দ্বিতীয়_জন
পর্ব_৮_ও_শেষ
#Meherika_Ayat_(আরাধ্যা)
অনু পিছন ফিরে দেখলো, আদি রুমে ডুকছে মাত্র।
যাক বাঁচা গেল, মনে মনে বলল অনু।
আদিত্যঃ তোমাকে এতো ভালো লাগে কেন আমার? বলতে পারো? কি আছে তোমার মাঝে?
অনুঃ আমি অতি সাধারণ, অনিন্দ্য কিছু নই,
তোমার দেখার চোখটাই অবাক, তাই এমন মনে হয়।
আদিত্যঃ তুমি তো দেখছি বেশ ভালোই গান করতে পারো, আমাকে একটা গান শুনাও তো।
অনু প্রথম রাজি না হলেও আদির জোরাজোরি তে গান গাইলো।
.
তোমার ইচ্ছে গুলোওওও, ইচ্ছে গুলোওওও!
তোমার ইচ্ছে গুলো ইচ্ছে হলে আমায় দিতে পারো,
আমার ভালো লাগা,ভালোবাসা তোমায় দেব আরো।
তুমি হাত টা শুধু ধরো, আমি হবো না আর কারো,
তোমার স্বপ্নগুলো আমার চোখে হচ্ছে জড়োসড়ো।
তোমার ইচ্ছে গুলোওওও, ইচ্ছে গুলো।
তোওওওমার আবেগ মাখা খাম খেয়ালি
হাটছে আমার পিছু,
আমার আসা যাওয়ার পথের বাঁকে পাইনি অন্য কিছ।
তোমার ইচ্ছে গুলো ইচ্ছে হলে আমায় দিতে পারো, আমার ভালোলাগা, ভালোবাসা তোমায় দেব আরো।
আদিত্যঃ সত্তিইইই তুমি সর্ব গুণ সম্পন্না।
অনুঃ আচ্ছা, অনেক হয়েছে অফিসে কে যাবে শুনি? সকালেও যাননি।
আদিত্যঃ হুম যাবো।
আপনি অফিসে গেলেই আমার সুযোগ,যা করার আজই করতে হবে। মনে মনে বলল অনু।
আদিত্য আফিসে চলে গেল।
.
এদিকে অনু হুজুরদের বলে দিয়েছে, ওখান থেকেই দোয়া দুরূদ করতে।
আর হুজুর ঠিক যে ভাবে বলে দিয়েছে, অনু মঞ্জিল পড়ে পানি ও সরিসা ফুঁক দিয়ে পুরো বাড়িতে ছিটিয়ে দিয়েছে।
আর কাগজে কাগজে মঞ্জিল লিখে তাবিজ আকারে পুরো বাড়িতে বেঁধে দেওয়া হয়েছে।
আর সবার হাতে একটা একটা করে বাঁধিয়ে দিয়েছে।
শিমুল গাছ টাও কাটিয়ে পেলেছে অনু,
সে আগেই সব ব্যবস্থা করে রেখেছিল শুধু আদি ঘর থেকে বের হওয়ার অপেক্ষায় ছিল।
সব কাজ হয়ে গেছে।
এখন অভিক নিজের জায়গায় যেতে বাধ্য ।
.
অভিকের কেমন জানি কষ্ট অনুভব হতে থাকলো,
সে আর আদির মাঝে থাকতে পারলো না।
আদি বাসায় ফিরার সাথে সাথে অনু আদিকে
একটা আংটি পরিয়ে দিল।
অনুঃ এটা আপনার জন্য অনেক শখ করে নিয়েছি, যদি কখনও খুলেন এটা তাহলে মনে করবো আমাকে ভালোবাসেন না।
কারণ এটার দ্বারা আল্লাহ আপনাকে রক্ষা করবে। মনে মনে বলল অনু।
আদিত্যঃ ওকে, এটা তোমার ভালোবাসার স্মৃতি। তাই এটা কখনও আমার থেকে আলাদা হবে না।
.
অভিক চাইলেও আর এই বাড়ির আশে পাশে আসতে পারে না।
আর আদিত্যও এখন হাঁসি খুশি থাকে।
সে অনুকে ভালোবেসে ফেলেছে।
অনু খুব শান্তিতে আছে সে এ বাড়িকে আর ওর আদিত্য কে বাঁচাতে পেরেছে।
…….সমাপ্ত…..
( গল্পটা হয়তো বেশি ভালো হয়নি, তবুও চেষ্টা করেছি সবার ভালো লাগাতে।
আর আমার প্রথম গল্প #সীমাহীন,
ওটার শেষে মিল হয়নি বলে সবাই সিজন ২ দিতে বলেছে। তাই ভেবেছি #সীমাহীন_সিজন_২ লিখবো।
তাই আপনাদের সবার মতামত পেলে #সীমাহীন_সিজন_২ দিবো। নাইচ/ নেক্সট এই ধরনের মন্তব্য করবেন না কেউ। গঠনমূলক মতামত চাই)