সায়র #পর্ব_১৮

0
230

#সায়র
#পর্ব_১৮
#আসরিফা_মেহনাজ_চিত্রা

(অনুমতি ছাড়া কপি করা নিষেধ)
———————–

কিরণের তখন ছয় বছর বয়স। ছোট্ট আদুরে কিরণ ছিল মায়ের চোখের মণি। কিছুটা বোকাও ছিল বৈকি। শান্তশিষ্ট বোকা স্বভাবের কিরণ স্কুলে সবসময় চুপচাপ থাকতো। প্রাক প্রাথমিকে সে তখন পড়তো। সে ছিল ফার্স্ট গার্ল। তা নিয়ে তার আরো দুইজন সহপাঠী খুবই হিংসা করত। কতবার ক্লাস শেষে কিরণকে স্কুলের পেছনে নিয়ে টিজ করেছে হিসাব নেই। কিরণের মসৃণ চুল ধরে টানতো, কিংবা তার পেন্সিল, কলম কেড়ে নিতো, আবার কলম দিয়ে সাদা ড্রেসে আঁকিবুকি করে কিরণের ড্রেস নষ্ট করত। ভীতু কিরণ চুপিচুপি কান্না করতো। মাকেও বলতো না। মেয়ে দুটো হুমকি দিয়েছিল, কিরণ যদি তার মাকে বলে দেয় তাহলে তারা কিরণের বই খাতা ছিঁড়ে কিরণকেও নদীতে ফেলে দিবে। এই ভয়ে কিরণ কাউকে বলত না।

স্কুলে তার কোনো ফ্রেন্ড না থাকলেও বাড়িতে বন্ধু বান্ধবের অভাব নেই। এই পাড়ার ময়না, ওই পাড়ার রাজু, সবার সাথে কিরণের ভাব।

একদিন সে দেখে তার বাসায় নতুন একটা আঙ্কেল। এটা নাকি তার আব্বা। কিরণ কখনো কাউকে আব্বা ডাকেনি। সে জানেনা বাবারা কেমন হয়। তাকে বলেছিল তার আব্বা বিদেশ থাকে। একদিন ঠিক আসবে তার কাছে। সবাই বলে কিরণ নাকি তার আব্বার মতো দেখতে। কিরণ আয়নায় গিয়ে নিজের চেহারা দেখে আর লোকটার চেহারা দেখে বারবার। কই? তার সাথে তো এই‌‌‌ লোকটার চেহারার কোনো মিল নেই! তখন তার মা মমতাজ আঙ্কেলটাকে দেখিয়ে দিয়ে বলে,

‘মা কিরণ, এখন থেকে তুমি ওনাকে আব্বা ডাকবে কেমন? ডাকো, আব্বা বলো।’

কিরণের ছোট্ট মাথায় ঢুকে না কেন তার বাবা এত দেরি করে আসলেন। কেন এতদিন তার কাছে ছিলো না। লোকটি তাকে দুহাত বাড়িয়ে কাছে আসতে বললেন। তার মা তাকে উৎসাহ দিচ্ছে কাছে যাওয়ার জন্য। গুটিগুটি পায়ে কিরণ হেঁটে যায় তার বাবার কাছে। লোকটি দুহাত বাড়িয়ে কিরণকে কোলে তুলে নিলো।

কিরণ জড়তা নিয়ে বলল, ‘আব্বা।’

লোকটির চোখমুখ উজ্জ্বল হলো। কিরণকে বুকে জড়িয়ে ধরলেন। সেই বুকে কিরণ শান্তি খুঁজে পেল হঠাৎ করে। সেও তার ছোট ছোট হাত দিয়ে তার আব্বার গলা জড়িয়ে ধরল। এখন থেকে সে সবাইকে বলতে পারবে তার আব্বা আছে।

কিরণের বাবা তাকে প্রতিদিন স্কুলে নিয়ে যেত। বাবাকে পাশে পেয়ে কিরণের ভয় দূর হলো। সে তার সহপাঠীদের বলল এখন যদি তারা কিছু করে তাকে তাহলে সে তার আব্বাকে বলে সবাইকে পুলিশে দিয়ে দিবে। সহপাঠীরা জেলে ঢোকার ভয়ে কিরণকে কিছু করতে পারত না আর। কিরণ তখন মাথা উঁচিয়ে চলাফেরা করত। কিরণের বাবা সবসময় তার ঢাল হয়ে পাশে থাকতো। সে তার বাবাকে ডাকে সুপারম্যান।

একদিন তার বাবা তাকে নিয়ে গেল কাকন পাড়ায়। এই পাড়া তার গ্রামের তিন গ্রাম পর। সেদিন ছিল ঝড়ো বৃষ্টি। সে আর তার বাবা যাচ্ছে মমতা আন্টিদের বাসায়। বাতাসে মাটির সোঁদা গন্ধ। কিরণের বাবা কিরণকে কোলে নিয়ে কাদা মাটির রাস্তা পার হয়ে কাকন পাড়ায় ঢুকেন। বজ্রপাতের শব্দে কিরণ বাবাকে শক্ত করে ধরে। তার বাবার পিঠ ভিজে গেছে বৃষ্টিতে। ছাতাটা কিরণের দিকে দিয়ে কিরণকে ঘিরে দিয়েছেন যাতে কিরণ না ভিজে।

মমতা আন্টির বাসায় পৌঁছানোর পর কিরণের বাবা দ্রুত একটা তোয়ালে নিয়ে কিরণের মাথা মুছিয়ে দেন, যদিও কিরণ ভিজেনি। কিরণ তার বড় বড় চোখ মেলে বাড়িটাকে দেখল। সে কখনো মমতা আন্টিদের বাসায় আসেনি। এটাই প্রথম। সে চিনেও না মমতা আন্টিকে। তিনি নাকি বাবার কেউ হন। কিরণ ভেতরে গিয়ে দেখল পুরো বাড়িটা অন্ধকার, একটা হারিকেন সামনের রুমে জ্বালানো। বাড়িটা তাদের টিনের ঘরের মতো না, বিল্ডিং। অনেক সুন্দর করে সাজানো। মাঝে মাঝে বিদ্যুৎ চমকে চারপাশ আলোকিত করছে, আবার ধীরে ধীরে অন্ধকার হয়ে যাচ্ছে।

তার বাবা তাকে সোফায় বসিয়ে কোথাও গিয়েছেন জানি। দুই ঝুঁটি করা কিরণ মাথা দুপাশে নাড়িয়ে সোফায় পা দুলিয়ে দুলিয়ে চারপাশটা দেখতে লাগল। তার হাতে ম্যাংগোবার।

হঠাৎ এমন জোরে বিদ্যুৎ চমকালো যে কিরণের ছোট্ট আত্না বেরিয়ে আসার উপক্রম। সে চিৎকার করে উঠল। কান চেপে ধরল দুহাতে। ম্যাংগোবার পড়ে গেল মেঝেতে।

‘মামনি ভয় পেলে নাকি?’

কারো গলার স্বর শুনে কিরণ চোখ মেলে তাকায়। কাউকে দেখতে পায় না অন্ধকারে। তখন আবার বিজলি চমকালো। বিজলির ঝলকানিতে সে দেখলো একজন লোক তার সোফার পাশে দাঁড়িয়ে আছে। লোকটা ঠিক তার বাবার বয়সী। তখন সে তার বাবাকে দেখল পাশে। লোকটা কিরণকে এক পলক দেখে চলে গেল কোথাও।

কিরণের বাবা এসে কিরণের দিকে দুহাত বাড়িয়ে দিতেই সে ঝাঁপিয়ে পড়ল বাবার বুকে। তার বাবা তাকে কোলে করে একটা রুমে নিয়ে গেল। খাটে বসিয়ে তার পাশে বসলেন তিনি। কিরণ দেখল ঐ লোকটা খাটের সামনে চেয়ারে বসে আছে।

‘কিরণ, আম্মু।’

কিরণ বাবার দিকে চায়, ‘জি আব্বা।’

কিরণের বাবা কিরণকে নিজের কোলে বসিয়ে কপালে চুমু দিলেন।

‘আব্বা তোমাকে কত ভালোবাসি জানো?’

কিরণের মুখে হাসি ফুটল। সে হাসি হাসি মুখে বলল, ‘জি আব্বা জানি।’

কিরণের বাবা কিরণের নিষ্পাপ মুখের দিকে চেয়ে বলল, ‘তাহলে বলো তো কত ভালোবাসি?’

কিরণ দুহাত দুইপাশে ছড়িয়ে দিয়ে বলল, ‘এত্তগুলা।’

‘তুমি আমাকে কতগুলা ভালোবাসো?’

কিরণ হাতগুলো আগের চেয়েও টান টান করতে লাগল, ‘এত্ত এত্তগুলো।’

কিরণের বাবা তার মাথায় হাত বুলিয়ে বললেন,

‘এইতো আমার ভালো মেয়ে। এখন শুনো। এই যে আঙ্কেলটা দেখছো না?’

তিনি লোকটার দিকে আঙুল দিয়ে নির্দেশ দিলো। কিরণ তার দিকে তাকাল।

‘এই আঙ্কেলটাও তোমাকে অনেক ভালোবাসে জানো?’

‘আমি তো আঙ্কেলটাকে চিনি না আব্বা।’

‘কিন্তু উনি তোমাকে চিনে, তুমি যখন ছোটো ছিলে তখন থেকে চিনতো। উনি কিন্তু তোমাকে আমার চেয়েও বেশি ভালোবাসে।’

কিরণের কথাটা বিশ্বাস হলো না। তার আব্বার চেয়ে বেশি এই দুনিয়ায় কেউ তাকে ভালোবাসতে পারে না, না না। কিরণের চিন্তিত মুখ দেখে তার বাবা বলল,

‘ঐ আঙ্কেলটা তোমার জন্য অনেক আইসক্রিম কিনে রেখেছে, অনেক চকলেটও আছে।’

কিরণের চোখ চকচক করে উঠে, ‘সত্যি!’

‘হুম, তবে আগে তোমাকে একটা কাজ করতে হবে।’

কিরণের মুখ মলিন হয়ে গেল। চকলেট, আইসক্রিমের জন্য কাজ করতে হয় নাকি? সে জীবনে প্রথম শুনলো।

‘কঠিন কাজ না। ঐ আঙ্কেলটা তোমাকে আজকে একটু আদর করবে। তারপর তোমাকে অনেকগুলো চকলেট দিবে।’

‘আদর?’ কিরণের চিন্তিত স্বরে প্রশ্ন করল।

কিরণের বাবা কিরণের কপালে আর গালে চুমু দিয়ে বলল, ‘এই যে, আব্বা যেমন তোমাকে আদর করি, এই আঙ্কেলটাও তোমাকে এভাবে আদর করবে। তুমিও আঙ্কেলটাকে এভাবে আদর দিয়ে আসো। যাও মা।’

কিরণ বিভ্রান্ত। তার ছোট্ট মাথায় কিছুই ঢুকল না এসব। বাবার জোরাজুরিতে সে আঙ্কেলের কাছে গেল। এক আঙুল মুখে পুরে সে চিন্তা করতে লাগল। বাবার চোখের দিকে তাকাতেই বাবা তাকে চোখের ইশারায় আঙ্কেলের কোলে যেতে বলল। আঙ্কেল নেওয়ার জন্য হাত বাড়াচ্ছেন। কিরণ তার কোলে উঠে গালে দ্রূত একটা চুমু দিয়ে নেমে গেল। একহাত বাড়িয়ে বলল,

‘এবার আমার আইসক্রিম চকলেট দাও।’

কিরণের বাবা রাগী মুখে বললেন, ‘এটা কী করলে? তোমাকে বলেছি না আঙ্কেলের কোলে যেতে?’

কিরণ ভয় পেয়ে গেল। সে কখনোই তার বাবাকে এত রেগে যেতে দেখেনি। সে সোফার সাথে ঘেঁষে দাঁড়াল ভয়ে। লোকটি কিরণের বাবাকে ধমকে উঠলেন,

‘ফারুক! এভাবে কথা বলছো কেন ওর সাথে? দেখলে না ভয় পাচ্ছে কেমন।’

তারপর কিরণের দিকে তাকিয়ে বলল,

‘এখানে আসো আম্মু। তোমার আব্বাকে আমি বকে দিয়েছি। আর তোমাকে বকবে না।’

এই বলে তিনি কিরণকে কোলে নিলেন। কিরণের বাবা শান্ত হয়ে কিরণের কাছে এসে বলল,

‘আব্বার ভুল হয়েছে মা, এমনটা আর করব না। তোমাকে এখন আঙ্কেল আদর করবে, তুমি চুপ থাকবে একদম কেমন?’

কিরণ একবার আঙ্কেলের মুখে আরেকবার বাবার মুখে ফ্যালফ্যাল করে তাকিয়ে বলল, ‘আমার আইসক্রিম লাগবে না আব্বা।’

কিরণের বাবা রাগ সামলাতে গিয়ে লোকটির চোখের দিকে তাকিয়ে শান্ত হন। তিনি কিরণের মাথায় হাত বুলিয়ে বললেন,

‘কেন লাগবে না? তোমার প্রিয় ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম আছে অনেকগুলো। তুমি একদম ভয় পাবে না। আব্বা তো আছি তোমার সাথেই। কেমন?’

তিনি আরো ভুলিয়ে ভালিয়ে কিরণকে বুঝালেন। কিরণ যখন স্বাভাবিক হলো তখন আঙ্কেলটি কিরণকে বিছানায় নিয়ে গেল। তার বাবা সোফায় বসে পড়লেন। লোকটি কিরণের হাতে কতগুলো চকলেট দিয়ে মজার মজার কথা বলে কিরণকে হাসালেন। চুলে বিলি কেটে দিলেন, গালে আদর দিলেন। অতঃপর ধীরে ধীরে কিরণের পায়ে হাত বুলিয়ে পেটে হাত বুলাতে লাগলেন। কিরণ সেই বয়সে ব্যাড টাচ সম্পর্কে অবগত ছিল না। সে ভাবছে তিনিও তার বাবার মতো আদর করছে।

‘আম্মু, আমি তোমাকে তোমার আব্বার চেয়েও আরো বেশি আদর করব। তোমার ভালো লাগবে দেখো।’

কিরণ চকলেট খাওয়ায় ব্যস্ত ছিল। সেই কথা তার কানে গেল না। লোকটি কিরণের জামার ভেতর দিয়ে হাত ঢুকিয়ে বুকে রাখলেন। কিরণ চমকে উঠল। তার বাবা তো তাকে এভাবে আদর করে না। সে আঙ্কেলের হাত সরিয়ে দিতে লাগল,

‘আমার আব্বা এভাবে আমাকে আদর করে না আঙ্কেল। ছাড়ো আমাকে।’

‘আমি তো বলেছি আম্মু, তোমার আব্বার চেয়েও বেশি আদর করব আমি। এটাও একটা আদর। আঙ্কেল কি তোমাকে কষ্ট দিচ্ছি? তুমি কি ব্যথা পাচ্ছ আমার আদরে? বলো?’

কিরণ দুদিকে মাথা নাড়ল।

‘এই আদরে ব্যথা পাওয়া যায়না মামনি।’ বলেই তিনি তার হাত কিরণের আরো গভীরে ছোঁয়ালেন। কিরণ তার বাবার দিকে তাকিয়ে আছে। তার বাবা তাকে আশ্বাস দিচ্ছেন। কিরণের মনে হলো, তার বাবা যখন সাথে আছে তখন ভয় কিসের। তার বাবা তো সুপারম্যান। তার বাবা যেহেতু একা ভালো বলছে তাই এটাই ভালো।

লোকটা কিরণকে খাটে শুয়িয়ে তার অন্তরঙ্গে হাত ছোঁয়ালেন। এভাবে আস্তে ধীরে তিনি চরম পর্যায়ে চলে গেলেন। কিরণ চিৎকার করে উঠল। তার চোখ বেয়ে পানি ঝরছে অনবরত। তার বাবা পাশে এসে তার চুলে হাত বুলিয়ে বিভিন্ন কথা বলে যেতে লাগল। কিন্তু কিরণের যন্ত্রনায় তার মাথায় কিছুই ঢুকছিল না। সে পরপর অনেকবার চিৎকার করে উঠল। ঝড়ের দাপটে তার চিকন কণ্ঠের চিৎকার আশেপাশের কারো কানে গেল না।

সে আর্তনাদ করে বাবাকে ডেকে উঠল, তার সুপারম্যান বাবা তাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দিবে এই আশায়। ‘আব্বা আব্বা ও আব্বা, আমার অনেক ব্যথা করছে আব্বা। আঙ্কেলকে বলো সরতে, আব্বা… ‘

সে অনবরত বাবাকে ডেকেই চলছে। তার আর্তচিৎকার বাবা নামক মানুষটার হৃদয় অবধি পৌঁছাল না। বোধকরি, কান অবধিও যায়নি!

কিরণের ছোট্ট দেহটা নগ্ন অবস্থায় বিছানায় পড়ে। তার চারিদিকে রক্ত মাখা। আঙ্কেল নামক লোকটি তার হাতে কি যেন দিয়েছেন। এটা হাসপাতালে দেখেছে কিরণ। একটা প্যাকেটের সাথে পাইপ লাগিয়ে হাত অবধি দেওয়া। কিরণের দুর্বল চোখজোড়া আধবোজা। সে বিড়বিড় করে বাবাকে ডাকছে। তার চুল এলোমেলো। কোমল শরীরটায় নৃশংসতার ছাপ।

সে আধবোজা চোখে এতটুকু দেখতে পেল, তার আব্বাকে ঐ আঙ্কেলটা কয়েক বান্ডিল টাকা তুলে দিচ্ছেন। তার চোখ বুজে আসছে। শরীর ব্যথা করছে। চৈতন্য হারাবার মুহুর্তে সে আবছা করে শুনতে পেল ঐ লোকটা বলছে,

‘কালকে আবার, ডাবল পাবে..’

সকালে কিরণের যখন ঘুম ভাঙল সে দেখল তার গায়ে নতুন জামা। বাহিরে এখনো ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। ঐ পাইপটা এখনো তার হাতে লাগানো। সে উঠে বসার চেষ্টা করল। পারল না। গতকালকের ব্যথা অনেকটা কমেছে। তার মনে হয় তার গায়ে কেউ আগুন জ্বালিয়ে দিয়েছিল। একবার চুলার কাছে লাকড়ি দিয়ে দুষ্টুমি করতে গিয়ে হাতে আগুন লেগেছিল। সেইরকম ব্যথা তার শরীরে।

সে দেখল তার বাবা দরজা খুলে আসছে। তার মুখে লেপ্টে আছে চওড়া হাসি। হাতে কত রকমের খাবার। তিনি এসে কিরণকে ধরে উঠে বসিয়ে দিলেন। কিরণ বাবাকে শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। কান্নার তোড়ে সে কিছু বলতে পারল না। শুধু বলল, ‘আব্বা..আব্বা…ঐ… ‘

কিরণের বাবা তার কপালে চুমু দিয়ে জড়িয়ে ধরে বলল,

‘কিচ্ছু হয়নি আম্মু। দেখছো না তোমার জন্য কত্ত মজার মজার খাবার এনেছি। তোমার জামাটা দেখছো? তুমি না পরীর ড্রেস পরতে চাইছিলে? আব্বা তো কিনে দিতে পারিনি। ঐ আঙ্কেলটা তোমাকে দিয়েছে। আরো অনেক পরীর ড্রেস আছে তোমার জন্য।’

এই বলে তিনি কিরণের চোখ মুছিয়ে দিলো। কিরণ হেঁচকি তুলতে লাগল শুধু।

আঙ্কেলটা আবার রুমে আসলেন। কিরণ তাকে দেখে আতঙ্কে বাবাকে জড়িয়ে ধরল। বাবা অভয় দিয়ে বললেন,

‘তুমি যে কালকে আঙ্কেলকে খুশি করেছো তাই আঙ্কেল তোমাকে এতকিছু দিয়েছে। আঙ্কেলকে একটা ধন্যবাদ দাও।’

কিরণ তার বাবার বুকে মুখ লুকিয়ে রাখে। তার ভয় করছে ঐ আঙ্কেলটাকে।

কিরণ দুপুরের খাবার খাচ্ছিল। তার পাতে কয়েক রকমের খাবার। সে হা করে দেখছে। তার বিশ্বাস হয় না এত খাবার যে তার জন্য। আগে তো সবসময় ডাল আর আলু ভর্তা দিয়ে ভাত খেত। বড়জোর হলে এক টুকরা মাছ জুটতো কপালে। অথচ আজ কত খাবার, মুরগীর মাংস সাথে আরো কত কী, কিরণ তার নামও জানে না।

কিরণরা নাকি এখানে তিনদিন থাকবে। নোকিয়া বাটন ফোনে মায়ের সাথে কথা বলার মুহুর্তে তার বাবা তাকে বলেছিল,

‘গতকাল যা যা হয়েছে তা কিন্তু ভুলেও মা কে বলবে না। বললে কিন্তু আব্বা অনেক কষ্ট পাবো।’

কিরণ তার আব্বাকে কষ্ট দিতে চায় না। তার আব্বা তার কাজে কষ্ট পাবে সে এটা হতেই দিবে না। তাই সে আব্বা যা যা শিখিয়ে দিলো, মাকেও তা তা বলল।

পরদিন রাতে আবার আঙ্কেলটা তার রুমে আসলেন। তাকে সেই আগের ন্যয় আদর করলেন। কিরণের এবার খুব ব্যথা লাগল। আঙ্কেলটাকে কেমন যেন রাক্ষসের মতো লাগল। ঠাকুরমার ঝুলিতে যেমন রাক্ষস থাকে তেমন। সে এবার আরো বেশি চিৎকার করল। কিন্তু এবার তার বাবাকে দেখতে পেল না সে। আঙ্কেলটা দরজা আটকে দিয়েছে। বৃষ্টির ছাটে জানালার পর্দা ভিজে চুপচুপে। কিরণ আঙ্কেলটাকে কান্নারত কণ্ঠে অনুরোধ করল,

‘আমার আব্বাকে আসতে বলুন আঙ্কেল, আমি আব্বার কাছে যাব। আব্বা..’

‘আমি আছি তো মামনি। তোমার আব্বা ভাত খাচ্ছে। খাওয়ার সময় কাউকে ডিস্টার্ব করতে নেই।’

কিরণ আঙ্কেলটার পা জড়িয়ে ধরে বসে পড়ল,

‘আঙ্কেল, আব্বাকে…আব্বাআআ… ‘

কিরণের গলা ভেঙে আসছে। বুক ধড়ফড় করছে ভয়ে। চোখে আকুতি মিনতি। চেহারা নীলবর্ণ ধারণ করেছে ভয়ে। তা দেখে আঙ্কেলের মন গলল না। তিনি এবার জোর করে কিরণকে খাটে ছুঁড়ে মারলেন। আকাশ গর্জন করে উঠল ক্ষণে ক্ষণে, বিজলি চমকায়। লোকটা পাষাণের ন্যায় খুবলে খুবলে খেল কিরণের কোমল দেহটা। কিরণ একসময় ভয়ে, যন্ত্রণায় আবার জ্ঞান হারাল।

কিরণ যখন নিজের বাড়িতে ফিরে তখন তার বাবা তাকে কসম কেটে বলেছিল, এসব যাতে কাউকে না বলে। মাকেও না। যদি বলে কেমন ঘুরেছ, তাহলে যাতে সে বলে আঙ্কেল আন্টি অনেক ভালো। তাকে অনেক আদর করেছে। অনেক ভালো ভালো খাবার খাইয়েছে।

এই ঘটনার বেশ কয়েকদিন কিরণ কেমন মনমরা হয়ে থাকত। কারো সাথে মিশতো না, ঠিক মতো খেত না। চোখমুখ শুকিয়ে দেবে গিয়েছে। কিরণের বাবা কিরণের এই অবস্থা দেখে তাকে অনেক জায়গায় ঘুরিয়ে আনলো। অনেক মজার মজার খাবার দিলো। তাকে অনেকদিন বিভিন্ন জিনিসে ডুবিয়ে রেখে তার মন ভালো করল, পাছে তিনি ধরা পড়ে যান।

কিরণ আবার হাসিখুশি জীবনে ফিরে এলো। তার ক্ষুদ্র মস্তিষ্কে ঐ ঘটনা এখন হানা দেয় না। প্রতিদিন তার বাবা তাকে তার পছন্দের জিনিস কিনে দেয়। আগে কিনে দিতে পারতো না, কিন্তু এখন দেয়।

কিরণের তখন নয় বছর। তার নাকি একটা ছোট্ট ভাই আসবে শুনেছে। কিরণের মা তার নামও ঠিক করে রেখেছে। কিয়াদ। কিরণের নামের সাথে মিলিয়ে রাখবে। তা শুনে কিরণের কী খুশি! সে সারাঘর মাতিয়ে রাখতো তার ভাই আসবে শুনে। ভাইয়ের জন্য মাটি দিয়ে হাড়িপাতিল তৈরি করত সে। এগুলোয় রান্না করে ভাইকে খাওয়াবে।

তখনও ছিল বর্ষাকাল। টিনের চালে ঝংকার তুলে বৃষ্টির ফোঁটা আগ্রাসীভাবে পড়ছে। কিরণ একহাতে পুতুল জড়িয়ে বৃষ্টির আওয়াজ শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছে। মাঝরাতে হঠাৎ শরীরে কারো স্পর্শ অনুভূত হতেই ঘুম ভেঙে যায় কিরণের। সে দেখে তার আব্বা তাকে জড়িয়ে ধরে আছে।

‘আব… ‘

‘শশ।’ কিরণের বাবা কিরণের মুখ চেপে ধরে আছে।

‘কিরণ মা, কথা বলো না। আজকে আব্বা তোমার সাথে ঘুমালে তুমি কি রাগ করবে? আজকে আব্বার ভয় করছে অনেক।’

কিরণের বাবা কখনোই তার সাথে ঘুমাতেন না। কিন্তু তার সুপারম্যান আব্বার ভয় লাগছে শুনে সে অনেক অবাক হলো। বাবাকে জড়িয়ে ধরে বলল,

‘আব্বা তোমার কেন ভয় লাগছে?’

‘এই যে কেমন বিদ্যুৎ চমকায়।’

‘তাহলে তো মায়েরও ভয় লাগছে।’

‘না, তোমার মায়ের ভয় লাগে না, তোমার মায়ের সাথে তো তোমার ভাই আছে। তাই আমি আজ আমার কিরণের সাথে থাকব।’

‘আচ্ছা।’

কিরণ আবার পুতুল জড়িয়ে ধরে শুয়ে পড়ল। কিরণের বাবা কিরণকে নিজের দিকে ফিরিয়ে বললেন,

‘আম্মু, তোমার আব্বার ভয় লাগছে অনেক। তুমি আব্বাকে আদর করে দেবে না?’

কিরণ স্বভাবসুলভভাবে ফারুকের কপালে চুমু দিয়ে আবার শুয়ে পড়ল।

‘এই আদর না কিরণ। আমি তোমাকে আরেকটু বেশি আদর করব।’

‘সেটা কী আব্বু?’

‘তবে প্রমিস করো তুমি তোমার আম্মুকে বলবে না। তাহলে তোমাকে মেলায় নিয়ে যাব।’

‘আচ্ছা, প্রমিস।’

কিরণের বাবা এবার কিরণকে বাজেভাবে ছুঁতে লাগল। সেই মুহুর্তে কিরণের ঐ রাক্ষস আঙ্কেলটার কথা মনে পড়ল। সে বাবাকে সরিয়ে দিতে দিতে বলল, ‘আব্বা কী করছো?’

কিরণের আব্বা বিড়বিড় করে কী বলল কিরণ শুনল না। তার মুখ পাংশুটে হয়ে গেল ভয়ে। কিরণকে তার আব্বা জোর জবরদস্তি করতে লাগল। কিরণের লঘু শরীরের শক্তি তার বাবার শক্তির সাথে পেরে উঠল না। সে গলা ফাটিয়ে চিৎকার করছে, গলা কাটা মুরগীর মতো হাত পা নাড়িয়ে তড়পাচ্ছে। তার আব্বা তার সাথে ঐ রাক্ষসটার মতো করবে সেটা সে ভাবেনি। তার বাবা তার সুপারম্যান। বাবা কেন তার সাথে এমন করছে?

কিরণের মায়ের ঘুম ভেঙে গেল হঠাৎ। দেখলেন পাশে তার স্বামী নেই। এটা তার দ্বিতীয় বিয়ে। কিরণের দুমাসের সময় কিরণের বাবা মারা যায়। তারপর পরিবারের জোরাজুরিতে তিনি ফারুককে বিয়ে করেন। ফারুক একটা অফিসের দারোয়ান।

কিরণের মা ফারুককে খুঁজতে উঠেন। ভাবেন হয়তো বাথরুমে গেছে। তিনি জানালা খুলে দেখেন বাহিরে ঝড় বইছে। এই ঝড়ে মানুষটা একা একা গেল? লাইটাও নিল না সাথে। কিরণের মা ডাইনিং রুমে আসতেই ক্ষীণ চিৎকার তার কানে বাজে। চিৎকারটা কিরণের রুম থেকে আসছে। বৃষ্টির আওয়াজে তিনি ভালো করে শুনেন না। তাই কিরণের রুমের দিকে এগিয়ে গেলেন। যেতেই তার ভেতরের হৃৎপিন্ডটা বেরিয়ে যাওয়ার উপক্রম। তিনি বুকে হাত দিয়ে বসে পড়লেন। শ্বাস নিতে লাগলেন বড় বড়।

ফারুক তার মেয়ের রুমে তার মেয়েকে ধ’র্ষণ করছে। কিরণের দেহটা চাপা পড়ে আছে ফারুকের শরীরের নিচে।

কিরণের মা দ্রুত উঠে লাইটটা অন করে ফারুকের মুখের দিকে দিলেন। হঠাৎ আলো লাগায় ফারুক চমকে উঠে। নিজের স্ত্রীকে দেখে থতমত খেয়ে যান তিনি।

কিরণের মা মুখে হাত দিয়ে কান্না করে দেন,

‘কিরণের বাপ। তুমি এটা কী করলে?’

ফারুক দ্রুত উঠে লুঙ্গি পরে নেন। ভয় না পেয়ে সোজা গিয়ে মমতাজের টুঁটি চেপে ধরেন। কটমট করে বললেন,

‘খা’নকি মা’গী, একটা কথা মুখ দিয়া বাইর হইব তো তোর আর তোর মাইয়ার লাশ কালকে নদীতে ভাসামু আমি। একটা কথাও কবি না। মুখ বন্ধ রাখবি। নাইলে পেটেরটাও হারাবি।’

এই বলে মমতাজকে ছেড়ে চলে গেলেন। মমতাজ এগিয়ে যায় তার মেয়ের পানে। কিরণ হাত পা নাড়িয়ে ছটফট করছিল আর মাকে ডাকছিল।

‘মা, ও মা, আব্বা অনেক খারাপ…’

কিরণের মা কিরণকে উঠিয়ে শক্ত করে জড়িয়ে ধরেন নিজের বুকে। ভেবেছিল তার কিরণটা বাবার ভালোবাসা পাবে, কিন্তু এখন তো…! তার প্রথম স্বামী মেয়ের নাম রেখেছিলেন কিরণ। কারণ তার মেয়ে তার জীবনে আলো এনে দিয়েছেন।কিন্তু মমতাজ কিরণের জীবনে কিরণ আনতে পারেননি।

কিরণ তখন কাঁদতে কাঁদতে বলল,

‘আব্বা ঐ রাক্ষসটার মতো হয়ে গেছে মা… ঐ রাক্ষসটাও আমার সাথে এমন করেছে।’

কিরণের মা কিরণকে সামনে বসিয়ে ভ্রূকুটি করে বললেন, ‘রাক্ষস মানে? কী হইছে তোর সাথে, সবটা বল।’

কিরণ সবটা বলে দিল। শুনে তার মা স্তব্ধ বনে গেল। তার মেয়েটার সাথে এতকিছু হয়ে গেল অথচ তিনি মা হয়ে জানলেন না? কেমন মা তিনি? এইজন্যেই ফারুকের কাছে এত টাকা ছিল? আর ফারুক কিনা বলে সে আলাদা ব্যবসায়ের লাভ পায়! এই তার ব্যবসা? ছোট্ট মেয়েটাকে অন্য লোকের থাবায় পাঠিয়ে টাকা উপার্জন করে? তার ছোট্ট কিরণটা কতকিছু সহ্য করল এই ছোট্ট জীবনে? মমতাজের তখন ইচ্ছা করছিল কিরণকে গলা টিপে মে’রে নিজে ফাঁ’সি দিতে। মেয়েটার এই কষ্ট তিনি কীভাবে সইবেন? কিন্তু যখন তার পেটের ছেলেটার কথা মনে পড়ে তখন পাপ ক্জ করা থেকে নিজেকে বিরত রাখেন।

মমতাজ নিরুপায় ছিলেন। তার পরিবারের কেউ নেই। বাবা মা মারা গেছেন। ভাই বোন কেউ নেই। ফারুক তাড়িয়ে দিলে তিনি পেটেরটাকে নিয়ে কোথায় যাবেন? নিজেও খেটে খেতে পারেন না। তাই তিনি পরদিন সকালে ফারুককে না জানিয়ে পাশের বাসার এক মহিলাকে দিয়ে কিরণকে হোস্টেলে পাঠিয়ে দিলেন। ফারুক এসে তা জেনে অনেক মারল মমতাজকে। কিন্তু তাও মমতাজ মুখ খুললেন না কিরণের ব্যাপারে।

সময় যত যেতে লাগে কিরণের ততই চুপচাপ হতে থাকে। তখন থেকেই সে বোডিং এ থাকে। তার মা মাসে এক দুবার লুকিয়ে এসে দেখে যায় তাকে। সাথে আনে ছোট্ট ভাইটাকে। কিরণ তার ভাই ছাড়া আর কারো সাথেই তেমন মেশে না। সময়ের পরিক্রমায় কিরণ বুঝতে পারে যে সে রেইপড হয়েছে ঐ লোকটা এবং তার বাবা নামক নরপশুর কাছে। বাবা না, সৎ বাবা হবে। বোঝার পর কিরণের জীবনও বদলায়। আগের হাসিখুশি কিরণ মুখ গোমড়া করে রাখে এখন। হোস্টেলে নিজের মতো করে থাকে। খেলে না, মুখ গম্ভীর হয়ে থাকে তার, মনমরা করে রাখে, কেউ নরমাল কথা বললেও সে খিটমিটে হয়ে যায়, মারামারি করে। বাবা নামটার উপর তীব্র ঘৃণা জন্মে। শেষ কবে সে মুখ ফুটে হেসেছে বলতে পারবে না সে। সুখ নামক জিনিসটা তা জীবন থেকে হারিয়ে যায়। জীবনের ছন্দপতন হয়।

.
.
চলবে…

[সকলের মন্তব্য আশা করছি।]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here