বেসামাল_প্রেম,পর্ব_৫০

0
1210

#বেসামাল_প্রেম,পর্ব_৫০
#জান্নাতুল_নাঈমা

______________________
সূচনার সঙ্গে হামিদাও এলো। চোখের সামনে যা সব ঘটনা দেখল, এরপর আর নিশ্চিন্তে মেয়েকে শেখ বাড়িতে পাঠাতে পারলো না। কান্নাকাটি করে মাহের, সূচনা বুঝিয়ে চলে এলো মেয়ের শশুর বাড়ি। এতে অবশ্য রুদ্রর মাথা ব্যথা হলো না। একশজন এলেও তার মাথা ব্যথা থাকবে না৷ সে শাশুড়ি, বউ, বোন নিয়ে নিজ বাড়িতে নিশ্চিন্তেই ফিরল। ভেতর ঘর থেকে রিনা ঘাবড়ে গেল ওদের উপস্থিতি দেখে। ত্বরিত দরজা আঁটকে দিয়ে বিছানায় শুয়ে পড়ল সে। উদ্বিগ্নচিত্তে। সূচনা বার দুয়েক ডাকল ছোটো কাকিকে। সাড়া না পেয়ে ঘুমিয়ে গেছে ভেবে দাদিনের রুমে দু’বার টোকা দিল। হামিদা তখন হৈমীকে জড়িয়ে ধরে সোফায় বসে। রুদ্র গম্ভীর মুখখানা নিয়ে নিজের ঘরে গিয়ে দরজা আঁটকে দিয়েছে। অনুমান করা যায় আজ আর এই দরজা খোলা হবে না। হঠাৎ রাতদুপুরে সূচনাকে দেখে দাদিন বেশ ভড়কালো। হৈমী আর হৈমীর মা’কে দেখে বিচলিত ভঙ্গিতে এগিয়ে এলো। সূচনা সংক্ষিপ্ত করে দাদিনকে খুলে বলল সব। মুহুর্তেই ভয়ে বৃদ্ধার শরীর কেঁপে ওঠল। ইদানীং হাঁটা চলায় বেশ সমস্যা হচ্ছিল তার৷ তাই লাঠি ভর করেই হাঁটে। সূচনার কথা শুনে ঠকঠক শব্দে লাঠির সাহায্যে পা এগিয়ে নিল হৈমীর সামনে। ঝুঁকে এসে ভীত চোখে তাকিয়ে বলল,

-” সব বুঝলাম। কিন্তু তোর মাথায় এই কুবুদ্ধি আসলো কীভাবে? নিজ বুদ্ধিতে তুই এতদূর আগাইছস? ”

হৈমীর চোখ, মুখ বিবর্ণা হলেও ভয়ের লেশমাত্র নেই। ঘন্টাখানেক আগে ভয়হীন এই মুখটা তীব্র ভয়ে বিধ্বস্ত ছিল। অথচ এখন কী ভীষণ শান্ত। ভয়হীন এই শান্তভাবে কিঞ্চিৎ দুঃশ্চিন্তায় পড়ল সূচনা। রান্নাঘরে গিয়ে লেবুর শরবত বানিয়ে আনল দুই গ্লাস। দাদিন একের পর এক প্রশ্ন করলেও হৈমী কোনো উত্তর দিল না৷ সে চুপ করে মায়ের কাঁধে মাথা রেখে বসে রইল। শ্বাস ফেলল ঘনঘন। হামিদা আচমকা ডুকরে ওঠে রুদ্রর আচরণের কথা দাদিনকে জানালো। সব শুনে দাদিন কী বলবে বুঝে ওঠতে পারলো না। শেষে স্বান্তনার বাণী দিয়ে বলল,

-” রুদ্র যা করেছে খুব অন্যায় করেছে। কিন্তু হৈমীও সঠিক কিছু করেনি। রুদ্র যে ধরনের ছেলে এমন ঘটনা শুনে এই তাণ্ডব অস্বাভাবিক কিছু না। ”

হামিদা এই অনাচার মানতে পারলো না। অভিযোগের সুরে বলল,

-” আপনার নাতি তো জেনে-বুঝে ওকে বিয়ে করেছে। ওর মাথায় যে বুদ্ধিশুদ্ধি কম এই কথা সে ভালো করেই জানে। ”

-” আহা রাগ করো কেন? পুরুষ মানুষ রাগের মাথায় ওসব কি হুঁশ থাকে। ”

-” তাই বলে আমার মেয়েটাকে এভাবে মারবে? এখন কি সেই যুগ আছে? ওর একটু ভুল আছে বলে এখনো চুপ করে আছি৷ নয়তো আপনার নাতিকে আমি ছেড়ে কথা বলতাম না৷ তাকে বলে দেবেন যেচে আমরা তার কাছে মেয়ে দেইনি। আমার সহজসরল মেয়েটাকে ভুলিয়ে ভালিয়ে বিয়ে করেছে আপনার নাতি৷ না জানি কোন উদ্দেশ্যে। যা সব দেখছি বুঝছি এতে তো আমার মাথায় ধরছে না কিছুই। ”

দাদিন কিঞ্চিৎ বিরোধিতা করে বলল,

-” এমন ভাবে ভুলিয়ে ভালিয়ে বলছো যে শিশু বাচ্চাকে বিয়ে করেছে। যে বয়সে হৈমীর বিয়ে হলো এই বয়সে আমি এক বাচ্চার মা ছিলাম…”

বাকি কথা বলতে পারলো না দাদিন। আরো একবার কলহ বাজবার ভয়ে সূচনা থামিয়ে দিয়ে বলল,

-” দাদিন তুমি ভাইয়ার দিকে টেনে কথা বলো না। তুমি হয়তো জানো না, ভাইয়া হৈমীকে বিয়ের সময় শর্ত দিয়েছিল কোনোদিন বাচ্চা না নেবার। হৈমী ভাইয়াকে ভালোবেসে এই শর্ত মেনে নিয়েছে। কিন্তু এক্সিডেন্টলি বাচ্চা এসে গেছে! ভাইয়াকে ও কতটা ভয় পায় ভাবো? শুধু ভয় কেন কতটা ভালোবাসে একবার চিন্তা করো৷ ভয় আর ভালোবাসা থেকে ওর ছোটো মাথায় এই চিন্তা এসেছে। কিন্তু আমি ভাবছি ও এতবড়ো পদক্ষেপ একা একা নিল কীভাবে? কারো সাহায্য নিয়েছে নিশ্চিত। ”

এ পর্যন্ত বলে হৈমীর দিকে তাকাল সূচনা। শাশুড়িকে শরবত দিলে সে সেটা খেল না। টি টেবিলে রেখে দিল। হৈমীকে শরবত দিয়ে বলল,

-” এটা খেয়ে নাও। তারপর সত্যি করে বলো তো কার সহায়তা নিয়েছ তুমি? ”

শরবতটি হাতে নিল না হৈমী। সূচনার দিকে এক পলক তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। দোতলার একপাশে কান খাড়া করে দাঁড়িয়ে সমস্ত কথাই শুনল রুদ্র। সূচনার প্রতিটি কথাই তার কর্ণকুহরে তীক্ষ্ণতার সঙ্গে প্রবেশ করল। সুক্ষ্ম নজরে তাকিয়ে রইল হৈমীর দিকে। হৈমী সূচনার প্রশ্নটিকে সম্পূর্ণ অগ্রাহ্য করল। মাথা ধরে বলল,

-” আমি ঘুমাব আম্মু। ”

দাদিন বুঝল শরীর খারাপ লাগছে তার। সূচনাও ধাতস্থ হলো। আরো একটি চিন্তায় পড়ল সে। রুদ্র তো ঘরে দরজা বন্ধ করে দিয়েছে। হৈমী শুবে কোথায়? এ চিন্তা মাথায় আসার পর দোতলায় তাকাতেই চমকে ওঠল৷ রুদ্র থম মেরে তার দিকেই তাকিয়ে। সূচনা ঢোক গিলে হৈমীকে বলল,

-” আমার ঘরে গিয়ে ঘুমাও আজ। ভাইয়া তো রেগে আছে। রাগ কমলে ও ঘরে যেও। ”

সূচনাকে সমর্থন করে হৈমীকে নিয়ে সূচনার ঘরে গেল হামিদা। মা মেয়ে একসঙ্গে শুয়ে পড়ল। হৈমী মায়ের সঙ্গে একটি কথাও বলল না। নিঃশব্দে চোখ বুজল। মস্তিষ্কে মাথাচাড়া দিয়ে ওঠল তখনকার ঘটনাগুলো। রুদ্রর বলা প্রতিটি বিষাক্ত কথাগুলো। দিশেহারা বুকটায় চিনচিন করে ওঠল কেবল একটি প্রশ্ন, ভালোবাসা কোথায়?

রাত পেরিয়ে সকাল হলো। ঘুম ভাঙতেই পাশে মা’কে বসা পেল হৈমী। শুষ্ক মুখটায় মলিন হাসলো সে। আচমকা বলল,

-” খেয়েদেয়ে বাড়ি চলে যাও আম্মু। ভাবি এখানে, ভাইয়ার একা একা কষ্ট হয়ে যাবে। ”

-” কিহ চলে যাব মানে? তোকে একা রেখে চলে যাব আমি অসম্ভব। ঐ গুণ্ডাকে এক বিন্দু ভরসাও আমি করি না৷ এখন বুঝছিস তো কেন আমি চাইনি ওর সঙ্গে তোর বিয়ে হোক। তুই নিজের পায়ে নিজে কেন কুড়াল মারলি মা? তোর ভবিষ্যৎটা অনিশ্চিত হয়ে গেল! স্বামী সুখ নেই, উন্মাদ স্বামী, এরওপর অল্প বয়সে গর্ভবতী হলি। চিন্তায় আমার প্রেশার বাড়ছে। ”

-” চিন্তা করো না আম্মু। আমার কিছু হবে না। ”

-” রুদ্র কী বলছে শুনিসনি? ”

-” শুনেছি। ”

চটপটে উত্তর হৈমীর৷ হামিদা সন্দিহান চোখে মেয়ের দিকে তাকাল। বলল,

-” এতকিছু হয়ে গেল তবুও মেয়ে সিরিয়াস হলি না। কতবড়ো ধকলটা গেল কাল। এখনো গলায় লাল দাগ স্পষ্ট। মেরে ফেলতো তোকে। ”

তাচ্ছিল্য করে হাসলো হৈমী৷ এই হাসিটা কোনো সহজসরল, বাচ্চা মেয়েদের বোধহয় দেওয়া সম্ভব না। হামিদা ঘাবড়ে গেল। তার মেয়েটা অতি দুঃখে পাগল হয়ে গেল কি? সহসা ফুপিয়ে কেঁদে ওঠল সে। হৈমী বিচলিত হয়ে মা’কে জড়িয়ে ধরল। ভরসা দিয়ে বলল,

-” আমার কিছু হবে না আম্মু। তুমি প্লিজ বাড়ি ফিরে যাও। ”

-” তোকে এ বাড়িতে একা ফেলে যাব না আমি। তুই কেন চলে যেতে বলছিস? ”

জেদি স্বর হামিদার। হৈমীর সহজ বাক্য,
-” একা কোথায় ভাবি আছে তো। ”

হামিদার মন সায় দিল না। এক প্রকার জোর করেই দুপুরের পর হামিদাকে বাড়ি পাঠিয়ে দিল হৈমী। মা চলে যাওয়াতে যেন স্বস্তি মিলল তার। সে বুঝে গেছে তার জীবনটা জটিলতায় ঘিরে গেছে। তার অসহায় মা এই জটিলতার মধ্যে পড়ুক তা সে কোনোভাবেই চায় না। ভুল যখন সে করেছে শুধরাবে সে নিজেই। ভুল? হ্যাঁ ভুল। রুদ্রকে অন্ধের মতো ভালোবেসে নিজের মাতৃত্ব ত্যাগের সিদ্ধান্তটি মারাত্মক ভুল ছিল।
_________________
পুরো বেলা কেটে গেল। রুদ্রর মুখোমুখি হতে হয়নি। রাতে ডিনারের সময় মুখোমুখি হলো। সে রুদ্রর দিকে তাকাল বারকয়েক। রুদ্র তাকাল না একবারো। সকলের মধ্যে নীরবে খেয়েদেয়ে চলে গেল রুমে। খাওয়ার সময় হঠাৎ দাদিন বলল,

-” তোর মাথা কুবুদ্ধি খানা কে ঢুকাইছিল বললি না তো? ”

সহসা হৈমীর চোখ চলে গেল রিনার দিকে। সে সামান্য দূরে দাঁড়িয়ে ছিল। চোখে ইশারা করল যেন কোনোমতেই তার নাম না নেয়। হৈমী দীর্ঘশ্বাস ফেলল। তার চোখে দোষী ছোটো কাকি নয়। দোষী সে নিজেই। আর এই দোষের উৎসাহ দাতা একমাত্র রুদ্র। গতকালের সেই মুহুর্ত সে এখনো ভুলতে পারেনি। রুদ্রর ভিন্ন ভিন্ন রূপ দেখতে দেখতে এবার সে বড্ড ক্লান্ত। যার জন্য সে সব ত্যাগ করল কাল সেই চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিল সে কতবড়ো ভুল করেছে। এরপর আর কিছু বলার বা করার থাকে? হাসি পায় না নিজের প্রতি? পায় তো। এই তো তার পাচ্ছে। খুব হাসি পাচ্ছে। প্রানখুলে কখন হাসতে পারবে একটু?

খেয়েদেয়ে ড্রয়িং রুমে গিয়ে বসেছে মাত্র। অমনি গা গুলিয়ে ওঠল। মুখ চেপে ধরে রান্নাঘরের দিকে ছুটতে গিয়ে মাঝপথেই গলগল করে বমি করে দিল। রুদ্র তখন সিঁড়ির মাঝ অবধি গিয়ে থমকে দাঁড়িয়েছে। ঘাড় বাঁকিয়ে হৈমীর দিকে তাকাতেই দেখল সূচনা ছুটে এসে ধরেছে ওকে। বুকচিরে হাঁপ নিঃশ্বাস বেরিয়ে এলো। বাকি সিঁড়ি বেয়ে ওপরে ওঠে গেল। ঝড়ের গতিতে। বেডরুমে গিয়ে ফোন করল বান্ধবী সুবর্ণাকে। জেনে নিল প্রেগ্নেসিতে কোথায়, কোন ডক্টর দেখালে ভালো হবে? বমি বন্ধ হওয়ার জন্য কোন ওষুধ খাওয়াবে ইত্যাদি ইত্যাদি৷ সুবর্ণা গতকাল রাতেই জেনেছে রুদ্রর বউ প্রেগনেন্ট। মাঝরাতে রুদ্রই জানিয়েছে। শুনে এক প্রকার ধাক্কাই খেয়েছে সে। আচমকা জিজ্ঞেসও করে ফেলেছে,

-” এত দ্রুত বাচ্চা নিলি যে? তোর বউ তো মাত্র অনার্সে এডমিশন নিল! ”

গম্ভীর কণ্ঠে রুদ্র উত্তর দিয়েছে,

-” প্ল্যান ছিল না, এক্সিডেন্টলি হয়ে গেছে। ”

বান্ধবীর থেকে সব খোঁজ, খবর নিয়ে সূচনাকে ম্যাসেজ করল সে। আগামীকাল হৈমীকে ডক্টর দেখাতে নিয়ে যেতে আদেশ করল। সূচনা সম্মতি দিয়ে বলল, যাবে। পরের দিন সকালবেলা যখন সূচনা হৈমীকে রেডি হতে বলল, প্রায় দেড়ঘন্টা সময় নিয়ে রেডি হলো সে। অদ্ভুত ব্যাপার হলো , হৈমী আজ শাড়ি পরেছে। মোটামুটি সুন্দর রূপে সাজিয়েছেও নিজেকে। সূচনা হকচকিয়ে গেল। হৈমীর ভাবগতিক ভালো ঠেকছে না তার কাছে৷ তবে বুঝতে পারলো, ওর মাথায় ভয়ানক কিছু চলছে। কিন্তু সেই কিছুটা কী ধরতে পারছে না। নিজেকে সম্পূর্ণ তৈরি করে নেয়ার পর রুম থেকে বেরোনোর সময় হঠাৎ সূচনা বলল,

-” হৈমী? ”

থমকে দাঁড়াল সে। প্রশ্ন সূচকে তাকাল সূচনার দিকে। সূচনা বলল,

-” ভাইয়া সেদিন যাই বলুক মন থেকে বলেনি। রাগের মাথায় বলেছে। তুমি তো ভাইয়াকে চেনো৷ নতুন করে কী বলব আর। আমি আসলে বুঝতে পারছি না কিছু। শুধু এটুকু বলতে পারি যা করেছে মন থেকে নয় নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে বরাবরই ব্যর্থ ভাইয়া। ”

হৈমী আচমকা থামিয়ে দিল সূচনাকে। বলল,

-” দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি চলো ভাবি। ”

সূচনা চুপসে গেল। ধীরপায়ে বেরিয়ে গেল হৈমীর পিছুপিছু। বাড়ির মেইন দরজার সামনে এসে সহসা হৈমী বলল,

-” কে কে যাচ্ছি? ”

সূচনা বলল,

-” তুমি আর আমি। ”

অবাক হলো হৈমী। সহসা বাচ্চাদের মতো করে বলল,

-” তোমার ভাই কোথায়? ”

সূচনা ঢোক গিলে বলল,

-” নিজের ঘরে। ”

চোখমুখ কুঁচকে ফেলল হৈমী। এক প্রকার চিৎকার করে বলল,

-” আমাকে হসপিটাল নিয়ে যাওয়া কি তোমার দায়? যার বাচ্চা সে কোথায়? অন্যের বাচ্চাকে নিজের পেটে বহন করব আমি আর সে ঘরে বসে আরাম আয়েশ করবে। অন্যের বউকে কামলা খাটাবে তা তো হবে না। ”

হৈমীর চিৎকার শুনে সবাই যার যার ঘর থেকে বেরিয়ে এলো৷ রুদ্র বের হলো দ্বিতীয় চিৎকার শুনে।

-” আমার পেটে যার বাচ্চা আছে তাকে ছাড়া হাসপাতালে যাব না আমি! ”

হকচকিয়ে গেল উপস্থিত প্রতিটি সদস্য। সূচনা কিঞ্চিৎ লজ্জা সীমাহীন ভয়ে জর্জরিত হলো। রুদ্রর গম্ভীর চোয়ালদ্বয় পাথরের মতো শক্ত হয়ে ওঠল। তার পরনে ছিল কালো কাবলি রুমে ঢুকে শুধু উষ্কখুষ্ক চুলগুলো পেছনে ঝুঁটি করে নিল। মোবাইল, ওয়ালেট নিয়ে দ্রুত পায়ে নেমে এলো নিচে। সকলের দিকে কঠিন দৃষ্টি ছুঁড়ে দৃঢ় পায়ে হৈমী আর সূচনাকে পাশ কাটিয়ে বেরিয়ে গেল। ভরাট স্বরে সূচনাকে বলল,

-” আয়। ”

দীর্ঘশ্বাস ছাড়ল হৈমী৷ সকলের দিকে তাকিয়ে সকলকে অবাক করে দিয়ে দাঁত কেলিয়ে হাসলো। এরপর সূচনার পিছু পিছু বেরিয়ে গেল। সকলেই হতভম্ব। রুদ্র নয় হৈমীর আচরণে। এই মেয়ের মাথায় চলছে টা কী?

গাড়ির পিছন সিটে সূচনা, হৈমী বসল। রুদ্র গাড়ি স্টার্ট করতেই সূচনা হৈমীর দিকে চেপে বসে বলল,

-” হৈমী তুমি হঠাৎ এমন করছ কেন? ”

-” কেমন করছি? ”

উচ্চস্বরে করা হৈমীর প্রশ্নটিতে গলা শুঁকিয়ে গেল সূচনার। চাপাস্বরে বলল,

-” আরে আস্তে ভাইয়া আছে তো। ”

-” তো কী হয়েছে আবার মারবে? ”

প্রশ্নটা করেই রুদ্রর দিকে তাকাল হৈমী। রুদ্রর দৃষ্টিও লুকিং গ্লাসে স্পষ্ট হয়ে থাকা হৈমীর মুখটায়। হৈমী তীক্ষ্ণ চোখে তাকালেও রুদ্রর ভ্রুজোড়া কুঁচকে গেল। স্টিয়ারিং থাকা হাতদুটো চঞ্চল হলো। গাড়ির স্পিড বাড়ল দ্বিগুণ। রুদ্রর মস্তিষ্কে আচমকা প্রশ্ন ঘুরপাক খেল,

-” হৈমী শাড়ি পরেছে কেন? আর এত সেজেছেই বা কেন? কাল যা ঘটেছে এরপর মনে এত রঙ লাগার কারণ কী। আর এত চ্যাটাং চ্যাটাং কথাই বা শোনাচ্ছে কেন? ”

রুদ্রর মনের কথাগুলো কীভাবে যেন বুঝে গেল হৈমী। সবার মুখে চলতে থাকা বুদ্ধিহীন মেয়েটার বুদ্ধি বোধহয় খুলল। সে আচমকা সূচনাকে বলল। বেশ উচ্চস্বরে,

-” ভাবি জিজ্ঞেস করলে না তো আমি এত সেজেছি কেন? ”

সূচনা হৈমীর বাহু চেপে ধরল। শাসানি সুরে বলল,

-” হৈমী কেন এমন করছ? ”

হৈমী শব্দ করে হেসে ওঠল। অট্টহাসি! রুদ্রর হাতজোড়া কেঁপে ওঠল সে হাসির শব্দ শুনে। সূচনার বুকে কাঁপন ধরল। হৈমী রয়ে সয়ে বলল,

-” পরের উপকার তো অনেক করলাম। ভবিষ্যতেও করব। ভাবছি পাশাপাশি নিজেরও একটা উপকার করি। কী উপকার করব নিজের শুনবে? ”

সূচনা কাঁদো কাঁদো হয়ে ভাইয়ের কঠিন মুখটা দেখে নিল। হৈমীর দিকে অসহায় চোখে তাকিয়ে মাথা নাড়িয়ে অসম্মতি জানালো। অর্থাৎ সে শুনবে না। হৈমী খিলখিল করে হাসতে লাগল। হাসতে হাসতে পেটে ব্যথা লাগল তার। আহ সূচক শব্দ করে রুদ্রর দিকে তাকাল। ড্রাইভিংয়ে মনোযোগ চ্যুত হয়েও হলো না রুদ্রর। ত্বরিত সামলে নিল নিজেকে।

চলবে…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here