ভালোবাসি_বুঝে_নাও-2?? #১_পর্ব

0
1542

#ভালোবাসি_বুঝে_নাও-2??
#১_পর্ব
#সুমাইয়া_সুলতানা_সুমী(writer)

,
এই ইডিয়ট কি করলি এটা চোখে দেখতে পাসনা নাকি??(নিজের গায়ের জামা ঝাড়তে ঝাড়তে বলল মেহরাব)

আরে এটা তো মেহরাব ভাই কিন্তু ওনি এসময় এখানে কি করছে?? ওনি না ১০ দিনের জন্য দেশের বাইরে থুরি ঢাকার বাইরে গিছিলো তাহলে নয় দিনের মাথায় ফিরে আসলো কেনো?? আর একদিন থাকলো না কেনো হুম রহস্য গভীর রহস্য,, এই রহস্যের সমাধান আমাকেই বার করতে হবে (মনে মনে বলল মাহি)

কিরে ওমন গাধীর মতো দরজার সামনে দাঁড়িয়ে না থেকে সর সামনে থেকে আমাকে ভিতরে যেতে দে (মেহরাব)

আমিও দরজার পাশ থেকে সরে দাঁড়ালাম,, প্রথমে মেহরাব ভাই ঢুকলো তারপর ওনার পিছে পিছে ওনার পুলিশ বন্ধু মেঘ ভাইয়া ও ঢুকলো।আমি মেঘ ভাইয়া কে চিনি আমার মতে ওনি মেঘলাকে একটু একটু পছন্দ করে,, সেটা আমি বুঝি তবে মেঘ ভাইয়ার সাথে আমার অনেক ভাব যাবে বলে গলায় গলায় ভাব।

একিরে ভাইয়া তুই আজকেই চলে আসলি যে আর এমন ভিজলি কি করে??(মেঘলা)

কি করে আবার এই ইডিয়ট টা আমাকে ভিজেয়ে দিয়েছে (মাহিকে উদ্দেশ্য করে বলল মেহরাব)

মাহি তোকে যে আমি এটো পানিটা ফেলতে দিয়েছিলাম সেটা তুই ভাইয়ার উপর ফেলেছিস??(মেঘলা)

হুমমম,,আমি কি করবো ওনিই তো পটাং করে আমার সামনে চলে আসলো আর আমি ঝপাৎ করে পানিটা ওনার উপর ফেলে দিলাম (দাঁত কেলিয়ে)

ইস্টুপিট একটা,৷ ও এই বাসায় কেনো?? আর আম্মু কই??(মেহেরাব)

আম্মু মীরা আপুদের বাসায় গেছে, আর আব্বু অফিসে আমি একা থাকবো বলে মাহিকে রেখে গেছে। তা তুই আজকেই চলে আসলি যে (মেঘলা)

হুম কাজ শেষ হয়ে গেলো তাই চলে আসলাম,, মেহরাব এর কথা শেষ নাই হতে মাহি ঝপাৎ করে লাফ দিয়ে মেঘের সামনে গিয়ে দাঁড়িয়ে বলল।

হাই আমি মাহি নাম তো সোনাই হোগা (অনেকটা ভাব নিয়ে)

মেঘ তো প্রথমে ভয়ই পেয়ে গেছে,, তবুও নিজেকে ঠিকঠাক করে নিয়ে বলল।না তো চিনি না কে তুমি??(অনেকটা ইনোসেন্ট ফেস করে)

একটা বেলুন ফুটা করে দিলে যেমন ফুস করে হাওয়া বেরিয়ে যায়, মেঘের কথা শুনেও মাহির ফুস করে সব হাওয়া বেরিয়ে গেলো।

এই তুই কোন হরিদাস পাল রে যে তোকে চিনে রাখতে হবে এই বলে মেহরাব উপরে নিজের রুমে চলে গেলো (মেহরাব)

এতো বড় অপমান এর পতিশোধ তো নিতেই হবে,,, মনে মনে বলল মাহি, তখনি মাহি আর মেঘলার বন্ধু জয় ফোন করলো মাহির ফোনে মাহি একটা শয়তানি হাসি দিয়ে বলল।

মেঘলা আপু এই নেও তোমার জানু ফোন দিয়েছে কথা বলো, মেঘলা তো ভেবাচেকা খেয়ে গেছে জানু আবার কোথা থেকে এলো,, আর ওনার সামনে মাহি এসব কি বলছে। আর মেঘ তো চোখ দুটো বড় বড় করে মেঘলার দিকে তাকিয়ে আছে।

জানু মানে??(মেঘলা)

আরে জয় (মাহি)

ওহ আচ্ছা দে,, এই বলে মেঘলা ফোনটা নিয়ে চলে গেলো,, মাহি ও ভাব নিয়ে চলে গেলো। আর বেচারা মেঘ তো পুরাই ফেঁসে গেছে তার প্রথম প্রেমের ফুল ফোঁটার আগেই ঝড়ে পড়ার মতো অবস্থা মেঘ দৌড়ে মাহির কাছে গেলো,, মাহি তখন একটা বয়মে মুড়ি আর কাঁচা মরিচ আরো অনেক মশলা পাতি দিয়ে মুড়িগুলোকে বয়মের ভিতর ঝাঁকাচ্ছিলো।

মাহি আমি চিনি তোমাকে (দৌড়ে এসে বলল মেঘ)

কে আপনি,?? আপনি আমাকে চেনেন তো আমি কি করতাম(ভাব নিয়ে বলল মাহি)

ওরে বোন রে মাফ কইরা দে,, আমার কোনো দোষ নাই মেহরাবই তো বলল যে বাসায় এসে তোমাকে যেনো না চেনার ভান করি(মেঘ)

ওহ তারমানে এটা ওই লম্বার উপর খাম্বার কাজ আমাকে অপমান করার ফন্দি না?? হুমম পরে মজা দেখাবো।(মনে মনে বলে মাহি মেঘ কে বলল)

তবুও আপনাকে এর জন্য শাস্তি পেতে হবে।

তোমার সব শাস্তি মাথা পেতে নেবো আগে বলো জয় কে??

বলল তার আগে কান ধরেন।

কিহ আমি কান ধরবো?? আমার পেজটিজ তো সব পানচার হয়ে যাবে।

ওকে তাহলে বলবো না জয় কে।

ওকে ধরছি ধরছি,, এই বলে মেঘ কানে ধরে উঠবস করতে লাগল তখনি মেহরাব উপর নেমে আসলো এসে দেখলো মেঘ কান ধরে উঠবস করছে, মেহেরাব ভ্রু কুঁচকে রান্নাঘরে গিয়ে বলল।

এসব কি হচ্ছে এখানে??(মেহরাব)

এইরে লম্বার উপর খাম্বা টা চলে এসেছে (বিরবির করে বলল মাহি)

কইকিছু না তো আসোলে মাহি আমাকে একটা বেয়াম শিখাচ্ছিলো তাই না মাহি???

হুম হুম

কানে ধরে উঠবস করা আবার কবে থেকে বেয়াম হলো?? বোকা পেয়েছিস আমায়??(মেহরাব)

আরে এটা নতুন এসেছে বাজারে আমি আবিষ্কার করেছি, আর এটার নাম হলো।কান ধরে উঠবস করেগা তো হাঁটুর বেথ্যা যায়ে গা,,,, এখন সরুন তো সামনে থেকে আমি যাবো, এই বলে মাহি ভাব নিয়ে,, এই মশলা মুড়ি, এটা বলতে বলতে চলে গেলো।

এটা কি হলো??(মেহরাব)

আমি কি জানি।

এই বাড়িটা পুরাই পাগলা গারদ বানিয়ে ফেলছে সব,,, যত্তসব (মেহরাব)

,,,,বিকেলে,,,,,

ডয়িং রুমে বসে মেহরাব ল্যাপটপে কিছু কাজ করছিলো আর আরেক হাতে একটা কলম নিয়ে সেটা ঘুরাচ্ছিলো,মেঘ চলে গেছে তবে যাওয়ার আগে মাহির কাছ থেকে ঠিক শুনে গেছে যে জয় কে।মেহরাব কাজ করতে করতে,, হঠাৎ করে বেখেয়ালিতে কলম এর মাথাটা মেহরাব এর আঙুল এ ঢুকে যায় আর রক্ত বার হতে লাগল।

আউচ (মেহরাব)

মাহি আর মেঘলা টিভি দেখছিলো তখনি মেহরাব এর আউচ বলাটা শুনতে পেলো ওরা দুজনে দৌড়ে ডয়িং রুমে এসে দাখে মেহরাব আঙুলের রক্তটা মুছছে তা দেখে মাহি বলল।

আরে আরে কি করেন মুছবেন না,, মুছলে সম্যসা হবে,, আমার কাছে একটা বুদ্ধি আছে দাঁড়ান একটু,।এই বলে মাহি মেহরাব এর আঙুল টা ধরে তাতে থুতু লাগায় দিলো।

ইয়াক ছি কি করলি এটা (মাহির কাছ থেকে আঙুল টা ছাড়িয়ে নিয়ে বলল মেহরাব)

কেনো থুথু দিলাম এখন দেখবেন পটাস করে সেরে যাবে হিহিহি (আমাকে অপমান করা না এখন দাখ কেমন লাগে মনে মনে বলল মাহি)

,,,,,রাতে,,,,,

আমি জানি ওনি এটা ইচ্ছে করে করছে কেনো যে ওনার সাথে লাগতে গেলাম,, এমনি তে তো মুখে মুখে কত বলি কিন্তু মনে মনে তো আমি ওনাকে হেব্বি ভয় পাই, ওহ আল্লাহ কখন যে সকাল হবে আর কখন যে আমি বাড়ি যাবো কে জানে,, আমার মতো একটা মাসুম বাচ্চা কে দিয়ে কেউ এসব করায়?? (মেহরাব এর রুম মুছতে মুছতে বলল মাহি,,, )

আসোলে মেহরাব ইচ্ছে করে রুমে পানি ফেলেছে মাহিকে দিয়ে মুছানোর জন্য, মাহি বকবক করছে আর মুছছে আর মেহরাব বিছানায় বসে ল্যাপটপ এ কাজ করছে। মেঘলা রান্না করছে আর মেহরাব এর আব্বু রুমে শুয়ে আছে আর মা কালকে আসবে।

নেন হয়ে গেছে (মাহি)

হুম গুড,, আচ্ছা তুই কোন ক্লাসে যেনো পড়িস??

মাথা খারাপ হয়ে গেলো নাকি ওনার?? , ওনি এটাও ভুলে গেছে??( মনে মনে বলে তারপর বললাম)

ইন্টার সেকেন্ড ইয়ারে।

ওহ তাহলে তো পিচ্চি,, তার উপর আবার বাইট্টা মানে হলো পুইতুলি (মেহরাব)

বাইট্টা মানে??

মানে হলো তুই একেতে পিচ্চি তার উপর আবার খাটো.

মোটেও না শুনুন আমি না ৫ ফিট ২ ইঞ্চি হুম (অনেক ভাব নিয়ে বলল মাহি)

তো আমি তো ৬ ফিট ৩ ইঞ্চি।

তাতে কি??? ছেলেরা একটু বেশি লম্বা হয়,, আর এই জন্যই তো আপনি লম্বার উপর খাম্বা।

কিহ???

কিছু না আমি গেলাম এই বলে মাহি চলে গেলো,,, রাতে খাওয়া দাওয়ার পর সবাই রুমে চলে গেলো,, মেঘলার তো ভীষণ ঘুম পাচ্ছে কিন্তু মাহি বকবক করেই যাচ্ছে, একা একা,, পাশের রুম থেকে মেহরাব গম্ভীর সরে বলল।

বকবক না করে দুটোই ঘুমিয়ে পর নয়ত আমি এসে কান পেঁচে একটা থাপ্পড় লাগাবো।

মেহরাব এর কথাশুনে মাহি গরমের মধ্যেও কাথা মুড়ি দিয়ে শুয়ে পড়ল,,, ভাইয়া ছাড়া একে কেউ সোজা করতে পারবে না (মনে মনে বলল মেঘলা)

,,,,সকালে,,,,,

মেহরাব এর মনে হচ্ছে কেউ ওর কানের মধ্যে সুরসুরি দিচ্ছে তাই ঘুমের মধ্যেই জোরে ধাক্কা দিলো,, আর তখনি কারো চিৎকার শুনে লাফিয়ে উঠলো।

তুই???(মেহরাব)

কি ভাইয়া ধাক্কা মারলি কেনো?? কত বেলা হয়েছে জানিস?? আম্মু চলে এসেছে তোকে ডাকতে বলল তাই ডাকতে এসেছিলাম কিন্তু তুই ওরে বাবা আমার কমর(মেঘলা)

তো জোরে ডাকা যায় না এমন করে ডাকলে ধাক্কা তো খাবিই(মেঘলাকে নিচে থেকে তুলতে তুলতে বলল মেহরাব)

মাহি জানতো তুই এমন কিছুই করবি সেই জন্যই তো নিজে না এসে আমাকে ডাকতে পাঠালো (মেঘলা)

আচ্ছা হয়েছে তুই নিচে যা আমি ফ্রেশ হয়ে আসছি।

ওকে, এই বলে মেঘলা চলে গেলো,, মেহরাব ও ফ্রেশ হয়ে নিচে নেমে দেখলো মাহি,,,,,,,,,??

চলবে,,,,,,,???

(কেমন হয়েছে বলবেন কিন্তু,, এটা আগের টার থেকেও ভালো করার চেষ্টা করবো।)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here