নিশির_অন্তিম_প্রহরে #পর্বঃ০৫,০৬

0
239

#নিশির_অন্তিম_প্রহরে
#পর্বঃ০৫,০৬
#লেখিকাঃঅনন্যা_অসমি
০৫

সামনের ফাঁকা জায়গায় রাখায় দোলনাটাতে হা রিনের সাথে বসেছিলো এনাক্ষী। মিশুক স্বভাবের মেয়ে হা রিন সহজেই যেকোন মানুষের সাথে মিশে যায়।

” আচ্ছা হা রিন তুমি কি লি রিনকে চেনো?”

” হুম। লি রিন অন্নি (আপু) অনেক ভালো, আমাকে প্রতিদিন চকলেট দিতো। কিন্তু আমি এখন অন্নির সাথে রা’গ করেছি।” মুখ গো’মড়া করে বললো হা রিন।

” ও মা কেন?”

” কারণ ওম্মা(মা) বলেছে অন্নি নাকি অন্য জায়গায় চলে গিয়েছে৷ কিন্তু তুমি তো জানোনা অন্নি যাওয়ার সময় আমার সাথে একবারো দেখা করে যায়নি। তার নতুন বাসাও আমি চিনিনা। এনা অন্নি লি রিন অন্নির কি আর আমার সাথে দেখা করতে আসবে না?” মন খা’রা’প করে বললো হা রিন। হা রিনের কথা শুনে এনাক্ষীর মন খা’রা’প হয়ে গেলো।

” ইশ…. বাচ্চাটা লি রিন মেয়েটাকে কত ভালোবাসে, কত অভি’মান করে আছে সে। কিন্তু সে কি আর জানে তার লি রিন অন্নি আর এই পৃ’থিবী’তে নে’ই। বাচ্চাটা যখন জানতে পারবে তার অন্নি আর বেঁ’চে নেই তখন কি সে নিজে সামলাতে পারবে?” মনে মনে ভাবলো এনাক্ষী।

” এনা অন্নি, কিছু বলছো না কেন?”

” মন খা’রা’প করোনা হা রিন। এখন থেকে আমি তোমাকে চকলেট দেবো। যখনই তোমার লি রিন অন্নির কথা মনে পড়বে তুমি আমার কাছে চলে আসবে।”

এনাক্ষীর কথা শুনে হা রিন খুশী মনে মাথা নাড়লো। পরবর্তীতে এনাক্ষী আর কিছু বলবে তখনই হা রিন দোলনা থেকে নেমে সামনের দিকে দৌড় দিলো। এনাক্ষী তাকিয়ে দেখলো হা রিন একটা ছেলের সামনে দাঁড়িয়েছে।

” আনেং ওপ্পা।” (হ্যালো ভাইয়া) হাসি মুখে ছেলেটাকে বললো হা রিন। ছেলেটা হা রিনের মাথায় হাত বুলিয়ে দিলো।

” কেমন আছো হা রিন?”

” আমি ভালো আছি৷ এসো তোমার সাথে আমার নতুন অন্নিকে পরিচয় করিয়ে দি।”

ছেলেটিকে টেনে এনাক্ষীর সামনে নিয়ে এলো হা রিন। এনাক্ষী উঠে দাঁড়ালো।

” এনা অন্নি, এটা হচ্ছে ফিলিক্স ওপ্পা। লি রিন অন্নির মতো ফিলিক্স ওপ্পাও আমাকে অনেক আদর করে।”

” আনেংহাসেও। জোনেন এনাক্ষী ইমনিদা।” ( হ্যালো, আমার নাম এনাক্ষী।)

” আনেংহাসেও, ফিলিক্স এরি ইমনিদা।বানগাপসিমনিদা।” ( হ্যালো, আমি ফিলিক্স। তোমার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো।”)

এনাক্ষী ফিলিক্স নামের ছেলেটাকে ভালো করে দেখলো। কোরিয়ানদের থেকে একটু চাপা তার গায়ের রং, কোঁকড়ানো চুল, চোখে চশমা। তার চেহারা এবং হাবভাব দেখেই এনাক্ষী বুঝতে পেরে গেলো এটা কোন বোকাসোকা ধাঁচের ফরেনার।

” কোন দেশ থেকে এসেছো?”

” ফ্রান্স, তুমি তো ইতালি থেকে এসেছো তাই না?”

” তুমি কিভাবে জানলে?”

ফিলিক্স নামক ছেলেটি হাসলো।

” থাকতে হলে খোঁজখবর রাখতে হয়। দোতালার কায়ানের সাথে তো তোমার খুব ভাব।”

ফিলিক্সের কথা শুনে এনাক্ষী এবার চমকে গেলো।

” তুমি কি করে জানলে?”

” ওইযে বললাম খোঁজখবর রাখতে হয়।”

” তুমি লি রিনকে চেনো?”

” হুম কেন চিনবোনা৷ অনেক ভালো একটা মেয়ে ছিলো। খুব মিষ্টি করে হাসতো কিন্তু কে জানতো সে এভাবে আমাদের ছে’ড়ে চলে যাবে। খুব মিস করি তাকে।” মাথা নিচু করে বললো ফিলিক্স। লি রিনের কথা শুনে যে ফিলিক্স মন খারাপ করে ফেলবে তা এনাক্ষী বুঝতে পারেনি।

” সরি, আমি বুঝতে পারিনি তুমি ক’ষ্ট পাবে।”

” ইট’স ওকে। আমি আজ আসি, পরে কোনদিন দেখা হবে। সা’বধা’নে থেকো।”

ফিলিক্স ছেলেটা এনাক্ষীকে কোন কথা বলার সুযোগ না দিয়ে দ্রুত বিল্ডিংয়ের ভেতর চলে গেলো। এনাক্ষী হতভম্ব হয়ে গেলো তার কাজে।
.
.

এখান প্রায় সন্ধ্যা হতে চলেছে। জানালা দিয়ে এনাক্ষী দেখেছে কায়ান অফিস থেকে ফিরে এসেছে। কায়ানকে তাড়াতাড়ি ফিরতে দেখে এনাক্ষী খুশি হলো কারণ একা একা থাকতে তার ভালো লাগেনা। ভার্সিটিও এখনো যাওয়া হয়নি যে একটা বন্ধু বানাবে। এই পুরো শহরে কায়ানই একমাত্র ব্যক্তি যার সাথে এনাক্ষী মন খুলে বাংলায় দু’টো কথা বলতে পারে।

কিছুসময় পর এনাক্ষী কায়ানের দরজায় নক করলো। কায়ান দরজা খুলে কিছু বলবে তার আগেই এনাক্ষী হাসিমুখে বললো,

” বাইরে যাবে?”

কায়ান কিছুটা সময় চুপ করে এনাক্ষীকে তৈরি হয়ে আসতে বললো।

কায়ান আর এনাক্ষী এসেছে সউলের একটা অন্যতম পরিচিত জায়গা Gwangjang Market। এই মার্কেটে বর্তমানে অনেক ভিতর, সেইসাথে বিভিন্ন রকম খাবারের গন্ধ চারিদিকে মৌ মৌ করছে।

এনাক্ষী দাঁড়িয়ে অপেক্ষা করছে কায়ান কখন আসবে। অবশেষে দীর্ঘ বিশ মিনিট দাঁড়িয়ে থাকার পর কায়ান একটা প্যাকেট নিয়ে এলো। অনেকক্ষণ ভীড়যুক্ত লাইনে দাঁড়িয়ে থাকার ফলে এই শীতেও কায়ান ঘেমে গিয়েছে৷ কায়ানের ঘামার্ক্ত মুখশ্রী দেখে এনাক্ষীর খা’রা’প লাগলো কারণ সেই বলেছিলো সে bungeo-ppang খাবে। মূলত এই খাবারটা আনার জন্যই কায়ানকে এতোটা সময় দাঁড়িয়ে থাকতে হয়েছে। এনাক্ষী কোটের পকেট থেকে রুমাল বের করে কায়ানের দিকে এগিয়ে দিলো। প্যাকেটটা এনাক্ষীকে দিয়ে মুখ মুছে নিলো কায়ান।

” সাবধানে খেও, গরম খাবারগুলো।”

কিন্তু এনাক্ষী নতুন খাবার টেস্ট করার জন্য এতোটাই আগ্রহী ছিলো যে প্যাকেট থেকে বের করেই কামড় বসিয়ে দিয়েছে। যার ফলে অত্যাধিক গরম থাকায় এনাক্ষী হালকা চিৎকার করে উঠলো।

” বলেছিলাম গরম, মাত্রই তৈরি করেছে। একটু সাব’ধানে খাবেনা। দেখি মুখটা এদিকে করো।”

কায়ান এনাক্ষীর মুখটা নিজেদের দিকে করে ঠোঁটে হালকা হালকা ফু দিয়ে লাগলো যেন সে একটু আরাম পায়।

” জ্বা’লা কমেছে?”

” হুম।”

” মানুষ কেমন করে যে এতোটা বোকা হতে পারে ঈশ্বর জানেন। মাঝে মাঝে আমি এটা ভেবে অবাক হয় এতো বোকা মেয়ে কি করে ইতালি থেকে এতোদূর একা পড়াশোনা করতে এসেছে। তুমি যে এতোদিনে কোথাও হা’রিয়ে যাওনি সেটা ভেবেই আমি অবাক হয়।”

” আমি কি ছোট বাচ্চা নাকি যে হা’রিয়ে যাবো? তুমি না বেশি কথা বলো, চলো এখন। দেখি সামনে কি কি আছে।”

কায়ান এনাক্ষীর হাত ধরে সামনে এগিয়ে গেলো। হাত ধরেছে কারণ ভীড়ের মধ্যে তারা আলাদা হয়ে যেতে পারে, তারউপর এনাক্ষী ভালো মতো জায়গাটা চেনেনা।

কপালে হাত দিয়ে বসে আছে হান। লি রিনের মা’র্ডা’রের কোন কিছুই করতে পারেনি তারা। একটা সূত্রও হাতে আসেনি তাদের।

” স্যার লি রিনকে নিয়ে চিন্তা করছেন বুঝি?” কাং হু বললো।

” হুম। এতোদিন হয়ে গেলো এখনো কোন কিছু আমরা করতে পারিনি। যেখানে ছিলাম সেখানেই আট’কে আছি।”

” স্যার আমি একটা কথাই বুঝতে পারছিনা খু’নি ঘরে ঢুকলো কিভাবে? দরজার লক তো ঠিক ছিলো, আর কেউ নিশ্চয়ই নিজের মেইন ডোরের পাসওয়ার্ড কাউকে দেবে না।”

” হতে পারে খু’নি মেয়েটাকে স্ট’ক করেছে অনেকদিন ধরে। আর মেয়েটা যখন পাসওয়ার্ড টাইপ করেছিলো তখন খু’নি কোনভাবে তা দেখেছে।”

” কিন্তু কিভাবে স্যার? দরজার আশেপাশে তো সিসিটিভি নেই। আবার এটা হয়নি তো স্যার যে খু’নি মেয়েটার পরিচিত কেউ। আর সেদিন মেয়েটা নিজেই দরজা খুলেছিলো।”

” হুম হতে পারে কিন্তু এরকম একটা মেয়ের সাথে কার শ’ক্রতা থাকতে পারে যে এরকম করে ক’ষ্ট দিয়ে মেরেছে? কাং হু তুমি আরেকবার মেয়েটার ফ্রেন্ড, ফ্যামিলি ফ্রেন্ড, কাজিন সবার সম্পর্কে খোঁজ নাও। এখন পর্যন্ত আমরা কোন সূত্র পাইনি। আমার কেন যেন মনে হচ্ছে এটা খুবই প্রোফেশানাল কোন ব্যক্তির কাজ।”

ঘুরাঘুরি শেষ করে কায়ান এবং এনাক্ষী যখন বিল্ডিং এর কাছাকাছি এসে পৌঁছেছে তখন কায়ানের একটা ফোন এলে, কায়ান এনাক্ষীকে বাড়িতে চলে যেতে বলে। এনাক্ষীও কোন প্রশ্ন না করে চলে আসে। পাসওয়ার্ড টাইপ করে দরজা খোলার পর যখনই সে ঢুকবে তখন এনাক্ষীর মনে হলো কেউ তাকে দেখছে। এটা ভাবতেই তার পিঠ বেয়ে শীতল রেখা বয়ে গেলো। ভ’য়ে এনাক্ষী আর পেছন ফিরে তাকালোনা, দ্রুত ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিলো। অন্যদিকে এনাক্ষীকে ভ’য় পেতে দেখে ব্যক্তিটি হেসে সরে গেলো।

চলবে…..

#নিশির_অন্তিম_প্রহরে
#পর্বঃ০৬
#লেখিকাঃঅনন্যা_অসমি

বিল্ডিং এর ছাদে এককোণে বসেছিলো এনাক্ষী। সেইসময় কেউ এসে বললো,

” আমি কি বসতে পারি?”

এনাক্ষী মাথা তুলে দেখলো তার পাশে ফিলিক্স দাঁড়িয়ে আছে। এনাক্ষী একটু সাইডে সরে গেলো। বসার অনুমতি পেয়ে ফিলিক্স ধপ করে বসে পড়লো।

” সবার সাথে তো তুমি খুব কথা বলো তাহলে আমাকে দেখলেই চুপ হয়ে যাও কেন? আমি বুঝি দেখতে খা’রা’প?”

” হে ঈশ্বর আমি এটা কবে বললাম? সেরকম কিছু না। আমি তোমাকে ঠিক মতো চিনি না তো তাই আরকি।”

” ও আচ্ছা৷ একা থাকতে ভ’য় করে না?”

” ভ’য় কেন করবে?”

” কিছুদিন আগে যা হলো যদি তোমার সাথেও হয় তখন?”

ফিলিক্সের কথা শুনে এনাক্ষীর বুক ধ’ক করে উঠলো। কিন্তু সে নিজের ভীত হওয়াটা প্রকাশ করলোনা।

” আমি কেন ভ’য় পাবো? আমি তো এখানের কাউকেই চিনিনা, তাহলে আমার সাথে এরকম কেন হবে?”

ফিলিক্স কিছু না বলোনা, উঠে দাঁড়িয়ে ঝুঁ’কে ছাদ থেকে নিচে তাকালো। তার দেখাদেখি এনাক্ষীও উঠে দাঁড়ালো।

” কি দেখছো?”

” উপরের থেকে দেখতে জায়গাটা সুন্দর লাগছেনা?”

” হুম অনেক সুন্দর লাগছে।”

” ধরো কিছুক্ষণ পর জায়গাটা লাল রঙে ছেঁয়ে গেলো। তখনও কি তোমার কাছে এরকমই সুন্দর লাগবে?”

” কিন্তু কেন লাল রঙে পরিণত হবে? আজকে কি কোথাও রং করতে আসবে নাকি?”

” রং নয় তোমার র”ক্তে। ধরো আমি এখন তোমাকে এখান থেকে ধা”ক্কা মারলাম তখন তো তোমার র”ক্তে জায়গাটা লা”ল হয়ে যাবে। তখনও কি তুমি জায়গাটা দেখে সুন্দর বলবে?”

ফিলিক্সের এই ধরনের অদ্ভুত কথা শুনে এনাক্ষী ঘা’ব’ড়ে যায়। তার কণ্ঠনালী কাঁপতে শুরু করেছে।

” কিসব বলছো তুমি?”

ঘুরে থাকালো ফিলিক্স, তার দৃষ্টিতে অদ্ভুত কিছু দেখছে এনাক্ষী। ধীর পায়ে এনাক্ষীর দিকে এগিয়ে যেতে থাকলো সে। ভ”য়ে এনাক্ষী নিজের অজান্তেই পিছিয়ে যাচ্ছে। একসময় তার পা দেয়ালের সাথে আঁটকে গেলো।

” ফিলিক্স তুমি এরকমটা করোনা, প্লিজ।”

ফিলিক্স আস্তে আস্তে নিজের হাতটা এনাক্ষীর দিকে এগিয়ে আনছে। এনাক্ষী চোখ বন্ধ করে একমনে তার ঈশ্বরকে ডেকে চলেছে। এবার ফিলিক্স তাকে ধাক্কা দিয়ে দিলো।

” মা……”

” হাহাহা……”

কারো তীব্র হাসির শব্দে এনাক্ষী চোখ নিজের চোখ জোড়া খুললো। এনাক্ষীর ভী”ত চেহারা দেখে ফিলিক্স আরো জোড়ে হেসে উঠলো।

” হাহাহা….. এনা তুমি আসলেই খুবই ভী”তু। আমি তো তোমার সাথে শুধু মজাই করছিলাম। কিন্তু তুমি যে এতোটা ভয় পেয়ে যাবে আমি বুঝতে পারিনি। হাহাহা….. ”

ফিলিক্সের কাজে এনাক্ষী প্রচুর রেগে যায়।

” ফিলিক্স হাসি বন্ধ করো। জিনজা! মিচোসোও?(সত্যি! তুমি কি পা’গ’ল হয়ে গিয়েছো?) তুমি জানো আমি কতটা ভ”য় পেয়ে গিয়েছিলাম? আরেকটু হলে তো আমার হার্ট অ্যা’টাক হয়ে যেতো। তোমার এই ধরণের কাজ আমার মোটেও পছন্দ হয়নি ফিলিক্স।”

” আচ্ছা স’রি স’রি। আমি বুঝতে পারিনি তুমি এতোটা রে”গে যাবে। আমি মন থেকে আমার কাজের জন্য অনু’তপ্ত। প্লিজ রা’গ করোনা।”

এনাক্ষী কিছু বললোনা, সত্যিই সে ফিলিক্সের এই ধরণের মজায় প্রচুর বি’র’ক্ত।

” আচ্ছা চলো আমার বাড়িতে। আমি তোমাকে একটা স্পেশাল কফি খাবো। যেটা খেলে তোমার মুড একদম ভালো হয়ে যাবে।”

” না তার দরকার নেই।”

” প্লিজ এনা চলো। তুমি না গেলে আমি কিন্তু খুবই কষ্ট পাবো। সবসময় আমাকে এটা কষ্ট দেবে যে আমার জন্য কেউ এতোটা হা’র্ট হয়েছে। আমি সত্যি বলছি আমি বুঝতে পারিনি তুমি এতোটা সিরিয়াসলি বিষয়টা নিয়ে নেবে। আই এম সরি এনা।”

ফিলিক্সের কথা শুনে এনাক্ষীর মন নরম হলো। সে বিষয়টাকে আর বাড়াতে চাইনা।

” আচ্ছা চলো দেখি তোমার স্পেশাল কফি খেতে কেমন।”

এনাক্ষীর কথা শুনে ফিলিক্সের দুঃখী দুঃখী মুখে হাসি ফুটে উঠলো।

দরজায় ফিলিক্স যখন পাসওয়ার্ড টাইপ করছিলো তখন এনাক্ষী অন্যদিকে তাকিয়ে ছিলো কারণ সে কারো পারসোনাল জিনিস সম্পর্কে জানতে চাইনা। এনাক্ষীকে বসতে বলে ফিলিক্স রান্নাঘরে চলে গেলো। এনাক্ষী বসলোনা, ঘুরে দেখতে লাগলো বাড়িটা। বেশ ভালোই আসবাবপত্র আছে, তবে খুবই গোছানো৷ হাঁটতে হাঁটতে এনাক্ষী একটা টেবিলের সামনে এসে দাঁড়ালো। যেখানে কয়েকটা বই খাতা ছড়িয়ে ছিটিয়ে আছে। তার মধ্যে থেকে একটা খাতা তুলে নিলো এনাক্ষী। উল্টেপাল্টে দেখলো সেখানে সুন্দর সুন্দর ছবি আঁকা। খাতাটা রেখে এনাক্ষী অন্যকিছু নেবে তার আগেই সেখানে ফিলিক্স চলে এলো।

” চলো কফি হয়ে গিয়েছে।”

কফিতে চুমুক দিতে প্রথমে এনাক্ষী একধরনের অজানা সাধ পেলো তবে কয়েকবার খাওয়ার পর ভালো লাগলো। সে ভাবলো এটা হয়তো অন্যধাঁচের কফি, আগে না খাওয়ার ফলে প্রথমে অ’দ্ভুত লেগেছে।

” তোমার বাড়িতে কারো ছবি নেই যে? মানে তোমার বাবা-মা, পরিবার। এমনকি তোমারও তো কোন ছবি নেই। এমনতো না যে ল্যান্ডলর্ড দেয়ালে কিছু টাঙাতে বারণ করেছে।”

” আসলে আমার কোন পরিবার নেই। আমি ফ্রান্সের একটা অনা’থ আশ্রয়ে বড় হয়েছি৷ ওখানের একজন ফাদারের সাহায্য আমি এতো দূর আসতে পেরেছি।”

ফিলিক্স অনাথ জেনে এনাক্ষীর খা’রা’প লাগলো।

” স’রি আমি জানতাম না।”

” কফি কেমন লেগেছে? তুমি আর আমার উপর রে’গে নেই তো?”

” রেগে থাকলে কি কফি খেতাম। তবে এরকম আর করোনা। না হলে পরের বার হার্ট অ্যা’টাক করে টাটা বাই বাই হয়ে যাবো।”

তারা আরো কিছুটা সময় কথা বললো। তাদের কথা হয়তো আর দীর্ঘ হতো যদিনা এনাক্ষীকে কেউ ফোন করতো।

” ইয়েবুসেও।” (হ্যালো)

” এনাক্ষী?”

” নে। নুগুসেও?” (হ্যাঁ, আপনি কে বলছেন?)

” ইনস্পেক্টর হান ইমনিদা।”

” ও। সরি, আমি চিনতে পারিনি। একটু ওয়েট করুন।”

এনাক্ষী ফোনটা নামিয়ে ফিলিক্সকে বললো,

” আমি তাহলে আজ আসি। পরে আবার আসবে। বাই।”

এনাক্ষী তাড়াতাড়ি নেবে নিজের ঘরে চলে এলো। তিন তলা অতিক্রম করার সময় এনাক্ষী একবার লি রিনের ঘরটার দিকে তাকালো। এদিকে ফিলিক্স হা করে তার যাওয়ার দিকে তাকিয়ে রইলো।

” ইনস্পেক্টর হান আপনি আছেন?”

” আমি কি ফোন করে বি’র’ক্ত করলাম?”

” না না সেরকম কিছু না।”

” আচ্ছা সেটা জিজ্ঞেস করার ছিলো। তোমাকে কি বলেছিলাম মনে আছে? কিছু পেয়েছো?”

” না ইনস্পেক্টর হান, আমি এখনো পর্যন্ত তেমন কিছু পাইনি৷ সব স্বাভাবিক আছে।”

এনাক্ষীর কথা শুনে হান আবারো হ’তা’শ হলো। সে ঠিক আছে বলে ফোনটা কেটে দিলো।
.
.

কিছুদিন পর থেকেই পড়াশোনা নিয়ে আগের মতো ব্যস্ত হয়ে পড়বে বিদায় বিকেল বেলা একটু হাঁটতে বের হয়েছিলো এনাক্ষী। বিল্ডিং থেকে বেরিয়ে কিছুদূর যেতেই সে থেমে গেলো। দেখলো একটা মেয়ে একটা ছেলেটাকে নিজের মনের কথা বলছে।

” তোমাকে আমি খুবই ভালোবাসি। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না৷ তোমার পারসোনালিটি আমার খুবই ভালো লেগে। তুমি কি আমার সাথে রিলেশনশিপে যেতে আগ্রহী হবে?”

ছেলেটা হেসে মাথা নাড়িয়ে সম্মতি দিলো। মেয়েটা খুশিতে ছেলেটাকে জড়িয়ে ধরে নিজের অধর ছেলেটার অধরজোড়ায় হালকা করে ছোঁয়ালো।

” গিওপতা।” (কিউট)

এনাক্ষী হেসে আবারো হাঁটতে শুরু করলো।
.
.
টিউটরের বাসা থেকে একা বাড়ি ফিরছে হা রিন। গাছপালা, ঘর বাড়ি এসব দেখতে দেখতে হাঁটছে সে। মাঝেমাঝে গুণগুণ করে নিজের পছন্দের গানও গাইছে। খানিকবাদে শোনা গেলো আরেকজড়ো জুতোর শব্দ। হা রিনের পেছন পেছন হাঁটছে সে। তবে ছোট হা রিন সেটা বুঝতে পারলোনা, সে নিজের মতো করে হাঁটছে।

” হা রিনসি।”

গম্ভীর পুরুষালী কন্ঠ শুনে হা রিনের ছোট পা জোড়া থেমে গেলো। সে থেমে যেতেই লোকটাও থেমে গেলো। নিচে ছায়াতে চোখ পড়তেই হা রিন দেখতে পেলো লোকটা তার দিকে নিজের হাত এগিয়ে আনছে।

চলবে……

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here