তোমার_আমার_প্রণয়,49,50

0
1244

#তোমার_আমার_প্রণয়,49,50
#israt_jahan_arina
#part_49

পরদিন সন্ধ্যার দিকে মাহিমরা ঢাকায় ফিরলো।বাকি বন্ধুদের কাছথেকে বিদায় নিয়ে মাহিম বর্ষাকে নিয়ে বর্ষার বাড়ির দিকে রওনা দিলো।গাড়িতে বর্ষা মাহিমের কাধে হেলান দিয়ে ঘুমিয়ে আছে।মাহিম মুচকি হেসে বর্ষার কপালে আসা অবাধ্য চুল গুলো কানে গুজে দিলো।

বর্ষাকে কখনো ঘটা করে ভালোবাসি বলা হয়নি।সময়ের সাথে সাথে দুজনই নিজেদের অনুভূতির গভীরতাকে মেপে নিয়েছে।বর্ষা তাকে বহুবার নাটকীয় ভাবে প্রপোজ করেছে।কিন্তু সে তেমন পাত্তা দেয়নি।অথচ এখন বর্ষার মুখে কিছু বলার প্রয়োজন হয় না।মাহিম এমনি তার মনের কথা বুঝতে পারে।কাউকে ভালবাসার মত সুন্দর অনুভূতি আর কিছুতেই হয় না।

বর্ষা ফ্রেশ হয়ে লিভিং রুমে আসতেই দেখলো তার বাবা আর মাহিম দাবা খেলায় ব্যস্ত।বাবার এই এক সভাব।বাসায় যেই আসুক দাবা নিয়ে বসবে।তবে তার বাবা মাহিমের সাথে খেলতে বেশি পছন্দ করে। এর একটা অন্যতম কারণ হলো মাহিম দাবা খেলা পারে না।সামনের প্রতিদ্বন্দ্বী দুর্বল থাকলে জিত নিশ্চিত থাকে।যার ফলে বাবা বুদ্ধি খরচ না করেও জিতে যায়।

মাহিম বর্ষাকে দেখে ইশারা করলো তাকে এই টর্চার থেকে বাঁচাতে।যে খেলা সে পারেনা সেই খেলা খেলে কি আদো কোনো আনন্দ পাওয়া যায়?বর্ষা ফিক করে হেসে দিলো।এই রাম ছাগলকে একমাত্র তার বাবাই পারবে শিক্ষা দিতে।

দৃশ্য আজ ভার্সিটিতে এসেছে।সব গুলি ক্লাস কমপ্লিট করে দৃশ্য আর সোমা মাঠের এক সাইডে বসে পড়লো।ভার্সিটিতে বেশি একটা সময় কাটানোর সুযোগ পায়না দৃশ্য।আজ জিনিয়া আসেনি।তার অফিসের পিকনিকে গেছে। সোমা দৃশ্যকে উদ্দেশ্য করে বললো

-“দৃশ্য আমি তোমার সব গুলি নোটস রেডি করে দিয়েছি।এক্সামের আগে আরো কিছু নোটস দিতে পারে।”

-“আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ আমাকে হেল্প করার জন্য। তুমি না থাকলে তো আমি পরীক্ষাগুলোতে নিশ্চয়ই ডাব্বা মারতাম।”

সোমা মুচকি হেসে বললো
-“তুমি নাকি আগের জব ছেড়ে দিয়েছো?এতো ভালো জব কেনো ছাড়লে?”

দৃশ্য জোরপূর্বক হেসে বললো
-“এমনি সেখানে কাজ করতে ভালো লাগছিলো না তাই।আচ্ছা সোমা আমাকে দু একটা টিউশনি জোগাড় করে দিতে পারবে?”

সোমা কিছুক্ষণ দৃশ্যর দিকে তাকিয়ে বললো
-“দৃশ্য তুমি ঠিক আছো?না মানে এতো ভালো জব ছেড়ে এখন টিউশনি করাবে?”

দৃশ্য আর কিছুই বললো না।এই বিষয়ে কথা বলতে তার একদম ভালো লাগছে না।
____________
মাহাদ এসেছে আজ একটা রেকর্ডিংয়ে।কয়েক ঘন্টা যাবত বার বার কয়েকটা লাইনে সুর ভুল করছে। মাহাদ নিজের উপরই বেশ বিরক্ত হচ্ছে।জহির বললো

-“মাহাদ একটা ব্রেক নাও।ঘন্টা খানি পর আবার ট্রাই করি।”

মাহাদ সম্মতি দিয়ে রুম থেকে বেরিয়ে আসলো।জহির বললো
-“চলো করিডোরে বসি।এক কাপ কফি খাও ফ্রেশ লাগবে।”

-“জি ভাইয়া।”

তারা দুইজনই করিডোরে রাখা চেয়ারে বসে পড়লো।জহির মাহাদকে বেশ কয়দিন যাবত খেয়াল করছে।লাস্ট কয়েক দিনে মাহাদ গান রেকর্ডিংয়ে বেশ সময় নিয়েছে।যেটা আগে হতো না। মাহাদ বেশিরভাগ ওয়ান টেকে গান রেকর্ড করে ফেলে।জহির কফিতে চুমুক দিয়ে বললো

-“মাহাদ তুমি এই কয়েক বছর ধরে কাজের মধ্যে অনেক বেশি ডুবে আছো। আই থিঙ্ক ইউ নিড এ ব্রেক।কাজ একটু কমিয়ে নিজেকে একটু সময় দাও।বেশ কিছুদিন যাবত দেখছি বেশ ডিস্টার্ব হয়ে আছো।ঠিক মতো কাজে মনোযোগ দিতে পারছো না।একটা ব্রেক নাও।দেখবে কাজের মধ্যে উৎসাহ ফিরে পাবে।আমার মনে হয় তুমি পার্সোনাল লাইফ নিয়ে ডিস্টার্ব।তাই একটু ব্রেক নিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করো।”

মাহাদ মনোযোগ দিয়ে এতক্ষণ সবটাই শুনলো।জহির ভাই একদম ঠিক বলেছে।কিন্তু তার সমস্যার আদো কোনো সমাধান আছে কিনা সেটা জানা নেই।

দৃশ্য শপ থেকে বেরিয়ে বাসের উদ্দেশ্যে হাঁটতে লাগলো।বাস স্টপে এসে পাঁচ মিনিট দাড়াতেই বাস চলে আসলো। আজ সিটে বসতে পেরে দৃশ্য শান্তি পেলো।সারাদিন শপে দাড়িয়ে থেকে আর এনার্জি নেই দাড়িয়ে থাকার।প্রায় প্রতিদিনই পা ব্যাথায় ঠিক মতো ঘুমাতে পারেনা।জানালার পাশে সাইডে আরাম করে বসলো দৃশ্য।বাইরের কিছু একটা মনোযোগ দিয়ে দেখছিলো।আজ বাস কিছুটা ফাঁকা।তার পাশের সিটে হটাৎ কেউ বসায় দৃশ্য ফিরে তাকালো।সাথে সাথে বেশ চমকে গেলো।মুখে মাস্ক আর মাথায় ক্যাপ পড়ে একজন বসে আছে।মানুষটার শরীরের কড়া পারফিউমের ঘ্রাণ দৃশ্যর নাকে আসছে।দৃশ্য অবাক হলো।কারণ এতক্ষণ জানালার বাইরে রাস্তার ওপারে মাহাদের গাড়িটাকে আড়চোখে দেখছিলো সে। সে ভেবেছে আজ মাহাদকে ফাঁকি দিয়ে আসতে পেরেছে।কিন্তু মানুষটা গাড়িতে নেই।বরং তার পাশে বসে আছে।দৃশ্য চোখ ফিরিয়ে নিলো।এই পাগল তার পিছু সহজে ছাড়বে না। দৃশ্যর ভীষণ রাগ হলো।বাসে না থাকলে কিছু কথা শুনিয়ে দিতো।

বাস চলছে আপন গতিতে।দৃশ্য বাইরে তাকিয়ে শহর দেখছে।আর মাহাদ দেখছে তার জেদী বউকে।এতো বলার পরও দৃশ্য জবটা ছাড়েনি।একটা গাড়ি সামনে চলে আসায় হঠাৎ বাসটা ব্রেক কসলো।দৃশ্য ভাবনার মাঝে ডুবে থাকায় তাল সামলাতে না পেরে সামনের দিকে ঝুঁকে পড়তে নিলেই মাহাদ দৃশ্যকে নিজের সাথে জড়িয়ে ধরলো।দৃশ্যর ভয়ে শরীর কাপছে।আজ একটুর জন্য তার মাথা ফাটলো না। মাহাদ নিজেও ভয় পেয়েছে।দৃশ্যকে বুক থেকে তুলে অস্থির হয়ে বললো

-“তুমি ঠিক আছো?কোথাও ব্যাথা পায়নি তো?”

দৃশ্য মাথা নেড়ে না জানায়। মাহাদ এবার সস্তির নিঃশ্বাস ফেলে।দৃশ্য দ্রুত মাহাদের কাছথেকে নিজেকে সরিয়ে নিলো।
দৃশ্য বাস থেকে নেমে বাসার উদ্দেশ্যে হাঁটছে। মাহাদ ও তার পেছনে দ্রুত এসে দৃশ্যর সামনে এসে বললো

-“তোমাকে জবটা ছাড়তে বলেছিলাম।দরকার পড়লে অফিসে আবার ব্যাক করো।”

দৃশ্য কিছুই বললো না। মাহাদ কে পাস কাটিয়ে চলে যেতে চাইলে মাহাদ দৃশ্যর হাত ধরে বললো
-“আমি কিছু বলছি দৃশ্য?আমাকে ইগনোর করছো কেনো?”

দৃশ্যর ভীষণ রাগ হলো।রাগটা আজ না কাল থেকে। কাল যখন ভার্সিটিতে মাঠে বসে ছিলো দৃশ্য আর সোমা।সেখানে উপস্থিত হয় অদ্রি।কেনো যেনো দৃশ্য মেয়েটাকে পছন্দ করে না।মেয়েটা সব সময় বাবার টাকার গরম দেখায়।অহংকারী মেয়েদের দৃশ্যর একদম সহ্য হয়না।তাছাড়া এই মেয়ে এক সাথে কতগুলি bf মেনটেন করে তা হয়তো এই মেয়ে নিজেও জানেনা। সোমার সাথে তার বেশ ভালো সম্পর্ক।অদ্রি এসেই তার আলাপ শুরু করে দেয়।একসময় বলে উঠে

-“জানো মাহাদের নতুন মিউজিক ভিডিও বের হয়েছে।আমার কাজিন অরিন আপু এই ভিডিওতে কাজ করেছে।তাদের দুজনকে এক সাথে কিযে দারুন লাগে।আমার মনে হয় এরা রিলেশনে আছে।তার মানে খুব জলদি রকস্টার মাহাদ আমার জিজু হতে চলেছে।ইসস !ভাবতেই ভালো লাগছে আমার।”

সোমা অবাক হয়ে বললো
-“তারা কি আসলেই রিলেশনে আসছে?মিডিয়াতে তো তেমন কোনো নিউজ শুনলাম না।”

অদ্রি মুচকি হেসে বললো
-“আরে সেলিব্রেটিরা কি তাদের পার্সোনাল লাইফ মিডিয়ার সাথে শেয়ার করে নাকি?তোমাকে একটা সিক্রেট বলি।অরিন আপু মনে হয় প্রেগনেন্ট।আর ওই বাচ্চার বাবা মাহাদ।”

দৃশ্য খাতায় তখন কিছু লিখছিলো।কথাটা শুনেই দৃশ্যর হাত থেমে গেলো।সে নিজের কানকে বিশ্বাস করতে পারলো না।তার হাতের কলমটা অসম্ভব কাপছে।মুহূর্তেই তার চোখ ভিজে উঠলো।
সোমা বিস্ময় নিয়ে বললো

-“আল্লাহ কি বলো?সত্যি?”

-“আরে আমি সিউর না।তবে ধারণা করছি।খালা মনিকে বলতে শুনেছি এবরশন করার কথা কিছু বলছিল।হয়তো বিয়ের আগে বেবি আসছে বলে খালা মনি বেবিটা চাইছে না।”

দৃশ্য সেখানে আর এক মিনিটও দাড়ায় নি।তার মাথা কেমন ঘুরছিলো।সে কোনো মতে বাসায় ফিরে আসে।রুমে ফিরে সোজা বিছানায় শুয়ে পড়ে।কয়েক মিনিট পর তার চোখ দিয়ে অঝোরে অশ্রু ঝরতে শুরু করে।দৃশ্যর মনে হচ্ছিলো কেউ তার বুকটা ক্ষত বিক্ষত করে দিচ্ছে।দম আটকে আসছে।সে দ্রুত পাঁচটা ঘুমের ঔষধ খেয়ে নিলো। এখন না ঘুমালে বুকের এই যন্ত্রণা আরো বাড়তে থাকবে।সারা বিকেল দৃশ্য মরার মতো ঘুমিয়ে কাটিয়ে দিলো।কিন্তু আশ্চর্য বিষয় ঘুম থেকে উঠার পর সে ব্যাথা আরো বেড়ে গেলো।দৃশ্য এক গাদা বই নিয়ে বসে পড়লো। মনটাকে ডাইভার্ট করতে হবে।কিন্তু দৃশ্যর বিক্ষিপ্ত মন কিছুতেই শান্ত হচ্ছে না।
দৃশ্য মাহাদের হাত টা ঝেড়ে ফেলে দিয়ে রক্তিম চোখে বললো

-“এই ভাবে আমার পিছু নিয়ে কি প্রমাণ করতে চাও?মস্ত বড়ো আশিক তুমি?”

মাহাদ কিছুটা অবাক হলো।এতো রেগে আছে কেনো দৃশ্য?সে শান্ত সরে বললো
-“দৃশ্য একটু শান্ত হও।”

-“শান্ত হবো কেনো?তুমি যা খুশি করে বেড়াবে আর আমি শান্ত থাকবো?কি চাও তুমি?আমাকে নিজের লাইফ ব্যাক চাও?”

দৃশ্য নিজের হাত বাড়িয়ে দিয়ে বললো
-“পারবে আমার এই হাত শক্ত করে ধরে তোমার পরিবারের সামনে নিয়ে যেতে?পারবে তোমার মায়ের মুখোমুখি হতে?”

মাহাদ ছল ছল চোখে তাকিয়ে রইলো।দৃশ্যর চোখ ও ভিজে উঠলো।সে আবার বললো

-“জানি পারবে না।তাছাড়া তুমি চাইলেও আমি আর এটা চাইনা।তাই আমার কাছ থেকে দূরে থাকো।বার বার আমার সামনে এসে ক্ষতটা বাড়িয়ে কেনো দাও?নাকি আমাকে দেখে করুণা হচ্ছে?লিসেন আগের দৃশ্য আর এই দৃশ্যের মধ্যে অনেক পার্থক্য।আগের দৃশ্য ইমোশনাল ফুল ছিলো।কিন্তু এই দৃশ্য কল্পনার জগৎ থেকে বেরিয়ে এসেছে।সময় এই দৃশ্যকে বাস্তবিক করে দিয়েছে।আমি সাবলম্বী না হলেও দুর্বল নই।তাই নিজেকে সামলানোর ক্ষমতা আমার আছে।কাউকে আমার প্রয়োজন নেই।তোমাকেও না।আর আসবেনা আমার পেছনে।”

কথাটা বলতে বলতে দৃশ্যর গলা কেপে উঠলো।সে দ্রুত হেঁটে বাসার দিকে এগিয়ে আসলো।আর মাহাদ সেখানেই স্তব্ধ হয়ে দাড়িয়ে রইলো।ভীষণ কষ্ট হচ্ছে তার।

দৃশ্য কাদতে কাদতে অবস্থায় বাসায় ফিরলো।ডোরবেল বাজাতেই লতা আপু দরজা খুলে দিলো।দৃশ্যকে দেখে বেশ চমকে গেল লতা। চোখ নাক লাল হয়ে আছে দৃশ্যর।দেখেই বোঝা যাচ্ছে কেঁদেছে মেয়েটা।লতা অস্থির হয়ে বললো

-“কি হয়েছে তোর?চোখ এমন লাল হয়ে আছে কেনো?”

দৃশ্য আর নিজেকে সামলাতে পারলো না।সবার সামনে নিজেকে শক্ত রাখলেও ভেতরে ভেতরে সে ভীষণ দুর্বল।সে লতাকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে কেঁদে উঠলো।লতা দৃশ্যকে দ্রুত চেয়ারে বসিয়ে নিজের সাথে জড়িয়ে রাখলো।দৃশ্য কাদতে কাদতে বললো

-“আমি আর এই যন্ত্রণা সহ্য করতে পারছিনা আপু।নিজের সাথে আর যুদ্ধ করতে পারছিনা। এতদিন বহু কষ্টে নিজেকে সামলে রেখে ছিলাম। তাহলে হঠাৎ করে কেন সে আবার আমার জীবনে আসলো? মানুষটা মেযত বার আমার সামনে আসে আমি ভেঙেচুরে যাই। সে নিজেও যানে আমাকে তার জীবনে ফিরিয়ে নেওয়া সম্ভব না তবে কেন এভাবে আমাকে দুর্বল করে দিচ্ছে? সে সামনে আসলে আমি নিজেকে সামলাতে পারিনা। কি করবো আমি আপু বলে দাও?”

লতার নিজেও চোখ ভিজে উঠলো।এই মেয়েটাকে কি বলবে বুঝতে পারছে না।সে দৃশ্য চোখের জল মুছে দিয়ে এক গ্লাস পানি এগিয়ে দিলো।দৃশ্য পানিটা খেয়ে একটু শান্ত হলো।লতা কিছুটা সময় নিয়ে ভেবে শান্ত স্বরে বললো

-“সে কি চায় বলেছে কিছু?”

দৃশ্য মাথা নেড়ে না জানায়।লতা আবার বললো
-“তুই কি তার কাছে ফিরে যেতে চাস?”

-“সেটা সম্ভব না আপু।আন্টির মুখোমুখি আমি হতে পারবো না।সে আমাকে ঘৃণা করে।আঙ্কেলের মৃত্যুর জন্য আমাকে দোষী মনে করে। এই মানুষটা ঘৃণা নিয়ে আমি মাহাদের সংসার করতে পারবও না।”

-“আমার মনে হয় তোর মাহাদের সাথে শান্ত ভাবে কথা বলা উচিৎ।এই ভাবে ইগনোর করে কিছু হবে না। মাহাদকে তোর কথা গুলো বুজিয়ে বল।তুই কি তাকে বিশ্বাস করিস?”

দৃশ্য চমকে লতার দিকে তাকালো।সেতো মানুষটাকে অন্ধের মতো বিশ্বাস করে।অরিনকে নিয়ে যা শুনেছে তার কিছুই দৃশ্য বিশ্বাস করেনি।তবে তার রাগ হয়েছে।হয়তো ভালোবাসার মানুষটিকে নিয়ে এমন কিছু শুনলে রাগ করাটা স্বাভাবিক।সে লতাকে মাথা নেড়ে হে জানালো। লতা বললো

-“আমার মনে হয় তার মধ্যেও অপরাধ বোধ কাজ করছে।আর তোকে দেখার পর হয়তো সেই অপরাধবোধ এর মাত্রা বেড়ে গেছে। যার জন্য সে লাইফ মুভ অন করতে পারছে না।”

দৃশ্য লতার কথা গুলো ভাবছে।সে মাহাদের চোখে অপরাধ বোধ দেখেছে।মানুষটাকে সেই গিলটি থেকে বের করতে পারলে হয়তো সবটা ঠিক হবে।তাছাড়া তার আর মাহাদের মধ্যে একটা বিশাল দেয়াল তৈরি হয়েছে।যেটা ভেদ করা সম্ভব না। মাহাদ আরো ভালো কিছু ডিজার্ভ করে।সে মাহাদের যোগ্য না।

পরদিন সকালেই দৃশ্য ঘুম থেকে উঠে একটা নিউজ শুনলো।অরিন আর ক্রিকেটার সাদমান সামনের সপ্তাহেই বিয়ে করছে।তাদের নাকি দের বছর যাবত প্রেম চলছে যা মিডিয়া জানতে পারেনি।তার কিছুক্ষণ পর তাকে সোমা কাল করে আর কথায় কথায় বলে

-“দৃশ্য জানো মডেল অরিন সত্যি সত্যি প্রেগনেন্ট।আর বাচ্চার বাবা রকস্টার মাহাদ না।বরং ক্রিকেটার সাদমান।তাইতো জলদি বিয়ের প্ল্যান করেছে আমার ভীষণ মজা লাগছে একটা বিষয় মনে করে।”

দৃশ্য চিন্তিত হয়ে বললো
-“কি?”

-“আরে ঐদিন অদ্রি মাহাদকে জিজু বানিয়ে দিলো।অথচ দেখো তার কাজিন তার ক্রাশ বয় সাদমানের সাথে প্রেম করছিলো।সকালে আমাকে কল করে ভ্যা ভ্যা করে কাঁদছিল। প্রথমে একটু খারাপ লাগলেও পরে ভীষণ হাসি পাচ্ছিলো।এই মেয়ের ক্রেশের শেষ নেই।”

দৃশ্য কল কেটে চুপচাপ বসে রইলো। মাহাদের উপর তার বিশ্বাস ছিলো।বিয়ের আগে কোনো মেয়ের সাথে যে মাহাদ গভীর ভাবে জড়াবে না সেটা দৃশ্য জানে।আচ্ছা মাহাদ কি তাদের বিয়ের কারণেই লাইফের মুভ অন করতে পারছেনা?এই সম্পর্কটা কি তাকে আটকে রেখেছে?যদি এমন হয় তাহলে তাকে মুক্তি দেওয়া উচিৎ।কথাটা ভেবেই দৃশ্যর বুকটা কেপে উঠলো।সে কি পারবে এই পবিত্র সম্পর্ক টা শেষ করে ফেলতে?

#তোমার_আমার_প্রণয়
#israt_jahan_arina
#part_50

ধরণীর বুকে জুড়ে নেমে এসেছে আঁধার।সেই আঁধারের মাঝে বারান্দার বেতের চেয়ারে বসে চোখ বন্ধ করে গিটারে সুর তুলছে মাহাদ।মনের অস্থিরতা কমানোর চেষ্টা করছে সে।এতদিন পর তার মা এতোটা স্বাভাবিক আচরণ করেছে তার সাথে।মা যখন সোফায় বসে মুচকি হাসছিলো মাহাদ তখন মুগ্ধ হয়ে সেই হাসি দেখেছে।বহু দিন পর মাকে এইভাবে হাসতে দেখেছে।বাবা তো যাবার আগে মায়ের মুখের এই হাসি রক্ষার দায়িত্ব দিয়ে গেছিলো।বাবার শেষ ইচ্ছে কি করে অপূর্ণ রাখবে?

অপরদিকে দৃশ্য।এতদিন মাহাদ নিজেকে সামলে নিলেও দৃশ্যকে দেখার পর থেকে সে আবার নিজেকে হারিয়ে ফেলেছে।তার ভেতরটা এলোমেলো হয়ে গেছে।দৃশ্যকে তীব্র ভাবে নিজের কাছে চাইছে।কিন্তু কি করে রাখবে দৃশ্যকে পাশে?কি করে মায়ের মুখোমুখি দারাবে?ভীষণ দোটানায় কাটছে তার সময়।

মাহিম রাতের ডিনারে বসেছে মা আর দাদীর সাথে।শামসুন্নাহার বেগম বলে উঠলেন

-“এইযে ছোডো রাজপুত্তুর, এমনে টই টই কইরা ঘুরলে হইবো?কয়দিন পরে পরীক্ষা শেষ হইলে কাম কাজ কিছু করা লাগবো না?তোর ভাই গান বাজনা করে আবার ব্যাবসা সামলায়।ভাইয়ের কামে একটু হাত দেওন যায়না?”

-“উফফ দাদী!আগে পরীক্ষা শেষ হোক তারপর যাবো।এতো তাড়া কিসের?”

শামসুন্নাহার বেগম আড়চোখে মাহিম কে দেখে বললো
-“তোর ভাই তো দিন দিন রসাতলে যাইতাছে।আজ কাল বাইত আহে না।ওই মাইয়া আবার তোর ভাইয়ের মাথা খারাপ করতে উইঠা পইড়া লাগছে। তোর ভাইয়ের অফিসে কাম করার বাহানায় মাথা চিবায়া খাইতাছে।”

মাহিম খাবার মুখে তুলে নিয়ে গিলে পানি পান করে বললো
-“ভাবী মোটেও তোমার নাতির মাথা নষ্ট করছে না।বরং তোমার নাতি ভাবির পিছে পড়ে আছে।তাছাড়া ভাবী তোমার নাতির অফিস সেই কবেই ছেড়ে দিয়েছে।”

শামসুন্নাহার বেগম চমকে গেলেন।আসলেই কি মেয়েটা জব ছেড়ে দিয়েছে?তিনি দীর্ঘশ্বাস ফেলে বললো

-“ভালোই হইছে।এইবার তোর ভাইরে একটু বুঝা।বিয়া সাদি করতে ক। এমনে আর কতদিন?বিয়া কইরা সংসার পাতলে আগের সব ভুইলা যাইবো।”

আখি রহমান বাঁকা চোখে শাশুড়ির দিকে তাকালেন।কিন্তু কিছুই বললেন না।মাহিম মুচকি হেসে বললো

-“আমাদের বংশে একাধিক বিয়ের ট্রেন্ড আছে নাকি দাদী? দাদাজান কয়টা বিয়ে করেছিলো?”

শামসুন্নাহার বেগম বেশ ক্ষেপে গেলেন।এই বাঁদর ছেলে তার প্রাণের স্বামীকে নিয়ে মজা করে?তিনি রেগে বললেন

-“মুখ সামলায়া কথা কবি।তোর চৌদ্দগুষ্টির কেউ দুই বিয়া করেনাই।আর আমার সোয়ামি আমারে মেলা ভালা পাইতো।আমার লাইগা পাগল আছিলো।তোর দাদার যন্ত্রণায় আমার ভাইয়ের বাড়িত যাইতে পারতাম না।গেলেও পিছে পিছে আইসা পড়তো।আমার সোয়ামি আমারে কতো ভালোবাসতো যানোস?আরেক বিয়া করার কতা সপ্নেও ভাবে নাই।”

মাহিমের মুখের হাসি আরো প্রশস্ত হলো।সে বললো

-“তোমার সোয়ামি কে নিয়ে কিছু বললে এতো জ্বলে কেনো?তোমার সোয়ামি তোমাকে ভালোবাসতো বলে আরেক বিয়ের কথা ভাবেনি।তাহলে আমার ভাই,যে কিনা নিজের বউকে পাগলের মতো ভালোবাসে সে আরেক বিয়ে করবে ভাবলে কি করে?ভাইয়াকে দিয়ে নিউ ট্রেন্ড শুরু করবে নাকি? তাহলে আমি কিন্তু তিনটা করবো।ইসলামে কিন্তু চার বিয়ের পারমিশন আছে।আমার জন্য দুইটা খুজে দাও।”

-“ওই শয়তান পোলা।আজাইরা কথা কবিনা।তোর ভাই এক শয়তানের রক্তরে এই বাড়ির বউ বানায়ছে।যে এই বাড়িত ঢুকতে না ঢুকতেই আমার পোলারে খাইছে।আমার সংসারে সুখ শান্তি নষ্ট করছে।ওই মাইয়ারে আমি বাইচা থাকতে এই বাড়িত ঢুকতে দিমু না।”

আখি রহমান টেবিল ছেড়ে উঠে গেলেন।এই মুহূর্তে তার কিছুই ভালো লাগছে না।নিজের স্বামীকে ভীষণ মনে পড়ছে।মানুষটা মৃত্যুর আগেও তার সাথে রসিকতা করে গেছে।হসপিটালে থাকা অবস্থায় যখন তার হাত ধরে কাদছিলো তখন বলেছিলেন

-“এই কান্না বন্ধ করো।বিয়ের আগে থেকেই দেখেছি কাদলে নাকের পানি চোখের পানি এক করে ফেলো। ছি!! কি বিচ্ছিরি লাগে তখন।”

আখি রহমান হিচকী তুলতে তুলতে বলেছিলেন
-“বিয়ের আগেই যখন জেনেছো তাহলে বিয়ে কেনো করেছো?”

-“ঐযে আমার কপালে লেখা ছিল আমি তোমার বাচ্চাদের বাবা হবো তাই।আমি বিয়ে না করলে এমন হীরের টুকরা দুইটা কই পাইতা?”

-“মজা করেন আমার সাথে? এই অবস্থায় ও আপনার মজা করা শেষ হয় না?”

-“কি করবো বলো।যদি পড়ে সময় না পাই?”

সেই কথাটা আখি রহমানের হৃদয়টাকে কপিয়ে তুলেছিল।এক রাশ বেদনা তাকে ঘিরে ধরেছিলো।
মাহিম গম্ভীর হয়ে বললো
-“বাবার মৃত্যুর সাথে ভাবীর কোনো সম্পর্ক নেই।আর সে আশরাফ হোসাইনের মেয়ে হলেও তার পার্সোনালিটি সম্পূর্ণ আলাদা।ওই মানুষটার ওরসে জন্ম নেয়াটা তার দোষ না।বাবা দোষ করলে তার সন্তানেরা কেনো শাস্তি ভোগ করবে?এই সবে ভাবির কোনো অপরাধ ছিল না।আর ভাবী এই বাড়ির বউ।তোমার ঠিক যতটুকু অধিকার আছে এই বাড়িতে।ঠিক ততটুকু অধিকার তার ও আছে।”

-“আমার লাগে ওই মাইয়ার তুলনা দেস?”

-“তুলনা করছি না দাদী। জাস্ট তার অধিকারে কথা জানাচ্ছি।সে চাইলে পারতো এই বাড়িতে এসে নিজের অধিকার বুঝে নিতে।তোমার নাতি বাধা অব্দি দিতে পারতো না।ওই মেয়ের এক ফোঁটা চোখের জলেই তোমার নাতি কুপোকাত হয়ে যেতো।এই দুইটা মানুষ কেনো দূরে আছে জানো? আমার মায়ের কষ্টের জন্য।মা মুখ ফুটে একবার কিছু বললে তোমার নাতি উড়াল দিয়ে ভাবিকে নিয়ে আসবে।ভাবী না আসতে চাইলেও তোমার নাতি হাত পা বেঁধে নিয়ে আসবে।শুধু মাত্র আমার মায়ের চোখের জল ভাইয়াকে আটকে রেখেছে।”

কথাটা বলে মাহিম চলে গেলো।শামসুন্নাহার বেগম সেখানেই চুপ করে বসে রইলেন।ওই মেয়ে যে সবাইকে কি যাদু করে রেখেছে আল্লাহই জানে।তবে মাহিম ঠিক বলেছে।আখি একবার সম্মতি দিলে মাহাদ ওই মেয়েকে ধরে বেধে হলেও নিজের কাছে রাখবে।ভীষণ একরোখা জেদী ছেলেটা।
হটাৎ তার টনক নড়লো।মাহিম কি বললো?তার জন্য দুইটা মেয়ে খুঁজতে।তিনটা বিয়ে করবে বলে দুইটা কেনো খুঁজতে বললো?তার মানে এই পোলা নিজের জন্য বউ খুজে নিয়েছে?আল্লাহ!! একটা নাতিরেও মন মতো মেয়ে খুঁজে বিয়ে দিতে পারলেন না।একটা তো জল্লাদের মাইয়া বিয়া করছে। আল্লাহই জানে এইটা কোন মাইয়া পছন্দ করছে?

মাহাদ আয়নার সামনে দাড়িয়ে রেডি হচ্ছে।ঠিক দৃশ্য যেমনটা পছন্দ করে তেমন ভাবে।দৃশ্যর দেয়া পাঞ্জাবিটা গায়ে জড়িয়েছে।একটু টাইট মনে হচ্ছে।বডি সেইপ চেঞ্জ হয়েছে তাই পাঞ্জাবীটা কিছুটা টাইট মনে হচ্ছে।তবুও এটা গায়ে জড়িয়ে ভীষণ ভালো লাগছে।সে দ্রুত রেস্টুরেন্টের উদ্দেশ্যে বেরিয়ে গেলো।আজ পুরো রেস্টুরেন্ট সে একাই বুক করেছে।সেলিব্রেটি হওয়ার দরুন তাকে বেশ সাবধানে চলতে হয়।পাবলিক প্লেসে যখন তখন বসা যায়না।মিডিয়া দেখা যাবে তিলকে তাল বানিয়ে দিবে।

রেস্টুরেন্টে পৌঁছে মাহাদ অপেক্ষা করতে লাগলো।যেই মাহাদের জন্য সবাই অপেক্ষা করে আজ সেই মাহাদ করো জন্য অস্থির হয়ে অপেক্ষা করছে।সময় যেনো কাটছে না।রবিন সকাল থেকেই দেখছে মাহাদের অস্থিরতা।আজ সকালে যখন সে ঘুমিয়ে ছিলো তখন তার ফোন একটা কল আসে।কল রিসিভ করে বেশ চমকে যায়।কিছুক্ষণ কথা বলে সে দৌড়ে আসে ধানমন্ডি। মাহাদের বাসায় এসে অনবরত ডোরবেল বাজাতে থাকে। মাহাদ তখন ঘুমে ছিলো।প্রচন্ড বিরক্ত হয়ে দরজা খুলে একটা ধমক দেয় রবিনকে।রবিন ধমক খেয়ে কয়েক সেকেন্ড চুপ থেকে বলে উঠে

-“স্যার ম্যাম কল করেছিলো?”

মাহাদ সোফায় বসতে বসতে বললো
-“কোন ম্যাম?”

-“স্যার,মিসেস মাহাদ।”

মাহাদ চমকে তাকালো রবিনের দিকে।এতক্ষণের তন্দ্রা ভাব মুহূর্তেই গায়েব হয়ে গেলো।সে অস্থির হয়ে বললো

-“দৃশ্য?”

-“জি স্যার।”

-“কি বলেছে?”

-“আপনার সাথে ম্যাম দেখা করতে চায়।”

মাহাদ বেশ চমকে গেলো। কালই ওকে কতো রাগ দেখালো।আর আজ মিট করতে চাইছে?সে দ্রুত বললো

-“গাড়ি বের করো রবিন।”

-“স্যার…আসলে ম্যাম এখন না বিকেলে আপনার সাথে দেখা করতে চায়। প্লেস আপনাকে ঠিক করতে বলেছে।”

মাহাদ কয়েক মুহূর্ত চিন্তা করলো।দৃশ্যকে নিয়ে মন চাইছে খোলা আকাশের নিচে বসতে।কিন্তু মিডিয়া টের পেলে দৃশ্যকে নিয়ে যা তা নিউজ বের করবে।তাই একটা রেস্টুরেন্টের রুফটপ বুক করতে বললো।

বাহিরে আজ বেশ বাতাস।সেই বাতাসে মাহাদের চুল গুলো এলোমেলো হয়ে যাচ্ছে।আর সে বার বার তা ঠিক করছে।রবিনকে ডেকে জিজ্ঞেস করলো

-“রবিন ড্রিংকস বা সিগারেটের কোনো গন্ধ আসছে?”

রবিন দীর্ঘশ্বাস ফেলে বললো “না”।

এই প্রশ্ন সকাল থেকে মাহাদ তাকে এই নিয়ে আটবার করলো।
রাতে সে বেশ ড্রিংকস করেছে।সাথে সিগারেট তো ছিলই।তার প্রিয়সী যে এইসবের গন্ধ একদম সহ্য করতে পারে না। এখনো দৃশ্যর বমি করার কথাটা মনে আছে তার।কতো রেগে গেছিলো দৃশ্য সিগারেট দেখে।

রবিন অবাক হয়ে মাহাদ কে দেখছে।এই কয়েক বছরে সে তার স্যারকে এত এক্সাইটেড হতে দেখেনি। কত সুন্দরী মডেলদের সাথে মিটিং করেছে। কিন্তু নিজেকে কোনদিন এতটা পরিপাটি করে তাদের সামনে যায়নি। অথচ দৃশ্যর মতো একটা সাধারণ মেয়ের জন্য এই মানুষটা নিজেকে কতভাবেই না সাজিয়ে গুছিয়ে নিচ্ছে।রবিন এই প্রথম ফিল করলো তার স্যার একজন পাগল প্রেমিক। দৃশ্য কে এই মানুষটা উন্মাদের মতো ভালোবাসে। এত ভালোবাসার মাঝেও এই দুইজন মানুষ আলাদা কেনো?

দৃশ্য রিকশা থেকে নেমে লিফটে চড়ে গেলো।তার ভেতরটা কেমন হাসফাঁস করছে। ঘুছিয়ে রাখা কথা গুলি আবার মনে করে নিলো।আজ সে মাহাদের সাথে কথা বলতে চায়।মন খুলে কথা বলতে চায়।

লিফট থেকে বেরিয়েই রবিনকে চোখে পড়লো।সে দৃশ্য দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে এগিয়ে আসলো।আর তাকে রুফটপে যাওয়ার রাস্তা দেখিয়ে দিলো।দৃশ্য কাচুমাচু করতে করতে সেখানে পৌঁছালো।চারপাশে চোখ বুলাতেই অবাক হলো।চারপাশে কেউ নেই। ডান পাশে চোখ পড়তেই দৃশ্যর চোখ আটকে গেলো।

নীল পাঞ্জাবি পরা কেউ পেছন দিকে ঘুরে পাঞ্জাবির পকেটে হাত দিয়ে দাড়িয়ে আছে।দৃশ্য ব্যাক সাইড দেখেই বুঝে গেলো মানুষটা কে।তার গায়ের পাঞ্জাবিটা দেখে দৃশ্যর কেমন অদ্ভুত অনুভূতি হচ্ছে।হঠাৎ মাহাদ ঘুরে দাড়াতেই দৃশ্যর দম বন্ধ হবার জোগাড়।তার মনে হচ্ছে ঠিক যেনো আগের মাহাদ তার সামনে দাড়িয়ে আছে।দৃশ্য শুকনো ঢোক গিললো। এতক্ষণ গুছিয়ে রাখা কথা গুলি মুহূর্তেই গুলিয়ে গেলো।

মাহাদ দৃশ্যকে দেখে সামনে এগিয়ে আসলো।কাছে আসতেই তার চোখ পড়লো দৃশ্যর শুষ্ক ঠোঁটের দিকে।উপরের দাত দিয়ে নিচের ঠোঁট কামড়ে রেখেছে।তার দিকে তাকাচ্ছে না।দৃশ্যর লম্বা কোমর অব্দি চুল গুলো বাতাসে এলোমেলো হয়ে যাচ্ছে। মাহাদ নেশা ভরা চোখে প্রিয়তমাকে দেখছে।সাদামাটা অবস্থায় ও কতো অপরূপ লাগছে। মাহাদের ভীষণ ইচ্ছে করলো দৃশ্যর সেই শুষ্ক ওষ্ঠে ঝটপট একটা চুমু খেয়ে নিতে। কিন্তু ইচ্ছাটা দমিয়ে রাখলো।

প্রায় দশ মিনিট যাবত তারা মুখোমুখি বসে আছে।কেউ কোনো কথা বলছে না।দৃশ্য মনের কথা গুলি সাজাচ্ছে।আর মাহাদ দৃশ্যকে দেখছে।নিরবতা ভেঙে দৃশ্য বললো

-“গতকালের ব্যাবহারের জন্য আমি সরি।আসলে একটা বিষয় নিয়ে ডিস্টার্ব ছিলাম।”

-“নিশ্চয়ই বিষয়টি আমার আর অরিনকে নিয়ে ছিলো?”

দৃশ্য অবাক হলো না।মানুষটা তার রাগের কারণ সব সময়ই ধরে ফেলে।সে মুচকি হেসে বললো

-“কিছুটা।”

-“জানি।অরিন আমার ভীষণ ভালো বন্ধু।হঠাৎ বিয়ের আগে কনসিভ করায় সে ভয় পেয়ে গেছিলো।একজন ভালো বন্ধু হিসেবে তার বিপদে পাশে থাকার চেষ্টা করেছি।”

-“আমার জন্য তোমার সিডিউল নিশ্চয়ই গরমিল হয়ে গেছে।”

মাহাদ মুচকি হেসে বললো
-“আমার বউরে জন্য এমন হাজার সিডিউল গরমিল করতে রাজি আছি।তাছাড়া আমি কিছুদিনের জন্য কাজ থেকে ব্রেক নিয়েছি।তাই কোনো সমস্যা নেই।”

আবার তারা কিছুক্ষণের জন্য নিরব হয়ে গেলো।দৃশ্য আবার বললো

-“এই ভাবে আমার পিছু কেনো নিয়েছো?কয়েক বছর আগে তো সবটাই শেষ হয়ে গেছিলো।তবে কেনো আবার এই পাগলামো করছো?আসলে কি চাইছো তুমি?”

মাহাদ নিজেকে প্রশ্ন করলো সে কি চায়।কিন্তু কোনো জবাব পেলো না।না সে দৃশ্যকে নিজের করে নিতে পারছে আর না পারছে দৃশ্যর থেকে দূরে থাকতে।সে থমথমে গলায় বললো

-“জানিনা।”

দৃশ্য দীর্ঘশ্বাস ফেললো।জবাবটা এমন কিছু হবে দৃশ্য সেটা আগে থেকেই জানতো।তবে আজ সে মাহাদ কে তার জীবনের কঠিন বাস্তবতা গুলো বলতে চায়।দৃশ্য এবার বলতে শুরু করলো

-“আমার লাইফের সবচাইতে প্রিয় মানুষ ছিলো আমার ভাইয়া।তার পর আমার মা।বাবাকে কেনো জানি নিজের সেই লিস্টে রাখতে পারতাম না।ছোট বেলা থেকেই তাকে ভীষণ ভয় পেতাম।একটা সময় তুমি আসলে আমার জীবনে।আশ্চর্যজনক ভাবে আমার প্রিয় মানুষের লিস্টে তুমি প্রথম জায়গাটা দখল করে নিলে।আমি সেটা টেরও পেলাম না।
কষ্ট জিনিসটা আমাকে কখনো ছুঁতে পারেনি।তার একমাত্র কারণ ভাইয়া।সে আমার সব ইচ্ছা বলার আগেই পূরণ করে দিতো।কিন্তু যেই মুহুর্তে এই মানুষটাকে আমি আমার পাশে খুব করে চেয়েছি তখন পায়নি।যেই ভাইয়া আমার সামান্য চোখের জল সহ্য করতে পারতো না,সে তোমাকে ভালোবাসার অপরাধে একধিক বার আমার গায়ে হাত তুলেছে।আমি ভীষণ ভেঙে পড়েছিলাম তখন।আরো ভেঙে পড়েছিলাম যখন বাবা আমার চোখের সামনে মাকে বেধর মেরেছিলো।তুমি তোমার মায়ের চোখের জল সহ্য করতে পারো না।অথচ আমি আমার মায়ের সেই আর্তনাদ সহ্য করেছি।নিজের মাকে আমার জন্য রক্তাত্ব হতে দেখেছি।এতো মারের পরও সে নিজের জন্য কষ্ট পায়নি।বাবার আমাকে করা আঘাতে বেশি কষ্ট পেয়েছে।আসলেই মায়েরা এমনি হয়।সন্তানের কষ্ট সহ্য করতে পারেনা।

তোমাকে ইগনোর করতে বাধ্য হয়েছিলাম তখন।কিন্তু সেদিন যখন তুমি বিয়ের কথা বললে আমি সব ভুলে স্বার্থপরের মতো রাজি হয়ে গেছিলাম।আমার মনে হয়েছিলো শুধু তুমি আমার পাশে থাকলেই চলবে।তুমি আমার হাত ধরলেন আর কোনো কষ্ট আমাকে ছুঁতে পারবে না।”

মাহাদ এক দৃষ্টিতে দৃশকে দেখছে।দৃশ্য আকাশের দিকে তাকিয়ে কথা বলছে।দৃশ্যর চোখ জোড়া চিক চিক করছে।মনে হচ্ছে যে কোনো সময় মুক্ত দানার মতো গড়িয়ে পড়বে অশ্রু।দৃশ্য আবার বলতে শুরু করলো

-“তবে আমি জীবনে সবচাইতে বড়ো ধাক্কাটা খেয়েছি সেদিন,যেদিন তুমি আমার হাত ছেড়ে দিলে।আমি না এইটা বিশ্বাস করতে পারিনি।এই ব্যাপারটা আমার কিছুতেই হজম হয়নি।আমার বিশ্বাস ছিলো তুমি আমাকে ফিরিয়ে নিতে আসবে।আমি তোমার পথ চেয়ে বসে ছিলাম।”

মাহাদের চোখ ভিজে উঠলো।সে নিজের মাথা নিচু করে নিলো।সে যে ভালোবাসার মানুষটির বিশ্বাসের মর্যাদা রাখতে পারেনি।দৃশ্য আবার বললো

-“তোমরা যেদিন ঢাকায় চলে আসলে আমি পাগলের মতো ছুটে গেছিলাম তোমার বাসায়।চিৎকার করে সেদিন কেদেছিলাম আমি।আমার বিশ্বাস মুহূর্তেই ভেঙে চুরে গেছিলো।তার পর থেকে না, নিজেকে হারিয়ে ফেলেছিলাম।সত্যি বলতে বাঁচার ইচ্ছাটা নষ্ট হয়ে গেছিলো।দম বন্ধ হয়ে আসতো।খাবার গলা দিয়ে নামতো না।তখন সুইসাইড করার চেষ্টা করলাম।কিন্তু মরতে পারলাম না।সেদিন মরে গেলে হয়তো ভালো হতো।কারণ সামনে আমার জন্য আরো ভয়াবহ কিছু অপেক্ষা করছিল।

বাবা আমার বিয়ে ঠিক করলো।আমিতো বিবাহিতা ছিলাম।তবুও বাবা আমার সাথে এই অন্যায় কাজটা করতে চাইলো। কি করবো কিছুই বুঝতে পারছিলাম না।আমি মানতে পারেনি বাবার ডিসিশন।আমিতো তোমার নামে কবুল বলেছি।তাহলে অন্য কাউকে কি করে মেনে নিবো?সেদিন একটা শক্ত হাতে প্রয়োজন ছিলো আমার।যে আমাকে সেই বিপদ থেকে উদ্ধার করবে।কিন্তু কেউ ছিলো না।

আমি বিয়ে করতে রাজি হয়নি বলে বাবা সেদিনও আমাকে প্রচুর মেরেছিলো।আজও সেই আঘাত গুলো আমাকে রাতে দুঃস্বপ্ন হয়ে তাড়া করে বেড়ায়।এতো কিছুর পর ও যখন আমি রাজি হলাম না তখন বাবা মাকে মেরে ফেলার হুমকি দিলো।আমি আর কিছুই বলতে পারিনি।

কিন্তু হলুদের আগে রাতের আধারে আমি সেদিন বাড়ি ছেড়েছিলাম।যেই আমি একা কোথাও যেতে পারতাম না।সেই আমি অনিশ্চিত জীবনের দিকে পা বাড়িয়ে ছিলাম। কোথায় যাবো, কি করবো কিছুই নিশ্চিত ছিলো না।সেদিন ট্রেন থেকে নেমে আমি আবিষ্কার করলাম এক নতুন দুনিয়ায় চলে এসেছি।জানো সেদিন সেই ট্রেন স্টেশনের বাইরে আমার বাবার বয়সী একটা লোক আমাকে খারাপ প্রস্তাব দিয়েছিলো।সে দিন না বুজলে ও আজ বুঝি লোকটা আমাকে প্রস্টিটিউট ভেবে একটা রাত কাটাতে চেয়েছিলো।”

মাহাদের চোয়াল শক্ত হয়ে আসলো।হাত জোড়া মুষ্টি বদ্ধ করে রইলো।ইচ্ছা হলো লোকটাকে কেটে কুকুরকে খাওয়াতে।দৃশ্যর দিকে তাকিয়ে দেখলো তার গাল ভেজা।দৃশ্য চোখ মুছে নিলো।আবার বললো

-“আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম।স্টেশনের এক ভিখারী দাদীর পাশে ঘুটিসুটি মেরে শুয়ে পরেছিলাম।ভীষণ ভয় পেয়েছিলাম সেদিন রাতে।বার বার মনে হচ্ছিলো এই বুঝি হায়নার দল আমাকে ছিড়ে খাবে।”

মাহাদ বুকের মাঝে তীব্র যন্ত্রণা অনুভব করছে।সে তার বউটাকে এ কোন অন্ধকারে ফেলে এসেছিলো?

-“ঢাকায় এসে প্রথম বুঝতে পারলাম জীবন সংগ্রাম কাকে বলে?এই যান্ত্রিক শহরে নিজেকে কিছুতেই মানিয়ে নিতে পারছিলাম না।লেখাপড়া ছেড়ে দিয়েছিলাম।লতা আপু আমাকে বুজিয়ে শুনিয়ে নিজ খরচে ভার্সিটিতে ভর্তি করিয়ে দিলো।একটা সময় ফিল করলাম অর্থ ছাড়া এই শহরে টিকে থাকা সম্ভব না।জিনিয়া আর লতা আপুর উপর বোঝা হয়ে থাকা যাবে না।তাই বেরিয়ে পড়লাম একটা চাকরির উদ্দেশ্যে।

কিন্তু জাস্ট এইচএসসি পাস করে জব পাওয়া সম্ভব ছিলো না।তবুও কয়েকটা ছোট পোস্টে ইন্টারভিউ দিয়েছিলাম।কিন্তু স্বাভাবিক ভাবে হয়নি।আর কয়েক জায়গায় তারা আমাকে চাকরি দিতে রাজি হয়েছে কিন্তু…..”

দৃশ্য ঢোক গিললো।কান্না গুলো দলা পাকিয়ে আসতে চাইছিলো।দৃশ্য নিজেকে সামলে বললো

-“সমাজে এতো নিকৃষ্ট মানুষ আছে আমার জানা ছিলো না।আমি ভাবতাম আমার বাবাই হয়তো সব চাইতে নিকৃষ্ট।কিন্তু এই শহরে এসে জানতে পারলাম পদে পদে এই মুখোশ ধারি মানুষ গুলি আছে। পৃথিবীর এই অন্ধকার জগৎ সম্পর্কে জানতে শুরু করলাম।

এই শহরের রাস্তায় চলতে গিয়ে কতবার হচোট খেয়েছি তার হিসেব নেই।ভীষণ ভাবে ভেঙে পড়তাম।পড়ে লতা আপু আর জিনিয়া আমায় আবার পথ চলতে সাহায্য করতো।পাবলিক বাস গুলিতে কতো বার মানুষ রুপি পশুদের তোপের মুখে পড়তে হয়েছে।আমার জীবনে বাবা,ভাইয়া আর তুমি ছাড়া কোনো পুরুষ ছিলো না।তোমাদের স্পর্শে আমি অভ্যস্থ ছিলাম।কিন্তু এই শহরে মানুষের ভীড়ে কতো বার নোংরা স্পর্শের শিকার হয়েছি জানা নেই।প্রথম বাসে উঠে এই পরিস্থিতির শিকার হয়েছিলাম।সেদিন বাস থেকে নেমে রাস্তায় বসে চিৎকার করে কেদেছিলাম।তুমি ছাড়া অন্য কারো সামান্য স্পর্শ আমাকে ভেতর থেকে ভেঙে দিতো।কিন্তু নিজেকে এই শহরে মানিয়ে নিতে শিখলাম।কি করে নিজেকে সেভ করতে হয় তা অটোমেটিক্যালি শিখে গেলাম।আসলে পরিস্থিতি সব শিখিয়ে দেয়।”

মাহাদের নিজেকে শেষ করে দিতে মন চাইছে।দৃশ্যকে এই পরিস্থিতিতে তার জন্যই পড়তে হয়েছে।সে দুই হাতে নিজের চুল খামচে ধরলো।যারা যারা তার বউয়ের দিকে বাজে নজরে তাকিয়েছে প্রত্যেকে শেষ করে দিতে পারলে মনটা শান্ত হতো।

-“জানো আমার মন মতো খাবার রান্না না হলে আমি খেতাম না।মা আমার পেছনে ঘুরে ঘুরে আদর করে খাইয়ে দিতো।কিন্তু এই শহরে এসে আমি বাস্তবতার মুখোমুখি হলাম।এমন অনেক বেলা গেছে আমি না খেয়ে ছিলাম।সারাদিন না খেয়ে ক্লাস করতাম।বেশি খিদে পেলে পানি দিয়ে খিদা মিটাতাম।”

মাহাদ ফুঁপিয়ে কেঁদে উঠলো।সে যে আর শুনতে পারছে না।যেই মেয়েটাকে সে পরম আদর যত্নে আগলে রাখতে চেয়েছিলো।অথচ সেই মানুষটাকেই এতো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয়েছে।দৃশ্য মাহাদের দিকে এক পলক তাকিয়ে চোখ ফিরিয়ে আবার দূরের অট্টালিকা গুলিতে মনোযোগ দিলো।আর বললো

-“এই কষ্ট গুলি বেশি দিন করতে হয়নি।লতা আপু আর জিনিয়া এই মানুষ দুটো আমার জন্য অনেক করেছে।তারা না থাকলে হয়তো আমি আজ তোমার সামনে এই ভাবে বসে থাকতে পারতাম না।কবেই ঝরে পড়তাম।লতা আপু আমাকে কয়েকটা টিউশনি জোগাড় করে দিলো।আমি নিজেকে ব্যাস্ত রাখতে লাগলাম।তবুও কেনো যেনো যন্ত্রণা গুলি কিছুতেই কমছিলো না।তোমার উপর তখন ভীষণ রাগ হতো।”

দৃশ্য এবার আর নিজেকে সামলাতে পারেনি।ফুঁপিয়ে কেঁদে উঠলো।কাপা গলায় বললো

-“দিন শেষে আমি কিছুই পায়নি জানো?না পেয়েছি পরিবার,আর না পেয়েছি ভালোবাসার মানুষটিকে।সব হারিয়ে আমি ভীষণ নিঃস্ব হয়ে গেছি। আমার কি অপরাধ ছিলো মাহাদ?কেনো মাঝ পথে এসে আমার হাত ছেড়ে দিয়েছিলে?কেনো দিন শেষে সব চাইতে বেশি শাস্তি আমাকে পেতে হলো?আমার বাবার করা অন্যায়ের শাস্তি আমাকে পেতে হলো কেনো?আঙ্কেলের মৃত্যুর পর নিজেকে আসলেই ভীষণ অপরাধী মনে হয়েছিলো।আমি তোমার জীবনে না আসলে হয়তো এমন হতো না।”

মাহাদ দৃশ্যর হাতে হাত রেখে ভাঙ্গা গলায় বললো
-“তোমার কোনো অপরাধ ছিল না পিচ্ছি।সবটাই আমার দোষ ছিলো।এই পরিস্থিতিতে আমি তোমাকে ফেলেছি।আমি তো তোমার ক্ষমা পাওয়ারও যোগ্য না।”

দৃশ্য নিজের হাত ছড়িয়ে নিয়ে নিজেকে সামলে বললো

-“প্রথম দিকে তোমার উপর ভীষণ রাগ হলেও তা এক সময়ে শেষ হয়ে গেছে।আসলে আমরা পরিস্থিতির শিকার ছিলাম।আঙ্কেলের মৃত্যু একটা এক্সিডেন্ট ছিল। সেখানে তোমার বা আমার কারোরই হাত ছিলো না।তাই তোমার গিলটি ফিল করার প্রয়োজন নেই।সেই পরিস্থিতিতে থাকলে যে কেউ এটাই করতো।তাই তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই।

এখন তোমার সামনে বসা মেয়েটা আর আগের দৃশ্য নেই।এই দৃশ্য কঠিন বাস্তবতা দেখে বেশ শক্ত হয়ে গেছে।আমি আর আগের আমি নেই।সেই স্বপ্নের দুনিয়া থেকে অনেক আগেই বেরিয়ে এসেছি।এই শহরে নিজেকে টিকিয়ে রাখতে শিখে গেছি।”

দৃশ্য একটু থামলো। ঢোক গিলে আবার বললো
-“তোমার আর আমার মধ্যে একটা শক্ত দেয়াল তৈরি হয়ে গেছে।যেটা এতো সহজে ভাঙ্গা সম্ভব না।তাছাড়া আমি তোমার যোগ্য নই।তোমার পাশে এই আমাকে কিছুতেই মানায় না।তোমার স্ট্যাটাসের সাথে আমার মতো পরিবারহীন সাধারণ কাউকে একদম যায় না।তোমার উচিৎ একটা ভালো পরিবারের সুন্দরী,শিক্ষিত আর স্মার্ট মেয়েকে বিয়ে করা।
এই কয়েক বছরে আমি নিজেকে সামলে নিয়েছি।কিন্তু এখন তুমি আবার আমাকে দুর্বল করে দিচ্ছ। মাহাদ সব সম্পর্ক পূর্ণতা পায় না।আন্টিকে কষ্ট দিয়ে তুমি আমি কখনোই সুখী হতে পারব না।তোমার পরিবার কখনোই আমাকে মেনে নিবে না।আমাকে দেখলেই আন্টি আর দাদীর আঙ্কেলের কথা মনে হবে।মন থেকে আমাকে মানতে পারবে না।তাদের কষ্ট দিয়ে আমি তোমার সাথে থাকতে পারবো না। আমাদের সংসার করাটা আসলে ভাগ্যে নেই। এইযে আমাকে দেখে তুমি কষ্ট পাচ্ছ, তোমাকে দেখে আমি কষ্ট পাচ্ছি। এমনটা চলতে দেয়া ঠিক না।পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন আমি সারা জীবন তোমাকে ভালবেসে যাবো। দূরে থেকে ভালোবাসা যাবে না এমন তো নয়?

আমি চাই তুমি লাইফে মুভ অন করো। এই অনিশ্চিত সম্পর্ককে ধরে রেখে কষ্ট পেওনা। আমি চাই তুমি সুখে থাকো। সে ক্ষেত্রে আমাদের বিয়ের সম্পর্কটা যদি বাধা সৃষ্টি করে থাকে তবে সেটা থেকে তোমাকে আমি মুক্তি দিতে রাজি আছি। তুমি ডিভোর্স লেটার পাঠিয়ে দিও আমি সাইন করে দেবো।”

মাহাদ মাথা নিচু করে চোখের জল ফেলছে।ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে।নিজের মনকে কিছুতেই শান্ত করতে পারছে না।তবে ডিভোর্স শব্দটা শুনে তার বুক ধক করে উঠলো।এই শব্দটা তার বুকে তীব্র যন্ত্রণার সৃষ্টি করলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here