The_boss Part: 18

0
3922

The_boss Part: 18

Aarizona Ella

সকালে মায়া অফিস গিয়ে বেশ থতমত করছে,যে কিভাবে সে ইলমাজকে ফেস করবে।।খুব্বলজ্জা লাগছে তার এমন স্বভাবে।।

আজ মায়া খুব তারাতাড়ি অফিস এসেছে,,আর আসা মাত্রই ইলমাজের কেবিনে গিয়ে হাজির।কিন্তু ইলমাজ এখনো আসে নি তাই মন বেশ খারাপ হয়েছে তার।।বেশ কিছুক্ষন অপেক্ষা করার পর ইলমাজের ক্যাবিনের বাহিরে এসে এনির রুমে গিয়ে বসলো।।

সারাদিন ইলমাজ আসার অপেক্ষা করলো সে,,কিন্তু ইলমাজ আজকে আসলোই না,।
মায়াকে এভাবে চিন্তিত দেখে এনি বলতে লাগলো,,

কি হয়েছে এভাবে গাল ফুলিয়ে রেখেছো কেন?(এনি)

ক,,কই না তো,কিছুই হয় নি,চাপা হেসে বললো এনি।।

এভাবে এক সপ্তাহ কেটে গেলো কিন্তু এখনো পর্যন্ত মায়া ইলমাজের চেহারা একবারও দেখলো না।।
গালে হাত দিয়ে এনির ক্যাবিনের চেয়ারে বসে আছে মায়া।।
হটাৎ এনিকে জিজ্ঞেস করে বসলো,,

এনি ম্যাম স্যারের কি কিছু হয়েছে?উনি অফিস আসছেন না যে?(মায়া)

আম,,শুনেছি তিনি নাকি অসুস্থ বেশ সপ্তাহ পাড় হয়েছে,তাই আসছেন না,,আর তুমি কেন জিজ্ঞেস করছো৷ হ্যাঁ?(এনি)

ন,না মানে স্যার তো অনেক পাংচুয়াল, এভাবে একসপ্তাহ আসতে না দেখেই জিজ্ঞেস করলাম।(মায়া)

বুঝেছি,এবার কাজ করো?(এনি)

ওকে কিন্তু স্যারের বাড়ির লোকেশন টা একটু দিলে ভালো হতো, ?আমতা আমতা করে বললো মায়া।

ওকে যাবার সময় মেসেজ করে দিব নাউ কাজ করো ইউ স্টুপিড।।?(এনি)

ও,,ওকে ম্যাম।।

অফিস ছুটিতে যাওয়ার সময় মায়া ইলমাজের বাড়ির লোকেশন মেসেজ করে দিল,,আর সে অনুযায়ী মায়া ইলমাজের বাড়ির দিকে রওয়ানা হলো।। ঠিকানা অনুযায়ী এসে পৌছালো মায়া।।বাড়ির গেট দেখে চমকে উঠলো সে।।আর বলতে লাগলো,,

এটা কি বাড়ির গেট নাকি কোন সংসদ ভবন??কত্তবড় রে বাবা।।বাইরে থেকে গেটের ভিতরে উকি দিতেই মায়াকে সিকিউরিটি লক্ষ করে বাহিরে বেরিয়ে আসলো তারা দুজন ছিলো,,

মায়া থতমত খেয়ে দাঁড়িয়ে রইলো,, মায়াকে এমন করতে দেখে তাফের একজন বলতে লাগলো,,

কে আপনি?কা কে চাচ্ছিলেন?এখানে এভাবে উঁকি দিচ্ছিলেন কেন?

আ,,আস,,আসলে আমি বলতে চাচ্ছিলাম।,,এটা কি ইলমাজ রেহমানের বাড়ি??(মায়া)

হ্যাঁ কিন্তু আপনি কে?

আ,,আমি ইলমাজ স্যারের অফিসের এম্পলয়।।(মায়া)

নাম কি আপনার?

জ,,জ্বী মায়া আজহারি।।(মায়া)

আচ্ছা,একটু ওপেক্ষা করুন।

ফোনে কারও সাথে কথা বলে মায়ার দিকে এগিয়ে এসে ভিতরে যেতে বললো।। মায়া ভিতরে ঢুকে আবারো হা করে তাকিয়ে আছে,,যেনো সে তাজমহল এর বাহিরের দৃশ্য দেখছে,এতটা দারুন ভাবে আকৃত সব,,চারপাশে বাগান আর পানির ছোট ছোট কৃত্তিম ঝর্ণা আর তার মাঝখান থেকে নানান রঙের আলো জ্বলে জ্বলে উঠছে আর বাড়িটা যেনো রাজপ্রাসাদ।। মায়া যেনো স্বপ্ন দেখছে আর এই স্বপ্নের মাঝে হারিয়ে যেতে ইচ্ছে করছে তার।।

সাত পাঁচ ভাবতে ভাবতে ভিতরে প্রবেশ করলো সে,ভিতরে আরও অদ্ভুত রকমের সুন্দর যা মায়াকে আরও বেশি অবাক করছে।।

মায়া হা করে গোটা ঘর খুটিয়ে খুটিয়ে দেখছে,দেখতে দেখতেই কারও সাথে খুব স্বজেরে ধাক্কা খেয়ে গোঙ্গিয়ে উঠলো মায়া।।

আহহ,,,,(মায়া)

মায়ার দিকে তাকিয়ে আছে লোক টি,যদিও সে আর কেউ না ইলমাজ।।ইলমাজকে দেখতেই ঢোক গিললো মায়া আর বলতে লাগলো,,

স,,স,,সরি স্যার,আমি খেয়াল করিনি।।(মায়া)

হ্যাঁ খেয়াল করবেন কি করে?আপনি যেভাবে আমার বাড়িকে নজর দিচ্ছিলেন।।(ইলমাজ)

ন,,না স্যার ত,,তেমন কিছু না?(মায়া)

তাহলে কি?(ইলমাজ)

আমিতো আপনাকে খুজছিলাম!!(মায়া)

মায়ার কথায় ইলমাজ ভ্যাবাচ্যাকা খেয়ে গেলো,,

আমাকে খুজছিলেন?ভ্রু কুচকে জিজ্ঞেস করলো ইলমাজ।

না,মানে আপনি অসুস্থ শুনেছি আর সাতদিন অফিস আসেন নি,আর আমি এদিকেই যাচ্ছিলাম তো ভেবেছি আপনাকেও একটু দেখে যাবো।। (মায়া)

okay,,i m glad!! যে আপনি আমাকে দেখতে এসেছেন,,(ইলমাজ)

কয়েকজন কাজের লোক হল রুম পরিস্কার করছিলো,, তাই ইলমাজ মায়াকে বলতে লাগলো,

এখানে ক্লিনিং কাজ চলছে আপনি আমার সাথে আমার রুমে চলুন।।(ইলমাজ)বলা মাত্র ইলমাজ সিড়ি বেয়ে তার রুমের দিকে যেতে লাগলো, মায়াও তার পিছু পিছু যেতে লাগলো,,

ইলমাজের রুমে গিয়ে মায়া আবারও হা করে তাকিয়ে আছে,,বেশ রাজকীয় ?।।

বসো,, সোফার দিকে ইশারা কিরে বললো ইলমাজ।

মায়া গিয়ে বসলো,,

তো কফি খাবে নাকি চা?(ইলমাজ)

না স্যার কিছু লাগবে না,ধন্যবাদ।। (মায়া)

আচ্ছা তো বলো কিভাবে আসা হলো? (ইলমাজ)

না স্যার আসলে আপনি গত কয়েকদিন যাবত অফিস আসছিলেন না,,আর এনি ম্যাম বলছিলেন আপনি অসুস্থ, আর আমি এদিকে যাচ্ছিলাম তো ভেবেছি আপনাকে একটু দেখে যায়।।(মায়া)

আহ আচ্ছা,,(ইলমাজ)

স্যার বাড়িতে কি আওঅঅনি একা থাকেন?মানে পরিবারের আর কাউকে দেখছি না যা

বাড়ির সবাই কাজিনের বিয়েতে গিয়েছে(মায়া)

তো আপনি যান নি যে?(মায়া)

আমার পক্স আই মিন এলারজি মে বি এটা হয়েছে,আর তাই দাদির কড়া আদেশ ঘর থেকে যেনো এক পা বের নাহয়।।(ইলমাজ)

ওহ,,এখন ঠিক আছেন তো? (মায়া)

হুম,,যা ই হোক, এদিকে কোথায় যাচ্ছিলে?(ইলমাজ)

উম,একটা ফ,,ফ্রেন্ড এর বাসায় যাচ্ছিলাম।।(মায়া)

তো এটা আমার বাড়ি তুমি কিভাবে জানলে?(ইলমাজ)

আ,,এনি ম্যামকে বলতে শুনেছিলাম তাই।।[মায়া)

আমাকে মিস করছিলে?(ইলমাজ)

ইলমাজের এমন প্রশ্নে রীতিমতো অবাক হলো মায়া।।

না স্যার,,আমি মিস করছিলাম না,হুদাই মিস করার কি আছে।।আচ্ছা আমি আসি এখন।।বলে মায়া উঠে যেতে লাগলো,,

মায়ার হাত ধরে হ্যাচকা টান দিতে ইলমাজের কোলে এসে বসলো মায়া।।মায়া চোখ ছানাবড়া করে তাকিয়ে আছে ইলমাজের দিকে।।।ইলমাজ তীক্ন দৃষ্টিতে মায়ার চোখের দিকে তাকিয়ে আছে।।।

চলবে।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here