শেষ বেলার তুমি
পর্বঃ ৩ শেষ পর্ব
নীলিমা: বললাম না আমার স্মৃতিশক্তি নষ্ট হয়ে যায় নি।🤬
🌸আগে পোস্ট করেও রেসপন্স না পাওয়া আমি 😅 তাহলে আমি গল্প পোষ্ট করা বাদ দিয়ে দেই 😥
হৃদয়: আরে আব্বু আম্মু বলেছে তোর স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে। তাই তুই মনে করতে পারছিস না ও আমার গার্লফ্রেন্ড তাই না সামিয়া!😁
সামিয়ার দিকে ঘুরিয়ে তাকিয়ে কথাটা বলতেই আবার নীলিমা চিৎকার করে বলে উঠলো
নীলিমা: বললাম না আমার স্মৃতিশক্তি নষ্ট হয়ে যায় নাই। তুমি আমাকে ছেড়ে বিদেশে চলে যাওয়ায় আমি এক্টিং করেছে। সবকিছু নাটক ছিল। সবকিছু সাজানো।😟
হৃদয়:তাই নাকি।🙄
নীলিমা: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
হৃদয়:আমার বিশ্বাস হয়না।
নীলিমা: তোমার বিশ্বাস করা লাগবে না।
নীলিমা কথাটা বলে আমাকে টানতে টানতে বাড়ি নিয়ে আসলো। রুমের ভেতরে আসতেই আমি আর আমার হাসি আটকে রাখতে পারলাম না।
নীলিমার দিকে তাকিয়ে একটা অট্টহাসি দিলাম। নীলিমা আমার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। মেয়েটা হয়তো বুঝতে পারছে না কিছুই।
হৃদয়: যাক শেষ পর্যন্ত তাহলে স্বীকার করলি তুই এক্টিং করতে ছিলি!
নীলিমা: তার মানে?
হৃদয়: আমি সেদিন তোকে আর আম্মুকে রান্নাঘর এ কথা বলার সময় সব শুনেছিলাম।
নীলিমা: নীলিমা তার মানে তুমি সব জানতে।😠
কথাটা বলেই নীলিমা আমার বুকে কিল ঘুসি মারতে শুরু করলো। আমি নীলু কে শক্ত করে জড়িয়ে ধরে বললাম:
হৃদয়: সরি নীলু। আমি বুঝতে পারি নি তোমায় কবে ভালবেসে ফেলেছি। তুমি কি আমরা আঁধার ঘরের আলো হবে?
নীলিমা: আগে বল সামিয়া টা আবার কে।
হৃদয়: আরে ও আমার ছোট্ট বেলার বান্ধবি। আর রিয়াজ এর বর্তমান বউ। আমাদের কথা শুনে ঐ এই আইডিয়া টা দেয়।
নীলিমা: তাইলে ঠিক আছে।
হৃদয়: কি ঠিক আছে।
নীলিমা: কিছু না। এবার আমায় প্রোপজ করো।
হৃদয়: আমি ওসব প্রোপজ টপোজ পারি না।
নীলিমা: কি অন্য মেয়ে বললেই নেচে নেচে প্রোপজ করতে। এখন নিজের বউকে প্রোপজ করতে পারো না 😠
হৃদয়: করতেছি করতেছি।
নীলিমা:হুমম।
আমি বেলকুনি থেকে একটা গোলাপ ধরা গোলাপ ফুল এর গাছের টব সহ্ নিয়ে এসে হাঁটু গীরে বসে বললাম:
হৃদয়:
কবির লেখা যত কবিতা,
শিল্পীর আঁকা যত ছবি।
তোর রূপের মায়ার কাছে,
হার মেনে যায় যেন সবই।
তুমি কি হবে আমার পথ চলার সঙ্গী,
রোজ করবো মোরা নিত্য নতুন ভঙ্গি।
নীলিমা: হুমম। তবে একটা জিনিস বুজলাম না। মানুষ ফুল দিয়ে প্রোপজ করে। তুমি ফুলের টব দিয়ে কেন।
হৃদয়: গাছের কাছে ফুল গুলো তার সন্তানের মতো। আমি চাই না আমাদের ভালবাসার চিহ্ন কারু সন্তান হারানোর হাহাকার না হোক।
নীলিমা: ঠিক বলছো! আমাদের উচিৎ এসব গাছ গুলোর যত্ন নেয়া।
হৃদয়: হুমম। ঐ শোন।
নীলিমা: কি।
হৃদয়: আমাদের মেয়ে কবে আসবে 😁
নীলিমা: যাহ লুচ্চা কোথাকার……….🙈
সমাপ্ত