আপনিময়_বিরহ (০৫)

0
534

#আপনিময়_বিরহ (০৫)
#বোরহানা_আক্তার_রেশমী
________________

সময় বহমান। দেখতে দেখতেই ১ মাসের বেশি কেটে গেছে। প্রিয়তাকে সুস্থ রাখার যথেষ্ট চেষ্টা করতেছে পরিবারের লোকজন। প্রিয়তাকে রাগানোর জন্য প্রিয়ম সারাদিন প্রিয়তাকে টুনটুনি ডাকে। প্রিয়তা কোনো হেলদুল দেখায় না৷ ওর এসবে কিছু যায় আসে না। সারাদিন নিজের মতো চুপচাপ থাকে। তবে প্রথম প্রথম যতটা উত্তেজিত হতো ততটা আর উত্তেজিত হয় না। তবে আগের মতোই তার এখনো ঘুমহীন রাত কাটে। সারাদিন বই নিয়ে পড়ে থাকে। কেউ কিছু জিজ্ঞেস করলে উত্তর দেয় নয়তো হু হা করে৷ তনিমার সাথে একটুও দুষ্টুমি করে না। তবে সবার চেষ্টার কোনো ত্রুটি নেই। আজ প্রিয়ম, উদয়, তনিমা আর প্রিয়তা ঘুরতে যাবে। প্রিয়তার মন ভালো করার জন্যই সবার এমন প্ল্যান। যদিও প্রিয়তা যাবে না বলেছিলো কিন্তু কানের কাছে তনিমার প্যান প্যান শুনে রাজি হয়ে গেছে। তনিমা, প্রিয়তা শাড়ি পড়বে আর প্রিয়ম আর উদয় পাঞ্জাবি। এটার ক্রেটিডও তনিমার। প্রিয়তা শাড়ি পড়বে না বলে অনেকক্ষণ চুপ করে বসে ছিলো কিন্তু ঘ্যান ঘ্যান করে প্রিয়তাকে রাজি করিয়েছে। সবার ড্রেসের কালার এক। কালো শাড়ি আর কালো পাঞ্জাবি। তনিমা আর প্রিয়তা রেডি হয়ে লিভিং রুমে বসে আছে। তাঁরা বেগম মেয়েকে বার বার সাবধানে থাকতে বলতেছে। প্রিয়তা বিরক্তিতে চোখ মুখ কুঁচকে সিড়ির দিকে আর দরজার দিকে তাকাচ্ছে। তারা মেয়ে হয়ে রেডি হয়ে বসে আছে আর এই দুইজন এখনো আসলোই না৷ কি এমন সাজ দিচ্ছে এরা! আরো প্রায় ২০ মিনিট বসার পর প্রিয়ম আর উদয় এক সাথে রেডি হয়ে নিচে নামে। প্রিয়তা ভ্রু কুঁচকে তাকতেই পাশ থেকে তনিমা কনুই দিয়ে গুতো দিয়ে ফিসফিস করে বলে,

‘বইন তোর ভাইরে কি ড্যাশিং লাগতেছে রে। হায় মে মারজাওয়া। আল্লাহ কালো পাঞ্জাবি, সাদা পাজামা, কালো ঘড়ি, চুল গুলো কি সিল্কি হায় আল্লাহ। আমি শেষ।’

প্রিয়তা বিরক্তি নিয়ে তনিমার দিকে তাকিয়ে বলে, ‘কোন ভাইয়ের কথা বলছিস ক্লিয়ার বল! দুজনে একই রকম সাজছে।’

তনিমা গলা পরিষ্কার করে বলে, ‘অবশ্যই প্রিয়ম ভাইয়ের কথা বলছি। তোর ওই সুচোর মতো ভাইকে কে ড্যাশিং বলবে রে! হুহ।’

প্রিয়তা উত্তর দেয় না। তার আর কথা বলতে ভালো লাগে না। প্রিয়ম আর উদয় নিচে নামতেই প্রিয়তা মুখ বাকিয়ে আস্তে করে বলে, ‘মহা ভারত অশুদ্ধ করে এলেন দুই মে’তর। যত্তসব। দেখতে তো পুরাই বিলায়ের মতো আর ঢং দেখো বিরক্তিকর।’

প্রিয়ম প্রিয়তার ফিসফিসানি শুনে গলা ঝেড়ে বলে, ‘বকা দিচ্ছিস জোড়ে দে। এমন মিনমিন করে দেওয়ার কি আছে!’

প্রিয়তা কিছু না বলে গটগট করে বেড়িয়ে যায় বাড়ি থেকে। তার এখন এদের সাথে ঝগড়া করার মুড নাই। পেছন পেছন বাকি ৩ জনও বের হয়ে আসে। প্রিয়তা আর তনিমা পেছনে আর প্রিয়ম আর উদয় সামনে বসে। প্রিয়ম প্রথমেই একটা নদীর কাছে নিয়ে আসে। শীতল বাতাস, নদীর কলকল আওয়াজ, অনেক দুরে একটা করে বাড়ি। যেনো রুপকথার কোনো রাজ্য। প্রিয়তা চোখ বুজে নদীর আওয়াজ শুনতে থাকে। মনটা নিমিষেই ভালো হয়ে যায়। উদয় বর্তমানে তনিমার ফটোগ্রাফার হয়ে আছে। প্রিয়ম এগিয়ে আসে প্রিয়তার কাছে। কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে,

‘কি টুনটুনি মন ভালো হয়ছে?’

সাথে সাথে কেঁপে ওঠে প্রিয়তা। চটপট চোখ খুলতেই দেখে প্রিয়ম তার খুব কাছে। এত কাছে প্রিয়মকে দেখে ভড়কে যায় প্রিয়তা। দ্রুত সরে গিয়ে ভ্রু কুঁচকে বলে,

‘কি সমস্যা? এতো কাছে কি আপনার?’

প্রিয়ম ডোন্ট কেয়ার ভাব নিয়ে চুল ঠিক করতে করতে বলে, ‘তো? তুইতো বোবা। তা এখন কিভাবে কথা বলতেছিস?’

‘আপনাকে কে বলছে আমি বোবা? খেয়ে কাজ নাই আপনার আমার পেছনে লাগা ছাড়া।’

‘এ্যাহ আমার ঠ্যাকা পড়ছে তোর পেছনে লাগার! সর এন্তে। যত্তসব পেত্নী টেত্নী।’

কটমট করে তাকায় প্রিয়তা। রেগে ফোসফোস করতে করতে পা বাড়ায় অন্যদিকে। কিছুটা দুর যেতেই প্রিয়ম শব্দ করে হাসে। নদীর দিকে তাকিয়ে আপনমনে বলে, ‘ধীরে ধীরে তুই ঠিক হয়ে যাবি। কারো বিরহ তোকে পুড়াবে না। বরং ভালোবাসায় এতো জড়িয়ে যাবি যে তোর ওই বিরহের কথা মনেই পড়বে না।’

প্রিয়তা হেঁটে সামান্য দুর আসতেই একটা পিচ্চি ছেলে দৌড়ে আসে তার কাছে। প্রিয়তা পিচ্চি ছেলের দিকে তাকিয়ে মৃদু হেঁসে বলে, ‘কিছু বলবা পিচ্চু?’

ছেলেটা মাথা নাড়ায়। প্রিয়তা হাটু গেড়ে সামনে বসে বলে, ‘তোমার নাম কি?’

ছেলেটা কিছু বলে না। শুধু হাত বাড়িয়ে নাক আর গাল টিপে দিয়ে একটা ফুল আর কাগজ দিয়েই দৌড়। প্রিয়তা প্রথমে কিছুটা চমকে গেলেও বার বার পেছন থেকে ডাকতে থাকে। কিন্তু কয়েক মিনিটের ব্যবধানেই হারিয়ে যায় ছেলেটা। প্রিয়তা হাতের ফুল দেখে অবাক হয়। এক গুচ্ছ কাঠগোলাপ। কে দিলো ফুল? তাও প্রিয়তার প্রিয় ফুল! প্রিয়তা কাগজ মেলতেই দেখে গোটা গোটা অক্ষরে লিখা,

প্রিয়..

উমম তোমাকে সবাই প্রিয়ু বলে তাই না। কিন্তু আমি তোমাকে প্রিয় বলবো। প্রিয়তা কেটে শর্টকাট করে প্রিয়। কেন ডাকবো তা অন্যদিন বলবো। আচ্ছা তুমি সবসময় মনমরা হয়ে বসে থাকো কেন? তোমার ওই মিষ্টি মুখে হাসি টাই মানায় মন খারাপ না। বুঝছো কিছু? আজ তোমাকে অনেক সুন্দর লাগতেছে। একদম কিউটিপাই। এই শোনো তুমি লুকিয়ে থাকবা সবসময় নয়তো কে কখন কোথা থেকে নজর দেয় বলা যায় না। অনেক গুলা ভালোবাসি। তুমি শুধুই আমার। সব সময় তুমি আমিময় থাকবে। বাইরের কেউ নট এলাও ওকে!

……

প্রিয়তা উল্টে পাল্টে ভালো করে দেখে কোথাও ছেলেটার নাম লিখা নাই। একটা পিচ্চি ছেলে তারে লাভ লেটার দিলো! পরক্ষণেই নিজের মাথায় গাট্টা মেরে বলে, ‘ব’লদ। এই টুকু পিচ্চি আমারে লাভ লেটার দিবে কেন? নিশ্চয় কেউ ওকে দিয়ে মজা করানোর জন পাঠিয়েছে।’

প্রিয়তা ফুলগুলো একবার ফেলে দিতে চেয়েও নিজের কাছেই রাখলো। কিন্তু কাগজ টা অপ্রয়োজনীয় ভেবে গোল পাকিয়ে দুরে ছুড়ে মারে। প্রিয়ম ভ্রু কুঁচকে এগিয়ে যায় সেদিকে। কাগজ টা তুলে পুরোটা পড়ে শিষ বাজাতে বাজাতে উদয়ের দিকে যায়।

নদীর জায়গাা থেকে ফেরার সময় উদয় প্রিয়তার হাতের ফুল খেয়াল করে বলে, ‘ফুল কই পেলি ডা’ইনি?’

প্রিয়তা জানালা দিয়ে বাইরে তাকিয়ে বলে, ‘একটা পিচ্চি ছেলে দিছে।’

উদয় ‘ওহ’ বলতেই প্রিয়ম ব্যঙ্গ করে বললো, ‘তা এটা কোন পিচ্চি রে? উদয় ভাই আজকাল তো তোর বোন ফুলের সাথে লাভ লেটারও পায়। তা একটা পিচ্চি ছেলে বুঝি তোর বোন কে ভালোবাসে!’

বলেই হা হা করে হাসতে থাকে। তনিমা এতক্ষণ ফোন স্ক্রল করতেছিলো কিন্তু প্রিয়তা লাভ লেটার পেয়েছে শুনে ফোন টোন বাদ দিয়ে প্রিয়তার দিকে তাকিয়ে থাকে। প্রিয়তা ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে প্রিয়মের দিকে। লাভ লেটারের কথা সে জানলো কেমন করে? প্রশ্ন মনে না চেপে রেখে সরাসরি জিজ্ঞেস করে, ‘আপনি জানলেন কেমন করে যে আমি লাভ লেটার পেয়েছি?’

উদয় অবাক কন্ঠে বলে, ‘তুই সত্যি সত্যি লাভ লেটার পেয়েছিস?’

প্রিয়তা উত্তর দেওয়ার আগেই তনিমা হায় হুতাস করে বলে, ‘আল্লাহ! তুই এতো প্রেম প্রস্তাব কেমনে পাইস বইন? আজ পর্যন্ত আমি লেটারের ‘ল’ টা পাইলাম না আর লাভ লেটার তো বহুত দুর। আহারে জীবন বেদনা।’

উদয় ভ্রু কুঁচকে তাকায় তনিমার দিকে। প্রিয়ম বলে, ‘আরে আফসোস করো না। আমি তোমাকে শুধু ‘ল’ না পুরো লেটারই দিবো কেমন!’

তনিমা লাফিয়ে উঠে বলে, ‘সত্যি ভাইয়া! আহা আমার ক্রা……

কথা শেষ করার আগেই উদয়ের দিকে নজর যায় তনিমার। সাথে সাথেই কথা আটকে যায় তার। ওমন রক্তচক্ষু নিয়ে কেউ তাকালে কি বাকিটুকু বলা যায়! শুকনো ঢোক গিলে বিড়বিড় করে বলে,

‘একবার বাড়ি যা তনু আজ তোর কপালে শনি, রবি, সোম সব আছে।’

প্রিয়তা ওদের কথায় বিরক্তি নিয়ে বলে, ‘কি জিজ্ঞেস করলাম আর কি শুরু করছে এরা! আর আপনি জানলেন কেমন আমি লাভ লেটার পাইছি? বাই এনি চান্স ওটা কি আপনি দিছেন?’

প্রিয়তার কথায় উদয় আর তনিমা চোখ বড় বড় করে তাকায়। প্রিয়ম নিজের মতো স্বাভাবিক। প্রিয়তা কি বলে ফেলেছে তা বুঝে আসতে নিজেই অবাক হয়। প্রিয়ম তাকে লাভ লেটার কেন দিতে যাবে! উফফ মাথা খারাপ হয়ে গেছে নিশ্চয়। প্রিয়ম গাড়ি ড্রাইভ করতে করতে একটা কাগজের টুকরা এগিয়ে দেয় উদয়ের দিকে। উদয় সেটা নিতেই প্রিয়ম বলে,

‘তোর মতো পার্বতীকে লাভ লেটার দিবে এই তাহসিন প্রিয়ম! নো ওয়ে। দুরে ম’র। ওটা তুই যখন ফেলেছিস তখন আমি সন্দেহ বশত উঠিয়ে নিয়েছিলাম। দ্যাটস ইট।’

প্রিয়তা কটমট করে তাকায়। ইনডিরেক্ট অপমান করে দিলো তাকে! উদয় চিঠিটা পড়ে অবাক দৃষ্টিতে প্রিয়তার দিকে তাকায়। গালে হাত দিয়ে বলে, ‘বইন কে তোর এই প্রেমিক পুরুষ? আহা প্রেম।’

প্রিয়তা রাগী চোখে উদয়ের দিকে তাকায়। উদয় সেদিকে পাত্তা না দিয়ে নিজের মতো বকবক করতে থাকে। তনিমা আড়চোখে একবার প্রিয়মের দিকে তাকায় আরেকবার প্রিয়তার দিকে তাকায়। কিছু ভেবে মুচকি হাসে।

°__________________

আজকাল শিশিরের ব্যবহার আগের চেয়েও খারাপ হয়ে গেছে। অনিমা শিলা বেগমের সাথে এখনো আগের মতোই ব্যবহার করে। নিজে কোনো কাজ করে না শুধু অর্ডার করে। আর দিনশেষে শিলা বেগম শিশিরের কাছে সব নালিশ জারি করে। অফিসে কাজ করে আবার বাড়িতে মায়ের বিচার শুনে প্রায়ই সে অনিমাকে থা’প্পড় মা’রে। নয়তো বকাবকি করে। এসবেও পাত্তা দেয় না অনিমা। আজও অফিস থেকে এসে অনিমাকে থা’প্পড় মে’রেছে শিশির। অনিমা কিছু না বলে রুম থেকে বের হয়ে গেছে। শিপন সাহেব এতো অশান্তির ধারে কাছেও থাকেন না৷ অনিমা ছাঁদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েই চোখের জল ফেলছে। সে সময় হাজির হয় শিশির। পেছন থেকে ডাকে। অনিমা তড়িঘড়ি করে চোখের পানি মুছে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে। শিশির এগিয়ে এসে নরম গলায় বলে,

‘সরি।’

অনিমা কিছুক্ষণ চুপ থেকে শব্দ করে হেঁসে ওঠে। ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে শিশির। সে কি হাসার মতো কিছু বলছে? অনিমা হাসি থামিয়ে বলে, ‘কিসের জন্য সরি বলতেছেন? আমার সাথে বাজে ব্যবহারের জন্য নাকি এতদিনের থা’প্পড়ের জন্য?’

শিশির মাথা নিচু করে নেয়। অনিমা গভীর দৃষ্টিতে সেদিকে তাকিয়ে বলে,

‘আপনি যে আশায় আমার সাথে খারাপ ব্যবহার করেন, যে আশায় দিনের পর দিন থা’প্পড় মা’রেন সে আশা এ জন্মে পূরণ হবে না। আমি আগেই বলেছি আপনার মা’কে আমি শান্তির সংসার পেতে দেবো না৷ যে ক’দিন এই সংসারে থাকবো ততদিন আমি আপনার মায়ের লক্ষীমন্ত বউয়ের শখ মিটাবো। হ্যাঁ আমিও দোষী তার শাস্তি তো পাচ্ছি। ভবিষ্যতেও পাবো৷’

অনিমা আর দাঁড়ায় না। শিশির অনিমার যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। যে শান্তির আশায় তার মা অনিমাকে পছন্দ করেছিলো তা তো পাচ্ছে না। উল্টো জীবনের সমীকরণ গুলো পাল্টে গেছে। আজকাল তার মায়ের ওপর বড্ড বিরক্তি আসে। অনিমা জ্বালাচ্ছে বলে এখনই ডিভোর্স দিয়ে দিতে বলে। বড় করে শ্বাস নিয়ে আফসোস করে বলে,

‘আমার কি দোষ? মায়ের কসম ভাঙতে পারিনি বলেই অনিমাকে বিয়ে করেছি। প্রিয়তা কেন আমাকে একবারও বুঝলো না? একবার তো জিজ্ঞেস করতে পারতো। আমিও তো ওকে ভালোবেসেছি। এখনও বাসি।’

সিড়ির কাছ থেকে অনিমা তাচ্ছিল্যের সুরে হাসে। মানুষ দোষ করলেও স্বীকার করতে পারে না। শিশির একবারও নিজের ভুল গুলো দেখতেছে না। বারবার অনিমা আর প্রিয়তারই দোষ দিয়ে যাচ্ছে। কেমন ভালোবাসে সে প্রিয়তাকে? আজ প্রিয়তা কোনো কারণে তাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করলে সে কি করতো?

______

সন্ধ্যার পর প্রিয়তা নিজের রুমে বসে ছিলো। তখন আগমন ঘটে তনিমার। এসেই হায় হুতাশ করে বলতে থাকে আবার চিঠির কথা। তারপর উৎসাহ নিয়ে বলে,

‘ইসস সত্যি সত্যি যদি তোর ভাইটাও আমাকে লাভ লেটার দিতো। আহারে!’

প্রিয়তা ভ্রু কুঁচকে বলে, ‘কোন ভাই?’

‘প্রিয়ম ভাই ছাড়া আবার কে!’

‘উদয় ভাই জানে এ কথা?’

তনিমা ঢোক গিলে বলে, ‘তো? তোর ভাই জানলেই কি আর না জানলেই কি?’

‘তুই না আমার ভাইকে ভালোবাসিস!’

তনিমার মুখটা সাথে সাথে মলিন হয়ে যায়। মলিন হেঁসেই বলে, ‘সে ভালোবাসার কি দাম আছে তোর ভাইয়ের কাছে? সে তো আমাকে দেখিয়ে দেখিয়ে গার্লফ্রেন্ডের সাথে কথা বলে।’

প্রিয়তা অবাক হয়ে তাকায় তনিমার দিকে। উদয় ভাইয়ের গার্লফ্রেন্ড মানে? কিছু বলতে যাবে তার আগেই কেউ বলে, ‘দ্রুত আমারে ট্রিট দাও নয়তো আমি সব কথা উদয়কে বলে দিবো। আমার কাছে সব রেকর্ড আছে।’

চলবে..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here