হঠাৎ বিয়ে পর্ব ১৬

0
2803

হঠাৎ বিয়ে পর্ব ১৬
লেখা : Tanjila mitu

_ আমি জড়িয়ে ধরতে কান্না করতে করতে চুপ হয়ে গেছে।
কি হলো আমি হালকা করে ধরলাম দেখি আমার বউ ঘুমিয়ে গেছে।
হায় আল্লাহ আমাকে উঠায় নাও।
এই মেয়ে তো পুরা পিচ্ছি।
বাচ্চা রা যেমন কান্না করে ঘুমিয়ে যায় এটার অবস্থা ও তাই।
বাসায় নিয়ে যাবো কি করে?? ???
অনেকক্ষণ ভেবে ড্রাইভার কে ফোন দিলাম গাড়ি নিয়া চলে আসছে।
তুমি বাইক নিয়া আসো।
আমি গাড়ি নিয়া যাচ্ছি।
জ্বি স্যার।
ওকে।
আমি ওকে নিয়া চলে আসলাম।
বাসায় কোলে নিয়ে ঢুকতে দাদা দাদি বসে আছে৷
আমাকে দেখেই এগিয়ে আসছে।
_ কিরে ওর কি হইছে?? দাদি জিজ্ঞেস করলো
_ কি আর হবে তোমার প্রান প্রিয় নাতনি ঘুমিয়ে গেছে৷
_ অহ আচ্ছা ওকে নিয়ে রুমে যা।
_ হুম
রুমে নিয়া শুইয়ে দিলাম।
তারপর ফ্রেশ হয়ে নিচে গেলাম ।
দাদা দাদির সাথে লান্স করে নিলাম।
কিছু খাবার নিয়ে রুমে গেলাম।
আসতে করে ওকে তুলে বসালাম।
কিন্তু বেকার ও উঠছে না।
আমার বুকে ঢলে পরে গেছে।
তাই বুকের সাথে জড়িয়ে ধরে অন্য হাতে ওকে খাওয়া লাম।
এই একটা জিনিস ভালো লাগে ঘুমের মধ্যেও খাবার খায় এটাই ভালো।
না হলে তো এ না খেয়ে মরে যেতো কবে জানি। ??
খাবার শেষ হলে মুখ মুছে দিলাম। প্লেট টা পাশে রেখে হাত ধুয়ে নিলাম।
ওকে শুয়াতে গেলে ও আমাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে শুয়ে পড়ে।
না পারি উঠতে না পারি বস্তে।
আমি উঠলে ও ঘুম থেকে উঠে যাবে।
তাই বাধ্য হয়ে শুয়ে পড়লাম৷।

বিকালে ঘুম থেকে উঠলাম ( বি:দ্র: গল্প লিখতে গিয়ে ঘুমিয়ে পড়ছিলাম ??)
উঠে দেখি আমি উনার বুকে শুয়ে আছি বেপার টা কি হলো ??
লাফ দিয়ে উঠলাম।
তারাতাড়ি ফ্রেশ হয়ে নিচে আসলাম।
লজ্জা লাগছে আমি উবার বুকে শুয়ে ছিলাম ???।
এসে চা বানিয়ে নানা নানুর রুমে গেলাম।
৩ জনে মিলে আড্ডা দিতেছি।
এমন সময় মাহিন বললেন
_ দাদি আমি অফিসে যাচ্ছি??
_ আমি তাকালাম ??
_ একটা মিটিং আছে তাই যাচ্ছি আমার দিকে তাকিয়ে। ?
_ হুম আমি মনে হয় জিজ্ঞেস করছি ??
_ বায় দাদি, বায় দাদা, মিতু বায়।
_ কিছু বললাম না।
_ বায় আবার বললো।
_ কিরে দিদিভাই বায় বল না হলে তো যেতে পারছে না। ???
_ বায় ??
তারপর মাহিন চলে গেলো।
আমরা আড্ডা দিতেছি।
এমন সময় কলিং বেল বেজে উঠলো।। পপি তো বাসায় নাই।
তাই আমি নিচে গিয়ে দরজা খুলে দিলাম।
দেখলাম ২ টা মেয়ে দারিয়ে আছে।
_ আপনারা কারা??
_ আমি মিম, মাহিন চৌধুরীর বোন, তুমি তো মিতু আপু তাইনা। বলেই আমাকে হাগ করে বলছে কেমন আছো আপু??
_ আলহামদুলিল্লাহ ভালো আছি।
ভিতরে এসে কথা বলো।
_ হুম।
_ উনি কে?
_ আমি মাহির গা,,,
_ ফ্রেন্ড আপু।
ভাইয়ার সাথে পড়াশোনা করত।
_ ওকে।
_ রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও মিম।
_ মিম ফ্রেশ হয়ে নিচে আসলে দেখে দাদা দাদি বসে আছে।
মিম এসে তাদের মাঝে বসে পড়ে।
_ কি আমাকে তো ভুলেই গেছো মিতু আপুকে পেয়ে ??
_ তাই না নানা ভাই ওর কান ধরে।
_ দাদা লাগছে ছাড় ??
_ আর ফাজলামো করবি??
– না।
ওদের দেখে আমার খুব হ্যাপি লাগছে।
কিছু ক্ষন পর নিলা ( মাহিনের ফ্রেন্ড নিচে আসলেন)
_ মিম মাহিন আসবো কখন??
_ জানিনা আপু। কিছু লাগ্লে আমাকে বলো আমি বললাম।
_ তোমার ভাইয়াকে লাগবো।
_ আমি তো পুরা বেকুব হয়ে তাকিয়ে আছি??।।

চলবে
পিচ্ছি?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here