সূর্যোদয় #পর্ব_৩৯ #কারিমা_দিলশাদ

0
629

#সূর্যোদয়
#পর্ব_৩৯
#কারিমা_দিলশাদ

জয় বারান্দায় দাড়িয়ে ছিল। সেখানেই ধপ করে হাঁটু গেড়ে বসে পড়ে। ভয়ে জয়ের গলা শুকিয়ে গেছে, বুকে জ্বালা করছে। জোরে জোরে শ্বাস নিচ্ছে, তবুও দমবন্ধ হয়ে আসছে। সে পাগলের মতো ফোন বের করে ঐশীকে ফোন দেয়। কিন্তু ঐশী ফোন রিসিভ করছে না। জয়ের চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে। সে ঐশীকে বারবার কল করে যাচ্ছে তবুও ফোন রিসিভ করছে না। জয় আবার কল দেয় রিং হচ্ছে কিন্তু নো রেসপন্স জয় বিড়বিড় করে বলে,

“ প্লিজ জান পিক আপ দ্যা ফোন, প্লিজ প্লিজ প্লিজ। ম*রে যাব আমি, পাক্কা ম*রে যাব।”

“ বড় ভাই….”

আচমকা কারো ডাকে জয় মাথা তুলে তাকায়। বারান্দার দরজায় অনিক দাঁড়িয়ে আছে। জয় ঝট করে উঠে অনিকের বাহু ধরে চিৎকার করে বলে,

“ ঐশী কোথায় অনিক? আমার ঐশী কোথায়?”

“ ছা…ছা…ছাদে” – অনিক আমতা আমতা করে কোনোরকমে বলে উঠে। জয় আর কিছু না শুনে দৌড়ে ছাদের দিকে চলে যায়। পিছন থেকে অনিক অবাক হয়ে তা দেখে।

জয় ছাদের সামনে গিয়ে থমকে দাঁড়ায়। বুক ধরফর করছে তার। কি হয়েছে ঐশীর? সে জোরে জোরে শ্বাস নিয়ে, চাপানো দরজাটা কাঁপা কাঁপা হাতে ধরে। বড় বড় করে কয়েকটা শ্বাস ফেলে চোখ বন্ধ করে দরজাটা ধাক্কা দেয়। সাথে সাথে বেশ তীব্রকারে বো’মা ফাটার মতো শব্দ হয়। জয় ভয়ে চোখ খুলে সামনে তাকিয়ে দেখে সিয়াম, ফয়সাল, নিতু, রুপা, স্মৃতি, বিজয়, সৌরভ, আশা, কবিতা, প্রীতি সবাই হাসিমুখে দাঁড়িয়ে। সবাই হাতে বেলুন, পার্টি স্প্রে, আর ভেঁপু বাঁশি নিয়ে “ হ্যাপি বার্থডে জয়” বলে চিল্লাচ্ছে।

জয় হতবাক হয়ে যায়। তার গায়ে ততক্ষণে পার্টি স্প্রে, আর ছোট ছোট রঙিন কাগজে ভরে গেছে। জয়ের মাথা ব্ল্যাংক হয়ে গিয়েছে । সিয়াম আর ফয়সাল এসে তাকে জড়িয়ে ধরে উইশ করে। জয় এখনও হতবাক হয়ে দাঁড়িয়ে আছে। কি হচ্ছে বুঝতে তার বেশ সময় লাগে। সবাই এসে তাকে উইশ করছে। কিন্তু তার সেসবে ধ্যান নেই। সবাইকে দেখলেও সে এখনও ঐশীকে দেখতে পারে নি। সে ঐশীকে খুঁজতে ব্যস্ত হয়ে পড়ে, খুঁজতে খুঁজতে দেখে ঐশী ছাঁদের এক কোণায় দুহাত বুকে গুঁজে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব দেখছে আর হাসছে।

জয় সবাইকে পাশ কাটিয়ে হনহন করে ঐশীর সামনে গিয়ে দাঁড়ায়। জয়কে এভাবে আসতে দেখে ঐশী নড়চড়ে সোজা হয়ে দাঁড়ায়। জয় এসেই ঐশীর মুখটা তার দু’হাতের আঁজলায় নিয়ে নেয়। ঐশী জয়ের মুখের দিকে তাকিয়ে আছে। জয়কে ভীষণ উদভ্রান্ত লাগছে।

“ তু…তুমি তুমি ঠিক আছো? কি হয়েছে তোমার?”

ঐশীর মুখে কোনো কথা নেই৷ সে একদৃষ্টিতে জয়কে দেখছে। ইশশ কি অসহায় ছন্নছাড়া লাগছে লোকটাকে। খুব মায়া হয় ওর। সে কোনোরকমে মাথা দু দিকে নেড়ে বোঝায় কিছু না। জয় ঐশীর পা থেকে মাথা অবধি ভালো করে নজর বুলায়। আচমকা জয়ের মুখভঙ্গি পরিবর্তন হয়ে যায়। সে খপ করে ঐশীর দুই বাহু চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলে,

“ সবকিছু মজা মনে হয় তোমার তাই না? আমাকে মানুষ মনে হয় না। এতক্ষণ আমি কিভাবে ছটফট করছিলাম কোনো ধারণা আছে তোমার? ম’রে যাচ্ছিলাম আমি। বুঝো কিছু? ম’রে যাচ্ছিলাম আমি। তোমার কান্না শুনে বুকের ভিতর কি হচ্ছিল কোনো ধারণা আছে? এখানে এসে যখন তোমাকে না পাচ্ছিলাম তখন আমার ভিতরে কি হচ্ছিল তার কোনো ধারণা আছে? ইউ আর এ স্টু’পিড। ইউ আর এ ই’ডিয়ট। গেট ওয়ে ফ্রম মি। ”

জয়ের চিৎকারে ঐশী কেঁপে উঠে। এই প্রথমবার ও জয়ের রাগের সম্মুখীন হচ্ছে। জয় রাগে নিজের মাথার চুল খামছে ধরেছে। এই মূহুর্তে জয়কে একদম অপ্রকৃতস্থ লাগছে। ঐশী আশেপাশে চোখ বুলায়। ও আর জয় ছাড়া কেউ নেই ছাঁদে। বাকিরা ওদেরকে একা রেখে হয়তো চলে গেছে। ঐশী ভয় পাচ্ছে। জয় কোমড়ে দু হাত রেখে এদিক ওদিক তাকিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে। কপালের দুই সাইডের শিরা আর গলার শিরাগুলো ভেসে উঠেছে। উজ্জল শ্যামলা মুখটা রাগে কালো বর্ণ ধারণ করেছে। চেম্বার থেকে ওভাবেই চলে এসেছে বোধহয় কারণ গায়ে এখনো এপ্রোনটা জড়িয়ে আছে।

ঐশী কিছু বলবে তার আগেই জয় আবার তারদিকে তেড়ে আসে। ঐশী আবার দু পা পিছাতেই ছাঁদের রেলিঙের সাথে আটকে যায়। জয় একহাতে ঐশীর কোমর জড়িয়ে ধরে আরেকহাতে ঐশীর পিছনের চুলগুলো মুঠি করে ধরে। ঐশী ব্যাথায় আহ্ করে উঠে।

“ পরীক্ষা নিচ্ছিস হুম। পরীক্ষা? তোর জন্য আমি ম’রতে পারি কি না সেই পরীক্ষা নিচ্ছিস। তাহলে মা’র মা’র, এখনই মে’রে দে আমাকে। আমি আর এভাবে পারছি না।
এভাবে ভালোবাসার প্রমাণ দেওয়া যায় না ঐশী। ভালোবাসার প্রমাণ সময়ই দিয়ে দিবে। আমার ভালোবাসার গভীরতা জানতে হলে, আমাকে বুঝতে হলে তোমাকে এক পা এক পা করে আগাতে হবে ঐশী। তুমি এক পা আগাও বাকি পথ আমি তোমার হাত ধরে নিয়ে যাব। কিন্তু এভাবে চলে না৷ এসব পরীক্ষা করে ভালোবাসার সত্যি মিথ্যে যাচাই করা যায় না। আই লাভ ইউ প্লিজ ট্রাস্ট মি। তুমি আমার কি তা আমি তোমাকে বলে বোঝাতে পারব না। সারাটাক্ষন আমার ধ্যান জ্ঞান কেবল তুমি। আমি জানি মানুষ খুব তাড়াতাড়ি পরিবর্তন হয়, বিয়ের পর প্রেমিক প্রেমিকার মাঝে সেই ভালোবাসা থাকে না। বাট সবাইকে একসাথে গুলালে তো চলবে না জান।”

জয় ঐশীর কপালের সাথে কপাল ঠেকিয়ে নরম ভাঙা স্বরে বলে,

“ আই এম এডিক্টেড অন ইউ। লোকে বলে কারো রুপের প্রেমে পড়লে সেই প্রেম একসময় কেটে যায়। টাকার প্রেমে পড়লে সেটাও একসময় কেটে যায়। কিন্তু ব্যক্তিত্বের প্রেমে পড়লে সেই প্রেম থেকে কখনো উঠা যায় না। আমি তোমার ব্যক্তিত্বের প্রেমে পড়েছি ঐশী। এই প্রেম থেকে আমি কখনো উঠতে পারব না। আর আমি উঠতে চাইও না। তোমার হাত ধরে জীবনের শেষ পর্যন্ত যেতে চাই, তোমার কোলে মাথা রেখে ম’রতে চাই ঐশী। আই লাভ ইউ। আই লাভ ইউ এ লট। প্লিজ লাভ মি, প্লিজ ট্রাস্ট মি।”

ঐশীর চোখ জলে টলমল করছে। শ্বাস আঁটকে আঁটকে আসছে। হাত পা কাঁপছে। বুকের মাঝে তুফান চলছে। জয়ের প্রতিটা কথা কেবল তার বুকেই ঝড় তুলে নি তার সারা শরীরেও এক অন্যরকম আবেশে ছেয়ে গেছে। এক অন্যরকম শান্তিবোধ হচ্ছে। এমন সব অনুভূতির সাথে ঐশী মোটেও পরিচিত নয়। সে নিজেকে সামলাতে নিজেরই অজান্তে জয়ের বলিষ্ঠ বাহুতে হাত রাখে। দু’জনেই জোরে জোরে শ্বাস নিচ্ছে। জয় ঐশীর কপাল থেকে কপাল সরিয়ে ঐশীর মাথার চুলে চু*মু খায়। এরপর ঐশীকে ছেড়ে ছাদের রেলিঙ ধরে দাঁড়ায়। কিছুক্ষণ পর একটা শব্দ ভেসে আসে।

“ সরি।”

কিন্তু জয় পেছন ফিরে তাকায় না। সে একদৃষ্টিতে সামনে তাকিয়ে আছে।

“ এমন আর করবো না। আসলে আমি তো জানতাম না আজকে আপনার জন্মদিন।”

এবার জয় ঝট করে ঐশীর দিকে ফিরে। ঐশী জয়ের তাকানো দেখে মুখটা কাচুমাচু করে এক কানে ধরে সরি বলে। এত্তো কিউট লাগে তখন মেয়েটাকে। এতক্ষণের সব আক্রোশ, অস্থিরতা, অভিযোগ, অভিমান সব যেন শেষ হয়ে যায় ঐশীর ওই মুখভঙ্গিতে। কিন্তু জয় বাইরে থেকে নির্লিপ্ত থাকে। জয়ের এবার বোধ আসে ঐশী তো সত্যিই ওর জন্মদিন জানতো না।

“ দুপুরের আগে আগে স্মৃতি ফোন করে বলে আজ আপনার জন্মদিন। আর আপনার মুড অফ তাই একটা সারপ্রাইজ প্ল্যান করতে চেয়েছিলাম। তবে আমি মানছি আমার ওভাবে ফোন করা উচিত হয় নি। আই এম সরি। আপনাকে হার্ট করা আমার উদ্দেশ্য ছিল না।”

জয় আস্তে আস্তে ঐশীর সামনে এসে দাঁড়ায়। এরপর ঝট করে ঐশীর কোমড় পেঁচিয়ে ধরে। ঐশী মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। সেই অবস্থায় ঐশী বলে,

“ আপনি আর রাগ করে থাকবেন না। সবাই অনেক এক্সাইটেড বিষয়টা নিয়ে। এর আগে আমি কোনদিন এসব সারপ্রাইজ প্ল্যান করি নি। ওদের সাহায্যেই সবটা করেছি। সারাদিন ওরা সবাই অনেক পরিশ্রমও করেছে। সিয়াম ভাইয়া নিতু আপুরা কত কষ্ট করে ছুটি ম্যানেজ করে এসব করেছে। এত অল্প সময়ে বুঝতেই তো পারছেন। আপনি রাগ করে থাকলে সবার আনন্দটা মাটি হয়ে যাবে, পরিশ্রম বৃথা যাবে।”

“ সবকিছু এত সহজে? আমি যে এতোক্ষণ কষ্ট পেলাম?”

“ সরি বললাম তো। এখন আনন্দ করে শোধবোধ করে নিন।”

“ শাস্তি পেতে হবে যে।”

“ কিসের শাস্তি?” – ঐশী অবাক হয়ে বলে।

জয় এবার ঐশীর কানে ফিসফিস করে বলে,

“ আজকেরটা তো আছেই। তার সাথে আমাকে এতটা ছটফট করানোর জন্য, আমার রাতের ঘুম হারাম করার জন্য, আমার আমিটাকে হারিয়ে দেওয়ার জন্য, একবুক জ্বালা দেওয়ার জন্য, আমার ব্যক্তিত্বকে ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্য, আমাকে প্রতিটা ক্ষণ প্রতিটা মূহুর্ত তড়পানোর জন্য। সবকিছুর শাস্তি তোমাকে পেতেই হবে।”

জয়ের এমন জবাবে ঐশী থতমত খেয়ে গেলেও। জয়কে নিজের কাছ থেকে সরিয়ে দিতে দিতে বলে,

“ সব তুলে রাখুন। এখন আগে নিচে চলুন। এটা পড়েই থাকবেন নাকি? ফ্রেশ হয়ে নিন আগে। পরে বাকি কাজ। চলুন।”

বলে তড়িঘড়ি করে নিচে চলে যায়। জয় ঐশীর যাওয়ার দিকে তাকিয়ে হালকা হেসে ফেলে।

———————————-

জয় ওয়াশরুম থেকে হাতমুখ ধুয়ে বের হতেই ফয়সাল তাকে একটা ব্যাগ ধরিয়ে দেয়।

“ নে এটা পড়ে নে।”

“ কি আছে এটাতে?”

“ তোর ম্যাডাম দিছে। কি দিছে তুই দেখ।”

ঐশী দিয়েছে! জয় অবাক হয় সাথে বেশ খুশিও হয়। সে আর কিছু না ভেবে বেশ উচ্ছলতা নিয়ে ব্যাগটা খুলে। দেখে এক সেট সাদা পাঞ্জাবী পাজামা, এক জোড়া জুতা, বেশকিছু পারফিউম, হ্যান্ডওয়াচ। জয়ের ঘড়ি আর পারফিউম খুবই পছন্দের। বিশেষ করে পারফিউম। এগুলো কালেক্ট করা তার একরম নে’শা। জয় অবাক হয়ে মুখে একরাশ হাসি নিয়ে ফয়সালের দিকে তাকায়। পরক্ষণেই কোনো কথা না বলে সে সাথে সাথে পাঞ্জাবীটা পড়ে নেয়। জয় বারবার পাঞ্জাবিটাতে হাত ছোঁয়াচ্ছে। যেন এটা কোনো সাত রাজার ধন, মহাদামী কোনোকিছু।

ফয়সালের সাথে ততক্ষণে সিয়ামও এসে দাড়িয়েছে। দু’জনে দাঁড়িয়ে বন্ধুর পাগলামি দেখছে আর মুচকি মুচকি হাসছে। জয় আনমনেই পাঞ্জাবিটায় হাত ছোঁয়াতে ছোঁয়াতেই বলে,

“ একদম ঠিকঠাক হয়েছে। ও আমার সাইজ জানলো কেমন করে বলতো?”

সিয়াম উত্তর দেয়,

“ আমি গিয়েছিলাম ওর সাথে। হাসপাতালে ছিলাম। হঠাৎ ঐশী ফোন করে বলে আজকে তোর জন্মদিন সে জানতো না। তাই ও তোর জন্য স্পেশাল কিছু করতে চায়, আমাদেরও ইমিডিয়েটলি ছুটি নিয়ে আসতে বললো। তারপর সব কিছু নিজেই প্ল্যান করলো। আর অনেকদিন হলো আউটিং-ও করা হয় না। তাই আপনার ম্যাডামের এই প্ল্যান। তবে ওভাবে ভয় দেখিয়ে ফোন করার ব্যাপারটা আমাদের আইডিয়া ছিল দোস্ত। ওর উপর রাগ করিস না।”

জয় এবার একটু মেজাজ নিয়ে আয়নায় চেয়ে চুল ঠিক করতে করতে বলে,

“ হ্যা তোদের মাথায় তো এমন থার্ডক্লাশ আইডিয়াই আসবে। ভালো কিছু তোদের দ্বারা কখনো হয়েছে? স্টু*পিড। জানিস কি অবস্থা হয়েছিল আমার!”

“ তা হবে না? তুমি তো ভাই পুরা দিওয়ানি মাস্তানী হয়ে গেছো। Mashur tere ishq ki kaahani ho geyi…”

জয় রাগে চিরুনিটা ফয়সালের দিকে ছুড়ে মা’রে।একপর্যায়ে আবার ফয়সাল বলে,
“ তবে এরমধ্যে একটা সুখবর আছে দোস্ত।”

জয় পারফিউম শরীরে স্প্রে করতে করতে কি জিজ্ঞেস করে। ফয়সাল বলে,

“ আই থিংক সি ইজ ইন লাভ উইথ ইউ।” – জয়ের হাত থেমে যায়। সে আয়নার ভিতর দিয়েই ফয়সালের দিকে তাকায়। ফয়সাল আবার বলে,

“ আই এম সিরিয়াস। দেখ ঐশীকে আমাদের এখন বেশ জানাশোনা আছে। ও এসব ফর্মালিটি, কারো মন রক্ষা, মেয়েলি কর্মকাণ্ডের সাথে একদমই যায় না। অলওয়েজ ডোন্ট কেয়ার। ভীষণ প্র্যাক্টিক্যাল একজন মানুষ। আর বিয়ে, প্রেম-ভালোবাসা নিয়ে সে কেমন তা তো তোর জানাই আছে। ইভেন এই বিয়েটা নিয়েও সে খুব একটা খুশি না তোরই ভাষ্য। তো সেই মেয়ে তোর জন্য এতো স্পেশাল প্ল্যান করলো এটা বেশ পজিটিভ সাইন দোস্ত। এরমানে সে তোর জন্য ভাবে,কিছু ফিল করে।”

“ এক্সাক্টলি। প্রেম না হলেও ঐশী তোকে নিয়ে ভাবতে শুরু করেছে। অন্ততপক্ষে বিয়েটা আর এই সম্পর্কটাকে মেনে নিচ্ছে। আর সবচেয়ে বড় কথা তোকে ও ওর লাইফে প্রায়োরিটি দিচ্ছে। নাহলে ঐশী কোনদিন আমাদের ফোন করে এত ঝক্কি ঝামেলা করে এসব করতো না। ইটস এন গুড থিং।”

সবটা শুনে ও ভেবে জয়ের মুখে এক অপার্থিব হাসি ফুটে উঠে। মনের ভিতর রীতিমতো লাড্ডু ফুটছে তার। সারাটাদিন যতটা বিষাদময় ছিল এখনকার সময়টা তারকাছে সবচেয়ে মধুর মনে হচ্ছে। এরমধ্যেই সৌরভ এসে তাদের ডেকে যায়। সবাই তাদের জন্য অপেক্ষা করছে।

তিন বন্ধু তাদের আলাপচারিতা সেখানেই স্থগিত করে ছাঁদের দিকে যায়।

———————————-

ওদিকে,

ঐশী নিজে রান্না করেছে আবার কিছু খাবারও অর্ডার করে রেখেছে। অনিক সেগুলো মাত্রই নিয়ে আসলো। ঐশীর হাতে হাতে কাজ করতে করতে অনিক ঐশীর উদ্দেশ্য বলে,

“ দোস্ত?”

“ হুমম।”

“ তুই অনেক লাকি বুঝলি।”

“ আচ্ছা? তা হঠাৎ এইডা মনে হইলো কেন?”

“ তুই একটা খাঁটি হিরা পাইছস। জয় ভাই তোর লাইফের লাকি চার্ম হবো দেখিস।”

ঐশী কাজ থামিয়ে অনিকের দিকে ভ্রু কুচকিয়ে তাকায়। অনিকও এবার ঐশীর দিকে তাকিয়ে সিরিয়াস হয়ে বলে,

“ আজকে সিরিয়াসলি তোরে কিছু কথা কই। তোর লাইফে অনেক সমস্যা এইটা আমরা বুঝি। তুই কিন্তু কহনো আমরারে কিছু কস নাই। আমরা নিজেরাই তোর ফ্যামিলির আচরণ দেইখা বুঝি। তুই মনে মনে কি কষ্ট লুকায় রাখছস তা আমরা জানি না। বাট খালি এইটুকু জানি তুই খুব কষ্টে আছস। কিন্তু তুই এমন লাইফ ডিজার্ভ করস না। তুই খুব ইউনিক একটা মাইয়া। তুই জীবনে অমন কাউরেই ডিজার্ভ করস। আর জয় ভাই সেই মানুষ। খুব কম পুরুষ মানুষ আছে যারা নিজের সবটা দিয়া একজনরে ভালোবাসতে পারে। ভাইয়ের জীবনে আগে কি হইছে তা ভুইলা যা বইন। ভাই তোরে খুব ভালোবাসে খুব। পাগলের মতো ভালোবাসে। এইটাই সত্যি। খালি কিছুক্ষণের জন্য তোরে না পাইয়া যেই শক্তপোক্ত বেডা মানুষ ভাইঙ্গা যাবার পারে, যার চোখ দিয়া পানি ঝরবার পারে। ওমন মানুষের থিকা বেশি আর কেউ তোরে কোনদিন ভালোবাসতে পারব না। মনের ভিতরে আর কোনো দ্বিধা রাখিস না দোস্ত। সব ভালো হইবো ইনশাআল্লাহ।”

ঐশী নিরবে কেবল শুনে গেল, কোনো উত্তর করলো না।

———————————-

ছাঁদে গিয়ে দেখে সবাই খুব আনন্দ করছে। বিজয় গিটার বাজিয়ে সুর তুলছে। সবাই তাদের মতো করে আলাপচারিতাই মগ্ন। আর ছাঁদ থেকে এই গোধূলি বেলাটাও অনেক সুন্দর লাগছে। আশেপাশে সব সরকারি বাসভবন হওয়ায় গাছগাছালি অনেক আছে। যতদূর চোখ যায় সবুজ আর সবুজ। মৃদুমন্দ বাতাস বইছে। সবমিলিয়ে খুব সুন্দর একটা পরিবেশ।

আর ছাদটাকেও আলাদাভাবে ডেকোরেট করা হয়েছে। সাদামাটা তবে খুব সুন্দর করে সবকিছু আয়োজন করেছে। পুরো ছাঁদটা ফেইরি লাইট আর মোমবাতি দিয়ে সাজানো হয়েছে। যদিও এগুলো এখনও জ্বালানো হয় নি। আর একটু পর হয়তো সব জ্বালানো হবে। ছাঁদের এক সাইডে দু’টো টেবিল। তাতে বুফের মতো করে বেশকিছু পাত্র রাখা। আরও কিছু সরঞ্জামাদী আছে। আর বেশ কিছু ছোট ছোট প্ল্যান্ট রাখা আছে। সবমিলিয়ে খুবই ইউনিক বাট ক্লাসি একটা ভাইব আসছে।

অন্যান্য বার্থডে সেলিব্রশনের মতো বেলুন আর ফ্লাওয়ার দিয়ে সাজানো না। ওরকম কিছু হলেই বরং জয়ের ভালো লাগতো না। ওসব বেলুন ফুল দিয়ে সাজানো বার্থডে সেলিব্রেশন করার মতো বয়সও তার না৷ ওমন কিছু তার পছন্দও না। এটাই সবদিক মিলিয়ে একদম যথার্থ।

জয়ের পর্যবেক্ষণের মাঝে সিয়াম আর ফয়সাল ততক্ষণে বাকিদের সাথে জয়েন হয়ে গেছে। পুরো ছাঁদজুড়ে তার নজর ঘুরছে। দেখতে দেখতেই কাঙ্ক্ষিত মানুষটাকে তার নজরে পড়ে যায়। নীল থ্রি পিছ পড়া কর্মরত হাস্যজ্জ্বল এক রমণী।

ঐশী আশার সাথে কিছু একটা নিয়ে হাসিমুখে কথা বলছিল আর প্ল্যাটগুলো মুছে রাখছিল। তখনই তার নজর যায় ছাঁদের দরজায় দাঁড়ানো সৌম্যদর্শন এক পুরুষের দিকে। সাদা পাঞ্জাবিতে যাকে ভীষনই স্নিগ্ধ লাগছে। সে কি মনে করে যেন নজর সরিয়ে কাজে হাত লাগায়। কিন্তু আঁড়চোখে তার নজর ঘুরেফিরে সেই সৌম্যদর্শনের দিকেই যাচ্ছে। জয় বিষয়টা খেয়াল করে মুখ ফিরিয়ে মুচকি হাসে। এরপর ঐশীর কাছে গিয়ে দাঁড়ায়। গিয়ে স্বাভাবিকভাবেই আশার সাথে কুশল বিনিময় করে। আশাও হালকা কথাবার্তা বলে দু’জনকে স্পেস দেওয়ার জন্য বাহানা দিয়ে সরে যায়।

আশা যেতেই জয় ঐশীর মুখে ফু দেয়। এতে করে ঐশীর কানের পিছে গুঁজা খুচরো চুলগুলো ঐশীর মুখের সামনে ছড়িয়ে পড়ে। ঐশী সেগুলো আবার কানে গুঁজতে গুঁজতে জয়ের দিকে চোখ গরম করে তাকায়। এতে জয় দাঁত কেলিয়ে হেসে উঠে। ঐশী আবার কাজে মনযোগ দেয়। জয় বলে,

“ ম্যাডাম দেখুন তো আমাকে কেমন লাগছে?”

ঐশী এবার জয়ের দিকে তাকায়। এরপর দুহাত বুকে জড়িয়ে জয়কে আগাগুড়া ভালো করে পরখ করে। সাদা পাজামা-পাঞ্জাবিতে সুঠামদেহি জয়কে বেশ দারুন মানিয়েছে। ঐশী মাথা নাড়িয়ে বলে,

“ ভালো লাগছে।”

“ খালি ভালো?”

“ তো আরকি বলবো?”

জয় ঐশীর দিকে ঝুঁকে বলে,

“ বলবে খুব সুন্দর লাগছে একদম তোমার বর বর লাগছে।” – ঐশী কিছু বলতে গিয়েও হেসে ফেলে। জয়ও ঐশীর সাথে হেসে ফেলে। দুজন দুজনের দিকে তাকিয়ে হাসছে। এই সুন্দর মূহুর্তটাই বিজয় দূর থেকে ক্যামেরা বন্দী করে ফেলে। ভালোবাসাগুলো দেখতেও ভালো লাগে।

———————————-

রাত এখন প্রায় দশটা। হঠাৎ করেই বেশ বাতাস বইতে শুরু করেছে। ছাঁদের ফেইরি লাইট গুলো এখন জ্বলছে, মোমবাতি গুলোতেও আগুনের শিখা জ্বলছে। তবে এত বাতাসের মধ্যে অনেকগুলো মোমবাতিই নিভে গেছে। কিছু কিছু এখনোও বাতাসের সাথে যুদ্ধ করে নিভু নিভু ভাবে জ্বলে যাচ্ছে।

কেক কাটা পর্ব সহ খানাপিনার পর্বও শেষ। এখন সবাই গানবাজনা নিয়ে ব্যস্ত। গানের কলি খেলছে সবাই। ঐশী সবার জন্য চা কফি বানিয়ে নিয়ে এসেছে। হৈ-হুল্লোড়গুলো পিছনে ফেলে সে এক কাপ দুধ চা নিয়ে রেলিঙ ধরে দাঁড়িয়ে পড়ে।

জয়ও আস্তে আস্তে তার পাশে এসে দাঁড়ায়। ঐশী জয়ের দিকে তাকাতেই জয় মিষ্টি একটা হাসি উপহার দেয়, ঐশীও ফিরতি হাসি উপহার দেয়।বাতাসে ঐশীর চুল আর নীল উড়নাটা উড়ছে। ফেইরি লাইটটা ঐশীর মুখে পড়ছে যার কারনে এক অনাবিল সৌন্দর্যে ছেয়ে গেছে। জয় তা মুগ্ধ নয়নে দেখছে। পিছন থেকে গিটারের সুর ভেসে আসছে। ঠান্ডা বাতাস বইছে। পরিবেশটা এত্তো মনোরম হয়ে উঠেছে।

“ থ্যাংক্স।” -জয়ের কথায় ঐশী বলে,

“ কেন?”

“ এই যে এতকিছু করলে আমার জন্য তাই। যদিও এসব করার দরকার ছিল না।”

“ ইটস ওকে। কিই আর এমন করলাম। বাই দ্যা ওয়ে আপনার পছন্দ হয়েছে এসব?”

“ খুব। খুব খুব খুব। বেস্ট বার্থডে এভার। আমি কিছু কনফেস করি তোমার কাছে। আমি খুব আপসেট ছিলাম তুমি আমাকে উইশ করো নি বলে। তবে কি জানো আমি এসব বার্থডে সেলিব্রেশন একদমই পছন্দ করি না, লজ্জা করে আমার। বাট আমি চাইছিলাম তুমি আমাকে উইশ করো। এখানে এসে আমার মনে হলো তুমি তো জানোই না। আর জানো এই প্রথমবার কোনো বার্থডে এ্যারেঞ্জম্যান্ট দেখে আমার এত্তো এত্তো ভালো লাগছে। আই এম সো হ্যাপি…..”

জয়ের বাচ্চাদের মতো এতো উচ্ছ্বাস দেখে ঐশী জোরে জোরে হেসে দেয়। জয়ের মাঝে অনেক বাচ্চামি আছে। জয় যে খুশি তা তার মুখ দেখেই বুঝা যাচ্ছে। ঐশী এবার বলে,

“ আমিও আপনার কাছে একটা সিরিয়াস কথা বলি হ্যা। আমার এসব বার্থডে ফার্থডে,ডেট ফেট, নাম্বার মনে থাকে না। ইভেন আমার নিজের জন্মদিনের কথাও মনে থাকে না। আমাকে যদি আপনার বার্থডের কথা বলতেনও তবুও আমার মনে থাকতো না ফর সিওর। সো এসব বিষয় নিয়ে ভবিষ্যতেও আমার উপর কখনো রাগ করবেন না। ওকে?”

জয় হাসিমুখে হ্যা জানায়। জয় এটা ভেবে খুশি ঐশী ওদের ভবিষ্যৎ নিয়ে ভাবছে। ঐশী আবার বলে,

“ ইভেন আমারও এসব বার্থডে সেলিব্রেশন একদমই পছন্দ না। বিরক্ত লাগে। হ্যা বার্থডে, তো কি হয়েছে! জন্মদিন কোনো খুশির বিষয় না। বরং একটা একটা করে জন্মদিন আসছে আর আমরা মৃ’ত্যুর দিকে এক পা এক পা করে এগিয়ে যাচ্ছি। এটা নিয়ে এতো এক্সাইটেড হওয়ার কিছু নেই। বরং সেলিব্রেশন যদি করতেই হয় তাহলে এমন কিছু করা উচিত যেন সেই ব্যক্তির আমলনামায় কিছু সওয়াব যোগ হয়। ”

জয় মুচকি হাসে। সে আর অবাক হয় না, মুগ্ধ হয়। এভাবে কয়জন মানুষ ভাবে? এই মেয়ে জয়কে মুগ্ধ করার কোনো সুযোগ ছাড়ে না। জয় মনে মনে ভাবে,

“তোমার আর কত রুপ বলোতো? রুপে গুণে সবদিক দিয়ে মাশাল্লাহ। একই অঙ্গে এত রুপ রাখো কি করে তুমি!”

মুখে বলে,

“ তাহলে এই আয়োজন?”

“ আমি পছন্দ না করলেও অন্যরা তো করে। আর সিয়াম ভাইয়া বললো কারো নাকি খুব শখ তার বাবা মা, আর বন্ধু ব্যতিত স্পেশাল কারো কাছ থেকে সারপ্রাইজ পাওয়ার। তাই ভাবলাম বেচারার মনের আশাটা পূর্ণ করি।”

জয় জোরে জোরে হেসে উঠে। এভাবেই দুজনের কথা চলতে থাকে। কেউ তাদের ডিস্টার্ব করে না। তবে একটা বিষয় সবার অগোচরে থেকে যাবে যে জয়ের উছিলায় জয়ের নামে ঐশী আজ কিছু গরীব-দুঃখীদের মাঝে খাবার বিলিয়েছে।

আচ্ছা এটা কি কেবল ভালোলাগা নাকি নতুন কিছুর সূচনা?

#চলবে

( কপি করা নিষেধ। কেউ কপি করবেন না।)

[ কেমন লাগলো সবাই জানাবেন। 😊]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here