The_Boss
Part: 8
Aarizona Ella
নিজের ঘরের জানালার পাশে দাঁড়িয়ে বাহিরের মেঘলা আকাশ দেখছে মায়া৷।।
ইলমাজ এর ওভাবে তার ঠোঁট ছোয়ানো টা কে ঠিক স্বাভাবিক ভাবে নিতে পারছে না মায়া।।ওই কথা মনে পড়লেই কেন জানি মায়ার হার্টবিট বাড়তেই থাকে৷
ওয়াহ!!!আজকে কি চাঁদ দক্ষিণে উঠেছে?(মায়ার ভাই)
তার ভাইয়ের ডাকে ভাবনার জগৎ থেকে বের হয়ে ফিরে জিজ্ঞাসু দৃষ্টিতে তার ভাইয়ের দিকে তাকালো মায়া।
আজকে চায়ের ফ্লাস্ক কোথায়? চমকে জিজ্ঞেস করলো মায়ার ভাই।
আজকে ভাল্লাগছে না তাই খাচ্ছি না,আর আমি খাই না খাই তোমার কি?(মায়া)
তাই তো বললাম,চাঁদ কি আজকে দক্ষিণে উঠেছে।।(মায়ার ভাই)
ভাইয়ের দিকে আড়চোখে তাকিয়ে আছে মায়া।
সন্ধ্যা হতেই সিলেট যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লো ইলমাজ আর মায়া।
ইলাজ কার ড্রাইভ করছে,আর বার বার মায়া ইলমাজের দিকে আড়চোখে তাকাচ্ছে।।
কি হলো বার বার আড়চোখে তাকাচ্ছেন??কাইল্লার পদ চেঞ্জ করেছেন নাকি?(ইলমাজ)
ম,,,ম,,মানে কি স্যার?আমি কেন আপনার দিকে তাকাবো হুদাই।।?(মায়া)
ওয়েল,,কুনজর থেকে বাঁচলাম।।(ইলমাজ)
কোন জবাব না দিয়ে মায়া জানালার দিকে মুখ ফিরিয়ে নিলো।।
ইলামাজ মায়ার উপর থেকে নিচ পর্যন্ত বেশ করে দেখে হাল্কা মুচকি হাসি দিয়ে আবারও ড্রাইভিংয়ে মনযোগ দিলো।।
এয়ারপোর্টে৷ এসে গাড়ি থামলো।।মায়া এখনো বসে আছে দেখে ভ্রু কুচকালো ইলমাজ।
সিলেট কি কারে বসেই পাড়ি দিবেন নাকি নামবেন ও বটে?(ইলমাজ)
কিছু না বলে ব্যাগ নিয়ে গাড়ি থেকে নেমে একপাশ হয়ে দাঁড়ালো মায়া।
ইলমাজ হাটতে শুরু করলো আর তার পিছু পিছু মায়াও যেতে শুরু করলো।।বার বার আড়চোখে তাকাচ্ছে মায়া ইলমাজের দিকে।
লোক টা এতো লম্বা কেন??দেখতে আসলে হলিউডের টম ক্রুজ থেকে কম না,বেশ সুদর্শন,স্মার্ট, হ্যান্ডসাম,হট?সব মেয়েরা হা করে তাকিয়ে আছে।।ছিঃ কি ভাবছি এগুলো? মনে মনে বললো মায়া।
চলুন ম্যাম,এভাবে বসে থাকলে তো আমাদের ফ্লাইট মিস হয়ে যাবে।।তাই না?(ইলমাজ)
জ্বী স্যার।।(মায়া)
প্লেনে উঠে ইলমাজকে ফলো করে এগুচ্ছে।।ইলমাজ যততত্র ভিতরের দিকে যেতেই আছে।।
এই লোক টা এতোগুলো সীট ফেলে যাচ্ছে কোথায়? একটা তেও বসছে না আজিব!?মনে মনে বলছে মায়া।
স্যার,স্যার,স্যার।।অস্থির হয়ে ইলমাজকে ডাক দিলো মায়া।
ফিরে তাকালো ইলমাজ।।
কি হলো এভাবে চেচাচ্ছো কেন?(ইলমাজ)
সীট তো সব ফেলে চলে যাচ্ছেন বসবেন কোথায়? বাথরুমে? ?(মায়া)
চুপচাপ আসো,বেশি কথা বলা আমার একদম অপছন্দ?রেগে আগুন হয়ে বললো ইলমাজ।
কিন্তু স্যার সীটে যদি সবাই বসে যায়?আমরা যদি সীট না পাই?।(মায়া)
নাক মুখ ফুলিয়ে রেখেছে ইলমাজ।
এটা তোমার লোকাল বাস না যে সীটে যে যার মতো এসে বসে যাবে।?(ইলমাজ)
তাহলে এখানে বসছেন না যে?(মায়া)
এগুলো জেনারেল এন্ড ইকোনোমি ক্লাস।। আর আমাদের বুকিং হচ্ছে বিজনেস ক্লাস।সো জাস্ট স্টপ ননসেন্স।।?(ইলমাজ)
ওহ,,সরি স্যার।।(মায়া)
ইলমাজ আগে মায়াকে বসালো তারপর নিজে এসে পাশে বসলো।।
প্লেন স্টার্ট হতেই স্বজোরে চিৎকার করে উঠলো মায়া।।
কি হলো এভাবে চিৎকার করছো কেন আজিব?(ইলমাজ)
স্যার,আমার খুব ভয় করছে,আমি আগে কখনো প্লেনে উঠি নি?।মায়া চেচাচ্ছে আর কান্না করছে।
এই মেয়ে চুপ একদম,সবাই তাকিয়ে আছে।(ইলমাজ)
স্যার আমি নেমে যাবো,আমার মাথা যাচ্ছে�,
খুব বেশি উচ্চতায় আমার ভয় লাগে(মায়া)
মায়ার মাথা টেনে নিজের কাঁধে রাখলো ইলমাজ।।
এভাবে থাকো,আধা ঘন্টা পর ল্যান্ড করবো আমরা,ততক্ষন আমার কাঁধে মাথা রেখে রিল্যাক্স থাকো।।(ইলমাজ)
ইলমাজ এর কাঁধে মাথা রেখে চুপচাপ হয়ে আছে মায়া।ইলমাজ আড়চোখে তাকিয়ে আছে মায়ার দিকে আর মুচকি হাসছে।।
মায়ার চুল মুখে পড়তেই আলতো হাতে সরিয়ে দেয়ার চেষ্টা করছে আবার সংকোচবোধ করছে ইলমাজ ডাকতে চাইছে কিন্তু ইচ্ছে করছে না ডাকার।
মায়ার দিকে বেশ কিছুক্ষন তাকিয়ে থাকলো ইলমাজ।।
হলুদ রঙের লং ড্রেসটা যেন এই মেয়ের ধবধবে ফর্সা শরীর কে আরও ফুটিয়ে তুলেছে।নামের সাথে চেহাহার স্বার্থকতা যেন সদৃশ্যমান।।সেদিন এতো কথা শুনানির পরও তাকে একটা কড়া কথা পর্যন্ত বলতে মন সাক্ষী দেয় নি,আর তার কারন হলো এই চরমপর্যায়ের মায়া,যা তার গরম চায়ের ছিটায় বুকে বিন্দু মাত্রাও আঘাত অনুভব করায় নি।।
ইলমাজ ভাবছে আর অপলক তাকিয়ে দেখছে আর মুচকি হেসে মায়ার মুখ থেকে আলতো করে চুল সরিয়ে তার মাথার সাথে হাল্কা নাক লাগিয়ে চুলের ঘ্রান নিচ্ছে।
মায়ার ঘুম ভাঙ্গতেই গলা ঝেড়ে নড়েচড়ে বসলো ইলমাজ।
নিজেকে এভাবে ইলমাজের কাঁধে দেখে ইতস্তবোধ করছে মায়া।
সরি স্যার,কখন ঘুমিয়ে পড়েছি বুঝতে পারি নি।।(মায়া)
ঠিক আছো?(ইলমাজ)
জ্বী।।আমরা পৌছায় নি এখনো? (মায়া)
হ্যাঁ পৌছেছি,শুধু ল্যান্ড করার বাকি।(ইলমাজ)
স্যার আমরা এখন কোথায় যাবো? (মায়া)
নৌকা চালাতে,,যাবে??(ইলমাজ)
হ্যাঁ হ্যাঁ ওই নৌকায় আপনি ডুইব্বা মইরা যাইয়েন,অন্তত আমি তো শান্তি পাইতাম।।?মনে মনে বলছে মায়া।।
মায়ার চেহারার এক্সপ্রেশন দেখে ইলমাজের হাসি বের হয়ে যাওয়ার উপক্রম।।
চলবে।।
একবার লিখেছি ফোন হ্যাং হওয়ার কারনে গল্প ডিলিট হয়ে গিয়েছিল, ?সব থেকে কষ্টকর মুহুর্ত এটা,আবার লিখেছি।।সরি।।জানি ছোট হয়েছে,আজকের জন্য মাফ করে দেন।?