সেই তুমি? পর্ব -৪৬

0
3640

সেই তুমি?
পর্ব -৪৬
Samira Afrin Samia (nipa)

— শুনেন,শুনেন,শুনেন,,,,,
সবাই আমার কথা একটু মনোযোগ দিয়ে শুনেন। আপনারা সবাই জানেন আজ আমার দুই ভাই ইয়াশ-ইফানের হলুদ সন্ধ্যা।
সবাই অনেক আনন্দ করেছি। হলুদ মাখামাখি করেছি।
কিন্তু হলুদ সন্ধ্যা কি হলুদ মাখিয়ে ই শেষ হয়ে যাবে?
নিশ্চয় না?
এখন তো মাত্র হলুদ সন্ধ্যা শুরু হলো। আসল মজা তো এখনও বাকি আছে।
কাজলের কথা শুনে সবাই চিল্লিয়ে উঠলো। কাজল আবার বলতে শুরু করলো।
— শুধু হলুদ মাখিয়ে ক্লান্ত হয়ে গেলে কি করে চলবে?
এখনও তো ডান্স করা বাকি আছে।
ডান্স ছাড়া কি হলুদ সন্ধ্যা সম্পূর্ণ হবে?
সবাই এক সাথে চিল্লিয়ে না বলে উঠলো।
— তাহলে চলো সবাই রেডি হয়ে যাও।
কাজলের চোখের ইশারায় ওর সব ফ্রেন্ড আর কাজিন রা স্টেজে উঠে আসলো।
— তাহলে সবার আগে আমরা ই শুরু করি কেমন?
সবাই চিল্লাচিল্লি হৈচৈ শুরু করে দিল।
হঠাৎ লাইট অফ হয়ে গেল। স্টেজে থাকা সবাই যার যার পজিশনে গিয়ে দাঁড়িয়ে যায়।
— “মিউজিক”
কাজলের বলার সাথে সাথে মিউজিক বাজতে শুরু করলো। আর লাইট ও চলে আসলো।
গানের তালে তালে সবাই খুব সুন্দর করে টাল নাচছে।
এভাবে এক এক করে প্রায় সবাই ডান্স পারফরমেন্স করলো।
একটু বয়স্ক মহিলা আর পুরুষ রা ও ডান্স পারফরমেন্স করেছে। তার পর আবার ইয়াশ – ইফান এক সাথে ডান্স করেছে। আর ইশিতা – রিহা ও এক সাথে ডান্স করেছে।
এবার ইয়াশ-ইশিতার এক সাথে ডান্স করার পালা। তার পর আবার ইফান-রিহা।
কাজল এক এক সবাই কে ধরে এক প্রকার জোর করে ডান্স করিয়েছে।
ছেলে মেয়েরা তাদের মত এনজয় করছে। এখানে নাজমা চৌধুরী আর থাকলো না। উপরে নিজের রুমে চলে গেল। কাজল ইয়াশ-ইশিতা কে টেনে নিয়ে গিয়ে ডান্স ফ্লোরে দাঁড় করালো।
মাইক হাতে নিয়ে।
— উহুম,,উহুম,,,
এ্যাটেনশন,,,! এ্যাটেনশন,,,! এ্যাটেনশন,,,,,,!
লেডিস এন্ড জেন্টেলম্যান এখন আপনাদের সবার সামনে ডান্স পারফরমেন্স নিয়ে আসছে আমাদের সবার প্রিয়, বিয়ের বর-কনে নাম্বার ওয়ান।
ইয়াশ ভাইয়া আর ইশিতা ভাবী।
সবাই হাত তালি দিতে শুরু করলো।
— থামেন,,থামেন,,থামেন,,,,
আগে তো ওদের ডান্স দেখে নিন তার পর নাহয় হাত তালি দিবেন।
সো আমাদের সামনে আসতে চলেছে জুরি নাম্বার ওয়ান ইয়াশ-ইশিতা।
মিউজিক,,,,,,,,,,
কাজল স্টেজ থেকে নেমে গেল। সাথে সাথে সব লাইট অফ হয়ে গেল। শুধু ইয়াশ আর ইশিতার উপর একটা লাইট ফোকাস করে জ্বলে উঠলো। গান চালু হয়ে গেল। ইশিতা লজ্জা পাচ্ছে। মুখ লাল করে চুপ করে দাঁড়িয়ে আছে। ইয়াশ ইশিতার হাত ধরে টান দিয়ে নিজের বুকের উপর নিয়ে ফেলে। ইয়াশের ডান হাত ইশিতার কোমরের পেছনে নিয়ে পেঁচিয়ে ধরে। ইশিতার বাঁ হাত ইয়াশের কাঁধের উপর আর ডান হাত ইয়াশের বাঁ হাতের মুঠোর মধ্যে।

? Dekha hazaron dafa aapko,,, phir beqarari kaisi hai……..

Sambhale sambhalta nahi ye dil,,, kuch aap mein baat aisi hai…..

Lekar ijazat ab aap se,, saansein ye aati jaati hain….

Dhoondhe se milte nahi hain hum,,,bas aap hi aap baaki hain…..

Pal bhar na doori sahen aap se,,,,betaabiyan yeh kuch aur hain……

Hum door hoke bhi paas hain,,,Nazdeekiyan yeh kuch aur hain…..

Dekha hazaron dafa aapko,,,phir beqarari kaisi hai…….

Sambhale sambhalta nahi ye dil,,,,kuch pyar mein baat aisi hai……….. Hmmm……..Hmmm…….phir beqarari kaisi hai…..Hmmm…..Hmmm…..kuch pyar mein baat aisi hai

ইশিতা ইয়াশের চোখের দিকে তাকিয়ে আছে। দু’জন দু’জনের মাঝে নিজেকে হারিয়ে ফেলছে। ইয়াশ ইশিতার চোখে ডুবে গেছে।
চারিদিকে কি হচ্ছে তার কোন খেয়াল নেই দু’জনের। ওরা নিজেরা নিজেদের আলাদা জগৎ হারিয়ে গেছে।
এভাবে এক পর্যায়ে গান শেষ হয়ে গেলে সবাই উঠে দাঁড়িয়ে হাত তালির সাথে সাথে শিটি বাজাতে লাগলো। গান শেষ হওয়ার সাথে সাথে সব লাইট অন করা হয়েছে। চারিদিকে এতো মানুষ এতো হৈচৈ করছে তবুও ইয়াশ ইশিতা তাদের দিকে খেয়াল করছে না। তারা দু’জন আগের মতো করেই দাঁড়িয়ে আছে।
কাজল স্টেজে উঠে গিয়ে ইয়াশ ইশিতা কে হালকা করে ধাক্কা দিয়ে
— এই যে মিস্টার এন্ড মিসেস।
গান কখন অফ হয়েছে কিন্তু এখনও আপনারা ডান্স করছেন।
কাজলের ধাক্কা দেওয়াতে ওদের দু’জনের খেয়াল হলো। সাথে সাথে ইয়াশ ইশিতা কে ছেড়ে দেয়৷ ইশিতা ইয়াশের থেকে একটু দূরে সরে দাঁড়ায়।
— না! তোমরা যদি আরো কিছুক্ষণ ডান্স করতে চাও। তাহলে আমরা কেউ ই আপত্তি করবো না। বরং আমরা তো এতক্ষণ তোমাদের ডান্স অনেক এনজয় করছিলাম।
ইশিতা কিছু না বলে মুখ লুকিয়ে স্টেজ থেকে নেমে গেল। কাজল ইয়াশের কাছে গিয়ে
— কি ভাইয়া। আরেক বার ভাবীর সাথে ডান্স করার সুযোগ করে দিব নাকি?
তুমি যদি বলো তাহলে আমি চেষ্টা করে দেখতে পারি তোমাদের আবার এক সাথে ডান্স করার সুযোগ করে দিতে।
— সত্যি ই খুব পাকনা হয়ে গেছিস তুই। ইফান তোকে মেরে একটু ও অন্যায় করে না।
— ভাইয়া তুমি ও শেষে ইফান ভাইয়ার দলে চলে গেলে।
— হুম পাকনা বুড়ি। দাঁড়া চাচা কে বলে তোর ও একটা ব্যবস্থা করছি।
— ভাইয়া!!ভালো লাগে না।
— হুম হুম জানি তো।
— হুম জানো তো ভালো এবার যাও তোমার বউয়ের কাছে।

কাজল আবার মাইক হাতে নিয়ে
— এতক্ষণ তো সবাই জুরি নাম্বার ওয়ান কে ডান্স করতে দেখলাম। এবার দেখবো জুরি নাম্বার টু। আমাদের সবার ভালোবাসার ইফান ভাইয়া আর রিহা ভাবী।
সো সবাই হাত তালি দিয়ে ওদেরকে স্বাগতম জানাও।
ইফান ভাইয়া রিহা ভাবী তাড়াতাড়ি করে স্টেজে চলে এসো।
এই বলে কাজল নিচে নেমে গেল।

ঠিক আবার আগের মতই সব লাইট অফ হয়ে একটা ফোকাস লাইট ইফান আর রিহার উপর এসে পড়লো। ইফান রিহার দিকে হাত বাড়িয়ে দিলো। রিহা ইফানের হাত ধরলে ইফান রিহা কে ঘুরিয়ে নিয়ে নিজের সাথে লাগিয়ে নেয়। রিহার পিঠের অংশ ইফানের বুকের সাথে মিশে আছে। আর ইফান ওর দুই হাত দিয়ে রিহার দুই হাত ধরে রেখেছে। গান বাজছে। সবাই অবাক হয়ে ইফান রিহা কে দেখে যাচ্ছে। ইফান আর রিহা গানের তালে নাচতে শুরু করলো।

Mainu ishq tera lae dooba
Haan ishq tera lae dooba…..

Aisa kyun hota hai
Tere jaane ke baad
Lagta hai haathon mein
Reh gaye tere haath
Tu shaamil hai mere
Hasne mein rone mein
Hai kya koyi kami
Mere pagal hone mein
Mainu ishq tera lae dooba
haan ishq tera lae dooba……

har dafa wahi
jaadoo hota hai tu jo mile
Hoo oh…….sab sawar jaata hai
Yaara andar mere
Ik lamhe mein kitni
Yaadein ban jaati hain
Main itna hasti hoon
Aankhein bhar aati hain……..?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here