাকায়।হোস্টেলে থেকে লেখাপড়া করেছে।নাবিল ভাইয়া মেডিকেলে চান্স পাওয়ার পর বাবা আর বড়ো চাচা পুরো এলাকায় মিষ্টি বিলিয়েছেন।ভীষণ এক্সাইটেড ছিলেন তারা।

সেদিন অবশ্য ফাহিম ভাইয়ার মুখের অবস্থা দেখার মতো ছিলো।কারণ বাবা সেদিন কতো কথাই না শুনিয়েছে।নাবিল ভাইয়া থেকে কিছু শিখতে বলেছে।ফাহিম ভাইয়া কয়েকদিন বেশ চটেছিলো।কথায় কথায় বাবা নাবিল ভাইয়ার প্রশংসা করতো।ঠিক এই কারণেই ভাইয়া কখনোই নাবিল ভাইয়াকে পছন্দ করত না।

দৃশ্য সেদিন ভাইয়ার সাথে দেখা না করেই মেডিকেল থেকে বেরিয়ে এসেছিলো।এতো দিন পর ভাইয়ের সাথে দেখা করতে কেমন অস্বস্তিবোধ হচ্ছিলো।তাছাড়া সে চাইতো না কেউ তার ঠিকানা জানুক।ভালোই তো আছে।সেই বন্ধী জীবনে আর দৃশ্য ফিরে যেতে চায়না।

আজ সারাটা দিন দৃশ্যর অলস কাটলো।আজ অনেকদিন পর এমন অলস দিন কাটালো।নাহলে এই কয়েক দিন এতো বেশি বেস্ততায় কাটছিলো যে নিঃশ্বাস নেওয়ার সময় ছিলো না।জ্বরের কারণে আজ ছুটি নিয়েছে দৃশ্য।তাছাড়া তার ঘাড়ের কামড়ের দাগ গুলো স্পষ্ট।এই অবস্থায় অফিসে যাওয়া অসম্ভব।

বিকেলের দিকে দৃশ্য বই নিয়ে বসলো।কাজের চাপ এতো বেশি ছিল যে দিন শেষে শরীরের বিন্দুমাত্র এনার্জি থাকতো না।আজ অনেকদিন পর বইয়ের সাথে সাক্ষাৎ হলো। কাল একবার কলেজে যাবে বলে ভেবেছে।অনেক নোটস জমা হয়ে আছে। সেগুলো কালেক্ট করতে হবে। সোমা ছিলো বলে রক্ষা।এই পড়ুয়া মেয়েটার সাথে তার কেমন করে যেনো ভাব হয়ে গেছে।মেয়েটা তাকে সব নোটস জোগাড় করে দেয়।নাহলে এই ভাবে ক্লাস ফাঁকি দিয়ে পাস করা দৃশ্যর পক্ষে সম্ভব ছিলো না।সে চাইলেই ক্লাস এটেন্ট করতে পারে না।কারণ জব না করলে ভার্সিটির ফিস দিবে কি করে?সে তো আর এখন বাবার হোটেলে খায় না।কাজ না করলে যে না খেয়ে থাকতে হবে।জিনিয়া আর লতা আপু না থাকলে তার কি হতো ভাবতেই গা শিউরে উঠে।

পড়ায় কিছুতেই মনোযোগ বসাতে পারছেনা দৃশ্য।সকালের কথা মনে পড়লেই গা শিউরে উঠে।হঠাৎ মাহাদের এমন পাগলামির মানে বুঝতে পারলনা দৃশ্য। এখনো বাজছে সেই কথাটা

-“ভালোবাসি বউ”

দৃশ্য তখন অবাক হয়ে তাকিয়ে রইল মাহাদের দিকে।এক মুহূর্তের জন্য দৃশ্যর মনে হলো তার সামনে সেই আগের মাহাদ দাড়িয়ে আছে।তার সেই উন্মাদ প্রেমিক।যে ভীষণ যত্নে ভালোবাসতে জানে। পরো মুহূর্তেই নিজেকে সামলে নিয়ে মাহাদের কাছ থেকে দূরে সরে বলেছিলো

-“স্যার আপনি এখানে কেনো এসেছেন?প্লিজ এক্ষনি চলে যান।কেউ দেখলে সমস্যা হবে।মিডিয়াতে জানা জানি হলে কেলেঙ্কারি বেধে যাবে।তাছাড়া আমার সাথে আরো দুটো মেয়ে থাকে এখানে।আমার জন্য তাদের কোনো সমস্যা হোক চাই না।”

-“আই ডোন্ট কেয়ার।শুধু এইটুকু জানি আমার করা অন্যায়ের পাল্লা আরো ভারী করে ফেলেছি।যার কোনো ক্ষমা নেই।”

দৃশ্য কি বলবে বুঝতে পারছে না।গত রাতে অমন একটা কান্ড ঘটিয়ে আজ আবার এসবের মানে কি?দৃশ্য খেয়াল করলো মাহাদের ডান হাতে ব্যান্ডেজ।গত রাতেও তো ছিলনা। দৃশ্য গম্ভীর হয়ে বলো

-“কেনো এসেছেন, প্লিজ চলে যান।”

মাহাদ অশ্রু সিক্ত নয়নে তাকিয়ে বললো
-“আমাকে অনেক ঘৃণা করো তাইনা?”

দৃশ্য বার কয়ের ঢোক গিলো।নিজেকে কেমন এলোমেলো লাগছে।সে তো এই পরিস্থিতির জন্য নিজেকে তৈরি রেখেছিলো।তাহলে কি সব ভেস্তে গেল।না এটা কিছুতেই হতে দেওয়া যাবে না।সে শক্ত কন্ঠে বললো

-“আপনার সাথে আমার এমন কোনো সম্পর্ক নেই যে ঘৃণা করবো।আমি আপনার বিশাল বড়ো অফিসের অতি ক্ষুদ্র তম সদস্য।তাছাড়া আমি মিস লুবনার আন্ডারে কাজ করি।আপনি তার বস।সেই সুবাদে আমারও।”

-“আমাদের মাঝে কোনো সম্পর্ক নেই?”

-“আছে তো।আপনি বস আর আমি এমপ্লয়ই।আর আপনি নিশ্চই সকল এমপ্লয়ই দের অসুস্থতায় বাসায় যেয়ে খবর নিতে জাননা।তাই আমার ক্ষেত্রে এতো দয়া দেখিয়ে লজ্জা দিবেননা।মিডিয়া জানতে পারলে বিভ্রান্তি ছড়াবে।অফিসিয়াল কোনো কথা থাকলে কাল অফিসে যাবার পর বলবেন।তাছাড়া আমাদের মধ্যে পার্সোনাল কথা থাকতে পারে না।তাই এখন আপনি আসতে পারেন।”

দৃশ্যর সেই কঠিন রূপ দেখে হয়তো মাহাদ অনেক চমকে গেছে।তাইতো আর কোনো কথা না বলে চলে গেছে।
দৃশ্য একটা দীর্ঘশ্বাস ফেললো।তার জীবনটা এমন এলোমেলো কেনো হয়ে গেলো? আট দশটা মেয়ের মতো সে কেনো তার ভালোবাসার মানুষটির সাথে ঘর বাঁধতে পারলো না?

আজ মাহাদকে দেখে তারও জড়িয়ে ধরে কাদতে ইচ্ছে করছিল।হাজারো অভিযোগ করতে মন চাইছিলো।কিন্তু চাইলেই কি সব পারা যায়। অতীতের দিন গুলি আজও মনে পড়ে।জীবনের সবচাইতে বড় ধাক্কাটা তো সে সেদিন খেয়েছিলো যেদিন তার ভালোবাসার মানুষটি তাকে জীবন থেকে ছুড়ে ফেলেছিলো।আর সে ধাক্কাটা জলোচ্ছাসের রূপ নিয়েছিলো মাহাদের ঢাকায় চলে আসাতে।

মাহাদ ঢাকায় চলে আসার পর দৃশ্য ভীষণ ভাবে ভেঙে পড়েছিলো।তার বেহায়া মন কিছুতেই এই সব কিছু মানতে পারছিলো না। মাহাদের সাথে একটা বার যোগাযোগের জন্য অস্থির হয়ে পড়েছিলো।লাবিবা আপুকে রিকোয়েস্ট করে মাহাদের ঢাকার ফ্ল্যাটে খবর নিতে বলেছিলো।লাবিবা জানিয়েছিলো মাহাদের সেই ফ্ল্যাটে কেউ থাকে না।হয়তো তারা অন্য কোথাও উঠেছে।দৃশ্য শেষ ভরসা টুকুও হারালো।মানুষটাকে ছাড়া তার দম বন্ধ হয়ে আসছিলো।

নিজের রুমে সারাক্ষণ পড়ে থাকতো।করো সাথে কথা বলতো না।এমনকি কলেজে যাওয়া বন্ধ করে দিলো।নাবিলা এসে অনেক বুঝাতো।কিন্তু দৃশ্য ছিলো নিরব।এই পৃথিবীর সব কিছুই তখন তার জন্য অর্থহীন।

মানুষিক ভাবে ভেঙে পরলো সে।সেই সময় মানুষিক যন্ত্রণা থেকে বাজে একটা কাজ করে বসলো।হাত কেটে সুইসাইড করার চেষ্টা করলো।কিন্তু ফাহিম সঠিক সময়ে হসপিটালে নিয়ে গেলো।প্রায় দুই দিন দৃশ্য হসপিটালে অজ্ঞাত অবস্থায় ছিলো।যখন তার জ্ঞান ফিরলো তখন ফাহিম তার হাত ধরে অনেক কেঁদেছিলো।হয়তো অপরাধ বোধ তাকে কষ্ট দিচ্ছিলো। নাকি দৃশ্যর নীরবতা?

দৃশ্য ফাহিমের সাথে কোনো কথা বলতো না। ভায়ের প্রতি তার পাহাড় সমান অভিমান জমা ছিলো।যেই মানুষটি কাছে সে সবচাইতে বেশি সাপোর্ট আশা করেছিলো,সেই মানুষটাই তাকে ভীষণ ভাবে নিরাশ করেছে।

ভালোবাসার মানুষ গুলোর কাছথেকে পাওয়া কষ্ট গুলো তাকে ভেতর থেকে শেষ করে দিচ্ছিলো।দৃশ্যর এমন কাজে আশরাফ হুসাইন প্রচন্ড ক্ষেপে গেছিলেন।তিনি তখন একটা কঠিন সিদ্বান্ত নিলেন।দৃশ্যর বিয়ে দিবেন।এই মেয়েকে আর কিছতেই বাড়িতে রাখবেনা।তাদের এলাকার একজন প্রভাবশালী ব্যবসায়ী বন্ধুর ছেলের সাথে বিয়ে ঠিক করলেন।নির্বাচনের সময় এই বন্ধুই তাকে আর্থিক ভাবে অনেক হেল্প করেছিলো।তার বিনিময়ে চেয়েছিলো দৃশ্যকে তাদের বাড়ির বউ করতে।আসলে তার ছেলেই দৃশ্যকে ভীষণ পছন্দ করতো।এই কথা বাবাকে জানিয়েছিলো।তাই এই সুযোগে তিনি প্রস্তাব দিয়ে বসলেন।দৃশ্য তখন সবে মাত্র এসএসসি দিবে।তাই তারা ঠিক করে দৃশ্যর এইচ এসসির পর বিয়ে হবে।এই কথা আশরাফ হুসাইন আর তার বড়ো ভাই আনোয়ার হুসাইন ছাড়া কেউ জানতো না।দৃশ্যর পরীক্ষার পর সবাইকে জানাতো।

দৃশ্যর এই ঝামেলার পর আশরাফ হুসাইন অনেকটা ভয়ে ছিলেন।বিয়েটা যদি ভেঙে যায়।কিন্তু তারা দৃশ্যর পালানোর খবর জানার পরও বিয়েতে রাজি থাকে।তার একটাই কারণ ছেলে যে কোনো মূল্যে দৃশ্যকে বিয়ে করতে চায়।আশরাফ হুসাইন দৃশ্যর বিয়ে হয়ে যাওয়ার কথাটা গোপন রাখলেন।
স্বামীর এমন কথা শুনে আনিকা কবীর অস্থির হয়ে বলেছিলেন

-“এমন পাপ কাজ কি করে করতে পারেন?মেয়ে বিবাহিত জেনে অন্য জায়গায় কেমনে বিয়ে দিবেন?এই ঘোর পাপ আল্লাহ সইবে না।”

-“ওই বিয়ে আমি মানিনা।ওইটা কোনো বিয়েই না।তাই ফাও প্যাচাল পাইরো না।মেয়ে যেই কলঙ্ক লাগিয়েছে আমি সেটাই মোচন করার চেষ্টা করছি।আমার মান সম্মান কিছুই রাখে নাই তোমার মেয়ে।ওই পরিবার এতো কিছুর পর তোমার মেয়েকে নিতে রাজি হয়েছে এটাও বেশি।”

আনিকা কবিরের কোনো কথাই শোনেনি তিনি।বাবার এমন ডিসিশনে দৃশ্য অবাক হয়ে গেছিলো।সে বিবাহিত জেনেও বাবা এমন কাজ কি করে করতে পারলো?এমন জঘন্য ডিসিশন কি করে নিলো?নিজেকে তখন দৃশ্যর নর্দমার কীট মনে হচ্ছিলো।এই জঘন্য মানুষটার রক্ত তার শরীরে বইছে?
দৃশ্যর বিয়ের বিষয়টা জেনে ফাহিম বেশ চটে গেছিলো।দিন দিন বাবার কাজে সে হতাশ হয়ে পড়েছিলো।ফাহিম প্রতিবাদ জানালে আশরাফ হুসাইন হুংকার দিয়ে উঠেন।যে কোনো মূল্যে দৃশ্যর বিয়ে দিলেন বলে জানালেন।অনেক প্রতিবাদ করেও বাবাকে দমানো গেলো না।বোনের অবস্থা দেখে তার বুকটা কষ্টে ফেটে যাচ্ছিলো।সে বাবাকে অনেক রিকোয়েস্ট করে বিয়ের ডেট দৃশ্যর পরীক্ষার পর রাখতে বললো।কারণ আর তিন মাস পরই দৃশ্যর এইচ এসসি পরীক্ষা।

আশরাফ হুসাইন সব ভেবে ফাহিমের কথা মেনে নিলো। মাহাদ রাজশাহী না থাকায় তিনি কিছুটা নিশ্চিন্ত ছিলেন।তাছাড়া সেদিন মাহাদের ব্যাবহারে বুঝতে পেরেছিলেন সে আর দৃশ্যর জীবনে আসবে না।

নাবিলা,মৌ আর সায়মা জোরাজুরিতে দৃশ্য কলেজে যাওয়া শুরু করে।কারণ পরীক্ষার মাত্র তিন মাস বাকি।দৃশ্য আর লেখাপড়া করবেনা বলে জানিয়েছিলো কিন্তু নার্গিস তাকে অনেক বুঝিয়ে রাজি করালো পরীক্ষার জন্য।

-“পরীক্ষা কেনো দিবিনা?”

-“পরীক্ষা দিয়ে কি হবে আপু।আমিতো এখন মৃত লাশ।বিবাহিত হয়েও নাকি আমার আবার বিয়ে করতে হবে। এর চাইতে বাবা আমাকে মেরে ফেলুক না।এই ভাবে তিলে তিলে কেনো মরছে?জানো আপু আমি বিয়ে করবনা বলে বাবা আমাকে প্রচুর মেরেছে।এটা অব্দি ঠিক ছিলো।কিন্তু মাকে কেনো মারলো?আমাকে হুমকি দিয়েছে বিয়ে না করলে মাকে জানে মেরে ফেলবে।আমি জানি বাবা এমন জঘন্য কাজটা ঠিক করে ফেলতে পারবে।”

-“কাদিস না বোন।”

দৃশ্য ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে বললো
-“আমাকে একটু বিষ এনে দাও না আপু।একেবারে মরে যাই।আমিযে আর সইতে পারছি না। মাহাদ আমাকে কেনো ছেড়ে চলে গেলো আপু?আমার কি দোষ ছিলো?আমিতো তাকে সবটা দিয়ে ধরে রাখার চেষ্টা করেছি।সব সহ্য করেও তার হাত ছাড়িনি।সে কেনো ছাড়লো?”

নার্গিসের চোখেও অশ্রু হানা দিলো।সে বুঝতে পারছে দৃশ্যর কষ্ট।সে নিজেই এই কষ্ট বয়ে বেড়াচ্ছে।ভালোবাসার মানুষকে ছেড়ে অন্য অন্যকারো সাথে সংসার করা যে কতো টা যন্ত্রণার সেটা সে বুঝতে পারছে।অথচ দিন শেষে ভালোবাসার মানুষটির কাছে সে ছলনাময়ী।

-“দৃশ্য লেখাপড়া ছাড়িস না।আজ যদি আমি লেখাপড়া শেষ করতে পড়তাম তাহলে এই বিষাক্ত সংসার থেকে বেরিয়ে আসতাম।একটা জব করে নিজের পায়ে দাড়াতে পারতাম।তুই সেই সুযোগ হারাস না।লেখাপড়া করে নিজের পায়ে দাড়া।করো প্রয়োজন যাতে না পড়ে।”

দৃশ্য অনেক ভাবলো নার্গিসের কথা।
তাছাড়া কিছুটা সময় এই বাড়ি থেকে দূরে থাকতে পারবে বলে দৃশ্য কলেজে যেতে রাজি হয়ে যায়।কিন্তু সেই সময় সে মানুষিক ভাবে ছিলো বিপর্যস্ত।নিজেকে শেষ করে ফেলতে ইচ্ছে করছিলো। মাহাদকে বলতে ইচ্ছে করছিল

-“এ কোন জাহান্নামে আমাকে ফেলে গেলে।আমিযে আজ বেচেঁ থেকেও মৃত।”

আশরাফ হুসাইন তখন দৃশ্যর পেছনে লোক লাগিয়ে দিলেন।দৃশ্য যাতে আবার উল্টা পাল্টা কিছু করতে না পারে।প্রচন্ড মানুষিক চাপ আর অস্থিরতায় দৃশ্য পরীক্ষা দিলো।
দৃশ্যর পরীক্ষা শেষ হতেই আশরাফ হুসাইন বিয়ের তোর জোর শুরু করে দিলেন।ফাহিম কি করে এই বিয়ে আটকাবে ভেবে পাচ্ছিলো না।বাবার এই অন্যায় কাজকে সে কি করে বাধা দিবে ভেবে পাচ্ছেনা।বাবা যে কারো কথাই শুনতে রাজি না।দৃশ্য তার সাথে কোনো কথাও বলেনা।তার দিকে কেমন ঘৃণার দৃষ্টি ছুড়ে দেয়।সেই দৃষ্টি ফাহিমের হৃদয়ে যন্ত্রণা দেয়।
বিয়ের দিন যত এগিয়ে আসতে থাকে দৃশ্য ততো অস্থির হয়ে পড়ে। কাল হলুদ।দৃশ্য ঠিক করে নিজেকে শেষ করে দিবে।এই বিয়ে কিছুতেই করবে না।স্বামী জীবিত থাকা অবস্থায় বা ডিভোর্স ছাড়া অন্য কাউকে বিয়ে করার কোনো বিধান ইসলামে নেই। মাহাদ তো তাকে ডিভোর্স দেয়নি।তাহলে বাবা কি বুঝে এমন কাজ করছে। আল্লাহর ভয়ও কি নেই তার?কিন্তু সে কিছুতেই এই পাপ কাজে সায় দিবে না।নিজেকে শেষ করে দিবে।

তার এই পরিকল্পনা নাবিলা বুঝতে পারে।তাই দৃশ্যকে বাসা থেকে পালানোর পরিকল্পনা দেয়।অনেক চিন্তা করে দৃশ্য ঠিক করে সে ঢাকা পালিয়ে যাবে।কিন্তু কথা হলো ঢাকায় ছোট মামা ছাড়া আর কেউ পরিচিত নেই।আর ছোট মামার কাছে গেলে এক দিনেই বাবা ধরে ফেলবে।

অনেক চিন্তা করে তার মনে পড়লো ফেসবুকের এক ফ্রেন্ডের কথা।তার সাথে দৃশ্যর ভীষণ ভালো সম্পর্ক।আর তার কথা বাসার কেই জানেনা।তার সেই ফ্রেন্ড একটা হোস্টেলে থাকতো।একবার তাকে এড্রেসটা বলেছিলো।দৃশ্য প্ল্যান করলো সেখানে যাবে।তার মাধ্যেমে কোথাও থাকার একটা বেবস্থা করে ফেলবে।কিন্তু দৃশ্য তার সাথে কোনো যোগাযোগ করলো না।একটা কাগজে তার ফোন নম্বর লিখে নিলো।কারণ দৃশ্য জানে তার বাবার হাত কতো দূর।কোনো ভাবে তার আইডি হ্যাক করে যদি কনভারসেশন থেকে বুঝে যায় দৃশ্য কোথায় আছে?তাই দৃশ্য তাকে কোনো মেসেজ দিলো না।

দৃশ্য দ্রুত ব্যাগ গুছিয়ে নিলো।সে কয়েক সেট জমা,নিজের জমানো কিছু টাকা, মাহাদের দেওয়া হিরের দুল আর সেই গোলাপী বিয়ের শাড়ীটা নিলো। হাতে চোখ বুলিয়ে দেখলো অনামিকা আঙ্গুলের হীরের আংটি টা।কেমন জ্বল জ্বল করছে।এই আংটিটা মাহাদ বিয়ের দিন মালা বদলের পর পরিয়ে দিয়েছিলো।তারপর তার হাতে বেশ কয়েবার চুমু খেয়েছিলো।দৃশ্যর চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়লো।জীবনটা আজ ঠিক কোথায় এসে দাড়িয়েছে?আজ সব আপন মানুষ গুলোকে ছেড়ে যেতে হচ্ছে অনিশ্চিত জীবনের দিকে।
সবাই ঘুমিয়ে পড়তেই দৃশ্য ধীরে ধীরে বেরিয়ে পড়লো রুম থেকে।সিড়ির কাছে আসতেই কেউ তার হাত টেনে ধরলো।ভয়ে দৃশ্যর বুকটা ধুক ধুক করতে শুরু করলো।হাত পা রিতিমত কাপছে তার।ভয়ে ভয়ে পেছনে ফিরে চমকে গেলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here