The_boss Part:15

0
3172

The_boss

Part:15

Aarizona ella

ইলমাজ মায়ার রুমে পৌছাতেই দেখলো মায়া একটা পানির গ্লাস হাতে নিয়ে সেটাকে উপরের দিকে তুলে খুটিয়ে খুটিয়ে অধির আগ্রহে দেখছে।।

ইলমাজ মায়ার দিকে আকষ্মিক দৃষ্টিতে তাকাচ্ছে,?আসলেই হচ্ছে টা কি?মায়া কি নরমাল আছে নাকি এখানো তার মাঝে মাতলামো কাজ করছে?ভাবছে ইলামাজ।।

ইলামাজকে রুমের ভিতরে আসতে দেখেই মায়া উঠে দাঁড়ালো আর বলতে লাগলো,,,,

এই এই,,হুসসসসসসসসস,আস্তে আসো,নাহলে এই ক্রোকোডাইল টা আমাদের সবাই কে খেয়ে ফেলবে।।মায়া চাপা আর ভয়ার্ত কন্ঠে বললো।

ইলমাজ ব্যাপক চিন্তিত সে ভেবে দিশা পাচ্ছে না আসলেই হচ্ছে টা কি।।
ইলমাজ মায়াকে শান্ত করার জন্য একপা একপা মায়ার দিকে এগুচ্ছে।।

এই এই কি করছো?বললাম না এই ক্রোকোডাইল আমাদের খেয়ে ফেলবে।।ইলমাজকে ভিতরে আসতে দেখে মায়া দুলছে আর কথাগুলো বলছে।।

আরেহ কোথায় ক্রোকোডাইল?(ইলমাজ)

ওই যে এই খালের পানিতে।।গ্লাস টা ইলমাজের দিকে এগিয়ে দিয়ে বললো ?(মায়া)

তুমি আবার খাল কোথায় দেখছো আজিব??মায়ার এমন কথাবার্তায় বেকুব বনে যাচ্ছে ইলমাজ।।

হুসসসসসসস,নো কথা!!আমি ওকে মারবো ততক্ষন তুমি চুপচাপ দাঁড়িয়ে থাকো।।কোন কথা বলবে না।(মায়া)

ইলমাজ ভ্রু কুচকে তাকিয়ে আছে মায়ার দিকে,মায়া দুলে দুলে গ্লাসটা কে এদিক থেকে ওদিক নেয়া করছে।।

ইলমাজ আর কথা না বাড়িয়ে মায়ার হাত থেকে গ্লাসটা কেড়ে নিতেই চিৎকার করতে করতে শুর করলো মায়া।

noooooooooo!!! ,,,,what did u do???আমি খাল কেটে কুমির তাড়াচ্ছিলাম আর তুমি এটা কি করলে??? তুমি আমায় খাল ই কাটতে দিলে না।ন্যাকা কান্না করছে মায়া।

আল্লাহহহহহহ!!এই মেয়ে কে এভাবেই জাগ্রত রাখলে আমাকেই নিদ্রাহীনতায় ভুগতে হবে।ইলমাজ কপালে এক হাত দিয়ে মুখ বানিয়ে তাকিয়ে আছে মায়ার দিকে।

হেই,ইউ একটা গান শুনবে?মায়ার কথা বেঝে বেঝে আসছে,এমন নেশা লেগেছে তার মুখ থেকে আওয়াজ বের হতে পর্যন্ত তোতলাচ্ছে।।

শুনো মায়া,,এদিকে এসে ঘুমাও u need rest!!শান্ত স্বরে বললো ইলমাজ।

noooo,আগে গান শুনবে কিনা বলো?(মায়া)

আচ্ছা তারপার কিন্তু তোমাকে ঘুমাতে হবে!ওকে???(শর্তের স্বরে বললো ইলমাজ)

ওক,,,ওক,,,ওকে।।।?তাহলে শুনো।।

why this kolaveri,kolaveri,kolaveri diiiiiii,,মায়া চাপিয়ে,তোতলিয়ে গান গাইছে আর হাত নেড়ে নেড়ে গা দুলাচ্ছে।।

আর ইলমাজ আতংকিত প্রায়?।।

হেই,,do u know?why this kolaveri??মায়া গাধার মতো ইলমাজের কাছে প্রশ্ন জুড়ে দিলো,।

মায়া,দেখো ঘুমাও প্লিজ।।(ইলমাজ)

নায়ায়ায়া,আগে বলো why this kolaveri?মায়া হাত নেড়ে নেড়ে জিজ্ঞেস করলো।

আহ,,,জানি না আমি।।?(ইলমাজ)

এদিকে আসো আমি বলি,,,,দুষ্টু মাখা চেহারাতে হাতের ইশারায় ইলমাজকে তার দিকে কান পাত্তে বললো মায়া।।

ইলমাজ নিঃশ্বাস ছেড়ে মায়ার মুখের সামনে মাথা পেতে দিয়ে দাঁড়ালো।

Don’t u really know why this kolaveri??ভ্রু কুচকে জিজ্ঞেস করলো মায়া।।

ইলমাজ মায়ার দিকে একপলক তাকিয়ে না সূচক মাথা ঝাকালো।।

আচ্ছা,, আমি বলি,,bcoz kolaveri is a Diiiiiiiii….চেচিয়ে অট্টহাসিতে লুটিয়ে পড়লো মায়া।।
ইলমাজ কানের ভিতর আঙ্গুল দিয়ে জোরে জোরে স্লাইড করতে লাগলো। ।।

এই মেয়ে তো কান ফাটিয়েই দিয়েছে,,আর নাজানি কতো টর্চার চালাবে আমার উপর।।আল্লাহহহহহ।।।?(ইলমাজ)

আরেকটা গান শুনবে,?? বাচ্চাদের মতো ফেস বানিয়ে প্রশ্ন করে বসলো মায়া।

না,আমি আর কোন গান শুনবো না,তুমি এক্ষুনি ঘুমাবে মায়া।একটু উচ্চস্বরে বললো ইলামাজ।।

ওহহহহহ,,,তুমি রাগ ও করো?,আল্লাহ তুমি তো আমার হিরো বুরাক ড্যানিজ তাই না,,আহহহহ তুমি আমার জন্য এসেছো এখানে।।আমি কত্তো লাক্কি।।ইপিইইইইইইইইইই,,বলেই বাচ্চাদের মতো লাফাতে শুরু করলো মায়া।।

হ্যাঁ তোমার হিরো বুরাক তোমাকে এবার ঘুমাতে আদেশ করছে।।এক্ষুনি লক্ষি মেয়ের মতো ঘুমিয়ে পড়ো মায়া।?(ইলামাজ)

তাই,তুমি ঘুম পাড়িয়ে দিবে আমাকে??বাচ্চাদের মতো আদুরে ফেস বানিয়ে জিজ্ঞেস করলো মায়া।।

মায়ার এমন প্রস্তাবে ইলমাজ বেশ অবাকাতর চোখে তাকিয়ে আছে তার দিকে।।

কিন্তু আমি কিভাবে??আমতা আমতা করে বললো মায়া।

তুমি কি রোজ আমার কাছে আসো নাকি?আজকে যেহেতু এসেছো আমাকে ঘুম পাড়িয়ে যেতে হবে।।বায়না ধরলো মায়া।।

ইলমাজ কি বলবে ভেবে কুল পাচ্ছে না।।সে এমন অবস্থায় পড়েছে না কিছু বলতে পারছে না সইতে পারছে,যতই সে মায়া থেকে দূরে থাকতে চাই ততই ভাগ্য তাকে তার কাছে ঠেলে দেয়।।এখন মায়ার কথায় বাধ্য সে,এ ছাড়া আর কোন উপায় নেই ও বটে।।

বেশ কিছুক্ষন চিন্তা করে ইলমাজ সংকোচজনিত স্বরে বললো,,

ঠিক আছে,কিন্তু তোমাকে মুহুর্তের মধ্যে ঘুমিয়ে যেতে হবে?(ইলমাজ)

ওকে,আগে একটা কথা শুনো?(মায়া)

আবার কি?বিরক্তির সাথে জিজ্ঞেস করলো ইলামাজ।

আগে শুনো!এদিকে এসো??ভ্রু কুচকে চোখ বন্ধ করে ঠোঁটে ঠোঁট চেপে এক হাতে ইলমাজকে তার কাছে আসতে বললো মায়া।

ইলমাজ নাক ফুলিয়ে আবারও মায়ার মুখের কাছে তার মাথা নিয়ে গেলো।।মায়া তার ঠোঁট ইলমাজের কানের কাছে নিয়ে ফিস ফিস করে বলতে লাগলো,,

আমার বস আছে না?এক আঙ্গুল দিয়ে রুমের বাহিরে ইশারা করলো সে।।

ইলমাজ আড়চোখে মায়ার দিকে তাকালো।।?

আমার বস,,ইলমাজ রেহমান আর কি!!!বলা মাত্রই মুখে হাত দিয়ে চাপা হাসলো মায়া।

তারপর কি হয়েছে তোমার বসের?(ইলমাজ)

আমার বস একটা হনুমান।।বলেই হিহি করে হেসে উঠলো মায়া।।

ইলমাজ নাক ফুলিয়ে রাগে ফুসছে।।
মায়া আবার ইলমাজের কানের পাশে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলতে লাগলো।

তুমি কাউকে বইলো না যে আমি বসকে হনুমান ডেকেছি।।নাহলে আমাকে চাকরি থেকে বের করে দিবে ওই ইবলিশের সর্দার টা।।

ইলমাজ হাত মুষ্টিবদ্ধ করে দাঁত কড়মড়িয়ে নিজের রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে।।

আর কিছু?(ইলমাজ)

হ্যাঁ আরেকটা সিক্রেট শুনবে?(মায়া)

হুম,শুনছি ?(ইলমাজ)

আমার বস আছে না??উনাকে একদম বুরাক ড্যানিজের মতো মানে তোমার মতো হট হট লাগে আমার।।বলে মাত্র বাচ্ছাদের মতো খিলখিল হাসিতে ইলমাজের গায়ে ঢলে পড়লো সে।।

আর না পেরে ইলমাজ ও মুচকি হেসে মায়াকে এলোপাথারে কোলে তুলে বিছানায় শুইয়ে দিয়ে উঠে যেতেই মায়া ইলমাজের হাত ধরে থামালো তাকে।ইলমাজ অবাক চোখে তাকালো মায়ার দিকে।

তুমি না বলেছিলে আমাকে ঘুম পাড়িয়ে যাবে?ঘুম ঘুম আর কান্নাজড়িত কন্ঠে জিজ্ঞেস করলো মায়া।
মায়ার এমন কথায় ভ্যাবাচ্যাকা খেয়ে বিছানার একপাশে এসে বসলো ইলমাজ।।

ইলমাজ বসতেই মায়া ইলমাজের একপায়ের হাঠুতে মাথা রাখলো।।ইলমাজ পর পর ভ্যাবাচ্যাকা খেয়েই চলেছে।
ইলমাজ আনইজি ফিল করে একটু নড়ে বসলো।বেশ অদ্ভুত অনুভূতির জন্ম নিচ্ছে ইলমাজের মনে।।আগে কখনো এমনটা লাগে নি তার।।যখনই ময়া তার কাছে আসে,সব কিছু ওলট পালট লাগে ইলমাজের।।মায়া ঘুমিয়ে পড়েছে,মায়ার দিকে নাগাত তাকিয়ে থাকার পর নিজের অজান্তেই ইলমাজের হাত মায়ার মাথায় এসে থামলো তারপর মাথায় হাত বুলাতে শুরু করলো সে।

হাত বুলাতে বুলাতে মুচকি হেসে মায়ার দিকে নাগাত তাকিয়ে থাকলো সে।।আর এভাবেই সারারাত মায়ার ঘুমন্ত চেহারাটাকে পাহারা দিয়েছে ইলমাজ।

চলবে।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here