হঠাৎ বিয়ে পর্ব ১৫

0
3257

হঠাৎ বিয়ে পর্ব ১৫
লেখা: Tanjila mitu

_ সামনে তাকিয়ে দেখি ??
মাহিন দাড়ায় আছে।
ব্লাক জিন্স সাদা শার্ট কোট টা হাতে চোখে ব্লাক সানগ্লাস। সব মিলে পুরা হিরো দের স্টাইলে দাঁড়ায় আছে।
আসে পাশে তাকিয়ে দেখি সব মেয়ে রা হা করে তাকিয়ে আছে।
দেখে তো মেজাজ গরম হয়ে গেলো। কে বলছে এইখানে এত ডং করে আসতে ।।
_ কিরে মিতু কোথায় হারিয়ে গেলি তুই হঠাৎ শান্তার কথায়।
_ কিছু না বল
_ দোস্ত এটার দিকে তাকাইছ না এটা আমার ক্রাশ। তোর দুলাভাই লাগে।
_ ???
থাপ্পড় দিবো আমাকে দেখছিস।
রেগে বললাম।
_ আরে তোরা থাম, কি শুরু করলি বলতো।
আর শান্তা না জেনে শুনে কিসের এত ক্রাশ তোর৷ আফরিন।
_ দোস্ত এটাই শেষ ক্রাশ আর কাউকে লাগবে না।
এমন সময় মাহিন হাত নারিয়ে হায় বলছে।
দোস্ত দেখ আমাকে হায় বলছে৷
_ এটা তোকে না মিতু কে বলছে। আফরিন
_ আফরিন তুই সব সময় মিতু পক্ষে কথা বলিস কেন??
এটা আমাকে বলছে হুম।
_ হ হ তোকেই বলছে তুই তো উনার বিয়ে করা বউ ????
অনেক রেগে মিতু বললো।
_ মানে এমন রেগে যাচ্ছিস কেন
মনে হয় এটা তোর হাজবেন্ড।
_ দেখলাম মিতু অনেক ক্ষন ধরে ওর ফ্রেন্ড দের সাথে কিছু নিয়ে তরকো করছে। তাই আমি সামনে এগিয়ে গেলাম।
_ ????
_ মিতু কুল
_ আফরিন ওকে কিছু বল তুই না হলে কিন্তু আমি ভুলে যাবো ও আমার ফ্রেন্ড।
_ ওকে আমি দেখছি। শান্তা শুন
_ চুপ কর ক্রাশ এইদিকে আসছে।।
_ মাহিন সামনে এসে কি হলো মিতু এতক্ষণ ধরে এইখানে দাঁড়িয়ে আছো কেন??
আর কি হইছে মুখ ফুলিয়ে রাখছো কেন??
আফরিনের দিকে তাকিয়ে কি হইছে আফরিন মাহিন জিজ্ঞেস করলো??
_ শান্তা হা হয়ে তাকিয়ে আছে।
_ আসলে ভাইয়া তেমন কিছুনা।
_ ওকে চলো মিতু তোমার জন্য একঘন্টা ধরে বসে আছি।
_ আপনাকে কে বলছে বসে থাকতে ???।
_ মানে আমার বউ আমি নিয়া যাবো আর তার জন্য সারাজীবন বসে থাকতে হলে থাকবো প্রব্লেম নাই আমার চোখ টীপ দিয়ে কি ঠিক বলছি তো আফরিন।।
_ জ্বি ভাইয়া একদুম ঠিক।
_ তারপর বলো ওকে তো চিনলাম না শান্তার দিকে তাকিয়ে ।
_ অহ হ্যা ও আমার ফ্রেন্ড শান্তা
আর শান্তা আমার হাজবেন্ড মাহিন চৌধুরী।
তোর দুলাভাই।
_ হ্যালো শান্তা কেমন আছো?
_ জ্বি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো
আপনি?
_ আমিও ভালো আছি।
ওকে বায় আমাদের যেতে হবে। মিতু চলো
_ হুম আপনি যান বাইক ঘুরান আমি আসছি।
_ ওকে।
মাহিন চলে গেলে।
_ কিরে শাকচুন্নি বলছিলাম না ওর দিকে তাকাইছ না।
কি জানি বলছিলি
অহ হ্যা এটা আমার হাজবেন্ড নাকি।
হুম এটা আমার হাজবেন্ড
এটার দিকে তাকাইছ না।
আসি।
তুই তো ভালো করে যানস আমি নিজের জিনিস কারো সাথে সেয়ার করি না। এটা তো আমার হাজবেন্ডই।
বলে চলে আসলাম।
শান্তা হ্যা হয়ে তাকিয়ে আছে আসলে ও বুঝতে পারেনাই মিতু রেগে যাবে আর এটা যে মিতুর হাজবেন্ড। জানলে এইভাবে কখনো বলতো না।
_ আফরিন।
_ হুম বল
_ মিতুর বিয়ে হইছে কবে৷।
_ কিছুদিন আগে তুই তোর গ্রামের বাড়ি তে ছিলি।
_ আমাকে দাওয়াত দিলো না ??
_ আমাকে ও দেয়নাই ??
_ মানে।
_ ওরা পালিয়ে বিয়া করছে ??
_ কি কছ
মিতু প্রেম কর‍তো আমি জানতাম না ??
_ আরে বেপার টা এটা না কাহিনি অন্য পরে বলবো এখন চল।
_ না তুই এখন বল।।
_ ওকে আগে বল আজ তুই কিসের ট্রিট নিলি মিতুর থেকে??
_ জানিনা তো ট্রিট দিছে তাই নিছি?
_ আল্লাহ দড়ি ফালাও ??
তাহলে শুন
প্রথম থেকে ওকে বললাম।
_ কি কছ আমি এত ছ্যাকা টা খাইলাম।
ক্রাশ আমার বিয়ে করে ফেললো ??
_ ????
চল যাওয়া যাক।
_হুম চল।

আমি এসে মাহিনের সাথে কোন কথা না বলে বাইকের পিছনে বসে পড়লাম।
_ ধরে বসো।
_ কিছুনা বলে ধরে বস্লাম উনাকে।
উনি নদীর পাড়ে কেন আসল।
নামো।
_হুম ।
_ এইবার বলো কি হইছে।
_ কি হবে শুনি এত ডং করে ভার্সিটি তে যাওয়ার কি আছে।
_ মানে??
_ বুঝো না কি বলি
মেয়েরা কিভাবে তাকিয়ে ছিলো।। লুচু মেয়ে গুলা মনে হয় চোখ দিয়ে গিলে খেয়ে ফেলবে। ??
_ মিতু তুমি কি জেলাস ফিল করছো ??
_ দেখেন আমি এত কথা বুঝিনা
আমার জিনিস আমি অন্য কাউকে কোন দিন দেইনা।।
না কারো সাথে ভাগ করতে পারি৷। আমার যেটা সেটা শুধু আমার থাকবে কেউ তার দিকে তাকাতে পারবেনা ব্যাস রেগে ??
_ ওকে তুমি শান্ত হও
কি হইছে আমাকে বলো৷।
_ আবার জিজ্ঞেস করে কি হইছে তুই এত ডং করে ভার্সিটি তে গিয়া দাঁড়িয়ে ছিলি কেন সেটা বল।
ঐ শান্তা পেত্নী টা বলে তুই নাকি আমার দুলাভাই হবি ??
কেন রে তুই এত ডং করে গেলি ???
_ মাহিন তুই শব্দ শুনে পুরা ভ্যাবাচেকা হয়ে গেছে।
_ মিতু রিলেক্স
আমি শুধু তোমার বললাম তো অন্য কারো না।
আমি তো তোমার হাজবেন্ড তাই না যে জাই বলুক তাতে মন কান না দিয়ে আমার কথা শুনো।।
মেয়েরা তাকিয়ে থাকলে আমি কি করবো আমি তো আর তাদের দিকে তাকিয়ে থাকিনা ।
_ এইবার ভ্যা করে কেদে দিলাম ???????????
আসলে রাগ কন্ট্রোল করতে না পারলেই আমি কেদে দেই ।
_ মিতু প্লিজ চুপ করো।
_ ???????
_ চুপ ধমক দিয়ে।।
_ ধমক দেওয়ার সাথে সাথে আরও জোরে কান্না করে দিলাম ?????????????
_ আল্লাহ আমাকে রক্ষা করো।
কার পাল্লায় পড়লাম আমি ??
কোন উপায় না পেয়ে ওকে জড়িয়ে ধরলাম।

চলবে
পিচ্ছি
??

( বি:দ্র: অসুস্থ গো কেউ বকা দিও না গো। সবাই দোয়া করবেন)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here