শেষ বিকেলের রোদ-১৪তম পর্ব

0
1750

শেষ বিকেলের রোদ-১৪তম পর্ব
©শাহরিয়ার

সোহান:- বিছানার দিকে এগিয়ে এসে শক্ত করেহাত চেঁপে ধরে, এখনো কিছু করিনি তবে..

— ভয়ার্ত গলায় তবে কি?

সোহান:- একটা হাত ছেড়ে দিয়ে চুলের মুঠি ধরে, এগুলো কেটে ছোট ছোট করে দিবো।

— মানে কি কেন করবা এমনটা?

সোহান:- বাতাসে খুব বেশী উড়ে তাই কেটে দিবো।

— প্লীজ এমনটা করো না, আমি চিৎকার করবো।

সোহান:- মুখ চেঁপে ধরে চিৎকার করবি? চিৎকার কর দেখি তোর মুখে কতটা জোড় আছে।

— ছাড়ো আমাকে বলছি।

সোহান:- এই ঠোঁট নেড়ে নেড় কথা বলিস তাই না, আজ থেকে তোর ঠোঁট আর কাউকে দেখাতে পারবি না।

— প্লীজ ছাড়ো।

সোহান:- একদম চুপ, হাত মেলানোর অনেক সখ না আজ হাতই ভেঙে দিবো।

— তুমি কে হ্যাঁ? তুমি আমার কি হও? যে আমার সাথে এমন করছো?

সোহান:- কথাটা শোনার সাথে সাথে ছেড়ে দিয়ে বিছানা থেকে উঠে ওহ তাইতো আমি ভুলেই গিয়েছিলাম আমি কেউ না। এখুনি বের হয়ে যা ঘর থেকে।

— আমি তোমাকে এভাবে বলতে চাইনি।

সোহান:- বের হয়ে যা আমি কোন কথা শুনতে চাচ্ছি না।

— আর কোন কথা হলো না, চোখের পানি মুছতে মুছতে রুম থেকে বের হয়ে এক দৌঁড়ে আপুর রুমে চলে আসলাম। কান্না যেন কোন ভাবেই থামাতে পারছিলাম না।

আফরিন:- ওয়াশ রুম থেকে বের হয়ে এই কি হলো তোর কান্না করছিস কেন?

— কিছুনা এমনি বলেই চোখের পানি মুছার চেষ্টা করলাম।

আফরিন:- আরে কান্না করছিস কেন? কি হয়েছে বলবিতো। ছোট মানুষের মত কেঁদে চললে কি বুঝবো?

— আমাকে বকা দিছে আরও অনেক কথা বলছে।

আফরিন:- কে ভাইয়া?

— হুম

আফরিন:- কেন?

— আরমানের সাথে কথা বলার জন্য, হাত মিলিয়েছি তাই।

আফরিন:- ও আচ্ছা তাই নাকি তাহলেতো বেশ জ্বলছে ভাইয়া।

— তাকে জ্বালাতে গেলে যে আমি জ্বলে যাই আপু। আর সব চেয়ে বড় কথা আমি উল্টা পাল্টা কথা বলে ফেলছি রাগের মাথায়।

আফরিন:- আরে ব্যাপার না, তবে কি জানিস এই কয়েকদিনে এটা বুঝতে পেরেছি ভাইয়া তোকে খুব ভালোবাসে।

— ভালোবাসে না ছাঁই যদি ভালোবাসতো তাহলে সব সময় আমার সাথে এমন করতে পারতো। আর আস্ত একটা আনরোমান্টিক ছেলে সে। সব চেয়ে বড় কথা এতো দিনেও ভালোবাসি বলতে পারেনি।

আফরিন:- তাতে কি সব ভালোবাসা কি মুখে বলতে হয়? কিছু কিছু ভালোবাসা অনুভবে বুঝে নিতে হয়।

— সোহান নিজের রুমে বসে সাদা কাগজে লেখতেছে, তোমাকে অনেকে অনেক ভাবে ভালোবাসতে পারে, তবে আমার মত করে কেউ তোমাকে ভালোবাসতে পারবে না। ভালোবাসার অধিকার সবার আছে নিজের মত করে আমিও তোমায় ভালোবাসি আমার মত করে। হয়তো বলতে পারি না, নয়তো তুমি কখনো বুঝতে পারো না আমার ভালোবাসা। দিনের পর দিন যাবে বসন্তের পর বসন্ত পার হবে, আমার ভালোবাসা ঠিক একই রকম থেকে যাবে যেমনটা ছিলো গত বসন্তে তেমনি রবে এই বসন্তে, ঠিক তেমনি আগামি বসন্তেও থাকবে একই রকম। ভালোবাসি আমি বড্ড ভালোবাসি তোমাকে।

— বাসায় ফেরার পর থেকেই ঝিরিঝিরি বৃষ্টি পরতে শুরু হয়েছিলো। সময়ের সাথে সাথে তা বেড়েই চলেছে বিকেল শেষে সন্ধ্যা হয়ে আসছে। অথচ এক বারের জন্যও আর দেখা হয়নি, কি করছে কিছু খেয়েছে কিনা কোন কিছুই জানা হয়নি। ওর সাথে কাছে যেতেও পারবো না। কি যে করি কিছুই বুঝতে পারছি না। কথা গুলো ভাবতে ভাবতেই আফরিন আপুর ফোনের রিংটোন বেজে উঠলো আকাশ ভাইয়া ফোন দিয়েছে। আপু ফোন রিসিভ করে বারান্দায় চলে গেলো। আমি আগের মতই বসে থেকে টিনের চালে বৃষ্টির শব্দ শুনে চলছি।

আফরিন:- রুমে ঢুকতে ঢুকতে এই ইকরা তোর সাথে কথা বলবে।

— ফোনটা হাতে নিয়ে হ্যালো ভাইয়া বলেন কেমন আছেন?

আরমান:- জ্বি আমি ভালো আছি আপনি ভালো আছেন?

— ওহ সরি সরি আমি ভেবে ছিলাম আকাশ ভাইয়া কিছু মনে করবেন না। কথাটা বলেই আপুর দিকে তাকালাম। আপু ইশারায় বুঝালো সে কিছু জানে না।

আরমান:- না না কি মনে করবো, আর ফোন আকাশের কাছেই ছিলো আমি কেড়ে নিয়েছি। আসলে আপনার সাথে কথা বলতে ইচ্ছে করছিলো। তারপর কি করছেন?

— তেমন কিছু না বৃষ্টি হচ্ছে রুমে বসে বসে বোরিং সময় পার করছিলাম এইতো। আপনারা দু’জন কি করছেন?

আরমান:- আমরাও বসে আছি, তবে বাসায় নয় বাসার সামনের টং এর দোকানে।

— ঐখানে কেন?

আরমান:- কারণ হচ্ছে এই বৃষ্টির দিনে টং এর দোকানে বসে বৃষ্টির শব্দ শুনতে শুনতে লাল চা খেতে বেশ লাগে। এক অসাধারণ অনুভুতি হয় কেন আপনিতো ঢাকায় থাকেন কখনো খাননি টং এর দোকানে বসে চা?

— জ্বি না, আসলে কখনো এভাবে খাওয়া হয়নি।

আরমান:- ওহ আচ্ছা, কখনো সময় হলে বলবেন এক সাথে বসে চা খাওয়া যাবে।

— আচ্ছা ঠিক আছে যদি কখনো সুযোগ হয় অবশ্যই খাবো।

আরমান:- যদি কিছু মনে না করেন একটা কথা বলবো?

— হ্যাঁ নিশ্চই বলেন।

আরমান:- না মানে আকাশ ওর ফোন চাচ্ছে আপনার বোনের সাথে কথা বলবে। যদি আপনার ফোন নাম্বারটা দিতেন তাহলে মাঝে মাঝে কথা বলা যেতো।

— হ্যাঁ নিশ্চই নোট করে নিন ০১৭.. এটা আমার নাম্বার বলতে বলতেই আননোন নাম্বার থেকে কলো আসলো।

আরমান:- ফোনটা রিসিভ করেন ঐটা আমার নাম্বার। এই ফোন আকাশকে দিয়ে দিচ্ছি।

— আফরিন আপুকে তার ফোনটা ফিরিয়ে দিয়ে নিজেরটা রিসিভ করলাম। আর ও কিছু সময় আরমানের সাথে কথা বলে ফোন রেখে দিলাম। কেন জানি মনটা আগের চেয়ে অনেকটা ভালো হয়ে গেলো। এদিকে বৃষ্টির গতি বেড়েই চলেছে থামার কোন নাম গন্ধও নেই। ফুপু চায়ের মগ হাতে নিয়ে রুমে ঢুকে বললো আজ মনে হয় সারা রাতই বৃষ্টি হবে।

— চায়ের মগ হাতে নিয়ে মনে হয়, এখানেই চা নিয়ে আসলে যে?

ফুপু:- কি করবো আমি আর তোর ফুপা অনেক সময় আগেই চা খেয়েছি, এদিকে সেই কখন সন্ধ্যা হয়েছে, আর সোহান নিজের রুমে বসেই চা নাস্তা খাচ্ছে তাই ভাবলাম তোদের জন্যও চা নাস্তা রুমেই নিয়ে আসি।

আফরিন:- খুব ভালো করছো আম্মু, যেতে ইচ্ছে করছিলো না।

ফুপু:- তুই কিন্তু দিন অলস হয়ে যাচ্ছিস আফরিন, দু’দিন পর বিয়ে শ্বশুড় বাড়িতে যেতে হবে নিজের সংসার হবে কত কাজ থাকবে তখন একবারও কি তা ভেবে দেখিস?

আফরিন:- জড়িয়ে ধরে ও আম্মু সারা জীবনইতো কাজ করে কাটাতে হবে। বাবার বাড়ি মানেইতো স্বাধীনতা শ্বশুড় বাড়িতে গেলেতো আর এই স্বাধীনতা পাবো না।

ফুপু:- পাগলী মেয়ে আমার। বলতে বলতে রুম থেকে বের হয়ে গেলো।

— মা মেয়ের ভালোবাসা সত্যিই দেখার মত, সত্যিইতো ছোট বেলা থেকেই দেখে আসছি মা সারা দিনই কোন না কোন নিয়ে ব্যাস্ত থাকে। সব সময় আমরা কি খাবো আমরা কি পরবো, কখন ঘুমালাম কখন ঘুম থেকে ডেকে তুলতে হবে। স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা। সব সময় এসব নিয়েই ভেবেছে কখনো নিজের জন্য তাকে ভাবতে দেখিনি। মেয়েদের জীবনটাই হয়তো এমন। কথা গুলো ভাবতে ভাবতে চায়ের মগটা হাতে নিয়ে বারান্দায় যেয়ে দাঁড়ালাম। রিনঝিন শব্দে বৃষ্টি হচ্ছে সাথে এক মগ চা বাহ ব্যাপারটা বেশ দারুণ। মনে মনে কবিতা আবৃত্তি করতে শুরু করলাম

” ঝুম বৃষ্টি তুমি আমি এর এক পেয়ালা চা।
পাশাপাশি একই ছাদের নিচে বসে আছি।
দূর থেকে বহুদূর পর্যন্ত যতটুকু চোখ যাবে
শুধু বৃষ্টি আর বৃষ্টি দেখা যাবে।
হঠাৎ দমকা হাওয়ায় এলোমেলে করে দিবে আমার খোলা চুল গুলো।
তুমি কি তখন স্পর্শ করবে আমাকে?
তুমি কি তখন আমার হাতে হাত রাখবে?
কানের কাছে মুখটা নিয়ে এসে ফিসফিসিয়ে বলবে
ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি তোমাকে?”

আফরিন:- কি ভাবতেছিস একা একা দাঁড়িয়ে? সোহান ভাইয়ার কথা নাকি?

— উফ আপু সব সময় শুধু একই বিষয় নিয়ে কেন থাকো তুমি? নতুন কিছু ভাবো না কেন?

আফরিন:- হয়েছে আর নতুন কিছু ভাবতে হবে না। জানিতো তোর মনের মাঝে কি চলে।

— আকাশ ভাইয়া কি বললো?

আফরিন:- কি আর বলবে কেমন লাগলে ঘুরতে, সবাই কি করছি এই সব আর কি।

— ভালোতো বিয়ের আগেই তোমাদের প্রেম দেখি জমে উঠেছে।

আফরিন:- ফাজলামো করা হচ্ছে আমার সাথে? আচ্ছা আরমান ভাইয়া কি বললো তোকে?

— কি আর বলবে কি করছি, কেমন আছি, বললো কোন এক বৃষ্টির দিনে দু’জন বসে এক সাথে চা খাবো। এইসব আর কি।

আফরিন:- বাহ বাহ তোর প্রেমে পরে গেলো নাকি? তাহলেতো ভালো করে খোঁজ নিয়ে জানতে হয়।

— আপু তুমিও না কি সব বলতে শুরু করলা? আমার কি আর কোন কাজ নেই যে শুধু প্রেম করে বেড়াবো?

আফরিন:- বিয়ে বাড়িতে এসেছিস মুহুর্ত গুলো উপভোগ কর। বলাতো যায় কাল যদি তোর বিয়ে হয়ে যায়, তখন আফসোস করবি হাতে যথেষ্ট্য সময় ছিলো মজা মাস্তি করার জন্য কিন্তু নিজের ব্যার্থতার জন্য তুই তা করতে পারিস নাই।

— ভাবনার জগৎ এ পরে গেলাম আপু কি বলতে চাচ্ছে, কি বুঝাতে চাচ্ছে আমাকে। সব কিছু কেমন জানি এলোমেলো হয়ে যাচ্ছিলো, সোহান একা রুমে কি করছে একটা বারের জন্যও আর আমার সাথে দেখা করলো না। এতো রাগ আর জিদ ওর, ইচ্ছে করছে এখুনি ওর রুমে যেয়ে প্রশ্ন করি যদি আমাকে ভালো না বাসো তবে কেন এতো জ্বলছে তোমার?

চলবে..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here