মন_গোপনের_কথা #পর্ব_৩৩

0
350

#মন_গোপনের_কথা
#পর্ব_৩৩
লেখনীতে, পুষ্পিতা প্রিমা

পিহু নাকের পানি চোখের পানি এক করে মাহিদের শার্ট বরবাদ করে দিল। মাহিদ দূরে দাঁড়িয়ে শার্টের দিকে তাকিয়ে বলল

‘ তোরে একটু সোহাগ কইরা কথা ও কইলে ও দোষ শালী । আমারে বরবাদ কইরা দিলি। শার্টটা ধুইয়া দিয়া তারপর ঘুমাইতে যাবি বাপ।

পিহু হাতের কব্জি দিয়ে নাক মুছে বলল

‘ ধুবো না।

‘ ক্যান ধুবিনা?

‘ ধুবো না মানে ধুবো না।

মাহিদ নিচের ঠোঁট কামড়ে কপালে ভাঁজ ফেলে তাকালো। পিহু মুখে চেপে ধরে হাসি আটকে বলল

‘ তুমি এগুলা করলে আমার হাসি পায় বাপ।

মাহিদ কপালের ভাঁজ আর ও গাঢ় করে বলল

‘ তাইলে হাস। না হাসলে আইজ তোরে খালপাড়ে নিয়া গিয়া ফালায় দিয়া আসুম বাপ।

পিহু পিছু হাঁটতে হাঁটতে বলল

‘ তোমার কথা শুনে আসলেই হাসি পায়।

মাহিদ এগিয়ে গিয়ে পিহুকে খপ করে ধরে বলল

‘ তাইলে তোরে কাতুকুতু দিমু।

পিহু ভয়ার্ত চোখে তাকালো। বলল

‘ না না মাহিদ ভাই। ছেড়ে দাও। আর হাসব না। কছম। ছেড়ে দাও।

মাহিদ নিচের ঠোঁট কামড়ে ধরে আবার রেগে তাকালো। আর জোরে শক্ত করে ধরে বলল

‘ ভাই ডাকোস কিল্লাই বাপ?

পিহু একটু স্বস্তি পেল। যাক কথা অন্যদিকে ঘুরে গেছে। পিহু একটু মজা নিল। হেসে বলল

‘ ভালোই তো। মামা হতে পারবে।

‘ কার?

পিহু লজ্জায় বলতে পারলো না। আহা কি লজ্জা। কান দিয়ে গরম হাওয়া বেরোচ্ছে পিহুর। কি আশ্চর্য!

মাহিদ বলল

‘ এই বেডি তুই আমারে আর ভাই ডাকলে তোর খবর আছে বাপ। কাউরে মামু ডাকতে দিমুনা। আমার বাপ ডাকবো বাপ।

পিহু হাসি চেপে রাখতে না পেরে হেসে ফেলল আওয়াজ করে। মাহিদ নাকমুখ কুঁচকে তাকিয়ে থাকলো। বুঝতে পারলো না এই বেডির সমস্যা কিতা?

পিহুর মাথায় চাটি মারলো সে। পিহুর হাসি তৎক্ষনাৎ থেমে গেল। মাথার পেছনে হাত চেপে মাহিদের দিকে তাকালো। কথা বললো না। মাহিদ বলল

‘ ওভাবে কি দেখোস বাপ? হাসোস কিল্লাই?

পিহু থমথমে চেহারায় চেয়ে রইলো। মাহিদ আঁড়চোখে তাকালো কিছুক্ষণ। তারপর হো হো করে হেসে উঠলো। পিহু তাকে ঠেলে সরিয়ে দিল। গর্জে বলল

‘ সরো।

মাহিদ বলল

‘ তোরে বহুতদিন পর মারছি বাপ। রাগ করোস কিল্লাই? তোরে কি আমি জোরে মারছি বাপ? আস্তে কইরা মারছি। এমন করোস ক্যা?

পিহু ফোঁপাতে থাকলো। মাহিদ তার হাত ধরে টেনে নিয়ে যেতে যেতে বলল

‘ আয় অনেক ঘুরছোস। বাড়ি যাই। বাপ জেঠা যদি ঠাহর পায় সর্বনাশ বাপ। আয়।

পিহু হাতটা ছাড়িয়ে নিল। চুপচাপ হাঁটতে লাগলো। পুরো পথটায় আর কথা বললো না। মাহিদ পিহুর পেছনে হাঁটতে হাঁটতে বিড়বিড়িয়ে বলল

‘ ডাক্তারের বাচ্ছি তোরে আগে নিজের কইরা লয়। তারপর এমন মাইর দিমু।

___________

দরজার তালা খুলতেই রিককে সামনাসামনি দেখে চমকে উঠলো মাহিদ পিহু দুজনেই। পিহু মাহিদের পেছনে গিয়ে দাঁড়ালো। রিক বলল

‘ কি অবস্থা?

মাহিদ চুপ। কিছুক্ষণ হাতা গুটিয়ে বলল

‘ আর কইয়োনা বাপ। এই শালী কয় আইসক্রিম খামু মাহিদ ভাই। মুই তার ভাই লাগি, না খাওয়াইলে কেমনডা লাগে? বিয়াশাদী হইয়্যা গেলে তারে কি আমি আর পামু। কও তো?

রিক মাথা ঝাঁকিয়ে বলল

‘ তা ঠিক তা ঠিক। তো কি কি খাইলি?

‘ বহুত কিছু খাওয়াইছি শালীরে। ওরে জিজ্ঞেস করো। আমি ঘুমাইতে যাই।

মাহিদ চলে গেল। পিহু লজ্জা পেয়ে দৌড়ে দৌড়ে চলে গেল মাহিদের পিছু পিছু। ঘরে ঢুকে পড়ার আগে মাহিদ কোথাথেকে তার গাল টেনে ধরলো। বলল

‘ রাগ বাপেরে লাত্তি মইরা ফালায় রাখ বাপ। রাগ করিস না। আমি তোর জামাই হমু। কবি বলিয়াছে, জামাইর লগে রাগ করিতে নাই। জামাই মারবো, আদর ও করবো। বুঝছোস?

তারপর পিহুর মাথায় হাত চাপা দিয়ে চলে গেল মাহিদ। পিহু ভাবলো, এই ছেলে কি আসলেই এমন? নাকি তার সামনে এসব আজগুবি কথাবার্তা বলে। লজ্জা শরম ছাড়া জামাই জামাই করতে আছে। কোনো কাজের বেলায় তো নেই। বেয়াদব।

পিহু ঘুমিয়ে পড়লো।

______________

সকালে ঘুম থেকে উঠতে দেরী হয়ে গেল তার। তাড়াহুড়ো করে রান্নাঘরে ছুটে যেতেই দেখলো রান্নাঘরে মাহিদ। পিহুর ভুরু কুঁচকে এল। কি আশ্চর্য!

পিহু পা টিপে টিপে যেতেই রিক পেছন থেকে বলল

‘.তুমি কোথায় যাচ্ছ? আজকে মাহিদ খান আমাদের চা খাওয়াবে। তুমি যেওনা ওদিকে।

‘ মাহিদ ভাই পারবে?

‘ পারবে না কেন? আসো আমরা বসে গল্পগুজব করি। চা চলে আসবে।

পিহু বলল

‘ আমি গিয়ে দেখে আসি?

‘ না না যেতে হবে না। রিপ বলেছে না যেতে। করুক। চলে আসো। ও বলছে পারবে। আমরা বলিনাই।

পিহু মাথা নাড়লো। মাহিদ চা বানিয়ে পিহুকে ডাক দিল। পিহু এল। কথা বলল না। এককোণায় দাঁড়িয়ে থাকলো। মাহিদ বলল

‘ ওখানে দাঁড়ায় আছোস ক্যান বাপ? এদিকে আয়। এগুলা লইয়্যা যা।

পিহু ট্রে নিয়ে চুপচাপ চলে গেল। আবার এল। বলল

‘ মামা যেতে বলেছে।

মাহিদ তার পিছু যেতে যেতে বলল

‘ ও বাপ তুই আমার লগে ওভাবে কথা কস ক্যান? ভাল্লাগেনা বাপ। ভালা কইরা কথা কহ।

পিহু কথা বলল না। চা খেল। ভালোই হয়েছে। রিক বলল

‘ বাহ বাহ আমাদের খান সাহেব দেখি চা ও করতে পারে।

মাহিদ বলল

‘ এগুলা কোনো কাজ? ভাত, তরকারি,মাছ মাংস সব পারুম।

রিপ তাকাতেই ছন্দ পাল্টে বলল

‘ সব পারব।

রিক হেসে বলল,

‘ সাবাশ। বউ বেশ লাকি। আহা এমন জামাই ভারী দুর্লভ।

মাহিদ শার্টের কলার ঝাঁকালো। পিহু ফুঁ দিয়ে চা খেতে খেতে অন্য ভাবনায় বিভোর। রিপ বলল

‘ ওরা চলে আসবে আজ।

পিহু বলল

‘ আজ? কেন?

‘ কেন মানে? তুমি আর কতদিন রান্না করে খাওয়াবে? তোমার পড়ালেখা আছে।

‘ আমার তো ভালোই লাগছিল। পড়াশোনা ভালো লাগেনা সবসময়। বেড়াতে এসেছি না?

রিপ হেসে উঠলো। বলল

‘ আচ্ছা আর ও কিছুদিন থেকে তারপর যেও।

‘ অসম্ভব এটা। মামিরা চলে আসলে পাপা এসে নিয়ে যাবে। ফাঁকিবাকি পছন্দ করেনা পাপা।

মাহিদ বিড়বিড়িয়ে বলল

‘ শালার ডাক্তার।

রিপ বলল

‘ আচ্ছা আমি আদিকে বলব। ডোন্ট ওয়ারি।

দুপুরের আগেই সবাই চলে আসলো। সাথে ছিকু। অসুখ এখনো কমেনি। তার উপর মুনার সাথে মিহিকে দেখার জন্য চলে আসার বায়না ধরেছে। পরী এই অবস্থায় তাকে একা ও ছাড়তে পারলো না তাই সে ও চলে এল ঔষধপত্রের ব্যাগ নিয়ে। যদি ও রাইনা এখন কিছুতেই ছাড়তে রাজী হচ্ছিল না। মুনা আশ্বস্ত করায় ছাড়লো। ছিকু তো বাড়ি ফিরে সেই খুশি! পরী ও খুশি হলো তার দূরন্তপনা দেখে।
জ্বর হওয়ার পরে একদম শান্ত হয়ে গিয়েছিল। এখন ভালো লাগছে। মাহিদকে দেখে সেই যে কোলে উঠলো নামার নামগন্ধ নেই। মাহিদ দোকানে নিয়ে চিপস, চকলেট কিনে দিল। ঘুরলো। তারপর দেড়টার দিকে বাড়ি ফিরলো। ছিকু তো মহাখুশি। বাড়ি ফিরতেই পিহু তাকে মাহিদের কোল থেকে নিয়ে ফেলল। বলল

‘ কোথায় গিয়েছেন কলিজা?

‘ ছিকু মিহির সাথি গিছে কেন? মিহির সাথি ফিপফিপ গিছে কেন?

পিহু হেসে বলল

‘ সেটা তো আপনিই ভালো জানেন। আমার কলিজার অসুখ গেছে?

‘ কেন? ছিকু অচুখ কেন? ছিকুর বুমি পাচে কেন? দুক্কু লাগে কেন?

পিহু ছোট্ট হাত দুটোতে আদর করে বলল

‘ ইশশ কত্ত দুক্কু পেল আব্বটা। কেনোকিছু খাওয়ার আগে অবশ্যই ওয়াশ করে খাবেন। মেঝেতে টুপটাপ বসে পড়বেন না। খালি পায়ে হাঁটবেন না। ঠিক আছে?

‘ কেন? ছিকু গুড বয়ের মুতো কেন?

‘ কচু বয়। গুড বয়দের অসুখ হয় না।

ছিকুর ভীষণ কান্না পেল। কাঁদোকাঁদো চেহারায় বলল

‘ কেন পিহু পুঁচা কথা বুলে কেন? ছিকু গুড বয় নয় কেন? পুঁচা কেন?

পিহু হেসে তার দু গালে আদর করে বুকে জড়িয়ে ধরে বলল

‘ সবসময় কেন আর কেন? আর কোনো কথা জানেন না?

‘ কেন ছিকু জানেনা কেন?

________________

দুপুরে খাওয়া দাওয়া হলো। তারপর অনেকগুলো মানুষ এল বাড়িতে। পিহু দৌড়ে গিয়ে নীরাকে ডাক দিল। বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই। এরা কারা এল?
নীরা মানুষগুলোকে দেখে রিপ আর রিককে ফোন দিল। রিপ বলল

‘ ওনারা গাড়িতে করে আসবাবপত্র এনেছেন। চিন্তার কিছু নেই। রুম দেখিয়ে দিলে সব সেট করে চলে যাবে।

বাড়ির কিছু আসবাবপত্র আর দুই টনের এসি এসেছে। পিহু দুপুরের ঘুম দেওয়া পর উঠে দেখলো মাহিদের ঘরে সবাই। পা টিপে টিপে সেখানে যেতেই পিহু হা হয়ে গেল। কি আশ্চর্য রুমটার এত পরিবর্তন কেন?

নীরা তাকে দেখে টেনে ঘরের ভেতর ঢুকিয়ে ফেলল। বলল

‘ এই দেখো এইটা মাহির ঘর। একডা কানাকড়ি ও নিমুনা ওর শ্বশুরবাড়ি থেইকা। সব জিনিস লইয়্যা আসছি। খাটের ডিজাইনটা একদম ইউনিক। ড্রেসিং টেবিলটা সুন্দর না। ওয়ারড্রবটা দেখো। ওই দেখো ওইপাশে একটা ডিভান রাখছি। থাকলে থাকবে নইলে সরায় ফেলবো। তুমি বলো কেমন হয়ছে?

পরী বলল

‘ ওর পছন্দে কি হবে? এখানে তো মাইশা থাকবে।

নীরা বলল

‘ ও হ্যা তাই তো তাই তো। পিহু ও তো মেয়ে ওর পছন্দের সাথে মাইশার মিল থাকতে পারে তাই বললাম।

পরী বিছানার উপর কিছু একটা দেখে বলল

‘ সব কিছু সুন্দর হয়েছে। কিন্তু ওইটা কি ছোট মা ?

নীরা হেসে ফেলল। বলল

‘ ওইটা? ওইটা হইতেছে দোলনা। অনলাইনে দেখছি, আমার সুন্দর লাগছে। তাই অর্ডার করে ফেলছি। এইটা এই ঘরে থাকবো। মাহির বউ বাচ্চা চড়বো আর কি। নাতি নাতনি আসলে ওগুলার জন্য তো দোলনা এমনিই লাগে।

ছিকু বলল

‘ দুলুনা ছিকুর মুতো কেন?

পরী হেসে বলল

‘ ছিকুর মুতো না। ছিকুর দোলনার মতো।

মুনা হেসে বলল

‘ কি কথা বলে ভাই?

পিহু বলল

‘ আমি বাড়ি চলে যাব মামি। পাপাকে ফোন করেছি।

মুনা বলল

‘ একি কথা? সন্ধ্যেবেলা কোথায় যাবে? থাকো আর কয়েকদিন। বিয়ে হয়ে গেলে অতদিন তো থাকতে পারবে না।

পিহু আদিকে বলেনি। তারপর ও বলল, না আমি চলে যাব। বলেই হনহনিয়ে চলে গেল। নীরা হেসে বলল

‘ ধুরর যাইবো না। বলুক গে, আমি যাইতে দিলেই তে যাইবো।

মাহিদ বাড়ি ফিরে তার ঘরের এই অবস্থা দেখে চক্ষুচড়ক। এত রাজকীয়তা কিল্লাই? সে কি ভুলে অন্য ঘরে বইসা পড়ছে নাকি বাপ? নীরা এসে বলল

‘ কেমন দিলাম সারপ্রাইজ?

‘ ফাটায় দিছো মেরিমা। কিন্তু এইগুলা কিল্লাই?

‘ তোর বউয়ের জন্য আর কি? বউ মানুষের লাগে এসব। তুই এত বড় ঘরটাতে খাট,টেবিল আর আলমিরা ছাড়া তো কিছু রাখতে দিস না। এই দেখ ঘরটা এখন পরিপূর্ণ লাগতেছে। এখন অভাব শুধু একটা বউয়ের। বউ লইয়্যা আয় তারপর সব ফিনিশ।

‘ ধুর বাপ। এত্তগুলা লাগে মানুষের? শালী থাকলে থাকবো নইলে থাকবো না। তার লাগি এতগুলা জিনিসের কি দরকার?

‘ কোন শালী আবার?

‘ বউ শালী।

নীরা খিক করে হেসে ফেলল। বলল

‘ হায় হায় আমার বাচ্চা তো বড় হইয়্যা গেছে। আমার কেমন কেমন লাগতেছে রে আব্বা। তুই তো এইদিন এতটুকুনি ছিলি।

‘ তো কিতা হয়ছে?

‘ ধুরর তুই বুঝবি না। বাচ্চাকাচ্চার বাপ হ তারপর বুঝবি।

ছিকু এল। বলল

‘ পিহু চলি যায় কেন? পিহুর মন খারাপ কেন? দুক্কু পাচে কেন?

মাহিদ তার গাল টেনে আদর করে বলল

‘ ক্যান তোর খালা এত তিড়িংতিড়িং করে ক্যান? জোরে একডা কামড় বসায় দিয়া আয়। যাহ।

ছিকু দৌড়ে দৌড়ে চলে যেতে যেতে বলল

‘ ছিকু পিহুকে কামড় দেবে কেন? মিহি পুঁচা কথা বুলে কেন?

নীরা বলল, এসব কি বললি? যদি সত্যি সত্যি কামড়ে দেয়?

ছিকু পিহুকে সত্যি সত্যি কামড়ে দিল। পিহুর চিৎকারে সবাই একজোট হলো। পিহু হাত ঝাড়তে ঝাড়তে কেঁদে দিয়ে বলল

‘ আল্লাহ আমার হাত শেষ।

ছিকু ভয় পেয়ে সোফার পেছনে গিয়ে লুকিয়েছে। মাহিদ এসে হতবাক। ছিকু শালা তার ভবিষ্যৎ বাচ্চার মারে কামড়ায় ভালা করলো না। কামড়ে দিতে বললে কামড়ে দিতেই হইবো এইডা কোনো কথা?
পিহু ব্যাথায় কাঁদলো। মাহিদ ভয়ে ভয়ে থাকলো। পিহু যদি জানতে পারে সে বলেছে তাই ছিকু কামড়েছে তাহলে তো একদম কথা বলবে না।
ঠিক তাই হলো। ছিকু কিছুক্ষণ পর ভয়ে ভয়ে পিহুর পাশে এল। পরী ফিসফিস করে বলল

‘ পিহু মারবে।

ছিকু সাহস দেখিয়ে পিহুর হাতে হাত বুলিয়ে দিল। গালে পাপ্পি দিয়ে বলল

‘ পিহু আদোল কেন? মিহি পুঁচা কেন? পিহুকে কামুড় দিতে বুলচে কেন? পিহু দুক্কু পাচে কেন?

পিহু তো রেগে আগুন। মাহিদ কপাল চাপড়াল। সব শেষ। সব শেষ।

_____________

নিকিতা বেগম থম মেরে বসে আছেন সেই সন্ধ্যা থেকেই। আদির কথাটা ওনার এখনো বিশ্বাস হচ্ছে না। পিহুর জায়গায় জালিশাকে তিনি ভাবতে পারছেন না। জালিশা বিদেশী কালচারে বড় হওয়া মেয়ে। মা বাবার সাথে দেশে বিদেশে বড় হয়েছে। ওর মধ্যে চঞ্চলতা ভাব আছে, ও সংসারী টাইপের নয়। পিহু শান্ত, সংসারী টাইপের, নম্রতা, ভদ্রতা সব আছে ওর মধ্যে। ছোট থেকেই তিনি দেখে আসছেন। পরিবার ও ভালো। পিহুকে নিয়ে অনেক স্বপ্ন দেখে ফেলেছেন তিনি। কিছুতেই আর জালিশাকে ভাবতে পারছেন না। চৌধুরী সাহেব এটা কি বললো? অস্থির অস্থির লাগছে ওনার। তার ছেলেটা সাদাসিধা। বিদেশী কালচারে বড় হওয়া মেয়েগুলোর কাছে নিজের ইচ্ছেটাই সব। স্বামী সংসার তাদের কাছে গুরুত্ব পায় না। এগুলো পাগলামি। কেন বিদেশে কি সুন্দর ছেলেপেলের অভাব ছিল? নিনিতকে আজ ভালো লাগছে কাল খারাপ লাগলে মা বাবার সাথে বিদেশে পাড়ি দেবে। কখনোই না। জালিশাকে ভুলে ও ভাবতে পারছেন না তিনি।
নিনিত আর নিশিতা অনেক্ক্ষণ যাবত দরজার কাছে দাঁড়িয়ে আছে। ভেতরে যাওয়ার সাহস পাচ্ছে না।

পিহু এমনিতেই হাতের ব্যাথায় আর মানসিক অশান্তিতে ভুগছে। রাগ কিসের উপর লাগছে নিজেই জানেনা। নিজের উপর বেশি রাগ লাগছে। নীরাকে কিছুক্ষণ আগে মাইশার সাথে হেসেখেলে কথা বলতে শুনেছে। সবার কত ফূর্তি! কত আনন্দ! পিহুকে কারো চোখে পড়েনা। মাহিদের অপেক্ষায় সে। আজ অনেক শক্ত শক্ত কথা শুনিয়ে দেবে। তার চাই না অমন মেরুদণ্ডহীন পুরুষকে।

তারমধ্যে নিকিতা বেগমের ফোন। উনি কয়েকদিন ধরে ফোন কম করেছেন। পিহুর করার উচিত ছিল। এখন ফোন তুলতে লজ্জা লাগছে। পিহু ফোন তুললো। নিকিতা বেগমের গলাটা কেমন যেন ঠেকলো পিহুর কাছে।

‘ তোমার বাবাকে কিছু বলো পিহু। উনি এভাবে একটা সম্পর্ক ভেঙে দেওয়া কথা বলতে পারেন না। আমার পুত্রবধূ হিসেবে তোমাকে চাই। জালিশাকে নয়। জালিশা আমার অপছন্দের না হলেও পছন্দের নয়। তোমার বাবাকে বুঝাও।

পিহু অস্ফুটস্বরে বলল

‘ জালিশা? কি হয়েছে আন্টি?

নিকিতা বেগম সব খুলে বলল। পিহু সবটা শুনে শক্ত হয়ে বসে থাকলো। নিকিতা বেগম কথা বলতো বলতে একসময় আবেগী হয়ে পড়লেন। পিহুকে বললেন

‘ তুমি চাওনা আমার পরিবারের একজন হতে? চাওনা? বলো? তুমি তো নিজেই বলেছ নিনিত তোমার ভালোলাগার একজন মানুষ। বিশ্বাস করো, ও তোমার মতো একজন মেয়েকেই ডিজার্ভ করে। জালিশার মতো মেয়ে ওকে বুঝবে না, যতটুকু তুমি বুঝবে। তুমি আমাকে ফিরিয়ে দিওনা মা।

পিহু বাকহারা হয়ে পড়লো। কি বলবে সে? নিকিতা বেগম বললেন

‘ তুমি তো জালিশাকে দেখেছ। ও ভালো মেয়ে। কিন্তু আমি ওকে তোমার জায়গায় ভাবতে পারছিনা। তোমাকে নিয়ে কত স্বপ্ন দেখে ফেলেছি আমি। আমি কিছুতেই এসব মানতে পারছিনা।

পিহু পুরোটা সময় চুপ। নিকিতা বেগম একসময় বলল

‘ ঠিক আছে। আমাকে কিছু বলতে হবে না। তুমি তোমার বাবাকে বলো। বুঝাও। হ্যা?

ফোন কেটে গেল টুইট টুইট আওয়াজ করে। পিহু সাথে সাথে ফুঁপিয়ে উঠলো। আদির কাছে ফোন দিল। আদি বলল

‘ হঠাৎ ফোন? ঠিক আছ মা?

পিহু গলার স্বর স্বাভাবিক রেখে বলল

‘ আন্টিকে কি বলেছ পাপা? উনি কষ্ট পেয়েছেন। আমার মনে হচ্ছে ওনার চোখের পানি আর কষ্টের কারণ আমি। আমি আর নিতে পারছিনা।

‘ রিল্যাক্স পিহু। আমি আছি। আমরা যা চাই তা তো সবসময় পাই না। জালিশা মেয়েটা খুব ভালো। ও যখন নিনিতের কথা বলে তখন ওর চোখগুলো ও কথা বলে। মেয়েটা আমার মেয়ের মতোই । আমি ওকে কষ্ট দিতে পারিনা। ও নিনিতকে খুব ভালো রাখবে। আমি নিনিতের ভালো চাই। ওকে ভালো রাখার মানুষটার সাথে ওকে জুড়ে দিতে চাই। ব্যস। ওর সম্পর্কে ভুল ধারণাটা দূর হলে তোমার নিকিতা আন্টি ওকে মেনে নেবে।

পিহু ফোন রাখার পরে ও স্বস্তি পাচ্ছেনা। ভেতরে ভেতরে ছটপট লাগছে। নিশিতা ও ফোন দিল। পিহু ফোন তুললো। একই অনুরোধ করলো সে ও। পিহু পড়ে গেল গোলকধাঁধায়। যদি এই অনুরোধ তাকে স্যার ও করে? কোথায় যাবে সে? মাহিদ ভাই কোথায়? তার একটু শান্তি চায়।

রাতে খেতে চাইলো না পিহু। পরী ছিকুর সাথে সাথে পিহুকে ও খাইয়ে দিল। পিহু রুমে চুপচাপ বসে থাকলো।

মাহিদ ভাত খেয়ে ঘরের দিকে যাওয়ার পথে পিহুর ঘরে উঁকি দিল। চেহারা অন্ধকার করে বসে আছে। মাহিদ গিয়ে তার সামনে বসলো। বলল

‘ ওই? তোর মন খারাপ?

পিহু চোখ তুলে তাকালো।

‘ কামড় দিতে বলেছ। আবার জিজ্ঞেস করছ?

মাহিদ অসহায় গলায় বলল

‘ শালারে মশকরা করে বলছি।

‘ যাইহোক। চলে যাও।

‘ কাঁদছোস?

‘ হ্যা।

মাহিদ কিছুক্ষণ চুপ করে থাকলো। বলল

‘ আয় আমার ঘরে আয়। দোলনা একটা রাখছেনা ওইটাতেই চড়বি। আয়।

পিহু যেতে চাইলো না।

‘ যাব না ওই ঘরে।

মাহিদ বলল

‘ আয় আয়।

পিহু বলল

‘ ভালো লাগছেনা আমার।

‘ ছাদে যাবি? আয়। গাছ লাগাইছে মা। দেখলে আয়।

পিহু চুপ করে থাকলো। মাহিদ তার হাত টেনে নিয়ে গেল। অনেকগুলো বেলীফুলের গাছ লাগিয়েছে নীরা। সেগুলোতে কয়েকটা ফুল এসেছে মাত্র। আর ও অনেক ফুল গাছের টব আছে।

পিহুর অনেকদিন ছাদে দাঁড়ানো হয় না। আজ এখন একটু শান্তি লাগছে। পশ্চিমমুখী হয়ে দাঁড়িয়ে ছাদের রেলিঙে হাত ঘষতে লাগলো সে। ভাবতে লাগলো আকাশ পাতাল। মাহিদ তার ভাবনায় ছেদ ঘটিয়ে বলল

‘ ওই আমারে পাশে দাঁড় করাইয়া রাইখা কারে ভাবোস?

পিহু ঘাড় ঘুরিয়ে চাইলো। মাহিদ হেসে বলল

‘ তুই দাঁড়া। তোর লাগি একডা জিনিস আনছি। তোর রাগ কমানোর জন্য আনছি। দাঁড়া। আমি আসি।

মাহিদ গেল আর এল। পিহু আগ্রহ দেখালো না। তবে ভেতরে ঠিকই চাপা উত্তেজনা কাজ করছে। মাহিদের হাত পেছনে লুকোনো। বলল

‘ এইদিকে ফির। চোখ বন্ধ কর বাপ।

‘ কেন? আমার ভালো লাগছেনা মাহিদ ভাই। মজা করো না।

‘ চুপ বেডি চোখ বন্ধ কর। কর।

পিহু চোখ বন্ধ করলো। বলল

‘ তাড়াতাড়ি করো। নইলে চোখ খুলে ফেলব৷

কিছুক্ষণ নীরবতা।
তারপর পিহুর মাথার উপর চড়ে বসলো সাদা রঙের পাথরের একটি ভারী ওড়না৷ পিহু চোখ খুলে ওড়নাটি ভালো করে গায়ে জড়িয়ে বলল

‘ এটা? ওড়না? অনেক সুন্দর। কোথায় পেলে?

‘ চুরি করছি।

বলেই মাহিদ হাসলো৷ পিহু রেগে তাকালো৷

মাহিদ বলল

‘ ধুর বাপ। অনেক আগে কিনছি এইডা৷ এইটার ফুল সেট আছে। আমার সুন্দর লাগছে তাই কিনছি। এইডা তোরে মানাইছে। ভালা লাগতাছে।

‘ তাহলে যে বললে আজকে আনছ?

মাহিদ হেসে ফেলল৷ ওড়নার দুপাশ ধরে টান দিতেই পিহু তার বুকের কাছে এসে পড়লো। পিহুর দুহাত টেনে তার পিঠের কাছে নিয়ে গিয়ে আটকালো৷ কিছু একটা আঙুলের মধ্যে সেট করে দিয়ে বোকা হাসলো। পিহু এক হাত দিয়ে অন্য হাতের আঙুল ছুঁয়ে বলল

‘ কিহ এটা?

‘ ধুর বাপ, ওইটা জিনিস। হুন তোরে একটা কথা কয়।

‘ কি?

‘ তোরে আমার বহুত দরকার। আমারে বিয়া করবি?

পিহু হা করে চেয়ে থাকলো। যেন আজব কথা শুনছে সে। মাহিদ বলল

‘ ধুর শালী আমার শরম করতাছে বাপ। কহ বিয়া করবি? করবি?

পিহু ঠোঁট কাঁপছে। চোখের পাতা পড়ছেনা।
মাহিদ শেষমেশ হেসে তাকে মিষ্টি আলিঙ্গনে জড়িয়ে বলল

‘ আইচ্ছা থাক বলিস না। উত্তর পাইয়্যা গেছি বাপ। তুই ও আমারে ভালাটালা বাসিস সেইটা ভাইবা এখন আমার শরম করতাছে।

পিহু উত্তর করলো না, কোনো জবাব দিল না। যেন শব্দহীন হয়ে ও কতশত কথার জুড়ি মেলে ধরলো। তার একটু অল্পস্বল্প সুখের কান্নায় বুক পকেটের পাশটা ভিজে গেল। মাঝেমধ্যে এই ভেজা অংশটুকু ও কথা বলে। মুখের কথার দরকার পড়েনা৷

চলবে,
?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here