The_Boss
Part:22
Afreen Ella
ইলমাজ ওভাবে তাকিয়ে থাকায় মায়ার হুশ ফিরলো,নাক থেকে ওড়না সরিয়ে বলতে লাগলো,,,
স্যার দেখুন!!আমি সত্যিই দু:খিত আপনি হঠাৎ এখানে এমনভাবে আসবেন জনতাম না।।আর তাছাড়া আমার মতো ক্যারেকটারলেস এন্ড ডাউন মার্কেট মানুষের ঘরে আপনার মত বিজনেস টাইকন এন্ড বিডির টপ ছয়জন বিলিয়নারদের মাঝে আপনি একজন এভাবে আমার মত চিপক্লাস মেয়ের ঘরের দুয়ারে আসবেন এই চিন্তাধারা কখনো মাথায় পর্যন্ত আসে নি।তো কিভাবে এলেন এখানে?
ইলমাজ নিরাশ চোখে তাকাচ্ছে মায়ার দিকে,আর অবাক হচ্ছে।
স্যার,,কোন জরুরি প্রয়োজন??? (মায়া)
চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলে ইলমাজ বলতে লাগলো,,
লিসেন মায়া,তুমি কি ভাবছো বা কি বলছো দ্যাট ডাজন্ট মেইক এ্যানি ডিফরেন্স টু মি,বা তুমি এটা ভাবছো যে আমি এখানে তোমার পিছু নিতে এসেছি তবে তা একদম ই বাখওয়াস একটা চিন্তাধারা,তোমার ফোন ফেলে এসেছিলে তা দিতে এসেছিলাম আদারব্যাইজ আম নট ইন্টারেসটেড।?আর হ্যাঁ আমার সেদিনের অকথ্য বিহ্যাভিয়ার এর জন্য আমি দু:খিত ওটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিলো কিন্তু আজ সকালে যা হয়েছে তার জন্য আমি মোটেও দু:খ প্রকাশ করছি না।গুড লাক।।এক চোখ টিপ মেরে বাকা হেসে গাড়ির দিকে এগিয়ে গেলো ইলমাজ।।
ইলমাজকে যেতে দেখে মায়া তার দিকে। দৌড়ে গিয়ে বলতে লাগলো,,
দেখুন জনাব ইলমাজ সাহেব,আপনি যা ই বলেন না কেন আমি আপনার কোম্পানি তে জব করছি না।।?{মায়া)
ট্রাই করে দেখতে পারো।ভদ্রতা বজিয়ে রাখছি আমাকে অভদ্র হতে বাধ্য করবে না,একমাস না হওয়ার আগ পর্যন্ত কিছুই করতে পারবে না।।একটা ভ্রু উপরে তুলে বাকা হেসে বললো ইলমাজ।
ঢোক গিললো মায়া কি জবাব দিবে কিছু বুঝতে পারছে না সে,আসলেই এই লোক টার সাথে লাগতে গেলে নিজেরই বিপদে পড়তে হবে কারন এই লোক যা তা করতে পারবে।।?মনে মনে বললো মায়া।।
আপনি ভাবনার হাট থেকে বের হলে এবার আমি যেতে পারি কি?(ইলমাজ)
মায়া নাক ফুলিয়ে অন্যদিকে তাকালো,রাগে গা ছমছম করছে মায়ার।।
ইলমাজ গাড়ি স্টার্ট দিতেই আবার ভিতর থেকে বলতে লাগলো,,
আসল কাজ টা ই তো করা হলো না(ইলমাজ)
মায়া জিজ্ঞাসু দৃষ্টিতে ইলমাজের দিকে তাকালো,,
তোমার ফোন!!! (ইলমাজ)
জ্বী কই আমার ফোন? দিন?মায়া ইলমাজের দিকে হাত বাড়িয়ে দিলো।।
আমাদের রাসুলুল্লাহ সাঃ বলেছেন ইয়াং, স্ট্যাবেল আর হ্যালথ্ফুল মানুষেদের ভিক্ষে না দিতে।।?(ইলমাজ)
????মায়া হা করে তাকিয়ে আছে ইলমাজের দিকে!!!
কি আমাকে দেখতে ভিক্ষুক লাগে??(মায়া)
যেভাবে হাত পেতে আছো তেমনটায় লাগছে।।?(ইলমাজ)
হাত নামিয়ে। মায়া আবারও বলতে লাগলো,
আমার ফোন দিন প্লিজ।।
ওহ শীট!!! ফোন তো আমার বাড়ি ফেলে এসেছি।।আবার যেতে হবে।।(ইলমাজ)
মায়া যেন এক্ষুনি কান্না করে দিবে।।
তো এনে দিন,ভুল টা আপনার,আপনি আনেন নি।।(মায়া)
ভুল টা কার বললে?ভ্রু কুচকে জিজ্ঞেস করলো ইলমাজ।।
আপনার।।(মায়া)
ফোন টা অফিসে কে ফেলে এসেছিলো? আমি??(ইলমাজ)
মায়া থতমত খেয়ে চুপ হয়ে আবার বলতে লাগলো,
আচ্ছা স্যার এনে দিন না,(মায়া)
আমি কি আপনার চাকর?(ইলমাজ)
না মানে তা বলছিলাম না স্যার,ফোন টা তো জরুরি।।। (মায়া)
একটা বিকল্প পদ্ধতি আছে,চাইলে বলতে পারি।।(ইলমাজ)
কি স্যার?খুশি হয়ে জিজ্ঞেস করলো মায়া।
তুমি চাইলে আমার সাথে এসে ফোন নিয়ে যেতে পারো।(ইলমাজ)
কিন্তু আমি যাবো না স্যার।।(মায়া)
না গেলে ফোন টা ও আর পাবে না।।চাপা হাসলো ইলমাজ।।
মায়া আর কথা না বাড়িয়ে গাড়িতে উঠে বসলো।। ইলমাজ গাড়ি স্টার্ট দিলো।।
ইলমাজের বাড়ি পৌছে মায়া ওইদিনের কথা ভাবতে লাগলো কিভাবে ইলমাজ তাকে অপমান করেছিলো।। ভিতরের দিকে প্রবেশ করতে মন সাক্ষী দিচ্ছে না মায়ার যদি আবারও হিউমিল্যাট হতে হয়।।
স্যার,ইলমাজকে উদ্দেশ্য করে বললো মায়া।।
হুম বলো,,(ইলমাজ)
আমি এখানে আছি,আপনি কারো দিয়ে ফোন টা পাঠিয়ে দিয়েন প্লিজ।।(মায়া)
চুপচাপ ভিতরে আসো।।বেশি বাড়াবাড়ি করো তুমি।।?(ইলমাজ)
গাড়ি থেকে বেরিয়ে ইলমাজ হাটতে লাগলো মায়া ও তার পিছু পিছু যেতে লাগলো।।
ভিতরে ঢুকতেই চমকে উঠলো মায়া নাগাত তাকিয়ে আছে,মায়ার পায়ের নিচে একটি বিশাল সাদা কার্পেটে বিশাল ভাবে লাল রঙের sOrRy MayA লিখা।।মায়া হা করে তাকিয়ে আছে বার বার অবাক তো এমন হয়েছে যেনো সে এখন লাইফ সাপোর্টে আছে।।
ইলমাজ মায়াকে হল রুমের সোফায় বসতে বলে তার রুমে চলে গেলো।।
মায়া কার্পেটটার দিকে বার বার দেখছে আর মনে মনে ভাবছে।
আসলেই বেশ হৃদয় নিবারক শুধু তাকিয়ে থাকতেই ইচ্ছে করছে ।।?
ইলমাজ এসে গলা ঝাড়তেই মায়া উঠে দাড়ালো।।
ইলমাজ মায়ার দিকে তার ফোন আর একটি বাক্স এগিয়ে দিলো।।
মায়া ফোন এর সাথে বাক্সটা দেখে অবাক হয়ে ইলমাজের দিকে তাকালো।।
কি দেখছো?টেক দেম।।(ইলমাজ)
মায়া ফোন নিলো কিন্তু বাক্সটা নেয় নি।।ইলমাজ নাক ফুলিয়ে ভ্রু কুচকাতেই মায়া তাড়াতারি বাক্সটি হাতে নিয়ে সেই ভৌ দৌড়।।
চলবে।।।