ডেভিল,০১,০২

0
1333

#ডেভিল,০১,০২
#জয়ন্ত_কুমার_জয়

আজব তো!একটা মেয়ের রুমে ডুকতে আপনার লজ্জা করে না?বেহারা ছোটলোক কোথাকার বের হোন এক্ষুনি (কথা গুলি নেহা রেগে চিল্লাতে চিল্লাতে বললো)

নীল__জাস্ট স্যাট আপ ইউ ব্লাডি ফুল।এটা আমার রুম,আর আমি আপনার রুমে না,আপনি আমার রুমে এসেছেন

নেহা__ওই ওই কি বললেন আমায় হুম? আমি ব্লাডি ফুল? দারান আপনার মজা দেখাচ্ছি।

নীলা এই নীলা কই তুই এখানে আয় তো তারাতারি একটা উগান্ডারে ঠান্ডা করতে হবে।কোথায় তুই।

নেহা__দারান আপনার কি অবস্থা করি শুধু দেখুন

নীল__ ( চোখ লাল করে অগ্নিদৃষ্টি করে নেহার দিকে তাকিয়ে আছে)

নেহার ডাকে নীলা এসে—

নীলা__আরে ভাইয়া তুই কখন আসছিস?

নীল__এখনি। এই বেয়াদব মেয়েটা কে (রেগে বললো)

নেহা__কে বেয়াদব হ্যা?আমি বেয়াদব হলে আপনি ইদুর,বিড়াল,হাতি

নেহা চুপ কর!! এটা আমার ভাইয়া__ওমাগো!! ইসস রে কুত্তীটা আগে বলবি তো,আমার মান সম্মানের ফালুদা বানায় দিলি হারামি__আরে আমি কি জানি নাকি যে এরকম হবে,আর তোকে তো ভাইয়ার পিক দেখিয়েছিলাম তবুও চিনিস নি?__শয়তানি পিকে যা দেখেছিলাম তার থেকেতো বাস্তবে অনেক আলাদা চিনবো কেমনে?ইসস আমায় কি না কি ভাবছে সব তোর জন্য__আচ্ছা সমস্যা নাই আমি দেখছি(দুজন দুজনার কানে ফিসফিস করে বলছে এমন সময়)

নীল__আমি কি দারিয়ে দারিয়ে তোমাদের সার্কাস দেখবো?

নীলা__ভাইয়া তোকে তো বলতে ভুলেই গেছি। এ হলো নেহা, আমার কলিজার বান্ধবী।ওর বাবা কিছুদিনের জন্য বাহিরে গেছে।বাসায় একা একা ওর ভাল লাগে তাই আমাদের বাসায় এসেছে। কিছুদিন থাকবে

নীল__আমি কি এতো কিছু শুনতে চেয়েছি? তোর বান্ধবীকে নিয়ে চলে যা আমি অনেক টায়ার্ড।

নেহা চল!কি হয়েছিল রে?ভাইয়া এতো রেগে আছে কেন?__আমি কি জানি তোর ভাইয়ার মনে হয় মাথায় সমস্যা আছে __চুপ একদম চুপ চল এখান থেকে__আরে দারা তোর খাটাস ভাইয়ের সাথে একটু মোলাকাত করি __তুই পারিসও বটে

নেহা__সরি ভাইয়া আমি বুঝতে পারিনি আপনি নীলার ভাইয়া

নীল__নীলা তোকে কি বললাম শুনতে পাসনি??

নীলা__হ্যা ভাইয়া যাচ্ছি

এই নেহা চলতো,ভাইয়া রেগে আছে__আরে হ্যা যাচ্ছি আমারো এতো সময় নেই যে কারো সাথে যেচে কথা বলবো হুহ নেহাত তোর ভাই তাই সরি বললাম,কিন্তু উনিতো আবার একটা সাইকো,কেউ সরি বললে যে উত্তরে ওকে বা অলরাইট বলতে হয় সেটা মনে হয় জানে না__প্লিজ নেহা চুপ কর মেরি মা মুভির ডায়ালগ পরে বলিস চল।

মূল বিষয়টা একটু বুঝিয়ে বলি।আমাদের গল্পের নায়ক হচ্ছে নীল, আর নায়িকা হলো নেহা।বাবা মায়ের আদরের ছেলে হলো নীল।আর নীলা হলো নীলের বোন।বাবা,মা আর ছোট একটা বোন নিয়ে নীলের ছোট্ট একটি পরিবার।নীলের বাবা শহরের টপ বিজনেসম্যান।নীল পড়ালেখার পাশাপাশি বাবার বিজনেস সামলায়।

এদিকে নেহা হলো খুব চঞ্চল,দুষ্টু,মিষ্টি একটা মেয়ে।সারাদিন সবাইকে মাতিয়ে রাখে।কথা বলতে খুব ভালবাসে।সবসময় বকবক না করলে তার পেটের ভাত হজম হয় না।নেহা তার বাবার একমাত্র মেয়ে।নেহার বয়স যখন ৮বছর তখনি ওর মা সড়ক দুর্ঘটনায় মারা যায়। নেহার বাবা একজন আদর্শবান শিক্ষক।তিনি কিছুদিনের জন্য তার গ্রামের বাড়িতে গেছে।নেহাকে নিয়ে যেতে চাইলে নেহা যায়নি।ওর গ্রাম বেশি ভাল লাগে না।নীলার সাথে থাকবে এই অজুহাতে বাবাকে একাই যেতে বলেছে।

নেহা__তোর ভাইটা এমন কেনো রে?

নীলা__কেমন?

__এমনিতেই সব ঠিকঠাক আছে কিন্তু পুরোটাই ডেভিল

__হাহাহাহা ভাইয়া একদম ওরকম না।বাহিরে থেকে এসেছে তার ওপর তোর পাগলামি তাই রাগি বিহেভ করছে।

__কিন্তু এই নেহা যে কি জিনিষ সেটাতো জানে না তোর খাটাস ভাইয়া।আমায় ধমক দেওয়া বেড় করবো

__হাহাহাহা দেখিস আবার নিজেই ফেসে যাবি।

__বাজে কথা বাদ দে তো।

__আচ্ছা নিচে চল মা খেতে ডাকছে।

__হুম চল

নীলা আর নেহা নিচে খাবারের টেবিলে গেল।নেহা পরিবেশন করতে চাইলেও নীলের মা জোর করে খাবার টেবিলে বসিয়ে দেন।নীলের বাবা পেপার পড়তে পড়তে টেবিলে বসেই–

নীলের বাবা__ নেহা মাই সুইট হার্ট কেমন আছিস?

নেহা__জ্বী আঙ্কেল ভাল আছি।আপনি কেমন আছেন?

__যার এমন দুইটা মেয়ে থাকে সে কি খারাপ থাকতে পারে?

__হুম ঠিক বলছেন।আর আঙ্কেল আপনি তো পুরায় তামিল হিরোর মতে হচ্ছেন

__তাই?? এ কথাগুলা তোর আন্টিকে একটু বলতো।ও আমায় সব সময় বুরো বলে আমি নাকি বুরো হয়ে গেছি

নীলের মা__নেহা তুই আর এসব বলিস নাতো।নইলে এই বুরো আমার মাথাটা খেয়ে ফেলবে

নেহা__কি যে বলো আন্টি,আঙ্কেল আগের চেয়ে আরো অনেক স্মার্ট হইছে।

নীলা__ হইছে থাক,তোমাদের রসের গল্প অনেক হইছে। ভাইয়া এখনো আসলো না। মা ভাইয়াকে একটু ডেকে দাও

নেহা__আর তোর ভাইয়া,দেখ ঘরে উল্টায় আছে। হিহিহিহিহিহি

নীল এই নীল কিরে নিচে আয় খাবার তো ঠান্ডা হয়ে যাচ্ছে।__যাচ্ছি মা
|
|
নীলা__ভাইয়া দেখ আজ তোর পছন্দের ইলিশ মাছ রান্না করেছে মা

নীল__থ্যাংকস মাই পেয়ারি মম

নেহা__নীলারে আজ কি আমরা খেতে পারবো?না মানে তোর ভাইয়া যেভাবে দৌড়ে আসলো মনে হয় এব খাবার একাই সাবার করে দিবে

নীলা__তুই চুপ কর।এতো কিছু তোকে ভাবতে হবে না

নীল__মা!! বাহিরের লোকের এতো কথা আমার ভাল লাগেনা কথাটা কি তুমি বলো নি?

নীলের মা__ রাগ করে না বাবা,নেহা তো এমনি মজা করে বলছে

নীলের বাবা__নীল তোমাকে কে বলেছে নেহা বাহিরের কেউ??ও আমার আরেকটা মেয়ে।কখনো ওকে এভাবে বলবে না।

নীল__তোমরা থাকো তোমার আদরের মেয়েকে নিয়ে। যত্তসব

নীলের মা__ নীল কোথায় যাচ্ছিস।খেয়ে যা বাবা।দেখলেতো তোমাদের জন্য ছেলেটা না খেয়ে চলে গেলো

নেহা__নীলা দেখলিতো??এমনি কি বললাম ডেভিল একটা?মজাও বুঝে না।(কানে ফিসফিস করে বললো)

খাওয়া দাওয়া শেষে নেহা রুমে গেল।হঠাৎ মনে হলো ওর জন্য নীল খায়নি,মনের মধ্যে কেমন জানি খারাপ লাগা তৈরী হচ্ছে নেহার।

নাহ আমার জন্য নীল ভাইয়া খায়নি।বিষয়টা ভাল লাগছে না।কি এমন বললাম যে না খেয়ে যেতে হবে?? এমন ছেলে আমি জীবনেও দেখিনি।যাই একবার গিয়ে সরি বলে আসি।

বলেই নীলের রুমের দিকে চুপিচুপি যেতে যেতে—

আমি ওনার ঘরে গেলে আবার বিরক্ত হবে না তো?যে রাগি লোকরে বাবা, না একবার গিয়েই দেখি(কথা গুলো নেহা মনে মনে বিরবির করে বললো)

ওয়াও!! ঘরটা অনেক আলাদা।যদিও আগে একবার এসেছিলাম কিন্তু তখন ক্লান্ত ছিলাম বলে উপলব্ধি করতে পারি নি।পুরো ঘরটা নীল রংয়ে ভরা।দেয়াল, ঘরের আসবাবপত্র সব কিছুতেই নীল রংয়ের অদ্ভুত একটা মিল আছে,বিছানার সাথে কিছু বই,দেয়ালে টম আর জেরির ৬টা ফটো ফ্রেমে সাজিয়ে রাখা আছে এর আগে কোনো দেয়ালে এরকম ছবি অন্তত আমি দেখিনি,পুরো ঘর জুরে রজনীগন্ধার সুগন্ধীযুক্ত। মনে হচ্ছে সব কিছু জীবন্ত।কিন্তু এতোকিছুর মধ্যে নীল ভাইয়াকে কোথাও দেখতে পাচ্ছি না কেন??উনি কি ঘরে নেই??

এমন সময় নীল ওয়াসরুম থেকে বেড় হয়েই নেহাকে দেখে কিছুটা বিরক্তি প্রকাশ করে বললো–

নীল__হুটহাট আমার ঘরে কারো ডোকাটা আমার পছন্দ না

নেহা__সরি ভাইয়া আসলে রুমে কাউকে দেখতে পাইনি তাই আরকি

__কিছু বলার থাকলে বলো আর এখান থেকে যাও

__আচ্ছা আপনি এরকম কেন হ্যা ?? সবসময় রেগে থাকতে আপনার খারাপ লাগে না??

__(নিজ খেয়ালে চুল মুছতে লাগলো)

__আমার কথায় আপনি না খেয়ে চলে আসলেন তাই আমার খুব খারাপ লেগেছে। সরি

__আর কিছু??

__ধুর আপনার সাথে কথা বলাটাই আমার ভুল হয়েছে।

বলে নেহা নিচে গেল।

নেহা__নীলা একটু ওপরে চল

নীলা__কি হয়েছে?

__চল আগে তারপর বলছি

__আচ্ছা ঠিক আছে

নীলা__কিরে কিছু বলবি?

__আচ্ছা দোস্ত আসার পর থেকে দেখছি তোর ভাইয়া কারো সাথে বেশি কথা বলে না। সবসময় রাগ নিয়ে থাকে।কারনটা কি??

__ভাইয়া ওরকমি।বিশেষ করে মেয়েদের সাথে বেশি কথা বলে না

__মেয়েরা কি বাঘ নাকও সিংহ যে ওনাকে খেয়ে ফেলবে??

__হাহাহাহা সেটাতে ভাইয়াই জানে।বাদ দে এসব। কাল কলেজ আছে সকাল সকাল উঠতে হবে।শুয়ে পড়

__তুই শুবি না?

__হুম একটু পর,তুই ঘুমিয়ে পর। গুড নাইট

__গুড নাইট

নীলাদের বাসায় আজকেই আমার প্রথম রাত।বিকালে এসেছিলাম।তাই অবেক ক্লান্ত। শোয়া মাত্র মন মাতানো সুর কানে পড়লো।কৈমন রোমান্চকর মুহুর্ত মনে হচ্ছে।সুরটা মনে হয় গিটারের ছিল!!কে বাজাচ্ছে উঠে গিয়ে যে দেখবো তারো উপায় নেই কারন চোখটা ঘুমে জরিয়ে আছে।ঠিক যেমন একটা সাপ তার শিকারকে পেচিয়ে ধরে ঠিক তেমনি। কখন যে ঘুমে চোখটা ছুঁয়ে গেছে বুঝতেই পারিনি।

নীলা__নেহা ওই নেহা ওঠ। কলেজের দেরি হচ্ছে তো, কলেজে যাবিনা??

__কয়টা বাজে? ( চোখ বন্ধ করে ঘুমের ঘোরে)

__৯ঃ৪৫

__কিহ!! ওমাগো আগে বলবি তো (বলেই নেহা ৩ লাফে বিছানা থেকে উঠে ওয়াসরুমে গেল )

__তুই রেডি হয়ে নে আমি নিচে আছি

ইস রে এতো দেরি হয়েছে বুঝতেই পারিনি। এখনো সাজুগুজু কিচ্ছু করিনি ধুর ভাল লাগে না।কুত্তীটা একটু আগে ডাকলেই এতো কিছু হতো না।

সামান্য সেজে নিচে যেতেই আন্টি খেতে বললো কিন্তু সময়ের অভাবে অপূর্ণই থেকে গেল।নীলাকে নিয়ে রওনা হলাম কলেজের উদ্দেশ্যে।আজকে আমাদের কপালটাই খারাপ। রাস্তায় একটা রিক্সাও নেই।হেটে হেটেই নীলা আর আমি যাচ্ছি ঠিক তখনি নীল ভাইয়া পিছন থেকে সর্বোচ্চ স্পিডে বাইক নিয়ে যেতে আমাদের দেখে একটু স্লো করে—

নীল ভাইয়া__নীলা রিক্সা পাস নি?

নীলা__ নারে ভাইয়া দেখনা আজ কোনো রিক্সাই নেই। এদিকে কলেজের দেরি হয়ে যাচ্ছে

__সময় জ্ঞান না থাকলে তো এমন হবেই

বলেই বাইক নিয়ে বাতাসের বেগে চলে গেলো।কিরকম মানুষরে বাবা আমাদের কিসের কি সাহায্য করবে তা না ওমনি চলে গেল?আমার কথা না হয় বাদ দিলাম নীলা তো ওনার নিজের বোন তারপরেও এরকম ব্যাবহার দেখে নীল ভাইয়ার ওপর ঘৃনা হলো।নিরুপায় হয়ে আরেকটু হাটতেই একটা রিক্সাকে দেখলাম আসছে।

আমি__ এই মামা কলেজ যাবেন??

__জ্বি আপা উঠেন

নীলা আর আমি উঠলাম।রাস্তাটার দৈর্ঘ্য আজ যেন বৃদ্ধি পেয়েছে।একটু পর কলেজে পৌছালাম।

আমি__ মামা এই নেন আপনার ভারা।৫০টাকা বেশি দিয়েছি এটা আপনার টিপস্

রিকশাওয়ালা__আপা টেহা লাগবো না

আমি__কেন??

রিকশাওয়ালা__টেহা একজনে দিয়ে দিছে।আর আপনাদের কলেজে নিয়ে যাওয়ার জন্য আপনাদের কাছে পাঠাইছে

আমি__আচ্ছা ঠিক আছে

আমার বুঝতে বাকি রইলো না যে কাজটা নীল ভাইয়ার। যাক ওনাকে যেমন খারাপ মনের মানুষ ভেবেছিলো তেমন না।

নীলা__কিরে নেহা কি ভাবছিস চল তারাতারি

__না কিছু না চল

কলেজ গেটে যেতেই —

দারাও!!!!

চলবে…???

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here