হঠাৎ বিয়ে পর্ব ২১

0
2860

হঠাৎ বিয়ে পর্ব ২১
লেখা : Tanjila mitu

_ নাও দুধ টা খেয়ে পড়তে বসো।
_ ???
নেহি আমি খাব না।
নাক ছিটকে বললাম।
_ কেন ?
_ আমার বমি আসে দুধ দেখলে প্লিজ না।
_ চুপচাপ খেয়ে নাও ??
একটা কথাও শুনতে চাই না।
_ অসহায় ভাবে তাকিয়ে আছি দুধের গ্লাস এর দিকে??
_ কি হলো খাও
_ হুম কোন রকম চোখ বন্ধ করে খেয়ে ফেললাম।
_ গুড গার্ল ?
আর কিছু ক্ষন পড়ে তারপর ঘুমাতে গেলাম।

আর একটা এক্সাম আছে।
কাল দিলেই শেষ হয়ে যাবে।
এত দিনে মাহিনের সাথে অনেক টা ফ্রি হয়ে গেছি।
যদিও আমাদের মধ্যে স্বামী স্ত্রীর কোন সম্পর্ক নাই।
তবে এত দিনে ভালো বন্ধু হয়ে গেছি ২ জনে।
নানা নানু আব্বু আমি আর মাহিন পপি আমাদের দিন ভালই যাচ্ছে মিম চলে গেছে ওর সামনে এক্সাম তাই।
এর মধ্যে মাহিনের আব্বু আম্মুর সাথে আমার কোন যোগাযোগ হয় নাই।
আমি তো চাইছি কথা বলতে কিন্তু মাহিন কে বলার সাহস হয় নাই।
এইভাবেই চলছে আমার দিন।
একদিন আব্বু হঠাৎ করে বাসা থেকে বের হয়ে যায়।
আমি জানিনা কেন। জিজ্ঞেস করায় বললেন একটা কাজ আছে রে মা আমি যাবো আর আসবো।
তাই আমিও আর কিছু বলিনাই।
আমি ভার্সিটি তে চলে গেলাম।
কিছু ক্ষন পর মাহিন ফোন দিয়ে বললো
_ তারাতাড়ি গেইটের সামনে আসো??
এটা বলে ফোন কেটে দিলো।
আমি দৌড়ে গেলাম।
– কি হইছে??
– তারাতাড়ি গাড়িতে উঠো।
_ হুম।
গাড়িতে উঠে আমরা একটা হসপিটালের সামনে গাড়ি থামায় মাহিন পরে আমরা হসপিটালের ভিতরে চলে যাই।
আমি কত বার জানতে চাইছি কার কি হইছে ও কোন কথা বলে নাই।
সোজা একটা ক্যাবিনের ভিতরে আমাকে নিয়ে ঢুকে যায়।
আমি তো পুরা পাথরের মত দাঁড়িয়ে যাই।
কারন সামনে আব্বু শুয়ে আছে।
মুখে অক্সিজেন মাস্ক।
দেখে আমি জোরে চিৎকার দিয়ে উঠি
আব্বু বলে ???
মাহিন আমার আব্বুর কি হইছে।
আব্বু কথা বলো
আব্বু কি হইছে তোমার
আব্বু ???

চলবে
সবার আগে আমার গল্প পড়তে চাইলে “নীল ক্যাফের ভালোবাসা” পেজে পাবেন।
পিচ্ছি
(রাতে এইটুকু লিখে রাখছিলাম এখন আর লিখতে ভালো লাগছে নাই। তাই এইটুকুই পোস্ট করে দিলাম)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here