হঠাৎ বিয়ে পর্ব ২৪

0
3423

হঠাৎ বিয়ে পর্ব ২৪
লেখা :Tanjila mitu

মিতু লাল শাড়ি পরে অনেক বড় একটা ঘোমটা দিয়ে বসে আছে।
আমি সামনে যেতেই
আমাকে সালাম করলো।
আমি ওর পাশে বস্লাম।
তারপর বললাম
_ জানিনা কিভাবে তোমাকে আমি ভালোবেসে ফেলি।
আর জানতেও চাইনা।
শুধু এইটুকু বলবো আমি আমার জীবনের থেকে বেশী তোমাকে ভালোবাসি।
জানিনা ভালোবাসা কখন কোথায় কিভাবে হয়ে যায়।
আর জানতেও চাইনা।।
শুধু চাই আমি তুমি সারা জীবন আমার সাথে থাকো।
তোমার কষ্ট গুলার ভাগ আমাকে দিও।
তার বেশি কিছু আমার চাওয়ার নাই।
আই লাভ ইউ মিতু।
যেদিন প্রথম তোমাকে কলেজের সামনে দেখছি ঐ দিন থেকে তোমাকে ভালোবেসে ফেলি।
কালো গাউন পরা একটা পরি কে আমি দেখছিলাম।
যাকে দেখার পর আমার হার্টবিট অনেক জোরে চলছিলো।
আমি বলে বুঝাতে পারবো না।।
তবে আফসানা কে অনেক ধন্যবাদ।
যদিও ধন্যবাদ দিলে কম হবে।
ওর জন্য আমি আজ তোমাকে পেয়ে ছি প্রথম থেকে ও আমাকে সাহায্য করেছে।
আমি তোমাকে ভালোবাসি মিতু
খুব ভালোবাসি ???
_ আই লাভ ইউ টু মাহিন
আমিও আপনাকে ভালোবাসি ??
_ সত্যি ??
_ হুম
_ আমার মনে হয় না ?
_ কেন ??
_ ভালোবাসলে আপনি করে কেন বলছো ??
_ ওকে আজ থেকে তুমি করে বলবো।
ঠিক আছে।
_ হুম
তারপর
তারপর আর কি
যেটা হয় আর কি বাসর রাতে ?
আপনাদের লজ্জা করে না এইগুলা পড়ার জন্য বসে আছেন ???
আমার তো লজ্জা করছে ???
তাই আর কিছু লিখলাম না ??
নিজ দায়িত্বে বুঝে নিন???

সকালে
১০ টা বাজে মিতু ঘুম ভাঙ্গে
ঘুম থেকে উঠে দেখে মাহিনের বুকে শুয়ে আছে। ওকে খুব টাইট করে জড়িয়ে ধরে মাহিন ঘুমিয়ে আছে।
উঠবো কি করে ??
আমি একটু নরলেই মাহিনের ঘুম ভেঙ্গে যাবে।
আরও কতক্ষণ মাহিনের দিকে তাকিয়ে আছি।।
ঘুমন্ত মাহিনকে অনেক সুন্দর লাগছে যার মধ্যে না আছে কোন রাগ।।
না আছে কোন জিদ।।
কতটা মায়া মায়া চেহারা ওর।
জানিনা কেন ওকে ভালোবাসলাম।
মনে হয় ওর মত কাউকে আমার জীবনে প্রয়োজন ছিলো।
যে তার সব টা দিয়ে আমাকে আগলে রাখবে।
যার প্রতিটি নিশ্বাসের সাথে আমি মিশে থাকবো।
হ্যাঁ আমি পেয়ে গেছি তাকে
যে আমার লাইফের প্রতিটি মুহুর্তে থাকে।
আমার মাথায় যার চিন্তা সব সময় থাকে।
আমি ভালোবাসি মাহিন
তোমাকে খুব ভালোবাসি।
বলেই ওর কপালে একটা কিস করলাম ।
ঠোঁটে হালকা ছোয়া দিতে নিতে মাহিন জেগে যায়।।
আর আমার ঠোঁটে কিস করে।
_ কি মেডাম সকাল সকাল একটা অবেলা পুরুষ কে একা পেয়ে এইগুলা করে বেরান (মাহিন মজা করে)
_ লজ্জা পেয়ে দিলাম ওয়াশরুমের দিকে দৌড় চাদর পেছিয়ে গায়ে ??
তারপর ফ্রেশ হয়ে ২ জন নিচে গেলাম।
নাস্তা করে মামুনির সাথে আড্ডা দিয়ে রুমে চলে আসলাম।
কারন মামুনি আর বাবাই নাকি অফিসে যাবে।
আর মাহিন নাস্তা করেই চলে গেছে।
নানা নানু রুমে শুয়ে আছে।
আমি আর কি করবো তাই রুমে এসে শুয়ে পড়লাম।
কিছু অনুভব কিছু অনুভূতি কিছু আবেগ কিছু মায়া সব নিয়েই ভালোবাসার তৈরি হয়।
মাহিনকে আমি অনেক বেশি ভালোবেসে ফেলছি।
বারান্দায় দাঁড়িয়ে আছি হঠাৎ দেখি আকাশ টা কালো মেঘে ঢেকে গেছে।

জানিনা আমার জীবনে আবার কোন কালো মেঘ আসছে।
???

চলবে
পিচ্ছি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here