The_Boss Pat:25

0
3956

The_Boss

Pat:25

Afreen ella

মায়া এখনো থ দাঁড়িয়ে ইলমাজের দিকে তাকিয়ে আছে তা
দেখে ইলমাজ বলতে লাগলো,,

জানি আমি অনেম হ্যান্ডসাম এভাবে না তাকালে ও চলে।।।চেয়ারে আয়েসের সাথে হেলান দিয়ে চোখ বুজে বললো ইলমাজ।।

মায়া চুপচাপ ক্যাবিন থেকে বেরিয়ে যাওয়ার সময় ইলমাজ আবারও বলে উঠলো,,,

মাথা ম্যাসাজ করে দিতে বলেছি ঠিক ভাবে শুনো নি বোধ হয়।।কি তখনের মতো কানের কাছে মুখ নিয়ে বলতে হবে নাকি এমনিই আসবে?।(ইলমাজ)

ন,না তো আমি যাচ্ছিলাম কই?বাহিরে চেক করছিলাম কেউ আছে কি না।।চাপা হেসে আমতা আমতা করে জবাব দিলো মায়া।।।।?

মাথায় ম্যাসাজ করতে বলেছি রোমাঞ্চ না যে বাহিরে কে আছে তা চেক করতেই হবে।।?(ইলমাজ)

মায়া আলগা আলগা পায়ে ইলমাজের চেয়ারের পছনে গিয়ে দাঁড়ালো।।ইলমাজের কপালে হাত দেয়ার আগেই যেন গা ছম ছম করছে ভয়ে হাত ও কাঁপছে তার।

কাপাকাপি থামলে এবার শুরু করতে পারো।।চোখ বন্ধতেই বললো ইলমাজ।।

মায়া চমকে ইলমাজের কপালে ম্যাসাজ করতে শুরু করলো।। ইলমাজও বেশ শান্তির নিঃশ্বাস নিচ্ছে যেনো তা চেহারায় প্রকাশ পাচ্ছে।।।ইলমাজ চেয়ারে গা আরও ইজিলি এলিয়ে দিয়ে নড়ে বসলো।।

মায়ার হাত কাঁপলেও ইলমাজকে ছোয়ার প্রতিটি অনুভূতি কে অনুভব করছে সে।

শক্তি নেই?রাতে খেয়েছিলে তো নাকি?মাথাটা ম্যাসাজ করার জন্য সামান্য শক্তি ব্যায় করতে ও ভয় করছে তোমার, গুন্ডা দের তো বেশ ভালোই পিটুনি দাও,তখন শক্তি কোত্থেকে আসে?নাকি শুধু আমার বেলায় এমন করো?(ইলমাজ)
মায়া রাগে ফুসছে, ইলমাজের কথা শুনে আরো জোরে জোরে মাথা টিপতে শুরু করলো, ইলমাজের রাগ সব ইলমাজের মাথার উপর উরাচ্ছে।।।আর মনে মনে বলছে,,
।এতো কষ্ট করে মাথা টিপে দিচ্ছি,কৃতজ্ঞতা প্রকাশ না করে উল্টো অপবাদ দিচ্ছে,অকৃতজ্ঞ লোক কথাকার।।ইচ্ছা তো করছে শরীরের সমস্ত শক্তি দিয়ে আপনার মাথার বদলে আপনার গলা টিপে দিতে।।??

আমাকে গালি দেয়া শেষ হলে এবার ম্যাসাজিং এর গতি টা একটু কমাতে পারো।।।(ইলমাজ)

মায়া এবার স্বাভাবিক ভাবে কপাল ম্যাসাজ করতে শুরু করলো।। মায়া অন্যমনস্ক হয়ে নিজের কাজে ব্যাস্ত আর সেই অন্যমনস্কতার সুযোগ নিলো ইলমাজ।।চোখ খুলে বার বার আড়চোখে মায়ার দিকে নাগাত তাকাচ্ছে সে।।

হঠাৎ ইলমাজের দিকে খেয়াল করতেই মায়া চমকে গেছে।।।

আল্লাহ এই লোক টা এভাবে তাকিয়ে আছে কেন?মনে মনে বলে হাল্কা গলা ঝড়লো সে।।
মায়া ইলমাজের দিকে তাকানোর পর ও ইলমাজ চোখ সরাচ্ছে না।।
মায়া আবারও গলা ঝেড়ে বললো,,,

স্যার একটু ওয়াস্রুম যাবো।।। ?(মায়া)

সিরিয়াসলি?আর ইউ সিউর?(ইলমাজ)

জ,জ্বী স্যার।।(মায়া)

ওকে ইউ মে গো নাউ।।(ইলমাজ)

ধন্যবাদ স্যার।।(মায়া)

ধন্যবাদ দেয়ার কিছুই নেই,যেতে না দিলে আবার পরিবেশ নোংরা হয়ে যাবে।।ইলমাজ এক চোখ টিপ মেরে বললো।।।

কিইইইইইই????যাবো না।। রাগে ফুসতে ফুসতে আবারও ইলমাজের মাথায় ম্যাসাজ করতে শুরু করলো।।।
ইলমাজ মায়ার দিকে তাকিয়ে মুচকি হাসছে আর মনে মনে বলছে,,,

টেকনিক জানতে হয় ম্যান।।।আদারওয়াইজ আম ইউর বস।।।?(ইলমাজ)

কাজ সেড়ে মায়া অফিসের বাহিরে এসে দাঁড়ালো,হাটতে হাটতে রাস্তায় এসে রিকশার জন্য অপেক্ষা করছে।।ইলমাজের গাড়ি সামনে এসে থামতেই চমকে উঠলো মায়া।।

চাইলে উঠতে পারো।।ইলমাজ গ্লাস নামিয়ে গাড়ির ভিতর থেকে বললো।।।

কিন্তু স্যার,,,মায়াকে থামিয়ে আবার বলতে শুরু করলো,,,

গাড়িতে উঠতে বলেছি।।(ইলামাজ)

মায়া গাড়ি তে উঠে বসলো।। ইলমাজ ড্রাইভ করছে আর বার বার মায়ার দিকে তাকাচ্ছে।।ইলমাজের এমন চাহনিতে অপ্রস্তুত হয়ে পড়ে মায়া।।
ইলমাজের দিকে একবার তাকিয়ে নড়ে চড়ে বসলো সে।।
মায়া ইলমাজের দিকে আবার তাকিয়ে দেখছে ইলমাজ এখনো মায়ার দিকে তাকিয়ে আছে।।

গাড়ি থামান।।(মায়া)

what?মায়ার এমন আচমকা কথায় অবাক হয়ে বললো ইলমাজ।।

বললাম গাড়ি থামাতে!!(মায়া)

পাগল হয়ে গেছো?(ইলমাজ)

না,,সুস্থ আছি আমি,আপনি গাড়ি থামান। (মায়া)

মাঝরাস্তায় গাড়ি কিভাবে থামাবো আজিব!!সমস্যা কি তোমার? !ধমকের স্বরে বললো ইলমাজ।।

আমার সমস্যা হচ্ছে আপনি আমার দিকে কন্সট্যান্টলি তাকিয়ে থাকছেন যেটা আমার একদম হজম হচ্ছে না।(মায়া)

ওহ রিয়েলি?? আমার চয়েজ ওতো খারাপ না সেটা আগেও বহুবার বলেছি।।(ইলমাজ)

তাহালে আমার দিকে সবসময় ওভাবে তাকিয়ে থাকেন কেন?(মায়া)

আসলেই জানতে জানতে চাও কেন তাকিয়ে থাকি?(ইলমাজ)

জ্বী।।( মায়া)

সিউর?কথা টা হজম করতে পারবে তো?(ইলমাজ)

হা পারবো বলেই মায়া ঢোক গিললো।।

ওকে তাহলে শুনো।।গ্রামে আমার একটা ৬০ বছরের কাকিমা ছিলো যে দেখতে একদম তোমার মতো ছিলো,আমাকে অনেক আদর করতো তাই যতবারই তোমার দিকে তাকায় আমার উনার কথা মনে পড়ে যায়।।?(ইলমাজ)

ইচ্ছা তো করছে এক ঘুসিতে আপনাকে আপনার ওই কাকিমার কাছে পাঠিয়ে দিতে।।?রাগে ফুসছে আর মনে মনে বলছে মায়া।।

চলবে।।

রাতে আরেকটা খন্ড দেয়ার চেস্টা করবো ইনশাআল্লাহ। আর নতুন গল্প ক্ষমতা ওটার নাম কি ক্ষমতা থাকবে নাকি পরিবর্তন করে দ্যা কিং রাখবো,কমেন্টে জানিয়ে দিলে একটু সাহায্য হতো।। কনফিউশান টা দূর হয়ে যেতো আরকি।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here